বুকলাইন

বুকলাইন আপনাদের সৃজনশীল ও মননশীল বই প্রকাশ সহযোগী

বুকলাইন এর নতুন বইবই : এলোমেলো (হার্ডকাভার) লেখক : সিরাজুল ইসলামধরন : কবিতাভাষা : বাংলাকাগজ : ৮০ জিএসমপৃষ্ঠা সংখ্যা : ৬৪...
02/03/2023

বুকলাইন এর নতুন বই

বই : এলোমেলো (হার্ডকাভার)
লেখক : সিরাজুল ইসলাম
ধরন : কবিতা
ভাষা : বাংলা
কাগজ : ৮০ জিএসম
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
প্রচ্ছদ : আইয়ুব আল আমিন
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩
ISBN- 978-984-94993-0-5
প্রকাশক : রাইহান কবির রনো
বুকলাইন, ৩৪, বাংলাবাজার, ঢাকা- ১১০০
মোবাইল : +880 1717418226
ইমেইল : [email protected]

প্রতিটি জীবের মধ্যে যেমন- সুখ-দুঃখ, চাওয়া পাওয়া অঙ্গা-অঙ্গীভাবে জড়িত তেমনই জড়িত নারী পুরুষ নামের বিপরীত লিঙ্গের। নারী পুরুষ আছে বলে'ই আছে প্রেম ভালোবাসা, আছে আবেগ, মান-অভিমান। নারী-পুরুষ উভয়ের সংস্পর্শের সূত্রপাতে গাঁথা হয় দুটি হৃদয়ে সংসার নামের বিনিসুতার মালা। সংসারে থাকে বিভিন্ন সংগতি অসংগতি সেই-আচার- দুরাচার ছড়িয়ে পরে পাড়া, মহল্লা, গ্রাম প্রতিটি সমাজে। সেখান থেকে বিস্তৃর্ণ হয় দেশ দেশান্তরে আমরা মানুষ বলেই অনুভব করতে পারি, লিখতে পারি, অন্যদেরকে বলতে পারি সুখ দুঃখের সমাচার। যা হতে পারে লেখনিই একমাত্র মাধ্যম শিক্ষিত সমাজে যা দর্পণের মতো কাজ করে। আমাদের পূর্বে মহামানব, মানব-মানবীদের লিখার মাধ্যমে আমরা হাতে কলমে শিখে আসছি তাদের সুখ- দুঃখের বিবরণ পেয়েছি পথ চলার পাথেয়। সেই অভিভাবকদের ধারা থেকেই সমাজের অসংগতি দূরিকরণী মোক্ষ ভুমিকা রাখে, ছোট বড় গল্প, কবিতা যাতে থাকে নিজে নিজের ভুল সংশোধন করার উপাদেয়, থাকে আনন্দ বেদনা, হাসি তামাশা। সেই রকমই একগুচ্ছ কবিতা নিয়ে তৈরি 'এলোমেলো'।

বইটি রকমারি থেকে কিনতে ক্লিক করুন : https://www.rokomari.com/book/289252

বুকলাইন থেকে প্রকাশিত রেডিমেড গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন ও সাউথ এশিয়ান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শ্রমিক...
19/02/2023

বুকলাইন থেকে প্রকাশিত রেডিমেড গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন ও সাউথ এশিয়ান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন এর কবিতার বই 'নারী শ্রমিক' -এর মোড়ক উন্মোচন করলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, কৃষক নেতা, বদরুল আলম, কবি শেখ রাযযাক, ভারতের সমাজ কর্মী যোগেশ দেঁড়ে, কৃষক নেতা জায়েদ ইকবাল খান, শ্রমিক নেত্রী, শামীম আরা, শ্রমিকনেতা বাহারানে সুলতান বাহার, শ্রমিক নেতা রানি খান, শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন, শ্রমিক নেত্রী, আঁখি আক্তার, শ্রমিক নেত্রী সালেহা ইসলাম সান্ত্বনা, শ্রমিকনেতা মো. আলামিন, শ্রমিক নেতা ফরিদা আক্তার, কৃষক নেত্রী রেহানা বেগম, শ্রমিক নেতা মাসুদ রানা, দুলাল মিয়া, শাহানা আক্তার, রুপালী খাতুন, মো. নয়ন, কাব্যগ্রন্থটির সহ-অনুবাদক লিডিয়া ইয়াসমীন, কোহিনূর বেগম, নুরে আলম সিদ্দিকী রোমান, সুমি আক্তার, ইভান সিদ্দিকী প্রমুখ।

