Shoroborno Prokashon

Shoroborno Prokashon সুন্দর আগামীর জন্য...
(1)

24/06/2024

বিশ্বাস করুন, পৃথিবীতে আমরা যা-কিছু পেয়েছি সেগুলোর মধ্যে সন্তান অনেক মূল্যবান একটি সম্পদ। তাদের প্রতি মনোযোগ দেওয়া আমাদের অন্যতম কর্তব্য।

সুতরাং তাদের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ শেষ হয়ে যাওয়ার পূর্বেই সচেতন হোন। সন্তানের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করুন।

Send a message to learn more

স্বরবর্ণ প্রকাশন-এর সকল লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
16/06/2024

স্বরবর্ণ প্রকাশন-এর সকল লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

‘ভালো বাবা’ কেবলই দুটি শব্দ নয়; বরং চেতনা ও বিপ্লবের এক সমন্বিত রূপ। যে চেতনা লালন করে সমাজের বুকে আপনি নিজেকে একজন ভালো...
08/06/2024

‘ভালো বাবা’ কেবলই দুটি শব্দ নয়; বরং চেতনা ও বিপ্লবের এক সমন্বিত রূপ। যে চেতনা লালন করে সমাজের বুকে আপনি নিজেকে একজন ভালো বাবা হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। যে বিপ্লবকে সামনে রেখে পরবর্তী প্রজন্ম সামনে এগিয়ে যাবে দুর্বার গতিতে।
এ সিরিজে রয়েছে মোট ৫টি বই।

আপনার পরিবারটি একটি আদর্শ পরিবার হিসেবে গঠনের জন্য প্রয়োজন একটি আদর্শ গাইডলাইন। এই পাঁচটি বই সন্তান প্রতিপালনে আপনাকে পথ দেখাবে। এ বইগুলোতে এমন কিছু পাবেন যা আপনার পারিবারিক জীবনের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ।

প্যারেন্টিং সিরিজের ৫টি বই :

১। পালাবেন না ছোটদের প্রশ্ন থেকে
২। ভালো বাবা কীভাবে হবেন?
৩। আপনার সন্তানকে কেন গল্প শোনাবেন?
৪। কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান?
৫। যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি দুনিয়া-আখেরাত উভয় জাহানেরই সর্দার। তিনি ...
06/06/2024

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি দুনিয়া-আখেরাত উভয় জাহানেরই সর্দার। তিনি রহমাতুল্লিল আলামিন। তিনিই সেইজন যিনি নিজের সবচেয়ে কষ্টের সময়েও উম্মত তথা আমাদের জন্য কেঁদেছেন। কিন্তু তাঁকে আমরা কতটুকু জানি? আমাদের সোনামণিরা তাঁকে চেনে কি? সোনামণিরা কি তাঁকে ভালোবাসে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কথা ও আমাদের প্রতি তাঁর ভালোবাসার কথা জানাতেই গল্পাকারে ছোট্ট সোনামণিদের প্রতি এই নিবেদন ‘সীরাতের ছায়াতলে’।

আমাদের প্রকাশিত সকল বইসমূহআপডেট : জুন ২০২৪
06/06/2024

আমাদের প্রকাশিত সকল বইসমূহ

আপডেট : জুন ২০২৪

সন্তানের সাথে খেলাধুলা করেকতক্ষণ সময় ব্যয় করেন আপনি?
04/06/2024

সন্তানের সাথে খেলাধুলা করে
কতক্ষণ সময় ব্যয় করেন আপনি?

"ভালো বাবা কীভাবে হবেন?"সব বাবারই আকাঙ্ক্ষা 'ভালো সন্তান'কিন্তু সন্তানদেরও যে চাই 'ভালো বাবা'
30/05/2024

"ভালো বাবা কীভাবে হবেন?"

সব বাবারই আকাঙ্ক্ষা 'ভালো সন্তান'
কিন্তু সন্তানদেরও যে চাই 'ভালো বাবা'

নারী ও পরিবার বিষয়ক বইসমূহনারী ও পরিবার একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। আদর্শ নারী আদর্শ পরিবারের স্বরূপ। পরিবারকে সুন্দর কর...
29/05/2024

