Kendrobindu

Kendrobindu Kendrobindu is a Creative & Career Book Publisher in Bangladesh.
(2)

13/11/2024

এক লোক তার স্ত্রীকে নিয়ে খুবই হতাশ হয়ে পরেছিলেন। সেক্সুয়াল ইন্টারকোর্স চলাকালীন সময়ে তার স্ত্রী মোটেই রেসপন্স করত না।

তিনি এতটাই হতাশ হয়ে পরেছিলেন যে, তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার মতো চিন্তাও তার মাথায় এসেছিল। যেখানে তাদের ২ জনের একটি সন্তানও ছিল। তার স্ত্রীর সম্পর্কে যখন তিনি চরম হতাশায় ভুগছিলেন তখন "হাউ টু সেটিসফাই অ্যা ওমেন" এবং "হাউ টু সেটিসফাই অ্যা ম্যান" বইটি তার সংসার বাঁচিয়ে দিয়েছিল। এই বইয়ের ফর্মুলা এপ্লাই করে তিনি তার স্ত্রীকে জয় করে নিয়েছিলেন।

সেক্সুয়াল ইন্টারকোর্স একটা আর্ট। কাগজ, কলম, রং তুলি যেমন আর্টের অংশ, ঠিক তেমনই সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্গাজম ইত্যাদি বিষয়গুলও দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর এই দাম্পত্য জীবনকে সুন্দরভাবে রাঙিয়ে তুলতে দরকার কিছু ম্যাজিক ফর্মুলা।

কীভাবে আপনি আপনার যৌন জীবনে নিজে স্যাটিসফাই হবেন এবং পার্টনারকে পুরোপুরি স্যটিসফাই করবেন সেই ব্যপারে পরিপূর্ণ সমাধান রয়েছে "হাউ টু সেটিসফাই অ্যা ওম্যান" এবং "হাউ টু সেটিসফাই অ্যা ম্যান" বই দুটিতে।

এই বই দুটি হাজারও সংসার এর সুখী জীবনযাপনের পাথেয় হিসেবে কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে।

এই বইগুলোতে দেয়া সলিউশনগুলো যদি আপনি এপ্লাই করেন, তাহলে আপনার পার্টনার কখনো অন্য কারো সান্নিধ্য খুঁজবেনা এবং আপনিও আপনার পার্টনারের সাথে সেক্সুয়ালি স্যটিসফাই হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন।

তাই আর সময় নষ্ট না করে এখনই অর্ডার করুন, "হাউ টু সেটিসফাই অ্যা ওম্যান" এবং "হাউ টু সেটিসফাই অ্যা ম্যান" বই দুটি।

12/11/2024

বিল্ডিং এ স্টোরিব্র্যান্ড বইটি কেনো পড়বেন - খালিদ ফারহান

Video Credit: Khalid Farhan

বিয়ে নামক নাগরদোলায় পা রাখার আগেই পড়ুন, "সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ"
31/10/2024

বিয়ে নামক নাগরদোলায় পা রাখার আগেই পড়ুন, "সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ"

মনে রাখবেন 'না' বলা একটা সম্মানজনক উত্তর। যদি আপনার মনে হয় কোনো কাজের জন্য 'না' বলা উচিত তবে সততার সাথে 'না' বলে দিন।📖- ...
30/10/2024

মনে রাখবেন 'না' বলা একটা সম্মানজনক উত্তর। যদি আপনার মনে হয় কোনো কাজের জন্য 'না' বলা উচিত তবে সততার সাথে 'না' বলে দিন।

📖- 'না বলতে শিখুন
যদি হ্যাঁ বলতে না চান '

পরিবারের সবাই মূল দায়িত্বটা সন্তুকেই দিয়েছে। সমস্যা হলো রোদেলা এ বাড়ির ছোট মেয়ে হলেও তার জ্ঞান-প্রজ্ঞা আর ব্যক্তিত্ব...
29/10/2024

