সঞ্জীবন প্রকাশন

সঞ্জীবন প্রকাশন ইসলামিক বইয়ের বিশাল সমাহার।

তোমাকে বলছি হে কিশোরী ও তরুণী!যাঁদের কথা আজ আমি বলতে চাচ্ছি, তুমি হয়তো আগেও পড়েছো তাদের কথা ও কাহিনী। কিন্তু আজ পড়বে-একট...
02/01/2025

তোমাকে বলছি হে কিশোরী ও তরুণী!

যাঁদের কথা আজ আমি বলতে চাচ্ছি, তুমি হয়তো আগেও পড়েছো তাদের কথা ও কাহিনী। কিন্তু আজ পড়বে-

একটু ভিন্নস্বাদে।
ভিন্ন আমেজে।
ভিন্ন পরিবেশনায়।
গল্পের মজা নিয়ে।

কবিতার শিল্প-সুষমা ও ভাব-প্রাচুর্য নিয়ে। দেখবে, আজ এ বই পড়তে গিয়ে তুমি কখনও হাসছো, কখনো কাঁদছো।

যদি হাসো, তাহলে বুঝতে হবে- ঈমানের ফুল-ফসলে এবং ইয়াকিনের জোর-প্লাবনে হৃদয় তোমার আবাদই আছে!

আর যদি কাঁদো, তাহলে দু' কারণে কাঁদতে পারো- এ কান্না হয়তো আনন্দের অশ্রুকণা নয়তো অনুশোচনার শিশিরকণা!

ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরেফি

আমরা লেখক, অনুবাদক ও সম্পাদক কাউকেই মাহরুম করিনা।তিনি সিলভার, গোল্ড, তামা যাই হোন না কেন।
24/12/2024

আমরা লেখক, অনুবাদক ও সম্পাদক কাউকেই মাহরুম করিনা।
তিনি সিলভার, গোল্ড, তামা যাই হোন না কেন।

বিজয়ী ১১ জনের ঠিকানা পেয়েছি। একা মানুষ ব্যস্ততার কারণে কুরিয়ার করতে দেরি হচ্ছে এজন্য দুঃখিত।তবে যত দেরি হবে বইয়ের সংখ...
19/12/2024

বিজয়ী ১১ জনের ঠিকানা পেয়েছি। একা মানুষ ব্যস্ততার কারণে কুরিয়ার করতে দেরি হচ্ছে এজন্য দুঃখিত।
তবে যত দেরি হবে বইয়ের সংখ্যা তত বাড়বে।

17/12/2024
কুইজ ২ বিজয়ীদের নাম।কথা ছিল দশের হয়ে গেছে এগারো 😊১। Md Habibur Rahman ২। Arafat Shaheen ৩। Binte Abul Kalam ৪। Hafsa k...
13/12/2024

কুইজ ২ বিজয়ীদের নাম।
কথা ছিল দশের হয়ে গেছে এগারো 😊

১। Md Habibur Rahman
২। Arafat Shaheen
৩। Binte Abul Kalam
৪। Hafsa khatun
৫। Soikat Islam
৬। Abdullah Mahir
৭। Minhaj Hasu
৮। R.H. Shohan
৯। Md Alamgir Hossain
১০। Kawsar sohel
১১। Ruponti shahrin
আপনারা ১১ জন একটু কষ্ট করে নাম ঠিকানা ওয়াটসাপে দিবেন প্লিজ
নাম্বার: 01728-722221

06/12/2024

হাসান বসরি রাহ.-কে প্রশ্ন করা হলো, সকল মানুষের ভেতরে তাহাজ্জুদ আদায়কারীদের চেহারা অধিক সুন্দর কেন? তিনি জবাব দিলেন, কারণ, তারা নিজেদের রবের ইবাদতে একান্ত সময় কাটিয়েছে। ফলে তিনি তাদের নিজ নুর থেকে দান করেছেন।

05/12/2024

ফুলের সংসার বইটি কেমন লেগেছে আপনার কাছে?

