Tadabbur Publication

Tadabbur Publication পরিশুদ্ধ জ্ঞানের পরশে শুদ্ধ চিন্তার ?

কি অর্থ এই জীবনের?জীবন কি শুধু পানাহার, বিলাসিতা, অনর্থক কাজ আর পাপাচার করার জন্য? কিভাবে অতিবাহিত হচ্ছে আমাদের জীবন?অনর...
26/07/2022

কি অর্থ এই জীবনের?

জীবন কি শুধু পানাহার, বিলাসিতা, অনর্থক কাজ আর পাপাচার করার জন্য?
কিভাবে অতিবাহিত হচ্ছে আমাদের জীবন?
অনর্থক আড্ডা, মিথ্যা গল্পগুজব আর অর্থহীন অবসরে কেটে যায় আমাদের সময়।

একদিন বড় আফসোস হবে এ সময়ের জন্য। একদিন খুব হাহুতাশ করব এ জীবনের জন্য।

বই: মরণ যখন আসবেলেখক: ড. আয়েয আল-কারনিঅনুবাদক: নাজমুল হক সাকিবপ্রকাশনী: তাদাব্বুর পাবলিকেশনপৃষ্ঠা সংখ্যা: ২০৪ (পেপার ব্য...
16/07/2022

বই: মরণ যখন আসবে
লেখক: ড. আয়েয আল-কারনি
অনুবাদক: নাজমুল হক সাকিব
প্রকাশনী: তাদাব্বুর পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ২০৪ (পেপার ব্যাক)

তাদাব্বুর পাবলিকেশনের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ❤️
09/07/2022

তাদাব্বুর পাবলিকেশনের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ❤️

মিষ্টি প্রচ্ছদের আড়ালে লুকিয়ে আছে স্বাদ বিনষ্টকারী সত্য!
04/07/2022

মিষ্টি প্রচ্ছদের আড়ালে লুকিয়ে আছে স্বাদ বিনষ্টকারী সত্য!

তাদাব্বুর পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে দেশের সর্ববৃহৎ ভার্চুয়াল বুকশপ rokomari.com-এ।অর্ডার করুন নিচের লিংক থেকে-rokomari...
18/06/2022

তাদাব্বুর পাবলিকেশনের বই পাওয়া যাচ্ছে দেশের সর্ববৃহৎ ভার্চুয়াল বুকশপ rokomari.com-এ।

অর্ডার করুন নিচের লিংক থেকে-
rokomari.com/book/246575/moron-jokhon-asbe

বই: মরণ যখন আসবেলেখক: ড. আয়েয আল-কারিনিঅনুবাদক: নাজমুল হক সাকিবপ্রকাশনী: তাদাব্বুর পাবলিকেশনপৃষ্ঠা সংখ্যা: ২০৪ (পেপার ব্...
17/06/2022

বই: মরণ যখন আসবে
লেখক: ড. আয়েয আল-কারিনি
অনুবাদক: নাজমুল হক সাকিব
প্রকাশনী: তাদাব্বুর পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ২০৪ (পেপার ব্যাক)

#সূচিপত্র

কথা বলছিলাম পরিবেশক ভাইয়ের সাথে। বাংলাবাজার থেকে আপনারা যেন সহজেই আপনাদের বইগুলো সংগ্রহ করতে পারেন সেই ব্যবস্থা করলাম। ত...
16/06/2022

কথা বলছিলাম পরিবেশক ভাইয়ের সাথে। বাংলাবাজার থেকে আপনারা যেন সহজেই আপনাদের বইগুলো সংগ্রহ করতে পারেন সেই ব্যবস্থা করলাম। ততক্ষণে আমিও বেশ ক্লান্ত। এবার ফেরার পালা। রাত ৮টা বেজে গিয়েছে। অবিরাম ব্যস্ততার পর বাংলাবাজার তখন বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় এক ভাই এসে 'তারুণ্য প্রকাশনে' হাজির। এসেই জিজ্ঞেস করলো "মরণ যখন আসবে" বইটা আছে কিনা। হয়তো সে জানতো বইটি ১৫ তারিখ থেকে তারুণ্য প্রকাশনে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। যেদিন বলেছিলাম সেদিনই বইগুলো বাজারে আনার তাওফীক দিয়েছেন আল্লাহ।

