নন্দন প্রকাশনী

নন্দন প্রকাশনী সৃজনশীল পুস্তক প্রকাশক
(10)

24/09/2023

একটা ব্যাপার একই সাথে আনন্দ এবং কষ্টের হতে পারে- এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রকাশনীর কোনো বইয়ের মুদ্রণ শেষ হওয়া। আনন্দের কারণ তো বোঝাই যাচ্ছে, দুঃখের কারণ হচ্ছে-একসাথে বেশ কিছু টাকা আটকে যায়। বই যদি ১০/২০ কপি করে ছাপা যেত!

যাইহোক, নন্দন প্রকাশনীর ৭টা বই আজকে রিপ্রিন্টে গেল। আলহামদুলিল্লাহ।

কনটেন্ট রাইটিং ইজ কিং (২য় মুদ্রণ)
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া (১১তম মুদ্রণ)
ডেলিভারিং হ্যাপিনেস (২য় মুদ্রণ)
আই স রামাল্লা (২য় মুদ্রণ)
ফরবিডেন আইল্যান্ড (২য় মুদ্রণ)
বখতিয়ারের জ্বিন (৪র্থ মুদ্রণ)
তবু আমারে দেবো না ভুলিতে (৪র্থ মুদ্রণ)

রিপ্রিন্ট বইগুলো নিয়ে বড়সড় বান্ডেল অফার আসছে। বিস্তারিত শীঘ্রই জানিয়ে দেবো।

প্রি-অর্ডার মানুষ করেই যেন সবার আগে বই পায়। অথচ অনেক প্রকাশনী তাদের বই-ই পরে পাঠায়। কিন্তু আমরা আজ নন্দনের স্বাভাবিক কার...
21/08/2023

প্রি-অর্ডার মানুষ করেই যেন সবার আগে বই পায়। অথচ অনেক প্রকাশনী তাদের বই-ই পরে পাঠায়। কিন্তু আমরা আজ নন্দনের স্বাভাবিক কার্যক্রম সীমিত করে সবাই মিলে প্রি-অর্ডারগুলো প্রসেস করেছি। সবগুলো পার্সেল আলহামদুলিল্লাহ আজ শিপড করতে পেরেছি।

এখানে কয়টা পার্সেল আছে সঠিক গেজ করতে পারলে দৈবচয়নে একজন পাবেন 'কনটেন্ট রাইটিং ইজ কিং' বইটা উপহার।

বই চলে এসেছে। বরাবরের মতোই নন্দনের প্রিমিয়াম প্রোডাকশনে। যারা প্রি-অর্ডার করেছেন সবার বই আজই শিপড করা হবে। আশা করি কাল ক...
21/08/2023

বই চলে এসেছে। বরাবরের মতোই নন্দনের প্রিমিয়াম প্রোডাকশনে।

যারা প্রি-অর্ডার করেছেন সবার বই আজই শিপড করা হবে। আশা করি কাল কিংবা পরশু পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বুকশপগুলো আমাদের সেলসসেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

সেলসসেন্টারের ঠিকানা-
শপ-১ (২য় তলা), কওমী মার্কেট
বাংলাবাজার, ঢাকা।

একটা মধুর সমস্যায় পড়ে গেছি! আমাদের 'কনটেন্ট রাইটিং ইজ কিং' বইটার প্রি-অর্ডার পোস্ট নিয়ে পেজ থেকে মাত্র ১০ ডলারের একটা ক্...
19/08/2023

একটা মধুর সমস্যায় পড়ে গেছি!

আমাদের 'কনটেন্ট রাইটিং ইজ কিং' বইটার প্রি-অর্ডার পোস্ট নিয়ে পেজ থেকে মাত্র ১০ ডলারের একটা ক্যাম্পেইন রান করেছিলাম। এখান থেকে অর্ডার আসবে এমন কোনো আশা ছিল না। আমাদের ইচ্ছা ছিল লোকে জানুক, এই টপিকে একটা বই আসছে।

কিন্তু গেস হোয়াট, অর্ডার চলে এসেছে ৮০ টার মতো! ক্যাম্পেইন স্টিল রানিং। ক্যাম্পেইনের cpm ০.৬! মেসেজ টু অর্ডার রেশিও প্রায় ৫০%। এই সময়ে এসে এমন রেজাল্ট আনবিলিভেবল! ধারণা করছি এখানে আমাদের টার্গেটিং এর চেয়ে বইয়ের কনটেন্টটা বেশি গুরুত্ব পেয়েছে। বইয়ের শর্ট পিডিএফ পোস্টে দেয়া ছিল। সবাই সেটা পড়েই বুঝতে পেরেছে বইটা আসলেই দারুণ। আপনিও পড়ে দেখতে পারেন-
প্রিভিউ লিংক-
https://drive.google.com/file/d/1Wt-nEQTf1RB4y2qVOW8yGwqrUwi6gCIF/view?usp=sharing

বইয়ের রিলিজ ডেট ছিল আগামীকাল। তবে হঠাৎ করে এমন রেসপন্স আসাতে রিলিজ ডেট একদিন পেছাতে হচ্ছে। বই একবারে পরশুদিনই আসবে এবং ওইদিনই প্রি-অর্ডারের বই শিপড করা হবে ইনশাআল্লাহ।

৪০% ছাড়ে প্রি-অর্ডারের শেষদিন আজ রাত পর্যন্ত থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকাল রাত ১২টা পর্যন্ত সময় বাড়ানো হলো। এতো বেশি ছাড় কিন্তু পরে আর পাবেন না, বলে দিলাম, হুমম!

অর্ডার করতে এক্ষুণি ইনবক্স করুন!

এই বইটা আপনাকে পড়তেই হবে...যদি আপনি হয়ে থাকেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, কনটেন্ট রাইটার, উদ্যোক্তা, ব্যবসায়ী, মার্কেটার, ফ্...
14/08/2023

এই বইটা আপনাকে পড়তেই হবে...

যদি আপনি হয়ে থাকেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, কনটেন্ট রাইটার, উদ্যোক্তা, ব্যবসায়ী, মার্কেটার, ফ্রি-ল্যান্সার কিংবা বিজনেস স্টুডেন্ট।

কারণ কনটেন্ট রাইটিং ভালো হলে কনটেন্টও ভালো হবে। আর আজকাল কে না জানে, 'কনটেন্ট ইজ কিং'! আমরা তাই খানিকটা পরিবর্তন এনে বইয়ের নামই রেখেছি 'কনটেন্ট রাইটিং ইজ কিং'!

গুগলে 'বেস্ট কনটেন্ট রাইটিং বুক' লিখে সার্চ করলে প্রথমেই থাকবে এন হ্যান্ডলি'র 'এভরিবডি রাইটস' বইটা। এর গুডরিডস রেটিং ৪/৫। বুঝতেই পারছেন কী দুর্দান্ত একটি বই। সে বইয়েরই ঝরঝরে, সাবলীল বাংলা রূপান্তর হচ্ছে 'কনটেন্ট রাইটিং ইজ কিং'।

মূল বইটা ইংলিশ ভাষাভাষীদের জন্য লেখা। ফলে ইংলিশ ব্যাকরণসহ অনেক ব্যাপারই ছিল আমাদের প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়। সেগুলো সংক্ষেপ/পরিমার্জন করে একটি কার্যকরী রূপান্তর আমরা পাঠকের জন্য উপস্থাপন করেছি।

আরেকটা কথা, এটি শুধু কনটেন্ট রাইটিং বিষয়ক বই-ই না, একই সাথে যারা ক্রিয়েটিভ রাইটিং, যেমন গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধ লেখালেখি নিয়ে আগ্রহী তাদের জন্যও দারুণ ইফেক্টিভ এই বইটি।

আমরা আর বেশি কথা বলব না। বইয়ের ভূমিকা ও সূচিসহ প্রথম ১৬ পেজের শর্ট পিডিএফ দিলাম। নিজেই পড়ে দেখুন।
শর্ট পিডিএফ লিংক-
https://drive.google.com/file/d/1Wt-nEQTf1RB4y2qVOW8yGwqrUwi6gCIF/view?usp=sharing

✅ অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি!

✅ আর হ্যাঁ, বই আসবে ২০ তারিখে। এখন প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডারে কি বাড়তি ছাড় না দিলে চলে! তাই ৪০% ছাড় দিচ্ছি আমরা। সাথে থাকছে বুকমার্ক ফ্রি!

