Maktabatul Hasan

Maktabatul Hasan Publisher, importer and supplier of all kinds of Islamic books.
(48)

২০১১। আমাদের পথ চলার প্রারম্ভ। আমাদের শুরুটা হয়েছিলো বই আমদানির মধ্য দিয়ে। বেশ কিছু বছর কেবল বিদেশি বই বিক্রি ও সরবরাহের মাঝে সীমাবদ্ধ ছিল আমাদের কার্যক্রম। সে সূত্রে বিভিন্ন দেশের বই, বইয়ের বাজার, বইমেলা সর্বপরি লেখক, পাঠক ও প্রকাশকদের দেখেছি কাছ থেকে, তাদের থেকে শিখেছি অনেক কিছু। সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ঝুলি। সেইসব অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা আমাদের নিয়মিত তাগাদা দিয়েছে বাংলা প্রকাশনা জগতে আসার জন্য।

শিক্ষা-সভ্যতার এই অধ্যায়ে আমাদের উদ্দেশ্য খুবই সহজ ও সুস্পষ্ট। আমাদের উদ্দেশ্য,
“ভালো বই, মানুষের কল্যাণে।”

আমরা ধারাবাহিকভাবে অভিনব কিছু আনতে না পারলেও অবশ্যই ভালো কিছু নিয়ে আসব। ইনশাআল্লাহ। তা হবে অবশ্যই পাঠকের প্রয়োজন ও চাহিদা সামনে রেখে। তাই আমাদের জন্য খুবই জরুরি পাঠকের প্রয়োজন ও চাহিদার আদ্যপান্ত জানা।

সাধ্য, যোগ্যতার সীমাবদ্ধতা সকলেরই থাকে। আমাদেরও আছে। এই সীমাবদ্ধ সাধ্যের মধ্যে ভালো কাজ উপস্থাপনে আমাদের চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ।

প্রিয় পাঠক, আমাদের বইয়ের কনটেন্ট ও কোয়ালিটির উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের মূল্যায়ন আমাদের কাম্য। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনাদের মূল্যবান মতামত-পরামর্শ আমাদের জন্য প্রেরণা, ভুল শুধরে নেওয়ার অনন্য উপায়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের সার্বিক কাজ ও ব্যবস্থা-বিষয়ে আপনাদের পরামর্শ আমাদের ঋদ্ধ করবে, আমাদের কাজে এনে দেবে সমৃদ্ধি। যেকোনো বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ জানাতে আমাদের মেইল করার অনুরোধ রইল। আমাদের প্রচেষ্টা এনে দিক পাঠকের চাহিদার শূন্যতাগুলোয় অপার পূর্ণতা।

মাকতাবাতুল হাসান পরিবার
[email protected]

"তাতারিদের ইতিহাস" গ্রন্থটি ষষ্ঠ শতাব্দীর মুসলিম সাম্রাজ্যের ওপর ধেয়ে আসা তাতার আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ...
02/12/2024

"তাতারিদের ইতিহাস" গ্রন্থটি ষষ্ঠ শতাব্দীর মুসলিম সাম্রাজ্যের ওপর ধেয়ে আসা তাতার আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগিব সারজানির অনন্য সৃষ্টি এই গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারদের ঘৃণ্য ও জঘন্য ইতিহাস। লেখক প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান। সেইসঙ্গে ইসলামের শাশ্বত বিশ্বাস এবং মুসলমানদের রক্তে নির্মিত ঐতিহ্য ও আদর্শের প্রতি যত্নবান থেকেছেন। বইটি সহজ ও সুখপাঠ্য। বইটির ভাষা জোরালো ও প্রাঞ্জল এবং সবমিলিয়ে এটি এক অনবদ্য রচনা।
তাতারিদের ইতিহাস
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : আবদুল আলীম, মানসূর আহমাদ
মুদ্রিত মূল্য ৯০০/-
ছাড় মূল্য ৪৫০/-

ইতিহাসকে জাতির দর্পণ বলা হয়। ইতিহাসের মাধ্যমে মানুষ জানতে পারে অতীতের সাফল্য ও ব্যর্থতার কথা। ইতিহাস জানার মাধ্যমে মানুষ...
02/12/2024

