মাকতাবাতুল হাসান

মাকতাবাতুল হাসান Publisher, importer and supplier of all kinds of Islamic books.
(4)

তাতারিদের ইতিহাসবইটি স্টকে এসেছে।মুদ্রিত মূল্য: ৯০০/-ছাড় মূল্য: ৪৫০/-
28/09/2024

তাতারিদের ইতিহাস
বইটি স্টকে এসেছে।

মুদ্রিত মূল্য: ৯০০/-
ছাড় মূল্য: ৪৫০/-

চট্টগ্রাম ইসলামী বইমেলা ২০২৪আপনার প্রিয় মাকতাবাতুল হাসান অংশগ্রহণ করেছে।
26/09/2024

চট্টগ্রাম ইসলামী বইমেলা ২০২৪
আপনার প্রিয় মাকতাবাতুল হাসান অংশগ্রহণ করেছে।

শিশুদের নিয়ে আমাদের স্বপ্ন অনেক এবং তারা বড় হয়ে আমাদের সুন্দর স্বপ্নের ভার বহন করবে এমন কামনা আমাদের। কিন্তু স্বপ্নের শি...
23/09/2024

শিশুদের নিয়ে আমাদের স্বপ্ন অনেক এবং তারা বড় হয়ে আমাদের সুন্দর স্বপ্নের ভার বহন করবে এমন কামনা আমাদের। কিন্তু স্বপ্নের শিশুরা হাতছাড়া হয়ে যাচ্ছে কার্টুন দেখা আর নানান ডিভাইসে আসক্ত হয়ে ওঠার ফলে। এসব থেকে তাদের মুক্ত করা অতীব প্রয়োজন। প্রয়োজন তাদের মধ্যে বই পড়ার প্রতি ভালোবাসা জাগানো। ভালো বই শিশুদের মনে ভালো অনুভূতির সম্ভার গড়ে তুলবে। ভালো হওয়ার ও সুন্দর জীবন গড়ার প্রতি তাদের গহনমনে অনুপ্রেরণা তৈরি করবে।

আপনার শিশু হয়ে উঠুক পৃথিবীর রত্ন। ইলমে-আখলাকে তাদের জীবন শৈশব থেকেই সমৃদ্ধ হোক। সেই লক্ষ্যেই ‘মাকতাবাতুল হাসান’ শিশুসাহিত্য নিয়ে কাজ শুরু করে ২০টি মূল্যবান বই প্রকাশ করেছে৷

বইসমূহ

১। এসো আল কুরআনের গল্প শুনি
২। এসো বিসমিল্লাহ সুবহানাল্লাহর গল্প শুনি
৩। গল্প শুনি হাদিস শিখি
৪। নবীগণের গল্প শুনি
৫। সীরাতের ছায়াতলে
৬। মহীয়সীদের গল্প শুনি
৭। আল আসমাউল হুসনা
৮। সোয়াদ
৯। গল্পে আঁকা সীরাত
১০। গল্পে আঁকা জীবন
১১। দাদুর গল্পে আখলাক শিখি
১২। ‘এটা কী সিরিজ’ (২০টি বই)
১৩। আখলাক সিরিজ (১০টি বই)
১৪। আদব সিরিজ (১০টি বই)
১৫। একদেশে ছিল এক...সিরিজ (২১টি বই)
১৬। ছোট্ট ছোট্ট গপপো সিরিজ (৫টি বই)
১৭। আমার সিরাত পাঠ (৩খণ্ড)
১৮। নীলমণি রহস্য (হাসান সিরিজ-১)
১৯। জিনরাজা মারেদ (হাসান সিরিজ-২)
২০। অগ্নিগিরি বিভীষিকা (হাসান সিরিজ-৩)

এ ছাড়াও মা-বাবাদের জন্য রয়েছে আরও গুরুত্বপূর্ণ ৬টি বই

১। প্যারেন্টি সিরিজ (৫টি বই একত্রে) বক্স
🔘পালাবেন না ছোটদের প্রশ্ন থেকে
🔘ভালো বাবা কীভাবে হবেন?
🔘আপনার সন্তানকে কেন গল্প শোনাবেন?
🔘কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান?
🔘যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান

৬। আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতাভী রহ.