আসসালামু আলাইকুম।(আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো পোস্ট টা পড়ার অনুরোধ রইলো)আপনারা অনেকেই জানেন Signature Of Noor   এর owne...
26/11/2024

আসসালামু আলাইকুম।
(আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো পোস্ট টা পড়ার অনুরোধ রইলো)

আপনারা অনেকেই জানেন Signature Of Noor এর owner ( Reddish Brown /মারিয়া তাসনিম নূর) দীর্ঘ সময় যাবৎ অসুস্থ ছিলো ,আল্লাহর রহমতে তাও কিছুটা সুস্থ হয়েছিলো।
কিন্তু বিগত দুইবছর ধরে মারাত্মক পর্যায়ের অসুস্থ। অসুস্থতার কারণেই মূলত বিজনেসের কার্যক্রম বন্ধ ছিলো । সেটা নিয়েও অনেকে অনেক রকম মন্তব্য করেছিলো।

২০২২ এর রোজা থেকেই উনার অসুস্থতা অনেক বেড়ে গিয়েছিলো। শুধু তা-ই না এই দুইবছরের মাঝে একাধিক তিনি ভুল চিকিৎসারও ভুক্তভোগী হয়েছেন।

এই বছরের এপ্রিল মাস থেকে একদম বাজে ভাবে অসুস্থ।
বাংলাদেশে বক্ষব্যাধীর অনেকগুলো অধ্যাপক দেখানো হয়েছে এবং অসংখ্য টেস্ট করানো হয়েছে।একেকজনের একেক মন্তব্য। হসপিটালেও এডমিট ছিলেন তিনি।

বর্তমানে, তার ফুসফুস নিচের সাইড সম্পূর্ণ ইনফেকশন হয়ে গিয়েছে এবং বুকের খাঁচা থেকেও ফুসফুস ফুলে উঠছে যার জন্য অসহনীয় ব্যাথা। গত ৩ মাস ধরে বাম পাশের ফুসফুসও ইনফেক্টেড এবং অনেক ব্যাথা।
শুধু তা-ই না ,গ্যাস্ট্রিক আলসারও হয়েছে। তার সাথে
রক্তবমি ,কাশি,শ্বাসকষ্ট তো রয়েছেই।
আলসারের কারণে তিনি কিচ্ছু খেতে পারেনা,একটু তরল ভাত ১-২ চামচ খেলেও সেটা বমি করে ফেলে দেয়।
কাশি, শ্বাসকষ্টের কারণে নেবুলাইজ করা হয়।কিন্তু নেবুলাইজ করতে থাকলেও কাজ হয়না একদম ই।
আর আলসারের কারণে পেইন কি*লার ঔষধও ডক্টর বন্ধ করে দিয়েছেন।ব্যাথার জন্য সাপোজিটর দিয়েছেন অনেক পাওয়ারের।সেটা দিলেও উনি সেন্সলেস হয়ে যায়, ৮-১০ ঘন্টা সেন্সে থাকেনা।

মূলত ২০২৩ এর শুরুর দিকে টিবি(যক্ষ্না) ধরা পড়ে।দুর্ভাগ্যবশত, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কারণে তিনি ভূল চিকিৎসার স্বীকার হোন।
প্রথমত তার মেডিসিন নকল পড়ে( এই তথ্য আরও অনেক জনের থেকে নিশ্চিত হয়েছে এবং ডাক্তারও বলেছেন)।
আর নগরস্বাস্থ্য কেন্দ্র থেকে অডিটের জন্য রোগীর কফ টেস্ট নেয়।
মেডিসিন চলাকালীন ৩ মাস পর আপুর ক্ষেত্রেও কফ স্যাম্পল চেয়েছেন।
কিন্তু আপুর কফ হয়না ,তাই তারা বলেছেন থুথুর স্যাম্পল দিতে। আবার মেডিসিন শেষের আগ মুহুর্তেও স্যাম্পল নিয়েছে। পরে স্বাস্থ্যকেন্দ্র থেকে আর কিছু জানায়নি ,
পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে তারা জানায় রোগীর যক্ষ্না নেগেটিভ তাই আর তারা যোগাযোগ করেনি।
যা সম্পূর্ণ মিথ্যা তথ্য ছিলো।

আর উনাদের কথা অনুযায়ী ৬ মাস হয়ে মেডিসিন অফ করে দেওয়া হয়।
এর ৩ মাস পরে আবার ব্যাথা শুরু হয় ,অনেক ভাবে অনেক চিকিৎসা করা হয় বিভিন্ন ডাক্তার দেখানো হয় তারপরও কোনোভাবে ধরা পড়ছিলোনা কিছু।
প্রায় আরও ৩ মাস সময় চলে যায় কেনো এই ব্যাথা হচ্ছে সেটা জানার জন্য।
একজনের রেফারেন্সে Evercare Hospital এ,
ডক্টর জিয়াউল হক কে দেখানো হয়। প্রায় ৪৫ মিনিট কনসাল্টের পর উনি কিছু ভালো পরামর্শ দেয়।
এই প্রথমবারের মত কোনো ডাক্তার ভালো কিছু পরামর্শ দিয়েছে গতানুগতিক টেস্ট বা মেডিসিনের বাইরে।