যাই হোক, এই প্রথমবার কোনো পাঠকের মুখে আমাদের বইয়ের নাম শুনলাম! ছোট্ট একটা প্রকাশনীর নতুন একটা বই, তেমন কোনো প্রচার-প্রসার নেই। তবুও এই শেষ বেলাতে এসে কেউ এই বইটা খুঁজবে এটা চিন্তাও করিনি। অনুভূতিটা একদমই অন্যরকম যা ভাষায় প্রকাশ করার মত না। নতুন প্রকাশক হিসেবে এই জগতের সবই আমার কাছে অন্যরকম। প্রেস থেকে বের হওয়ার পর বইটা প্রথমবারের মতো হাতে নেয়ার অনুভূতিটাও ছিলো এমনই অসাধারণ।
তারপর আরো কয়েকজন প্রকাশক এবং প্রকাশনার সাথে জড়িত ভাইয়েরা যখন বইটা নেড়েচেড়ে দেখে এর কোয়ালিটি এবং প্রচ্ছদের প্রশংসা করছিলো, তখন বিশ্বাস হয়েছে যে আপনাদেরকে মানসম্মত কিছুই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।
কিন্তু শুধু বাহ্যিক মান আমাদের উদ্দেশ্য নয়। বরং মান সম্পন্ন এবং উপকারী কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই আমরা অনুরোধ করছি, যাদের কাছে আমাদের বই পৌঁছে যাবে, আপনার রিভিউ/মতামত জানাবেন ইন-শা-আল্লাহ।

(ছবিতে যেই ভাইটিকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের পাবলিকেশনের প্রথম বইয়ের সর্বপ্রথম পাঠক ♥)

আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন!মকআপ থেকে বাস্তবে রূপ নিলো তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বই!!! এখন শুধু আপনার হাতে পৌঁছার অ...
15/06/2022

আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন!
মকআপ থেকে বাস্তবে রূপ নিলো তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বই!!! এখন শুধু আপনার হাতে পৌঁছার অপেক্ষায়.....

বাংলাবাজার থেকে সংগ্রহ করতে চলে আসুন "তারুণ্য প্রকাশন"-এর শপে।
ঠিকানা- দোকান:১৩, ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।

আর মাত্র ১দিন বাকি!!!তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বই, প্রি-অর্ডার করুন সর্বোচ্চ ছাড়ে!!!সূচিপত্র প্রথম কমেন্টে। #নতুন_বই
14/06/2022

আর মাত্র ১দিন বাকি!!!
তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বই, প্রি-অর্ডার করুন সর্বোচ্চ ছাড়ে!!!

সূচিপত্র প্রথম কমেন্টে।

#নতুন_বই

প্রি-অর্ডারের আর মাত্র ২ দিন বাকি। RuhamaShop.com থেকে বুঝে নিন আপনার কপিটি।
13/06/2022

প্রি-অর্ডারের আর মাত্র ২ দিন বাকি। RuhamaShop.com থেকে বুঝে নিন আপনার কপিটি।

নতুন বই!! নতুন বই!! নতুন বই !!

মৃত্যু! মানবজনমের সবচেয়ে অলংঘনীয় সত্য। যে সত্যকে অস্বীকার করার সাধ্য নেই অবিশ্বাসী বা বিশ্বাসী কারোই।
কিন্তু আমরা কতটুকু স্মরণ করি এই অনিবার্য সত্যটিকে? দিনে বা রাতে একবারও কি মনে পড়ে, আমাকে এখান থেকে চলে যেতে হবে? জীবনের কোলাহল শেষে রাতের বিছানায় শুয়ে একবারও কি মনে হয়েছে, কেমন হবে কবরের প্রথম রাতটি? কখনো কি ভেবেছি, আমি চলে যাওয়ার পর কী হবে পৃথিবীর আর কী হবে আমার?

আমরা এসব ভাবতে চাই না। অবাধ্য নফস আমাদেরকে এসব ভাবতে দিতে চায় না। মত্ত রাখতে চায় দুনিয়ার রঙতামাশায়। কিন্তু যে সত্য অনিবার্য, তা থেকে পালিয়ে কি আমরা মুক্তি পাব? আমরা কি বেঁচে যেতে পারবো মহান আল্লাহর এই অমোঘ বিধান থেকে?