নারী ও পরিবার বিষয়ক বইসমূহ
নারী ও পরিবার একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। আদর্শ নারী আদর্শ পরিবারের স্বরূপ। পরিবারকে সুন্দর করার জন্য, সুখী ও সমৃদ্ধ করার জন্য এবং নারীদের কল্যাণমুখী করার সঠিক দিগনির্দেশনা নিয়ে রচিত হয়েছে আমাদের বইগুলো। মা-বোনদের জীবনকে সৌভাগ্যের পথে চালিত করা ও পারিবারিক জীবন নিয়ে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই সিরিজটিতে বেশ কয়েকটি মূল্যবান বই অন্তর্ভুক্ত করা হয়েছে।

জগদবরেণ্য বিচক্ষণ আলেমে দ্বীনের সচেতন নির্দেশনা আমাদের জীবনকে সহজ ও স্বচ্ছন্দ করে তুলবে।

ভালো ভালো বই বেছে শুধু নিজের জন্যই কিনবেন? বাচ্চাদের জন্য কিছু নেবেন না?শিশুরা হচ্ছে কাদামাটির মতো। ছোট থাকতেই তাদেরকে ...
23/05/2024

ভালো ভালো বই বেছে শুধু নিজের জন্যই কিনবেন? বাচ্চাদের জন্য কিছু নেবেন না?

শিশুরা হচ্ছে কাদামাটির মতো। ছোট থাকতেই তাদেরকে যদি সুন্দর কিছু শেখানো যায়, তবে সেগুলো খুব ইফেক্টিভ হয়।

আপনার যে সন্তান মাত্রই পড়তে শিখেছে, বানান করে করে পড়ে ফেলতে পারে ছোটো ছোটো গল্পগুলো; এই সিরিজ তাদের জন্যই। যুক্তবর্ণ বিহীন গল্প; যা খুব সহজেই শিশুরা পড়তে পারবে। গল্পগুলো আল-কুরআনের; যাতে রয়েছে শিশুদের জন্য নানারকম উপদেশ।
বই : “ছোট্ট ছোট্ট গপপো” সিরিজ
লেখক: রেদওয়ান সামী
মুদ্রিত মূল্য : ৩২৫/-
ছাড় মূল্য : ২৪৪/-

কেমন হয় যদি আমাদের সন্তানেরা গল্প পড়ার সঙ্গে সঙ্গে শিখে নিতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, কিং...
22/05/2024

কেমন হয় যদি আমাদের সন্তানেরা গল্প পড়ার সঙ্গে সঙ্গে শিখে নিতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, কিংবা গল্পের আকারে পেয়ে যায় কুরআন-হাদিসের বাণী বা জীবনমুখী চমৎকার কোনো শিক্ষা!

আদর্শ প্রজন্ম গড়ার জন্য সুচিন্তিত পরিকল্পনা হাতে নিতে হবে। শিশুমনের গভীরে সুন্দর সুন্দর গুণের বীজ বুনতে হবে। সঠিক পরিচর্যায় সেই বীজগুলোই সুন্দর করে অঙ্কুরিত হবে। পৃথিবীর বাগানে প্রতিটি শিশুই হয়ে উঠবে একেকটি ফুল।

আপনাদের এই পরিচর্যার কাজে অংশ নিতেই আমাদের পক্ষ থেকে থাকছে শিশুকিশোর সিরিজের এই বইগুলো, এগুলো ৭ থেকে ১২ বছরের শিশুদের জন্য বেশ উপযোগী।

হাসান। দুঃসাহসী এক কিশোরের নাম। যার নাম শুনে ভয়ও লেজ গুটিয়ে পালায়। রাতের আধার কিংবা ভূতের সন্ধ্যা কোনোকিছুই পরোয়া করে না...
09/05/2024

হাসান। দুঃসাহসী এক কিশোরের নাম। যার নাম শুনে ভয়ও লেজ গুটিয়ে পালায়। রাতের আধার কিংবা ভূতের সন্ধ্যা কোনোকিছুই পরোয়া করে না সে। লক্ষ্যপানে ছুটে চলে অদম্য উচ্ছ্বাসে। দৃঢ় মনোবলে পায়ে হেঁটে পাড়ি দেয় উত্তাল সমুদ্র।

এমনই এক কিশোর এই হাসান সিরিজের প্রধান চরিত্র। শুধু কাহিনি নয়, একজন কিশোরের সুন্দর পরিপাটি জীবনের পাথেয় হাসান সিরিজের প্রতিটি বই। গল্পের ভাঁজে ভাঁজে জীবন গঠনের অনুপম দিকনির্দেশনা এই সিরিজের বইগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তবে এতে গল্পের ধারাবাহিকতায় কোনো প্রভাব ফেলেনি।