পরিবারের সবাই মূল দায়িত্বটা সন্তুকেই দিয়েছে। সমস্যা হলো রোদেলা এ বাড়ির ছোট মেয়ে হলেও তার জ্ঞান-প্রজ্ঞা আর ব্যক্তিত্ব এমনই যে, তার মতামতকে সবাই খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। সবাই জানে রোদেলা কখনো মিথ্যা কথা বলে না। অসম্ভব মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ সে। তার বড় দুই ভাইও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রোদেলার সঙ্গে আলোচনা করে। সঞ্জুর চেয়েও হাজার গুণ ভালো অনেক পাত্র রোদেলার জন্য ছিল। এখনও আছে, কিন্তু রোদেলা যেহেতু সঞ্জুকে পছন্দ করেছে, সেহেতু তার পরিবার অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। রোদেলার সততা রোদেলাকে এমন ব্যক্তিত্ব দিয়েছে। পরিবার তাকে দিয়েছে অবাধ স্বাধীনতা। কিন্তু সে কখনো এই স্বাধীনতার অপব্যবহার করেনি। তারা এটাও জানে, রোদেলা এখন যেটা করছে এটাতেও কোনো অসততা নেই। সঞ্জু তার চাকরিটাকে যেভাবে দেখছে এবং যেভাবে ব্যাখ্যা করছে এটাই বর্তমান রিয়েলিটি। এটা অন্য কেউ বললে ওরা পাত্তা দিত না। কিন্তু সঞ্জু রোদেলার প্রেমিক হবু বর, তার পক্ষ থেকে নিষেধাজ্ঞাটা অবশ্যই রোদেলার বিবেচনা করা উচিত। তা ছাড়া সঞ্জুর পরিবার জানলে আর সামাজিকভাবে বিষয়টা চাউর হলে সেটাও এই পরিবারের জন্য ভবিষ্যতে মান সম্মানের কারণ হতে পারে। তাই পরিবারের সবাই সঞ্জুর মতামতকে সমর্থন দিয়েছে। সঞ্জু মুখটা গম্ভীর আর সিরিয়াস বানিয়ে রাখলেও তার ভেতরটা আজ বেশ উৎফুল্ল। আজ এই পরিবারে সে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।

📖'দারবিশ'
🖋️লতিফুল ইসলাম শিবলী

আপনার চেষ্টা একসময় আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে, যেখানে পৌঁছানোর পর বড়সড় সাফল্য নিয়মিতই পাবেন আপনি। ফিকশন কিংবা নন ...
28/10/2024

আপনার চেষ্টা একসময় আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে, যেখানে পৌঁছানোর পর বড়সড় সাফল্য নিয়মিতই পাবেন আপনি। ফিকশন কিংবা নন ফিকশন লেখকদের মতোই আপনাকে সেলস কপি লেখা শিখতে হবে। সেলস কপি এই নিয়ম মেনে চলে। আপনি সেলস কপির বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন, আপনার দ্বারা তত ভালো সেলস কপি লেখা সম্ভব হবে।

📖- 'কপিরাইটিং সিক্রেটস'

বই সম্পর্কেঃ শৈশব পেড়িয়ে সদ্য কৈশোরে দুপা ফেলা কিশোরী হোক কিংবা জীবনের দৌড়ে তাল মিলিয়ে চলতে থাকা তরুণ…ফজর হতে ঈশার আ...
27/10/2024