এরপর তিনি Bronchoscopy করার পরামর্শ দেন এবং Evercare hospital থেকেই উনার তত্ত্বাবধানে Bronchoscopy করানো হয়।
#টেস্টের রিপোর্ট আসে- তার Pulmonary TB-Type:Provisional হয়েছে। (২য় বারের মতো ৬ মাসের মাথায় আবার টিবি/যক্ষ্না ধরা পড়ে)।
Evercare এ ট্রিটমেন্ট করা যেহেতু সাধ্যের বাহিরে ছিলো তাই তারা ইবনে সিনা,পপুলার সহ অনেক প্রাইভেট হসপিটলে ভর্তি করার চেষ্টা করেছিলো কিন্তু কোনো হসপিটালে ভর্তি নেয়নি তার ক্রিটিকাল কন্ডিশনের জন্য।

অনেক কষ্ট করে,উপরিমহলে যোগাযোগ করে বক্ষব্যাধী হাসপাতালে রাত ১২ টার দিক( ২.৬.২৪) তারিখে ভর্তি করা হয়। এইখানেও ৩ বার ভূল চিকিৎসার স্বীকার হয়েছে রোগী।
এরপর থেকে ব্যাথা কমছেই না এবং একের পর এক সমস্যা হচ্ছেই।
শেষে যেই ডাক্তার দেখানো হয়েছে , সব দেখা-শোনার পর তিনি একদম হাল ছেড়ে দিয়েছেন।

বাংলাদেশে এখন আমরা আর কোনো ভরসা পাচ্ছিনা এবং যথাযথ কোনো চিকিৎসাও পাচ্ছিনা।
গত দুইবছরে প্রায় ৮-১০ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে।

গত কয়েকদিন আগে আমার বোনের হাসবেন্ডের মাধ্যমে সরাসরি Thailand - Bangkok এ রোগীর রিপোর্টের ছবি সহ কেস সামারি দেখানো হয়েছে এবং তা দেখে সব পর্যবেক্ষণের পর তারা জানিয়েছে রোগী #টিবির_লাস্ট_স্টেজে আছেন। 🥀
আর যত দ্রুত সম্ভব ব্যাংককে নিয়ে রোগীর চিকিৎসা শুরু করতে বলা হয়েছে।।

আলোচনা সাপেক্ষে তারা জানিয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করার জন্য ৫-৭ লাখ টাকার ব্যবস্থা করতে হবে(যাতায়াত খরচ সহ) । [Bangkok,Hospital Name- Sukumvit Hospital.কমেন্টে আরও বিস্তারিত যোগ করে দিব]
এছাড়াও আরও একটি হসপিটালে রোগীর বিস্তারিত সহ সব জানানো হয়েছে।সেখান থেকে উত্তর আসতে আরও ২-৩দিন সময় লাগবে।
এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে যেকোনো একটা হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু করবো আর পরবর্তী আপডেটগুলোও আপনাদের সাথে শেয়ার করবো ইন শা আল্লাহ।

রোগীর পরিবার তাদের সবটুকু দিয়ে এবং অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে এই অব্দি তার চিকিৎসা চালিয়েছে।কিন্তু আর সম্ভব হচ্ছেনা।
তাই আমরা একান্তভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এখানে রোগীর ২০২২ সাল থেকে চিকিৎসার এবং টেস্টের সকল কাগজ-পত্রের প্রমাণ দেওয়া আছে।
কেউ চাইলে ২০১৬ থেকে তার যেসব চিকিৎসা করা হয়েছে সেগুলোর প্রমাণও দেওয়া যাবে।

কোনো মহিলা মানুষ রোগীকে দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিজে আসতে পারবেন কোনো সমস্যা নেই এবং পুরুষ কেউ চাইলে রোগীর
বাবা ও ভাইয়ের সাথে নিজে এসে যোগাযোগ করতে পারবেন।

