24/11/2025
বইমেলা ২০২৬ যথারীতি ফেব্রুয়ারি মাসেই হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক একটি তারিখে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। সম্ভাবনা আছে পবিত্র রমজান মাসের জন্য মেলার সময়সূচি কিছুটা পরিবর্তনের। বিস্তারিত জানা যাবে আরো কদিন পর।
লেখকদের প্রস্তুতি কেমন?
পাণ্ডুলিপি গুছিয়ে ফেলুন। সময় বেশি নেই।
এক রঙা এক ঘুড়ি প্রকাশনী এর সম্মানিত লেখকদের প্রতি আহবান জানাই, যাদের বই আসছে তারা যথাযথভাবে প্রস্তুতি নিন, প্রয়োজনীয় সহায়তায় আমরা সর্বদা পাশে আছি। দরকারে যোগাযোগ করুন।
বই প্রকাশে আগ্রহীরা পাণ্ডুলিপি পাঠাতে পারেন
[email protected]
ধন্যবাদ।
#বইমেলা২০২৬
#ঘুড়ি
#ঘুড়িরবই