বইমই প্রকাশনী - Boimoi prokashoni

বইমই প্রকাশনী - Boimoi prokashoni প্রকাশনা জগতে স্বচ্ছতার বহিঃপ্রকাশ!
আপনার অপ্রকাশিত লেখা কে প্রকাশ করতে যোগাযোগ করুন: 01715-825500

প্রযুক্তি নির্ভরশীল এই বর্তমান সময়ের মানুষকে বইমুখী করে তোলার জন্য বিশেষ উদ্যোগে আমাদের এই প্রকাশ কার্যক্রম। আপনার নিজের লেখা দিয়ে বই প্রকাশ করতে যোগাযোগ করুনঃ 01770-510555 অথবা ই-মেইল করুনঃ [email protected]

আলহামদুলিল্লাহ, কবি Fahad Uddin রচিত কাব্যগ্রন্থ ❝ অশ্রুর অভিশাপ ❞ প্রি-অর্ডারকৃত বইয়ের অটোগ্রাফ পর্ব সম্পন্ন হইল।বইমই প...
25/11/2024

আলহামদুলিল্লাহ, কবি Fahad Uddin রচিত কাব্যগ্রন্থ
❝ অশ্রুর অভিশাপ ❞ প্রি-অর্ডারকৃত বইয়ের অটোগ্রাফ পর্ব সম্পন্ন হইল।

বইমই প্রকাশনী কর্তৃক কবির প্রকাশিত বই সমূহ:
▫️বিষণ্ণ অনুভূতি
অফার মূল্য: ১১০৳
▫️অশ্রুর অভিশাপ
অফার মূল্য: ১৬০৳

প্রি-অর্ডার       প্রি-অর্ডার       প্রি-অর্ডারশুরু হলো ধ্রুব হিমালয় রচিত গল্পগ্রন্থ ❝ রূপন্তী ❞ এর প্রি-অর্ডার। প্রি-অর...
17/11/2024

প্রি-অর্ডার প্রি-অর্ডার প্রি-অর্ডার
শুরু হলো ধ্রুব হিমালয় রচিত গল্পগ্রন্থ ❝ রূপন্তী ❞ এর প্রি-অর্ডার। প্রি-অর্ডার মূল্য মাত্র ১৪০। কুরিয়ার চার্জ প্রযোজ্য।

▫️লেখকের অটোগ্রাফ।
▫️রঙিন স্পেশাল চিরকুট।
▫️দুইটি টাইপোগ্রাফিক বুকমার্ক।
▫️প্রচ্ছদওয়ালা একটি প্রিমিয়াম চাবি রিং।
▫️প্রতি ১০ জন প্রি-অর্ডার কারীদের মধ্যে দৈবচয়নে একজন একটি টি-শার্ট উপহার পাবেন।

– বই: রূপন্তী
– লেখক: ধ্রুব হিমালয়
– ধরণ: গল্পগ্রন্থ
– পৃষ্ঠা: ৪৮
– প্রচ্ছদ মূল্য: ২০০৳

▫️ধ্রুব হিমালয় রচিত গল্পগ্রন্থ রূপন্তীর ফ্ল্যাপ থেকে—
এই যে আপনি হারিয়ে যান। চাইলেও আপনাকে খুঁজে পাওয়া যায় না। অবশ্য যারা নিজ থেকে হারিয়ে যায় তাদের এমনিতেও খুঁজে পাওয়া যায় না।
মাঝে মাঝে খুব দম বন্ধ লাগে। তখন খুব ইচ্ছে হয় আপনার সাথে কথা বলতে, এইখানে বসে চায়ের সাথে। কিন্তু আপনি তো হারিয়ে যাওয়া মানুষ। যাকে চাইলেও পাওয়া যায় না, মন থেকে চাইলেও না, বলে চুপ করে রইলো রূপন্তী।

চায়ের ধোঁয়া বই: বিষন্ন অনুভূতি লেখক : ফাহাদ উদ্দিন
31/10/2024

চায়ের ধোঁয়া

বই: বিষন্ন অনুভূতি
লেখক : ফাহাদ উদ্দিন

প্রকাশনা জগতে বইমই প্রকাশনীর মাধ্যমে নিজের পেশাকে খুজে নেওয়ার পরে আমার যতগুলো প্রাপ্তি জমা হয়েছে তার মধ্যে এই কবিতার বইয়...
30/10/2024

প্রকাশনা জগতে বইমই প্রকাশনীর মাধ্যমে নিজের পেশাকে খুজে নেওয়ার পরে আমার যতগুলো প্রাপ্তি জমা হয়েছে তার মধ্যে এই কবিতার বইয়ের প্রজেক্টটা অন্যতম। কারণ, এই বইয়ের কবি জাহিদ টাইটেল আমার কলেজ জীবনের খুবই প্রিয় একজন শিক্ষক। যার বাংলা ক্লাস থেকে আমার বাংলা সাহিত্যের রূপ রসের স্বাদ পাওয়ার আগ্রহ গাঢ় ভাবে শুরু। আজকে আমি তার বইয়ের প্রকাশক হতে চলেছি। ব্যাপারটা যতটা না আনন্দের তার থেকে বেশি দায়িত্ব বোধের। এ যাত্রায় সৃষ্টিকর্তা সবকিছুর প্রতি রহম করলেই সব ভালো হবে, ইন শা আল্লাহ।

