02/12/2024
"তাতারিদের ইতিহাস" গ্রন্থটি ষষ্ঠ শতাব্দীর মুসলিম সাম্রাজ্যের ওপর ধেয়ে আসা তাতার আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগিব সারজানির অনন্য সৃষ্টি এই গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারদের ঘৃণ্য ও জঘন্য ইতিহাস। লেখক প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান। সেইসঙ্গে ইসলামের শাশ্বত বিশ্বাস এবং মুসলমানদের রক্তে নির্মিত ঐতিহ্য ও আদর্শের প্রতি যত্নবান থেকেছেন। বইটি সহজ ও সুখপাঠ্য। বইটির ভাষা জোরালো ও প্রাঞ্জল এবং সবমিলিয়ে এটি এক অনবদ্য রচনা।
তাতারিদের ইতিহাস
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : আবদুল আলীম, মানসূর আহমাদ
মুদ্রিত মূল্য ৯০০/-
ছাড় মূল্য ৪৫০/-