আয়ান প্রকাশন - Ayan Prokashan

আয়ান প্রকাশন - Ayan Prokashan প্রকাশনা শিল্পে আভিজাত্যের ছোঁয়া
(1)

আসরের নামাজ যার ছুটে গেল, সে যেন পরিবার ও সম্পদ ধ্বংস করে ফেলল। ~সহিহ বুখারী: ৩৬০২বই: আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি...
05/01/2025

আসরের নামাজ যার ছুটে গেল, সে যেন পরিবার ও সম্পদ ধ্বংস করে ফেলল।

~সহিহ বুখারী: ৩৬০২

বই: আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি।

বই- আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি
মূল- ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি.
অনুবাদ ও সংযোজন- Abdul Ahad Tawhid
সম্পাদনা- মুফতি Arif Mahmud
ভাষা ও বানানরীতি- মুশতাক আহমদ
বাইন্ডিং- হার্ডকাভার

05/01/2025

সেদিনও বৃষ্টি ছিল বইটি এখন পূর্বের মূল্যেই হার্ডকভারে রি-স্টক হয়েছে আলহামদুলিল্লাহ!

তাকওয়া বাড়াতে চান?যে কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তাকওয়া সর্বপ্রথম জরুরী বিষয়। তাকওয়া থাকলে গুনাহ ছাড়া সহজ। গুনাহ থেক...
05/01/2025

তাকওয়া বাড়াতে চান?
যে কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তাকওয়া সর্বপ্রথম জরুরী বিষয়। তাকওয়া থাকলে গুনাহ ছাড়া সহজ। গুনাহ থেকে বেঁচে থাকাই তখন আনন্দের হয়। তাকওয়া অর্জনের সকল উপায় নিয়েই এই বইটি। তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে। যেমন:
১। সাধারণ তাকওয়া। যেমন, কুফর থেকে বেঁচে থাকা।
২। বিশেষ তাকওয়া। যেমন, সন্দেহ-সংশয়মূলক জিনিস বা বিষয় থেকে হারাম হয়ে যাওয়ার ভয়ে বেঁচে থাকা।
৩। সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া। যেমন, মুবাহ এবং সন্দেহমূলক জিনিস থেকে বেঁচে থাকা।
ড. উমর সুলাইমান আশকার (রহ.)-এর লেখা 'তাকওয়া: মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন' বইতে তাকওয়ার এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। পাশাপাশি কুরআন সুন্নাহ এবং পূর্বসূরিদের জীবন দর্শনের আলোকে তাকওয়া অর্জনের নান্দনিক দিকও এতে উঠে এসেছে।
📙 বই- তাকওয়া: মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন
🖋️ মূল: ড. উমর সুলাইমান আশকার রহি.
🖊️ অনুবাদ: মুহিব্বুল্লাহ খন্দকার।
✏️ সম্পাদনা: সাইফুল্লাহ আল মাহমুদ।

বই: ফিতনা থেকে বাঁচুন( সমকালীন ফিতনা ও তার প্রতিকার)[নারী স্বাধীনতা ধোকায় ভরা এক শ্লোগান] কিন্তু নতুন সভ্যতা এইসব কল্যা...
05/01/2025

বই: ফিতনা থেকে বাঁচুন
( সমকালীন ফিতনা ও তার প্রতিকার)

[নারী স্বাধীনতা ধোকায় ভরা এক শ্লোগান]

