শিখা প্রকাশনীর পক্ষ থেকে সকল কে জানাই ঈদুল আজহা মোবারক।
না বলা কথা গুলো যখন কবিতায় ভাষায় খুজে পায়,,,,
অপাংক্তেয় পঙক্তিমালা - মানস পাল।
.
.
.
.
#book #Literature #বইপ্রেমী #সাহিত্য #রকমারি #শিখাপ্রকাশনী
না বলা কথা গুলো যখন কবিতায় ভাষায় খুজে পায়,,,,
অপাংক্তেয় পঙক্তিমালা - মানস পাল।
#শিখাপ্রকাশনী #সৃজনশীলবই #পাঠকলেখকপ্রকাশক #ইবুক #সাহিত্য #বই #বইপ্রেমী #রকমারি_ডটকম #book #booklover #Literature #ebook #SHIKHAProkashani #rokomari_dotcom #BoiChitroapp #Literature
#শিখাপ্রকাশনী #সৃজনশীলবই #পাঠকলেখকপ্রকাশক #ইবুক #সাহিত্য #বই #বইপ্রেমী #রকমারি_ডটকম #অথৈজলের_পুষ্পমাল্য #book #booklover #Literature #ebook #SHIKHAProkashani #rokomari_dotcom #BoiChitroapp #Literature
মেডিকেল থ্রিলার এর উপর বইগুলো পেয়ে যাবেন শিখা প্রকাশনী ও রকমারি ডটকম থেকে।।
Ashib Ferdous Ankon
#কান্তার
#সন্ধ্যাহীন #সবিনয়_নিবেদন_এই_যে
বইমেলা কিন্তু চলছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে আগামীকাল পর্যন্ত। চলে আসুন শিখা প্রকাশনী এর স্টলে।
স্টল নং:৩০০-৩০৩
চট্টগ্রাম অমর একুশে বইমেলায় রয়েছে শিখা প্রকাশনী। চট্টগ্রামবাসীরা চলে আসুন শিখা প্রকাশনী এর স্টলে।
স্টল নং: ৫৬
স্থান : সিআরবি শিরিষতলা
মেলা চলবে ২মার্চ পর্যন্ত।
ড. আমিনুল ইসলাম এর গবেষণা মুলক বই "মুসলমান ও ভারতীয় সংস্কৃতি "।বইটিতে ভারতে মুসলমান দের আবির্ভাব কিভাবে হলো এবং এর ইতিহাস বলা হয়েছে।
বইটি সংগ্রহ করতে চলে আসুন শিখা প্রকাশনী এর স্টলে।
স্টল নং:৩০০-৩০৩
প্রকৃতিগতভাবে পুরুষরা বহুগামী। দেখা যায় ঘরে সুন্দরী, শিক্ষিতা, সামাজিক বউ থাকার পরও এদের গুনজর (পড়ুন কুনজর) পড়ে পাশের বাড়ির ভাবি, বুয়া, সহকর্মীর দিকে( সবার নয়, কারো কারো)। যাদের যোগ্যতা বউয়ের নখের সমতুল্যও না।
এরা আবার সমাজে ভদ্রতার মুখোশ পরে ভালো স্বামী, সৎ সন্তান, প্রিয় বাবা হয়ে অভিনয় করে।
যদি হঠাৎ করে এদের ভদ্রতার মুখোশ উন্মোচিত হয়ে যায় স্ত্রী, সন্তানের কাছে। তখন সাধারণত কোনো স্ত্রীর পক্ষে সেটা মেনে নেয়া সম্ভব নয়।
সরল স্ত্রীটি তখন রাগের মাথায় মরে যাওয়ার চিন্তা করে, মেরে ফেলার চিন্তা করে, ডিভোর্স দেয়ার চিন্তা করে। যাতা কিছু একটা ঘটিয়ে ফেলে, যেটা অনেক সময় নিজের জন্য, সন্তানের জন্য সুখকর নয়।
আমরা সামাজিক জীব, সমাজে শৃঙ্খলভাবে বসবাস করতে হলে কোন পরিস্থিতিতে কতটুকু রিয়্যাক্ট করতে হবে, সেই রকম জীবন ঘনিষ্ঠ কাহিনী নিয়ে আমার তৃতীয় একক উপন্যাস " অথৈ জলের পুষ্প
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ পাওয়া যাচ্ছে মীরাক্কেলিয়ান আফনান আহমেদ রাশেদ এর বই "চিলিং ফিলিং"
স্টল নং: ৩০০-৩০৩
ফ্ল্যাপ
লিভার সিরোসিস হলে অবশ্যই সঠিক একটা ডায়েট মেইনটেইন করতে হবে। এসময় পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেলে রোগী অপুষ্টিতে ভুগতে থাকে। পেশী ক্ষয় হয় যদি পর্যাপ্ত ক্যালরি ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া না হয়।
