আর রিহাব পাবলিকেশন্স

আর রিহাব পাবলিকেশন্স "বিশুদ্ধ প্রকাশনার নতুন আঙ্গিনা"
(12)

গতকাল শেষ হয়ে গেল বাইতুল মোকাররমের ইসলামি বইমেলা। আল্লাহ বাঁচিয়ে রাখলে আর সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আগামী বছরও আমরা...
24/11/2024

গতকাল শেষ হয়ে গেল বাইতুল মোকাররমের ইসলামি বইমেলা।
আল্লাহ বাঁচিয়ে রাখলে আর সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ
আগামী বছরও আমরা আপনাদের সামনে হাজির হব নতুন বইয়ের রত্ন ভান্ডার নিয়ে।

এবারের মেলায় আর-রিহাব পাবলিকেশন্সের স্টল এবং বইয়ের আয়োজন ।
আপনাদের কাছে কেমন লেগেছে?

আলহামদুলিল্লাহ কাজ শেষ আগামীকাল থেকে শুরু হবে ধামাকা বিক্রি
23/11/2024

আলহামদুলিল্লাহ কাজ শেষ আগামীকাল থেকে শুরু হবে
ধামাকা বিক্রি

23/11/2024

বইমেলার হায়াত আর মাত্র কয়েকঘন্টা।
সুতরাং আর-রিহাব পাবলিকেশন্সে থেকে
আপনার পছন্দের বইগুলো দ্রুত সংগ্রহ করুন।বইগুলো 60% ছাড়ে

 #বইআলাপশানে রিসালাতের জালওয়া” বইটি ইমাম ইবনু তাইমিয়া রচিত আস-সারিমুল মাসলুলের অনুবাদ। ইমাম ইবনু তাইমিয়া রহি.-এর জন্ম যথ...
22/11/2024

#বইআলাপ

শানে রিসালাতের জালওয়া” বইটি ইমাম ইবনু তাইমিয়া রচিত আস-সারিমুল মাসলুলের অনুবাদ।

ইমাম ইবনু তাইমিয়া রহি.-এর জন্ম যথাসম্ভব ১২৬৩ খৃষ্টাব্দ আর এখন ২০২৪ সাল, সুতরাং অনুমান করাই যাচ্ছে, বইটি কতশত বছর আগের লেখা অথচ বিষয়বস্তু বর্তমান সময়ের সাথে খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। বইটিতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে-সব ব্যক্তিদের শাস্তির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে, যারা সময়ে সময়ে রাসূল সা.-কে অবমাননা করে বা তাঁর প্রতি অপমানসূচক বক্তব্য প্রদান করে। লেখক কুরআন, হাদিস, এবং ইসলামের শাস্ত্রীয় উৎসের আলোকে এই বিষয়ের ওপর আলোকপাত করেছেন।

ইসলাম শান্তির ধর্ম। শান্তি অর্থ কী, অনেকেই সময়ে সময়ে বলার চেষ্টা চালায় যে, কেউ ইসলামকে আঘাত করলে, রাসূল সা.-কে গালি দিলেও ইসলাম তার সাথে কঠোর হবে না, এটাই শান্তি। আসলেই কি তাই? এই ধরনের আপত্তি শ্রোতা বা পাঠকদের মনে যে শংয়ের উদ্রেক করে, বইটি পড়লে সেসব স্পষ্ট হবে। পাঠকদের ইসলামী জ্ঞান আরো সমৃদ্ধ হবে। পাঠক বুঝতে পারবে, .নবিজি সা.-এর প্রতি অবমাননা শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়; এটি পুরো উম্মাহর বিরুদ্ধে অপরাধ। এই কারণে, এর শাস্তি সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত।

বইটিতে লেখক তার গবেষণা-দক্ষতা এবং বিষয়বস্তুর গভীরতা প্রমাণ করেছেন। বিশেষত, ঐতিহাসিক উদাহরণ এবং কুরআন-হাদিসের উল্লেখ বইটির তথ্যভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। বর্তমান পাঠকদের যে চাহিদা, রেফারেন্স ও তথ্যের আধিক্য— পাঠক বইটিতে সেসব ভরপুর পাবেন।

