তাজকিয়া পাবলিকেশন

তাজকিয়া পাবলিকেশন আত্মশুদ্ধির পথ দেখায় || ইসলামি বই প্রক?

09/10/2024

আলহামদুলিল্লাহ, ২০ দিনব্যাপী
ইসলামি বইমেলা - ২০২৪
স্থান- বায়তুল মোকাররম পূর্বগেইট
তারিখ- ১৭ই অক্টোবর থেকে (সম্ভাব্য)

16/09/2024

তাজকিয়া পাবলিকেশন
আন্দোলনরত প্রকাশকবৃন্দের সাথে সংহতি জানিয়ে ইফাবা-পরিচালিত
'ইসলামি বইমেলা'
বয়কট ঘোষণা করছে!

তাজকিয়া পাবলিকেশন এর সকল বই এ রকমারিতে অফার চলছে। সংগ্রহ করতে তাদের সাইট ভিজিট করুণ! Rokomari Islamic Books এ তাজকিয়া পা...
21/03/2024

তাজকিয়া পাবলিকেশন এর সকল বই এ রকমারিতে অফার চলছে। সংগ্রহ করতে তাদের সাইট ভিজিট করুণ!
Rokomari Islamic Books এ তাজকিয়া পাবলিকেশন-এর বই পাচ্ছেন নিশ্চিত ৩০% ছাড়ে!
rokomari.com এর অ্যাপ অর্ডারে পাচ্ছেন আরও অতিরিক্ত ৪% ছাড়!

আপনার পছন্দের বইটি অর্ডার করতে ক্লিক করুন: https://rokshort.com/igSB_AGLD

Rokomari Islamic Books এ তাজকিয়া পাবলিকেশন-এর বই পাচ্ছেন নিশ্চিত ৩০% ছাড়ে!rokomari.com এর অ্যাপ অর্ডারে পাচ্ছেন আরও অতির...
21/03/2024

Rokomari Islamic Books এ তাজকিয়া পাবলিকেশন-এর বই পাচ্ছেন নিশ্চিত ৩০% ছাড়ে!
rokomari.com এর অ্যাপ অর্ডারে পাচ্ছেন আরও অতিরিক্ত ৪% ছাড়!

আপনার পছন্দের বইটি অর্ডার করতে ক্লিক করুন: https://rokshort.com/igSB_AGLD

তাজকিয়া পাবলিকেশনের প্রকাশিত বইগুলি১/আত্মশুদ্ধি প্যাকেজ২/ফিকহুস সিরাহ (১+২)৩/রামাদান ম্যানুয়ালঅর্ডার করতে নাম ঠিকানা ও ম...
20/11/2023

তাজকিয়া পাবলিকেশনের প্রকাশিত বইগুলি

১/আত্মশুদ্ধি প্যাকেজ
২/ফিকহুস সিরাহ (১+২)
৩/রামাদান ম্যানুয়াল

অর্ডার করতে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিবেন ইনবক্সে
তাজকিয়া আত্মশুদ্ধির পথ দেখায়

#ফিকহুসসিরাহ
#ইহদিনা
#অলসতারবিরুদ্ধেযুদ্ধ
#ইখলাস
#রামাদানম্যানুয়াল

30/09/2023

বই : ইহদিনা
লেখক : ড. খালিদ আবু শাদি
অনুবাদঃ ইসমাঈল যাবিহুল্লাহ
সম্পাদকঃ যিয়াদ বিন সাঈদ
প্রচ্ছদঃ ফেরদৌস মিকদাস
পৃষ্ঠাসজ্জাঃ মানজিল গ্রাফিক্স
প্রকাশনী : তাজকিয়া পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 351, কভার : হার্ড কভার;
মুল্যঃ ৪১৮ টাকা।

আমাদের জীবনে নানা রকম সঙ্কট থাকে, মানসিক বিকার ও ইসলাহযোগ্য রোগ থাকে। যেমন, গিবত, ফজরের সালাত আদায়ে অনীহা, ফজরের জামাআত ছুটে যাওয়া, কুরআন তিলাওয়াতে অনভ্যস্ত হয়ে পড়া, মুখে খারাপ শব্দ উচ্চারণ করা, ইত্যাদি কাজে নেককাররাও জড়িয়ে পড়ে থাকেন।