ইতিহাসকে জাতির দর্পণ বলা হয়। ইতিহাসের মাধ্যমে মানুষ জানতে পারে অতীতের সাফল্য ও ব্যর্থতার কথা। ইতিহাস জানার মাধ্যমে মানুষ বাস্তব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত ও অনুপ্রাণিত হতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে বিচক্ষণতার পরিচয় দিতে পারে।

আন্দালুসের ইতিহাস আটশ বছরের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এর প্রথম দিকটা ছিল গৌরবময় উত্থান ও জ্ঞানচর্চার উচ্চ শিখরে আরোহণের, আর শেষ দিকটা ছিল বেদনাবিধুর পতনের। সভ্যতা ও সংস্কৃতির উন্নততর অবস্থানে পৌঁছে গিয়েছিল আমাদের ভালোবাসার আন্দালুস। সে পরিণত হয়েছিল অসভ্য ইউরোপের মহান শিক্ষকে। উন্নত সভ্যতার সকল উপাদান জমা হয়েছিল আন্দালুসের জমিতে। তার থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল আলোকরশ্মি ও ফুলেল হাওয়া। জ্ঞানবিজ্ঞানের আধারে পরিণত হয়েছিল আমাদের হারানো ফিরদাউস—আন্দালুস।

ইতিহাসের বিদগ্ধ লেখক ড. রাগিব সারজানি গ্রন্থটিতে আন্দালুসের সেই মহান ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন।
আন্দালুসের ইতিহাস (২ খণ্ড)
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : আবু মুসআব ওসমান
পৃষ্ঠা : ৯৯২
মুদ্রিত মূল্য : ১৫০০/-
ছাড় মূল্য : ৭৫০/-

ং_১

মূলত আরতুগরুল সম্পর্কে বিদ্যমান ঐতিহাসিক তথ্যের পরিমাণ একেবারেই কম। তবে তাঁর জীবন-ইতিহাসের যৎসামান্য যেসব তথ্য আমাদের কা...
02/12/2024

মূলত আরতুগরুল সম্পর্কে বিদ্যমান ঐতিহাসিক তথ্যের পরিমাণ একেবারেই কম। তবে তাঁর জীবন-ইতিহাসের যৎসামান্য যেসব তথ্য আমাদের কাছে পৌঁছেছে, তা থেকেই আমরা তাঁর ব্যক্তিত্ব ও চরিত্র সম্পর্কে ধারণা নিতে পারি এবং ব্যক্তিগত ও পারিবারিক কর্মকাণ্ডে তাঁর গৃহীত কর্মনীতি অনুমান করতে পারি।

আরতুগরুল যখন সুলতানপ্রদত্ত জায়গিরের কর্তৃত্ব গ্রহণ করেন, তখন তাঁর বয়স ছিল ৪০ বছর। দীর্ঘ হায়াতের অধিকারী আরতুগরুল এরপর পূর্ণ ৫০ বছর অঞ্চলটি শাসন করেন। অর্থাৎ তিনি প্রায় ৯০ বছর বয়সে ইনতেকাল করেন। এই সুদীর্ঘ শাসনামলে তিনি তাঁর শাসিত ভূখণ্ডের আয়তন ২ হাজার বর্গকিলোমিটার থেকে ৪ হাজার বর্গকিলোমিটারে (বা সামান্য বেশি) উন্নীত করতে সক্ষম হন। এই পুরো সম্প্রসারণ ঘটে তাঁর মূল জায়গিরের চারপাশের বাইজেন্টাইন ভূখণ্ডে।