✅ ডেলিভারি চার্জ ৫০ টাকা। ঢাকার বাইরে অগ্রিম প্রযোজ্য। ঢাকার বাইরে হোম+ক্যাশ অন ডেলিভারি নিলে চার্জ ১০০ টাকা।

✅ আমাদের পেজ ছাড়াও অর্ডার করা যাবে রকমারি, ওয়াফিলাইফ, বইফেরী, বিবিধ, বুকস্ট্রিট, ধী সহ আপনার পছন্দের বুকশপে। বুকশপ ভেদে ছাড়ে তারতম্য হতে পারে।

✅ বুকশপ ও লাইব্রেরির জন্য হোলসেলে রয়েছে বিশাল ডিসকাউন্ট।

বেশি কথা বলে লাভ নেই। বইয়ের ভূমিকা ও সূচিসহ প্রথম ১৬ পেজের প্রিভিউ দিলাম। পড়ে যদি মনে হয় বইটা আপনার কাজে আসবে তাহলে ৪০% ...
12/08/2023

বেশি কথা বলে লাভ নেই। বইয়ের ভূমিকা ও সূচিসহ প্রথম ১৬ পেজের প্রিভিউ দিলাম। পড়ে যদি মনে হয় বইটা আপনার কাজে আসবে তাহলে ৪০% ছাড়ে প্রি-অর্ডার করে ফেলতে পারেন। আপনার পছন্দের বুকশপ ছাড়াও সরাসরি নন্দন প্রকাশনী থেকেও অর্ডার করতে পারেন। বই আসবে ইনশাআল্লাহ ২০ তারিখে।

আর বুকশপগুলোর জন্য বিশাল অফার আছে। যারা প্রি-অর্ডার নিতে ইচ্ছুক তারা আমাদের পেজে নক করতে পারেন।

প্রিভিউ লিংক-
https://drive.google.com/file/d/1Wt-nEQTf1RB4y2qVOW8yGwqrUwi6gCIF/view?usp=sharing

লেখালেখি বিষয়ক বইয়ের লেখা পড়তে গিয়ে যদি দাঁত ভেঙে যায় তাহলে কিছু হলো! এজন্যই মনে হয় এতো ভালো একটা বই হওয়া সত্ত্বেও বাজার...
10/08/2023

লেখালেখি বিষয়ক বইয়ের লেখা পড়তে গিয়ে যদি দাঁত ভেঙে যায় তাহলে কিছু হলো!

এজন্যই মনে হয় এতো ভালো একটা বই হওয়া সত্ত্বেও বাজারি অনুবাদকরা এটাতে হাত দেয়নি। নইলে অনুবাদ হয় নাই এমন সেলফ-হেল্প ক্যাটাগরির বই প্রায় নেই বললেই চলে। সবগুলোর ভয়াবহ সব অনুবাদ পাবেন।

তেমন কোনো পরিবর্তন ছাড়াই বইটা সম্পাদনার টেবিল পেরিয়ে এসেছে। কারণ মূল অনুবাদটাই চমৎকার হয়েছে। অনুবাদক শাওন আরাফাতকে অভিনন্দন।

পাঠকরাও পড়ে দারুণ আরাম পাবেন। শনিবার থেকে ইনশাআল্লাহ প্রি-অর্ডার শুরু হবে। ওইদিন একটা প্রিভিউও পাবলিশ করা হবে। সেটা পড়লেই বুঝবেন বইটা কতো উপকারী এবং অনুবাদ কেমন সাবলীল হয়েছে।

যে সমস্ত অনলাইন শপ বইটার প্রি-অর্ডার নিতে ইচ্ছুক তারা দয়া করে আমাদের ইনবক্স করুন প্লিজ।

সবাই বলে কন্টেন্ট ইজ কিং। কিন্তু আসলে শব্দটা হওয়া উচিত 'কনটেন্ট রাইটিং ইজ কিং'। কারণ সব ধরনের কন্টেন্টের ভিত্তিই হলো এর ...
30/07/2023

সবাই বলে কন্টেন্ট ইজ কিং। কিন্তু আসলে শব্দটা হওয়া উচিত 'কনটেন্ট রাইটিং ইজ কিং'। কারণ সব ধরনের কন্টেন্টের ভিত্তিই হলো এর রাইটিং। কন্টেন্ট রাইটার, ফ্রি-ল্যান্সার, মার্কেটার থেকে শুরু করে যার একটা ছোট অনলাইন পেজ আছে তাকেও কন্টেন্ট লিখতে হয় নিয়মিত। অথচ বাংলায় এ বিষয়ক বই নেই বললেই চলে।

তাই এই এই ফাঁকা মাঠে চাইলে অনেক আগেই যেনতেন বই অনুবাদ করে গোল দিতে পারতাম।
কিন্তু আমরা চেয়েছিলাম ভালো একটা বই আনতে। ৫ হাজারের বেশি মানুষের রেটিং-এ বইটার গুডরিডস রেটিং ৪/৫। বুঝতেই পারছেন!

বইটা সরাসরি অনুবাদ না। ইংলিশ ভাষাভাষীদের জন্য লেখা হওয়ায় বইটাতে ইংলিশ ব্যাকরণের অনেক নিয়ম কানুন ছিল। সেগুলো যথাসম্ভব বাদ দিয়ে/সংক্ষেপ করে বাংলাভাষার উপযুক্ত করে রূপান্তর করেছি। মোট ৬টা অধ্যায় আছে বইতে, কোনো অধ্যায় বা সাব অধ্যায় বাদ দেয়া হয়নি। কোন অধ্যায়ে কী আছে সে বিষয়ে বিস্তারিত শীঘ্রই জানাব৷ তার আগ পর্যন্ত প্রচ্ছদ দেখুন!

বাই দ্য ওয়ে, এটা শুধু কন্টেন্ট রাইটিং বিষয়ক বই না। যারা সৃজনশীল লেখালেখি অর্থাৎ গল্প উপন্যাস লেখেন তাদের জন্যও অনেক উপকারী।

প্রি-অর্ডার শুরু হবে এই সপ্তাহ'র মধ্যেই ইনশাআল্লাহ।

বর্ষপূর্তি অফারে সেলস সেন্টার পুরা খালি করে ফেলেছেন আপনারা!১০০ মার্কেটিং আইডিয়া-১০ম মুদ্রণতবু আমারে দেবো না ভুলিতে-৪র্থ ...
24/07/2023

বর্ষপূর্তি অফারে সেলস সেন্টার পুরা খালি করে ফেলেছেন আপনারা!

১০০ মার্কেটিং আইডিয়া-১০ম মুদ্রণ
তবু আমারে দেবো না ভুলিতে-৪র্থ মুদ্রণ
বখতিয়ারের জ্বিন-৪র্থ মুদ্রণ
আই স রামাল্লা-২য় মুদ্রণ...
..সাথে নতুন একটা বই লোডিং, ইনশাআল্লাহ।

শেষ হয়ে যাচ্ছে বছরের সবচেয়ে বড় অফার!আর মাত্র ৩ দিন বাকি!৫ বছর পূর্তি উপলক্ষ্যে নন্দন প্রকাশনীর ১১টা বইতে থাকছে সর্বোচ্চ ...
18/07/2023

শেষ হয়ে যাচ্ছে বছরের সবচেয়ে বড় অফার!
আর মাত্র ৩ দিন বাকি!

৫ বছর পূর্তি উপলক্ষ্যে নন্দন প্রকাশনীর ১১টা বইতে থাকছে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়। অফার চলবে শুক্রবার (২১ জুলাই) রাত ১২ টা পর্যন্ত।

খালি ছাড়ই না, সাথে থাকছে উপহারের ছড়াছড়ি!

✅ প্রতি অর্ডারে ৩ টি করে বুকমার্ক উপহার!
✅ মাত্র ৫০০ টাকার অর্ডারে থাকছে একটি বই উপহার!
✅ ১০০০ টাকার অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারি ও একটি বই উপহার!
✅ যেকোনো পরিমাণ বইয়ের জন্য ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা।
✅পাইকারী ক্রেতা/বুকশপের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট।

ছবিতে প্রতিটি বইয়ের ছাড়মূল্য দেয়া আছে আলাদা করে। এছাড়াও আপনাদের সুবিধার্থে বিষয়ভিত্তিক প্যাকেজও করা হয়েছে।

অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি! সময় এবং স্টক দুইটাই কম!