ইতিহাস পাঠকদের জন্য তো এটা পড়ার টেবিলের উপরে থাকা আবশ্যক।⚫️ আধুনিক বিশ্বে মুসলমানদের অবস্থান নির্ণায়ক মানচিত্রসংগ্রহে রা...
19/09/2024

ইতিহাস পাঠকদের জন্য তো এটা পড়ার টেবিলের উপরে থাকা আবশ্যক।

⚫️ আধুনিক বিশ্বে মুসলমানদের অবস্থান নির্ণায়ক মানচিত্র

সংগ্রহে রাখার মত এই অসাধারণ মানচিত্রটি আমাদের প্রকাশিত
ইসলামি ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ (৫ খন্ড)-এর সাথে উপহার হিসেবে থাকছে।

সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবিলা ও ইসলামিক ফাউন্ডেশনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের অংশ হিসেবে ইসলামী বইমেলার আমূল সংস্কারের...
15/09/2024

সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবিলা ও ইসলামিক ফাউন্ডেশনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের অংশ হিসেবে
ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে লেখক-পাঠক-ছাত্রজনতার প্রতিবাদী বইপাঠ
১৫ তারিখ, আজ বিকাল ৪টা।
স্থান : বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশনের সামনে

ফ্রি ডেলিভারি চার্জে সংগ্রহ করুন পাঠকপ্রিয় সিরাতের ৪টি বই।
09/09/2024

ফ্রি ডেলিভারি চার্জে সংগ্রহ করুন পাঠকপ্রিয় সিরাতের ৪টি বই।

আগস্ট মাসে বেস্ট সেলিং ইতিহাসের ৩টি বই।
02/09/2024

আগস্ট মাসে বেস্ট সেলিং ইতিহাসের ৩টি বই।

~ ফান্ড রেইজ ~ত্রাণ কার্যক্রমে মাঠপর্যায়ে অংশ নিতে গিয়ে বন্যাকবলিত মানুষদের কষ্ট আর দুর্দশা ভীষণভাবে উপলব্ধি করছি। আল্লা...
30/08/2024

~ ফান্ড রেইজ ~

ত্রাণ কার্যক্রমে মাঠপর্যায়ে অংশ নিতে গিয়ে বন্যাকবলিত মানুষদের কষ্ট আর দুর্দশা ভীষণভাবে উপলব্ধি করছি। আল্লাহ পাক তাদের জীবনকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন।

এ অবস্থায় আমরা ফান্ড রেইজ করতে চাচ্ছি। আমরা আমাদের অন্যতম মূল্যবান প্রজেক্ট মুহাম্মাদ আল ফাতিহ বইটি বিক্রির পুরো টাকাটা বন্যার্তদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। বইটি ১৫৫০/- ছাড় মূল্যে সংগ্রহ করতে পারবেন। এবং কুরিয়ার খরচ ফ্রি থাকবে।

আমাদের পেজ ও সরাসরি আমাদের আউটলেটে এসে বইটি সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও শুধু ত্রাণ বিতরণ কার্যক্রমে শরিক হতে অনুদান পাঠাতে পারেন:

📲বিকাশ মার্চেন্ট: 01934580232 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।) রেফারেন্সে অবশ্যই ‘বন্যা’লেখতে হবে।
কুরিয়ার খরচ বাদে ঘরে বসে বইটি নিতে চাইলে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নং ইনবক্সে দিন।

25/08/2024

আর মাত্র ১দিন চলবে...
ডেলিভারি চার্জ ফ্রিতে...

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেয়েছে মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ বই।-------মুস...
24/08/2024

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেয়েছে মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ বই।
-------
মুসলিম উম্মাহর একতা ও সংহতি বর্তমান সময়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বই। এ বইটি মূলত মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ মূলবান দুটি পুস্তিকার সমন্বিত রূপ। প্রথমটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.-এর রচিত এবং দ্বিতীয়টি ইমাম ইবনে হাযম রহ.-এর রচিত। মূল পুস্তিকাদুটি প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন করে সাধারণ পাঠকের উপযোগী করে একমলাটে প্রকাশ করেছেন বিংশ শতাব্দীর অন্যতম ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস ও মুহাক্কিক শায়েখ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.। তিনি এতে প্রয়োজনীয় টীকা ও ব্যাখ্যা সংযোজন করেছেন। সেইসঙ্গে বইয়ের বিষয়বস্তুকে পূর্ণতা দেওয়ার জন্য এর সঙ্গে যুক্ত করেছেন ইবনে তাইমিয়া রহ. কর্তৃক লিপিবদ্ধ ফাতাওয়ার সংকলন মাজমুউল ফাতাওয়ার নির্বাচিত কয়েকটি অনুচ্ছেদ। ফলে বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

