আর রিহাব পাবলিকেশন্স

আর রিহাব পাবলিকেশন্স "বিশুদ্ধ প্রকাশনার নতুন আঙ্গিনা"

সঠিক চিন্তা—সঠিক ভাবনা; কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দাওয়াত।উলামায়ে কেরাম আল্লাহর জমিনে নবুয়তের ওয়ারিশ। তাদের কথায় মানুষে...
14/12/2025

সঠিক চিন্তা—সঠিক ভাবনা; কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দাওয়াত।
উলামায়ে কেরাম আল্লাহর জমিনে নবুয়তের ওয়ারিশ। তাদের কথায় মানুষের হৃদয় নরম হয়, ইমান জাগ্রত হয়, সমাজে আলো ছড়িয়ে পড়ে। কিন্তু আজকের সময়ে দাওয়াতি অঙ্গনে একদিকে যেমন রয়েছে অপব্যয়, জনপ্রিয়তার প্রতিযোগিতা, মনগড়া কথা–কাহিনি; অন্যদিকে রয়েছে উদ্দেশ্যহীন তাবলিগ, গন্তব্য না জানা দাওয়াত—যার ফলে উলামায়ে কেরামের মূল লক্ষ্য ও দায়িত্ব অনেক সময় আড়ালে পড়ে যায়।
এই বইটি মূলত উলামাদের সঠিক নসিহত ও দাওয়াতি পথনির্দেশ নিয়ে রচিত।
এতে তুলে ধরা হয়েছে—
তাবলিগে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য কী?
আলিমের অন্তরের ইখলাস কেমন হওয়া উচিত?
কোন দাওয়াত মানুষের হৃদয়ে প্রভাব ফেলে এবং কোন দাওয়াত ফিতনার কারণ হয়ে দাঁড়ায়?
উলামায়ে কেরাম কীভাবে নবিদের সেই মহিমান্বিত দায়িত্ব পালন করবেন?
জনগণের সামনে কেমন বক্তব্য, কেমন আখলাক এবং কেমন আমল প্রদর্শন করা উচিত?
উদ্দেশ্যহীন ভ্রমণ নয়—বরং কুরআন-হাদিসে নির্ধারিত সঠিক উদ্দেশ্য নিয়ে তাবলিগে বের হওয়া কত জরুরি।
সমাজের প্রতিটি দাঈ আলিম, ওয়ায়েজ, ইমাম-খতিব, শিক্ষার্থী ও দাওয়াতপ্রেমী মুসলিমের জন্য বইটি হবে পথচলার নির্ভরযোগ্য সহচর।

আলহামদুলিল্লাহ!আজ আপনাদের সকলের দোয়ায় একজন ভাই অফারে বই ক্রয় করেছেন।আর আর রিহাব পাবলিকেশন্স–এর সকল বইহবিগঞ্জে পেতে যোগায...
14/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ আপনাদের সকলের দোয়ায় একজন ভাই অফারে বই ক্রয় করেছেন।

আর আর রিহাব পাবলিকেশন্স–এর সকল বই
হবিগঞ্জে পেতে যোগাযোগ করুন—
সুন্নাহ লাইব্রেরি।

ওয়েবসাইট: www.arrihab.com

ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা সংঘটিত হয়েছে, যা ছিলো মুসলমানদের জন্য ভীষণ ভয়ংকর আর শোকাবহ । কিন্তু বর্তমান শতাব্দীতে এমন এ...
14/12/2025

ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা সংঘটিত হয়েছে, যা ছিলো মুসলমানদের জন্য ভীষণ ভয়ংকর আর শোকাবহ । কিন্তু বর্তমান শতাব্দীতে এমন এক ঘটনার অবতারণা হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত-শোকের পর যা সবচে বেশি বেদনার, অধিক পেরেশানীর কারণ। বাগদাদ ধ্বংসের ঘটনাও যার সামনে অনেক হালকা। উসমানি খেলাফতের পতনও যার সামনে তুচ্ছ। তা হলো জাযিরাতুল আরব। আরব উপদ্বীপের পবিত্র যমিনে যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য সামন্ত নিয়ে অপবিত্র ইহুদি-খৃষ্ঠানদের আগমন। এই জঘন্য ঘটনার সূচনাটা হয়েছে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে। আরব উপদ্বীপের দক্ষিণাংশে ইহুদিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রথম কিবলার পতন থেকে শুরু হয়ে সশস্ত্র কাফের সৈন্যদের স্থায়ী সেনা ছাউনী এখন হারামইন শরিফাইন তথা মক্কা-মদিনার আশপাশ পর্যন্ত পৌছে গেছে। মুসলিম উম্মাহ যদি এমনভাবে নির্জিব হয়ে যায়,আর জিহাদ-কিতালের কার্যকরি ও পবিত্র ব্যবস্থার সাথে এতটা সম্পর্কহীন থাকে, তা হলে অদূর ভবিষ্যতে না জানি কি দিন দেখতে হয় ।

বই: যেসকল হারামকে অনেকেই তুচ্ছ মনে করেলেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদঅনুবাদ: আব্দুল্লাহ মুহাম্মাদপ্রকাশনা: আর রি...
14/12/2025

বই: যেসকল হারামকে অনেকেই তুচ্ছ মনে করে
লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদ: আব্দুল্লাহ মুহাম্মাদ
প্রকাশনা: আর রিহাব পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য: ২২০ টাকা

বই থেকে.....
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَاجْتَنِبُوهُ وَمَا أَمَرْتُكُمْ بِهِ فَافْعَلُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ
‘‘আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করি তোমরা সেসব থেকে বিরত থাক। আর যা কিছু আদেশ করি তা যথাসাধ্য পালন কর।” [সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৭]
লক্ষ্যণীয় যে, প্রবৃত্তিপূজারী, দুর্বলমনা ও স্বল্প জ্ঞানের অধিকারী কিছু লোক যখন এক সঙ্গে কিছু হারামের কথা শুনতে পায় তখন আঁতকে ওঠে এবং বিরক্তির সুরে বলে, ‘সবই তো হারাম হয়ে গেল। তোমরা তো দেখছি আমাদের জন্য হারাম ছাড়া কিছুই বাকী রাখলে না। তোমরা আমাদের জীবনটাকে সংকীর্ণ করে ফেললে, মনটাকে বিষিয়ে দিলে! জীবনটা একেবারে মাটি হয়ে গেল। কোনো কিছুর সাধ আহ্লাদই আমরা ভোগ করতে পারলাম না। শুধু হারাম হারাম ফতওয়া দেওয়া ছাড়া তোমাদের দেখছি আর কোনো কাজ নেই। অথচ আল্লাহর দীন সহজ-সরল। তিনি নিজেও ক্ষমাশীল, পরম দয়ালু। আর শরী‘আতের গণ্ডিও ব্যাপকতর। সুতরাং হারাম এত সংখ্যক হতে পারে না।’
এদের জবাবে আমরা বলব, ‘আল্লাহ তা‘আলা যা ইচ্ছা আদেশ করতে পারেন। তাঁর আদেশকে খণ্ডন করার কেউ নেই। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সুতরাং তিনি যা ইচ্ছা হালাল করেছেন এবং যা ইচ্ছা হারাম করেছেন। তিনি পবিত্র। আল্লাহর দাস হিসেবে আমাদের নীতি হবে তাঁর আদেশের প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্বান্তকরণে তা মেনে নেওয়া। কেননা তাঁর দেওয়া বিধানাবলী জ্ঞান, প্রজ্ঞা ও ইনছাফ মোতাবেকই প্রকাশ পেয়েছে। সেগুলো নিরর্থক ও খেলনার বস্তু নয়

