এক রঙা এক ঘুড়ি প্রকাশনী

  • Home
  • এক রঙা এক ঘুড়ি প্রকাশনী

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী, Publisher, 32/2 Shukrabad, .

প্রকাশনা সংক্রান্ত সকল কাজে আমাদের সহযোগিতা নিতে পারেন। এটি এক রঙা এক ঘুড়ি প্রকাশনী'র অফিসিয়াল পেইজ।
আমাদের ইমেইল [email protected] এবং হোয়াটসঅ্যাপ 01660140917

31/12/2024
আজ কবি ও অনলাইন এক্টিভিস্ট শিমুল আহমেদ এর জন্মদিন। এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর পক্ষ হতে অনি:শ্বেস শুভকামনা জানাই।
21/11/2024

আজ কবি ও অনলাইন এক্টিভিস্ট শিমুল আহমেদ এর জন্মদিন।

এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর পক্ষ হতে অনি:শ্বেস শুভকামনা জানাই।

আজ এক রঙা এক ঘুড়ি প্রকাশনী তে কথাসাহিত্যিক আবু সাইদ লিপু ভাই।
05/11/2024

আজ এক রঙা এক ঘুড়ি প্রকাশনী তে কথাসাহিত্যিক আবু সাইদ লিপু ভাই।

শুভ জন্মতিথি প্রিয় Mahmud Hafiz ভাই। আনন্দম ☘
25/10/2024

শুভ জন্মতিথি প্রিয় Mahmud Hafiz ভাই।
আনন্দম

নতুন বইয়ের খবর .....................ইতি, তোর বাড়িরুবিনা খানম প্রচ্ছদ ঘুড়ি টিম প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী গল্প বলা আ...
23/10/2024

নতুন বইয়ের খবর .....................
ইতি, তোর বাড়ি
রুবিনা খানম
প্রচ্ছদ ঘুড়ি টিম
প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী

গল্প বলা আর গল্প শোনা মানুষের নেশা। এই নেশা থেকেই এসেছে ছোট গল্প। সাহিত্যের আদি পর্বেও ছোট গল্পের বীজ প্রোথিত ছিল। জাতকের কাহিনী, আরব্য উপন্যাস, কথাসরিৎসাগর, হিতোপদেশ ছোট গল্পেরই বীজ বহন করে।
ছোটগল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তৃতভাবে বর্ণিত হয় না বরং এর খণ্ডাংশকে নিয়েই গল্প রচিত হয়। এইজন্য ছোটগল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড় হয়ে থাকে। এতে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়।.............................

একটি সকাল কিংবা তুষারপাতের গল্প
ক্রুগো'র দোকান
সবুজের অন্ধকারে পা
তেলাপোকার জবানবন্দী
অভিশাপ
নির্বাসন
মুগুং হুয়া কিংবা যমুনা
ভাদাইম্যা
জরিনা বিবির আখ্যান
চিলেকোঠার দিনলিপি
হলদে বাড়ি
জবান আলী

গল্পকার রুবিনা খানম এর 'ইতি, তোর বাড়ি' এর সূচীপত্রের একাংশ।
গল্পের নামগুলো অসাধারণ। শিরোনামের মতন গল্পেও রয়েছে চমৎকারিত্ব। ছোট গল্প নিয়ে আর এন রায় বলেছেন "ছোট গল্প লঘু পক্ষ প্রজাপতি, তার পাখায় পাখায় দ্রুত লয়ের ছন্দ, সে ভার মুক্ত লঘু ছন্দ, অনাবশ্যকের বোঝা তার নেই।... ছোট গল্পের আস্বাদনে থাকে অন্তহীন জিজ্ঞাসা এবং অতৃপ্ত পিপাসা"। রুবিনা খানম এর গল্পে পাঠক সেই পিপাসা টের পাবেন।


এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
হোয়াটসঅ্যাপ 01660140917
ইমেইল [email protected]

আবু সাইদ লিপু ভাই থাকেন কানাডা। আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। ঘুড়ির সামাজিক ও মানবিক কাজের সাথেও যুক্ত রয়েছেন তিনি। তা...
28/09/2024