▫️বই: অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি
▫️কবি: জাহিদ টাইটেল
▫️ধরণ: কাব্যগ্রন্থ
▫️পৃষ্ঠা: ৬৪
▫️মূল্য: ২২৫৳ (প্রচ্ছদ মূল্য)
▫️প্রচ্ছদ: Porag Wahid

❏ ❝ অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি ❞ বইয়ের সারসংক্ষেপ—
সংসার নামক এক মায়াবী খাঁচায় আজ আবদ্ধ মানুষ। সমাজ যেন ধূসর ক্যানভাসে আঁকা, আর স্বপ্নগুলো সব অজেয় সুদূর— কোনো দূরতম দ্বীপ। এভাবেই সাজানো আমাদের পার্থিব জীবন। এখানে অপ্রাপ্তির হিসাব রাখাটাই আমাদের মুখ্য কাজ। কড়ায়-গণ্ডায় খুব যত্ন করে হিসাব রাখা। প্রাপ্তির খাতায় কিছু পাওয়া যায় না। যা পাওয়ার সবই গৌণ এবং শূন্য বলেই মনে হয়। এই হতাশা ও বিহর ধারণা লালন করেই চরম ব্যস্ততা ও পেরেসানিতে আধুনিক জীবনের পরিসমাপ্তি ঘটে।

'অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি'—অসাধারণ নামকরণের একটি অনন্য কাব্যগ্রন্থ। এখানে কবির দারুণ একটি স্বকীয় ভাবনা আমরা লক্ষ্য করেছি। কবি যেন বলতে চেয়েছেন আমরা যা অর্জন করতে পারিনি অপ্রাপ্তিতেই তা উজ্জ্বল থাকুক অনন্তকাল। আমরা জানি সংবেদনশীল মানুষের সৃজনশীল ভাবনাগুলো সাহিত্য বা কবিতা হয়ে ওঠে, কবিত্ব শক্তি আসলে জন্মসূত্রে পাওয়া স্রষ্টার দান। আমরা এই কাব্যগ্রন্থে দেখলাম কবি বুঝাতে চেয়েছেন অপ্রাপ্তি ও অপূর্ণতা এই মর্ত্যলোকের অপরিহার্যতা।

শুধু একটি কবিতার নাম থেকেই সাধারণত কাব্যগ্রন্থের নামকরণ হয়ে থাকে এই কাব্যগ্রন্থের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। তবে আমরা প্রতিটি কবিতা পড়ে দেখেছি— কবি এখানে প্রেম-প্রকৃতি, বিরহ-দুঃখ ও মানব মনের নানান মনস্তাত্ত্বিক দ্বান্দ্বকে দারুণভাবে কবিতায় ব্যক্ত করেছেন। তবে প্রতিটি কবিতার মাঝেই মূল যে সুর যে সাদৃশ্য তা হলো আশাবাদী অনুপ্রেরণা। বিরহ-যাতনা-বেদনা ও অপ্রাপ্তি যা কিছুই থাকুক না কেন সেখানে হাহাকার ও করুণ আর্তি আমাদের চোখে পড়েনি। এখানেই কবি আমাদের কাছে সমসাময়িকদের থেকে ভিন্ন এক মননশীলতায় অনন্য স্বকীয়তার সর্বোত্তম প্রকাশ ঘটিয়েছেন। আমরা কবির ও কাব্য গ্রন্থটির সাফল্য কামনা করছি।

একদম,🫥🫥🫥🫣🫣 #ফান_পোস্ট
30/10/2024

একদম,🫥🫥🫥🫣🫣
#ফান_পোস্ট

আলহামদুলিল্লাহ, চলে এলো Dhrubo Himaloy রচিত গল্পগ্রন্থ ❝ রূপন্তী ❞ এর ফাইনাল প্রচ্ছদ। প্রচ্ছদ করছেন Porag Wahid  ভাই।
26/10/2024

আলহামদুলিল্লাহ, চলে এলো Dhrubo Himaloy রচিত গল্পগ্রন্থ ❝ রূপন্তী ❞ এর ফাইনাল প্রচ্ছদ। প্রচ্ছদ করছেন Porag Wahid ভাই।

