BORSHADUPUR

BORSHADUPUR বইয়ের বিকল্প শুধুই বই

বইয়ের বিকল্প শুধুই বই

বর্ষাদুপুর বাংলাদেশের প্রকাশনা-জগতে এক বিশেষ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে। পাঠকের সৃজনশীল ও মননশীল চাহিদা পূর্ণ করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। তাই ধ্র“পদী সাহিত্যের পাশাপাশি নবীনতম লেখকের প্রতিশ্র“তিশীল বই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে বর্ষাদুপুর। কবিতা-কথাসাহিত্য-প্রবন্ধগবেষণা-বিজ্ঞান-অনুবাদ-শিশুকিশোরসাহিত্য-ইতিহাস ঐতিহ্য-রম্য ইত্যাদ

ি বিভিন্ন ক্ষেত্রের সুনির্বাচিত বই প্রকাশের মধ্য দিয়ে বর্ষাদুপুর বলতে চায় প্রযুক্তির চরম বিকাশেও বইয়ের আবেদন কখনোই ফুরোবেনা কারণ বইয়ের বিকল্প শুধুই বই।

চারুলতা—এক রহস্যময়ী, সংগ্রামী নারী, যার জীবন জুড়ে ছড়িয়ে আছে অজানা গল্পের ছায়া। ১২ বছরের দাম্পত্য জীবনে তার স্বামীর ...
23/01/2025

চারুলতা—এক রহস্যময়ী, সংগ্রামী নারী, যার জীবন জুড়ে ছড়িয়ে আছে অজানা গল্পের ছায়া। ১২ বছরের দাম্পত্য জীবনে তার স্বামীর প্রতি ভালোবাসার কোন চিহ্ন ছিল না। কিন্তু যখন অবশেষে তার অন্তরে ভালোবাসার প্রদ্বীপ জ্বলে ওঠে, তখনই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা—তার স্বামীর অকাল মৃত্যু। তবুও মৃত্যু তাদের আলাদা করতে পারেনি। কবরের অতল থেকে, তার মৃত স্বামী ফিরে আসে এক অদৃশ্য কণ্ঠে, তাকে ডাকে, তার জীবনের প্রতিটি পদক্ষেপে রহস্যের ছায়া বিস্তার করে।
এখানেই শেষ নয়। চারুলতার জীবনে প্রবেশ করে এক যুবক—২৬ বছরের এক ছেলে, যার মা ছিল এক অজ্ঞাত পরিচয়ধারী নারী। তার মৃত্যু ঘিরে রয়েছে গভীর রহস্য, যা চারুলতার জীবনকে আরও অন্ধকারে তলিয়ে নিয়ে যায়। যার প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন ধাঁধা—প্রেম, মৃত্যু, এবং জন্মের জটিলতা।

21/01/2025
প্রি অর্ডারআদনান হাঁটছে । একা,নিঃসঙ্গ । হাঁটছে সে রাজধানী ঢাকার এক রাজপথ ধরে পিচঢালা সমুদ্র বরাবার । হেঁটেই চলছে সে । দু...
16/01/2025

প্রি অর্ডার

আদনান হাঁটছে । একা,নিঃসঙ্গ । হাঁটছে সে রাজধানী ঢাকার এক রাজপথ ধরে পিচঢালা সমুদ্র বরাবার । হেঁটেই
চলছে সে । দুপুরের র্সূয মাথার উপর আগুনের বৃষ্টি ঝরাচ্ছে । কপালের ঘাম গড়িয়ে পড়ছে নাকে,মুখে চোখে ।
সেখান থেকে তপ্তময় রাস্থার বুকে পড়া মাত্র শুকিয়ে যাচ্ছে ঘামগুলো । তেমনিভাবে শুকিয়ে গেছে আদনানের
সব আশা আকাঙ্ক্ষা । এক বিসাল জলোচ্ছ্বাস এসে ভিসিয়ে নিয়ে গেছে তার সব স্বপ্ন । ডানা ভাঙ্গা পাখির মত
সে প্রচণ্ড ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছে মাটির বুকে । আদনান হাঁটছে তো হাঁটছেই । সাথে সঙ্গী হিসেবে
আছে একজোরা ফিতা ছেঁড়া স্যান্ডেল ।

বিশেষ ছাড়ে বই কিনতে আমাদের পেইজে নক করুন।

আমাদের উমরা যাত্রাউমরা পালনের অভিজ্ঞতা ও প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নিয়মাবলী।
12/01/2025

আমাদের উমরা যাত্রা

উমরা পালনের অভিজ্ঞতা ও প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নিয়মাবলী।

08/01/2025

Renowned content creator and freelancer RobinRafan, aka Obidur Rahman, will unveil two highly anticipated books at the upcoming Amar Ekushey Book Fair 2025, offering invaluable insights into the worlds of content creation and freelancing.   The first book about content...