বইটি ১১ থেকে ১৫ বছর বয়সি পাঠকদের উপযোগী করে রচিত হয়েছে । আশা করি সিরিজটি পাঠকদের প্রিয় হয়ে উঠবে।
১. নীলমণি রহস্য
পৃষ্ঠা : ৬৪
মুদ্রিত মূল্য : ৫৫/-

২. জিনরাজা মারেদ
পৃষ্ঠা : ৮৬
মুদ্রিত মূল্য : ৬০

৩. অগ্নিগিরি বিভীষিকা
পৃষ্ঠা : ১১১
মুদ্রিত মূল্য : ৮৭/-

আপনার পরিবারটি একটি আদর্শ পরিবার হিসেবে গঠনের জন্য প্রয়োজন একটি আদর্শ গাইডলাইন। এই পাঁচটি বই সন্তান প্রতিপালনে আপনাকে পথ...
25/04/2024

আপনার পরিবারটি একটি আদর্শ পরিবার হিসেবে গঠনের জন্য প্রয়োজন একটি আদর্শ গাইডলাইন। এই পাঁচটি বই সন্তান প্রতিপালনে আপনাকে পথ দেখাবে। এ বইগুলোতে এমন কিছু পাবেন যা আপনার পারিবারিক জীবনের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ।

প্যারেন্টিং সিরিজের ৫টি বই (বক্স) :

১। পালাবেন না ছোটদের প্রশ্ন থেকে
২। ভালো বাবা কীভাবে হবেন?
৩। আপনার সন্তানকে কেন গল্প শোনাবেন?
৪। কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান?
৫। যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান
লেখক : ড. আবদুল্লাহ মুহাম্মাদ
মুদ্রিত মূল্য: ৫২০/-
ছাড় মূল্য: ৩৯০/-

এখন এপ্রিল মাসে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পার করছে দেশ,যার প্রভাবে পশু-পাখি সহ মানব জীবন হয়ে উঠছে দূর্বিষহ। শ্...
20/04/2024

এখন এপ্রিল মাসে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পার করছে দেশ,যার প্রভাবে পশু-পাখি সহ মানব জীবন হয়ে উঠছে দূর্বিষহ। শ্রমজীবি মানুষের কষ্ট চোখে দেখার মত না। শুধু যে গরম তাই নয়, গত কয়েক বছরে প্রকৃতি অস্বাভাবিক আচরণ করছে। শীত কালে শীত নেই, বর্ষাকাল নেই বৃষ্টি। এর সাথে যুক্ত হয়েছে তীব্র বায়ুদূষন।

আজকের পরিবেশের এই অস্বাভাবিকতার জন্য মানুষের কৃতকর্মই দায়ী বলা চলে। নির্বিচারে আমরা সৃষ্টিকর্তার প্রদত্ত এক অমূল্য উপহার- প্রকৃতির বিনাশ করছি, এতে বিভিন্ন প্রাণীকূলসহ মানব সভ্যতা প্রকৃতির রোষানলে পড়ছে। প্রাকৃতিক ভারসাম্য এখন আর ঠিক নেই। বাংলাদেশের ষড়ঋতু যেন হারিয়ে গিয়েছে বছরজুড়ে তীব্র তাপদাহের ডামাডোলে।

উন্নয়নের মহাসড়কে যাত্রা করতে গিয়ে আমরা আসলে কতখানি পিছিয়ে যাচ্ছি তা বোঝা যায়, যখন দেখি বর্তমানে দেশে জনপ্রতি বনভূমির পরিমাণ প্রায় ০.০২ হেক্টর মাত্র। আমরা যদি অবকাঠামোগত উন্নয়নের পাশে প্রকৃতিকে না রেখে উন্নয়নের মিছিলে অংশগ্রহণ করি তবে সেই উন্নয়ন মানব সভ্যতার জন্য কতটা যৌক্তিক হবে সেটা বিবেচনার বিষয়। প্রায়শই দেখি রাস্তায় গাছ কেটে, জলাশয় ভরাট করে, খেলার মাঠ দখল করে উন্নয়নের কাজ চলছে। যেখানে তৈরী করা হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বহুতলভবন, আবাসিক হোটেল, সোসাইটি এবং সুপারমার্কেট।

