আর রিহাব পাবলিকেশন্স

আর রিহাব পাবলিকেশন্স "বিশুদ্ধ প্রকাশনার নতুন আঙ্গিনা"

আর রিহাব পাবলিকেশন্স এর সকল বই ৫৭% অফারে কিন্তে আজই রকমারি ডট কম ও ওয়াফি লাইফ ডট কমে যোগাযোগ করুন।
17/01/2025

আর রিহাব পাবলিকেশন্স এর সকল বই ৫৭% অফারে কিন্তে আজই
রকমারি ডট কম ও
ওয়াফি লাইফ ডট কমে
যোগাযোগ করুন।

'আমরা আমাদের স্বামীদের কারণে হিজরত ও জিহাদের পথ বেছে নিইনি; বরং আমরা আমাদের রবের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তা করেছি। আম...
16/01/2025

'আমরা আমাদের স্বামীদের কারণে হিজরত ও জিহাদের পথ বেছে নিইনি; বরং আমরা আমাদের রবের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তা করেছি। আমরা আমাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের হিজরত এবং জিহাদ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ না করুন যদি কখনো আমাদের স্বামী না থাকে, অথবা এই পথে অবিচল না থাকেন তখনো আমরা এই পথ ছাড়ব না এবং জিহাদের পথে অবিচল থাকব ইন শা আল্লাহ।'

বই রণঙ্গনের স্মৃতিকথা
মূল: শহিদ উস্তাদ আহমাদ ফারূক রহ.
অনুবাদ ও সম্পাদনা মুফতি আরিফ মাহমুদ
মূদ্রিত মূল্য: 220

একটু পড়ে দেখুন..https://drive.google.com/file/d/1ucgNGMS0CWS2daLt7dGJbTvBMUIXWxz7/view?usp=drivesdk

আলহামদুলিল্লাহ আর-রিহাব পাবলিকেশন্স আপনাদের  বই ক্রয়ের সুবিধার্থে ৫৭% ডিসকাউন্টের অপরের ঘোষণা দিয়েছে।।শুধু আমাদের প্রক...
15/01/2025

আলহামদুলিল্লাহ
আর-রিহাব পাবলিকেশন্স আপনাদের বই ক্রয়ের সুবিধার্থে ৫৭% ডিসকাউন্টের অপরের ঘোষণা দিয়েছে।।
শুধু আমাদের প্রকাশিত বইগুলো পাবেন।
পুরো একসেট বই নিলে আরো বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
ক্যাটালগ লিঙ্ক
https://drive.google.com/file/d/1u1tWuRQBLemvXjLRut1i2sjlA3o4TOh9/view?usp=drivesdk

15/01/2025

আর রিহাব পাবলিকেশন্স এর বাংলা ক্যাটালগ

আর রিহাব পাবলিকেশন্স এরবছরের সেরা অফার
15/01/2025

আর রিহাব পাবলিকেশন্স এর
বছরের সেরা অফার

জীবনের যাত্রা যেন আর থামছে না। গতকাল গিয়েছিলাম রূপগঞ্জ মুড়াপাড়া হাসান জামিল সাহেবের মাহফিলে । ওখান থেকে সকালে আসলাম, ...
14/01/2025

জীবনের যাত্রা যেন আর থামছে না।
গতকাল গিয়েছিলাম রূপগঞ্জ মুড়াপাড়া হাসান জামিল সাহেবের মাহফিলে । ওখান থেকে সকালে আসলাম,
রাতে তেমন ঘুম হয়নি , সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আসলাম। রাতে ঘুম কম হওয়ার কারণে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল সেই অবস্থায় বিছানায় শুয়েছি ঘুমানোর জন্য।
হঠাৎ জমজম পাবলিকেশন্স এর কর্ণধার নাঈম ভাই ফোন দিয়ে বলল টঙ্গী যেতে হবে।
ইজতেমায় বই বিক্রি করব স্টলের জন্য আজই যেতে হবে
এখনই ।
তাই ঘুম কে মাটি দিয়ে দ্রুত গতিতে চলে আসলাম বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে।
এইতো জীবন। সকলের কাছে দোয়া প্রার্থী নিরাপ সফরের জন্য। ঘরের মানুষ গুলো মনে করবে,
সব জায়গায় একা একাই ঘুরে বেড়াই।
(১) গতকালের চিত্র
(২) আজকের চিত্র

ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গণতন্ত্র।ইনশাআল্লাহ এই বইসহ শীঘ্রই ৬০% অফারের ঘোষণা আসছে
12/01/2025

ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গণতন্ত্র।
ইনশাআল্লাহ এই বইসহ শীঘ্রই ৬০% অফারের ঘোষণা আসছে

লাভ লেটার। প্রেমপত্র। শুদ্ধ ভালোবাসার। শুভ্র ভালোবাসার। পবিত্র ভালোবাসার।পবিত্র প্রেম-কাহিনি। ভালোবাসার স্নিগ্ধতাভরা কথন...
11/01/2025

লাভ লেটার। প্রেমপত্র। শুদ্ধ ভালোবাসার। শুভ্র ভালোবাসার। পবিত্র ভালোবাসার।

পবিত্র প্রেম-কাহিনি। ভালোবাসার স্নিগ্ধতাভরা কথন-বচন। সুখ-স্বাচ্ছন্দ্যপূর্ণ ভালোবাসার লিখন। আবেগ-মোহিত ভালোবাসার। স্নেহময় ভালোবাসার। পুষ্প-সুরভিত ভালোবাসার। বৃষ্টিবিধৌত গোলাপ-পাপড়ির মতোন এক একটি চরণ, আচরণ।

মিষ্টি ভালোবাসার নির্মল ছোঁয়া। ভালোবাসার শুদ্ধ্যশুদ্ধি। ভালোবাসার খুনশুটি। ভালোবাসার শুদ্ধাচার। ভালোবাসার আঁধার; স্বাদ-বিস্বাদ।

অশুদ্ধ কর্ম ও তার প্রতিকার; অশুভ প্রেম ও তার প্রতিবিধান। দীনের আলোয় আলোকিত হওয়ার প্রত্যয়-জ্ঞান।

বক্ষ্যমাণ পুষ্পমাল্যটি গাঁথা কয়েকটি ফুলে। পবিত্র প্রেমপত্রে। ভালোবাসার মানুষটির মিষ্টি চরিত্রে। আদর্শ 'ভালোবাসার সাথি-সঙ্গিনী' মনোনয়ন। আদর্শ বৈবাহিক বন্ধন ও স্বর্গীয় আস্বাদন। হারাম রিলেশন ও এর দর্পণ-উত্তরণ। ধর্ম, জীবন ও যৌবন-নিষিদ্ধ কর্ম ও আদর্শ যুব-উন্নয়ন। দুর্বিষহ জীবন থেকে উত্তরণ। সুন্দর ভালোবাসার জীবন।

আমাদের নতুন বইটি কত পৃষ্ঠা হতে পারে।  যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে  আর রিহাব পাবলিকেশন্স  এর পক্ষ থেকে যেকোনো একজ...
10/01/2025

আমাদের নতুন বইটি কত পৃষ্ঠা হতে পারে।
যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন
তাহলে আর রিহাব পাবলিকেশন্স এর পক্ষ থেকে
যেকোনো একজনকে
এই বইটি হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ।

সুরা আসর—মাত্র তিন আয়াতের একটি সুরা। কিন্তু এই ছোট্ট সুরায় ধারণ করা হয়েছে মানবজীবনের সার্থকতা, ক্ষতি থেকে বাঁচার উপায় এব...
10/01/2025

