ফুরিয়ে যাচ্ছে। দিগন্ত লালিমায় অদৃশ্য হচ্ছে অনুকূলের সূর্যটা। চারিদিক থেকে ধেয়ে আসছে দাজ্জালদের কালো থাবা। পশ্চিমা সংস্কৃতি খেয়ে ফেলছে মস্তিষ্কের অবশিষ্ট কোষগুলো। আর শরীরের প্রতিটি অনুকণা তারস্বরে চেঁচিয়ে বলছে 'তোমার অস্তিত্বের দোহাই! আমাকে বাঁচাও, আমাকে অশান্তির আস্তাকুঁড়ে নিক্ষেপ করো না, নরকের দাবানলে ছুঁড়ে ফেলো না।' অথচ আমরা নির্বিকার। নিশ্চুপ। নিজেরাই ধ্বংস করছি নিজেদেরকে। ভ্রুক্ষেপ করছি না কিছুই। প্রবৃত্তির অনুসরণে মত্ত হয়ে আছি। ডুবে আছি ঘনকালো আঁধারের গহ্বরে। কিন্তু আর কত প্রিয়? আর কতকাল ঘুমিয়ে থাকব অলসতার চাদরে? কতটা সময় পেরোলে জাগবে আমাদের অন্ধআত্মা? এখনও কি সময় হয়নি? নিভু নিভু দীপাধারে আলো জ্বালাবার সময় কি এখনও হয়নি?
লেখক : সালিম আব্দুল্লাহ
মুদ্রিতমূল্য ২৬০৳
নারী সাহাবিদের জীবনী নিয়ে অনেক বই লেখা হয়েছে। অনেক অনুবাদ, অনেক মৌলিক বই পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। তন্মধ্যে এমন সাহাবিয়াদের জীবনীও আছে, যাঁরা জিহাদের ময়দানে দৃঢ়তা ও অবিচলতার নতুন ইতিহাস রচনা করেছেন। আহতদের জখমে পট্টি বেঁধেছেন। তাঁদেরকে পানি পান করিয়েছেন। যুদ্ধকালে মুজাহিদদের সাহস যুগিয়েছেন।
কিন্তু এতশত বইয়ের ভিড়ে নারী সাহাবিদের জীবনী সম্বলিত এমন একটি বইও আমার চোখে পড়েনি যাঁরা মুজাহিদদের কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র যুদ্ধ করেছেন; যাঁদের রণহুংকারে বাতিলের তখত-তাকাত থরথর করে কেঁপেছে। আমি খুঁজেছি। অনেক খুঁজেছি। স্যোশাল মিডিয়ায়, বিভিন্ন প্রকাশনে, বই বোদ্ধাদের কাছে। কিন্তু পাইনি কোথাও। আপনারা পেয়েছেন কী?
তাই বইটিতে এমন বারোজন যোদ্ধা সাহাবিয়াদের জীবনী তুলে ধরেছি, রণাঙ্গনে যাঁরা সশস্ত্র যুদ্ধ করেছেন। যুদ্ধে এমন বীরত্ব প্রদর্শন করেছেন, যা দেখে পুরুষরাও ঈর্ষান্বিত হয়েছেন। রণাঙ্গনে তাঁদের রুদ্রমূর্তি দেখে অনেকে বলেও ফেলেছেন, 'যোদ্ধা নিশ্চয় খালিদ হবেন বা কোনো ফেরেশতা।'
বইটিতে উল্লেখ আছে খোদার রাহে শাহাদাত অর্জনকারী নারী সাহাবির জীবন
বইয়ের নাম : খতমে নবুওয়াত ও কাদিয়ানি ধর্মমত
লেখক : আব্দুল্লাহ আল ফারুক
মুদ্রিতমূল্য : ৬০৳
কাদিয়ানীবাদের সাথে মুসলমানদের বিরোধ শাখাগত নয়। এটি একটি মৌলিক আক্বীদাগত বিরোধ। এটি ইসলাম এবং অনৈসলামের বিরোধ। মুসলিম উম্মাহ্ কাদিয়ানীদেরকে কাফের মনে করে। তাই কাদিয়ানীদের প্রচলিত সকল মতবাদকে মুসলমানরা কুফরী মতবাদ বলে বিশ্বাস করে। তাদের ঈমান বিধ্বংসী অাক্বীদা সমূহের মধ্যে সবচেয়ে জঘন্যতম অাক্বীদা হলো "খতমে নবুওয়াত"কে অস্বীকার করা।