অনলাইনে পরিচিত Tamannah Haque , Turjaun Tisha Sumaiya Muna , Rizwana Fabiha Binte Abdur Rouf Mukrima Sultana ,Amina Muhammad , Humayra Luba Jannat Binte Rezaul Montah Tasdid উম্মে হুরায়রা সহ আরও অনেকে আপুরা রোগীর এই অবস্থা সম্পর্কে অবগত আছেন এবং তাকে সামনাসামনি দেখেছেন।

আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আপনারা একবার হলেও এগিয়ে আসুন।
মেয়েটা বাঁচতে চায় ,খুব করে বাঁচতে চায়।🥀
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা কিছু টাকা হলেও মেয়েটার চিকিৎসার উদ্দেশ্যে সাদকা করুন প্লিজ।
গত এক বছরে মেয়েটার প্রায় ১২-১৩ কেজি ওজন কমে গিয়ে ৪০ কেজিতে এসে ঠেকেছে।এখনো ওজন কমছেই।
যত দ্রুত প্রাথমিক পর্যায়ের চিকিৎসার টাকা টা যোগাড় হবে ,ঠিক ততো দ্রুতই মেয়েটার চিকিৎসা শুরু হবে।
আর সবাই প্লিজ মেয়েটার জন্য দুয়া করবেন।
আমরা সবাই চাই মেয়েটা বাঁচুক। আল্লাহ মেয়েটাকে একটা সুস্থ জীবন দান করুক। আপনার দেওয়া কিছুটা টাকা ওর বাঁচার অংশ হতে পারে।

🔴 𝐁𝐤𝐚𝐬𝐡/ 𝐍𝐚𝐠𝐚𝐝/𝐑𝐨𝐜𝐤𝐞𝐭 - 𝟎𝟏𝟖𝟑𝟓𝟑𝟎𝟒𝟕𝟐𝟒
(পার্সোনাল নাম্বার তাই সেন্ড মানি করতে হবে)
Ref: 𝐓𝐀𝐒 (দয়া করে অবশ্যই রেফারেন্স লিখে দিবেন )

🔴 𝗕𝗔𝗡𝗞 𝗔𝗖𝗖𝗢𝗨𝗡𝗧𝗦-
1. 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢 𝐁𝐚𝐧𝐤
Account Name:𝐌𝐚𝐫𝐢𝐚 𝐓𝐚𝐬𝐧𝐢𝐦
Branch Name:𝐌𝐢𝐫𝐩𝐮𝐫 𝟏 𝐛𝐫𝐚𝐧𝐜𝐡
Account No: 𝟐𝟎𝟓𝟎𝟐𝟏𝟎𝟔𝟕𝟎𝟎𝟏𝟐𝟒𝟕𝟏𝟔
Routing Number 𝟏𝟐𝟓𝟐𝟔𝟑𝟏𝟎𝟔


2.𝐂𝐢𝐭𝐲 𝐁𝐚𝐧𝐤
Account Name: 𝐌𝐀𝐑𝐈𝐀 𝐓𝐀𝐒𝐍𝐈𝐌
Account No: 𝟐𝟏𝟎𝟒𝟐𝟕𝟕𝟕𝟎𝟎𝟎𝟎𝟏
Branch Name: 𝐌𝐢𝐫𝐩𝐮𝐫 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 (𝐃𝐡𝐚𝐤𝐚)
Branch Routing Number: 𝟐𝟐𝟓𝟐𝟔𝟐𝟗𝟖𝟔

যেকোনো যোগাযোগের জন্য-
𝟬𝟭𝟵𝟯𝟭𝟯𝟭𝟰𝟵𝟰𝟰 (তামান্না হক)
𝟬𝟭𝟵𝟴𝟰𝟴𝟰𝟮𝟵𝟵𝟯(তারিফ)

(সবাই পোস্ট কপি করে নিজের টাইমলাইনে দিতে পারেন অথবা শেয়ার করতে পারেন)

25/11/2024

হাদিস অস্বীকারী কুরআনিস্ট ফিতনা থেকে সবার সতর্ক থাকার জন্য আপনাদের জন্য আমাদের আয়োজন।

এমন দশজন হতভাগ্য সন্তানের সন্ধান দিতে পারবেন আমাদেরকে?যাদের পিতামাতা জীবিত থাকার পরও তাদের খেদমত এবং তাদের দুআ থেকে বঞ্চ...
14/11/2024