আমরা যদি একটা পৃথিবী কল্পনা করি যা বৃক্ষহীন, জলাভূমিহীন এবং বৃষ্টিশূন্য, প্রথমেই যা মাথায় আসবে তা হলো ধূসর, জীবনবিহীন একটি গ্রহ, যেখানে প্রাণের কোন অস্তিত্ব নেই। আদিম মানুষ প্রকৃতির সাথে সমন্বয় রেখে বসবাস করতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ নিজের হাতে এই সমন্বয় নষ্ট করে নতুন সব প্রযুক্তির উদ্ভব ঘটিয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখন ৪১৫ পিপিএম যা মানব সভ্যতার ইতিহাসে সর্বোচ্চ।

কেন পৃথিবী তার চিরচেনা রূপ হারিয়ে ফেলছে? পৃথিবীর এ অনাকাঙ্ক্ষিত পরিবর্তনে আমাদেরই বা করণীয় কী? বই দুটি এ প্রশ্নদ্বয়ের প্রেক্ষাপটেই রচিত।

আমাদের মনে হয়েছে, এমন বিপর্যয়ে বই দুটি আমাদের পড়া উচিত। বই দুটির বিস্তারিত নিচে দেওয়া হলো।
পৃথিবী আমার বন্ধু
লেখক: ড. রাগিব সারজানি
অনুবাদক : আবদুস সাত্তার আইনী
মুদ্রিত মূল্য : ৮০০/-
ছাড় মূল্য : ৪০০/-
বই : সবুজ পৃথিবী ও মুসলিমদের অবদান
লেখক : লুকমান নাজী
অনুবাদক : আহমাদ হারুন
মুদ্রিত মূল্য : ৯০/- (ফিক্সড)

বক্ষমাণ এ গ্রন্থে শায়খ মুহাম্মদ আওয়ামা প্রায় চল্লিশটির মতো 'পথনির্দেশ' উল্লেখ করেছেন; যেগুলো একাধারে ছাত্র-শিক্ষক সকলের ...
20/04/2024

বক্ষমাণ এ গ্রন্থে শায়খ মুহাম্মদ আওয়ামা প্রায় চল্লিশটির মতো 'পথনির্দেশ' উল্লেখ করেছেন; যেগুলো একাধারে ছাত্র-শিক্ষক সকলের জন্যেই সমান উপকারী।

সরকারি-বেসরকারি নির্বিশেষে বাংলাভাষীদের প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানের বিশেষভাবে সকল শিক্ষকের হাতে এবং ব্যাপকভাবে সকল ছাত্রদের হাতে বইটি সংগ্রহে রাখা উচিত। বইটিতে বর্ণিত পূর্বসূরিদের ত্যাগ-তিতিক্ষা এবং ইলম অন্বেষণের পথে তাদের সীমাহীন আত্মত্মবিলীন ইতিহাস পড়ে নিশ্চিতভাবে পাঠক অনুপ্রাণিত হবে। জীবনপথের পাথেয় খুঁজে পাবে।

বাবা মা-দের পছন্দের বেস্ট একটি সিরিজ এটি।এ সিরিজে রয়েছে মোট ৫টি বই। সাথে রয়েছে আকর্ষণীয় বক্স।বইগুলো:১। পালাবেন না ছোটদের...
18/04/2024

বাবা মা-দের পছন্দের বেস্ট একটি সিরিজ এটি।

এ সিরিজে রয়েছে মোট ৫টি বই। সাথে রয়েছে আকর্ষণীয় বক্স।

বইগুলো:

১। পালাবেন না ছোটদের প্রশ্ন থেকে
২। ভালো বাবা কীভাবে হবেন?
৩। আপনার সন্তানকে কেন গল্প শোনাবেন?
৪। কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান?
৫। যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান
লেখক : ড. আবদুল্লাহ মুহাম্মাদ
মুদ্রিত মূল্য: ৫২০/-
ছাড় মূল্য: ৩৯০/-

ঔপন্যাসিক ও গল্পকার মাহিন মাহমুদের আত্মপরিচর্যামূলক গল্পগ্রন্থ—'কাল থেকে ভালো হয়ে যাব'বই : কাল থেকে ভালো হয়ে যাবলেখক : ম...
18/04/2024

ঔপন্যাসিক ও গল্পকার মাহিন মাহমুদের আত্মপরিচর্যামূলক গল্পগ্রন্থ—'কাল থেকে ভালো হয়ে যাব'
বই : কাল থেকে ভালো হয়ে যাব
লেখক : মাহিন মাহমুদ
মুদ্রিত মূল্য ৪৮০/-
ছাড় মূল্য ২৪০/-

ভালো বাবা কীভাবে হবেন?
16/04/2024

ভালো বাবা কীভাবে হবেন?