বইয়ের নাম : নুড়ি পাথরের দ্বীপ
লেখক : আবু সা’আদ
বিক্রয়মূল্য : ১৮০৳
আজ প্রযুক্তির বাহারি ব্যবস্থাপনায় আমরা আমাদের সেই গৌরবময় অতীত থেকে অনেক দূরে সরে যাচ্ছে,ইহুদী-খ্রিস্টানদের উপস্থাপিত বিষয়গুলো আমরা আসক্ত হয়ে পড়ছে।আমাদের ধান জ্ঞান তামাদ্দুন সাহিত্য সবই কেড়ে নিচ্ছে তারা আর এখন আমরা ঘুমন্ত এক জাতের মতো নীরবতা পালন করছি। বিধর্মীরা সংঘবদ্ধভাবে আজ মুসলমানদের ঈমান ও আক্বীদা ধ্বংস করতে ভূমিকা পালন করছে, সময়ের সাথে পরিবর্তিত হয়ে ক্রমে আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের হারানো অতীত। এর শেষ কোথায় তার উত্তর হয়তো আমাদের জানা নেই কিংবা জেনেও সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করি সব সময়।
তাই আকাবিরদের পবিত্র যবান থেকে বের হওয়া এবং বিভিন্ন কিতাবাদি থেকে উপদেশমূলক ঘটনার বর্ণনা গুলোকে একত্রিত করে বইটি কে সাজানো হয়েছে যাতে করে ইসলাম ও মুসলিম সমাজে নিজেদের সেই ফেলে আসা অতীতে স্মরণ করতে পারে আমাদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে বইটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
বইয়ের নাম : মিয়া বিবি
লেখক : জুলফিকার আহমাদ নকশাবন্দি
অনুবাদক : মুফতী মাহদী হাসান
বিক্রয়মূল্য :৪৫০৳
বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ একটি মহামারীতে পরিণত হয়েছে, সমাজের প্রতিটি তরুণ-তরুণী মিডিয়া সেলিব্রিটিদেরকে অনুসরণ করছে। তারা ভেবে নিচ্ছে অমুক জুটি কখনোই ছিন্ন হবেনা কিন্তু তাদের সেই ভাবনাকে গুড়েবালি করে যখন সেই সেলিব্রেটিদের বিচ্ছেদ হয় তখন তারা পুনরায় অন্য কাউকে আইডল হিসেবে বেছে নেয়। তখনও তাদের মনে পরেনা চৌদ্দশ বছর আগের সেই মহামানবের কথা। যিনি সারা জাহানের শিক্ষক, যার জীবন অনুসরণ করলে প্রতিটি পরিবার হবে জান্নাতের বাগান। বইটিতে সাংসারিক জীবন কিভাবে সাজালে কোলাহলমুক্ত সংসার লাভ ও সাংসারিক সমস্যাগুলো থেকে পরিত্রান পাওয়া যাবে সেই দিকনির্দেশনা কোরআন হাদিস মাফিক দেওয়া হয়েছে।
বইয়ের নাম : গল্পে আঁকা জ্ঞান
লেখক : আবু সা’আদ
মুদ্রিতমূল্য : ১৫০৳
আজ প্রযুক্তির বাহারি ব্যবস্থাপনায় আমরা আমাদের সেই গৌরবময় অতীত থেকে অনেক দূরে সরে যাচ্ছে,ইহুদী-খ্রিস্টানদের উপস্থাপিত বিষয়গুলো আমরা আসক্ত হয়ে পড়ছে।আমাদের ধান জ্ঞান তামাদ্দুন সাহিত্য সবই কেড়ে নিচ্ছে তারা আর এখন আমরা ঘুমন্ত এক জাতের মতো নীরবতা পালন করছি। বিধর্মীরা সংঘবদ্ধভাবে আজ মুসলমানদের ঈমান ও আক্বীদা ধ্বংস করতে ভূমিকা পালন করছে, সময়ের সাথে পরিবর্তিত হয়ে ক্রমে আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের হারানো অতীত। এর শেষ কোথায় তার উত্তর হয়তো আমাদের জানা নেই কিংবা জেনেও সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করি সব সময়।