আরতুগরুলের কর্মনীতি থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে, তিনি ছিলেন সিদ্ধান্ত গ্রহণে প্রজ্ঞাবান, প্রতিক্রিয়া প্রকাশে শান্ত-সুস্থির এবং কর্মতৎপরতায় ভারসাম্যের অধিকারী। তিনি আপন রাজ্যসীমা দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বাইজেন্টাইন রাষ্ট্রের অভ্যন্তরে বা পার্শ্ববর্তী মুসলিম রাজ্যগুলোতে ঝাঁপিয়ে পড়েননি। তিনি নিজের ও প্রতিপক্ষের শক্তির পার্থক্য যথার্থভাবে অনুধাবন করেছেন এবং প্রতিবেশী বৃহৎ শক্তিগুলোর তুলনায় নিজের শক্তিস্বল্পতার বিষয়টি বিবেচনায় রেখে অত্যন্ত ধীরগতিতে রাজ্য বিস্তার করেছেন। এভাবে আশেপাশের তুর্কি পরিবারগুলোকে উত্তেজিত না করেই তিনি তাঁর জায়গির এলাকার পরিধি দ্বিগুণ করতে সক্ষম হয়েছেন। আরতুগরুল বৃহৎ ও প্রসিদ্ধ কোনো বাইজেন্টাইন নগরী জয় করেননি, প্রতিবেশী কোনো তুর্কি নেতাকে উত্তেজিত করেননি। ফলে তিনি পূর্ণ ৫০ বছর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছেন। তিনি যদি তাড়াহুড়া ও বেপরোয়াভাব প্রদর্শন করতেন, তাহলে প্রতিবেশী কোনো বৃহৎ শক্তি তাকে গ্রাস করে ফেলত।
‘উসমানি সালতানাতের ইতিহাস’ থেকে নেওয়া।

পাঠকের আড়ালে থাকা অসাধারণ ৩টি বই...
01/12/2024

পাঠকের আড়ালে থাকা অসাধারণ ৩টি বই...

অভিশপ্ত ই-হু-দিদের প্রো-পা-গান্ডা ও বিকৃততির স্বরূপ উন্মোচণের জন্য প্রয়োজন ফি-লি-স্তি-নের প্রকৃত ইতিহাস তুলে ধরা। ‘সময়ের...
01/12/2024

অভিশপ্ত ই-হু-দিদের প্রো-পা-গান্ডা ও বিকৃততির স্বরূপ উন্মোচণের জন্য প্রয়োজন ফি-লি-স্তি-নের প্রকৃত ইতিহাস তুলে ধরা। ‘সময়ের পদরেখায় ফি-লি-স্তি-নের ইতিহাস’ গ্রন্থটি সে ধারারই একটি প্রয়াস। এতে মানব-ইতিহাসের শুরুলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ফি-লি-স্তি-নের ইতিহাস তুলে ধরা হয়েছে।

নারী ও পরিবার বিষয়ক বইসমূহনারী ও পরিবার একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। আদর্শ নারী আদর্শ পরিবারের স্বরূপ। পরিবারকে সুন্দর কর...
01/12/2024

নারী ও পরিবার বিষয়ক বইসমূহ
নারী ও পরিবার একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। আদর্শ নারী আদর্শ পরিবারের স্বরূপ। পরিবারকে সুন্দর করার জন্য, সুখী ও সমৃদ্ধ করার জন্য এবং নারীদের কল্যাণমুখী করার সঠিক দিগনির্দেশনা নিয়ে রচিত হয়েছে আমাদের বইগুলো। মা-বোনদের জীবনকে সৌভাগ্যের পথে চালিত করা ও পারিবারিক জীবন নিয়ে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই সিরিজটিতে বেশ কয়েকটি মূল্যবান বই অন্তর্ভুক্ত করা হয়েছে। জগদবরেণ্য বিচক্ষণ আলেমে দ্বীনের সচেতন নির্দেশনা আমাদের জীবনকে সহজ ও স্বচ্ছন্দ করে তুলবে।

কর্মজীবী স্বামী-স্ত্রীর শিশুসন্তান বাসায় কাজের মহিলার কাছে কীভাবে নির্যাতিত হয়েছিল, এরকম একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া...
30/11/2024