আম্মুদের বিখ্যাত বানী🫠 ুকমার্ক  #ফান_পোস্ট
26/10/2024

আম্মুদের বিখ্যাত বানী🫠

ুকমার্ক
#ফান_পোস্ট

একটা কথা কি জানো? আমরা যাকে বেশি সুখি মনে করি, তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে তার জীবনের হিসেব মিলাতে মিলাতে সে ক্লান্ত প...
25/10/2024

একটা কথা কি জানো? আমরা যাকে বেশি সুখি মনে করি, তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে তার জীবনের হিসেব মিলাতে মিলাতে সে ক্লান্ত প্রায়। তবুও চলতে হয় নিজেকে ভালোভাবে উপস্থাপন করে।

জীবন, এক খন্ডিত মেঘের মতো। কখনো জমা হয় নীলাভ লোভনীয় রূপে। আবার কখনো বা ভয়ং*কর বিদঘুটে রঙে। তবুও জমাট বাঁধা টুকরোকে মেঘ‌ই বলে।

ব‌ই : কলিজার আধখান
লেখক : রাশেদুল ইসলাম

24/10/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছে?

হাওয়ায় উড়ছে অনুভূতির ধুলোবালি—না ধরা যায়, না ছোঁয়া যাচ্ছে; এমন কেন?বৃষ্টি এলেই মুছে যাবে সব; শুনছো কি তুমি?আমি ছিলাম, আছ...
19/10/2024

হাওয়ায় উড়ছে অনুভূতির ধুলোবালি—
না ধরা যায়, না ছোঁয়া যাচ্ছে; এমন কেন?
বৃষ্টি এলেই মুছে যাবে সব; শুনছো কি তুমি?
আমি ছিলাম, আছি, শুধু এতটুকুই জেনো!

কাব্যগ্রন্থ: অশ্রুর অভিশাপ
লেখক : ফাহাদ উদ্দিন

🔶 বইটি প্রি-অর্ডার লেখককে ইনবক্স করুন।

আপনার প্রিয় বইয়ের মধ্যে কলিজার আধখান রি কতখানি জুড়ে? #আড্ডা_পোস্ট
18/10/2024

আপনার প্রিয় বইয়ের মধ্যে কলিজার আধখান রি কতখানি জুড়ে?
#আড্ডা_পোস্ট

"তোমায় দিলাম হলদে ফুলের সুখ"বইটা সংগ্রহ এ আছে তো?
13/10/2024

"তোমায় দিলাম হলদে ফুলের সুখ"
বইটা সংগ্রহ এ আছে তো?

সহমত নাকি🙆‍♀️🙆‍♀️🙆‍♀️? #ফান_পোস্ট
11/10/2024

সহমত নাকি🙆‍♀️🙆‍♀️🙆‍♀️?
#ফান_পোস্ট

বইমই প্রকাশনীর প্রথম মৌলিক বইয়ের লেখক Kawsar Ahmad এর ভুল-ফুল সিরিজের দুইটি উপন্যাস ❝ তুমি আমার প্রথম ভুল ❞ এবং ❝ অভিমান...
11/10/2024

বইমই প্রকাশনীর প্রথম মৌলিক বইয়ের লেখক Kawsar Ahmad এর ভুল-ফুল সিরিজের দুইটি উপন্যাস ❝ তুমি আমার প্রথম ভুল ❞ এবং ❝ অভিমান ফুরিয়ে গেলে ফুল হয়ে এসো ❞ আসবে নতুন রূপে। আমাদের পরিকল্পনা এই বই দুইটি সকল শ্রেণীর পাঠকের কাছে পৌঁছানো। বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই সুলভ মূল্যের আয়োজন।

বহুদিন থেকে অনেকেই অভিযোগ করেন আমাদের বইয়ের দাম তাদের জন্য বেশি। তাই ইচ্ছা থাকা শর্তেও তারা আমাদের প্রকাশিত বই সংগ্রহ করতে পারেন না। নিন এবার আপনাদের অভিযোগ আমলে নিয়ে সমাধান দিয়েই দিলাম।আশা করি এবার অভিযোগের পরিমাণটা কমবে।

09/10/2024

এমন অনেককিছুই জানি না আমি,
যা এতকাল জেনে এলাম; সেসবও আজ মিথ্যে।

বই : অশ্রুর অভিশাপ
লেখক : ফাহাদ উদ্দিন

⛔ প্রি-অর্ডার করতে ইনবক্স করুন

08/10/2024

কবিতা ভালো না লাগার একটা কারণ বলুন।

বন্দী আমি বন্দী বই: অশ্রুর অভিশাপ লেখক: ফাহাদ উদ্দিন 🔰প্রি-অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন
08/10/2024

বন্দী আমি বন্দী

বই: অশ্রুর অভিশাপ
লেখক: ফাহাদ উদ্দিন

🔰প্রি-অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন

Address

Dhaka
1100

Telephone

+8801715825500

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইমই প্রকাশনী - Boimoi prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইমই প্রকাশনী - Boimoi prokashoni:

Share

Category