সুরা আসর—মাত্র তিন আয়াতের একটি সুরা। কিন্তু এই ছোট্ট সুরায় ধারণ করা হয়েছে মানবজীবনের সার্থকতা, ক্ষতি থেকে বাঁচার উপায় এবং প্রকৃত সফলতার পথনির্দেশ। বইটি সুরা আসরের গভীর তাৎপর্য ও অনন্য দিকগুলো তুলে ধরে পাঠকদের সামনে এক নতুন ভাবনার জানালা খুলে দেয়।

বইটির মূল লেখক শহিদ মাওলানা আসেম ওমর রাহ.। বইটি অনুবাদ ও ব্যাখ্যায় আরও গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করা হয়েছে। অনুবাদ ও ব্যাখ্যায় বিষয়গুলোকে—ঈমান, সৎকর্ম, হক্কানি শিক্ষা, ধৈর্য এবং মানবতার মুক্তির মৌলিক বিষয়গুলো—সহজ-সাবলীল করে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে, যাতে এটি পাঠকদের কাছে আরও অর্থবহ ও হৃদয়গ্রাহী হয়।

বইটিতে কুরআনের আলোকে একবিংশ শতাব্দীর গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মানবসৃষ্ট ব্যবস্থার সীমাবদ্ধতা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আশা করা যায়, এটি পাঠকদের জন্য সত্যের সন্ধানে এক অনন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

বইটিতে আলোচনা করা হয়েছে :

সুরা আসরের মর্মার্থ : ঈমান, সৎকর্ম, সত্য প্রচার ও ধৈর্যের গুরুত্ব।

আধুনিক গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সীমাবদ্ধতা এবং এর প্রতারণা।

ইসলামি জীবনব্যবস্থার পরিপূর্ণতা ও মানবমুক্তির বাস্তব সমাধান।

উম্মাহর একতা, দায়িত্ব ও আল্লাহর বিধান বাস্তবায়নের আহ্বান।

এই বই শুধু একটি পাঠ নয়, এটি একটি আহ্বান—আত্মশুদ্ধি, দায়িত্বশীলতা এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার। প্রতিটি অধ্যায় পাঠকদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য গভীর চিন্তার খোরাক জোগাবে।

আপনার জন্য হৃদয়ের আহ্বান—আসুন, সুরা আসরের আলোকে নিজের জীবনকে আলোকিত করি, সত্যের দাওয়াত ছড়িয়ে দিই, ন্যায় প্রতিষ্ঠায় অবিচল থাকি, বিপদের মুখে ধৈর্য ধারণ করি এবং দীন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র নামক কুফরি মতবাদের বেড়াজাল ভেঙে মানবতার মুক্তির পথে এগিয়ে যাই।
ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশিত হবে নতুন বই।
ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গণতন্ত্র
(সূরা আসরের আলোকে)

ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশিত হবে।
09/01/2025

ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশিত হবে।

 #আল্লাহর_অসন্তুষ্টিমূলক_কোনো_কাজই_সাধারণ_নয়।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরশাদ করেন, তিনি এক মহিলাকে জাহান...
09/01/2025

#আল্লাহর_অসন্তুষ্টিমূলক_কোনো_কাজই_সাধারণ_নয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরশাদ করেন, তিনি এক মহিলাকে জাহান্নামের শাস্তি পেতে দেখেছেন। হাদিসের কিতাব খুলে দেখুন! কেন সেই মহিলা জাহান্নামে গিয়েছিল? কি অপরাধ ছিল তার? সে কি মূর্তি পূজারী ছিল? কোন নবিকে হত্যা করেছিল? মানুষের সম্পদ চুরি করেছিল? না, সে এমন কোনো গুরুতর অপরাধ করেনি, বরং তার অপরাধ ছিল, সে একটি বিড়াল কে কষ্ট দিয়েছিল। বিড়ালকে কষ্ট দেয়ার অপরাধে সে জাহান্নামে গিয়েছিল। একটি বিড়ালকে সে বন্দি করেছিল। তাকে ছাড়তও না, যে সে খাবার জোগাড় করবে। আবার নিজেও তাকে খাবার দিত না। এভাবে ক্ষুধার যন্ত্রণায় বিড়ালটি মারা গেল। রাসূলুল্লাহ সা. বলেন, 'আমি তাকে জাহান্নামে এ অবস্থায় জ্বলতে দেখেছি যে, বিড়ালটি তাকে কামড়াচ্ছে। (বোখারী ও মুসলিম)

সহীহ বুখারীতে একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সা.কে বলা হল। ইয়া রাসুলুল্লাহ! অমুক মহিলা রাতে নামাজ পড়ে আর দিনে রোজা রাখেন। এছাড়াও সে দান-সদকা ইত্যাদি করে, কিন্তু তার প্রতিবেশীদেরকে মুখের কথায় কষ্ট দেয়। তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব দিলেন, তার মধ্যে কোন কল্যাণ নেই। সে জাহান্নামী হবে। বিভিন্ন সূত্রে এসেছে, তারা বললেন, ইয়া রাসুলুল্লাহ! অমুক মহিলা কেবল ফরজ নামাজ পড়েন। আর সামান্য কিছু দান-সদকা করেন, কিন্তু কাউকে কষ্ট দেন না। তার কী পরিণতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে জান্নাতি।

বই হে বোন জান্নাত তোমার প্রতিক্ষায়
প্রথম খন্ড
প্রকাশনায় আর রিহাব পাবলিকেশন্স

 #এসো_নিজেকে_পরিবর্তন_করিচাইলেই তো হুট করে নিজেকে পরিবর্তন করা যায় না; প্রয়োজন সময়ের। ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে ...
07/01/2025

#এসো_নিজেকে_পরিবর্তন_করি

চাইলেই তো হুট করে নিজেকে পরিবর্তন করা যায় না; প্রয়োজন সময়ের। ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে হবে; ধাপে ধাপে নিতে হবে বিভিন্ন চ্যালেঞ্জ।
রাতে ঘুমালাম, সকালে ওঠলাম, তারপর বলব আমি পরিবর্তন হয়ে গেছি—আসলে কি তাই ?
সত্যি যদি নিজের পরিবর্তন চান তাহলে সবার আগে নিজেকে সময় দিন।
দেখুন কী কী বিষয়ের ওপর আপনি পরিবর্তন চান, বিষয়গুলো খাতায় নোট করুন।
মনে রাখবেন,
হুট করে নিজেকে পরিবর্তন করা সম্ভব নয়;
ধীরে ধীরে নিজেকে পরিবর্তিত হতে হয়,
সময়ের সাথে। নিজেকে প্রশ্ন করুন,
কেন আপনি পরিবর্তন চাচ্ছেন, আসলে কি আপনার পরিবর্তন প্রয়োজন নাকি কাউকে দেখানো প্রয়োজন—এটা আগে ভাবুন।
যদি ভাবনা শেষ হয় তাহলে শুরু করা যাক।
নিজেকে পরিবর্তন করার সঠিক উপায় কী?
জীবনে যদি কোনো কিছুর পরিবর্তন চান,
তাহলে কাগজ-কলম নিন।
কাগজ-কলমে নিজের লক্ষ্য নির্ধারণ করুন,
আপনি কী করতে চাচ্ছেন, সে-মতো আপনি নিজেকে সময় দেয়া শুরু করুন।
প্রথমত ঠাণ্ডা মাথায় চিন্তা করুন, কী পরিবর্তন আনতে চান তা নির্ধারণ করুন।
আপনার মাঝে কোন ধরনের বাজে অভ্যাস আছে সেগুলোর একটি তালিকা তৈরি করুন,
খাতায় লিখে ফেলুন।
তারপর ঠিক করুন আপনার জীবনের লক্ষ্য। আগামীতে আপনি নিজেকে কোথায় দেখতে চান,
তা লিখে ফেলুন খাতায়।
এরপর আপনার লক্ষ্যার্জনের জন্য কী কী করতে হবে তা লিখুন।
আগামী ৬ মাস আপনি কী কী করতে যাচ্ছেন।
ধাপে ধাপে নিজেকে বিভিন্ন চ্যালেঞ্জের-মুখে ছুঁড়ে দিন; ২১ দিনের চ্যালেঞ্জ, ৯০ দিনের চ্যালেঞ্জ, ১৮০ দিনের চ্যালেঞ্জ ইত্যাদি।
এবার আপনার লক্ষ্য নির্ধারিত।
এই লক্ষ্য পূরণের জন্য আপনাকে সময় দিতে হবে; আপনার কাছে
আছে ২৪ ঘণ্টা;
আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য
এগুলো কাজে লাগাতে হবে।