⛔ এটা নন্দন প্রকাশনীর অফিশিয়াল পেজ। দয়া করে অন্য প্রকাশনীর বই এখানে চাইবেন না

বই প্যাকেজিং যদি কোনো শিল্প হয় আমরা তার শিল্পী!আমাদের প্রায় সব কাস্টমারই নন্দনের প্যাকেজিং এর প্রশংসা করেন। এভাবেই অতি য...
17/07/2023

বই প্যাকেজিং যদি কোনো শিল্প হয় আমরা তার শিল্পী!

আমাদের প্রায় সব কাস্টমারই নন্দনের প্যাকেজিং এর প্রশংসা করেন। এভাবেই অতি যত্নে প্যাকেজিং হয়ে বইগুলো চলে যায় আপনাদের হাতে হাতে, সারাদেশে।

সর্বোচ্চ ৬০% ছাড়ের অফারের বইগুলোও গিফটসমেত প্যাকেট হচ্ছে। গিফট ও বিশাল ছাড় পেতে চাইলে ইনবক্স করুন এক্ষুণি!

শুরু হয়ে গেল বছরের সবচেয়ে বড় অফার!প্রতি বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে একটা বিশাল অফার দিয়ে থাকি আমরা। আজ ১৩ জুলাই নন্দন ৬ বছর...
13/07/2023

শুরু হয়ে গেল বছরের সবচেয়ে বড় অফার!

প্রতি বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে একটা বিশাল অফার দিয়ে থাকি আমরা। আজ ১৩ জুলাই নন্দন ৬ বছরে পা দিল। এই উপলক্ষ্যে আমাদের সব বইতে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়ের অফার ঘোষণা করছি। অফার চলবে মাত্র ৭ দিন। ২০ জুলাই পর্যন্ত।

খালি ছাড়ই না, সাথে থাকছে উপহারের ছড়াছড়ি!
✅ প্রতি অর্ডারে ৩ টি করে বুকমার্ক উপহার!
✅ মাত্র ৫০০ টাকার অর্ডারে থাকছে একটি বই উপহার!
✅ ১০০০ টাকার অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারি ও একটি বই উপহার!
✅ যেকোনো পরিমাণ বইয়ের জন্য ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা।

ছবিতে প্রতিটি বইয়ের ছাড়মূল্য দেয়া আছে আলাদা করে।

অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি!

⛔ এটা নন্দন প্রকাশনীর অফিশিয়াল পেজ। দয়া করে অন্য প্রকাশনীর বই এখানে চাইবেন না

আগামীকাল নন্দনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৬ বছরে পা দিচ্ছে নন্দন, আলহামদুলিল্লাহ। নন্দন প্রকাশনী নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন...
12/07/2023

আগামীকাল নন্দনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৬ বছরে পা দিচ্ছে নন্দন, আলহামদুলিল্লাহ।

নন্দন প্রকাশনী নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন থাকলেও কোভিড এবং কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য খুব বেশি কাজ করা হয়নি। তবে শীঘ্রই আমরা দারুণ এক্সাইটিং সব বই নিয়ে আসব ইনশাআল্লাহ।

যাইহোক, এবার আসল কথায় আসা যাক।
গত ২ বছর ধরে আমরা এই বর্ষপূর্তি উপলক্ষ্যে আমাদের পাঠকদের বিশাল একটা ছাড় দিয়ে থাকি। অনেকেই এই ছাড়টার জন্য অপেক্ষা করেন। এবারও থাকছে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে শুরু হয়ে মাত্র ৫ দিনের জন্য এই অফার চলবে। আমাদের সমস্ত বইতে থাকবে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! সাথে গিফটের ছড়াছড়ি তো থাকবেই!

বিস্তারিত আগামীকাল...

পানির দামে বই দিচ্ছি বলে কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি! প্রিমিয়াম প্যাকেজিং ও প্রোডাকশনই ডেলিভার করেছি আমাদের...
12/12/2022

পানির দামে বই দিচ্ছি বলে কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি! প্রিমিয়াম প্যাকেজিং ও প্রোডাকশনই ডেলিভার করেছি আমাদের ক্লায়েন্টদের। যার প্রমাণ এই স্ক্রিনশটগুলোতে পাবেন।

কাগজের দাম গত কয়েকদিনে বেড়েছে দিগুণেরও বেশি। তবুও একটা বিশেষ কারণে বইগুলো আমরা খুবই কমদামে ছেড়ে দিচ্ছি।

আমাদের বেস্টসেলার গু.প্ত.সং.ঘ বইয়ের অষ্টম মুদ্রণের সবগুলো বইয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল। কোনো পেজ মিসিং নেই, শুধু প্রথম ১৬ পেজের ক্রম আগে পরে চলে গেছে। তবুও দায়বদ্ধতার জায়গা থেকে বইগুলো আমরা মার্কেট থেকে তুলে নিয়েছিলাম।
অনেকগুলো বই আটকে গিয়েছিল। এগুলো একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছি আমরা। ৫০% ছাড়, সাথে ডেলিভারি ফ্রি৷ লস কিছুটা কমাতে আমাদের অন্যান্য বইগুলো দিয়ে বিষয়ভিত্তিক প্যাকেজ করেছি। যেগুলোতে সব মিলিয়ে ৫০% পর্যন্ত ছাড় আছে। আপনার পছন্দের প্যাকেজটা নিতে পারেন।

গতমাসে এই অফারে আপনাদের দারুণ সারা পেয়েছি। ত্রুটিযুক্ত বইয়ের স্টক প্রায় শেষ। আর অল্প কিছু কপি আছে। এগুলো শেষ হলে আমরা ক্যাম্পেইনটা বন্ধ করে দেবো।

আমাদের বইগুলোর প্রোডাকশন কোয়ালিটি খুবই প্রিমিয়াম। হাতে নিলেই মন ভালো হতে বাধ্য। বই সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে ছবিতে ক্লিক করুন

অর্ডার করতে ইনবক্স করুন এখুনি।

*দয়া করে এই পোস্টে উল্লিখিত বইয়ের বাইরে অন্য প্রকাশনীর বই চাইবেন না। আমরা কোনো বুকশপ না, প্রকাশনী। শুধু আমাদের প্রকাশিত বইই সেল করি।

আপনার প্রতিষ্ঠানের উপর যখনই কোনো ধাক্কা আসে, সেটা মূলত আপনার প্রতিষ্ঠানকে আরো একধাপ এগিয়ে নেয়ার একটা সুযোগ তৈরি করে দেয়।...
26/11/2022

আপনার প্রতিষ্ঠানের উপর যখনই কোনো ধাক্কা আসে, সেটা মূলত আপনার প্রতিষ্ঠানকে আরো একধাপ এগিয়ে নেয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। সুযোগটা আপনি কাজে লাগাতে পারছেন কিনা এটাই হলো কথা।

একটা উদাহরণ দেই। আগেও বলেছি, আমাদের গুপ্তসংঘ বইটার অষ্টম মুদ্রণের সবগুলো বইতেই প্রথম ফর্মার পেজ সিকোয়েন্স আগে পরে চলে গেছিল। যেহেতু কোনো পেজ মিসিং ছিল না, পাঠককে ভুং ভাং বুঝিয়ে চালিয়ে দেয়া যেত৷ কিন্তু আমরা ঘোষণা দিয়েই বইটা মার্কেট থেকে তুলে নেই দায়বদ্ধতার জায়গা থেকে। অনেকগুলো ত্রুটিপূর্ণ বই আটকে যায়। অনেক টাকার ব্যাপার। প্রথমে একটু টেনশনে পড়ে গেলেও এটাকে নিয়েই নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করলাম আমরা। ত্রুটিযুক্ত বইয়ের সাথে আমাদের অন্য বইগুলো দিয়ে প্যাকেজ করে একটা অফার দিলাম৷ এই অফারে অভাবনীয় সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ৷ প্রায় অর্ধলক্ষ টাকার সেল এসেছে। লস পুষিয়ে তো গেছেই, লাভও হয়েছে ভালোই।

আর ব্র‍্যান্ড ভ্যালু যে কতটা বেড়েছে সেটা বুঝেছি, নন্দনের পেজে পশ্চিমবঙ্গের দুই পাঠকের কমেন্টে। বই তুলে নেয়ার পোস্টে দুজন পাঠক আক্ষেপ করেছিলেন, কোলকাতায় তারা এ ধরনের পেশাদারিত্বের উদাহরণ কখনও দেখেননি।
একেই বোধহয় বলে-শাপে বর!

