দারুল কারার পাবলিকেশন্স

দারুল কারার পাবলিকেশন্স কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক বই প্রকাশন এবং অনলাইন বিক্রয়কেন্দ্র।

18/01/2025

প্রি-অর্ডার চলছে..
পর্দা কার সাথে এবং কীভাবে?
লেখক: আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী

প্রি-অর্ডার চলছে...পর্দা ইসলামের ফরয বিধান এবং বিশেষ ইবাদত। পর্দা নারীর ঈমান ও লজ্জাশীলতার পরিচায়ক এবং নারী-পুরুষ উভয়ের ...
17/01/2025

প্রি-অর্ডার চলছে...

পর্দা ইসলামের ফরয বিধান এবং বিশেষ ইবাদত। পর্দা নারীর ঈমান ও লজ্জাশীলতার পরিচায়ক এবং নারী-পুরুষ উভয়ের হৃদয়ের পরিচ্ছন্নতার আলামত। পর্দা নারী ভূষণ, যার মাধ্যমে তার সম্ভ্রম রক্ষা হয়, তার মর্যাদা বৃদ্ধি পায়। রুগ্ন মনের মানুষগুলোর শ্যেন দৃষ্টি থেকে নারী বেঁচে যান। ফলে ইহকাল যেমন সুখের হয়, পরকালেও তেমিন মুক্তির আশা বেঁচে রয়।
আমাদের দেশে পর্দার গুরুত্ব ও পর্দা না করার ভয়াবহতার উপর বক্তৃতা ও লেখালেখি হলেও ‘কার সাথে এবং কীভাবে পর্দা করতে হবে? কার সাথে পর্দার সীমারেখা কতটুকু হবে?’- সে ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয় না। সেই দিকটা মাথায় রেখে এই ছোট্ট বইটাতে মাহরাম নারী-পুরুষের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। কারণ এটা বুঝা ছাড়া পর্দা বাস্তবায়ন সম্ভব নয়। বইটাতে পর্দার হুকুম বর্ণনা-সহ মাহরামের সাথে গায়ের মাহরাম এবং মাহরামের সাথে মাহরাম নারী-পুরুষের পর্দার রূপরেখা তুলে ধরা হয়েছে। বইটার শুরুতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সংযোজিত হয়েছে। শেষে পর্দার বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের ক্ষতি ও ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটা প্রত্যেকটা নারী ও পুরুষের জন্য উপকারী হবে বলে আশা করি।
মহান আল্লাহ এই ক্ষুদ্র প্রয়াসটুকুকে পরকালের পাথেয় হিসেবে কবুল করুন। আমীন!
বই: পর্দা কার সাথে এবং কীভাবে?
লেখক: আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

শীঘ্রই *নতুন সংস্করণ* প্রকাশিত হবে ইনশাআল্লাহবই: (মুহাদ্দিসগণের সত্য সাক্ষ্যের আলোকে)ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) [ব্...
17/01/2025

শীঘ্রই *নতুন সংস্করণ* প্রকাশিত হবে ইনশাআল্লাহ

বই:
(মুহাদ্দিসগণের সত্য সাক্ষ্যের আলোকে)
ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) [ব্যক্তিত্ব ও মাযহাব]
মূল:
শাইখ যুবায়ের আলী যাই (রাহিমাহুল্লাহ)
শাইখ মোস্তাফা যহির আমানপুরী (হাফিজাহুল্লাহ)
মুহাদ্দিস ইয়াহইয়া গোন্দলাভী (রাহিমাহুল্লাহ)
শাইখ মুহাম্মাদ সালাফি (হাফিজাহুল্লাহ)
মুহাদ্দিস বাদিউদ্দিন শাহ আর-রাশেদী (রাহিমাহুল্লাহ)
শাইখ আবূ মুহাম্মাদ খুররাম শাহজাদ (হাফিজাহুল্লাহ)
অনুবাদ ও সংকলন: কামাল আহমাদ
সম্পাদনা: ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন)
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
পৃষ্ঠা সংখ্যা: ৩৬৮
মুদ্রিত মূল্য: ৫৮০ টাকা
কভার: হার্ড কভার

আলহামদুলিল্লাহ!কাউন্টারে চলে এসেছে...২০২৫ সালের দারুল কারার পাবলিকেশন্স এর প্রথম উপহার।বই: পর্দা কার সাথে এবং কীভাবে?লেখ...
16/01/2025

আলহামদুলিল্লাহ!
কাউন্টারে চলে এসেছে...

