আয়ান প্রকাশন - Ayan Prokashan

  • Home
  • আয়ান প্রকাশন - Ayan Prokashan

আয়ান প্রকাশন - Ayan Prokashan প্রকাশনা শিল্পে আভিজাত্যের ছোঁয়া
(1)

তোমরা সৎকর্ম কর। নিশ্চয় আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।(সূরা আল-বাকারা : ১১৫)বই: বিবাহ বিভ্রাট।
03/11/2025

তোমরা সৎকর্ম কর। নিশ্চয় আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।

(সূরা আল-বাকারা : ১১৫)

বই: বিবাহ বিভ্রাট।

যে আল্লাহ তা'আলা থেকে যত দূরে,যে যেই পরিমাণে নিফাকে সেই পরিমাণ ইস্তিগফার থেকে দূরে। তার অন্তরে সব জিনিসের আকাঙ্ক্ষা আছে ...
03/11/2025

যে আল্লাহ তা'আলা থেকে যত দূরে,যে যেই পরিমাণে নিফাকে সেই পরিমাণ ইস্তিগফার থেকে দূরে। তার অন্তরে সব জিনিসের আকাঙ্ক্ষা আছে কিন্তু মাগফিরাতের আকাঙ্ক্ষা নেই। বস্তুত এমন লোকেদেরই ইস্তিগফার অধিক প্রয়োজন। কিন্তু সে নিজের নিফাক,নিজের গুনাহ এবং দুনিয়ার মহব্বতের উপর নিশ্চিত। এই জন্য না সে মাফ চায়, না ইস্তিগফার করে।

বই:ইলা মাগফিরা

সুখ-স্বাচ্ছন্দ্য বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি করে স্মরণ করো। ~তিরমিজি : ২৩০৭বই: শব্দহীন অশ্রু।
03/11/2025

সুখ-স্বাচ্ছন্দ্য বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি করে স্মরণ করো।

~তিরমিজি : ২৩০৭

বই: শব্দহীন অশ্রু।

তাকওয়া দুনিয়াবি ও পরকালীন কল্যাণের সমষ্টি। ~আল্লামা ফিরোজাবাদী রহ.বই: তাকওয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন।
02/11/2025

তাকওয়া দুনিয়াবি ও পরকালীন কল্যাণের সমষ্টি।

~আল্লামা ফিরোজাবাদী রহ.

বই: তাকওয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন।

"গল্পগুলো সোনালি দিনের" বইটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুক্কায়িত আছে আমদের জন্য বহু শিক্ষা ও উপদেশ। একজন মুসলিম  কীভাবে ত...
02/11/2025

"গল্পগুলো সোনালি দিনের" বইটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুক্কায়িত আছে আমদের জন্য বহু শিক্ষা ও উপদেশ। একজন মুসলিম কীভাবে তার ব্যাক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পযর্ন্ত জীবন পরিচালনা করবে সে তা গল্পে গল্পে নবি আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের জীবনী থেকেই জেনে নিতে পারবে।বক্ষমান গ্রন্থটি এসব কিছুর সমন্বয়ে গল্পে গল্পে ছন্দে ছন্দে লিপিবদ্ধ করেছেন আয়ান আরবিন।

বই : গল্পগুলো সোনালী দিনের
লেখক : আয়ান আরবিন
প্রকাশনী : আয়ান প্রকাশন

বই: ইলা শাবাবিল উম্মাহসংকলন: মুহিব্বুল্লাহ খন্দকারসম্পাদনা: মুহাম্মাদ সাজেদুল ইসলামপ্রকাশন: আয়ান প্রকাশন - Ayan Prokasha...
02/11/2025

বই: ইলা শাবাবিল উম্মাহ
সংকলন: মুহিব্বুল্লাহ খন্দকার
সম্পাদনা: মুহাম্মাদ সাজেদুল ইসলাম
প্রকাশন: আয়ান প্রকাশন - Ayan Prokashan

যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাকে কখনো দারিদ্র্যতা স্পর্শ করে না। ~বাইহাকি শুআ'বুল ঈমান : ২৪৯৮বই: শব্...
02/11/2025

যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাকে কখনো দারিদ্র্যতা স্পর্শ করে না।

~বাইহাকি শুআ'বুল ঈমান : ২৪৯৮

বই: শব্দহীন অশ্রু।

ফ্রী তে দিলে কোন বইটি চাইতেন?সর্বোচ্চ ছাড়ে অর্ডার করতে নক দিন ইন শা আল্লাহ।
01/11/2025

ফ্রী তে দিলে কোন বইটি চাইতেন?