ত্রুটিপূর্ণ বইয়ের স্টক প্রায় শেষ। যেহেতু মাসের শেষ, তাই এ মাসের জন্য পেইড প্রমোশন আজ বন্ধ করে দিলাম। স্টক থাকলে আবার আগামী মাসে শুরু হবে।
কেউ চাইলে স্টক থাকতে থাকতেই অর্ডার করতে পারেন আমাদের। বিস্তারিত কমেন্টে দিলাম।

যারা এই অফারে বই নিয়েছেন তাদের সবাইকে জানাই, আন্তরিক ধন্যবাদ।

14/11/2022

একটা মজার ব্যাপার বলি।
লক্ষ্য করলাম, ইদানিং আমাদের ডেলিভারিং হ্যাপিনেস বইটার সেল হঠাৎ করেই বেড়ে গেছে। অথচ বইটা বের হয়েছে এক বছরের বেশি সময় আগে। সারা বছর স্লো এন্ড স্টেডি ছিল বইটার সেল। এখন হুট করে সেল বাড়ার মতো কী এমন ঘটল?
চিন্তাভাবনা করে যে উপসংহারে পৌঁছুলাম সেটা খুবই ইন্টারেস্টিং। কয়েকদিন আগে রকমারির সোহাগ ভাইয়ের একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, এটাই কারণ!
দাঁড়ান, বুঝিয়ে বলি।
আশিফ এন্তাজ রবির সাথে সোহাগ ভাইয়ের বেশ পুরনো একটা ইন্টারভিউ আছে। সেখানে সুখ নিয়ে কথা বলতে গিয়ে সোহাগ ভাই ডেলিভারিং হ্যাপিনেস বইটার রেফারেন্স দিয়েছিলেন, বেশ প্রশংসাও করেছিলেন। যদিও বইটা এক বিলিয়নিয়ার উদ্যোক্তার আত্মজীবনী কিন্তু হ্যাপিনেস বা সুখ নিয়েও চমৎকার আলোচনা আছে। কীভাবে প্রফেশনাল ও পারসোনাল লাইফে সুখ খুঁজে পাওয়া যায় এইসব আরকী।
তো সোহাগ ভাইয়ের রিসেন্ট ইন্টারভিউ ভাইরাল হবার পর লোকজন নিশ্চয়ই খুঁজে খুঁজে আগের ইন্টারভিউগুলোও দেখেছে। সেখান থেকেই এই বইয়ের খোঁজ পেয়ে অর্ডার করছে। সিম্পল!

বাই দ্য ওয়ে, নন্দনে এখন এই বইসহ অন্যান্য বইয়ের একটা দারুণ অফার চলছে। বিস্তারিত কমেন্টে। অর্ডার করতে ইনবক্স করুন আমাদের।

কাগজের দাম গত কয়েকদিনে বেড়েছে দিগুণেরও বেশি। তবুও একটা বিশেষ কারণে বইগুলো আমরা খুবই কমদামে ছেড়ে দিচ্ছি।আমাদের বেস্টসেলার...
12/11/2022

কাগজের দাম গত কয়েকদিনে বেড়েছে দিগুণেরও বেশি। তবুও একটা বিশেষ কারণে বইগুলো আমরা খুবই কমদামে ছেড়ে দিচ্ছি।

আমাদের বেস্টসেলার গু.প্ত.সং.ঘ বইয়ের অষ্টম মুদ্রণের সবগুলো বইয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। কোনো পেজ মিসিং নেই, শুধু প্রথম ১৬ পেজের ক্রম আগে পরে চলে গেছে। তবুও দায়বদ্ধতার জায়গা থেকে বইগুলো আমরা মার্কেট থেকে তুলে নিয়েছি।
অনেকগুলো বই আটকে গেছে। এগুলো একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছি আমরা। ৫০% ছাড়, সাথে ডেলিভারি ফ্রি৷ লস কিছুটা কমাতে আমাদের অন্যান্য বইগুলো দিয়ে বিষয়ভিত্তিক প্যাকেজ করেছি। যেগুলোতে সব মিলিয়ে ৫০% পর্যন্ত ছাড় আছে। আপনার পছন্দের প্যাকেজটা নিতে পারেন। প্যাকেজ ছাড়াও যেকোনো বই নেয়া যাবে। অথবা মাত্র ১২৫ টাকা দিয়ে শুধু গুপ্তসংঘও নিতে পারেন। শুধু গুপ্তসংঘ নিলে ক্যাশ অন ডেলিভারি হবে না। অগ্রিম পেমেন্ট করতে হবে।

আমাদের বইগুলোর প্রোডাকশন কোয়ালিটি খুবই প্রিমিয়াম। হাতে নিলেই মন ভালো হতে বাধ্য। বই সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে ছবিতে ক্লিক করুন

অর্ডার করতে ইনবক্স করুন এখুনি।

*অফার চলবে সমস্যাযুক্ত বই স্টকে থাকা সাপেক্ষে।

বইগুলো একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছি, নেবেন?আমাদের বেস্টসেলার গু.প্ত.সং.ঘ বইয়ের অষ্টম মুদ্রণের সবগুলো বইয়ে একটু সমস্যা ...
10/11/2022

বইগুলো একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছি, নেবেন?

আমাদের বেস্টসেলার গু.প্ত.সং.ঘ বইয়ের অষ্টম মুদ্রণের সবগুলো বইয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। কোনো পেজ মিসিং নেই, শুধু প্রথম ১৬ পেজের ক্রম আগে পরে চলে গেছে। তবুও দায়বদ্ধতার জায়গা থেকে বইগুলো আমরা মার্কেট থেকে তুলে নিয়েছি।
ফলে অনেকগুলো বই আটকে গেছে। এগুলো একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছি আমরা। ৫০% ছাড়, সাথে ডেলিভারি ফ্রি৷ লস কিছুটা কমাতে আমাদের অন্যান্য বইগুলো দিয়ে বিষয়ভিত্তিক প্যাকেজ করেছি। যেগুলোতে সব মিলিয়ে ৫০% পর্যন্ত ছাড় আছে। আপনার পছন্দের প্যাকেজটা নিতে পারেন। প্যাকেজ ছাড়াও যেকোনো বই নেয়া যাবে। অথবা মাত্র ১২৫ টাকা দিয়ে শুধু গুপ্তসংঘও নিতে পারেন। শুধু গুপ্তসংঘ নিলে ক্যাশ অন ডেলিভারি হবে না। অগ্রিম পেমেন্ট করতে হবে।

আমাদের বইগুলোর প্রোডাকশন কোয়ালিটি খুবই প্রিমিয়াম। হাতে নিলেই মন ভালো হতে বাধ্য।
বই সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে ছবিতে ক্লিক করুন

অর্ডার করতে ইনবক্স করুন এখুনি।

একটি বিশেষ ঘোষণানন্দন থেকে প্রকাশিত গুপ্তসংঘ বইটার ৮ম মূদ্রণে একটা ত্রুটি ধরা পড়েছে। প্রথম ১৬ পেজের সিকোয়েন্স ভাঁজাইয়ের ...
31/10/2022

একটি বিশেষ ঘোষণা

নন্দন থেকে প্রকাশিত গুপ্তসংঘ বইটার ৮ম মূদ্রণে একটা ত্রুটি ধরা পড়েছে। প্রথম ১৬ পেজের সিকোয়েন্স ভাঁজাইয়ের ভুলে আগে পরে চলে গেছে। এজন্য বইগুলো আমরা মার্কেট থেকে তুলে নিচ্ছি। যারা অলরেডি ত্রুটিযুক্ত বই পেয়েছেন তারা পরের মুদ্রণে চেঞ্জ করে নিতে পারবেন।

প্রায় ১৪০ কপির মতো বই আছে। এগুলো আমরা একেবারে পানির দামে ছেড়ে দেব। ৫০% ছাড় সাথে সারাদেশে ডেলিভারি ফ্রি। মানে ১২৫ টাকায় বইটা ঘরে বসে পাচ্ছেন! সাথে লস মিনিমাইজ করার জন্য নন্দনের অন্য যেকোন বইও ৪০% ছাড়ে দিচ্ছি। ডেলিভারি চার্জ ছাড়াই।

আবারও বলি, বইতে কোনো পেজ মিসিং নেই, শুধু ক্রমটা আগে পরে চলে এসেছে। যেমন, ৯ এর পর ১৩ এমন।

অর্ডার করতে ইনবক্স করুন আমাদের। বুঝতেই পারছেন, ১৪০ জনকেই এই সুবিধা দিতে পারব। সাথে ফ্রি ডেলিভারিতে অন্য বই নেয়ারও সুযোগ থাকছে। নন্দনের বুকলিস্ট কমেন্টে দিলাম।

পুনশ্চ-কোন বুকশপ হোলসেলে নিতে চাইলেও দেয়া যাবে।

আজকাল ১৫০ টাকায় কী হয় আপনার সোনামণির জন্য?অথচ এই সামান্য টাকাতেই তাকে উপহার দিতে পারেন চমৎকার এক সেট দু'আ কার্ড।দু'আ কার...
23/04/2022

আজকাল ১৫০ টাকায় কী হয় আপনার সোনামণির জন্য?