বইটিতে আরবের বিখ্যাত লেখক ড. খালিদ আবু শাদি এই ধরনের প্রতিটি সমস্যার বিবরণ এবং এর থেকে বেঁচে থাকার উপায় বর্ণনা করেছেন। কিভাবে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন, সুন্দরভাবে তা বর্ণনা করেছেন।

অর্ডার করতে পেইজের ইনবক্সে মেসেজ করুন অথবা Wahtsapp 01707752044

||সীরাত থাকতে ফিকহুস সিরাহ কেন?||এই প্রশ্নের উত্তর আমরা জানবো শাইখ মুহাম্মাদ আল-গাজালি রাহিমাহুল্লাহর (ইনি কিন্তু ইমাম গ...
30/07/2023

||সীরাত থাকতে ফিকহুস সিরাহ কেন?||
এই প্রশ্নের উত্তর আমরা জানবো শাইখ মুহাম্মাদ আল-গাজালি রাহিমাহুল্লাহর (ইনি কিন্তু ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ নন) ভাষায়। শাইখ মুহাম্মাদ আল গাজালি বলেছেন অনেকটা এরকম :

‘অনেক ইতিহাসবিদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী লিখেছেন। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিক বর্ণনা করেছেন। সেগুলো সিরাহ।
কিন্তু ‘ফিকহুস সিরাহ’র উদ্দেশ্য হলো, সিরাহর কোনো কিছু ঠিক কোন উদ্দেশ্য সামনে রেখে ঘটেছিল, তার বর্ণনা উপস্থাপন করা; যাতে সেগুলোকে বর্তমানের প্রেক্ষিতে বাস্তবে আমরাও প্রয়োগ করতে পারি। এটা যেন প্রাচীন ইতিহাসের জীবন্ত ও আধুনিক ব্যাখ্যার সমন্বয় ও সমসাময়িক প্রায়োগিক দিক।

সিরাহকে এভাবে বর্ণনা করার একটি বিশেষ উদ্দেশ্য হলো, বর্তমানে ঈমানকে জীবন্ত রাখা, চারিত্রিক পবিত্রতা বজায় রাখা, আধুনিক সমস্যাগুলোকে মোকাবিলা করা ও ঈমানের প্রতি দৃঢ় থাকা।”
আচ্ছা, কেমন হতো যদি আমাদের হৃদাকাশকে নববী আদর্শে রাঙিয়ে দেওয়া যেত? গােটা হৃদাকাশটাই যদি জীবন্ত কুরআনের শামিয়ানা হয়ে উঠত; যা তরঙ্গের মতো হৃদয়-তন্ত্রীতে বেজে উঠবে, ধ্বনিত-প্রতিধ্বনিত হবে একান্ত অন্তরঙ্গ মূর্ছনায়! এই লক্ষ্যে নবিজীবনকে এক ভিন্ন আঙ্গিকে দেখতে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী।

ছবি ক্লিক: ভবঘুরে আদনান
ব‌ই: ফিকহুস সিরাহ

🍂ঘা-ফোঁড়া নিরাময়ের এক অদ্ভুত চিকিৎসা!আবদুল্লাহ ইবনু মুবারক রহ. ছিলেন অতি উঁচুমাপের একজন আলেম। একদা কেউ তাকে বলল, আমার ...
14/07/2023

🍂ঘা-ফোঁড়া নিরাময়ের এক অদ্ভুত চিকিৎসা!

