14/12/2025
সঠিক চিন্তা—সঠিক ভাবনা; কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দাওয়াত।
উলামায়ে কেরাম আল্লাহর জমিনে নবুয়তের ওয়ারিশ। তাদের কথায় মানুষের হৃদয় নরম হয়, ইমান জাগ্রত হয়, সমাজে আলো ছড়িয়ে পড়ে। কিন্তু আজকের সময়ে দাওয়াতি অঙ্গনে একদিকে যেমন রয়েছে অপব্যয়, জনপ্রিয়তার প্রতিযোগিতা, মনগড়া কথা–কাহিনি; অন্যদিকে রয়েছে উদ্দেশ্যহীন তাবলিগ, গন্তব্য না জানা দাওয়াত—যার ফলে উলামায়ে কেরামের মূল লক্ষ্য ও দায়িত্ব অনেক সময় আড়ালে পড়ে যায়।
এই বইটি মূলত উলামাদের সঠিক নসিহত ও দাওয়াতি পথনির্দেশ নিয়ে রচিত।
এতে তুলে ধরা হয়েছে—
তাবলিগে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য কী?
আলিমের অন্তরের ইখলাস কেমন হওয়া উচিত?
কোন দাওয়াত মানুষের হৃদয়ে প্রভাব ফেলে এবং কোন দাওয়াত ফিতনার কারণ হয়ে দাঁড়ায়?
উলামায়ে কেরাম কীভাবে নবিদের সেই মহিমান্বিত দায়িত্ব পালন করবেন?
জনগণের সামনে কেমন বক্তব্য, কেমন আখলাক এবং কেমন আমল প্রদর্শন করা উচিত?
উদ্দেশ্যহীন ভ্রমণ নয়—বরং কুরআন-হাদিসে নির্ধারিত সঠিক উদ্দেশ্য নিয়ে তাবলিগে বের হওয়া কত জরুরি।
সমাজের প্রতিটি দাঈ আলিম, ওয়ায়েজ, ইমাম-খতিব, শিক্ষার্থী ও দাওয়াতপ্রেমী মুসলিমের জন্য বইটি হবে পথচলার নির্ভরযোগ্য সহচর।