মেনোপজে একজন নারীর শরীরে হরমোনের বিভিন্ন পরিবর্তন আসে। ইস্ট্রোজোনের মাত্রা এসময় একেবারে কমে আসে। প্রোজেষ্টেরনের মাত্রার ও অসামঞ্জস্যতা দেখা দেয়। এসব কারনে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্য দরকার সঠিক পুষ্টিকর খাবার।
অনেক শিশুরই দুধে আ্যলার্জি বা ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকে। সেক্ষেত্রে অবশ্যই দুধের পরিবর্তে এমন খাবার দিতে হবে যা শিশুর দৈনন্দিন প্রোটিন,ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরন করে শিশুকে বেড়ে উঠতে সাহায্য করে। এরকম বিভিন্ন শারীরিক অবস্থা ও জটিলতায় কোন ধরনের পুষ্টিকর খাবার খাওয়া জরুরী, কোন খাবারগুলো বর্জন করতে হবে সেই বিষয়গুলোই ত
🔔🔔 প্রি-অর্ডার 🔔 প্রি-অর্ডার 🔔🔔
ফ্ল্যাপঃ
মানুষের জীবন খুবই ক্ষুদ্র, সময় ও স্বল্প, কিন্তু জীবনের চাওয়া পাওয়া গুলো থাকে অনেক। তা হয়তো এক জীবনে পূরণ করা সম্ভব হয় না। কেউ সততার সাথে থাকলেও, কেউবা সততা থেকে বিচ্যুত হয়ে জীবনের অপূর্ণ সাধ গ্রহন করতে চায়। কেউ হয়তো সাময়িক সফল হয় আবার কেউবা নিয়তির কাছে হেরে যায়। তাদেরই একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা সোহান। ক্ষমতার লালসার কাছে বিক্রি করে দেয় সততার মতো মূল্যবান সম্পদ।
মাহমুদ ও সোহান!
একই আঙিনায় পরস্পরের পরিপূরক দুই গ্রহ। এক সন্ধ্যায় পূর্ণিমা রজনীর আলোকবর্ণ বিদীর্ণ হয়ে ভর করে সোহানের উপর। জীবন নামক ফিনিক্স পাখি তার থেকে মুখ ফিরিয়ে নেয়। দৃর্বৃত্তের গুলিতে তার বক্ষ ক্ষত-বিক্ষত হয়ে যায়। অন্যদিকে প্রেমিকা হত্যাকান্ডের দায়ে দণ্ডিত আসামী মাহমুদ জেল থেকে পালিয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী তার কোন হ
প্রেমহীন,রেষারেষি,শঙ্কা ও ব্যর্থতার অন্ধকার শরীরে জীবনের আগুণ দিয়ে লিখা ভালোবাসাবাসি,উদার-সম্প্রীতি ও সম্ভাবনার কবিতার বই মস্তকের বিস্ফোরণ।
প্রেম-অপ্রেম, হিংসা-প্রতিহিংসা, ঘাত-প্রতিঘাতের জীবন এক তৃষ্ণিত ভ্রমণ। তামাশার বাতাসে ভ্রাম্যমাণ সেই জীবনের ঠোকরে অতিষ্ঠ পৃথিবী আজ মরু-প্রায়।
পৃথিবীকে এমন প্রেমহীন মরুভূমির উর্বর বিশৃঙ্খলতায় ডুবিয়ে দেওয়া ডাবল-স্ট্যান্ডার্ড আধুনিক পশুদেরকে শোধরাতে না পারার ব্যর্থতার রাত ছিঁড়ে কবি উড়াতে চান ভোরের সূর্য। যেই সূর্যের আলোতে গজানো সুস্থ সভ্যতায় জীবনকে সুন্দরভাবে যাপনে থাকবে না কোনো প্রতিবন্ধকতা কিংবা পৃথিবীকে ডিমের মতন ভেঁজে খাওয়ার আগ্রাসন।
📌প্রি-অর্ডার, প্রি-অর্ডার, প্রি-অর্ডার
শুরু হলো মাসুম মুহতাদী'র নতুন উপন্যাস "রাজবন্দী'র" প্রি-অর্ডার।
অর্ডার লিংক -👇👇👇
https://www.rokomari.com/book/369448/razbondi
অথবা, 01519511971 রকমারির এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারবেন।
শতাব্দির কঠিন দেয়াল
উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমার যাত্রাপথে
আমি যোদ্বা নই , সাধারণ এক যুবক
তবুও প্রিয়তমার প্রাণ রক্ষার জন্য
হাতে তুলে নিতে হয়েছিল রক্ষা তরবারি ।
আমি ইলহাম শেহেরজাদ
এখানে যুদ্ধ করবার জন্য আসিনি
আসিনি রক্ত নিয়ে খেলতে
আমি আসিনি ধ্বংসের বীনা বাজাতে
আমি এসেছি আমার প্রিয়তমাকে মুক্ত করে নিতে ।
রাজবন্দী
By মাসুম মুহতাদী
লিংক-https://www.rokomari.com/book/369448/razbondi