কিন্তু নতুন সভ্যতা এইসব কল্যাণ ও রহস্যকে লুণ্ঠন করে “নারী স্বাধীনতা” এর নাম দিয়ে এক ধোঁকায় ভরা শ্লোগান আবিষ্কার করেছে। এবং নারী জাতিকে ঘরের বাদশাহীত্ব থেকে বাইরে বের করে রাস্তার অলি- গলিতে ছেড়ে দিয়েছে। আর জীবনের কণ্টকময় পথে তাদেরকে পুরুষের সাথে পাল্লা দিয়ে চলতে উদ্বুদ্ধ ও বাধ্য করেছে। যেই আবশ্যকীয় দায়িত্ব শুধু পুরুষদের যিম্মায় ছিল তার বোঝাও মহিলাদের উপর অর্পন করেছে। এরপর নারীশিক্ষা এর যাদু-টোনা মাহিলাদেরকে আধুনিক শিক্ষা ও আধুনিক সভ্যতার অবকাঠামোতে রূপান্তরিত করেছে। ফলে এখন মহিলাদের জন্যও উচ্চ শিক্ষা এক ফ্যাশন বনে গেছে। ডিগ্রী হাসিল করার পর এখন জরুরত হয়ে গেছে যে, চাকুরীর পদে তাদেরকেও বরাবর অংশদারিত্ব দিতে হবে। আগে তো শুধু পুরুষদের চাকুরী ও কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থার প্রশ্ন ছিল । আর এখন নতুন করে চাকুরীর মধ্যে মহিলাদের জন্য পদ বাড়ানোর মুসীবত চেপে বসেছে। আমার খুব ভালোমতো জানা আছে যে, নতুন এই প্রজন্ম কোন্ মানসিকতা নিয়ে বেড়ে উঠেছে এবং তারা কোন চিন্তা ধারায় প্রভাবিত হয়েছে। তাই আমার সামান্যতম আশা নেই যে, এই অধঃপতনের সমুদ্রে ডুব দেওয়ার পরেও কেউ পুনরায় কোন হিতাকাঙ্খী দ্বীন দরদীর কথা মনোযোগ দিয়ে শুনবে। হজম করতে না পারলেও একথা বলতে আমার কোন দ্বিধা ও সংকোচ নেই যে, নতুন সভ্যতা নারী জাতির সাথে নিকৃষ্ট উপহাস ও ঠাট্টা বিদ্রূপ করে মনুষত্বের মর্যাদাকে নিঃশেষ করে দিয়েছে।

[৮নং কুইজ] বিজয়ী Ahmad Rayhan অভিনন্দন আপনাকে।আপনার হাদিয়ার জন্য আমাদের পেইজে মেসেজ করুন।আর যারা বিজয়ী হতে পারেন নাই কস্...
05/01/2025

[৮নং কুইজ] বিজয়ী Ahmad Rayhan অভিনন্দন আপনাকে।
আপনার হাদিয়ার জন্য আমাদের পেইজে মেসেজ করুন।

আর যারা বিজয়ী হতে পারেন নাই কস্ট পাবেন না, হতে পারে নেক্সট বিজয়ী আপনি হয়ে গেছেন ইনশা আল্লাহ!
নোট- গোডাউনে পরে থাকা বই নতুনের মত ফ্রেশ হবে না।
অবশ্যই কুরিয়ার চার্জ ৪০৳ দিতে হবে।

আমাদের হাদিয়া প্রজেক্ট চলতেই থাকবে ইনশা আল্লাহ!।

আমি দুই দিনের মাঝে কোন দিন মৃত্যু থেকে পলায়ন করব? সেই দিন পলায়ন করব, যেই দিন আল্লাহর তাকদ্বীরে আমার মৃত্যু নেই, নাকি সেই...
04/01/2025

আমি দুই দিনের মাঝে কোন দিন মৃত্যু থেকে পলায়ন করব? সেই দিন পলায়ন করব, যেই দিন আল্লাহর তাকদ্বীরে আমার মৃত্যু নেই, নাকি সেই দিন যেই দিন তাকদ্বীরে আমার মৃত্যু নেই।

~হযরত আলী (রাদি.)

বই: জেগে ওঠো হে মুসলিম তরুণ।

📙 বই- জেগে ওঠো হে মুসলিম তরুণ
সার্বিক তত্ত্বাবধানে- মুফতি মনির হোসাইন কাসেমি
🖊️ সম্পাদনা- মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি
🖋️ লেখক- ফয়জুল্লাহ আমীন কিবরিয়া
ভাষা ও বানানরীতি- মোহাম্মদ আল-আমীন
বাইন্ডিং- হার্ডকাভার

প্রিভিউ প্রতিযোগিতার সময় বাড়লো আরোও ৫ দিন শেষ সময় ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত
04/01/2025

প্রিভিউ প্রতিযোগিতার সময় বাড়লো আরোও ৫ দিন শেষ সময় ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত

ডিসেম্বর ২০২৪ মাসের সকল টপ ফ্যান এবং টপ পয়েন্টদের মধ্য থেকে প্রথম ৩, ৩.জনকে বিজয়ী করা হলো..কথা ছিল ৩জনকে হাদিয়া দেয়া হবে...
04/01/2025

ডিসেম্বর ২০২৪ মাসের সকল টপ ফ্যান এবং টপ পয়েন্টদের মধ্য থেকে প্রথম ৩, ৩.জনকে বিজয়ী করা হলো..
কথা ছিল ৩জনকে হাদিয়া দেয়া হবে আমরা ৩জন ৩জন ৬জনকেই হাদিয়া দিচ্ছি।