বইটিতে মুসলিম সমাজের বিভিন্ন বিবাদ ও বিতর্ক পরিহারের আহ্বান জানানো হয়েছে। মুসলিম উম্মাহ কীভাবে মতপার্থক্য থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবে, তার উপায় ও উপকরণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ বর্তমান মুসলিম সমাজব্যবস্থা পুনর্গঠন ও পারস্পরিক ঐক্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
মুসলিম উম্মাহর একতা ও সংহতি
লেখক : শাইখুল ইসলাম আহমাদ ইবনে তাইমিয়া রহ., ইমাম আলি ইবনে হাযম আন্দালুসি আয-যাহিরি রহ.
নিরীক্ষণ ও বিশ্লেষণ : শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
অনুবাদক : জাবির ইবনে কামাল
মুদ্রিত মূল্য : ৩৯০/-
ছাড় মূল্য : ১৯৫/-

প্রি-অর্ডার উপলক্ষে ফ্রি শিপিং।

প্রি-অর্ডার অফার : ২৫ আগস্ট ২০২৪ পর্যন্ত

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নং ইনবক্স করুন।

ইমাম ইবনে তাইমিয়ার রহ.-এর অসাধারণ একটি কিতাবটি আমাদের আউটলেটে চলে এসেছে।মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কা...
24/08/2024

ইমাম ইবনে তাইমিয়ার রহ.-এর অসাধারণ একটি কিতাবটি আমাদের আউটলেটে চলে এসেছে।
মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কাছেই পুরোনো ও গুরুত্বহীন হয়ে পড়েছে। মানুষ এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছে যে, এই একতা হয়তোবা কখনোই সম্ভব নয়। আর এখন পৃথিবী যে অবস্থায় আছে সেটাও খুব একটা খারাপ নয়।

কিন্তু এ বইটির মতো কোনো বই পড়ার পর মনে কোনো দ্বিধা থাকে না মুসলমানদের একতা ও সংহতির অনস্বীকার্যতার ব্যাপারে। এ এমন কঠোর বাস্তব, যা মুসলমানদের বাস্তবায়ন করেই ছাড়তে হবে। আমাদের উদাসীনতার বিন্দুমাত্রও সুযোগ নেই।

আজ ও আগামীকাল অর্ডারে থাকছে ফ্রি শিপিং। সাথে থাকবে বুকমার্ক।

আলহামদুলিল্লাহ। নতুন বইটি চলে এসেছে।আজ ও আগামীকাল অর্ডার করলে শিপিং চার্জ ফ্রি।
24/08/2024

আলহামদুলিল্লাহ। নতুন বইটি চলে এসেছে।
আজ ও আগামীকাল অর্ডার করলে শিপিং চার্জ ফ্রি।

24/08/2024

প্রি-অর্ডার চলবে আর মাত্র দুইদিন। শিপিং চার্জ ফ্রি।

বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের হেফাজত করেন! বিভিন্ন সংগঠন ও ব্যক্তি-উদ্যোগে...
23/08/2024

বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের হেফাজত করেন!

বিভিন্ন সংগঠন ও ব্যক্তি-উদ্যোগে ত্রাণ-সহায়তা যাচ্ছে। আলহামদুলিল্লাহ! মাকতাবাতুল হাসানও নিজ উদ্যোগে দুর্গত মানুষদের সহায়তার চেষ্টা করছে।

আসুন আমরা সবাই-ই আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাগ্রস্ত মানুষদের সহায়তায় অংশগ্রহণ করি। তবে সতর্ক থাকব, আমাদের এই সহায়তা যেন বৃথা না যায়, যেন সঠিক ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে আমাদের সহায়তা আমাদের ভাইদের কাছে পৌঁছায়। যেন অসাধু কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে।

মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কাছেই পুরোনো ও গুরুত্বহীন হয়ে পড়েছে। মানুষ এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছে যে,...
20/08/2024

মুসলিম উম্মাহর একতা ও সংহতি প্রয়োজন তা অনেকের কাছেই পুরোনো ও গুরুত্বহীন হয়ে পড়েছে। মানুষ এই ধারণায় অভ্যস্ত হয়ে পড়েছে যে, এই একতা হয়তোবা কখনোই সম্ভব নয়। আর এখন পৃথিবী যে অবস্থায় আছে সেটাও খুব একটা খারাপ নয়।

কিন্তু এ বইটির মতো কোনো বই পড়ার পর মনে কোনো দ্বিধা থাকে না মুসলমানদের একতা ও সংহতির অনস্বীকার্যতার ব্যাপারে। এ এমন কঠোর বাস্তব, যা মুসলমানদের বাস্তবায়ন করেই ছাড়তে হবে। আমাদের উদাসীনতার বিন্দুমাত্রও সুযোগ নেই।