শ্রমিকের রক্ত আর ঘাম ঝরা শ্রমের উপার্জনেই মালিকরা বড় বড় ফ্যাক্টরি আর প্রতিষ্ঠান সৃষ্টি করতে পেরেছেন। এমনও আছে একজন মালিক একটি গার্মেন্টস থেকে এখন বহু প্রতিষ্ঠানের মালিক। মালিকদের সম্পদের পাহাড় হলেও শ্রমিকরা কিন্তু যথাযথ মজুরি পায় না কখনোই। শ্রমিকের আবাসন পে ব্যবস্থা ভালো না। যে বেতন পায় তা গা দিয়ে বস্তিতে অমানবিক পরিবেশে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে তারা। দীর্ঘদিন ধরে শ্রমিকের অধিকার নিয়ে লড়াই করছেন লাভলী ইয়াসমিন। তাঁর 'নারী শ্রমিক' বইয়ে সেই শ্রমিকের কথা, তাঁদের বঞ্চনার কথাই তুলে ধরেছেন কবিতার রূপকে।

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://cutt.ly/NariSromik_Bookline

রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন: https://www.rokomari.com/book/197814

27/11/2022

কাগজসহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বইমেলার স্টলভাড়া ১০ হাজার টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদে...

23/11/2022

বাংলাদেশে ডলার সংকটের কারণে অন্য অনেক খাতের মতো প্রভাব পড়েছে দেশের মুদ্রণ শিল্পের ওপরেও। ফলে নতুন বই প্রকাশ আর .....

14/11/2022

অনন্যা প্রকাশনী। নব্বইয়ের দশকে যাত্রা শুরুর পর নামকরা লেখকদের নতুন ধাঁচের সৃষ্টিশীল বই প্রকাশ করে কুড়ায় নামডাক.....

বুকলাইন এর নতুন বইবই : নারী শ্রমিক (হার্ডকাভার) লেখক : লাভলী ইয়াসমীনধরন : কবিতাভাষা : বাংলা ও ইংরেজি কাগজ : ১০০ জিএসএমপৃ...
31/10/2022

বুকলাইন এর নতুন বই

বই : নারী শ্রমিক (হার্ডকাভার)
লেখক : লাভলী ইয়াসমীন
ধরন : কবিতা
ভাষা : বাংলা ও ইংরেজি
কাগজ : ১০০ জিএসএম
পৃষ্ঠা সংখ্যা : ৮০
প্রচ্ছদ : রাজিব দত্ত
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩
ISBN - 978-984-94992-0-2
প্রকাশক : রাইহান কবির রনো
বুকলাইন, ৩৪, বাংলাবাজার, ঢাকা- ১১০০
মোবাইল : +880 1717418226
ইমেইল : [email protected]

লাভলী ইয়াসমিন একজন শ্রমিকনেত্রী। শ্রমিকের জীবন সংগ্রাম ঘিরেই তাঁর জীবন আবর্তিত। খুব কম বয়সে শ্রমিক হিসেবে একটি পোশাক তৈরির কারখানায় কাজ শুরু করেন।

সাধারণভাবে এধরনের কষ্টকর জীবন সংগ্রামের মধ্যে যেটা হয়, মানুষের জীবনের কাব্য সুষমামন্ডিত মনকে শুষে নেয়। তাঁর ক্ষেত্রে বাস্তবে সেটা ঘটেনি। শ্রমসাধ্য দিন অতিবাহিত করার পর রাতে তিনি কাব্যচর্চায় নিমগ্ন হয়ে পড়েন। নিপুণ তুলির টানে তিনি ফুটিয়ে তোলেন গার্মেন্টস শ্রমিকদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। বড় সহজ নয় এই কাজ। জীবনের ঘটনাবলীর বিদ্রোহী সত্তাই তাকে জীবনের রঙে রাঙিয়ে নিতে শিখিয়েছে।

বর্তমানে আমেরিকার ওরেগান বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ‘কৃষ্ণ’ ও ‘মেড ইন বাংলাদেশ’ সহ বেশ কয়েকটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বিশেষত নারী শ্রমিকদের জীবনগাঁথা তাঁর কবিতার অন্যতম বিষয়বস্তু।

রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন : https://www.rokomari.com/book/197814

কবিতার অনেক সংজ্ঞা আছে। কিন্তু মাসুদ রানা কবিতাকে দেখেন একটু অন্য ভাবে। কবিতা তাঁর কাছে প্রেম, ও দ্রোহের প্রতিরূপ। মানুষ...
24/10/2022