◾টপ ফ্যান
১. Mymona Yesmin
২. Sadika Pata
৩. আল-আজিম সাহিত্য পাঠাগার

◾টপ পয়েন্ট
১. Miftahul Jannat
২. আব'ইয়াদুল ওয়ারদাহ
৩. উম্মে সাহারাহ্

৬জন-ই পাচ্ছেন ১টি করে বই হাদিয়া।
আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের আয়ান প্রকাশন এর পেইজে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

বাকি যারা টপ ফ্যান হয়েও বিজয়ীদের লিস্টে আসতে পারেননি মন খারাপ করবেন না ইনশা আল্লাহ! লেগে থাকুন আল্লাহ অবশ্যই খালি হাতে ফেরাবেনা।

বাকি সকল টপ ফ্যানদের জন্য সারা মাস জুড়ে আমাদের সকল বইয়ের উপর ৬০% ছাড় থাকবে ইনশা আল্লাহ!

03/01/2025

আসসালামু আলাইকুম পাঠকরা!
ফিরে দেখা বছরে আপনার
পড়া বইগুলোর লিস্ট দেখতে চাই
কমেন্ট সেকশনে ↪️

03/01/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে সকল প্রকারদু:খ-বিপদ থেকে মুক্তি দেন। তারপর ও তোমরা শিরক করো। (সূরা আন'আম : ৬৪)বই : আলোর স...
02/01/2025

আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে সকল প্রকার
দু:খ-বিপদ থেকে মুক্তি দেন। তারপর ও তোমরা শিরক করো।

(সূরা আন'আম : ৬৪)

বই : আলোর সন্ধানে।

মহামারী থেকে পলায়নকারী যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীর ন্যায়। আর যে ব্যক্তি তাতে ধৈর্যধারণ করবে সে একজন শহীদদের সমান মর্যা...
02/01/2025

মহামারী থেকে পলায়নকারী যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীর ন্যায়। আর যে ব্যক্তি তাতে ধৈর্যধারণ করবে সে একজন শহীদদের সমান মর্যাদা পাবে।

হাদিসটি সহিহ।

বই: শাহাদাত সৌভাগ্যের সোপান।

হাসান বসরী রহ. বলেন, গুনাহের পর গুনাহ করতে থাকলে অন্তর অন্ধ হয়ে যায়।বই:গুনাহ থেকে বেঁচে থাকুন
02/01/2025

হাসান বসরী রহ. বলেন, গুনাহের পর গুনাহ করতে থাকলে অন্তর অন্ধ হয়ে যায়।

বই:গুনাহ থেকে বেঁচে থাকুন

আপনার শুভাকাঙ্ক্ষীকে আমাদের পেইজে মেসেজ করতে বলুন।
02/01/2025

আপনার শুভাকাঙ্ক্ষীকে আমাদের পেইজে মেসেজ করতে বলুন।

তাহাজ্জুদ সালাতের গুরুত্ব ও তাৎপর্যপ্রথম পাঠ : তাহাজ্জুদের গুরুত্ব আরবী ভাষায় বলা হয়ে থাকে তাহাজ্জুদ সালাত আদায়কারী র...
02/01/2025

তাহাজ্জুদ সালাতের গুরুত্ব ও তাৎপর্য

প্রথম পাঠ : তাহাজ্জুদের গুরুত্ব আরবী ভাষায় বলা হয়ে থাকে তাহাজ্জুদ সালাত আদায়কারী রাতের ঘুম বিসর্জন দিয়ে সালাতে দণ্ডায়মান থাকে।
(লিসানুল আরব: খন্ড ৩/৪৩২, আল কামূসুল মুহিত: ৪১৮)

দ্বিতীয় পাঠ : তাহাজ্জুদ সালাত সুন্নাতে মুয়াক্কাদাহ।
সুন্নাতে মুয়াক্কাদাহ হওয়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে কুরআন, সুন্নাহ তথা আল্লাহর রাসূলের হাদিস এবং উম্মতের ইজমার ঐক্যমত পোষণ করার দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তাঁর বান্দাদের গুনাবলী বর্ণনা করতে গিয়ে বলেন
“আর যারা রাত যাপন করে তাদের রবের সামনে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে।
(সূরা ফুরকান, আয়াত : ৬৪)