বই সম্পর্কেঃ
শৈশব পেড়িয়ে সদ্য কৈশোরে দুপা ফেলা কিশোরী হোক কিংবা জীবনের দৌড়ে তাল মিলিয়ে চলতে থাকা তরুণ…ফজর হতে ঈশার আবর্তনের চক্রে, জীবনযুদ্ধের এই এতশত পরীক্ষার ভীড়েও বিয়ে নিয়ে আমাদের যেন জল্পনা কল্পনার শেষ নেই। তবে এই কল্পনাগুলোর বাস্তবতা কী? বিয়ে কি শুধুই দুজন মানুষের একত্রে থাকার বৈধতার নথিপত্র নাকি এরচেয়েও আরো অনেক বেশি কিছু? আচ্ছা, মুমিনের সকল কর্মফলই তো তার নিয়াতের উপর নির্ভরশীল, আমরা কি তবে আমাদের নিয়াতকে বিশুদ্ধ করতে পেরেছি? বিয়ে করতে চাওয়ার পিছনে আমাদের নিয়াত কী? কীভাবে আমরা সেই নিয়াতকে বাস্তবে রূপ দেব, কীভাবে আমাদের আদর্শ জীবনসঙ্গীকে খুঁজে পাব, আর এই সবকিছুকে ছাপিয়ে, আমি আসলে কেমন জীবনসঙ্গী চাই এ বিষয়গুলো নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছি!

আমাদের বেশিরভাগ মানুষের মাঝেই বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি, প্রস্তুতি ও প্র্যাকটিকাল লাইফের সাথে এই নতুন জীবনের সম্পর্ক নিয়ে কোন পূর্বজ্ঞান থাকে না। ফলস্বরূপ দেখা যায় বিয়ের পূর্বের ফ্যান্টাসীগুলোই বিয়ের পরে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, আমরা মানিয়ে নিতে পারছি না কিংবা মানসিকভাবে ভেঙে পড়ছি। তাহলে উপায় কী? কীভাবে আমরা বিয়ে নামক এই নাগরদোলায় পা রাখার আগে নিজেদের গড়ব, কীভাবে বিয়ের পরে একে অন্যের জন্য আদর্শ জীবনসঙ্গী হয়ে উঠব, কীভাবে আমাদের এই ভালোবাসার বন্ধনকে শক্তভাবে আঁকড়ে ধরব, প্রজাপতির মতো যত্ন নেব! এসব কিছু সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমাদের আলোকিত করতে, এই বইটি মলাটে আবদ্ধ এক দারুণ সংগ্রহ। বইটিতে জীবনসঙ্গী নির্বাচন থেকে শুরু করে বিয়ে পরবর্তী জীবনের নানা প্রতিকূলতা ও এথেকে নিজেদের সুরক্ষিত রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি বইটি আপনাকে সম্পূর্ণরূপে প্রাকটিকাল ও ফ্যান্টাসী বিবর্জিত স্বচ্ছ চিন্তাভাবনার এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেবে। বিয়ের প্রস্তুতি এবং বিয়ে পরবর্তী নানা জটিলতার সমাধানকে আপনার সামনে তুলে ধরবে, ইনশাআল্লাহ।

বই: সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ
লেখিকাঃ আফসান খান
অনুবাদিকাঃ নূর
পৃষ্ঠাঃ ১৬০
কোয়ালিটিঃ প্রিমিয়াম হার্ডকভার
প্রকাশকঃ কেন্দ্রবিন্দু

একজন সফল ও সংগ্রামী প্রকাশক ওয়াহিদ তুষার - দৈনিক ইত্তেফাক
26/10/2024

একজন সফল ও সংগ্রামী প্রকাশক ওয়াহিদ তুষার - দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সকল গণআন্দোলনে কবি-সাহিত্যিকদের প্রতিনিধিত্ব ছিলো চোখে পড়ার মতো। কিন্তু এবার স্বৈরাচারবিরোধী আন্দ.....

সাবধান!নেতৃত্ব হলো আমানত, এ বিষয়ে কঠিনভাবে হিসাব নেয়া হবে।বই: ইমাম
26/10/2024

সাবধান!
নেতৃত্ব হলো আমানত,
এ বিষয়ে কঠিনভাবে হিসাব নেয়া হবে।

বই: ইমাম

‘মানুষের ভোগের আয়তন তার কবরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমান’-  দারবিশ
25/10/2024

‘মানুষের ভোগের আয়তন তার কবরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমান’- দারবিশ

বিয়ে করতে ভয় পাচ্ছেন? কিংবা বিয়ে করে বিপদে আছেন? বা বিয়ে খুবই টেনশনে আছেন? রিয়েল লাইফ কেইস স্টাডি দিয়ে পরিপূর্ণ "সিক্রেট...
23/10/2024

বিয়ে করতে ভয় পাচ্ছেন? কিংবা বিয়ে করে বিপদে আছেন? বা বিয়ে খুবই টেনশনে আছেন?