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ বই। প্রি...
15/08/2024

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ বই। প্রি-অর্ডারের সময় মাত্র ১০ দিন।
-------
মুসলিম উম্মাহর একতা ও সংহতি বর্তমান সময়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বই। এ বইটি মূলত মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ মূলবান দুটি পুস্তিকার সমন্বিত রূপ। প্রথমটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.-এর রচিত এবং দ্বিতীয়টি ইমাম ইবনে হাযম রহ.-এর রচিত। মূল পুস্তিকাদুটি প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন করে সাধারণ পাঠকের উপযোগী করে একমলাটে প্রকাশ করেছেন বিংশ শতাব্দীর অন্যতম ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস ও মুহাক্কিক শায়েখ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.। তিনি এতে প্রয়োজনীয় টীকা ও ব্যাখ্যা সংযোজন করেছেন। সেইসঙ্গে বইয়ের বিষয়বস্তুকে পূর্ণতা দেওয়ার জন্য এর সঙ্গে যুক্ত করেছেন ইবনে তাইমিয়া রহ. কর্তৃক লিপিবদ্ধ ফাতাওয়ার সংকলন মাজমুউল ফাতাওয়ার নির্বাচিত কয়েকটি অনুচ্ছেদ। ফলে বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

বইটিতে মুসলিম সমাজের বিভিন্ন বিবাদ ও বিতর্ক পরিহারের আহ্বান জানানো হয়েছে। মুসলিম উম্মাহ কীভাবে মতপার্থক্য থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবে, তার উপায় ও উপকরণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ বর্তমান মুসলিম সমাজব্যবস্থা পুনর্গঠন ও পারস্পরিক ঐক্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
মুসলিম উম্মাহর একতা ও সংহতি
লেখক : শাইখুল ইসলাম আহমাদ ইবনে তাইমিয়া রহ., ইমাম আলি ইবনে হাযম আন্দালুসি আয-যাহিরি রহ.
নিরীক্ষণ ও বিশ্লেষণ : শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
অনুবাদক : জাবির ইবনে কামাল
মুদ্রিত মূল্য : ৩৯০/-
ছাড় মূল্য : ১৯৫/-

প্রি-অর্ডার উপলক্ষে ফ্রি শিপিং।
প্রকাশকাল : ২৫ আগস্ট ২০২৪

প্রি-অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নং ইনবক্স করুন।
অথবা ওয়াটসএপেও নক দিতে পারেন : https://wa.me/8801787007030

কোটা আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাতের জন্য আমরা ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।ঢাকার আশেপাশে পর্যাপ্ত ভলান্টিয়ার সাপ...
11/08/2024

কোটা আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাতের জন্য আমরা ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।

ঢাকার আশেপাশে পর্যাপ্ত ভলান্টিয়ার সাপোর্ট দিতে পারবেন এমন আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানকে চারা সংগ্রহের জন্য ইনবক্সে আবেদন করতে অনুরোধ রইল।

01/08/2024
‘হৃদয়ের দিনলিপি’ বই থেকে নেওয়া।
04/07/2024

‘হৃদয়ের দিনলিপি’ বই থেকে নেওয়া।

 #শীঘ্রই_আসছেমুসলিম উম্মাহর একতা ও সংহতি বর্তমান সময়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বই। এ বইটি মূলত মুসলিম উম্মাহর স্বী...
03/07/2024

#শীঘ্রই_আসছে

মুসলিম উম্মাহর একতা ও সংহতি বর্তমান সময়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বই। এ বইটি মূলত মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ মূলবান দুটি পুস্তিকার সমন্বিত রূপ। প্রথমটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.-এর রচিত এবং দ্বিতীয়টি ইমাম ইবনে হাযম রহ.-এর রচিত। মূল পুস্তিকাদুটি প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন করে সাধারণ পাঠকের উপযোগী করে একমলাটে প্রকাশ করেছেন বিংশ শতাব্দীর অন্যতম ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস ও মুহাক্কিক শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.। তিনি এতে প্রয়োজনীয় টীকা ও ব্যাখ্যা সংযোজন করেছেন। সেইসঙ্গে বইয়ের বিষয়বস্তুকে পূর্ণতা দেওয়ার জন্য এর সঙ্গে যুক্ত করেছেন ইবনে তাইমিয়া রহ. কর্তৃক লিপিবদ্ধ ফাতাওয়ার সংকলন মাজমুউল ফাতাওয়ার নির্বাচিত কয়েকটি অনুচ্ছেদ। ফলে বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