‘মরণ যখন আসবে’ প্রখ্যাত শায়খ ড. আয়েজ আল-কারনির এই বইটি আপনাকে জীবনের সবচেয়ে বড় বাস্তবতার সম্মুখে নিয়ে দাঁড় করাবে। আপনার বিবেকের দুয়ারে সজোড়ে করাঘাত করবে। আপনাকে জাগ্রত করার চেষ্টা করবে গাফলাতের বেঘোর নিদ্রা থেকে ইনশাআল্লাহ্‌।
-----------
বই: মরণ যখন আসবে
লেখক: ড. আয়েয আল কারনী
প্রকাশনী: তাদাব্বুর পাবলিকেশন

আপনাদের প্রিয় বুকশপ থেকে প্রি-অর্ডার করুন "মরণ যখন আসবে"।
12/06/2022

আপনাদের প্রিয় বুকশপ থেকে প্রি-অর্ডার করুন "মরণ যখন আসবে"।

আপনি সর্বশেষ কবে মৃত্যুকে স্মরণ করেছেন?
মৃত্যু! মানবজনমের সবচেয়ে অলংঘনীয় সত্য। যে সত্যকে অস্বীকার করার সাধ্য নেই অবিশ্বাসী বা বিশ্বাসী কারোই।
কিন্তু আমরা কতটুকু স্মরণ করি এই অনিবার্য সত্যটিকে? দিনে বা রাতে একবারও কি মনে পড়ে, আমাকে এখান থেকে চলে যেতে হবে? জীবনের কোলাহল শেষে রাতের বিছানায় শুয়ে একবারও কি মনে হয়েছে, কেমন হবে কবরের প্রথম রাতটি? কখনো কি ভেবেছি, আমি চলে যাওয়ার পর কী হবে পৃথিবীর আর কী হবে আমার?
আমরা এসব ভাবতে চাই না। অবাধ্য নফস আমাদেরকে এসব ভাবতে দিতে চায় না। মত্ত রাখতে চায় দুনিয়ার রঙতামাশায়। কিন্তু যে সত্য অনিবার্য, তা থেকে পালিয়ে কি আমরা মুক্তি পাব? আমরা কি বেঁচে যেতে পারবো মহান আল্লাহর এই অমোঘ বিধান থেকে?
‘মরণ যখন আসবে' প্রখ্যাত শায়খ ড. আয়েজ আল-কারনির এই বইটি আপনাকে জীবনের সবচেয়ে বড় বাস্তবতার সম্মুখে নিয়ে দাঁড় করাবে। আপনার বিবেকের দুয়ারে সজোড়ে করাঘাত করবে। আপনাকে জাগ্রত করার চেষ্টা করবে গাফলাতের বেঘোর নিদ্রা থেকে ইনশাআল্লাহ্‌।
লিংক কমেন্টে।

10/06/2022
তাদাব্বুর পাবলিকেশন-এর প্রথম বই ‘মরণ যখন আসবে' প্রি-অর্ডার করুন! মৃত্যু! মানবজনমের সবচেয়ে অলংঘনীয় সত্য। যে সত্যকে অস্ব...
08/06/2022

তাদাব্বুর পাবলিকেশন-এর প্রথম বই ‘মরণ যখন আসবে' প্রি-অর্ডার করুন!

মৃত্যু! মানবজনমের সবচেয়ে অলংঘনীয় সত্য। যে সত্যকে অস্বীকার করার সাধ্য নেই অবিশ্বাসী বা বিশ্বাসী কারোই।
কিন্তু আমরা কতটুকু স্মরণ করি এই অনিবার্য সত্যটিকে? দিনে বা রাতে একবারও কি মনে পড়ে, আমাকে এখান থেকে চলে যেতে হবে? জীবনের কোলাহল শেষে রাতের বিছানায় শুয়ে একবারও কি মনে হয়েছে, কেমন হবে কবরের প্রথম রাতটি? কখনো কি ভেবেছি, আমি চলে যাওয়ার পর কী হবে পৃথিবীর আর কী হবে আমার?

আমরা এসব ভাবতে চাই না। অবাধ্য নফস আমাদেরকে এসব ভাবতে দিতে চায় না। মত্ত রাখতে চায় দুনিয়ার রঙতামাশায়। কিন্তু যে সত্য অনিবার্য, তা থেকে পালিয়ে কি আমরা মুক্তি পাব? আমরা কি বেঁচে যেতে পারবো মহান আল্লাহর এই অমোঘ বিধান থেকে?