আব্দুল মান্নান গালিব
১৭, ১১, ২৪

22/11/2024

#যে_পাঁচটি_পাপের_শাস্তি_দুনিয়ায়_অনিবার্য–—
———————————————————
‘আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন : হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে; তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তোমরা যেন এর সম্মুখীন না হও—
১. যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারি আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায় নি।
২. যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসিবত৷
৩. মানুষ যখন জাকাত আদায় না করে, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভু-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না।
৪. যখন কোনো জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে দেন আর সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়।
৫. যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা না করে এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ না করে, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।’[১]
[১] সুনানু ইবনি মাজাহ, হাদিস : ৪০১৯; আল-মুজামুল আওসাত লিত-তবারনি, হাদিস : ৪৬৭১; বাজলুল মাউন, পৃষ্ঠা : ১২৪; ইমাম হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন : এর শাওয়াহিদ (বহু সমর্থক) রয়েছে৷ হাদিসের মান : হাসান হাদিস৷

বই :পরকালের পথে যাত্রা
আল্লামা ইবনে কাসীর রহিমাহুল্লাহ
প্রকাশনায়: আর রিহাব পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা : ৪৫৬
বইটির মুদ্রিত মূল্য : 630 টাকা
ছাড়কৃত মূল্য : ৩১৫ টাকা

বইটি সংগ্রহ করতে আমাদের পেজে ম্যাসেজ করুন
অথবা কল করুন ০১৮১০০৪৭৭৬৩ নম্বরে।

22/11/2024

আর রিহাব পাবলিকেশন্স এর
সকল বইয়ের উপর চলছে 55% ছাড়!!
শুধু নির্ধারিত মূল্যের বইগুলো ছাড়া।

অফার চলবে ১০ ডিসেম্বর তারিখ পর্যন্ত ইনশা আল্লাহ।

তাহলে আর দেরি কেন আজই আপনার পছন্দের বইগুলো সংগ্রহ করে ফেলুন।

আর রিহাব পাবলিকেশন এর সকল বইয়ের তালিকা মুদ্রিত মূল্য সহ( মুদ্রিত মূল্যের ওপর পাবেন ৫৫% ছাড়, নির্ধারিত মূল্যের বই ব্যতীত)

1।সিফাতুল রাসুল সা. 100 টাকা
2। কিতাবুদ দুআ 120 টাকা
3।তাওহীদ ও শিরক প্রকার ও প্রকৃতি 240 টাকা
4। কুফর থেকে সাবধান বাঁচতে হলে জানতে হবে 300 টাকা
5। আমি তাওবা করতে চাই কিন্তু 160 টাকা
6। মুনাফিকী থেকে বাঁচার উপায় 150 টাকা
7। খুতুবাতে মাদ্রাজ tk.320
8। আঁধারে আলোর জোছনা 250 টাকা
9। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর সংগ্রামী জীবন 270 টাকা
10। এসো ঈমান মেরামত করি 150 টাকা
11। মিনারের কান্না 300 টাকা
11। আরবী বক্তৃতার বই 240 টাকা
13। ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি 250 টাকা
14। সালাতে খুশু খুজুর উপায় 200
15। যেসকল হারাম কে অনেকেই তুচ্ছ মনে করে 250 টাকা
16। হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায় 340
17 । মুনাফিক চেনার উপায় 60 টাকা
18। শামের বিস্ময়কর সুসংবাদ 180 টাকা
19 শাতিমে রাসুলদের ভয়ংকর পরিণতি 260 ঢাকা
20। কিতাবুস সাওম 250 টাকা
21 সমকামীতা মহাপাপ 260 টাকা
22। হে যুবক জান্নাত তোমার প্রতীক্ষায় 300 টাকা
23। আসত্তি সমাজ ধ্বংসের হাতিয়ার 160 টাকা
24 । সালাত মুমিনের প্রাণ 130 টাকা
25 । রবের দিকে প্রত্যাবর্তন 160 টাকা
26। আল ওয়ালা ওয়াল বারা 360 টাকা
27।সালাত উম্মাহর ঐক্য 220 টাকা
28 । দাস্তানে মাদিনা
( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনী) নির্ধারিত মূল্য 400 টাকা
29 আত্মবিশ্বাস নাস্তিকতার উপরে 520 টাকা
30 আন্তরিকভাবে 160 টাকা
31 হারামাইনের আর্তনাদ 500 টাকা
32 অবিশ্বাসের সমাপ্তি নাস্তিকতার উপরে 190 টাকা
33 দস্তানে মুহম্মাদ রাসূলুল্লাহ সা.এর সিরাত 340
34 অচেনা আপন প্রথম খন্ড 300 টাকা
35 হ্যালো মাওলানা 1/2 একসাথে সামাজিক উপন্যাস 400 টাকা
36। আল ফিতান ওয়াল মালাহিম 600 টাকা
37। কিতাবুত তাওহীদ ৭০০৳
38। মনের রাজ্যে নবী ইউসুফ আ. 230 টাকা
39। বৈশ্বিক মহামারী ও ইসলামি নির্দেশনা 750ট
40। অচেনা আপন দ্বিতীয় খন্ড 340 টাকা
41। বিশুদ্ধ তাওহীদ 500 টাকা
42। পরকালের পথে যাত্রা 630 টাকা
43। এরই নাম ভালোবাসা 600
44। নববী আদর্শ 220