রিয়েল লাইফ কেইস স্টাডি দিয়ে পরিপূর্ণ "সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ" বইটি আপনার এখনি পড়া উচিৎ।

একজন মাসিহ, ত্রাণকর্তা বা নেতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে পৃথিবী। বেইনসাফ আর জুলুমপূর্ণ পৃথিবীর শেষ সময়ে তাঁর ...
21/10/2024

একজন মাসিহ, ত্রাণকর্তা বা নেতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে পৃথিবী। বেইনসাফ আর জুলুমপূর্ণ পৃথিবীর শেষ সময়ে তাঁর নেতৃত্বে ঘটবে শেষ মহাযুদ্ধ!.....................

বই: অন্তিম

ষাট থেকে আশি, এই তিন দশকে হতাশাগ্রস্থ আমেরিকান তরুণ-তরুণীদের আশ্রয়স্থল ছিল তিনটি নিষিদ্ধ শব্দ—‘সেক্স ড্রাগস অ্যান্ড রক এ...
20/10/2024

ষাট থেকে আশি, এই তিন দশকে হতাশাগ্রস্থ আমেরিকান তরুণ-তরুণীদের আশ্রয়স্থল ছিল তিনটি নিষিদ্ধ শব্দ—‘সেক্স ড্রাগস অ্যান্ড রক এন রোল।’

যখন ভিয়েতনাম যুদ্ধ আর শীতল যুদ্ধে অস্থির টালমাটাল আমেরিকা। সেই সময়ে অভিমানী এক তরুণ ঢাকা থেকে চলে গিয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে ডাক্তারি পড়তে। এটা সেই সান ফ্রান্সিসকো, যাকে বলা হত ‘কাউন্টার কালচার’ বা হিপ্পি আন্দোলনের রাজধানী। সহপাঠীদের সাথে ভিয়েতনাম যুদ্ধবিরোধী শান্তি আন্দোলনে অংশগ্রহণ করতে করতেই সে দেখে ফেলেছিল পুঁজিবাদের গভীর সংকট আর বীভৎস রক্তাক্ত ক্ষতগুলো। দুই আদর্শবাদের ধারক দুই পরাশক্তির লড়াইয়ের ভেতর দিয়ে বের হয়ে আসা অন্ধকার রাজনীতি সেই তরুণকে পরিণত করেছিল এক বিশ্বনাগরিকে।

৬০ মিলিয়ন লম্বা চুলের হিপ্পি যখন আমেরিকার রাস্তায় রাস্তায় ঘুরছে, যখন আমেরিকার ঘরে যুদ্ধ, বাইরে যুদ্ধ, ঠিক তখন ছেলেটির জীবনে প্রেম হয়ে আসে মেলিনি নামের প্রখর রাজনীতি সচেতন দেশপ্রেমিক এক আমেরিকান নারী। যাকে রাশিয়ান স্পাই মনে করে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। এরপর শুরু হলো তাদের পলাতক জীবন। মেলিনিকে নিয়ে টেক্সাস থেকে বর্ডার ক্রস করে মেক্সিকো ঢোকার সময় ছেলেটির জীবনে ঘটে এক চরম বিপর্যয়।

