Gulzar publication

Gulzar publication Books increase the scope of human knowledge.
বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়।

26/01/2024

আরিফ আজাদের নতুন বই 'হায়াতের দিন ফুরোলে'!
এবারের একুশে বইমেলায় আসছে সময়ের আলোচিত লেখক আরিফ আজাদ-এর নতুন বই 'হায়াতের দিন ফুরোলে'। বইটি Nahadashop.com প্রি-অর্ডার করলে পাচ্ছেন-

🔻 ৩০% নিশ্চিত ছাড়!
🔻 স্পেশাল বুকমার্ক

সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার। কারণ—মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে।’
প্রতিবারের মতো এবারের এই বইটি আপনাকে নিয়ে। আপনার আমার হায়াত নিয়ে লিখা।

✅প্রি-অর্ডার করতে আপনার
✔️নাম :
✔️ঠিকানা:
✔️মোবাইল নাম্বার :
ইনবক্স করুন nahadashop.com

📣📣📣
পেইজ ফলো পোস্ট শেয়ার করলে #নিকটজনে_নারীর_দাওয়া বইটি দৈব চয়নে ৫ জনকে হাদীয়া দেয়া হবে।( স্ক্রিনশট কমেন্টে দিবেন)

বেশি বেশি শেয়ার করি
23/01/2024

বেশি বেশি শেয়ার করি



#ট্রান্সজেন্ডারবাদ_প্রচারকারী_BKash_আমরা_বয়কটকরছি।

🎁 বয়কট করলেই আপনারা ও পাচ্ছেন হাদিয়া।

📌পোষ্টটি শেয়ার করে কমেন্ট বক্সে দিন।

আমরা দৈব চয়নে ৫ জনকে #হায়াতের_দিন_ফুরোলে বইটি হাদিয়া দিব। ইনশাআল্লাহ

#বেশি_বেশি_কমেন্ট_ও_শেয়ার_করি।


ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদ...
16/01/2024

ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারও ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল। কারও ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি। আর কারও কারও ঝুলি একেবারে খালি—তাতে না আমল আছে আর না আছে ঈমান।

সত্যি করে বলুন তো—ওপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথমদলের যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন।

‘বয়স বাড়লে আমল-ইবাদাত শুরু করব’—এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের চালাকি বৈ কিছু নয়। ভবিষ্যতের যে সময়ে আমল-ইবাদাত করার কথা আপনি চিন্তা করছেন, সেই সময়টার দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ:

‘আদম সন্তান! তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায়।’

সময়ের যোগফলের নাম হলো জীবন। এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহর এই কথাটুকু দারুণ সহায়ক। তিনি বলেছেন—

‘সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার। কারণ—মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে।’

জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পাথেয় অর্জনে আমরা পিছিয়ে থাকব। দ্বীনের ব্যাপারে বেখেয়াল, উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে—যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই।

মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কী নিদারুণ হবে সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন। যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতের জীবনের কথা, তাদের অনিঃশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন—

يَقُوْلُ يٰلَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِيْ ‎٢٤

‘সে (আক্ষেপ করে) বলবে, ‘হায়! এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম।’ (সূরা আল ফাজর, ২৪)

( অংশটুকু আসন্ন বইমেলায় প্রকাশিতব্য ‘হায়াতের দিন ফুরোলে’ বই থেকে নেওয়া৷ শীঘ্রই বইটির প্রি-অর্ডার শুরু হবে, ইন শা আল্লাহ।)

11/01/2024

আসসালামু আলাইকুম?

দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকা
29/12/2023

দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকা

মুসকি হাসাআয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমন উচ্চহাস্য হাসতে...
06/11/2023

মুসকি হাসা

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমন উচ্চহাস্য হাসতে দেখিনি
যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।' [Bukhari:4829]

08/10/2023
ইসলাম কারও শত্রু হতে আসেনি। ইসলাম এসেছে মানুষকে ভুলে যাওয়া ওয়াদা স্মরণ করিয়ে দিতে, যে ওয়াদা আমরা প্রত্যেকেই দিয়ে এসেছি আ...
20/09/2023