এমন দশজন হতভাগ্য সন্তানের সন্ধান দিতে পারবেন আমাদেরকে?
যাদের পিতামাতা জীবিত থাকার পরও তাদের খেদমত এবং তাদের দুআ থেকে বঞ্চিত।
তাদেরকে আমাদের পক্ষ থেকে ইমাম বুখারি রাহি. এর পিতামাতার মর্যাদা বইটি উপহার দিব।

আলহামদুলিল্লাহ। তিনি চলে আসছেন।
14/11/2024

আলহামদুলিল্লাহ। তিনি চলে আসছেন।

কিউট কিউট বুকমার্ক ফ্রি পেতে চাইলে বই কিনুন।ফ্রি-তে বুকমার্ক দিব।আগে আসলে আগে পাবেন....
12/11/2024

কিউট কিউট বুকমার্ক ফ্রি পেতে চাইলে বই কিনুন।ফ্রি-তে বুকমার্ক দিব।

আগে আসলে আগে পাবেন....

ইবাদত আমাদের ইবাদতের প্রতি আগ্রহটা তেমন হওয়া উচিত, যেমনটি বিখ্যাত তাবেয়ি হাসান বসরি (র) তার মাতা-পিতার খেদমতের প্রতি ছিল...
10/11/2024

ইবাদত

আমাদের ইবাদতের প্রতি আগ্রহটা তেমন হওয়া উচিত, যেমনটি বিখ্যাত তাবেয়ি হাসান বসরি (র) তার মাতা-পিতার খেদমতের প্রতি ছিলেন। হাসান বসরি (র)-এর মা জননী মারা যাওয়ার পর তিনি অত্যধিক কান্নাকাটি করেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদছেন কেন, অথচ আপনিই তো আমাদেরকে ধৈর্যধারণের দিক্ষা দিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কসম আমি এ জন্য কাঁদছি যে, জান্নাতে যাওয়ার আমার দুটি পথ ছিল। আজ থেকে আমার একটি পথ বন্ধ হয়ে গেল। দেখুন, নেকির পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের কেমন আফসোস।

সঞ্জীবন প্রকাশন

অনলাইন শপ Wafilife.com

কুইজ বিজয়ী ১১ জনের জন্য "ঈমান ও কুফুর" বইটিও থাকছে।
09/11/2024

কুইজ বিজয়ী ১১ জনের জন্য "ঈমান ও কুফুর" বইটিও থাকছে।

তিনি আসলে পরে ১১ জনকে তাদের পুরস্কার পাঠানো হবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আসবেন তিনি।
07/11/2024

তিনি আসলে পরে ১১ জনকে তাদের পুরস্কার পাঠানো হবে ইনশাআল্লাহ।
আগামী শুক্রবার আসবেন তিনি।

উৎসর্গ করছি,সেইসব অসহায় অভিভাবকদের প্রতিযারা জীবনের সন্ধ্যাবেলায়নিঃসঙ্গতার অন্ধকারে দিন গুনছেন।যাদের চোখের জলে ভেসে যা...
05/11/2024

উৎসর্গ করছি,
সেইসব অসহায় অভিভাবকদের প্রতি
যারা জীবনের সন্ধ্যাবেলায়
নিঃসঙ্গতার অন্ধকারে দিন গুনছেন।
যাদের চোখের জলে ভেসে যায়
সন্তানের জন্য কাটানো প্রতিটি মুহূর্ত।
এই বই তাদের প্রতি একটি ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি,
যারা বৃদ্ধাশ্রমের নির্জন প্রকোষ্ঠে
সন্তানের পদধ্বনির অপেক্ষায় থাকেন।
যাদের হৃদয়ে জমে থাকা অভিমান
আজও কারও হৃদয় স্পর্শ করতে পারেনি।
তাঁদের জন্য রইল আমাদের এই সামান্য প্রয়াস,
যা হয়তো কোনো সন্তানের হৃদয়ে
জাগিয়ে তুলবে পিতামাতার প্রতি দায়িত্ববোধ।

সাদা সামিয়ানা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পতাকায় কালো করে লেখা 'লা–ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ'।Akhl...
05/11/2024

সাদা সামিয়ানা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পতাকায় কালো করে লেখা 'লা–ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ'।

Akhlak Ahmed

Address

#20, 1st Floor. Islami Tower, Banglabazar
Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্জীবন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সঞ্জীবন প্রকাশন:

Videos

Share

Category