সর্বোচ্চ ছাড়ে অর্ডার করতে নক দিন ইন শা আল্লাহ।

বই:গল্পগুলো ভালোলাগারগল্প শুনতে কার না ভাল লাগে! কিন্তু গল্প যদি হয় নৈতিক শিক্ষা বিবর্জিত, তখনই সমাজের মানুষেরা সেসব গল্...
01/11/2025

বই:গল্পগুলো ভালোলাগার

গল্প শুনতে কার না ভাল লাগে! কিন্তু গল্প যদি হয় নৈতিক শিক্ষা বিবর্জিত, তখনই সমাজের মানুষেরা সেসব গল্পের মতই লাগামহীন নীতিবিরোধী জীবনযাপন করতে থাকে। অতঃপর সমাজে শুরু হয় বিশৃঙ্খলা। আর গল্পের রসে যদি থাকে সমাজ বিনির্মানের নৈতিকতার শিক্ষা, তাহলে সব পাঠকেরাই এর দ্বারা প্রভাবিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখে। এজন্যই আমাদের এ চাহিদার কথা মাথায় রেখে আয়ান প্রকাশন এবার নিয়ে এল ইসলামি নৈতিক শিক্ষার গল্পের বই "গল্পগুলো ভালোলাগার"। যার লেখক হলেন প্রাঞ্জলভাষী লেখক স্বয়ং আয়ান আরবিন।

বইটির শর্ট পিডিএফ পড়ার সুবাদে এ বই সম্পর্কে কিছু জানার সুযোগ হয়েছে। অসম্ভব সুন্দর এবং ইসলামি শিক্ষা সম্বলিত দুটি গল্প স্থান পেয়েছে এখানে। একটি হচ্ছে " খাইরু মাতা-গুণাইবিবি", আর অপরটি হচ্ছে "তাবিজ নামের অলংকারটি"। এ দুটি গল্পই আমার হৃদয় ছুঁয়ে গেছে। সহজ ভাষায় কোনো গল্প যে এতো মাধুর্যমণ্ডিত হতে পারে, তা এ বই না পড়লে বুঝা যাবে না।

প্রথম গল্পটিতে উঠে এসেছে একজন স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা, সেবা ও আন্তরিকতা। সেই মহিলাটির মৃত্যুর পর তার হুজুর স্বামী এক ওয়াজে স্ত্রীর ভালোবাসার স্মৃতিচারণ করেন। এ গল্পতে ফুটে উঠেছে একটি হাদীসের ভাবার্থ- দুনিয়ার সেরা সম্পদ হলো উত্তম স্ত্রী। অপরদিকে পরের গল্পটিতে বর্ণিত হয়েছে তাবিজের আশ্রয়ে শিরকের ব্যধির কথা যা সমাজের মানুষের মনে জেঁকে বসেছে।

এ দুটি ইসলামি শিক্ষা সত্যিই সবার মাঝে ছড়িয়ে পড়া প্রয়োজন। যা অন্ধকার এই সমাজে আলোর মশাল হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আশা করা যায় প্রথম দুটি গল্পের মতো এ বইয়ের বাকি গল্পগুলোও সকল পাঠককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

এছাড়া বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও নামকরণের কথা না বললেই নয়। অত্যন্ত চমৎকার এবং নয়নাভিরাম করে বইয়ের প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা করা হয়েছে। মুহূর্তেই সব পাঠককে মুগ্ধ করতে বাধ্য ইনশাআল্লাহ। অন্যদিকে বইয়ের নামকরণও যথার্থ হয়েছে।

তাই পরিশেষে এটাই বলব যে, বইটি সবদিক দিয়েই নান্দনিক এবং সুখপাঠ্য হবে বলে আমি আশাবাদী। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরাই গল্পগুলো পড়ে মজা পাবে। শিখতে পারবে অনেক কিছু। মহান আল্লাহ এ বইকে আলোর দিশা হিসেবে সকলের হাতে পৌঁছে দিন, আমিন।

★একনজরে বইটি:
বই : গল্পগুলো ভালোলাগার
লেখক : আয়ান আরবিন
সম্পাদক : ছানা উল্লাহ সিরাজী
প্রকাশনায় : আয়ান প্রকাশন

কুরআন মানুষের সাথে সু- সম্পর্কের বিষয়ে জোর প্রদান করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম -এর নির্দেশিত পন্থা স্বাস...
01/11/2025

কুরআন মানুষের সাথে সু- সম্পর্কের বিষয়ে জোর প্রদান করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম -এর নির্দেশিত পন্থা স্বাস্থ্যক্ষেত্রের ইথি ক্যাল কোড হিসেবে ও প্রয়োগযোগ্য।
ইসলামের বিধানগুলো নিয়মাধীন সর্বক্ষেত্রে পালনীয়।

বই—স্বভাবসিদ্ধ সাস্থ্যবিধি

হে আমাদের রব!  আমাদের থেকে জাহান্নামের আজাব দূর করে দিন, নিশ্চয়ই তার আজাব স্থায়ী আজাব। (সূরা ফুরকান : ৬৫)বই : প্রভুর ডাক...
31/10/2025

হে আমাদের রব!
আমাদের থেকে জাহান্নামের আজাব দূর করে দিন, নিশ্চয়ই তার আজাব স্থায়ী আজাব।

(সূরা ফুরকান : ৬৫)
বই : প্রভুর ডাকে সাড়া দাও।

কেয়ামতের নিকটবর্তী সময়ে বাঁদি তার নিজ মনিবকে জন্ম দিবে। ~সহিহ মুসলিম : ০৮বই: সতেজ মন সজীব জীবন।
31/10/2025

কেয়ামতের নিকটবর্তী সময়ে বাঁদি তার নিজ মনিবকে জন্ম দিবে।

~সহিহ মুসলিম : ০৮

বই: সতেজ মন সজীব জীবন।

Address

দোকান নং-২২ ইসলামি টাওয়ার ৩য় তলা ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801972430929

Alerts

Be the first to know and let us send you an email when আয়ান প্রকাশন - Ayan Prokashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়ান প্রকাশন - Ayan Prokashan:

  • Want your business to be the top-listed Media Company?

Share