সর্বমোট এক সেট বইয়ের মুদ্রিত মূল্য 13720 টাকা
একত্রে এক সেট কেউ কিনলে পাবেন 60% ছাড়ে
মাত্র 5488 টাকায়।
পোস্টের সকল বইগুলো ১/১২/২০ থেকে ১০/১২/২০ পর্যন্ত এই অফার অব্যাহত থাকবে।
ইনশাআল্লাহ

অর্ডার করতে ইনবক্স করুন।
যোগাযোগ : ০১৮১০০৪৭৭৬৩

22/11/2024

পাঠানুভূতি
——————
বই: হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায় মূল: ড আবদুর রহমান আরিফী
অনুবাদ: মুআজ আহমাদ
প্রকাশনায়: আর রিহাব পাবলিকেশন্স
প্রকাশক: হাবিবুর রহমান
পৃষ্টা:২০০
গায়ের মূল্য: ৩৪০৳
ছাড়কৃত মূল্য: ১৭০৳

নারী হচ্ছে সমাজের অর্ধেক৷ জাতি ও সমাজ বিনির্মাণে তাদের ভূমিকাই মুখ্য৷ নারী পারে না এমন কিছু নেই৷ নারীই পারে একজন মানুষকে তীলে তীলে ধ্বংসের দিকে ঠেসলে দিতে, আবার নারীই পারে কোন পুরুষকে বড় বুযুর্গ বানাতে৷

ড. আবদুর রহমান আরিফি স্যারের
#হে_বোন_জান্নাত_তোমার_প্রতীক্ষায় প্রথম খণ্ড
বইটা পড়ে তার লিখাতে মত্ত ছিলাম৷ বইটার গায়ের নামটি দেখেই মনটা উথাল-পাতাল করছিলো বইটা সংগ্রহ করতে৷ নামটাতেই যেন কেমন এক মাদকতা মিশে আছে৷ খুব দূর থেকে কেউ বোনগুলো ডাকছেন, মৃদু সুরে, মনের মাধূরী মিশিয়ে 'হে বোন!' করে৷ বইটা পড়েই আমার কাছে তেমন মনে হলো৷ প্রতিটি বক্তব্যই আকাশের পশলা বৃষ্টির মত মনে হয়েছিল৷ আকাশ থেকে যেমন পশলা বৃষ্টি হলে গাছ-গাছালি নতুন করে জন্ম নিতে শুরু করে ঠিক তেমনিই৷ মানুষের হৃদয় হলো বিশাল একটা বাগান, এখানে কিছু নাসিহা কিংবা কিছু বক্তব্য ঈমানকে জাগিয়ে তোলে৷ ঠিক বলা যায়, বসন্তের বাতাসে যেমন বৃক্ষকে জাগিয়ে তোলে৷
বইটিতে নারীকে সম্বোধন করে অনেক সুন্দর -সুন্দর নাসিহা করেছেন আরিফি স্যার৷ ইসলামে নারীর অবদান, ভূমিকা সব নিয়েই আলোচনা করেছেন৷ সে থেকেই বুঝা যায় পূর্বেকার নারী আর বর্তমানের নারীদের মাঝে আকাশ-পাতাল তফাত৷
প্রথম বক্তব্য 'চ্যালেঞ্জের মুখোমুখী নারী' এ অধ্যায়টি পড়ে নিজের মধ্যে কেমন যেন একটা সাহস এসেছে৷ কেমন যেন এক মুঠো শক্তি পেলাম৷
১৭ নং পৃষ্টাতে সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মুর ঘটনাটা ভালই লেগেছে৷ নিজেকে আরো একটু ঠাইঁ দিয়ে বললাম, তারাও তো নারী ছিসলো, তারা জান্নাতী হতে পারলে আমরা পরব না কেন? ৬৫ পৃষ্টা থেকে 'নারীর ঈমান দীপ্ত দাস্তান' নিয়ে আলোচনা করা হয়েছে৷ এগুলো নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না৷
১৩৯ পৃষ্টা থেকে নারীর মর্যাদা নারীর সংগ্রাম নিয়ে আলোচনা করেছেন৷
কী বলব! পুরো বইটা অনুনয়-বিনয় করে লেখক আমাদেরকে একজন জান্নাতী নারী বানাতে চেয়েছেন৷ লেখক নারীদের জান্নাতী হওয়ার উৎসাহ দিতে নবিজীর যুগের বিভিন্ন নারীদের ঘটনা, কিংবা পরবর্তী যুগের শিক্ষণীয় ঘটনার দ্বারায় বুঝিয়ে-সুঝিয়ে একজন মহিয়সী নারী বানানোর চেষ্টা করেছেন৷ খুব কাছ থেকে স্পৃহা দিয়ে লেখক কথাগুলো নারীদের বলেছেন৷
এই দুনিয়াতে শুধু সাজ-গোজ, আহার করলেই হবে না৷ নিজেকে জান্নাতী নারীদের কাতারে দাঁড় করাতে হবে৷ হতে হবে মহিয়সী নারী৷ ইতিহাস যাদের জীবন-চরিত রচনা করে গেছে৷