ইসলাম কারও শত্রু হতে আসেনি। ইসলাম এসেছে মানুষকে ভুলে যাওয়া ওয়াদা স্মরণ করিয়ে দিতে, যে ওয়াদা আমরা প্রত্যেকেই দিয়ে এসেছি আল্লাহর কাছে রূহের জগতে। এবং আমাদের আসল শত্রু ইবলিশ শয়তানকে চিনিয়ে দিতেই আল্লাহ্‌ পাঠিয়েছেন যুগে যুগে নবি রসূল। কিন্তু কিছু লোক সেই শত্রুকে ছেড়ে ইসলামকেই শত্রু হিশেবে নিয়েছে! এর পেছনে একাধিক কারণ থাকলেও অন্যতম একটি কারণ হচ্ছে, নষ্ট হওয়া ফিতরাতি বুঝ। সহজাত বিবেক যে বিষয়ে সাক্ষ্য দেবার কথা অনায়াসে, সে বিষয়েই সে সংশয়গ্রস্ত বিভিন্ন যুক্তিতে। কখনো বিজ্ঞান, কখনো জাতীয়তাবাদ, কখনও-বা পশ্চিমাদের বুলির প্রতিফলন ঘটে তাদের মাঝে।
আপাদমস্তক এদেরকে যুক্তিবাদী মনে হলেও বস্তুত এদের অধিকাংশই স্রেফ বিদ্বেষ পোষণকারী। সত্য-মিথ্যার মানদণ্ডকে ঘুরিয়ে দেয়া, অতঃপর জেনে বুঝে ইসলামের সাথে শত্রুতায় লিপ্ত হওয়া—এটাই এদের উদ্দেশ্য। নাস্তিক্যবাদের আড়ালে এভাবে ইসলাম বিদ্বেষ লালন শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। তথাপি এদের কথার মারপ্যাঁচে পড়ে অনেক বুদ্ধিদীপ্ত যুবক-যুবতী ধরছে নাস্তিকতার পথ। এদের অনেকেই সত্য-সন্ধানী।
সত্যের প্রতি বিনয়ী সেই যুব সমাজের জন্য আরিফ আজাদ নিয়ে আসে এই বাংলার জমিনে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’। গল্পের আঙ্গিকে, যুক্তি এবং বিজ্ঞানের আলোকে সংশয়বাদীদের মাঝে প্রচলিত সকল প্রশ্নের জবাব তিনি লিখেছেন বইটিতে। ইতিপূর্বে পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই বই। ছাত্র-শিক্ষক থেকে শুরু করে মানুষ দলে দলে কেনা শুরু করে বইটি এবং সংশয়ের পথ ছেড়ে ইসলামের পথে ফিরে আসে। সেই ধারাবাহিকতায় এবার প্যারাডক্সিক্যাল সাজিদ-২

প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন Nahadashop.com অথবা কল করুন 01963-532566

ইসলামি সকল বইয়ের অফার জানতে যুক্ত হোন Nahadashop.com Offer & Review

#ইসলামি #বই #টিম #নাহাদা #প্যারাডক্সিক্যাল #সাজিদ২

আপনাকে লিখতে দেখে যদি আপনার আদরের শিশুটি কাঁপা কাঁপা হাতে কলম নিয়ে খাতায় দাগ কাটে এবং আপনার দিকে তাকিয়ে আনন্দ প্রকাশ করে...
09/09/2023

আপনাকে লিখতে দেখে যদি আপনার আদরের শিশুটি কাঁপা কাঁপা হাতে কলম নিয়ে খাতায় দাগ কাটে এবং আপনার দিকে তাকিয়ে আনন্দ প্রকাশ করে তবে আপনিও তার সঙ্গে আনন্দিত হোন। তাকে বুকে জড়িয়ে নিন। কপালে একটি চুমু দিন। তার এই দাগ-কাটায় আপনার ক্ষতি হলেও প্রথমে আনন্দ প্রকাশ করুন। এরপর শিশুকে তার বয়স ও মেধার উপযোগী ভাষা ও আচরণে বোঝানোর চেষ্টা করুন।

অনুরূপ পিঁপড়ার সারি বেঁধে চলা দেখে যদি সে কৌতূহলী হয়ে ওঠে তবে আপনিও তার সাথে কৌতূহলী হয়ে উঠুন। উচ্ছ্বাস প্রকাশ করুন। প্রতিনিয়ত লক্ষ্য করুন, সে কোন বিষয়ে আনন্দ ও কৌতূহল বোধ করে আর কোন বিষয়ে বিরক্ত হয়। আপনি বারবার তার সামনে আনন্দ ও কৌতূহলের বিষয়গুলো তুলে ধরুন। তার মন্দ লাগা বিষয়গুলো এড়িয়ে চলুন। এভাবে সন্তান ও আপনার আবেগের আদান-প্রদানের মধ্য দিয়ে শৈশব থেকেই আস্থা ও আত্মার একটি সুসম্পর্ক গড়ে উঠবে।