কবিতার অনেক সংজ্ঞা আছে। কিন্তু মাসুদ রানা কবিতাকে দেখেন একটু অন্য ভাবে। কবিতা তাঁর কাছে প্রেম, ও দ্রোহের প্রতিরূপ। মানুষের বেঁচে থাকার জীবনসংগ্রাম যেহেতু খুব কাছ থেকে দেখেছেন, জীবনসংগ্রামের কঠিন বাস্তবতা তাঁকে ভেতরে ভেতরে বিদ্রোহী করে গড়ে তুলেছে। তাঁর সেই অভিজ্ঞতার সিদ্ধতার ছাপ রয়েছে এই কবিতাগুলোতে।

বুকলাইন থেকে প্রকাশিত তরুণ কবি মাসুদ রানা-র কবিতার বই 'ব্যাকবোন' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://cutt.ly/bookline3684

#বুকলাইন #কবিতা #সেইবই

প্রতিটা মানুষের মনেই বাস করে খুব প্রিয় কেউ। প্রতিটা মানুষ চায় বারবার তার কাছে ফিরে যেতে, ফিরে পেতে গোপন স্মৃতির পরশ। ক...
24/10/2022

প্রতিটা মানুষের মনেই বাস করে খুব প্রিয় কেউ। প্রতিটা মানুষ চায় বারবার তার কাছে ফিরে যেতে, ফিরে পেতে গোপন স্মৃতির পরশ। কবি কাওসারী জাহান নিম্মি তাঁর ‘নির্ঘুম রাত' বইয়ের কবিতাগুলোতে ছন্দহীনতার ছন্দে বয়ান করেছেন সেই আকুতি, মিনতি।

বুকলাইন থেকে প্রকাশিত কবি কাওসারী জাহান নিম্মি এর কবিতার বই 'নির্ঘুম রাত' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Babui3725

শ্রমিকের রক্ত আর ঘাম ঝরা শ্রমের উপার্জনেই মালিকরা বড় বড় ফ্যাক্টরি আর প্রতিষ্ঠান সৃষ্টি করতে পেরেছেন। এমনও আছে একজন মাল...
24/10/2022

শ্রমিকের রক্ত আর ঘাম ঝরা শ্রমের উপার্জনেই মালিকরা বড় বড় ফ্যাক্টরি আর প্রতিষ্ঠান সৃষ্টি করতে পেরেছেন। এমনও আছে একজন মালিক একটি গার্মেন্টস থেকে এখন বহু প্রতিষ্ঠানের মালিক। মালিকদের সম্পদের পাহাড় হলেও শ্রমিকরা কিন্তু যথাযথ মজুরি পায় না কখনোই। শ্রমিকের আবাসন পে ব্যবস্থা ভালো না। যে বেতন পায় তা গা দিয়ে বস্তিতে অমানবিক পরিবেশে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে তারা। দীর্ঘদিন ধরে শ্রমিকের অধিকার নিয়ে লড়াই করছেন লাভলী ইয়াসমিন। তাঁর 'নারী শ্রমিক' বইয়ে সেই শ্রমিকের কথা, তাঁদের বঞ্চনার কথাই তুলে ধরেছেন কবিতার রূপকে।

বুকলাইন থেকে প্রকাশিত রেডিমেড গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন ও সাউথ এশিয়ান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন এর কবিতার বই 'নারী শ্রমিক' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://cutt.ly/NariSromik_Bookline

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দালাল-রাজাকার সদস্যরা অগণিত বাঙালী নারীকে ধর্ষণ করে। গবেষকদ...
24/10/2022

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দালাল-রাজাকার সদস্যরা অগণিত বাঙালী নারীকে ধর্ষণ করে। গবেষকদের মতে, বাংলাদেশের বীরাঙ্গনার সংখ্যা সাড়ে ৫ লাখেরও বেশী এবং শহীদ হয়েছেন অন্তত দেড় লক্ষ নারী। একাত্তরের পাকিস্তানী সেনা আর রাজাকারদের বিকৃত লালসা আর জিঘাংসার শিকার ১২ জন বীরাঙ্গনা এবং ৩৩ জন শহীদ নারীর তথ্য তুলে ধরেছেন গবেষক মাসুদ রানা। বইটি সম্পূর্ণ সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা হয়েছে। আগ্রহী পাঠক এবং গবেষকদের জন্য একটি অবশ্যপাঠ্য বই 'একাত্তরের বীরাঙ্গনা ও নির্যাতিত নারী'।