আরো বিস্তারিত জানতে আপনাকে
পুরো বইটি পড়তে হবে ।

বই-- এসো নিজেকে পরিবর্তন করি
সম্পাদনায়-- Arif Mahmud

প্রকাশনায়= আর রিহাব পাবলিকেশন্স
প্রকাশক= মুহাম্মাদ হাবিবুর রহমান
মুদ্রিত মূল্য ২৫০ টাকা

আজকে ময়মনসিংহ ইসলামি বইমেলায় এসেছিলেন বাংলার প্রথিতযশা ইসলামি লেখক মাওলানা যাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ। যেমন লিখছেন, প...
01/01/2025

আজকে ময়মনসিংহ ইসলামি বইমেলায় এসেছিলেন বাংলার প্রথিতযশা ইসলামি লেখক মাওলানা যাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ। যেমন লিখছেন, পড়ছেন তার হাজার গুণ। নেড়েচেড়ে বাছাই করেছেন কয়েকটি বই :
১. প্রথম বিশ্বযুদ্ধ
২. শানে রিসালাতের জালওয়া [আর সারিমুল মাসলুল, ইবনু তাইমিয়া রাহ.]
৩. গাজওয়াতুল হিন্দ, কড়া নাড়ছে আপনার দুয়ারে।

আল্লাহর শোকরিয়া যে শ্রদ্ধেয় শায়খ আর রিহাব পাবলিকেশন্স এর বইগুলো হাতে নিয়ে নে অত্যন্ত খুশি হয়েছেন। বারংবার বলতেছিল। ...
29/12/2024

আল্লাহর শোকরিয়া যে শ্রদ্ধেয় শায়খ আর রিহাব পাবলিকেশন্স এর বইগুলো হাতে নিয়ে নে অত্যন্ত খুশি হয়েছেন। বারংবার বলতেছিল।
জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শায়েখকে দ্বীনের জন্য কবুল করুন।

"দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু" – শর্ট পিডিএফ উন্মোচিত!📥 শর্ট পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে: [https://drive.google....
29/12/2024

"দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু" – শর্ট পিডিএফ উন্মোচিত!

📥 শর্ট পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে: [https://drive.google.com/file/d/1iB-5pIwe06349i80kxLxC_W09QkfFztk/view?usp=drivesdk]

📌 অর্ডার লিঙ্ক : [পেইজে অর্ডার করুন]

✦ সচেতন হন, জ্ঞানের আলোয় আলোকিত হোন। ✦

ময়মনসিংহ ইসলামি বইমেলা : আর রিহাব পাবলিকেশন্স স্টলে শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহগতকাল ময়মনসিংহ ইসলামি বইমেলায় আর রিহাব...
29/12/2024

ময়মনসিংহ ইসলামি বইমেলা : আর রিহাব পাবলিকেশন্স স্টলে শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

গতকাল ময়মনসিংহ ইসলামি বইমেলায় আর রিহাব পাবলিকেশন্স স্টলে উপস্থিত হয়ে শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জ্ঞানার্জনের অদম্য আগ্রহ এবং নিঃশব্দ কর্মপ্রচেষ্টা আমাদের প্রত্যেকের জন্য উদাহরণস্বরূপ।