কর্মজীবী স্বামী-স্ত্রীর শিশুসন্তান বাসায় কাজের মহিলার কাছে কীভাবে নির্যাতিত হয়েছিল, এরকম একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে অনেক চর্চা হয়েছিল । কাজের মহিলার সন্তান কতটুকু নিরাপদ, স্বামী-স্ত্রীর ভূমিকা ইত্যাদি নিয়ে নানা বাকযুদ্ধ হয়েছে ।

যে বিষয়টি কম এসেছে সন্তান প্রতিপালনে পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত, মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক ইত্যাদি । সত্য কথা হলো আমরা এখন পুঁজিবাদী সংস্কৃতির পিছু ছুটে ভুলতে বসেছি পরিবার, সন্তান এর ভূমিকা ।

ইসলামে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয় । আমাদের ইতিহাস ও ঐতিহ্যের মানুষরা বিখ্যাত হয়েছেন, তাদের পরিবার ও মা-বাবার সঠিক ভূমিকার কারণে ।

তেমনি এক বিখ্যাত মানুষের সন্তান পালনের পাঠ নিয়ে লেখা "আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতাভী" । বইয়ে থাকছে- একজন সন্তান সঠিকভাবে গড়ে তুলার কৌশল ও প্রয়োজনীয় দিক নির্দেশনা ।
আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতাবী রহ.
লেখিকা : আবিদা আলমুআইয়াদ (আলী তানতাভীর দৌহিত্রী)
মুদ্রিত মূল্য : ২০০/-
ছাড় মূল্য : ১০০/-

মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কাছেই পুরোনো ও গুরুত্বহীন হয়ে পড়েছে। মানুষ এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছে যে,...
30/11/2024

মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কাছেই পুরোনো ও গুরুত্বহীন হয়ে পড়েছে। মানুষ এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছে যে, এই একতা হয়তোবা কখনোই সম্ভব নয়। আর এখন পৃথিবী যে অবস্থায় আছে সেটাও খুব একটা খারাপ নয়।

কিন্তু এ বইটির মতো কোনো বই পড়ার পর মনে কোনো দ্বিধা থাকে না মুসলমানদের একতা ও সংহতির অনস্বীকার্যতার ব্যাপারে। এ এমন কঠোর বাস্তব, যা মুসলমানদের বাস্তবায়ন করেই ছাড়তে হবে। আমাদের উদাসীনতার বিন্দুমাত্রও সুযোগ নেই।

প্রিয় পটিয়া...
28/11/2024

প্রিয় পটিয়া...

27/11/2024

২৮ নভেম্বর আগামীকাল, বৃহস্পতিবার বুয়েটে সিরাত সেমিনার। মাকতাবাতুল হাসানের সিরাতের বইগুলো পাবেন মাকতাবাতুল আযহারের স্টলে।

একটি শিশু মায়ের কোলে থাকাকালে, যখন সে কথা বলতে শেখে তখন থেকেই সে বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী হয়ে ওঠে। এই জানার আগ্রহ থেকে...
27/11/2024

একটি শিশু মায়ের কোলে থাকাকালে, যখন সে কথা বলতে শেখে তখন থেকেই সে বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী হয়ে ওঠে। এই জানার আগ্রহ থেকে সে প্রথম যে প্রশ্নটি করে তা হলো, ‘এটা কী?’। এই প্রশ্নের মাধ্যমেই তার জ্ঞান অর্জন শুরু হয়।

আমরা হয়তো ধারণা করি, শিশুদের শিক্ষা শুরু হবে ছয় বা সাত বছর বয়স থেকে। বিষয়টি মোটেই সেরকম নয়। দুই তিন বছর বয়স থেকেই একটি শিশু শেখা শুরু করে দেয়। যখন সে প্রশ্ন করে ‘এটা কী’ তখন থেকেই তার শেখা আরম্ভ হয়ে যায়। সংগত কারণেই দুই তিন বছরের একটি ছোট্ট শিশুকে স্কুল বা মাদরাসায় পাঠানো যাবে না। সুতরাং এ সময়ে বাবা মা কেই ছোট্ট সন্তানের শিক্ষকের ভূমিকা পালন করতে হবে।

এই সময়টা প্রতিটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টাতে আপনাকেই তাকে সময় দিতে হবে, তাকে শেখাতে হবে।

কিন্তু কী শেখাবেন?