অথচ এই সামান্য টাকাতেই তাকে উপহার দিতে পারেন চমৎকার এক সেট দু'আ কার্ড।

দু'আ কার্ড কী?
আচ্ছা, খুলেই বলি।

আমাদের দৈনন্দিন সমস্ত কাজের জন্যই নবিজি (সা.) এর শেখানো বিভিন্ন দু'আ রয়েছে। এগুলোকে মাসনুন দু'আ বলা হয়। দু'আগুলো ছোটো থেকেই আত্মস্থ করে নিলে আজীবন আপনার সন্তানের মাথায় থেকে যাবে ইনশাআল্লাহ। সে চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি ছোটদের দু'আ কার্ড সেট। ১৬টি কার্ডের মাধ্যমে অতি প্রয়োজনীয় ১৬টি মাসনুন দু'আ বাচ্চারা শিখতে পারবে। কার্ডে দু'আর সাথে মিল রেখে এমন দারুণ সব ঝকঝকে রঙিন ইলাস্ট্রেশন দেয়া হয়েছে, বাচ্চারা হাতে না নিয়ে পারবেই না!

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতিটি কার্ডেই একটি করে কিউআর কোড দেয়া আছে যা যেকোনো স্মার্টফোন থেকে স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও চালু হয়ে যাবে ইউটিউবে। ভিডিওর মাধ্যমে বাচ্চারা শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে। সুতরাং যেসব বাচ্চা এখনও পড়তে শেখেনি তাদের জন্যও এই কার্ড সেট মাসনুন দু'আ শেখার এক অনন্য মাধ্যম।

-কার্ডের আরো কিছু বৈশিষ্ট্য-
* বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় রঙিন ইলাস্ট্রেশন।
* ছবির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে শরীয়তের মানদণ্ড
* ৪.২৫ * ৬.৭৫ ইঞ্চির হ্যান্ডি সাইজ
* প্রতিটি কার্ডের সাথেই আছে অর্থ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স।
* বাচ্চাদের জন্য সহজবোধ্য সাবলীল বাংলা অর্থ।
* প্রিমিয়াম কোয়ালিটি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ডে ঝকঝকে ছাপা। সাথে ম্যাট এবং স্পট।

সুদৃশ্য বক্সসহ দু'আ কার্ড সেটটি আপনার সোনামণির জন্য সেরা উপহার হবে ইনশাআল্লাহ। প্রিয়জনকে গিফটের জন্যও দারুণ একটি আইটেম।
মাত্র ১৫০ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি।

➡️ সিঙ্গেল সেটের ডেলিভারি চার্জ মাত্র ৩০ টাকা
➡️ দুই সেট একত্রে অর্ডার করলেই সারাদেশে ফ্রি ডেলিভারি!
➡️ সর্বনিম্ন ৫ সেট অর্ডার করলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট!

-কার্ডে যেসব দু'আ রয়েছে-
✅ খাওয়ার আগের/পরের দু'আ
✅ ঘুমের আগের/পরের দু'আ
✅ বাথরুমে ঢোকার/বের হবার দু'আ
✅ ঘরে ঢোকার/বের হবার দু'আ
✅ মসজিদে ঢোকার/বের হবার দু'আ
✅ বিসমিল্লাহ ভুলে গেলে পড়ার দু'আ
✅ রাগের সময় পড়ার দু'আ
✅ বিপদ আপদের দু'আ
✅ রোগী দেখার দু'আ
✅ জ্ঞান বৃদ্ধির দু'আ
✅ হাঁচির দু'আ

আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন-
https://cutt.ly/FIcw4Y1আ

মাত্র ১৫০ টাকায় আপনার সোনামণির জন্য এর চাইতে সেরা উপহার আর হতেই পারে না!আচ্ছা, জিনিসটা কী সেটাই তো বলা হলো না! একটু ভেঙে...
18/04/2022

মাত্র ১৫০ টাকায় আপনার সোনামণির জন্য এর চাইতে সেরা উপহার আর হতেই পারে না!

আচ্ছা, জিনিসটা কী সেটাই তো বলা হলো না!
একটু ভেঙেই বলি।

আমাদের দৈনন্দিন সমস্ত কাজের জন্যই নবিজি (সা.) এর আমলকৃত বিভিন্ন দু'আ রয়েছে। এগুলোকে মাসনুন দু'আ বলা হয়। দু'আগুলো ছোটো থেকেই আত্মস্থ করে নিলে আজীবন আপনার সন্তানের মাথায় থেকে যাবে ইনশাআল্লাহ। সে চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি ছোটদের দু'আ কার্ড সেট। ১৬টি কার্ডের মাধ্যমে অতি প্রয়োজনীয় ১৬টি মাসনুন দু'আ বাচ্চারা শিখতে পারবে। কার্ডে দু'আর সাথে মিল রেখে এমন দারুণ সব রঙিন ইলাস্ট্রেশন দেয়া হয়েছে, বাচ্চারা হাতে না নিয়ে পারবেই না!

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতিটি কার্ডেই একটি করে কিউআর কোড দেয়া আছে যা যেকোনো স্মার্টফোন থেকে স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও চালু হয়ে যাবে ইউটিউবে। ভিডিওর মাধ্যমে বাচ্চারা শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে। সুতরাং যেসব বাচ্চা এখনও পড়তে শেখেনি তাদের জন্যও এই কার্ড সেট মাসনুন দু'আ শেখার এক অনন্য মাধ্যম।

-কার্ডের আরো কিছু বৈশিষ্ট্য-
* বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় রঙিন ইলাস্ট্রেশন।
* ছবির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে শরীয়তের মানদণ্ড
* ৪.২৫ * ৬.৭৫ ইঞ্চির হ্যান্ডি সাইজ
* প্রতিটি কার্ডের সাথেই আছে অর্থ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স।
* বাচ্চাদের জন্য সহজবোধ্য সাবলীল বাংলা অর্থ।
* প্রিমিয়াম কোয়ালিটি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ডে ঝকঝকে ছাপা। সাথে ম্যাট এবং স্পট।

সুদৃশ্য বক্সসহ দু'আ কার্ড সেটটি আপনার সোনামণির জন্য সেরা উপহার হবে ইনশাআল্লাহ। প্রিয়জনকে গিফটের জন্যও দারুণ একটি আইটেম।

মাত্র ১৫০ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি।

➡️ সিঙ্গেল সেটের ডেলিভারি চার্জ মাত্র ৩০ টাকা
➡️ দুই সেট একত্রে অর্ডার করলেই সারাদেশে ফ্রি ডেলিভারি!
➡️ সর্বনিম্ন ৫ সেট অর্ডার করলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট!