২০২৫ সালের দারুল কারার পাবলিকেশন্স এর প্রথম উপহার।

বই: পর্দা কার সাথে এবং কীভাবে?
লেখক: আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

দারুল কারার পাবলিকেশন্স প্রকাশিত বুক ক্যাটালগ[কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক বই প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ] যোগাযোগ : দারুল কারার...
16/01/2025

দারুল কারার পাবলিকেশন্স প্রকাশিত বুক ক্যাটালগ
[কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক বই প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ]

যোগাযোগ : দারুল কারার পাবলিকেশন্স
মাদ্রাসা মার্কেট (৩য় তলা), ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা-১১০০।
মোবাইল : 01720-935542 (WhatsApp)

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদামহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ও...
15/01/2025

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদা

মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ওপর সে বেড়ে উঠে। কিন্তু তার পিতা-মাতা, পরিবেশ, বন্ধু-বান্ধব, শিক্ষা-দীক্ষা, নাফসে আম্মারা ও বিতাড়িত শয়তান তাকে সে স্বাভাবিক প্রকৃতি থেকে বিচ্যুত করে দেয়।
সন্তান-সন্ততিদেরকে এ বিচ্যুতি ও ধ্বংসের অতল গহ্বর থেকে বাঁচাতে হলে যথাযথ রোগ নির্ণয় করতে হবে, রোগের প্রতিষেধক খুঁজতে হবে এবং তার ঔষধের ব্যবস্থা করতে হবে। আজ আমাদের পরিবারগুলোতে নৈতিক শিক্ষা নেই বললেই চলে। আমাদের সমাজে নৈতিক শিক্ষার বিষয়টি উপেক্ষিত। শিক্ষায়তনগুলোতে তা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে। তাই সন্তানরা কোথাও আদর্শ খুঁজে পাচ্ছে না। না তাদের পিতা-মাতার কাছে, না তাদের শিক্ষকদের কাছে। সন্তানরা অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। নিজের অজান্তেই তারা এমন সব বিষয় শিখছে যা তাদের বিশ্বাস ও ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরকে আদব ও শিষ্টাচার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কার্টুন ও রীল তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তাদেরকে অপসংস্কৃতির সয়লাবে ভাসিয়ে দিচ্ছে। তারা ফালতু জিনিসে সময় নষ্ট করছে। জীবনকে উপভোগ করার নামে তাদেরকে জীবনের মূল্য বিসর্জন দিতে হচ্ছে। তাদেরকে দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য থেকে বিমুখ রাখা হচ্ছে।
এ সময়ে সন্তানদেরকে দীনের গণ্ডিতে রাখা ও দীনকে তাদের কাছে প্রিয় করে তোলা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তাদের জন্য যেসব গ্রন্থ রচনা করা হয়, যেসব নাটক-নভেল তারা চোখ দিয়ে দেখে থাকে সে সবের মধ্যে দীন ও দীনকে খারাপভাবে চিত্রায়িত করা হয়। তারা কোনোভাবেই দীন ও আকীদাকে সুন্দরভাবে নিতে সক্ষম হচ্ছে না। আকাশ সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতি চালু আছে তাতে কী পরিমাণ শির্ক, বিদ‘আত, কুফর, নিফাকের অনুপ্রবেশ শিশু ও কিশোরদের অন্তরে প্রবেশ করছে তার হিসাব কে রাখে? দীনকে ধরে রাখা এখন যেন সত্যিই জ্বলন্ত অঙ্গারকে ধরে রাখার মতো হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে দীনের ওপর ঠিকে থাকা কত যে দুষ্কর তা কেবল একজন দীনদার ও দা‘ঈ ব্যক্তি হাড়ে হাড়ে অনুভব করতে পারেন।
কিন্তু বিপদ ও ফিতনা যত বড়ই হোক না কেন, হতাশ হওয়া যাবে না। সকলের উচিত সে ফিতনাকে শরী‘আতের নির্দেশনার মধ্যে অবস্থান করে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাওয়া। সন্তানদেরকে বিপদ ও ফিতনার মুখ থেকে ফিরিয়ে আনতে যার যতটুকু সামর্থ্য আছে তা ব্যয় করা। সেজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শিশুতোষ সাহিত্য ও শিশু-কিশোদের উপযোগী রচনায় মনোনিবেশ করা।
আলোচ্য গ্রন্থটি শিশু-কিশোর উপযোগী একটি আকীদার গ্রন্থ, যা একটি শিশুকে আল্লাহর ঈমানের দিকে, ইবাদতের দিকে ও আদব-আখলাকের দিকে পথ দেখাবে; অনুরূপ কিশোরদেরকে সঠিক পথে চলতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