আবু সাইদ লিপু ভাই থাকেন কানাডা।
আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। ঘুড়ির সামাজিক ও মানবিক কাজের সাথেও যুক্ত রয়েছেন তিনি। তাঁর বড় পরিচয় তিনি একজন একজন কথাশিল্পী; যিনি শব্দের সাথে শব্দ মিলিয়ে তৈরি করেন শিল্প!
লিপু ভাইয়ের প্রকাশিত বেশ কিছু বই আমার পড়া। বিশেষ করে জলের গান উপন্যাসটি দুর্দান্ত। এ ছাড়া ভ্রমণ বা যে কোন ধরণের ফিচার লেখায় তিনি সিদ্ধহস্ত। তাঁর লেখা যখন প্রথমবার পড়ি তখনই মনে হয়েছিল তিনি নিজ তাড়নায় লিখেন। তাঁর লেখায় সেই স্বতঃস্ফূর্ত রয়েছে। কাহিনীর প্লটে গতি রয়েছে। চরিত্র নির্মাণে তিনি দক্ষ।
তিনি নিঃসন্দেহে একজন জাত গল্পকার ও কথাশিল্পী যিনি পাঠককে বুদ করে রাখার সকল কৌশল সম্পর্কে অবগত। তাঁর লেখা পড়লে আমার মনে হয় আমি একজন সত্যিকারের লেখকের লেখা পড়ছি যিনি লেখার মাধ্যমে এই সমাজ সংসারের জন্য কিছু বার্তাও দিতে চান। সময়টাকে উপভোগ্য লাগে।
কথাসাহিত্যিক আবু সাইদ লিপু ভাইয়ের প্রকাশক হিসেবে আমার জন্য এটি গভীর আনন্দের যে তার সকল বই আমরা এক রঙা এক ঘুড়ি প্রকাশনী প্রকাশ করেছি। তাঁর প্রকাশিত গ্রন্থের লিংক দিচ্ছি মন্তব্যের ঘরে। আপনারাও সংগ্রহ করতে পারেন। পড়তে পারেন তাঁর প্রকাশিত বইগুলো।

ধন্যবাদ।

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
[email protected]

'আমি যখন এই শহরে এসেছিলাম তখন আমার বন্ধুদের বগলের নিচে থাকতো সিলেক্টেড পয়েমস জাতীয় ইউরোপের নানা ভাষার নানা কাব্যগ্রন্থ। ...
11/07/2024

'আমি যখন এই শহরে এসেছিলাম তখন আমার বন্ধুদের বগলের নিচে থাকতো সিলেক্টেড পয়েমস জাতীয় ইউরোপের নানা ভাষার নানা কাব্যগ্রন্থ। আমি যেমন আমার ভাঙা সুটকেস থেকে আমার জিনিস বের করে দেখিয়েছি তারাও তাঁদের বগলের নিচের পুঁজি থেকে নানা ভেলকি দেখিয়েছেন। আমার সেসব বন্ধুদের সৌভাগ্য হয়নি। এই মহানগরীতে তাঁদের নাম তরুণরা উচ্চারণ করেন না।’
.................................
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন আজ। ব্রাহ্মণবাড়িয়ার এই কবি আমাদের অহংকার। তাঁর লেখায় বারেবার এসেছে ব্রাহ্মণবাড়িয়া।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' প্রকাশিত হয় ১৯৬৩ সালে এবং কবিতার বই 'সোনালী কাবিন'র মাধ্যমে সাহিত্য প্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই কবি। এক জীবনে কবিতা লিখে পেয়েছেন মানুষের ভালোবাসা, খ্যাতি ও সম্মাননা।

আধুনিক বাংলা কবিতার শহরমুখী প্রবণতার মধ্যেই ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম-বিরহকে তিনি কবিতায় অবলম্বন করেন।

শুভ জন্মদিন কবি!

কবি অসীম সাহা আর নেই!
18/06/2024

কবি অসীম সাহা আর নেই!

Address

32/2 Shukrabad

1207

Alerts

Be the first to know and let us send you an email when এক রঙা এক ঘুড়ি প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এক রঙা এক ঘুড়ি প্রকাশনী:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share