বুকলাইন থেকে প্রকাশিত তরুণ লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মাসুদ রানা-র বই 'একাত্তরের বীরাঙ্গনা ও নির্যাতিত নারী' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই-এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://cutt.ly/71birangona

ফরিদ আর মারিয়া। নববিবাহিত দম্পতি। কিছুদিন পরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান-- শ্যামা। ফরিদের ছোট ভাই সোহেল। নোভার সাথে স...
24/10/2022

ফরিদ আর মারিয়া। নববিবাহিত দম্পতি। কিছুদিন পরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান-- শ্যামা। ফরিদের ছোট ভাই সোহেল। নোভার সাথে সম্পর্কটা তার ভেঙে গিয়েছে কোন এক কারণে। তাদের পরিবারে অনুপ্রবেশ ঘটে শ্যামার প্রাইভেট টিউটর হাসানের। এক ঘটনার প্রেক্ষিতে শ্যামার হাতে আক্রান্ত হয় গি মারিয়া। কেন?

এর চেয়েও যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে পরিবারে তার কারণ কী? জানতে হলে পড়তে হবে তরুণ লেখক মেহেদী হাসানের উপন্যাস 'প্রেম, স্বৰ্গ, অতঃপর...'

বুকলাইন থেকে প্রকাশিত তরুণ লেখক মেহেদী হাসান এর উপন্যাস 'প্রম, স্বর্গ, অতঃপর...' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://cutt.ly/prem-swargo-atopar

চাঁদের হাসি নিরালায় লুকিয়ে কাঁদে, ভোরের আলো ম্লান হতে দ্বিধা করে না। তবুও দ্বিধারা বাসা বাঁধে, এগিয়ে যায় অনিশ্চয়তার...
24/10/2022

চাঁদের হাসি নিরালায় লুকিয়ে কাঁদে, ভোরের আলো ম্লান হতে দ্বিধা করে না। তবুও দ্বিধারা বাসা বাঁধে, এগিয়ে যায় অনিশ্চয়তার পথে। কবি এম. হুমায়ূন কবিরের যাপিত জীবনের অন্তক্ষরণ, মোহ, মুগ্ধতা, বিস্ময়, বিদ্রোহ নিয়েই কাব্যগ্রন্থ 'পোড়া গোধূলি'। কবিতাগুলো অত্যন্ত জীবনঘনিষ্ঠ। এসব কবিতায় আছে আবেগ, প্রেম, ভালোবাসা আর যাপিত জীবনের আলাপন। প্রতিটি কবিতায় কবির আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ সবাইকে মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।

বুকলাইন প্রকাশিত কবি এম. হুমায়ুন কবির এর কবিতার বই 'পোড়া গোধূলি' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়।

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন:
https://cutt.ly/PoraGodhuli

যুগযুগ ধরে সামরিক বাহিনীর প্রধান কাজ ছিল বহিঃশত্রু হতে নিজেদের রাজ্য রক্ষা অথবা রাজার হয়ে নতুন রাজ্য দখল করা। কিন্তু ঔপ...
24/10/2022

যুগযুগ ধরে সামরিক বাহিনীর প্রধান কাজ ছিল বহিঃশত্রু হতে নিজেদের রাজ্য রক্ষা অথবা রাজার হয়ে নতুন রাজ্য দখল করা। কিন্তু ঔপনিবেশিক পরবর্তী যুগ থেকে কিছু উচ্চাভিলাষী সামরিক অফিসার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হয়— তারা সুশাসনের দোহাই দিয়ে রাজনৈতিক নেতাদের উচ্ছেদ করে রাষ্ট্রক্ষমতা দখল করে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য রচনা করে অন্যায়, অবিচার, দুর্নীতি, চুরি, গুম, খুন ও গণহত্যার বিভীষিকাময় কালো অধ্যায়। 'সামরিক স্বৈরশাসকদের অজানা উপাখ্যান' গ্রন্থটিতে তিন দেশের এরকম তিন জন কুখ্যাত স্বৈরশাসকের বিভীষিকাময় শাসনকালের প্রেক্ষাপট, বিস্তার এবং পরবর্তী অবস্থা বর্ণনা করা হয়েছে।

র‍্যাব-র প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক কনসালটেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর সৌর বিদ্যুৎ প্রকল্পের অর্থনৈতিক উপদেষ্টা, লেখক ও গবেষক জাকারিয়া করিম সৈকত-র 'সামরিক স্বৈরশাসদের অজানা উপাখ্যান' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন:
https://cutt.ly/samoriksoirosasok

দর্শন, শাস্ত্র আর ইতিহাসের পাতাজুড়ে কাল্পনিক এক ভ্রমণের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর এ যাত্রার মুখ্য উদ্দেশ্যই...
23/10/2022

দর্শন, শাস্ত্র আর ইতিহাসের পাতাজুড়ে কাল্পনিক এক ভ্রমণের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর এ যাত্রার মুখ্য উদ্দেশ্যই হলো ঈশ্বরের পদচিহ্ন খুঁজে বের করা। চলুন তবে এবার ঈশ্বরের খোঁজে...