তাই আকাবিরদের পবিত্র যবান থেকে বের হওয়া এবং বিভিন্ন কিতাবাদি থেকে উপদেশমূলক ঘটনার বর্ণনা গুলোকে একত্রিত করে বইটি কে সাজানো হয়েছে যাতে করে ইসলাম ও মুসলিম সমাজে নিজেদের সেই ফেলে আসা অতীতে স্মরণ করতে পারে আমাদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে বইটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
বইয়ের নাম : গল্পে গল্পে একদিন
লেখক : আবু সা’আদ
মুদ্রিতমূল্য: ১৩০
আজ প্রযুক্তির বাহারি ব্যবস্থাপনায় আমরা আমাদের সেই গৌরবময় অতীত থেকে অনেক দূরে সরে যাচ্ছে,ইহুদী-খ্রিস্টানদের উপস্থাপিত বিষয়গুলো আমরা আসক্ত হয়ে পড়ছে।আমাদের ধান জ্ঞান তামাদ্দুন সাহিত্য সবই কেড়ে নিচ্ছে তারা আর এখন আমরা ঘুমন্ত এক জাতের মতো নীরবতা পালন করছি। বিধর্মীরা সংঘবদ্ধভাবে আজ মুসলমানদের ঈমান ও আক্বীদা ধ্বংস করতে ভূমিকা পালন করছে, সময়ের সাথে পরিবর্তিত হয়ে ক্রমে আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের হারানো অতীত। এর শেষ কোথায় তার উত্তর হয়তো আমাদের জানা নেই কিংবা জেনেও সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করি সব সময়।
তাই আকাবিরদের পবিত্র যবান থেকে বের হওয়া এবং বিভিন্ন কিতাবাদি থেকে উপদেশমূলক ঘটনার বর্ণনা গুলোকে একত্রিত করে বইটি কে সাজানো হয়েছে যাতে করে ইসলাম ও মুসলিম সমাজে নিজেদের সেই ফেলে আসা অতীতে স্মরণ করতে পারে আমাদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে বইটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
বইয়ের নাম : কেয়ামতের আগে
লেখক : মাওলানা শরীফ আনোয়ার রহ.
মুদ্রিতমূল্য: ২৮০৳
সময়ের সাথে সাথে পৃথিবী বদলে যাচ্ছে, আর আমরা এই বদলে বদলে যাওয়াকে ভেবে নিচ্ছে আমাদের অগ্রগতি অথচ চৌদ্দশ বছর আগে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এই অগ্রগতি সম্পর্কে, যে অগ্রগতি আমাদেরকে নিয়ে যাবে পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে। আজ আমরা সেই প্রান্তে এসে উপস্থিত, অথচ সেই ভয়-ভীতি আমাদের মাঝে একটুও বিরাজমান নয় তিনি এত বছর পূর্বে যা বলে গেছেন প্রতিটা কথাই বাস্তব হয়েছে আর পৃথিবী ধ্বংসের কথাও বাস্তব হবে, সে ব্যাপারে বইটিতে কোরআন হাদিসের দলিলসহ উপস্থাপন করা হয়েছে।
বইয়ের নাম : মহাপাপ
লেখকের নাম : ইমাম আযযাহাবী রহ.