-কার্ডে যেসব দু'আ রয়েছে-

✅ খাওয়ার আগের/পরের দু'আ
✅ ঘুমের আগের/পরের দু'আ
✅ বাথরুমে ঢোকার/বের হবার দু'আ
✅ ঘরে ঢোকার/বের হবার দু'আ
✅ মসজিদে ঢোকার/বের হবার দু'আ
✅ বিসমিল্লাহ ভুলে গেলে পড়ার দু'আ
✅ রাগের সময় পড়ার দু'আ
✅ বিপদ আপদের দু'আ
✅ রোগী দেখার দু'আ
✅ জ্ঞান বৃদ্ধির দু'আ
✅ হাঁচির দু'আ

আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন-
https://cutt.ly/FIcw4Y1

আজ আমার জন্মদিন। জন্মদিন নিয়ে আমার তেমন কোনো প্ল্যান থাকে না কিন্তু এবার মনে হলো সবার সাথে একটু সেলিব্রেট করা যাক।জন্মদি...
07/04/2022

আজ আমার জন্মদিন।

জন্মদিন নিয়ে আমার তেমন কোনো প্ল্যান থাকে না কিন্তু এবার মনে হলো সবার সাথে একটু সেলিব্রেট করা যাক।

জন্মদিন উপলক্ষ্যে আমার এভেইলেবল সবগুলো বইতে ৪৫% ছাড়ের অফার দিয়েছে নন্দন প্রকাশনী। তবে যেহেতু নন্দন প্রকাশনীর উদ্যোগে এই আয়োজন তাই একটা ছোটো শর্ত আছে। সেটা হলো অর্ডারকৃত বইয়ের মধ্যে আমার সদ্য প্রকাশিত 'অভ্র নিরুদ্দেশ' বইটি থাকা আবশ্যক। এটা নন্দন প্রকাশনীর বই, তাই এই শর্ত। তবে কেউ অলরেডি কিনে ফেললে এই শর্ত প্রযোজ্য হবে না।

এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, এখানে দুইটা সিরিজের কথা লেখা থাকলেও বইগুলো কিন্তু প্রতিটাই স্ট্যান্ড এলোন। মানে গল্প বোঝার জন্য সিরিজের অন্যান্য বই পড়া থাকার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারেন।

ডেলিভারি চার্জ যেকোনো পরিমাণ বইয়ের জন্য মাত্র ৪০ টাকা। অফার চলবে ১০ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

এই তো, আমার লেখার ব্যাপারে আগ্রহ থাকলে এই সুযোগে অর্ডার করে ফেলতে পারেন। নন্দন প্রকাশনীর পেজে নক করলেই হবে।

-আবুল ফাতাহ
লেখক

05/04/2022

আমাদের দৈনন্দিন সমস্ত কাজের জন্যই নবিজি (সা.) এর আমলকৃত বিভিন্ন দু'আ রয়েছে। এগুলোকে মাসনুন দু'আ বলা হয়। দু'আগুলো ছোটো থেকেই আত্মস্থ করে নিলে আজীবন আপনার সন্তানের মাথায় থেকে যাবে। সে চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি ছোটদের দু'আ কার্ড সেট। ১৬টি কার্ডের মাধ্যমে অতি প্রয়োজনীয় ১৬টি মাসনুন দু'আ বাচ্চারা শিখতে পারবে। কার্ডে এমন দারুণ সব রঙিন ইলাস্ট্রেশন দেয়া হয়েছে, আপনার বাচ্চা হাতে না নিয়ে পারবেই না!

আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি কার্ডেই একটি করে কিউআর কোড দেয়া আছে যা যেকোনো স্মার্টফোন থেকে স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও চালু হয়ে যাবে ইউটিউবে। ভিডিওর মাধ্যমে বাচ্চারা শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে। সুতরাং যেসব বাচ্চা এখনও পড়তে শেখেনি তাদের জন্যও এই কার্ড সেট মাসনুন দু'আ শেখার একটা দারুণ মাধ্যম।

-কার্ডের আরো কিছু বৈশিষ্ট্য-
* বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় রঙিন ইলাস্ট্রেশন।
* ছবির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে শরীয়তের মানদণ্ড
* ৪.২৫ * ৬.৭৫ ইঞ্চির হ্যান্ডি সাইজ।
* প্রতিটি কার্ডের সাথেই আছে অর্থ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স।
* বাচ্চাদের জন্য সহজবোধ্য সাবলীল বাংলা অর্থ।
* প্রিমিয়াম কোয়ালিটি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ডে ঝকঝকে ছাপা। সাথে ম্যাট এবং স্পট।

সুদৃশ্য বক্সসহ দু'আ কার্ড সেটটি আপনার সোনামণির জন্য সেরা উপহার হবে ইনশাআল্লাহ।

মাত্র ১৫০ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি।
ডেলিভারি চার্জ মাত্র ৩০ টাকা (শর্ত প্রযোজ্য)

আজকাল ১৫০ টাকায় আপনার ছোট্ট সোনামণির জন্য একটা ভালো খেলনাও পাওয়া যায় না। তার ওপর এসব খেলনার নেই কোনো শিক্ষামূলক ভ্যালু। ...
05/04/2022

আজকাল ১৫০ টাকায় আপনার ছোট্ট সোনামণির জন্য একটা ভালো খেলনাও পাওয়া যায় না। তার ওপর এসব খেলনার নেই কোনো শিক্ষামূলক ভ্যালু। অথচ এই ১৫০ টাকায় আপনি অসাধারণ একটা উপহার আপনার সন্তানকে দিতে পারেন।

কী সেটা?
একটু ভেঙেই বলি।

আমাদের দৈনন্দিন সমস্ত কাজের জন্যই নবিজি (সা.) এর আমলকৃত বিভিন্ন দু'আ রয়েছে। এগুলোকে মাসনুন দু'আ বলা হয়। দু'আগুলো ছোটো থেকেই আত্মস্থ করে নিলে আজীবন আপনার সন্তানের মাথায় থেকে যাবে। সে চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি ছোটদের দু'আ কার্ড সেট। ১৬টি কার্ডের মাধ্যমে অতি প্রয়োজনীয় ১৬টি মাসনুন দু'আ বাচ্চারা শিখতে পারবে। কার্ডে এমন দারুণ সব রঙিন ইলাস্ট্রেশন দেয়া হয়েছে, আপনার বাচ্চা হাতে না নিয়ে পারবেই না!

আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি কার্ডেই একটি করে কিউআর কোড দেয়া আছে যা যেকোনো স্মার্টফোন থেকে স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও চালু হয়ে যাবে ইউটিউবে। ভিডিওর মাধ্যমে বাচ্চারা শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে। সুতরাং যেসব বাচ্চা এখনও পড়তে শেখেনি তাদের জন্যও এই কার্ড সেট মাসনুন দু'আ শেখার একটা দারুণ মাধ্যম।

-কার্ডের আরো কিছু বৈশিষ্ট্য-
* বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় রঙিন ইলাস্ট্রেশন।
* ছবির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে শরীয়তের মানদণ্ড
* ৪.২৫ * ৬.৭৫ ইঞ্চির হ্যান্ডি সাইজ।
* প্রতিটি কার্ডের সাথেই আছে অর্থ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স।
* বাচ্চাদের জন্য সহজবোধ্য সাবলীল বাংলা অর্থ।
* প্রিমিয়াম কোয়ালিটি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ডে ঝকঝকে ছাপা। সাথে ম্যাট এবং স্পট।

সুদৃশ্য বক্সসহ দু'আ কার্ড সেটটি আপনার সোনামণির জন্য সেরা উপহার হবে ইনশাআল্লাহ।

মাত্র ১৫০ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি।
ডেলিভারি চার্জ মাত্র ৩০ টাকা (শর্ত প্রযোজ্য)

দু'আ কার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন-
https://cutt.ly/FIcw4Y1

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের বিরুদ্ধে যু.দ্ধ ঘোষণা করেছে। রাশিয়ার এই আগ্রা.সী মনোভাব আজ নতুন নয়। প্র...
24/02/2022

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের বিরুদ্ধে যু.দ্ধ ঘোষণা করেছে। রাশিয়ার এই আগ্রা.সী মনোভাব আজ নতুন নয়। প্রায় দুশো বছর ধরে দফায় দফায় বেশ কয়েকবার চেচনিয়ার মুসলমানদের ওপর আক্র.মণ চালায় রাশিয়া। তবে চেচেনরাও মুক্তিকামী জাতি। গেরি.লা বাহিনির মাধ্যমে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে।

কীভাবে দুর্বল চেচেনরা পরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে যু.দ্ধ ঘোষণা করল, সেসবেরই শ্বাসরুদ্ধকর বর্ণনা এই বইটি জুড়ে৷ সাথে আছে ককেশাসের ইতিহাস, ভ্লাদিমির পুতিনের উত্থান, রাশিয়ার রাজনীতি, প্রোপাগান্ডা, তেলের বাজার নিয়ে পরাশক্তির দ্বন্দ-সহ আরো অনেক চমকপ্রদ তথ্য।
বইটির লেখক, এএফপি'র সিনিয়র জার্নালিস্ট সেবাস্টিয়ান স্মিথ যুদ্ধের পুরোটা সময়ই চেচনিয়ায় ছিলেন। দেখেছেন যুদ্ধের ভয়াবহতা, সাক্ষাৎকার নিয়েছেন সৈনিক, গেরি.লা থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষের। ৩৬৮ পৃষ্ঠার বিশাল কলেবরের এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন সত্য কখনও উপন্যাসের চাইতেও রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য হয়।

৩৩% ছাড়ে অর্ডার করুন মাত্র ২৯৯ টাকায়। সারাদেশে ডেলিভারি ফ্রি!

