30/10/2024
প্রকাশনা জগতে বইমই প্রকাশনীর মাধ্যমে নিজের পেশাকে খুজে নেওয়ার পরে আমার যতগুলো প্রাপ্তি জমা হয়েছে তার মধ্যে এই কবিতার বইয়ের প্রজেক্টটা অন্যতম। কারণ, এই বইয়ের কবি জাহিদ টাইটেল আমার কলেজ জীবনের খুবই প্রিয় একজন শিক্ষক। যার বাংলা ক্লাস থেকে আমার বাংলা সাহিত্যের রূপ রসের স্বাদ পাওয়ার আগ্রহ গাঢ় ভাবে শুরু। আজকে আমি তার বইয়ের প্রকাশক হতে চলেছি। ব্যাপারটা যতটা না আনন্দের তার থেকে বেশি দায়িত্ব বোধের। এ যাত্রায় সৃষ্টিকর্তা সবকিছুর প্রতি রহম করলেই সব ভালো হবে, ইন শা আল্লাহ।
▫️বই: অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি
▫️কবি: জাহিদ টাইটেল
▫️ধরণ: কাব্যগ্রন্থ
▫️পৃষ্ঠা: ৬৪
▫️মূল্য: ২২৫৳ (প্রচ্ছদ মূল্য)
▫️প্রচ্ছদ: Porag Wahid
❏ ❝ অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি ❞ বইয়ের সারসংক্ষেপ—
সংসার নামক এক মায়াবী খাঁচায় আজ আবদ্ধ মানুষ। সমাজ যেন ধূসর ক্যানভাসে আঁকা, আর স্বপ্নগুলো সব অজেয় সুদূর— কোনো দূরতম দ্বীপ। এভাবেই সাজানো আমাদের পার্থিব জীবন। এখানে অপ্রাপ্তির হিসাব রাখাটাই আমাদের মুখ্য কাজ। কড়ায়-গণ্ডায় খুব যত্ন করে হিসাব রাখা। প্রাপ্তির খাতায় কিছু পাওয়া যায় না। যা পাওয়ার সবই গৌণ এবং শূন্য বলেই মনে হয়। এই হতাশা ও বিহর ধারণা লালন করেই চরম ব্যস্ততা ও পেরেসানিতে আধুনিক জীবনের পরিসমাপ্তি ঘটে।
'অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি'—অসাধারণ নামকরণের একটি অনন্য কাব্যগ্রন্থ। এখানে কবির দারুণ একটি স্বকীয় ভাবনা আমরা লক্ষ্য করেছি। কবি যেন বলতে চেয়েছেন আমরা যা অর্জন করতে পারিনি অপ্রাপ্তিতেই তা উজ্জ্বল থাকুক অনন্তকাল। আমরা জানি সংবেদনশীল মানুষের সৃজনশীল ভাবনাগুলো সাহিত্য বা কবিতা হয়ে ওঠে, কবিত্ব শক্তি আসলে জন্মসূত্রে পাওয়া স্রষ্টার দান। আমরা এই কাব্যগ্রন্থে দেখলাম কবি বুঝাতে চেয়েছেন অপ্রাপ্তি ও অপূর্ণতা এই মর্ত্যলোকের অপরিহার্যতা।
শুধু একটি কবিতার নাম থেকেই সাধারণত কাব্যগ্রন্থের নামকরণ হয়ে থাকে এই কাব্যগ্রন্থের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। তবে আমরা প্রতিটি কবিতা পড়ে দেখেছি— কবি এখানে প্রেম-প্রকৃতি, বিরহ-দুঃখ ও মানব মনের নানান মনস্তাত্ত্বিক দ্বান্দ্বকে দারুণভাবে কবিতায় ব্যক্ত করেছেন। তবে প্রতিটি কবিতার মাঝেই মূল যে সুর যে সাদৃশ্য তা হলো আশাবাদী অনুপ্রেরণা। বিরহ-যাতনা-বেদনা ও অপ্রাপ্তি যা কিছুই থাকুক না কেন সেখানে হাহাকার ও করুণ আর্তি আমাদের চোখে পড়েনি। এখানেই কবি আমাদের কাছে সমসাময়িকদের থেকে ভিন্ন এক মননশীলতায় অনন্য স্বকীয়তার সর্বোত্তম প্রকাশ ঘটিয়েছেন। আমরা কবির ও কাব্য গ্রন্থটির সাফল্য কামনা করছি।