অনুবাদক : মুফতী মাহদী হাসান
মুদ্রিতমূল্য: ২৮০৳
আমরা আমাদের চলার পথে অনেক কাজকর্ম করে থাকি, সেসব কাজের ফাঁকে এমন অনেক কাজ করি যা ইসলামে নিষিদ্ধ এবং যেগুলোর জন্য পরোপারে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সাধারণত আমরা সে সকল কাজগুলোকে গুনাহ বা পাপ বলে থাকি। কোন পাপকে ছোট করে দেখার অবকাশ নেই তবুও এমন কিছু কাজ আছে যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে আর সেই পাপগুলোই হচ্ছে মহাপাপ। আমাদের জীবন ব্যবস্থায় আমরা অনেকেই জানিনা সেই বিষয়গুলো। তাই লোক সমাজে সেই বিষয়গুলো ইমাম আযযাহাবী রহ. মলাটবদ্ধ করেছিলেন জনসাধারণের উপকারার্থে। তিনি তাঁর রচিত বইটির নাম দিয়েছিলেন কিতাবুল কাবায়ের, তাঁর সেই বইটির অনুকরণে লেখক বইটি গ্রন্থায়িত করেছেন জনস্বার্থে যাতে সবাই চলার পথে সে বিষয়গুলো থেকে নিজেদেরকে খুব সহজেই বিরত রাখতে পারে।
বইয়ের নাম : হুজুরের বউ
লেখিকা : খাদিজা বিনতে মুজাম্মিল
মুদ্রিতমূল্য ২৪০৳
যান্ত্রিকতার এই যন্ত্রমুখর শহরে সবাই অাজ অামরা যন্ত্রমানব, সম্পর্ক গুলোও যেন যন্ত্রের ন্যায় পরিচালিত, যন্ত্রেই সম্পর্ক শুরু ও শেষ,, ফেসবুক ওয়াটস্অাপেই সম্পর্কগুলোর উত্থান পতন, যে কারনে ভেঙ্গে যাচ্ছে কত সংসার।সেদিকে কারো নজরদারীর সময় কোথায়?...বিষয় গুলো কে মার্জিত কলামে উপস্থাপন করেছেন খাদিজা বিনতে মুজাম্মেল তার বইটিতে। খুব শীঘ্রই পাঠক মহলে পরিচিত হচ্ছে বইটি,,,বই প্রেমী পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে বইটি।
বইয়ের নাম : হুজুরের অপেক্ষায়
লেখিকা : খাদিজা বিনতে মুজ্জাম্মিল
মুদ্রিত মূল্য : ২৬০৳
মাদ্রাসাগুলো আজ রয়েছে গভীর ষড়যন্ত্র কবলে,হলুদ মিডিয়া থেকে শুরু করে সমাজের অনেক নামবাহী মুসলমান ও আজ এসব ষড়যন্ত্রে নিজেকে জড়িয়ে নিয়েছে খুব সহজেই। সামাজিকতার দোহাই দিয়ে আলেম সমাজকে একচেটিয়া দোষারোপ করে চলেছে কিছু সংখ্যক মানুষ ও হলুদ মিডিয়াগুলো।দাড়ি-টুপি দেখলেই যাদের শরীরে পচন ধরে যায় তারা হরহামেশাই হুজুর ও ইসলামিক পোশাকধারীদের প্রতিটি কাজে খুত ধরতে অগ্রণী ভূমিকা পালন করে। লেখিকা তাদের চক্রান্তের মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন বইটিতে।
বইয়ের নাম: জন্মহীন শিশু
লেখিকা: খাদিজা বিনতে মুজ্জাম্মিল
মুদ্রিতমূল্য: ২৬০৳
নারী স্বাধীনতার নামে আজ সারাবিশ্বে যে নোংরামি ছড়িয়ে পড়েছে তার সমাপ্তি কিভাবে হবে সেদিকে কারো নজর নেই। তাই সেই নোংরামির ফসলগুলো আমরা দেখতে পাই বস্তির কোনো ঝোপে অথবা রাস্তার পাশে কোনো ময়লার ডাস্টবিনে কিংবা হসপিটালের বড় আবর্জনার স্তুপে। এসব বেহায়াপনার কারণে হাজারো মা হারাচ্ছে তাদের মাতৃত্ব, লক্ষ সন্তান হারাচ্ছে তাদের পিতৃ পরিচয়। আর কত সন্তান জন্মের পূর্বেই করে নিচ্ছে মৃত্যুকে বরণ। এই বিষয়গুলোকে সামনে রেখে লেখিকা গল্প আকারে পাঠকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