আবদুল্লাহ ইবনু মুবারক রহ. ছিলেন অতি উঁচুমাপের একজন আলেম। একদা কেউ তাকে বলল, আমার হাঁটুতে দীর্ঘ সাত বছরের পুরনো একটি ফোঁড়া রয়েছে। সব ধরনের চিকিৎসা করিয়েছি; কিন্তু কোনো কাজ হলো না। আবদুল্লাহ ইবনু মুবারক রহ. তাকে বললেন, এমন একটি জায়গা খোঁজে বের করো, যেখানে পানির সঙ্কট খুব বেশি। এবং লোকজনও পানির তীব্র প্রয়োজন অনুভব করছে। সেখানে গিয়ে একটি কূপ খনন করো। সেখানে একটি পানির প্রস্রবণ প্রবাহিত হলে তোমার ফোঁড়া উপশম হবে বলে আশা করা যায়। লোকটি তাই করল। দেখা গেল কয়েকদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল।

এ ঘটনা আল্লামা মুনজিরি রহ. ইমাম বায়হাকি রহ.-এর সূত্রে বর্ণনা করেন। ঘটনাটি বর্ণনার পর আল্লামা মুনজিরি রহ. বলেন—এজাতীয় একটি ঘটনা আমাদের শাইখ আবু আবদুল্লাহ হাকেম রহ.-এরও ঘটেছে। তার চেহারা মোবারকে একবার ফোঁড়া উঠেছিল। বহু চিকিৎসা করার পরও তা উপশম হলো না। প্রায় সাত বছর যাবৎ তিনি এ রোগে ভুগেছিলেন। তারপর একদিন শুক্রবারে ইমাম আবু উসমান সাবুনি রহ.-এর দরবারে এসে দুআর আবেদন জানালেন। তিনি তাৎক্ষণিক দুআ করে দিলেন। উপস্থিত সকলেই তার দুআয় আমিন বললেন। পরবর্তী শুক্রবারে জনৈকা মহিলা একটি চিরকুট লিখে ইমাম সাবুনি রহ.-এর নিকট পাঠালেন। তাতে লেখা ছিল

গত শুক্রবারে আপনার সঙ্গে শাইখ আবু আবদুল্লাহ হাকেমের সুস্থতার দুআ করে বাড়ি গিয়েছিলাম। বাড়িতে গিয়েও তার সুস্থতার জন্য অনেক দুআ করি। সে রাতে আমি স্বপ্নে নবীজির সাক্ষাৎ লাভে ধন্য হই। তিনি আমাকে বললেন, আবু আবদুল্লাহকে বলো, সে যেন মুসলিমদের জন্য ব্যাপকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করে।

শাইখ হাকেম রহ. যখন এ ঘটনা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে তার বাড়ির সামনে দরজা বরাবর একটি পানির নালা খুলে দিলেন। যার থেকে লোকজন তৃপ্তি সহকারে পানি পান করত। এ ঘটনার এক সপ্তাহ না যেতেই শাইখ হাকেমের ফোঁড়া সেরে উঠার আলামত দেখা গেল। চেহারায় পূর্বের ন্যায় উজ্জ্বলতা ও সুস্থতার ভাব ফুটে উঠল। এরপর তিনি কয়েক বছর জীবিত ছিলেন।

📚 তারা ঝিকিমিকি জ্বলে
লেখক : শাইখুল ইসলাম মুহাম্মাদ তাকি উসমানি
অনুবাদক: মুহাম্মাদ আলী জাওহার
প্রকাশনী : তাজকিয়া পাবলিকেশন

“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”পাঠকের তুলা ছবি  #ফরাসীবিজ্ঞানী
16/06/2023

“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”

পাঠকের তুলা ছবি

#ফরাসীবিজ্ঞানী

নবীজির অলসতা ছিল* তিনি জীবনে কখনো হাই তোলেন নি।* তাঁর অন্তর এক মুহূর্তের জন্যও ঘুমন্ত থাকত না। তার দু চোখ ঘুমালেও অন্তর ...
28/05/2023

নবীজির অলসতা ছিল

* তিনি জীবনে কখনো হাই তোলেন নি।

* তাঁর অন্তর এক মুহূর্তের জন্যও ঘুমন্ত থাকত না। তার দু চোখ ঘুমালেও অন্তর জেগে থাকত।