15/04/2024

আজ ১৫, এপ্রিল ২০২৪, সোমবার থেকে আমাদের বাংলাবাজার আউটলেট খোলা হয়েছে।

অনলাইন, অফলাইন সকল কার্যক্রম চালু থাকবে। ইনশাআল্লাহ।

স্বরবর্ণ প্রকাশন
১১/১ ইসলামী টাওয়ার (আন্ডারগ্রাউন্ড), বাংলাবাজার, ঢাকা
যোগাযোগ : 0 1 7 8 7 0 0 7 0 3 0

স্বরবর্ণ প্রকাশন-এর পক্ষ থেকে সকল পাঠক শুভানুধ্যায়ীদের জানাইঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া ...
10/04/2024

স্বরবর্ণ প্রকাশন-এর পক্ষ থেকে সকল পাঠক শুভানুধ্যায়ীদের জানাই
ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল।

06/04/2024

বিশেষ ঘোষণা!

স্বরবর্ণ প্রকাশন-এর সকল পাঠক শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল রবিবার থেকে আগামী ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত আমাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সুতরাং আজ শনিবার দুপুর ৩ টা পর্যন্ত অর্ডারগুলো শিপিং হবে। এরপর কোনো অর্ডার শিপিং সম্ভব হবে না। তবে যেকোনো বিষয়ের জন্য ইনবক্স করুন।

আগামী ১৫ এপ্রিল সোমবার ২০২৪ তারিখ থেকে যথারীতি আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

আপনাদের সকলের ঈদ সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক🌺
পরিবারের সাথে সকলের উৎসব ভালো কাটুক 🌺

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

Send a message to learn more

শিশুদের এবারের ঈদ হোক অন্যরকম।এই ঈদে আপনার সন্তানের সালামির তালিকায় যুক্ত হোক তার প্রিয় বইটি।শিশুদের বই পড়ায় আগ্রহী কর...
01/04/2024

শিশুদের এবারের ঈদ হোক অন্যরকম।

এই ঈদে আপনার সন্তানের সালামির তালিকায় যুক্ত হোক তার প্রিয় বইটি।

শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতে সালামি হিসেবে বই উপহার দিন। ঈদের ছুটি জমে উঠুক প্রিয় বইয়ের সাথে। এবারের ঈদটা অন্য রকম হয়ে উঠুক।

১। এসো আল কুরআনের গল্প শুনি
২। এসো বিসমিল্লাহ সুবাহানাল্লাহর গল্প শুনি
৩। গল্প শুনি হাদিস শিখি
৪। নবীগণের গল্প শুনি
৫। সীরাতের ছায়াতলে
৬। মহীয়সীদের গল্প শুনি
৭। আল আসমাউল হুসনা
৮। সোয়াদ
৯। গল্পে আঁকা সীরাত
১০। গল্পে আঁকা জীবন
১১। ড্রাইভিং সিটে দু‘জন
১২। আবার দেখা হবে
১৩। নীলমণি রহস্য (হাসান সিরিজি-১)
১৪। জিনরাজা মারেদ (হাসান সিরিজ-২)
১৫। অগ্নিগিরি বিভীষিকা (হাসান সিরিজ-৩)
১৬। ‘এটা কী’ সিরিজ
১৭। আখলাক সিরিজ
১৮। আদব সিরিজ
১৯। একদেশে ছিল এক... সিরিজ
২০। আমার সিরাত পাঠ
২১। ছোট ছোট গপপো সিরিজ

স্বরবর্ণ প্রকাশনের পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
31/03/2024

স্বরবর্ণ প্রকাশনের পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

ফ্রি ফিলিস্তিনমুসলিম উম্মাহ কেয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন হবে না; এটি আল্লাহ তাআলার ওয়াদা।মুসলিম দেশ পুনরুদ্ধার করার আশা কখনো...
30/03/2024

ফ্রি ফিলিস্তিন
মুসলিম উম্মাহ কেয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন হবে না; এটি আল্লাহ তাআলার ওয়াদা।
মুসলিম দেশ পুনরুদ্ধার করার আশা কখনোই নির্জীব হয় না। আমরা আল-কুদস নগরীকে দেখেছি যে, ৯২ বছর পর্যন্ত তা ক্রুসেডারদের দখলে ছিল। অবশেষে তা বিজিত হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের কিছু নগরী একাধারে ২০০ বছর ক্রুসেডারদের দ্বারা অধিকৃত ছিল, এরপর তা বিজিত হয়েছে।