মূল: শাইখ খালিদ উসমান
অনুবাদ: মীর আনাস হোসাইন
সম্পাদনায়: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬, কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট, কভার: পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
অফার মূল্য: ৯০ টাকা

বই : রসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিক সকাল সন্ধ্যার যিক্‌র ও ফরয সলাতের পর পঠনীয় দুআ’সমুহমূল : আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বি...
15/01/2025

বই : রসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিক সকাল সন্ধ্যার যিক্‌র ও ফরয সলাতের পর পঠনীয় দুআ’সমুহ
মূল : আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ)
অনুবাদ : হাফেয রায়হান কবীর বিন আব্দুর রহমান
প্রকাশনায় : তাওহীদ পাবলিকেশন্স ও দারুল কারার পাবলিকেশন্স
প্রচ্ছদ মূল্য : ৩৫ টাকা
ছাড় মূল্য : ২০ টাকা

বি.দ্র. : বিতরণের জন্য যারা ছাপিয়ে নিতে আগ্রহী তাদের জন্য রয়েছে বিশেষ ও আকর্ষণীয় ছাড়!!

আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য বিষয়। আকীদা-বিশ্বাস অস্বচ্ছ বা অযথার্থ হলে আমল ও আচার-অনুষ্ঠানগত একনিষ্...
14/01/2025

আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য বিষয়। আকীদা-বিশ্বাস অস্বচ্ছ বা অযথার্থ হলে আমল ও আচার-অনুষ্ঠানগত একনিষ্ঠতা, ত্যাগ ও কুরবানীর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে—এ
বিষয়টি আমাদের সকলেরই জানা। তবুও দেখা যায় যে, আমাদের মধ্যে অনেকেই
আক্বীদা-বিশ্বাসের ক্ষেত্রটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না। বরং প্রচলিত
ধ্যান-ধারণাকেই তারা আক্বীদা-বিশ্বাস হিসেবে ধারণ করে চলেন। পক্ষান্তরে
আকীদা-বিশ্বাসের প্রতিটি উপায়-উপকরণের ক্ষেত্রেই আমাদের হতে হবে অতিমাত্রায়
সংবেদনশীল, সমধিক গুরুত্বারোপকারী ও ঐকান্তিক। বিশেষ করে আল্লাহ তা’আলার
উলুহিয়াত (ইবাদত), রুবুবিয়াত (প্রভুত্ব), আসমা
ও সিফাত (শাম ও গুণাবলি) সম্পর্কে স্পষ্ট বিশ্বাস রাখা অত্যন্ত জরুরী। কেননা
তাওহীদ বলতে আমরা যা বুঝি, তা এ বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত। অতএব এ
ক্ষেত্রে কোনো বিচ্যুতির অর্থ মূল বিশ্বাসের জায়গাটি ত্রুটিপূর্ণ থাকা, যা
কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না।আল্লাহ
তা’আলার আল-আসমা ওয়াস সিফাত তথা নাম ও গুণসমগ্রের ব্যাপারে আমাদের কী ধরণের
বিশ্বাস পোষণ করতে হবে সে ব্যাপারে গবেষণাধর্মী কোনো বই বাংলা ভাষায় এখনো আমার
নজরে পড়েনি। অতএব ঈমানী তাগিদ থেকেই আমি অনুভব করি যে, প্রখ্যাত
শরীয়তবিদ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ রচিত আল কাওয়িদুল
মুছলা ফী সিফাতিল্লাহি তা’আলা ওয়া আসমাইহিল হুসনা’ গ্রন্থটি
বাংলা ভাষায় অনূদিত হওয়া উচিত। আর তাই বইটি বাংলা ভাষায় অনুবাদ করার প্রস্তাব
আমি অত্যন্ত আগ্রহের সঙ্গেই গ্রহণ করি। হানাফী মাযহাবের মূল আকীদা-বিশ্বাসের সঙ্গে
বইটিতে উল্লিখিত বক্তব্যমালার কোনো সংঘর্ষ শেই, যা আহলে সুন্নাত ওয়াল
জামা’আতের মূল আকীদা বলে স্বীকৃত
বই: মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা
মূল: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (রহ.)
অনুবাদক: মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক
সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স ও কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়াটিভ (CWI)
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মুদ্রিত মূল্য: ৩২৫
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদামহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ও...
13/01/2025