* তিনি যে-কোনো কাজ সুদৃঢ়ভাবে করতেন।

* কখনো কিয়ামুল-লাইল ছাড়তেন না। অসুস্থ হলে বা দুর্বল হলেও বসে বসে পড়ে নিতেন।

* হাঁটার ধরনেই বোঝা যেত তিনি দুর্বল কিংবা অলস নন।

* এমনভাবে পা উঠিয়ে উঠিয়ে হাঁটতেন, যেন কোনো উঁচু জায়গা থেকে নামছেন।

* দিবসকালে লোকদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব থেকে অবসর হয়ে রাত্রিকালে মহান প্রভুর সম্মুখে পা দুটি দাঁড় করিয়ে ইবাদাতে মশগুল হয়ে যেতেন।

বই : অলসতার বিরুদ্ধে যুদ্ধ

রোগ-পরিচিতিফজরের সালাত ছেড়ে দেওয়া একটি কবিরা গুনাহ। অনেকেই এটাকে খুব হালকা মান করে থাকে। কেউ কেউ তো এর ভয়াবহ পরিণাম স...
22/05/2023

রোগ-পরিচিতি

ফজরের সালাত ছেড়ে দেওয়া একটি কবিরা গুনাহ। অনেকেই এটাকে খুব হালকা মান করে থাকে। কেউ কেউ তো এর ভয়াবহ পরিণাম সম্পর্কে একেবারেই অজ্ঞ। এখানে আমরা দুই শ্রেণীর মানুষকে সম্বোধন করে কথা বলব

এক. যারা এই গুনাহের ভয়াবহ পরিণাম সম্পর্কে অজ্ঞতার ফলে বারবারই এই অপরাধে লিপ্ত হয় এবং অপরাধে জড়ানোর কারণে মনের মধ্যে কোনও কষ্ট ও অস্থিরতা অনুভব করে না; বরং অনেক সময় এটা তাদের মনে আনন্দ দেয়; এমনকি এ নিয়ে কখনো কখনো তারা গর্বও করে!

সুতরাং আমাদের আশা—এমন উদাসীন লোকদের হৃদয়ে আমাদের কথাগুলো দাগ কাটবে এবং তাদের ঘুমন্ত অনুভূতিকে জাগিয়ে তুলবে।

দুই. সেসব লোকদের মনে এই অপরাধের কারণে কষ্ট অনুভূত হয় এবং তারা চায় ঠিকঠাক ভাবে ফজরের সালাত আদায়ে সচেষ্ট হতে; কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে না। সালাত ছুটে যাওয়ায় মনে মনে ব্যথা অনুভব করলেও তৎক্ষণাত এর প্রতিকার না করার ফলে ধীরে ধীরে এতে অভ্যস্ততা চলে আসে এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কঠিন হতে থাকে অন্তর। ফলে একপর্যায়ে এই গুনাহের কারণে তাদের মনে কোনো কষ্ট হয় না, অনুশোচনা জাগে না।

এখানেও আমাদের বুকভরা আশা—এই শ্রেণীর লোকদের উদ্ধার প্রচেষ্টায় আমাদের নির্দেশনাগুলো তাদের জন্য মুক্তির রাজপথ ও নির্ধারিত গন্তব্যে পৌঁছার মানচিত্র রূপে পরিগণিত হবে।

সংক্ষেপে কথাগুলো হচ্ছে, ফজরের সালাত নষ্ট করাটা হলো—

১. নেফাকের আলামত।

২. নিজের ওপর শয়তানের প্রভাব ও ক্ষমতায়ন |

৩. কবরে শাস্তির কারণ।

৪. পরকালে শাস্তির কারণ।

৫. পার্থিব জীবন প্রাধান্য দেওয়ার আলামত।

৬. সমস্ত আমল বিনষ্টের হুমকিতে পড়ে যাওয়ার অন্যতম কারণ।

বই : ইহদিনা
তাজকিয়া পাবলিকেশন

07/04/2023

সা -পরিমাণ আগে বের করুন।
তারপর ফিতরা নির্ধারণ করুন।

ওয়াফি লাইফ থেকে আমাদের প্রকাশিত বই রামাদান ম্যানুয়াল বইটি সংগ্রহ করতে পারেন খুব সহজেই। নিজে পড়ুন অন্যকে উপহার হিসেবে হাদ...
15/03/2023