রবিন রাফানের দুটি বই প্রি অর্ডার শুরু হয়েছে...'ভবিষ্যতের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে সাফল্য'২০২৩ সালে বাংলাদেশে ফ্রিল্...
01/01/2025

রবিন রাফানের দুটি বই প্রি অর্ডার শুরু হয়েছে...

'ভবিষ্যতের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে সাফল্য'
২০২৩ সালে বাংলাদেশে ফ্রিল্যান্সিং পেশা থেকে প্রায় ১.২ বিলিয়ন ডলার র‍্যামিটেন্স এনেছে। যা কিনা প্রায় ১৩.২ কোটি টাকা। যেখানে কয়েক হাজার টাকার বেতনের জন্য হন্য হয়ে চাকুরী খুঁজছে, সেখানে প্রতিমাসে লাখ টাকা আয়ের একটি বড় মাধ্যম হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং প্রফেশন। আমার এই বইতে আমি কেন, কিভাবে এবং কিরকম ফ্রিলেন্সিং প্রফেশনে আপনি আসতে পারেন এবং মাসে লাখ টাকা আয় করতে পারার পাশাপাশি ভবিষ্যৎ এর ফ্রিল্যান্সিং এর সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।

'ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার'
বাংলাদেশে যখন অনেকে ২০-২৫ হাজার টাকার চাকরির জন্যে আশায় থাকে, তখন কন্টেন্ট ক্রিয়েটর পেশা থেকে কিছু লোক সহজেই মাসে ৩-৫ লক্ষ টাকা আয় করছেন। দেশের বেকারত্ব সমস্যার সমাধানে এই পেশা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা অনেকেই জানেন না। এই বইতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে আপনিও চাইলে এই পেশায় এসে মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারেন।

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা l
31/12/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা l

অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ রবিন রাফান এর লেখা দুটি বই " ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার" ও "ভবিষ্যতের ফ্রিল্যান্সিং...
17/12/2024

অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ রবিন রাফান এর লেখা দুটি বই " ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার" ও "ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সাফল্য" প্রকাশিত হতে যাচ্ছে বর্ষা দুপুর থেকে।

ইনশাআল্লাহ প্রথম জানুয়ারি ২০২৫ থেকে প্রি অর্ডার শুরু হবে আর বইমেলায় প্রথম দিন থেকে বইটি পাওয়া যাবে।

03/11/2024

অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে...

" প্রতিযোগিতার এই পর্যায়ে এসে জার্মানী আমার ফেভারিট হয়ে ধরা দিল। অবশ্য ছোট ছোট পাসে চমৎকার ফু্টবল খেলার জন্য প্রিয় দল হি...
30/10/2024

" প্রতিযোগিতার এই পর্যায়ে এসে জার্মানী আমার ফেভারিট হয়ে ধরা দিল। অবশ্য ছোট ছোট পাসে চমৎকার ফু্টবল খেলার জন্য প্রিয় দল হিসেবে মরক্কোকে বেছে নিল আমার ভাই লালো। মরক্কোর জন্য দূর্দান্ত টুর্নামেন্ট ছিল সেটা।

কিন্তু জার্মানরা এগিয়ে যাচ্ছিল অপ্রতিরোধ্য গতিতে। কে ছিল না ওদের! ম্যাথিউস, ইতিমধ্যে যে ঐ সময়ের সেরাদের একজন; বাঘের ক্ষীপ্রতায় ভয়েলার; আর ছিল এলোফস। এল টারকোর ফেভারিট ফ্রান্স আর ডেনমার্ক। ডেনমার্ক সবাইকে চমকে দিচ্ছিল; লাউড্রুপকে সাথে নিয়ে তারা যেন এক বুলেট ট্রেন তখন। সাথে ছিল এলকায়ের লারসেন। কিন্তু স্পেন এর কাছে ২-১ এ পিছিয়ে পড়ে ওদের ম্যানেজার খেই হারিয়ে ফেলল। রক্ষণভাগের একজনকে উঠিয়ে নিতেই ওদের খেলা এলোমেলো হয়ে গেল; পাঁচ গোল খেয়ে বসলো। আমার বন্ধু এমিলিও বুট্রেগুয়েনো স্পেন এর জন্য সত্যিকারের উৎসাহ আর অনুপ্রেরণা হয়ে ধরা দিল।