পরিশেষে বলব, বোনদের এ বইটি সংগ্রহ করে পড়া উচিত৷ নিজেকে জান্নাতী নারীদের কাতারের দাঁড় করানো উচিত৷
উপসংহার:
আল্লাহ তায়ালা লেখক, অনুবাদ, প্রকাশকসহ সবাইকে কবুল করুন৷ এ বইটির উসিলা করে পরজনমে সুখ ও জান্নাত দান করুন আমিন৷

©

22/11/2024

আর রিহাব পাবলিকেশন্স - এর নতুন ৪ টি বইয়ের প্রি-অর্ডার চলছে...

প্রি-অর্ডারে থাকছে ৫৫% ছাড়!!

প্রি-অর্ডার চলবে : ৫/১/২০২১ পর্যন্ত ইনশা আল্লাহ।

নতুন ৪ টি বই সম্পর্কে :

১। হিংসা করবেন না
লেখক : শাইখ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাবী
অনুবাদ : ইলিয়াস খাঁন
মুদ্রিত মূল্য : ২০০৳
প্রি-অর্ডার মূল্য : ৯০৳

২। হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায় দ্বিতীয় খন্ড
সংকলনন ও সম্পাদক : আরিফ মাহমুদ
মুদ্রিত মূল্য : ৪০০৳
প্রি-অর্ডার মূল্য : ১৮০৳

৩। প্রশ্নোত্তরে কিতাবুয যাকাত
লেখক : শাইখুল হাদিস আবু আব্দুট রহমান
মুদ্রিত মূল্য : ১৮০৳
প্রি-অর্ডার মূল্য : ৮১

৪। আল-ফিতাব ওয়াল মালাহিম - ৩য় খন্ড
জান্নাত ও জাহান্নাম
লেখক : আল্লামা ইবনু কাসির
অনুবাদ : আহমাদ রিফআত
মুদ্রিত মূল্য : ৬৫০৳
প্রি-অর্ডার মূল্য : ২৯৩৳

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন
যোগাযোগ : ০১৮১০০৪৭৭৬৩

22/11/2024

কিছু কিছু ব্যাধি জীবাণুর ন্যায় আমাদের হৃদয়কে ব্যাধিগ্রস্ত করে তুলে। এই ব্যাধিগুলোর অন্যতম একটি হলো হিংসা। হিংসুক ব্যক্তি এ ইহকালে কখনো নিজের শান্তি খুঁজে পায় না। হিংসুক প্রথমে নিজেই হিংসার অনলে জ্বলে। হিংসা প্রথমে হিংসুককেই আহত করে। আমরা কখনো হিংসা নামক ব্যাধি থেকে পরিত্রাণ কিংবা পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করি না। অথচ এই ব্যাধিগুলোই আমাদেরকে জান্নাত থেকে বহুদূরে সরিয়ে দিচ্ছে। তা-ই আসুন—হিংসা-কে মন থেকে মুছে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি৷

বই: হিংসা করবেন না
লেখক: শাইখ আবু আব্দুল্লাহ মুস্তফা আল - আদাবী
অনুবাদক : ইলিয়াস খানঁ
সম্পাদনায়: সাইফুল্লাহ আল মাহমুদ
প্রকাশনায়: আর রিহাব পাবলিকেশন্স
প্রকাশক: মুহাম্মাদ হাবিবুর রাহমান
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১০০ টাকা
বাইন্ডং: হার্ড কাভার