বইটিতে মুসলিম সমাজের বিভিন্ন বিবাদ ও বিতর্ক পরিহারের আহ্বান জানানো হয়েছে। মুসলিম উম্মাহ কীভাবে মতপার্থক্য থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবে, তার উপায় ও উপকরণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ বর্তমান মুসলিম সমাজব্যবস্থা পুনর্গঠন ও পারস্পরিক ঐক্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
লেখক : শাইখুল ইসলাম আহমাদ ইবনে তাইমিয়া রহ., ইমাম আলি ইবনে হাযম আন্দালুসি আয-যাহরি রহ.
নিরীক্ষণ ও বিশ্লেষণ : শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
অনুবাদক : জাবির ইবনে কামাল
সম্পাদক : মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী

মাকতাবাতুল হাসান ও স্বরবর্ণ প্রকাশনের প্রকাশিত বইসমূহ ও মূল্য তালিকা...আপডেট : জুন ২০২৪
30/06/2024

মাকতাবাতুল হাসান ও স্বরবর্ণ প্রকাশনের প্রকাশিত বইসমূহ ও মূল্য তালিকা...

আপডেট : জুন ২০২৪

28/06/2024

আজকের আমল: সূরা কাহাফ
হাদীসে এসেছে, 'যে কেউ জুমাবারে সূরা কাহাফ পড়বে, পরবর্তী জুমআ পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে।"(মুস্তাদরাকে হাকিম, ২/৩৬৮)

প্রিয় বোন, আপনি পাশ্চাত্যের দর্শন ও ফ্যাশনের ফাঁদে পা দেবেন না। এগুলো তাদের প্ররোচনা। তারা খুবই সংগোপনে আমাদেরকে আমাদের ...
27/06/2024

প্রিয় বোন, আপনি পাশ্চাত্যের দর্শন ও ফ্যাশনের ফাঁদে পা দেবেন না। এগুলো তাদের প্ররোচনা। তারা খুবই সংগোপনে আমাদেরকে আমাদের ধর্ম থেকে সরাতে ও আমাদের সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে।

হে প্রিয় বোন! এ বইটি পড়ুন। এতে পাবেন কুরআন কারীমের দ্ব্যর্থবোধক আয়াত, সত্যভাষী হাদীস, স্বর্ণখচিত অমীয় বাণী, শিক্ষণীয় ঘটনা, হৃদয়ছোয়া কবিতা, বাস্তবোচিত চিন্তাধারা, অমূল্য উপদেশ ও যথাযথ অভিজ্ঞতা।

বইটি মুসলিম নারীদেরকে চিন্তামুক্তির পথ দেখাতে, তাদের অন্তরের বিরাজমান হতাশাকে দূরে ঠেলে দিয়ে সেখানে আশা ও বিশ্বাসের আলো জ্বালাতে সাহায্য করবে। প্রচন্ড খরার পর নেমে আসা বৃষ্টির মতো বইটি তাদের হৃদয়কে স্নাত করে তুলবে।
নারী তুমি ভাগ্যবতী
লেখক : ড. আয়েয আল কারনী
মুদ্রিত মূল্য : ৪৪০/-
ছাড় মূল্য : ২২০/-

27/06/2024

আপনাদের সাজেস্টকৃত
আমাদের বেস্ট বই কোনটি
?

বক্ষমাণ এ গ্রন্থে শায়খ মুহাম্মদ আওয়ামা প্রায় চল্লিশটির মতো 'পথনির্দেশ' উল্লেখ করেছেন; যেগুলো একাধারে ছাত্র-উস্তাদ সকলের ...
26/06/2024

বক্ষমাণ এ গ্রন্থে শায়খ মুহাম্মদ আওয়ামা প্রায় চল্লিশটির মতো 'পথনির্দেশ' উল্লেখ করেছেন; যেগুলো একাধারে ছাত্র-উস্তাদ সকলের জন্যেই সমান উপকারী।

সরকারি-বেসরকারি নির্বিশেষে বাংলাভাষীদের প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানের বিশেষভাবে সকল উস্তাদের হাতে এবং ব্যাপকভাবে সকল তালিবুল ইলমের হাতে বইটি সংগ্রহে রাখা উচিত। বইটিতে বর্ণিত পূর্বসূরিদের ত্যাগ-তিতিক্ষা এবং ইলম অন্বেষণের পথে তাদের সীমাহীন আত্মত্মবিলীন ইতিহাস পড়ে নিশ্চিতভাবে পাঠক অনুপ্রাণিত হবে। জীবনপথের পাথেয় খুঁজে পাবে।

Address

11/1 Islami Tower (Underground), Shop No./33-34, Bangla Bazar
Dhaka
1100

Telephone

+8801787007030

Website

http://linktr.ee/maktabatulhasan

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাকতাবাতুল হাসান:

Videos

Share

Category