বিলার্দো সবসময় বলতো, একটা ভুল পুরো ম্যাচ এর গতিপথ নির্ধারিত করে দিতে পারে।
সবার অবিশ্বাসকে উপেক্ষা করে আমরা শেষ আটে উঠে গেলাম। নাম মনে নেই, কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা এই অবস্থানে খুশি ছিলাম কিনা। আমি মনে করিয়ে দিয়েছিলাম ১৯৫০ এর ফাইনালের আগে উরুগুয়েন অবডুলিও ভারেলাকে উদ্বৃত করে-

‘আমরা আমাদের দায়িত্বকে তখনই সম্মান করবো যখন আমরা চাম্পিয়ন হব’।

১৯৮৬ এর ২২ জুন। পরের খেলা ইংল্যান্ডের বিপক্ষে। সারাজীবন আমি এই দিনটার কথা মনে রাখবো। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা ছিল খুব কঠিন। বিশেষ করে শেষ দিকে বার্নেস আমাদের জন্য খেলাটা আরো কঠিনতর করে তুলেছিল। আর...আমার দুই গোল!

দুই গোল! আহ!

দ্বিতীয় গোলটা নিয়ে অনেক স্মৃতি আমার…অনেক স্মৃতি। যদি আমার কোনো আত্মীয় এই ঘটনা বিধৃত করে তাহলে এর সাথে অবশ্যই একজন ইংলিশ খেলোয়ার জড়িত থাকবে। যদি কপোলা বলে তাহলে সে বলতে চাইবে আগের দিন বিলার্দো যে আমাকে ছুটি দিয়ে চাঙ্গা করে তুলেছিল সেই ঘটনা। বিশ্বাস করুন পাঠক, আমার কাছে ছিল এটা স্বপ্নের এক গোল।

ফাইওরিটো থাকতে মাঠে এ রকম জায়গা বদল করে আমি গোল করতে চাইতাম সবসময়। আর আমি সত্যি ঠিক সে রকম এক গোল করলাম। বিশ্বকাপে। নিজের দেশের জন্য। ফাইনালে।

হ্যা, ফাইনাল বলছি। কারণ আমাদের কাছে এটা ফাইনালের মতই গুরুত্বপূর্ণ ছিল। একটা ফুটবল দলকে হারানোর চেয়েও এটি ছিল আসলে একটা দেশের বিরুদ্ধে জয়ী হওয়া। এটা ঠিক, এই খেলা শুরু হবার আগে আমরা সবাই বলছিলাম যে এটা শুধুই একটা ফুটবল ম্যাচ বৈকি কিছু নয় কিন্তু মালভিনাস যুদ্ধকে আমরা কেউ ভুলতে পারিনি। অনেক আর্জেন্টাইন মানুষ মারা গিয়েছিল। পাখির মত গুলি করে মারা হয়েছিল ওদের। এটা ছিল প্রতিশোধ। মালভিনাসের সেই দুঃখজনক ঘটনায় কিছুটা স্বস্তির প্রলেপ লাগানো। ম্যাচ শুরুর আগের সাক্ষাৎকারে আমরা সবাই বললাম বটে যে খেলা আর রাজনীতি একসাথে মেশানো ঠিক নয় কিন্তু তা ছিল নির্জলা মিথ্যা। আমাদের চিন্তায় শুধু প্রতিশোধই ছিল। শুধুই আর একটা খেলা ছিল না সেটি।

বিজয়ের চেয়েও বেশী কিছু ছিল এই জয়। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার চেয়েও বড় কিছু। একদিক দিয়ে দেখলে সেই ম্যাচে যা কিছু ঘটেছিল সবকিছুর জন্য ইংল্যান্ডের খেলোয়ারদের দোষ দেয়া যায়। জানি, এখন এই কথাগুলো শুনতে বোকা বোকা লাগছে কিন্তু সত্যি হলো ঐ সময়ে আমাদের ঠিক এ রকমই মনে হয়েছিল। ভিতরে ভিতরে অদ্ভুত এক শক্তি ভর করেছিল। আমরা আমাদের পতাকা বহন করছি, মৃত শিশুদের, যুদ্ধাহতদের। এ জন্যই আমার গোলটা ছিল অন্য মাত্রার কিছু। আসলে দু’টো গোলই। দু’টো গোলের দু’রকম সৌন্দর্য আছে।

দ্বিতীয় গোলটা...আগেই বলেছিলাম এমন এক গোল যা ছোটবেলায় প্রত্যেকটি ছেলে স্বপ্নে দেখে, এমন গোল করতে চায়। পটেরোতে খেলার সময় আমরা এ রকম কোনো গোল দিলে বলতাম- দেখো, বিপক্ষকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি।"
______________________
শুভ জন্মদিন, ম্যারাডোনা