কবি, সাহিত্যিক ও অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ আরিফ-র 'ঈশ্বরের পদচিহ্ন' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই -এ মাত্র ৩০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Bookline3754

আঁধার যেখানে সর্বময় রূপ ধারণ করতে পারে, আলোর পথযাত্রীরা সেখানে যুথবদ্ধ নয়। রৌদ্রপথের পথিকরা এক সুতোয় নিজেদের বাঁধতে পারল...
23/10/2022

আঁধার যেখানে সর্বময় রূপ ধারণ করতে পারে, আলোর পথযাত্রীরা সেখানে যুথবদ্ধ নয়। রৌদ্রপথের পথিকরা এক সুতোয় নিজেদের বাঁধতে পারলে অশুভ কখনোই জিতবে না, জিততে পারে না। শেষ বিচারে অবশ্যই জিতবে মানুষ। কিন্তু ঐক্যের সুতো বাঁধবে কে? সেই রৌদ্রের খোঁজেই আঁধারপথেও নিত্য পথচলা...

বুকলাইন থেকে প্রকাশিত জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা-র সমন্বয়ক, ইয়ুথ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট-র সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-র সহ-সাংগঠনিক সম্পাদক, লেখক কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট বাপ্পাদিত্য বসু-র 'আঁধারে রৌদ্রের খোঁজ' পড়ুন বাঙলাদেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই -এ ২৫৬ পৃষ্ঠার বইটি মাত্র ৭০ টাকায়!

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Bookline3749

আবহমান কাল ধরে উৎসবের দেশ বাংলাদেশ। তাই তো বলা হয়– আমাদের বারো মাসে তেরো পার্বন। এখানে ধর্মীয় উৎসব যতোটা গুরুত্ববহ, তারচ...
13/10/2022

আবহমান কাল ধরে উৎসবের দেশ বাংলাদেশ। তাই তো বলা হয়– আমাদের বারো মাসে তেরো পার্বন। এখানে ধর্মীয় উৎসব যতোটা গুরুত্ববহ, তারচেয়ে অনেক বেশি প্রভাবী সর্বজনীন সামাজিক উৎসবগুলো। বাঙালী হিসেবে নিজেদেরকে চিনতে গেলে অবশ্যই চেনা দরকার আমাদের উৎসবকে, জানা দরকার তার প্রভাব ও প্রভাবক সম্পর্কে। তরুণ গবেষক নাঈমুল ইসলাম আমাদেরকে চেনাচ্ছেন আমাদের গুরুত্বপূর্ণ উৎসব কিভাবে কখন শুরু হলো এবং এখন কি অবস্থায় আছে।

বুকলাইন থেকে প্রকাশিত তরুণ লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট নাঈমুল ইসলাম এর বই 'বাংলাদেশের উৎসব' দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই -এ ১২৮ পৃষ্ঠার বইটি মাত্র ৫০ টাকায়।

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Bookline3734


#সেইবই #ইবুক #বাংলাদেশ #উৎসব #ধর্মীয়_উৎসব #সংস্কৃতি #প্রকৃতি #বুকলাইন

আমূল পরিবর্তনবাদীরা স্বাপ্নিক হবেন এটাই স্বাভাবিক। স্বপ্ন দেখা, পাল্টাতে চাওয়া এবং তার সঙ্গে কবিতার সম্পর্ক অধরা এক মাধু...
08/10/2022

আমূল পরিবর্তনবাদীরা স্বাপ্নিক হবেন এটাই স্বাভাবিক। স্বপ্ন দেখা, পাল্টাতে চাওয়া এবং তার সঙ্গে কবিতার সম্পর্ক অধরা এক মাধুরীর মতোই। কেউ কেউ তার ছোঁয়া পায়, কারো কারো কাছে তা হাস্যকর, বালকসুলভ কর্মকাণ্ড মাত্র। তরুণ কবি নাহিদ হাসান তাঁর কাব্যগ্রন্থ ‘বড় আপা, ক্রসফায়ার ও অন্যান্য’তে বলেছেন না-পাওয়া না-ধরা স্বপ্নের কথা। এঁকেছেন মানুষের নিরন্তর সংগ্রাম, চিন্তা, আকাঙ্ক্ষার ছবি।