৭০বছর বয়সে সেই তরুণ ফিরে আসে তার ফেলে যাওয়া সেই রোমান্টিক ঢাকায়, যাকে সে ভালোবেসে নাম দিয়েছিল—সিটি অফ মিউজিক। পরিচয় হয় এক তরুণীর সাথে, যে তরুণীর মননশীলতা তৈরি হয়েছিল সেই ষাট সত্তর আর আশি দশকের—এলভিস প্রেসলী, বিটলস, বব ডিলান, জিমি হ্যান্ড্রিক্স, জিম মরিসন, লেড জেপলিন, পিঙ্ক ফ্লয়েড, ইউ-টু আর নির্ভানা শুনে শুনে। মেয়েটি অদ্ভুত ভাবে লোকটির ৩০ বছর বয়সের সেই লম্বা চুলের হিপ্পির প্রেমে পরে যায়।

সমস্যাটা শুরু হয় তখনই…
The fiction based on fact.

দারবিশ

লেখক : লতিফুল ইসলাম শিবলী

প্রকাশনী : কেন্দ্রবিন্দু

বিষয় : সমকালীন উপন্যাস

পৃষ্ঠা : 128, কভার : পেপার ব্যাক

একজন স্বাভাবিক মানুষের আলোর পথে আসা যতোটা সহজ, একজন খারাপ মানুষের জন্য তা বহুগুণ কঠিন। আর যদি সেই ব্যক্তি খারাপ পথে নাম ...
19/10/2024

একজন স্বাভাবিক মানুষের আলোর পথে আসা যতোটা সহজ, একজন খারাপ মানুষের জন্য তা বহুগুণ কঠিন। আর যদি সেই ব্যক্তি খারাপ পথে নাম যশ আর খ্যাতিসম্পন্ন হয় তাহলে সেখান থেকে সাদামাটা জীবনে পদার্পণ তো প্রায়ই অসম্ভব। সঙ্গীত জগতের এক খ্যাতিমান তারকার জীবনে ঘটনাচক্রে ঘটে যাওয়া এক মুহুর্তের অসহায়ত্ব তার জীবন সম্পর্কে চিন্তাভাবনাকে পরিবর্তন করে দেয়। জীবন বাচার তাগিদে ওয়াদাবদ্ধ হোন মহান রবের সাথে। ওয়াদা পুরনের পথ খুজতে মরিয়া রকস্টার দেখা পান একজন ইমাম এর। জাকজমক পূর্ণ জীবন ছেড়ে বেচে নেন সরল জীবনের পথ। ইমাম এর সহযোগিতায় শুরু করেন জ্ঞানার্জন। বদলে ফেলেন নিজেকে, নিজের অতীতকে। অল্প সময়ের মধ্যে নিজেকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়।

বই- ইমাম
লেখক- লতিফুল ইসলাম শিবলী
প্রকাশনী- কেন্দ্রবিন্দু
পৃষ্ঠা-১৬০
মুদ্রিত মূল্য-৪০০

রিভিউ — আনিসুর রহমান

#বুক_রিভিউ

সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ (Unboxing) প্রতিটি মুসলিম দম্পতির প্রেমময় ও সফল দাম্পত্য জীবনের নির্দেশিকাসিক্রেটস টু এ ...
18/10/2024

সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ (Unboxing) প্রতিটি মুসলিম দম্পতির প্রেমময় ও সফল দাম্পত্য জীবনের নির্দেশিকা

সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ
লেখিকা: আফসান খান
অনুবাদ করেছেনঃ নূর
প্রকাশনী : কেন্দ্রবিন্দু

একজন ম্যানেজারকে অবশ্যই সত্য বলা উচিত। যত দ্রুত তিনি নিজেদের কর্মীকে সত্য জানাতে পারবেন, কর্মীদের উন্নতির জন্য সেটা ততই ...
17/10/2024