ক্রুসেড যুদ্ধের ইতিহাস ২০০ বছরের। তো এরপর কী ঘটেছিল? ক্রুসেডার বাহিনী মুসলিম উম্মাহর বিভিন্ন বংশ ও জাতির বীরবাহাদুরদের মাধ্যমেই বিতাড়িত হয়েছিল। তবে সকলেই ছিল এক কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহয় বিশ্বাসী। আমাদেরকে সর্বদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণীটি স্মরণ রাখতে হবে,

لا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ

حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ

আমার উম্মতের একটি দল সর্বদা হক ও ন্যায়ের পথে অবিচল থাকবে। তাদের বিরোধিতাকারীরা আল্লাহ তাআলার হুকুম (কেয়ামত) আসার পূর্ব পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না।

মুসলিম উম্মাহ কেয়ামত পর্যন্ত নিশ্চিহ্ন হবে না; এটি আল্লাহ তাআলার ওয়াদা। এই উম্মত সকল মানুষের জন্য শেষ নবীর বার্তা বহন করছে। তাই মুসলিম উম্মাহর বিনাশ মানেই হলো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এবং কেয়ামত সংঘটিত হওয়া। এই উম্মাহ সর্বদাই বিজয়ী থাকবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,

قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ

يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ)

মুসা নিজ সম্প্রদায়কে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্যধারণ করো। বিশ্বাস রাখো, জমিন আল্লাহর। তিনি নিজ বান্দাদের মধ্যে যাকে চান এর উত্তরাধিকারী বানিয়ে দেন, আর শেষ পরিণাম মুত্তাকিদেরই অনুকূলে থাকে।

[সুরা আরাফ: ১২৮।

তাই অ-ভি-শ-প্ত ইহুদিদের প্রোপাগান্ডা ও বিকৃতির স্বরূপ উন্মোচণের জন্য প্রয়োজন ফি-লি-স্তি-নের প্রকৃত ইতিহাস তুলে ধরা।

রমজানকে যথাযথ মর্যাদায় পালন করতে আপনার জন্য মাস্টরিড ৬টি বই।১। সুন্নাহ প্রতিদিন২। নামাজ যেমনটি তিনি চান৩। আল্লাহুম্মা বা...
28/03/2024

রমজানকে যথাযথ মর্যাদায় পালন করতে আপনার জন্য মাস্টরিড ৬টি বই।

১। সুন্নাহ প্রতিদিন
২। নামাজ যেমনটি তিনি চান
৩। আল্লাহুম্মা বাল্লিগনা রমাযান
৪। এটাই হয়তো জীবনের শেষ রমজান
৫। ফজর আর করব না কাজা
৬। কুরআন হিফজ করবেন যেভাবে

১. দ্বিতীয় মৃত্যুর পর২. কলমিফুলের রাত৩. উড়ে যায় শরতের মেঘএই তিনটি বইয়ের লেখক অখ্যাত এক তুখোড় কথাসাহিত্যিক মুহাম্মদ ফজলুল...
14/03/2024

১. দ্বিতীয় মৃত্যুর পর
২. কলমিফুলের রাত
৩. উড়ে যায় শরতের মেঘ

এই তিনটি বইয়ের লেখক অখ্যাত এক তুখোড় কথাসাহিত্যিক মুহাম্মদ ফজলুল হক। গল্প বলায় যার রয়েছে স্বভাবজাত আলাদা বৈশিষ্ট্য। অত্যাধুনিক এই যুগে এসেও এমন প্রতিভা কীভাবে যে আড়ালে পড়ে থাকে! শুধু আশা নয়, আমাদের দৃঢ় বিশ্বাস, মুহাম্মদ ফজলুল হকের বই পাঠকের মন ছুঁয়ে যাবে, জাগিয়ে তুলবে ঘুমন্ত চেতনা।

বাবা মা-দের পছন্দের ৪টি সিরিজ।৩৯% বিশাল ছাড়ে আমাদের বেস্ট সেলিং সিরিজ এ ৪টি।
14/02/2024

বাবা মা-দের পছন্দের ৪টি সিরিজ।

৩৯% বিশাল ছাড়ে আমাদের বেস্ট সেলিং সিরিজ এ ৪টি।

Address

Shop No./33-34, Islami Tower Underground, Bangla Bazar Road
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Shoroborno Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoroborno Prokashon:

Videos

Share

Category