অর্ডার করতে ইনবক্স করুন আমাদের৷ অথবা অর্ডার করতে পারেন রকমারি, ওয়াফিলাইফ-সহ সকল অনলাইন বুকশপে।

বইমেলায় পাওয়া যাচ্ছে ৩৭১ নং স্টলে।

যেহেতু মেলার মধ্যে বইটা এলো অনেকেই হয়তো আসতে চাইবেন না, সরাসরি মেলা থেকেই নেবেন। তবুও সময় সুযোগ হলে কাল নন্দনে চলে আসুন।...
19/02/2022

যেহেতু মেলার মধ্যে বইটা এলো অনেকেই হয়তো আসতে চাইবেন না, সরাসরি মেলা থেকেই নেবেন। তবুও সময় সুযোগ হলে কাল নন্দনে চলে আসুন। বইয়ের মোড়ক উন্মোচনের সাথে মিষ্টিমুখ হলো। সাথে ৪০% ছাড় আর বুকমার্ক গিফট তো থাকছেই। সুযোগ হলে চা-টাও চলতে পারে।

যারা দূরে থাকেন তারা এখনও প্রি-অর্ডার করতে পারেন। পেজে ইনবক্স করলেই হবে। আজ রাত ১২টা পর্যন্তই প্রি-অর্ডারের সুযোগ আছে।

আর মেলা থেকে নিতে চাইলে ২১ ফেব্রুয়ারি মেলায় চলে আসুন।

অবশেষে তিনি আসিলেন!প্রোডাকশন নিয়ে কোনো কথা হবে না!আজ সন্ধ্যা থেকেই মেলায় পাওয়া যাবে তাকে। ৩৭১ নং স্টল।আর আগামীকাল নন্দনে...
19/02/2022

অবশেষে তিনি আসিলেন!
প্রোডাকশন নিয়ে কোনো কথা হবে না!
আজ সন্ধ্যা থেকেই মেলায় পাওয়া যাবে তাকে।
৩৭১ নং স্টল।

আর আগামীকাল নন্দনে আপনাদের দাওয়াত। বইয়ের মোড়ক উন্মোচন হবে। সাথে মিষ্টি মুখ আর ৪০% ছাড়! চলে আসবেন আশা করি।

অভ্র নিরুদ্দেশ'র সম্পূর্ণ প্রচ্ছদ।আজ থেকে অর্ডার শুরু হলো দেশের সবচেয়ে বড় অনলাইন বুকশপ রকমারিতে। ২৫% ছাড় থাকছে, নগদে পেম...
11/02/2022

অভ্র নিরুদ্দেশ'র সম্পূর্ণ প্রচ্ছদ।

আজ থেকে অর্ডার শুরু হলো দেশের সবচেয়ে বড় অনলাইন বুকশপ রকমারিতে। ২৫% ছাড় থাকছে, নগদে পেমেন্ট করলে ২০% ক্যাশব্যাক। আবার লেখকের নামের প্রমোকোড (FATTAH) ইউজ করলেই পাবেন আরো এক্সট্রা ৩% ডিসকাউন্ট। সব মিলিয়ে ৪২% ছাড়!
আর যদি রকমারিতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে জাস্ট এই পেজে নক করেও অর্ডার দিয়ে ফেলতে পারবেন। এছাড়াও প্রি-অর্ডার চলছে অনেকগুলো বুকশপে।

লিংক- https://www.rokomari.com/book/226395/avro-niruddesh

হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। যার সরল বাংলা অনুবাদ হচ্ছে—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চা...
10/02/2022

হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। যার সরল বাংলা অনুবাদ হচ্ছে—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চাৎদেশ পেতে দেয়া। আমার মনে হচ্ছে আমি তীর না, উড়ন্ত নিউক্লিয়ার ওয়ারহেডের সামনে পেছন ফিরে দাঁড়িয়েছি!.....একজন মানুষ একেবারে ভোজবাজির মতো কীভাবে গায়েব হয়ে যেতে পারে—এ প্রশ্ন আজও তাড়িয়ে বেড়ায় শওকতকে। কোথায় না খুঁজেছে তাকে। মাঝে মাঝে ‘কীভাবে’র চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘কেন’?
কেন ওভাবে হারিয়ে গেল সুমনা?
আসলেই কি হারিয়ে গিয়েছে তার দুরন্ত কৈশোরের প্রেম নাকি রহস্যটা আরো বেশি জটিল?
সে উত্তর খুঁজতেই রাঙামাটির পাহাড়ে রওনা হলো এক বাউন্ডুলে যুবক। সস্তা রসিকতা আর বিভ্রান্তি দিয়ে যে খুঁজে ফিরছে এক নিঃসঙ্গ যুবকের রাতের ঘুম। বিশাল সবুজ পাহাড়গুলোতে সে কি খুঁজে পেল জবাব?
নাকি নিরুদ্দেশ হলো নিজেই।
এটা একটা রহস্য গল্প। কিংবা অদ্ভুত প্রেমের। কারণ রহস্যই তো বাঁচিয়ে রাখে প্রেমগুলোকে।
অভ্র’র মায়াময় জগতে আপনাকে আরো একবার স্বাগত।

অবশেষে শুরু হলো, অভ্র নিরুদ্দেশ'র প্রি অর্ডার!
৪০% ছাড়ে মাত্র ১৪৪ টাকায় বইটা অর্ডার করা যাবে বুকস্ট্রিট, বিবিধ, বুকার্স, বুকস্ট্রম, বাংলাবাজার বুকস সহ সকল অনলাইন শপে। এছাড়াও সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের এই পেজ থেকেও। ইনবক্স করলেই হবে।
শুধু ৪০% ছাড়ই না, সাথে থাকছে লেখকের অটোগ্রাফ আর দারুণ দুটো বুকমার্ক! বই প্রকাশের দিন সরাসরি নন্দন থেকেও নেয়া যাবে। আর মেলা তো আছেই। তাহলে আর কি, অভ্রত্বতে আক্রান্ত হতে চাইলে অর্ডার করে ফেলুন।

অভ্র নিরুদ্দেশ
আবুল ফাতাহ
ধরন-রহস্য, রোমান্টিক
মুদ্রিত মূল্য-২৪০ টাকা
প্রকাশের সম্ভাব্য তারিখ-১৭,২,২২

বুকার্স-https://m.facebook.com/story.php?story_fbid=466421221856842&id=107514707747497

অবশেষে শুরু হলো দু'আ কার্ডের অর্ডার নেয়া।দু'আ কার্ড আপনার আদরের সোনামণির জন্য আমাদের একটি উদ্যোগ। এখানে চমৎকার সব রঙিন ছ...
16/01/2022

অবশেষে শুরু হলো দু'আ কার্ডের অর্ডার নেয়া।

দু'আ কার্ড আপনার আদরের সোনামণির জন্য আমাদের একটি উদ্যোগ। এখানে চমৎকার সব রঙিন ছবিযুক্ত ১৬টি কার্ডের মাধ্যমে অতি প্রয়োজনীয় ১৬টি মাসনুন দু'আ বাচ্চারা শিখতে পারবে।

* বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় রঙিন ইলাস্ট্রেশন।
* ছবির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে শরীয়তের মানদণ্ড
* ৪.২৫ * ৬.৭৫ ইঞ্চির হ্যান্ডি সাইজ।
* প্রতিটি কার্ডের সাথেই আছে অর্থ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স।
* বাচ্চাদের জন্য সহজবোধ্য সাবলীল বাংলা অর্থ।
* প্রিমিয়াম কোয়ালিটি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ডে ঝকঝকে ছাপা। সাথে ম্যাট এবং স্পট।

সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি কার্ডেই একটি করে কিউআর কোড দেয়া আছে যা যেকোনো স্মার্টফোন থেকে স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও চালু হয়ে যাবে ইউটিউবে। ভিডিওর মাধ্যমে বাচ্চারা শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে।

আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন-
https://cutt.ly/FIcw4Y1

সুদৃশ্য বক্সসহ দু'আ কার্ড সেটটি আপনার সোনামণির জন্য সেরা উপহার হবে ইনশাআল্লাহ।

রকমারি, ওয়াফি, নিয়ামাহ-সহ আপনার পছন্দের অনলাইন শপে অর্ডার করতে পারেন। এছাড়াও সরাসরি অর্ডার করা যাবে আমাদের পেজ থেকে। জানুয়ারি মাসের মধ্যে অর্ডার করলেই থাকছে বুকমার্ক গিফট।
অর্ডার করতে ইনবক্স করুন এক্ষুণি।

-বিস্তারিত-
*কার্ডের নির্ধারিত মূল্য ১৫০ টাকা।
*ডেলিভারি চার্জ সারাদেশে ৪০ টাকা মাত্র। ঢাকায় হোম ডেলিভারি+ক্যাশ ডেলিভারি। ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। অগ্রিম পেমেন্ট প্রযোজ্য।
*ঢাকার বাইরে হোম ডেলিভারি + ক্যাশ অন ডেলিভারি চাইলে ৫০ টাকা এক্সট্রা চার্জ আসবে।
*একই ডেলিভারি চার্জে নন্দনের অন্যান্য বইও অর্ডার করা যাবে।

মার্কেটিং নিয়ে এমন মজার বই বাংলায় আর নেই!কেন, সেটা ব্যাখ্যা করছি।মার্কেটিং রিলেটেড বইয়ের কথা ভাবলেই আমাদের মাথায় আসে নান...
11/01/2022

মার্কেটিং নিয়ে এমন মজার বই বাংলায় আর নেই!

কেন, সেটা ব্যাখ্যা করছি।
মার্কেটিং রিলেটেড বইয়ের কথা ভাবলেই আমাদের মাথায় আসে নানান সব জটিল একাডেমিক সংজ্ঞা, তত্ত্ব, নিয়ম-কানুন ইত্যাদি। যারা মার্কেটিং লাইনের মানুষ না, শুধু নিজের ব্যবসাকে চাঙ্গা করার জন্য মার্কেটিং-এর বই খুঁজছেন তাদের জন্য এই বইগুলো থেকে লাভবান হওয়াটা একটু কঠিনই।
অন্যদিকে আমাদের এই বইয়ের লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর হলেও তিনি আপনাকে কোনো তত্ত্বকথা বলবেন না। বরং গল্পের মতো করে বলবেন বিএমডব্লিউ, ইউনিলিভার, ডিএইচএল'এর মতো বিশ্বের বাঘা বাঘা সব কোম্পানির ১০০টা কেস স্টাডি। কেস স্টাডিতে উল্লিখিত মার্কেটিং আইডিয়ার প্রতিটিই কোম্পানিগুলো তাদের বিজনেসে ব্যবহার করে সফল হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতোটা ইফেক্টিভ ও চমকপ্রদ এই আইডিয়াগুলো।
শুধু আইডিয়া বলেই ক্ষান্ত হননি,
প্রতিটি আইডিয়া তিন ভাগে বিভক্ত করেছেন তিনি-

১. আইডিয়া
২. আইডিয়ার পেছনের গল্প/কেস-হিস্ট্রি
৩. নিজের ব্যবসায় প্রয়োগের পদ্ধতি

এতোটাই সহজ করে লেখা, যে কেউ চাইলে এপ্লাই করতে পারবে। প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও মার্কেটিং নিয়ে কাজ করা সবার জন্য বইটি গাইডবুক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

১৯২ পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটির বইটি মাত্র ২৫০ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে। সারাদেশে ডেলিভারি ফ্রি!
কিংবা অর্ডার করুন রকমারিসহ যেকোনো অনলাইন শপে।

নন্দন থেকে আমরা দারুণ আরেকটা জিনিস নিয়ে আসছি। ছোটোদের মাসনুন দুআ কার্ড। বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় ইলাস্ট্রেশনযুক্ত ১৬টা ...
02/01/2022

নন্দন থেকে আমরা দারুণ আরেকটা জিনিস নিয়ে আসছি। ছোটোদের মাসনুন দুআ কার্ড। বাচ্চাদের উপযোগী আকর্ষণীয় ইলাস্ট্রেশনযুক্ত ১৬টা কার্ডে ১৬টা মাসনুন দু'আ থাকবে। সাথে অর্থ, বাংলা উচ্চারণ ও রেফারেন্স। তবে আমাদের এই কার্ডের সবচেয়ে ইউনিক ও ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রতিটা কার্ডেই একটা করে কিউআর কোড দিয়েছি আমরা। সেটা স্ক্যান করলেই সেই দু'আর এনিমেশন ভিডিও ওপেন হয়ে যাবে ইউটিউবে। সেখান থেকে শুনে শুনে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখতে পারবে ওরা। এনিমেশনগুলোও নন্দন টিমেরই করা। আর কার্ডের কোয়ালিটির ক্ষেত্রে সর্বোচ্চটাই দিয়েছি। ৩০০ গ্রাম সুইডিশ বোর্ড, স্পট, ম্যাট সাথে আবার স্লিপকেস বক্স। আর দামও একেবারে হাতের নাগালে। মাত্র ১৫০ টাকা।

অনেকে বলতে পারেন, বই না করে কার্ড করার কারণ কী? আমরা চেয়েছি যেখানে যেই দু'আ পড়তে হয় সেখানে সেই কার্ডটা যেন রাখা যায়। যেমন ঘুমানোর দু'আর কার্ড বিছানার পাশে থাকল৷ খাবারেরটা খাবারের টেবিলে। এতে কার্ড দেখলে যেমন মনেও পড়বে তেমনি দেখে দেখেও পড়া যাবে। এতে ছোটদের পাশাপাশি বড়রাও উপকৃত হবে ইনশাআল্লাহ।

এই কাজটা একেবারে কমপ্লিট হবার আগ পর্যন্ত ঘোষণা দিতে চাইনি। অবশেষে আলহামদুলিল্লাহ, আমাদের সব প্রস্তুতি শেষ। আগামীকাল প্রেসে ঢুকবে। দু একদিনের মধ্যে প্রিঅর্ডার শুরু হবে।

একজন প্রচ্ছদশিল্পী হিসেবে আমি জানি একটা ডিজাইনের আইডিয়া বা কনসেপ্ট জেনারেট করাটাই সবচেয়ে কঠিন অংশ। এরপর যদি আপনার সফটওয়্...
03/12/2021

একজন প্রচ্ছদশিল্পী হিসেবে আমি জানি একটা ডিজাইনের আইডিয়া বা কনসেপ্ট জেনারেট করাটাই সবচেয়ে কঠিন অংশ। এরপর যদি আপনার সফটওয়্যারের ওপর ভালো দখল থাকে তাহলে একটা ভালো ডিজাইন দাঁড় করাতে খুব একটা সময় লাগে না। এটা বোধহয় সব ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রেই হয়।
তাই নন্দন থেকে আমরা গ্রাফিক ডিজাইনের আইডিয়া জেনারেটিং এর ওপর একটা বই আনছি। বিশ্বের সেরা ৫০ জন গ্রাফিক আর্টিস্ট কীভাবে আইডিয়া জেনারেট করেন সে ব্যাপারে দারুণ আলোচনা আছে। সাথে রেফারেন্স হিসেবে থাকবে রঙিন সব ছবি।
আশা করি শুধু ডিজাইনারই না, সব ক্রিয়েটিভ পার্সনদের জন্য বইটা দারুণ উপকারী হবে।
বইটা আরো অনেক আগেই আসার কথা ছিল কিন্তু এই বইয়ের জন্য আমি চেয়েছিলাম এমন কাউকে দিয়ে অনুবাদ করাতে যে নিজেও একজন ভালো ডিজাইনার। তাতে করে মূল বইয়ের রস থাকবে অক্ষুণ্ণ। তার শিডিউল পেতেই একটু দেরি হয়েছে। তবে আশার কথা হলো, অনুবাদের কাজ শেষের দিকে। শিঘ্রই প্রচ্ছদসহ বিস্তারিত জানাবো।

-আবুল ফাতাহ
প্রকাশক, নন্দন

Address

Shop-1 (2nd Floor), Qawmi Market, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নন্দন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নন্দন প্রকাশনী:

Share

Category



You may also like