ওয়াফি লাইফ থেকে আমাদের প্রকাশিত বই রামাদান ম্যানুয়াল বইটি সংগ্রহ করতে পারেন খুব সহজেই।

নিজে পড়ুন অন্যকে উপহার হিসেবে হাদিয়া দিতে পারেন।

https://m.facebook.com/story.php?story_fbid=582877830540493&id=100064548431215&mibextid=Nif5oz

রামাদ্বানকে যেভাবে করতে পারেন ইবাদাতে ভরপুর
রামাদ্বান কিন্তু আর অল্প কদিন পরেই। বাতাসে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রামাদ্বানের সুঘ্রাণ। প্রতিবার রামাদ্বান আসে আর আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে মাসটিকে ঘিরে। খুব ইচ্ছা থাকে যে এবারের রামাদ্বানে প্রচুর ইবাদাত করবো। এভাবে রামাদ্বান আসে আর চলেও যায় খুব দ্রুত, কিন্তু সুন্দর একটা পরিকল্পনার অভাবে আমাদের ইচ্ছা আর স্বপ্নগুলো অধরাই থেকে যায়।
“রামাদান ম্যানুয়াল” আপনাদের এই স্বপ্নগুলোকে সত্যি করতেই লেখা। রামাদ্বান চলে যাবার পর যাতে অপূর্ণতার দুঃখে আক্রান্ত হতে না হয়, সেজন্য এখানে তৈরি করা আছে একটি ওয়ার্কপ্ল্যান। শুরুতেই আছে কুরআন ও হাদীসের আলোকে রোযার অবস্থান, রামাদ্বানের ফযীলত। তারপর রামাদ্বানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা এসেছে বইটিতে। কীভাবে মানসিক ও শারীরিকভাবে আমরা রামাদ্বানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি, কীভাবে বেশি বেশি ইবাদাতের জন্য রামাদ্বানের আগে থেকেই তৈরি হতে পারি, কীভাবে কুরআন ও সালাতের সাথে বেশি করে জুড়ে থাকতে পারি, করণীয় ও বর্জনীয় কী কী এবং শেষ দশকের প্ল্যান—মোটকথা ইবাদাতমুখর একটি রামাদ্বান কাটানোর সমস্ত উপায়-উপকরণ দিয়ে ভরপুর এই বই। এবারের রামাদ্বান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময়।
ওয়াফিলাইফে চলছে আহলান সাহলান মাহে রমাদান অফার। এবারের রমাদানকে আরো প্রডাক্টিভ রাখতে নির্দিষ্ট বইগুলোতে থাকছে ৫২% পর্যন্ত ছাড়!
বিস্তারিত কমেন্টে।

13/03/2023

সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা রমাদানের পরিপূর্ণ হক আদায় করতে পারি না। রমাদানের প্রস্তুতি কীভাবে নিব, তা নিয়েও বেশ হিমশিম খেতে হয়। যদি একটি বই এর সমাধান হয়। তাহলে কেমন হয়! অবশ্যই ভালো হয়।

রমাদানের পরিপূর্ণ প্রস্তুতির সহায়ক হিসেবে আমাদের তাজকিয়া পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে “রামাদান ম্যানুয়াল”।

বুক রিভিউ- Rahmatullah abir

বই- রামাদান ম্যনুয়াল
লেখক- জিহাদুল ইসলাম
পৃষ্ঠা- ৪৮

#রামাদান #রামাদানম্যানুয়াল #বই

08/03/2023

এমন উপাস্থপনায় আপনি মুগ্ধ হতে বাধ্য।
আল্লাহ ,হুজুরকে নেক হায়াত দান করুন

Address

Tazkiya Publication, Kawmi Market, 61/1 Paridahs Road Banglabazar Dhaka
Gandaria
01707752044

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:15
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাজকিয়া পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category