বইয়ের নাম : মুসলিম গোয়েন্দা বাবু
লেখক : রফিক আহমদ
মুদ্রিতমূল্য ৪৬০৳
বিশ্ব দরবারে বরাবরই মুসলমানগণ বীর বেশে উপস্থিত হয়েছে, মুসলিম সমাজ আল্লাহকে ছাড়া আর কাউকে কখনো ভয় করতে পারে না। তারা ইসলামের জন্য গোয়েন্দা গিরির মত ভয়ের কাজকেও পেশা হিসেবে বেছে নিতে পিছ পা হয়নি কখনো। আল্লাহর জন্য সকল বাঁধা বিপত্তিকে ডিঙিয়ে সবসময়। চাই তা গোয়েন্দাগিরির মাধ্যমেই হোক কিংবা সম্মুখে দাড়িয়ে সত্য বলার মাধ্যমেই হোক না কেন, উপন্যাসটিতে লেখক তার সুন্দর উপস্থাপনায় মুসলিম গোয়েন্দাদের সাহসিকতা তুলে ধরেছেন।
বইয়ের নাম : কুরআন; আপনার সমাধান
লেখক : ড. হারুন ইয়াহইয়া
অনুবাদক : আকরাম হোসাইন
মুদ্রিতমূল্য ৩০০৳
আমরা আমাদের চারিপাশে যা কিছু দেখি অনেক সময় তাতেই আমরা নিজেকে বিমুগ্ধতায় হারিয়ে ফেলি। কিছুক্ষণের জন্যও ভাবি না যে, আমাদের এই হারানো আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। যখন বিপদ আসে তখন ঠিকই দোষটা আল্লাহর উপর চাপিয়ে দেই , কিন্তু তিনি যেই দেখানো পথে চলতে বলেছিলেন সেই পথে চলে নিজেকে শোধরানোর চেষ্টা করিনি কখনো। প্রতিনিয়ত আমরা রাষ্ট্রীয় সামাজিক ও পারিবারিক জীবনে যেসকল সমস্যার সম্মুখীন হয়ে থাকি সে সমস্যাগুলোর সমাধান কুরআন আমাদেরকে দিয়েছে। লেখক বইটিতে সেই বিষয়গুলোকে সুন্দর উপস্থাপনার পাঠকদের জন্য তুলে ধরেছেন।
বইয়ের নাম : ইনতেজার
লেখক : রাহাত হোসাইন
মুদ্রিতমূল্য ২০০৳
কোন কিছু পাওয়ার আশায় বসে থাকতেও অনেক সময় অনেক ভাললাগা কাজ করে, আবার যখন খুব কাছে পেয়েও না পাওয়ার হাতছানি তখন শুধু তার ইন্তেজারে সময় বয়ে চলে। সেই ইন্তাজারের মুহূর্তগুলো থাকে ভালোলাগাময়। যখন অতি কাঙ্খিত বস্তুটি জীবনের সাথে জড়িয়ে যায় তখন সেই কষ্টকে আর কষ্ট মনে হয় না। সেগুলো সব ভালোবাসায় পরিণত হয়। উপন্যাসটিতে সেই বিষয়ে একটি সুন্দর উপস্থাপনা তুলে ধরা হয়েছে।
বইয়ের নাম : আফগান নারী মুদ্রিতমূল্য ৪২০৳
আজ আমরা মুসলিম দেশে যখন নিজেদের সকল কাজ উন্মুক্তভাবে পালন করছি তখন হয়তো আমাদের পাশের কোন ভূখণ্ড হারাচ্ছে তাদের মাতৃত্ব, তখন তাদের মাতৃভূমি রক্ষার্থে মাতৃ জাতিকে নেমে পড়তে হচ্ছে যোদ্ধার বেসে। নিজের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জান বিলিয়ে দিচ্ছে সে পথে, আর গ্রহণ করছে শাহাদাতের অমীয় সুধা। তেমনি ঈমানদীপ্ত নারীকে নিয়ে উপন্যাসটির হাতেখড়ি।
বইয়ের নাম : মোবারকের ঈদ
লেখক : এনামুল করিম ইমাম
মুদ্রিতমূল্য ২০০৳