শিশুরা আশপাশে যা-কিছু দেখে, যা তাদের দেখা দরকার, যা তাদের শেখা দরকার তা-ই শেখাবেন! তবে আমাদের নানাবিধ ব্যস্ততার কারণে আমরা এসব বিষয় গুছিয়ে শিশুদের কাছে উপস্থাপন করেত পারি না। এই বিষয়টি বিবেচনা করে আপনার সন্তানের জন্য আমাদের ‘এটা কী?’ সিরিজের আয়োজন।

কী কী আছে ‘এটা কী?’ সিরিজে?

একটি শিশু স্কুল বা মাদরাসায় যাওয়ার পূর্ব পর্যন্ত প্রাথমিকভাবে যা যা শেখা দরকার, এই আয়োজনে আমরা চেষ্টা করেছি তার সবই একত্র করতে। দীর্ঘ এক বছর চিন্তাভাবনা ও কর্মযজ্ঞের পর পূর্ণতার রূপ পেয়েছে ‘এটা কী’ সিরিজ। এতে রয়েছে ফুল, ফল; মাছ, পাখি; স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আরবি বর্ণমালা, ইংরেজি বর্ণমালা; গণনা; রং পরিচিতি এবং যানবাহন-সহ মোট ২০ টি বই।

এই বইগুলোর বিশেষত্ব কী?

বাজারে এ ধরনের বই আরও রয়েছে। তবে আমাদের কাজটি আর সবার থেকে একেবারেই ভিন্ন। আমরা প্রতিটি বইয়ে ২০টি বস্তুর নাম একত্র করেছি। প্রতিটি বস্তুর বাংলা নামের সঙ্গে লিখেছি তার ইংরেজি। সেইসঙ্গে যুক্ত করেছি এক লাইনের একটি কবিতা; যা পড়ে একটি শিশু বিরক্ত তো হবেই না; বরং আনন্দ পাবে। আনন্দের সঙ্গে পড়বে প্রতিটি বই।

‘এটা কী’ সিরিজের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যা এ ধরনের অন্যান্য শিশুকর্ম থেকে ‘এটা কী’-কে স্বাতন্ত্র্য এনে দিয়েছে। কী সেই বৈশিষ্ট্য?

‘এটা কী’-এর সঙ্গে আমরা একটি ‘গার্ডিয়ান বুক’ যুক্ত করেছি। দুই থেকে চার বছরের একটি শিশুকে যেকোনো বিষয় পড়ানো মোটেই সহজ নয়। তাকে পড়াতে হয় তার মতো করে, তার প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে। কিন্তু শিশুদের পড়ানোর পদ্ধতিটা কী? কোন বইটি কীভাবে পড়াবেন? এ ধরনের কোনোরূপ ধারণা আমাদের নেই। ফলে দেখা যায়, এ ধরনের বইগুলো কেনার পর দু-চারদিন পর বইগুলোর আর কোনো খোঁজ থাকে না। পরে থাকে বুকশেলফের কোনো এক কর্নারে। কারণ, এ ধরনের বইগুলো একটি শিশু কদিনের মধ্যেই পড়ে ফেলতে পারে। তবে এ পড়া তার তেমন কোনো উপকারে আসে না।

কিন্তু আমরা এ বইগুলো পড়ানোর এমন কিছু পদ্ধতি উদ্ভাবন করেছি, যেগুলো মেনে আপনি এই বইগুলো আপনার সন্তানকে দীর্ঘ সময় পর্যন্ত পড়াতে পারবেন। যে পদ্ধতিতে পড়ালে প্রকৃতার্থেই আপনার সন্তান উপকৃত হবে এ বইগুলো থেকে।
বই: 'এটা কী?' সিরিজ
লেখক: রেদওয়ান সামী
প্রকাশক: স্বরবর্ণ
মুদ্রিত মূল্য: ১৬০০/-
অফার মূল্য (২৫%) ১২০০/- মাত্র।

