02/01/2025
তোমাকে বলছি হে কিশোরী ও তরুণী!
যাঁদের কথা আজ আমি বলতে চাচ্ছি, তুমি হয়তো আগেও পড়েছো তাদের কথা ও কাহিনী। কিন্তু আজ পড়বে-
একটু ভিন্নস্বাদে।
ভিন্ন আমেজে।
ভিন্ন পরিবেশনায়।
গল্পের মজা নিয়ে।
কবিতার শিল্প-সুষমা ও ভাব-প্রাচুর্য নিয়ে। দেখবে, আজ এ বই পড়তে গিয়ে তুমি কখনও হাসছো, কখনো কাঁদছো।
যদি হাসো, তাহলে বুঝতে হবে- ঈমানের ফুল-ফসলে এবং ইয়াকিনের জোর-প্লাবনে হৃদয় তোমার আবাদই আছে!
আর যদি কাঁদো, তাহলে দু' কারণে কাঁদতে পারো- এ কান্না হয়তো আনন্দের অশ্রুকণা নয়তো অনুশোচনার শিশিরকণা!
ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরেফি