22/11/2024
#বইআলাপ
শানে রিসালাতের জালওয়া” বইটি ইমাম ইবনু তাইমিয়া রচিত আস-সারিমুল মাসলুলের অনুবাদ।
ইমাম ইবনু তাইমিয়া রহি.-এর জন্ম যথাসম্ভব ১২৬৩ খৃষ্টাব্দ আর এখন ২০২৪ সাল, সুতরাং অনুমান করাই যাচ্ছে, বইটি কতশত বছর আগের লেখা অথচ বিষয়বস্তু বর্তমান সময়ের সাথে খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। বইটিতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে-সব ব্যক্তিদের শাস্তির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে, যারা সময়ে সময়ে রাসূল সা.-কে অবমাননা করে বা তাঁর প্রতি অপমানসূচক বক্তব্য প্রদান করে। লেখক কুরআন, হাদিস, এবং ইসলামের শাস্ত্রীয় উৎসের আলোকে এই বিষয়ের ওপর আলোকপাত করেছেন।
ইসলাম শান্তির ধর্ম। শান্তি অর্থ কী, অনেকেই সময়ে সময়ে বলার চেষ্টা চালায় যে, কেউ ইসলামকে আঘাত করলে, রাসূল সা.-কে গালি দিলেও ইসলাম তার সাথে কঠোর হবে না, এটাই শান্তি। আসলেই কি তাই? এই ধরনের আপত্তি শ্রোতা বা পাঠকদের মনে যে শংয়ের উদ্রেক করে, বইটি পড়লে সেসব স্পষ্ট হবে। পাঠকদের ইসলামী জ্ঞান আরো সমৃদ্ধ হবে। পাঠক বুঝতে পারবে, .নবিজি সা.-এর প্রতি অবমাননা শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়; এটি পুরো উম্মাহর বিরুদ্ধে অপরাধ। এই কারণে, এর শাস্তি সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত।
বইটিতে লেখক তার গবেষণা-দক্ষতা এবং বিষয়বস্তুর গভীরতা প্রমাণ করেছেন। বিশেষত, ঐতিহাসিক উদাহরণ এবং কুরআন-হাদিসের উল্লেখ বইটির তথ্যভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। বর্তমান পাঠকদের যে চাহিদা, রেফারেন্স ও তথ্যের আধিক্য— পাঠক বইটিতে সেসব ভরপুর পাবেন।
আব্দুল মান্নান গালিব
১৭, ১১, ২৪