অর্ডার করতে ইনবক্স করুন
যোগাযোগ : ০১৮১০০৪৭৭৬৩

22/11/2024

আর রিহাব পাবলিকেশন্স - থেকে বহুল আলোচিত ও নতুন তিনটি বই প্রকাশিত হলো

(শর্ট পি‌ডিএফ এবং বই সম্প‌র্কে বিস্তারিত প‌ড়ে নিন)

বই তিনটি সম্পর্কে বিস্তারিত :

১। যদি ভালোবাসতে চাও
সম্পাদনা : আরিফ মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা : ১৯২
মুদ্রিত মূল্য : ৩৪০৳
প্রি-অর্ডার মূল্য : ১৭০৳

শর্ট পিডিএফ :
https://s.docworkspace.com/d/AEoHzUaUhuxdmu3N_Z6nFA

২। আয়া সোফিয়া
লেখক : আইনুল হক কাসিমী
পৃষ্ঠা : ১৮৩
মুদ্রিত মূল্য : ৩৫০৳
ছাড়কৃত মূল্য : ১৭৫৳

শর্ট পিডিএফ :
https://s.docworkspace.com/d/AFXi2FKUhuxdwpbL_Z6nFA

৩। ইতিহাসের মহাবীর আরতুগরুল গাজি
লেখক : ড. মুহাম্মদ খুলাইফ আছ-ছানিয়্যান কুয়েতি
অনুবাদ : আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
মুদ্রিত মূল্য : ৬০০৳
ছাড়কৃত মূল্য : ৩০০৳

শর্ট পিডিএফ :
https://s.docworkspace.com/d/AC-Sdt6Uhuxd8o7Q_Z6nFA

শ্রদ্ধেয় শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ এর হাতে একটি পান্ডুলিপি আছে ।কেউ কি বলতে পারবেন সদ্য প্রকাশিত সেই পান্ডুলিপির ব...
22/11/2024

শ্রদ্ধেয় শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ এর হাতে একটি পান্ডুলিপি আছে ।
কেউ কি বলতে পারবেন সদ্য প্রকাশিত সেই পান্ডুলিপির বইটির নাম কি
সঠিক উত্তরদাতা আর-রিহাব প্রকাশিত ২৩ নম্বর বইটি পুরস্কার পাবেন। ইনশাআল্লাহ।
ভালো করে বুঝে, ভেবেচিন্তে উত্তর দেন,
উপস্থিত যারা ছিলেন তাদের ব্যতীত।

রাসূলকে অবমাননার বিধান নিয়ে যুগশ্রেষ্ঠ একটি বইকুরআন-সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে রাসুলুল্লাহ ﷺ এর অবমাননাকারীদের শাস...
22/11/2024

রাসূলকে অবমাননার বিধান নিয়ে যুগশ্রেষ্ঠ একটি বই
কুরআন-সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে রাসুলুল্লাহ ﷺ এর অবমাননাকারীদের শাস্তি ও পরিণতি কী হতে পারে, তা নিয়ে দলিলভিত্তিক আলোচনা করা হয়েছে ‘শানে রিসালাতের জালওয়া’ বইতে।
সাহাবায়ে কেরামগণ, তাবেঈ, তাবে-তাবেঈন, যুগশ্রেষ্ঠ ইমাম, ইমামদের ছাত্রের মতামত, সহিহ হাদিস ও কুরআনের আয়াতের ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা করা হয়েছে বইতে। যারা শাতিমে রাসুল সম্পর্কে জানে না, কী কী করলে শাতিমে রাসুল হয়, শাতিমে রাসুলের শাস্তি কী এবং কীভাবে দিতে হয়, এ সকল প্রশ্নের সংশয়মুক্ত উত্তর দেওয়া হয়েছে।
যে কোনো মুসলিমের নিকট শাতিমে রাসুলের শাস্তি সম্পর্কে জানা ঈমানি দায়িত্ব। অন্যথায় রাসুলুল্লাহ ﷺ কে ভালোবাসার দাবি প্রমাণ করা যাবে না।
আমি চাই এই বইটি প্রত্যেকটা ঘরে ঘরে রাখাও পরিহার্য
আল্লাহর রাসূলকে যারা মহব্বত করে।
কপি পোস্ট ওয়াফি লাইফ ডটকম থেকে