এটা মুমিনের গুনাবলীর মধ্য হতে অন্যতম একটি। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার মুত্তাকিদের গুনাবলী ব্যক্ত করতে গিয়ে বলেন:
“তারা রাতে স্বল্পই ঘুমায়, এবং রাতের শেষ প্রহরগুলিতে ক্ষমা প্রার্থনা করে।
(সূরা যারিয়াত, আয়াত ১৭-১৮)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পরিপূর্ণরূপে ঈমান আনয়নকারীদের পরিচয় দিতে গিয়ে কুরআনের অন্যত্রে ইরশাদ করেন:
“তাদের পার্শ্বদেশ শয্যা থেকে পৃথক থাকে; তারা তাদের রবকে ভয় ও আশার সাথে ডাকে। আর আমি তাদের যে রিযিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সুতরাং কেউ জানে না, তাদের জন্য চক্ষু শীতলকারী কত কিছু লুক্কায়িত রাখা হয়েছে-তারা যা করত তার প্রতিদানস্বরূপ।”
( সূরা সাজদাহ, আয়াত : ১৬-১৭)

📙 বই-রাতের আঁধারে প্রভুর সান্নিধ্যে
লেখক - সাঈদ ইবনে আলী আল কাহতানী

বই- গল্পগুলো সোনালী দিনের।লেখক- আয়ান আরবিনরাসূল (সাঃ) যুগ পৃথিবীর বুকে এক সোনালি যুগ,সত্য মিথ্যার লড়াই শুরু থেকে চলে আসছ...
01/01/2025

বই- গল্পগুলো সোনালী দিনের।
লেখক- আয়ান আরবিন

রাসূল (সাঃ) যুগ পৃথিবীর বুকে এক সোনালি যুগ,
সত্য মিথ্যার লড়াই শুরু থেকে চলে আসছে
তবে সত্যের কাছে মিথ্যা সব সময় পরাজিত।
বইটি পড়ে জানা যাবে রাসূল সাঃ এর সাহাবীদের সোনালী যুগ তারা শুধু কথায় নয় কাজে ও মিল রেখে গিয়েছেন।
তাদের জীবনের পরকে পরকে জড়িয়ে আছে ইসলামের প্রতি ভালোবাসা।
তারা ছিল রাসূল সাঃ এর গুণে গুনানিত।
তাদের জীবন আর বর্তমানে আমাদের জীবন,
হাজার রকমের পার্থক।
এই বইটি জিবন কে সোনালী দিনের সোনালি মানুষের মত সহযোগিতা করবে।
পাল্টে দেবে জীবনের মরক।
বইটি সাহাবীদের জীবনি নিয়ে সুন্দর একটি বই।
বই- গল্পগুলো সোনালী দিনের
লেখক- আয়ান আরবিন
মুদ্রিত মূল্য- ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪
লিখেছেন- রবিন

প্রত্যেক মুমিনের জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য জ্বর তাকদীরের একটি অবিচ্ছেদ্য অংশ। বই: মুমিনের পরীক্ষা ও সফল...
01/01/2025

প্রত্যেক মুমিনের জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য জ্বর তাকদীরের একটি অবিচ্ছেদ্য অংশ।

বই: মুমিনের পরীক্ষা ও সফলতা।

বই- মুমিনের পরিক্ষা ও সফলতা
সংকলন- আবিদ হাসান নাঈম
সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ
ভাষা ও বানানরীতি- মুশতাক আহমাদ
প্রকাশনী- আয়ান প্রকাশন
বাইন্ডিং- হার্ডকাভার

বই- গল্পগুলো ভালোলাগার বাছাইকৃত চমৎকার কিছু গল্পের সংকলন; গল্পগুলো ভালোলাগার গ্রন্থটি। এতে এমন কিছু গল্প স্থান পেয়েছে, য...
01/01/2025

বই- গল্পগুলো ভালোলাগার

বাছাইকৃত চমৎকার কিছু গল্পের সংকলন; গল্পগুলো ভালোলাগার গ্রন্থটি। এতে এমন কিছু গল্প স্থান পেয়েছে, যেগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সামাজিক কিছু গল্পও রয়েছে, যেগুলোতে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তা ছাড়া প্রতিটি গল্পেই পাঠককে একটা ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে।
এক কথায় বলতে গেলে ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু গল্প হাতে পাচ্ছেন। আশাকরি গল্পের নতুন এই আয়োজন পাঠকের ভালো লাগবে।

লেখক- আয়ান আরবিন

Address

দোকান নং-২২ ইসলামি টাওয়ার ৩য় তলা ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801972430929

Alerts

Be the first to know and let us send you an email when আয়ান প্রকাশন - Ayan Prokashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়ান প্রকাশন - Ayan Prokashan:

Videos

Share

Category