আজ সমাজের দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রভাবশালীদের অঘোষিত নিয়মগুলো। তারা আজ মুখোশের আড়ালে থেকে পুরো সমাজে নিজেদের ছায়া বিস্তার করে রেখেছে আজ আমাদের দেশে কিছু মানুষ দু'বেলা দু'মুঠো ভাতের জন্য হেঁটে চলে এক ঘর থেকে অন্য ঘরে মানুষের দ্বারে দ্বারে। আবার কখনো তারা ঘুরতে ঘুরতে পৌঁছে যায় এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় অথচ তার পরিবারের কেউ এমন রয়েছে যে সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিদের কেউ এবং অনেক সম্পদশালী। তারা শুধু নিজেদের সম্পদ একত্রিত করায় ব্যস্ত। কেউ অন্নের খোজে দিন পার করে আবার কেউ অপচয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করে ধনী হিসেবে। ধনী ব্যক্তিরা গরীবদেরকে সমাজের বোঝা মনে করে অথচ গরীব থাকলে ধনীদের মূল্যায়ন করার কেউ থাকতো না জগৎজুড়ে। সমাজের ধনীরা গরিবদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকে অথচ এগুলো নিয়ে রাষ্ট্রনেতাদের কোন চিন্তা নেই। তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে দুর্নীতির বেড়াজালে। উন্নতি রাজনীতি দুর্নীতি যেন একই সুতোয় গাঁথা হয়ে গেছে। বই দুটিতে এসব বিষয়গুলোকে লেখক হাসি কান্নার মিশ্রণে পাঠকদের জন্য সাজিয়েছেন।
বইয়ের নাম : আলীবাবা ও ৪১ দুর্নীতিবাজ
লেখক : এনামুল করিম ইমাম
মুদ্রিতমুল্য ১৮০
আজ সমাজের দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রভাবশালীদের অঘোষিত নিয়মগুলো। তারা আজ মুখোশের আড়ালে থেকে পুরো সমাজে নিজেদের ছায়া বিস্তার করে রেখেছে আজ আমাদের দেশে কিছু মানুষ দু'বেলা দু'মুঠো ভাতের জন্য হেঁটে চলে এক ঘর থেকে অন্য ঘরে মানুষের দ্বারে দ্বারে। আবার কখনো তারা ঘুরতে ঘুরতে পৌঁছে যায় এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় অথচ তার পরিবারের কেউ এমন রয়েছে যে সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিদের কেউ এবং অনেক সম্পদশালী। তারা শুধু নিজেদের সম্পদ একত্রিত করায় ব্যস্ত। কেউ অন্নের খোজে দিন পার করে আবার কেউ অপচয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করে ধনী হিসেবে। ধনী ব্যক্তিরা গরীবদেরকে সমাজের বোঝা মনে করে অথচ গরীব থাকলে ধনীদের মূল্যায়ন করার কেউ থাকতো না জগৎজুড়ে। সমাজের ধনীরা গরিবদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকে অথচ এগুলো নিয়ে রাষ্ট্রনেতাদের কোন চিন্তা নেই। তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে দুর্নীতির বেড়াজালে। উন্নতি রাজনীতি দুর্নীতি যেন একই সুতোয় গাঁথা হয়ে গেছে। বই দুটিতে এসব বিষয়গুলোকে লেখক হাসি কান্নার মিশ্রণে পাঠকদের জন্য সাজিয়েছেন।