একজন ম্যানেজারকে অবশ্যই সত্য বলা উচিত। যত দ্রুত তিনি নিজেদের কর্মীকে সত্য জানাতে পারবেন, কর্মীদের উন্নতির জন্য সেটা ততই মঙ্গলজনক। একজন কর্মীর উন্নতির জন্য সত্য জানা আবশ্যক। নিজের দুর্বল জায়গা সম্পর্কে একজন কর্মী ঠিকমতো জানতে না পারলে তার মাঝে নিজেকে পরিবর্তন করার মানসিকতা কখনোই জাগ্রত হবে না। নিজেকে পরিবর্তন করার মানসিকতা কারও মাঝে না জাগলে, পরিবর্তন কখনোই আসবে না। এই কারণে একজন কর্মীকে তার নিজস্ব পরিবর্তনের জন্য সব সময়ই সত্য জানানোর কাজটি ম্যানেজারকেই করতে হবে। ম্যানেজার নিজের এ দায়িত্ব পালনে যত দেরী করবে, ততই তার কর্মীদের উন্নতি ব্যাহত হতে থাকবে।

📖মানুষকে মোটিভেট করার ১০০ উপায়

এক কুৎসিত চেহারার মানুষকে এক বিদুষী নারী বলেছিল-আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ।' এই একটি বাক্যেই বদলে গেছে তার জী...
16/10/2024

এক কুৎসিত চেহারার মানুষকে এক বিদুষী নারী বলেছিল-আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ।' এই একটি বাক্যেই বদলে গেছে তার জীবন। সে ছিল এমন পুরুষ, যার সৌন্দর্য দেখার জন্য থাকতে হয় অন্তরের চোখ। একমাত্র সে নারীরই ছিল সেই চোখ। তারপর, জমিদারের বিলাসী জীবন থেকে সে লোকটি নেমে এসেছিল সাধারণ মানুষের কাতারে। ভালোবাসা তাকে দিয়েছিল বিদ্রোহের শক্তি।

📖—'নূর'

ফাতিমার আসতে দেরি হচ্ছে বলে আবার তার নাম ধরে ডাক দিলো নূর। কেউ তার ডাকের উত্তর দিলো না। আবার ডাক দিলো, কোথাও কারও কোনো স...
15/10/2024

ফাতিমার আসতে দেরি হচ্ছে বলে আবার তার নাম ধরে ডাক দিলো নূর। কেউ তার ডাকের উত্তর দিলো না। আবার ডাক দিলো, কোথাও কারও কোনো সাড়া নেই। নূরের ডাক বাতাসে মিলিয়ে গেল। একটা গুমোট নিস্তব্ধতা নেমে এসেছে চারদিকে। হঠাৎ করে যেন থেমে গেছে পাখিদের ডাক। বাতাসে মৃদু শোঁ শোঁ শব্দ আর দূরের কাঠঠোকরার ঠকঠক আওয়াজ যেন সেই নিস্তব্ধতা আরও বাড়িয়ে তুলল। নূরের মন বলছে, ফাতিমাকে ডেকে আর লাভ নেই। বিপদ যা ঘটার ঘটে গেছে। নূর মনে মনে সর্বশক্তিমান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে।

আবার সেই পায়ের আওয়াজ। তবে আওয়াজটার ধরন কিছুটা বদলে গেছে, আওয়াজটা ভারী। থপথপ করে আওয়াজ তুলে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। নূর স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সেদিকে। নূর দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ না চাইলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, তবুও তার হৃৎস্পন্দন ভীষণভাবে বেড়ে যায়। পায়ের আওয়াজটা এসে থামল তার কয়েক হাত দূরত্বের মধ্যে। নূর শব্দের উৎসের দিকে স্থির তাকিয়ে আছে।

মৃদু স্বরে ডাক দিলো-

'ফাতিমা।'

📖 - 'নূর'
🖋️- লতিফুল ইসলাম শিবলী

Address

1st Floor, 41/1, Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:30 - 19:30
Tuesday 10:30 - 19:30
Wednesday 10:30 - 19:30
Thursday 10:30 - 19:30
Saturday 10:30 - 19:30
Sunday 10:30 - 19:30

Telephone

+8801991703070

Alerts

Be the first to know and let us send you an email when Kendrobindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kendrobindu:

Videos

Share

Category