আপকামিং বুক
21/11/2024

আপকামিং বুক

 #নবী_রাসুলগণের_উওর_সুরিপরিচয়" বৈশিষ্ট্য" মর্যাদা" দায়িত্ব"কিছু বইয়ের ক্যাপশন হয় না প্রচ্ছদের কালার আর ব্যক্তির কালার ...
19/11/2024

#নবী_রাসুলগণের_উওর_সুরি
পরিচয়" বৈশিষ্ট্য" মর্যাদা" দায়িত্ব"

কিছু বইয়ের ক্যাপশন হয় না

প্রচ্ছদের কালার আর ব্যক্তির কালার প্রায় মিলে গেছে। ভাইজান অনেক মেহনতি মানুষ ।
আল্লাহ ওনার ব্যবসায় বরকত দান করুক।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "আল্লাহ তায়ালা জান্নাতকে বলেন, তুমি হলে আমার দয়া, আমি আমার বান্দাদের মধ্যে...
19/11/2024

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "আল্লাহ তায়ালা জান্নাতকে বলেন, তুমি হলে আমার দয়া, আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার মাধ্যমে দয়া প্রদর্শন করি।"

[সহিহ বুখারি: ৪৮৫০]

আনাস রা. হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "বান্দা 'আলহামদুলিল্লাহ' বলার কারণে আল্লাহ তায়ালা বান্দাকে সকল অনুগ্রহ প্রদান করেন। মেনে নেওয়া যে, তিনি যা নিয়েছেন তা অপেক্ষা তিনি যা দিয়েছেন তা অধিক ভালো।"

[ইবনে মাজাহ : ৩৮০৫]

আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "বিচারদিবসে সৎকর্ম ও অসৎকর্মের পাশাপাশি অনুগ্রহকে অগ্রবর্তী করা হবে। আল্লাহ তাঁর অনুগ্রহগুলোর মধ্যে শুধু একটি কথা বলবেন, 'তুমি তোমার ন্যায্য পাওনা তার ভালো কাজগুলো থেকে নিয়ে নাও'। এটা তার সমস্ত ভালো কাজকে নিয়ে যাবে।” (ইবনে আবিদ দুনিয়া, পৃষ্ঠা: ২৪)

18/11/2024

২৩ নভেম্বর, শনিবার ইসলামি বইমেলা ২০২৪ এর শেষ দিন। আমরা সবার ফেইসবুক আইডি ও পাবলিকেশনের পেইজ থেকে প্রচার করি
ইন শা আল্লাহ।

ব্যাক কভার:নবিদের জীবন কাহিনী—একটি অনন্য গ্রন্থ, যা ২৫ জন নবি ও রাসুলের জীবনের মূল্যবান শিক্ষা ও সংগ্রামের গল্পকে কুরআন ...
17/11/2024

ব্যাক কভার:

নবিদের জীবন কাহিনী—একটি অনন্য গ্রন্থ, যা ২৫ জন নবি ও রাসুলের জীবনের মূল্যবান শিক্ষা ও সংগ্রামের গল্পকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে পাঠকের সামনে তুলে ধরেছে। আল্লাহর প্রিয় বান্দাদের জীবন থেকে আমরা জানতে পারি তাঁদের দৃঢ় ঈমান, সত্যের পথে অবিচলতা, অসীম ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ আস্থার শক্তি।

ইমাম আনওয়ার আওলাকি (রাহিমাহুল্লাহ)-এর প্রেরণাদায়ক লেকচার থেকে অনুপ্রাণিত এই গ্রন্থ আমাদের শেখায় কীভাবে একজন মুমিন তার জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করতে পারে। নবিদের সংগ্রাম ও ত্যাগ কেবল অতীতের স্মৃতি নয়; বরং প্রতিটি পাঠক এই গল্পগুলোতে নিজেকে খুঁজে পাবেন এবং জীবন-সংগ্রামে প্রেরণা ও শক্তি খুঁজে নেবেন।

নবীদের আদর্শিক জীবন, তাঁদের অনুপ্রেরণামূলক কাহিনী এবং শিক্ষাগুলো এই বইয়ে জীবন্ত হয়ে উঠেছে, যা আমাদের নিজেদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও পরীক্ষায় অবিচল থাকতে সহায়তা করবে। নবিদের জীবন কাহিনী কেবল একটি বই নয়—একটি আদর্শিক দিশা, যা আলোকিত করবে প্রত্যেক মুমিনের হৃদয়।

Address

Dhaka
12

Alerts

Be the first to know and let us send you an email when আর রিহাব পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আর রিহাব পাবলিকেশন্স:

Share

Category