অনেক মা-বাবাই শিশুদের সঙ্গে এভাবে আবেগের আদান-প্রদান করতে পারেন না। নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ভয়ে অথবা চক্ষু লজ্জার কারণে তারা শিশুদের আবেগকে মূল্যায়ন করেন না। এতে করে শৈশব থেকেই সন্তানের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হতে থাকে। সন্তান নিজেকে অসহায় বোধ করতে থাকে। একসময় হতাশ হয়ে নতুন কিছু করার মানসিকতা হারিয়ে ফেলে। কাজেই সন্তানদের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য এবং তাদের সৃজনশীলতাকে কাজে লাগানোর জন্য তাদের সঙ্গে আবেগ-অনুভূতির আদান-প্রদান ও মূল্যায়ন অপরিহার্য।

আকরাম হোসাইন প্রণীত 'সন্তান :স্বপ্ন দিয়ে বোনা

অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা সহ ইনবক্স করুন
Nahadashop.com

#যেকোন_ইসলামি_বই_পাবেন_আমাদের_কাছে

হালাল হারামের বিধান ড. ইউসুফ আল-কারযাবিসমকালীন প্রকাশন
03/09/2023

হালাল হারামের বিধান
ড. ইউসুফ আল-কারযাবি
সমকালীন প্রকাশন

বেলা ফুরাবার আগে 💚
25/08/2023

বেলা ফুরাবার আগে 💚

ড. রাগিব সারজানি কেবল ইতিহাসে নয়, বরং সিরাতের ক্ষেত্রেও বিস্তর আলোচনায় তিনি কতখানি প্রাজ্ঞজন, পাঠক প্রমাণ তার এ সুবিন্যস...
23/08/2023

ড. রাগিব সারজানি কেবল ইতিহাসে নয়, বরং সিরাতের ক্ষেত্রেও বিস্তর আলোচনায় তিনি কতখানি প্রাজ্ঞজন, পাঠক প্রমাণ তার এ সুবিন্যস্ত গ্রন্থনায়।

আন্তর্জাতিক একটি সিরাত প্রতিযোগিতায় পঁচিশটি দেশের চারশ ত্রিশজনের গবেষণাপত্র-এর মধ্যে গ্রন্থটি প্রথম পুরস্কার অর্জন করে।
বই : রহমতের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : সাদিক ফারহান
নির্ধারিত মূল্য : ৪৯০/-

‘একদিন আপনি বুঝতে পারবেন—আপনার পরিবারের কোলাহলই হচ্ছে দুনিয়ার সবচেয়ে মনোরম নৈঃশব্দ্য।’ #ইংরেজি_থেকে_অনুবাদআরিফ আজাদ
20/08/2023

‘একদিন আপনি বুঝতে পারবেন—আপনার পরিবারের কোলাহলই হচ্ছে দুনিয়ার সবচেয়ে মনোরম নৈঃশব্দ্য।’

#ইংরেজি_থেকে_অনুবাদ
আরিফ আজাদ

14/08/2023

ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।

(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

সহিহ বুখারী, হাদিস নং ৮

14/08/2023

ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।

সহিহ বুখারী, হাদিস নং ৮

01/08/2023

বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।
আর্নেস্ট হেমিংওয়ের

25/07/2023

নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’

24/07/2023

আল্লাহ্ তা'আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।
সহীহ বুখারী

গুলজার নাম আরবিতে – ( جولزار )গুলজার নামের অর্থ হচ্ছে – ( গোলাপ বাগান, জনবহুল শহর, প্রস্ফুটিত, , )গুলজার নামের ইংরেজি অর...
23/07/2023

গুলজার নাম আরবিতে – ( جولزار )
গুলজার নামের অর্থ হচ্ছে – ( গোলাপ বাগান, জনবহুল শহর, প্রস্ফুটিত, , )
গুলজার নামের ইংরেজি অর্থ - ( Rose garden, Inhabited town, Flourishing,

Address

Islami Tower , Banglabazer
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Gulzar publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gulzar publication:

Share

Category



You may also like