Size : 3.8 inches x 3.5 inches

27/11/2024

মুসলিম উম্মাহ আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। জাগরণমুখী উম্মাহকে দমিয়ে রাখার লক্ষ্যে পশ্চিমাবিশ্ব মুসলমানদের পদে-পদে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে মুসলমানদের ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ ব্যাপার নয়। এজন্য নব্য আগ্রাসনবাদীদেরকে পরাজিত করতে হবে সর্বাগ্রে। তাদেরকে তাদের পথে ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে থেকে কোনো ফায়দা নেই মুসলমানদের। বরং "ইদাদ" এর প্রয়োজনীয়তা যথাযথভাবে উপলব্ধি করতে হবে।

ধর্মের সাথে ধর্মের সংঘাত আজকের নতুন কিছু নয়। এ সংঘাত যুগ যুগ ধরে চলে আসা এক চরম বাস্তবতা। অতীতে এই বাস্তবতা মেনে নিয়েই ইসলামবিদ্বেষীদের সাথে লড়ে গেছেন ইতিহাস-বিজয়ী সাহসী বীর সৈনিকরা।

কাজেই বর্তমানের 'মহাক্রান্তিকাল' অতিক্রম করে আমাদেরকেও ঘুরে দাঁড়াতে হবে শীঘ্রই— যেমনিভাবে ঘুরে দাঁড়িয়েছেন আমাদের পূর্বসূরীরা। তবে এর আগে জানতে হবে— 'যাদের নিয়ে আমরা গর্ব করি' তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সেসময়কার ক্রুসেডারদের বিরুদ্ধে? মুসলমানদের সম্ভ্রম রক্ষার সংগ্রামে কি ঘটেছিল তাদের সাথে? তাকবীর ধ্বনি দিয়ে উম্মাহর সুপ্ত ঈমানী চেতনা কিভাবে শানিত করে তুলেছিলেন তাঁরা অস্ত্র হাতে?

27/11/2024

জীবনে অনেক সময় মানুষ এমন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, নিজের সর্বশক্তি দিয়েও সেখান থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব হয় না। সেসব পরিস্থিতিতে আল্লাহর ওপর আমাদের ভরসার কথা ঘোষণা করার শিক্ষা দিয়েছেন রাসুল সা.। কারণ আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই পারেন বিপদ থেকে উদ্ধার করতে। শত্রুদের বিতাড়িত করতে। মুমিনদের হয়ে প্রতিরোধ গড়ে তুলতে। এই ঘোষণা প্রচার ছিল তাঁর ও তাঁর পূর্ববর্তী নবীদের সুন্নাহ।

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ বাক্যটি আগুনে নিক্ষেপিত হওয়ার সময় ইবরাহিম আ. বলেছিলেন। আর মুহাম্মাদ সা.-ও একই বাক্য বলেছিলেন যখন লোকেরা বলল,

إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيْمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ
وَنِعْمَ الْوَكِيلُ

তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এটি তাদের ঈমান দৃঢ়তর করে। ফলে তারা বলে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক।
[সুরা আলে-ইমরান: ১৭৩]
‘সুন্নাহ প্রতিদিন’ বই থেকে নেওয়া।

এই বইটি সকলের পড়া উচিত বলে মনে করি। বিশেষ করে যারা দাঈ।
26/11/2024

এই বইটি সকলের পড়া উচিত বলে মনে করি। বিশেষ করে যারা দাঈ।

26/11/2024

আগামীকাল থেকে পটিয়া মাদরাসার প্রাঙ্গণে ইসলামি বইমেলা। ৪দিন ব্যাপী।
আমরাও আছি। দেখা হচ্ছে চট্টগ্রামের পাঠকদের সাথে।

জেনে রাখা ভালো, ইবাদত-বন্দেগি করা এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে দুটি বড় মসিবতের শিকার কমবেশি সবাইকে হতে হয়। একটি গুনাহে...
25/11/2024

জেনে রাখা ভালো, ইবাদত-বন্দেগি করা এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে দুটি বড় মসিবতের শিকার কমবেশি সবাইকে হতে হয়। একটি গুনাহের বোঝা তৈরি করে, আরেকটি হলো প্রতিদান কমিয়ে দেয়।