বুকলাইন থেকে প্রকাশিত লেখক, কলামিস্ট ও সংগঠক কবি নাহিদ হাসান এর কবিতার বই 'বড় আপা, ক্রসফায়ার ও অন্যান্য' পড়ুন দেশের সর্ববৃহৎ ইবুক প্লাটফর্ম সেইবই এ মাত্র ২০ টাকায়।

আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Bookline3726

#সেইবই #ইবুক #বুকলাইন #কবিতা

শুভ জন্মদিন জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদামহাপরিচালকবাংলা একাডেমি
29/09/2022

শুভ জন্মদিন জাতিসত্বার
কবি মুহাম্মদ নুরুল হুদা

মহাপরিচালক
বাংলা একাডেমি

বহু বছর ধরে সুইডেনে প্রবাসী মাহবুব আরিফ তাঁর এই ‘সুইডেনের সোনালী সকাল’ বইয়ে তুলে ধরেছেন এক অসাধারণ গল্প– কী করে প্রায় উচ...
27/09/2022

বহু বছর ধরে সুইডেনে প্রবাসী মাহবুব আরিফ তাঁর এই ‘সুইডেনের সোনালী সকাল’ বইয়ে তুলে ধরেছেন এক অসাধারণ গল্প– কী করে প্রায় উচ্ছৃঙ্খল একটি জাতি শতাব্দীর প্রচেষ্টায় সুসভ্য হয়ে ওঠে। ক্রমাগত নিয়ম, শৃঙ্খলা, ব্যক্তি-স্বাধীনতা, গণতন্ত্র, সমনাধিকারের শত বছরের চর্চা কী করে একটি জাতিকে মানবিক আর সুসভ্য করে গড়ে তুললো সেই অসাধারণ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। সুসভ্য আর সুশাসিত জাতিরাষ্ট্রের স্বপ্ন দেখেন যারা, এই কাহিনী তাদেরকে উদ্বুদ্ধ করবে, উদ্দীপ্ত করবে নিশ্চিত।

সেইবই -এ ৪০০ পৃষ্ঠার বইটি পড়ুন মাত্র ৭০ টাকায়।
আপনার মোবাইলে বইটি ডাউনলোড করতে ক্লিক করুন : https://cutt.ly/Bookline3714

দেশে-বিদেশে যে কোন জায়গায় যে কোন সময়ে বই পড়ার আনন্দ পেতে এখনই আপনার মোবাইল/ট্যাবে 'সেইবই' (Sheiboi) অ্যাপটি ডাউনলোড করে ফেলুন নিচের লিঙ্কে কিক করে-
✔ প্লে স্টোর - https://cutt.ly/sheiboips
তার পর ফ্রি রেজিস্ট্রেশন করুন আর উপভোগ করুন ৬০০+ ফ্রি বই।
আরও আছে ৭৫০+ লেখক আর ৮০+ প্রকাশকের ৪৫০০+ বই... অত্যন্ত কম দামে; কারণ আমাদের মতো কেউ ভাবে না আপনার কথা।

---
সেইবই -এর ইবুক কিনতে বিকাশ, নগদ, রকেট, উপায়, ওকে-পে সহ যে কোন এম.এফ.এস ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি যে কোন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ অন্যান্য অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ তো থাকছেই।
আরও আছে আমাদের বিশেষ ওয়ালেট রিচার্জ কার্ড; সাথে একটা টি-শার্ট ফ্রি!

---
প্রয়োজনে যোগাযোগ করুন :
E-mail: [email protected]
Hotline : (+88) 01401-152946
Technical Support : (+88) 01401-152945
Author/Publisher Communication : (+88) 01401-152952
বিভিন্ন অফার আর আপডেট সবার আগে পেতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম আর ইউটিউব পেজের সাথে।
(Sheiboi is an initiative of DIRD Group)
#সেইবই #ইবুক #সুইডেন #আরিফ_মাহবুব #বুকলাইন #ভ্রমণ #ইতিহাস

13/09/2022

মাত্র ৮০০ টাকায় ১০টি আন্তর্জাতিক বেস্টসেলার বই! বই হাতে পেয়ে টাকা পরিশোধ করলেই হবে!