13/12/2025

শুদ্ধ বাঁশি খুলনা—বইপ্রেমীদের শহরে এবার আমরা উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ।
আর রিহাব পাবলিকেশন্স-এর পক্ষ থেকে
আমাদের স্টলে আপনাকে আমন্ত্রিত।arrihab.com

"ঈমান এর দূর্বলতা ও সমাধান বিষয়ক গ্রন্থ। লেখক সম্পর্কে বলার কিছুই নেই। ইলমের জগতে অনেকেই উনার সম্পর্কে জানেন।যাদের ঈমানে...
13/12/2025

"ঈমান এর দূর্বলতা ও সমাধান বিষয়ক গ্রন্থ। লেখক সম্পর্কে বলার কিছুই নেই। ইলমের জগতে অনেকেই উনার সম্পর্কে জানেন।
যাদের ঈমানের দূর্বলতা নিয়ে প্রচণ্ড অভিযোগ, হতাশা রয়েছে তাদের জন্য সবচেয়ে পছন্দের কিতাব হতে পারে। কিতাবের বর্ণনা এতো সাবলীল যে, পাঠক মুগ্ধ হয়ে পড়বে। চাইবে যেন বই তাড়াতাড়ি শেষ না হয়ে যায়।"

12/12/2025

আর মাত্র ছাড়ে পাঁচ ঘন্টা বাকি আছে ৫৫% অফারের
এখনো যারা অর্ডার কনফার্ম করেননি
দ্রুত ওয়াহিদ লাইফ ডট কমে অর্ডার করে ফেলুন।
www.arrihab.com

09/12/2025

পরে কিন্তু ইনবক্সে গুঁতাইলে কাম হবে না। আগে থেকেই বলে দিলাম কমেন্ট চেক করুন।

📚 আর রিহাব পাবলিকেশন্স – ৫৫% মেগা অফার 🎉আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ার কৃতজ্ঞতায়আর রিহাব পাবলিকেশন্স নিয়ে এ...
09/12/2025

📚 আর রিহাব পাবলিকেশন্স – ৫৫% মেগা অফার 🎉

আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ার কৃতজ্ঞতায়
আর রিহাব পাবলিকেশন্স নিয়ে এসেছে বছরের সেরা অফার!

🔥 পুরো ৫৫% ডিসকাউন্ট! 🔥

যে বইগুলো এতদিন সংগ্রহ করতে পারেননি—
এটাই আপনার সুবর্ণ সুযোগ।

📦 বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি
⏳ অফার সীমিত সময়ের জন্য
📞 অর্ডারের জন্য ইনবক্সেই নক দিন

ইলমকে কাছে টেনে নিন—
বইয়ের সঙ্গেই বদলে যাক আপনার প্রতিদিন।

08/12/2025

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই। বরকতময় ফজরের জন্য কে কে উঠেছেন?

08/12/2025

বিশেষ দ্রষ্টব্য , যারা অফার চেয়েছিলেন আর রিহাব পাবলিকেশন্স এর বইয়ে । তারা যদি পোস্ট দেখে ওয়াফি লাইফ ডটকমে অর্ডার করেন তাদেরকে ৫৫% ছাড়ে বই দেওয়া হবে। ৯-১২ তারিখ পর্যন্ত।

ইনশাআল্লাহ আমাদের এবারের আয়োজন আপনার শহর ব্রাহ্মণবাড়িয়ায়। আসছি আর রিহাব পাবলিকেশন্স  এর পক্ষ থেকে আমি এক নগণ্য বান্দ...
07/12/2025

ইনশাআল্লাহ আমাদের এবারের আয়োজন আপনার শহর ব্রাহ্মণবাড়িয়ায়। আসছি আর রিহাব পাবলিকেশন্স
এর পক্ষ থেকে আমি এক নগণ্য বান্দা।

Address

Gandaria
12

Alerts

Be the first to know and let us send you an email when আর রিহাব পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আর রিহাব পাবলিকেশন্স:

Share