◼ প্রথম মুসিবত
যেটি গুনাহের বোঝা টেনে আনে, সেটি হলো নিজের কৃতকর্মের ব্যাপারে খুশি হয়ে যাওয়া। কারণ, এটা দুটি মন্দ পরিণতির দিকে নিয়ে যায়।

প্রথমটির দুটি মন্দ পরিণতি
এক. এ ব্যক্তি মনে করবে, সে আমল করে আল্লাহর ওপর করুণা করেছে। এভাবে সে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করবে।

ইবনে আব্বাস রা. বলেন,
«أَوْحَى اللهُ تَعَالٰى إلٰى نَبِيٍّ مِنْ أَنْبِيَائِهِ: أَمَّا زُهْدُك فِي الدُّنْيَا فَقَدْ اسْتَعْجَلْت بِهِ الرَّاحَةَ، وَأَمَّا انْقِطَاعُك إلَيَّ فَهُوَ عِزٌّ لَك، فَهَذَانِ لَك وَبَقِيْتُ أَنَا»
আল্লাহ তাঁর একজন নবীর ওপর এই মর্মে ওহি প্রেরণ করেছেন যে, (হে বান্দা!) তুমি দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করে নিজের শান্তিই দ্রুত কামনা করেছ। আর তুমি আমার প্রতি একাগ্রচিত্তে মনোনিবেশ করাটা তোমার জন্যই মর্যাদার কারণ। সুতরাং এ দুটোই তো তুমি তোমার জন্য করলে। আর আমিই বাকি রয়ে গেলাম।

দুই. এ ব্যক্তি নিজের আমলের ব্যাপারে দম্ভ করে। আর আমল নিয়ে দম্ভকারী দুঃসাহসী, আর দুঃসাহসী আল্লাহর অবাধ্যচারী। মুওয়াররিক ইজলি রহ. বলেছেন, আমল নিয়ে বাহাদুরি করার চেয়ে আমল না করাই ভালো।
একজন পূর্বসূরি বলেছেন, নিজের গুনাহ স্বীকার করে যে হাসে সে ওই ক্রন্দনকারীর চেয়ে ভালো, যে আল্লাহর সামনে (আমলের) বড়াই করে। আর নিজ অপরাধের কারণে লজ্জিত হয়ে ক্রন্দনকারী ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে ভালো, যে নিজের উদাসীনতা স্বীকার করে হাসে।

◼ দ্বিতীয় মুসিবত
আর যেটি প্রতিদানকে দূর করে দেয় তা হচ্ছে নিজের কৃত আমলের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকা। কারণ, এর পরিণতি দুটি।

এক. এটা অতীত নির্ভর করে দেবে এবং ভবিষ্যতের ব্যাপারে উদাসীন করে দেবে। এ কারণে সে প্রতিদানের তো আশাই করতে পারবে না এবং শোকরও আদায় করবে না।

দুই. সে বেপরোয়া হয়ে যাবে। আল্লাহকে ভয় করবে না। তখন আল্লাহর আদেশ-নিষেধ না মানা তার জন্য স্বাভাবিক ব্যাপারে পরিণত হবে।

ফুজায়েল ইবনে ইয়াজ রহ. বলেছেন, মানুষ আল্লাহকে ততটুকুই ভয় পাবে যতটুকু সে আল্লাহ সম্পর্কে জানবে।

মুওয়াররিক ইজলি রহ. বলেছেন, সারারাত তাহাজ্জুদ পড়ে কাটিয়ে সকালে তার ওপর অহংকার করার চেয়ে সারারাত ঘুমিয়ে সকালে (তাহাজ্জুদ না পড়ার দরুন) লজ্জিতভাব নিয়ে থাকাটা আমার নিকট বেশি পছন্দনীয়।

প্রাজ্ঞ ব্যক্তিগণ বলে থাকেন তোমার মাঝে কোনো কল্যাণ না থাকার কারণ এটাই যে, তুমি মনে করো তোমার মাঝে সমূহ কল্যাণ রয়েছে।

রাবেয়া আদাবিয়া রহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল, কখনো কোনো আমলের ব্যাপারে কি আপনি নিশ্চিত হতে পেরেছেন যে, তা কবুল করা হয়েছে? তিনি বললেন, আমি তো সবসময় এ আশঙ্কায়ই থাকি, না জানি আমার আমল আমাকে ফেরত দেওয়া হয়!