➡️ অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করুন:
১. মেসেঞ্জার https://m.me/booklineshop
২. হোয়াটসঅ্যাপ https://wa.me/+8801744833558
৩. মোবাইল
+8801744833558

আত্ম-উন্নয়নমূলক আন্তর্জাতিক বেস্টসেলার ১০টি বই; মোট পৃষ্ঠা: ১৮৩২; মুদ্রিত মূল্য: ২৮৩০ টাকা; অফার মূল্য: ৮০০ টাকা

➡️ বইয়ের তালিকা:
১. লিডারশিপ
লেখক: ব্রায়ান ট্রেসি
পৃষ্ঠা: ৯৬; মূল্য: ২০০ টাকা
২. টাইম ম্যানেজমেন্ট
লেখক: ব্রায়ান ট্রেসি
পৃষ্ঠা: ১২০; মূল্য: ২৪০ টাকা
৩. রিচ ড্যাড পুওর ড্যাড
লেখক: রবাট টি কিয়োসাকি ও শ্যারন এল লেচটার, সিপিএ
পৃষ্ঠা: ১৯৯; মূল্য: ৩০০ টাকা
৪. দ্য মিরাকল মর্নিং
লেখক: হল এলরড
পৃষ্ঠা: ১৭৬; মূল্য: ২৮০ টাকা
৫. হাউ সাকসেসফুল পিপল থিংক
লেখক: জন সি. ম্যাক্সওয়েল
পৃষ্ঠা: ১২৮; মূল্য: ২৪০ টাকা
৬. দ্য পাওয়ার অব সেলফ কনফিডেন্স
লেখক: ব্রায়ান ট্রেসি
পৃষ্ঠা: ১৮৯; মূল্য: ৩০০ টাকা
৭. রোড টু সাকসেস
লেখক: নেপোলিয়ন হিল
পৃষ্ঠা: ১৭৬; মূল্য: ২৫০ টাকা
৮. থিংক অ্যান্ড গ্রো রিচ
লেখক: নেপোলিয়ন হিল
পৃষ্ঠা: ১২৮; মূল্য: ২২০ টাকা
৯. দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং
লেখক: নরম্যান ভিনসেন্ট পিল
পৃষ্ঠা: ৩৩৬; মূল্য: ৪৫০ টাকা
১০. দ্য পাওয়ার অব ইয়োর সাবকনসাস মাইন্ড
লেখক: ডা. জোসেফ মফি
পৃষ্ঠা: ২৮৭; মূল্য: ৩৫০ টাকা

➡️ রিটার্ন পলিসি:
ডেলিভারি দিতে গিয়ে বই ড্যামেজ হলে বা বইয়ে কোনো ধরনের সমস্যা থাকলে বই চেঞ্জ করে দেয়া হবে। আমরা দুইভাবে রিটার্ন বা চেঞ্জ করে থাকি:
প্রথমত, হোম ডেলিভারিতে বই পাবার পর পার্সেল খুলে চেক করে কোনো সমস্যা থাকলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে বই ব্যাক করে দিবেন।
দ্বিতীয়ত, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করে থাকলে পার্সেল খোলার সাথে সাথে চেক করে কোনো সমস্যা পেলে ছবি তুলে আমাদেরকে ইনবক্স করবেন। এরপর আমরা আমাদের কুরিয়ারের ঠিকানা দিবো সেই ঠিকানায় আপনি বই পাঠিয়ে দিবেন। এরপর আমরা দ্রুততম সময়ের মধ্যে বই চেঞ্জ করে দিবো।

➡️ ডেলিভারি চার্জ:
ঢাকায় হোম ডেলিভারি ৪০/ টাকা; সারাদেশে কুরিয়ার সার্ভিস ৮০/ টাকা।

হ্যাপি রিডিং ❤

10/09/2022

২৮০০/ টাকার বেস্টসেলার বই মাত্র ৫০০/ টাকা

ডেল কার্ণেগীর আত্ম-উন্নয়নমূলক আন্তর্জাতিক বেস্টসেলার ১০টি বই; মোট পৃষ্ঠা: ১২৬৪; মোট মুদ্রিত মূল্য: ২৮০০/ টাকা; অফার মূল্য: ৫০০/ টাকা।

➡️ বইয়ের তালিকা:
১. বড় যদি হতে চান
২. প্রতিপত্তি ও বন্ধু লাভ
৩. বক্তৃতা ও বিতর্ক শিখবেন কিভাবে
৪. দুশ্চিন্তাহীন নতুন জীবন
৫. সাফল্য লাভের সহজ উপায়
৬. হতাশ হবার কোনো কারণ নেই
৭. মন জয় করার আসল উপায়
৮. বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কিভাবে
৯. বরনীয় যাঁরা স্মরণীয় যাঁরা
১০. সুখী জীবন ও কাজের সন্ধানে