তিনি স্টলে সময় কাটিয়ে পছন্দের বইগুলো নেড়েচেড়ে দেখেছেন এবং নিজের জন্য বাছাই করেছেন বিশেষ কয়েকটি বই :
📚 প্রথম বিশ্বযুদ্ধ
📚 শানে রিসালাতের জালওয়া (আস-সারিমুল মাসলুল)
📚 রবের পথে হিজরত

জ্ঞান, সমাজসেবা এবং উম্মাহর কল্যাণে শায়খের এই প্রচেষ্টা সত্যিই বিস্ময়কর। তার মতো মনীষীরা আমাদের পথপ্রদর্শক।

📌 মেলা চলবে আরও কয়েকদিন! আপনারাও চলে আসুন এবং পছন্দের বই সংগ্রহ করুন।
📍 স্থান : ময়মনসিংহ ইসলামি বইমেলা (টাউনহল মোড়)
📆 সময় : সকাল ১০টা থেকে রাত ৯টা
📖 আর রিহাব পাবলিকেশন্স স্টল : এক অনন্য ভাণ্ডার আপনার জন্য অপেক্ষা করছে।

আসুন, জ্ঞান চর্চায় নিজেদের যুক্ত করি এবং রবের পথে নিজেদের তৈরি করি।

📚 সাড়া জাগানো বই : "দা'জ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু" 🔥দা'জ্জালের ফি'তনা আজকের যুগে মুসলিম উম্মাহর জন্য এক বড় চ্যাল...
27/12/2024

📚 সাড়া জাগানো বই : "দা'জ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু" 🔥

দা'জ্জালের ফি'তনা আজকের যুগে মুসলিম উম্মাহর জন্য এক বড় চ্যালেঞ্জ। কেমন হবে দা'জ্জালের প্রতারণা? কীভাবে সে তার ষ'ড়যন্ত্রের জাল বিছাবে? আমরা কীভাবে তার ফি'তনার বিরুদ্ধে প্রস্তুতি নেব?

এই বইটি আপনাকে জানাবে :
✅ দা'জ্জাল সম্পর্কে ই'হুদি, খ্রি'স্টান এবং ই'সলাম ধর্মের দৃষ্টিভঙ্গি।
✅ হাদিসের আলোকে দা'জ্জালের ফিতনার গভীর বিশ্লেষণ।
✅ মিডিয়া, অর্থনীতি এবং সামাজিক ষ'ড়যন্ত্রে দা'জ্জালের ভূমিকা।
✅ খলিফা মা'হদি ও ইসা আলাইহিস সালামের নেতৃত্বে তার পরাজয়ের ভবিষ্যদ্বাণী।
✅ মুসলিম উম্মাহর করণীয় এবং প্রতিরোধের কৌশল।

⚡ কেন পড়বেন এই বইটি?
এটি শুধু দা'জ্জালের ফিতনার ব্যাখ্যা নয়, বরং একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও সচেতনতার পথনির্দেশ।

📖 এখনই সংগ্রহ করুন "দা'জ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু"।
👉 আপনার জন্য এটি হতে পারে দা'জ্জালের বিরুদ্ধে সজাগ থাকার এক অমূল্য পাথেয়।

📌 প্রকাশক: [আর রিহাব পাবলিকেশন্স]
📌 মূল্য: [২০০৳ ৫০% ছাড়ে]
📌 অর্ডার করতে পেইজে যোগাযোগ করুন।

✦ "নিজেকে প্রস্তুত করুন, কারণ দা'জ্জালের ফি'তনা আমাদের চতুর্দিকে।" ✦

Address

Dhaka
12

Alerts

Be the first to know and let us send you an email when আর রিহাব পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আর রিহাব পাবলিকেশন্স:

Share

Category