ইবনে সাম্মাক বলেছেন, অতীতের জন্য ‘ইন্নালিল্লাহ’! কারণ, তার ব্যাপারে ঝুঁকি কত বিরাট! আর ভবিষ্যতের জন্যও ‘ইন্নালিল্লাহ’! কারণ, তার ব্যাপারে সতর্কতা কত সামান্য!

এক বুজুর্গ সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি এক মজমার সামনে চিৎকার করে বলেছিলেন, হে ধনী লোকেরা, আমি তোমাদের লক্ষ করে বলছি, তোমরা বেশি বেশি নেক আমল করো। কারণ, তোমাদের গুনাহ বেশি। আর হে দরিদ্র লোকেরা, তোমাদের বলছি শোনো, তোমরা গুনাহ কম করো। কারণ, তোমাদের নেক আমল নেহায়েত কম।

হতাশা ঝেড়ে ফেলে প্রকাশ করুন আপনার প্রকৃত সত্তাকে। অভ্যাসের শেকল ছিঁড়ে বেরিয়ে আসুন আপন পৃথিবীতে। এবং নিজেকে বদলে বাস্তবে ...
25/11/2024

হতাশা ঝেড়ে ফেলে প্রকাশ করুন আপনার প্রকৃত সত্তাকে। অভ্যাসের শেকল ছিঁড়ে বেরিয়ে আসুন আপন পৃথিবীতে। এবং নিজেকে বদলে বাস্তবে রূপ দিন আপনার লালিত স্বপ্নকে। আর এই স্বপ্ন বাস্তবায়নের পথে আপনাকে পথ দেখাবে আত্মোন্নয়নমূলক এই পাঁচটি বই।
৫টি বই একত্রে
মুদ্রিত মূল্য : ১১২০/-
ছাড় মূল্য : ৫৬০/-

** প্রতিটি বই কয়েকটি কালারে মুদ্রিত ।

Address

11/1 Islami Tower (Underground), Shop No./33-34, Bangla Bazar Road
Dhaka
1100

Telephone

+8801787007030

Website

https://linktr.ee/maktabatulhasan

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatul Hasan:

Videos

Share

Category

আমাদের পথচলা

"মাকতাবাতুল হাসান" আমাদের শুরুটা হয়েছিল ২০১১তে বই আমদানির মধ্য দিয়ে। এরপর বেশ কিছু বছর আমাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল বিদেশি বই বিক্রি ও সরবরাহের মাঝে। সে সূত্রে বিভিন্ন দেশের বই, বইয়ের বাজার, বই মেলা ও সেখানকার লেখক, পাঠক ও প্রকাশকদের কাছ থেকে দেখার ও শেখার সুযোগ হয়েছে অনেক। সেইসব অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে আমরা একসময় বাংলা প্রকাশনায় আসার উৎসাহ ও প্রয়োজন অনুভব করি। কাজ করতে চাই এই অঙ্গনে।

এখানে আমাদের উদ্দেশ্য খুব সহজ,পরিষ্কার ।

“আমরা ভালো বই প্রকাশ করতে চাই, কল্যাণের জন্যে”

আমরা অভিনব কিছু করব না তবে অবশ্যই ভালো কিছু করতে চাই এবং তা পাঠকের মনের চাহিদা ও প্রয়োজনমাফিক। মুনাফার বাজারে কোন বই ভালো হবে তা আমাদের নিকট মুখ্য নয়। বই প্রকাশের ক্ষেত্রে আমরা শুনতে চাই আপনার মনের চাহিদার কথা, প্রয়োজনের কথা। জানতে চাই শুন্যতার জায়গাগুলোর কথা।