ম্যারাডোনার আত্মজীবনী -বই থেকে
বাংলায় অনুবাদ- Sheik Rana

বাংলাদেশে সেচ্ছাসেবা নিয়ে এমন বই খুব বেশি নেই বলেই আমাদের ধারনা।  কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে শুরু করে জীবনে নি...
05/10/2024

বাংলাদেশে সেচ্ছাসেবা নিয়ে এমন বই খুব বেশি নেই বলেই আমাদের ধারনা। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে শুরু করে জীবনে নিয়ে ভাবছে কিন্তু থমকে আছে নানা বিষয়ে চিন্তা করে তারাও যদি এই বইটি পড়ে, জীবনে কিছু শুরু করার পথটুকো আবিষ্কার করতে পারবে বলে আমরা মনে করি।

দেশে বর্তমানে প্রায় ২৬ লাখ বেকার এর মধ্যে বিশাল অংশ গ্র্যাজুয়েট সাথে মাস্টার্স ডিগ্রিও আছে অনেকের । কিন্তু ডিগ্রি অনুযায়ী সে মানের চাকরি হাতে গুনা কয়েকজন পাচ্ছে। যারা চাকরি দিচ্ছে তাদের কথা যোগ্য লোক পাওয়া যাচ্ছে না আর যারা চাকরি খুজছে তাদের কথা যোগ্য করে তুলছে না শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বুঝাই যাচ্ছে মাঝে ব্ল্যাংক স্পেস আছে। দিনশেষে ভালো ক্যারিয়ার নিশ্চিত করতে চাইলে নিজের কঠোর পরিশ্রম এবং চেষ্টার কোন বিকল্প নেই। এই ব্যাপার গুলো বুঝতে আমরা খুব বেশি দেরি করে ফেলি। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যদি কেউ অল্প অল্প করে নিজের দক্ষতা কে বাড়িয়ে তুলে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে তারা সাধারনদের চেয়ে অনেক এগিয়ে থেকে নিজেদের অসাধারন করে ফেলতে পারবে ।

প্রশ্ন হচ্ছে সব প্রতিষ্ঠানে কাজ করার জন্য কিছু না কিছু অভিজ্ঞতা প্রয়োজন তাহলে এই অভিজ্ঞতা অর্জন করা যায় কোথায়। উত্তর খুব সহজ সেচ্ছাসেবায় কিছু কাজ করার মাধ্যমে। নন-প্রফিট অর্গানাইজেশন, বিভিন্ন পত্রিকা, জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান কিংবা যেকোন সামাজিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা এবং যোগাযোগের দক্ষতা অর্জন করা যায় ।

আমরা যদি ক্যারিয়ার কে দুটি ভাগ করি প্রথমে যেকোন একটি বিষয়ে মাস্টার স্কিল্ড হতে হয় পাশাপাশি যোগাযোগ, উপস্থাপনার দক্ষতা ক্যারিয়ারের শিখরে পৌছাতে সাহায্য করে। সেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে কমবেশি দুটি ভাগেই নিজেকে ঝালাই করে নেওয়া যায়। আবার আমরা এটাকে ব্রিজ হিসেবেও কল্পনা করতে পারি যা ছাত্র জীবন এবং কাজের জীবনের মধ্যে সুন্দর এবং মজবুত বন্ধন তৈরি করে।

Address

9, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 22:00 - 18:00
Thursday 22:00 - 18:00
Saturday 22:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801615526662

Alerts

Be the first to know and let us send you an email when BORSHADUPUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BORSHADUPUR:

Videos

Share

Category

Our Story

বইয়ের বিকল্প শুধুই বই বর্ষাদুপুর বাংলাদেশের প্রকাশনা-জগতে এক বিশেষ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে। পাঠকের সৃজনশীল ও মননশীল চাহিদা পূর্ণ করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। তাই ধ্র“পদী সাহিত্যের পাশাপাশি নবীনতম লেখকের প্রতিশ্র“তিশীল বই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে বর্ষাদুপুর। কবিতা-কথাসাহিত্য-প্রবন্ধগবেষণা-বিজ্ঞান-অনুবাদ-শিশুকিশোরসাহিত্য-ইতিহাস ঐতিহ্য-রম্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের সুনির্বাচিত বই প্রকাশের মধ্য দিয়ে বর্ষাদুপুর বলতে চায় প্রযুক্তির চরম বিকাশেও বইয়ের আবেদন কখনোই ফুরোবেনা কারণ বইয়ের বিকল্প শুধুই বই।