Ronger Dhara Cadete Academy, Mymensingh

Ronger Dhara Cadete Academy, Mymensingh জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩
জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,

01/09/2023
01/09/2023
প্রিয় মডারেটস ❤️❤️
31/08/2023

প্রিয় মডারেটস ❤️❤️

তুমি কোথায় দাঁড়িয়ে আছ এবং কোথায় যেতে চাও, এই দুটো ব্যাপার জেনে নেবার জন্য যথেষ্ট সময় খরচ করো। না বুঝে দৌড়ানোর চেয়ে বুঝে হামাগুড়ি দেওয়াও ভালো।


(উদ্ধৃতিটি “নিজের হৃদয়টাকে বাঁচাও” থেকে নেওয়া। লেখাটির লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে।)

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
20/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

18/08/2023

১ম শ্রেণির ছাত্র ছাত্রী,,,,
Ronger Dhara Cadete Academy, Mymensingh

নতুন সাজে আনন্দ মোহন কলেজ ❤️❤️
02/08/2023

নতুন সাজে আনন্দ মোহন কলেজ ❤️❤️

27/07/2023

সুষ্ঠ বিনোদন, শিক্ষা লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম,,,
অসাধারণ ছিল ৭ম শ্রেণির বাচ্চাদের আজকের আয়োজন,,,
রঙ্গের দারা ক্যাডেট পরিবারের পক্ষ থেকে রইলো তোমাদের প্রতি শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা❤️❤️❤️

14/07/2023

নাম:- মোছাঃ মিম আক্তার,, তৃতীয় শ্রেণী,,
রঙ্গের দারা ক্যাডেট একাডেমি 💗💗

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আজকের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হলো 💗💗💗💗
27/06/2023

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আজকের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হলো 💗💗💗💗

20/06/2023

ফাতেমাতুজ্জহুরা (লাবনি) মেডামের জন্মদিন উদযাপনের খন্ড চিত্র।

আয়োজনে:- বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

সবকিছুর মূলে হচ্ছে ইচ্ছে শক্তি। মনে যদি সৎ ইচ্ছে থাকে তাহলে যে কোন পরিবেশেই অন্যকে সাহায্য করা যায়।
15/05/2023

সবকিছুর মূলে হচ্ছে ইচ্ছে শক্তি। মনে যদি সৎ ইচ্ছে থাকে তাহলে যে কোন পরিবেশেই অন্যকে সাহায্য করা যায়।

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।তারা সব জায়গায় সুবিধা পায়,সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর...
13/05/2023

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।

তারা সব জায়গায় সুবিধা পায়,
সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন,
তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি।
অথচ এরা না কারো আপন হয়,
না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।

এরা হয় সুবিধাবাদী, মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের নিজের কোন মতামত থাকেনা,
নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে।
এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা। তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,,

ঐ যে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন:প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,সে তুমি নও। সে আমি।প্রথম ...
03/05/2023

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন:
প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,
সে তুমি নও। সে আমি।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো,
সে তুমি নও। সে আমি।
প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো,
সে তুমি নও। সে আমি।
যাই হোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে,
আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।
কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো,
তাহলে ওকে জানিও না। আমাকে জানিও।
আবার নিয়ে আসবো রাজকন্যাকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত! ❤️

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।...
26/04/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সমর্থ রয়েছে আমরা এদের পাসে দারাই, আমাদের টাকা
থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি------😒😒😒😒... আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন

03/04/2023
24/03/2023

জীবনে যে বাধাই আসুক না কেন, মন না ভেঙে হাসিমুখে লেগে থাকো, সুদিন আসবেই।

23/03/2023

Ronger Dhara Cadete Academy, Mymensingh Md Shah Alam Hossain

“তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবে।” - এই কথাটি মানুষ কেন বলে?
23/03/2023

“তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবে।” - এই কথাটি মানুষ কেন বলে?

22/03/2023

Ronger Dhara Cadete Academy, Mymensingh

Address

ময়মনসিংহ
Dhaka
51526616

Alerts

Be the first to know and let us send you an email when Ronger Dhara Cadete Academy, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ronger Dhara Cadete Academy, Mymensingh:

Videos

Share

Category

Nearby media companies



You may also like