‘মরণ যখন আসবে' প্রখ্যাত শায়খ ড. আয়েজ আল-কারনির এই বইটি আপনাকে জীবনের সবচেয়ে বড় বাস্তবতার সম্মুখে নিয়ে দাঁড় করাবে। আপনার বিবেকের দুয়ারে সজোড়ে করাঘাত করবে। আপনাকে জাগ্রত করার চেষ্টা করবে গাফলাতের বেঘোর নিদ্রা থেকে ইনশাআল্লাহ্‌।
___

বই: মরণ যখন আসবে
লেখক: ড. আয়েয আল-কারিনি
অনুবাদক: Nazmul Haque Sakib
পৃষ্ঠা সংখ্যা: ২০৪
প্রচ্ছদ মূল্য: ৩৬০৳( ৫০% ছাড়ে খুচরা মূল্য-১৮০৳)
প্রি-অর্ডার উপলক্ষ্যে অতিরিক্ত ৫% ছাড়ে মূল্য-১৭০ টাকা

বই প্রকাশের তারিখ: আগামী ১৫ই জুন, ২০২২ । আজই অর্ডার করুন আপনার পছন্দের যেকোন অনলাইন শপে ।

তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বইটি প্রকাশের পথে...!আরবের প্রখ্যাত শাইখ ড. আয়েয আল-কারনির অসাধারণ বইটি নিয়ে তাদাব্বুর পাবলি...
08/06/2022

তাদাব্বুর পাবলিকেশনের প্রথম বইটি প্রকাশের পথে...!
আরবের প্রখ্যাত শাইখ ড. আয়েয আল-কারনির অসাধারণ বইটি নিয়ে তাদাব্বুর পাবলিকেশন তার যাত্রা শুরু করতে যাচ্ছে। বইটির নামকরণ করা হয়েছে “মরণ যখন আসবে”। অনুবাদ করেছেন নাজমুল হক সাকিব।

আপনার বিবেককে করাঘাত করতে এই মাসেই বইটি আপনাদের হাতে চলে আসবে ইন-শা-আল্লাহ্। অচিরেই প্রি-অর্ডার ঘোষণা পোষ্ট আসছে ইন-শা-আল্লাহ্। আপনারা প্রস্তুত তো?

#নতুন_বই

পরিশুদ্ধ জ্ঞানের পরশে শুদ্ধ চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো তাদাব্বুর পাবলিকেশন।যাত্রার প্রারম্ভেই মহা...
08/06/2022

পরিশুদ্ধ জ্ঞানের পরশে শুদ্ধ চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো তাদাব্বুর পাবলিকেশন।
যাত্রার প্রারম্ভেই মহান আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ্। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি ﷺ-এর উপর। আমাদের জান-মাল-ইজ্জত সবকিছু কুরবানি হোক তাঁরই জন্য।

এদেশের ইসলামি সাহিত্য অঙ্গনে পরিশুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ চিন্তার বিকাশে যারা মূল্যবান অবদান রাখছেন, তাদের কাজকে আল্লাহ তা'আলা কবুল করুক এবং তাদের দলে আমাদেরকে শামিল করে নিক। (আমীন)

সম্মানিত পাঠকবন্ধু, ব্যবসায়িক অংশীজন এবং শুভানুধ্যায়ী ভাই ও বোনেরা, আমরা কল্যাণের আশায় আপনাদের জন্য বিশুদ্ধ কনটেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে বদ্ধপরিকর। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের কাজের মূল চালিকাশক্তি। কল্যাণের কাজে আমরা একে অপরের সহযোগী। আমরা কথা দিচ্ছি, আমাদের কন্টেন্টগুলো শরিয়াতের বিশুদ্ধতার মাপকাঠিতে উত্তীর্ণ হবে ইন-শা-আল্লাহ্। আরও কথা দিচ্ছি, ইন-শা-আল্লাহ! এমন কোন কনটেন্ট নিয়ে আমরা কাজ করবো না, যা আপনার জীবনকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে সহযোগী হবে না অথবা চূড়ান্ত সফলতার গন্তব্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখবে না।

পাঠকবন্ধুদের প্রতি বিশেষ আহ্বান, ইসলামি বইয়ের একজন পাঠক হিসেবে আপনারা দ্বীনের বিষয়ে সচেতন মহলের অন্তর্ভুক্ত। কাজেই অপপ্রচার, মিথ্যাবাদের প্রসার এবং ফিতনার এই সময়ে সত্য এবং পরিশুদ্ধ জ্ঞানের বিস্তারে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আমরা মনে করি। তাই আশা করছি, নিজে বিশুদ্ধ বই পড়ার পাশাপাশি এর প্রচার-প্রসারেও আপনারা আমাদের সহযোগীতায় সচেষ্ট হবেন। আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

পরিশেষে দুনিয়া আখিরাতে আপনাদের সকলের কল্যাণ এবং সফলতা কামনা করছি। ওয়াসসালাম।

17/04/2022

Address

34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Tadabbur Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tadabbur Publication:

Share

Category