➡️ অর্ডার করার পদ্ধতি:
আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার মেসেঞ্জার https://m.me/booklineshop
বা হোয়াটসঅ্যাপ https://wa.me/+8801744833558 এ ইনবক্স করুন অথবা কল করুন: +8801744833558

বি.দ্র. বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন।

➡️ রিটার্ন পলিসি:
ডেলিভারি দিতে গিয়ে বই ড্যামেজ হলে বা বইয়ে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা বই চেঞ্জ করে দিবো। আমরা দুইভাবে রিটার্ন বা চেঞ্জ করে থাকি:
প্রথমত, হোম ডেলিভারিতে বই পাবার পর পার্সেল খুলে চেক করে নিবেন। কোনো সমস্যা থাকলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে বই ব্যাক করে দিবেন।
দ্বিতীয়ত, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করে থাকলে পার্সেল খোলার সাথে সাথে চেক করে কোনো সমস্যা পেলে ছবি তুলে আমাদেরকে ইনবক্স করবেন। এরপর আমরা আমাদের কুরিয়ারের ঠিকানা দিবো সেই ঠিকানায় বই আপনি পাঠিইয়ে দিবেন। এরপর আমরা দ্রুততম সময়ের মধ্যে বই চেঞ্জ করে দিবো।

➡️ ডেলিভারি চার্জ:
ঢাকায় হোম ডেলিভারি ৪০/ টাকা; সারাদেশে কুরিয়ার সার্ভিস ৮০/ টাকা।

হ্যাপি রিডিং ❤

কিংবদন্তী সাংবাদিক, লেখক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী-এর মৃত্যুতে আমরা শোকাহত!
19/05/2022

কিংবদন্তী সাংবাদিক, লেখক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী-এর মৃত্যুতে আমরা শোকাহত!

দুই বাঙলার একশো কবির নির্বাচিত প্রেমের কবিতা এখন রকমারিতেও পাওয়া যাচ্ছে।https://www.rokomari.com/book/235755বাঙলার প্রেম...
26/04/2022

দুই বাঙলার একশো কবির নির্বাচিত প্রেমের কবিতা এখন রকমারিতেও পাওয়া যাচ্ছে।

https://www.rokomari.com/book/235755

বাঙলার প্রেমের বার্তা

বঙ্গভঙ্গ! কেবলই কি বঙ্গকে ভঙ্গ করার প্রয়াস ছিলো? ধর্মের উপর ভিত্তি করে ভূমিকে হয়তো খণ্ডিত করা যেতেই পারে কিন্তু আত্মিক যে সম্পর্ক, যে প্রেম, যে বাঁধন তা কি ওই
তারকাঁটার সাধ্যি আছে বিচ্ছিন্ন করার?

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে ‘দুই বাঙলার একশো কবির নির্বাচিত প্রেমের কবিতা’ সংকলনটি বাঙলার প্রেমময় বন্ধনের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। শুধু এপার ওপার নয় কাঁটাতারের দেয়াল টপকে বাঙলা আজ সারা বিশ্বে প্রেমের বার্তা পৌঁছে দিচ্ছে। প্রেমের কবিতা সংকলনটিতে শুধু দুই বাঙলার প্রাধান প্রধান কবিই নয়; প্রবাসী বাঙালি, আসাম ও ত্রিপুরার কবিরাও অংশগ্রহন করে
প্রেমকে ঋদ্ধ করেছে।

বুকলাইন-র প্রকাশক রাইহান কবির রনো-র প্রেমময় প্রেরণা, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী-র স্নেহ, শুদ্ধতার কবি অসীম সাহা ও কবি টোকন ঠাকুর-র ভালোবাসা এবং শিল্পী আইয়ুব আল আমিন-র শৈল্পিক মমতাসহ সংকলনে অংশগ্রহণকারী সকল কবির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা।

সারা বিশ্বে বাঙলার প্রেমের বার্তা ছড়িয়ে পড়ুক।
জয় বাঙলা।

বিনয়াবনত
তাবিয়া রহমান তাসনিয়া

লেখকঃ তাবিয়া রহমান তাসনিয়া, ক্যাটাগরিঃ কবিতা সংকলন ও সমগ্র, মূল্যঃ 500, লিংকঃ www.rokomari.com/book/235755 , সার সংক্ষেপঃ প্রেম চিরকাল.....

02/04/2022

Address

34, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801717418226

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুকলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুকলাইন:

Share

Category