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদা

মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ওপর সে বেড়ে উঠে। কিন্তু তার পিতা-মাতা, পরিবেশ, বন্ধু-বান্ধব, শিক্ষা-দীক্ষা, নাফসে আম্মারা ও বিতাড়িত শয়তান তাকে সে স্বাভাবিক প্রকৃতি থেকে বিচ্যুত করে দেয়।
সন্তান-সন্ততিদেরকে এ বিচ্যুতি ও ধ্বংসের অতল গহ্বর থেকে বাঁচাতে হলে যথাযথ রোগ নির্ণয় করতে হবে, রোগের প্রতিষেধক খুঁজতে হবে এবং তার ঔষধের ব্যবস্থা করতে হবে। আজ আমাদের পরিবারগুলোতে নৈতিক শিক্ষা নেই বললেই চলে। আমাদের সমাজে নৈতিক শিক্ষার বিষয়টি উপেক্ষিত। শিক্ষায়তনগুলোতে তা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে। তাই সন্তানরা কোথাও আদর্শ খুঁজে পাচ্ছে না। না তাদের পিতা-মাতার কাছে, না তাদের শিক্ষকদের কাছে। সন্তানরা অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। নিজের অজান্তেই তারা এমন সব বিষয় শিখছে যা তাদের বিশ্বাস ও ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরকে আদব ও শিষ্টাচার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কার্টুন ও রীল তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তাদেরকে অপসংস্কৃতির সয়লাবে ভাসিয়ে দিচ্ছে। তারা ফালতু জিনিসে সময় নষ্ট করছে। জীবনকে উপভোগ করার নামে তাদেরকে জীবনের মূল্য বিসর্জন দিতে হচ্ছে। তাদেরকে দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য থেকে বিমুখ রাখা হচ্ছে।
এ সময়ে সন্তানদেরকে দীনের গণ্ডিতে রাখা ও দীনকে তাদের কাছে প্রিয় করে তোলা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তাদের জন্য যেসব গ্রন্থ রচনা করা হয়, যেসব নাটক-নভেল তারা চোখ দিয়ে দেখে থাকে সে সবের মধ্যে দীন ও দীনকে খারাপভাবে চিত্রায়িত করা হয়। তারা কোনোভাবেই দীন ও আকীদাকে সুন্দরভাবে নিতে সক্ষম হচ্ছে না। আকাশ সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতি চালু আছে তাতে কী পরিমাণ শির্ক, বিদ‘আত, কুফর, নিফাকের অনুপ্রবেশ শিশু ও কিশোরদের অন্তরে প্রবেশ করছে তার হিসাব কে রাখে? দীনকে ধরে রাখা এখন যেন সত্যিই জ্বলন্ত অঙ্গারকে ধরে রাখার মতো হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে দীনের ওপর ঠিকে থাকা কত যে দুষ্কর তা কেবল একজন দীনদার ও দা‘ঈ ব্যক্তি হাড়ে হাড়ে অনুভব করতে পারেন।
কিন্তু বিপদ ও ফিতনা যত বড়ই হোক না কেন, হতাশ হওয়া যাবে না। সকলের উচিত সে ফিতনাকে শরী‘আতের নির্দেশনার মধ্যে অবস্থান করে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাওয়া। সন্তানদেরকে বিপদ ও ফিতনার মুখ থেকে ফিরিয়ে আনতে যার যতটুকু সামর্থ্য আছে তা ব্যয় করা। সেজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শিশুতোষ সাহিত্য ও শিশু-কিশোদের উপযোগী রচনায় মনোনিবেশ করা।
আলোচ্য গ্রন্থটি শিশু-কিশোর উপযোগী একটি আকীদার গ্রন্থ, যা একটি শিশুকে আল্লাহর ঈমানের দিকে, ইবাদতের দিকে ও আদব-আখলাকের দিকে পথ দেখাবে; অনুরূপ কিশোরদেরকে সঠিক পথে চলতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

মূল: শাইখ খালিদ উসমান
অনুবাদ: মীর আনাস হোসাইন
সম্পাদনায়: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬, কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট, কভার: পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
অফার মূল্য: ৯০ টাকা

Abdul Malik Ahmad Madani লিখিত নতুন বই শিয়াদের অজানা ইতিহাস একটি অনন্য গ্রন্থ যা উন্মোচন করবে শিয়াদের ইতিহাসের অজানা দিক...
12/01/2025

Abdul Malik Ahmad Madani লিখিত নতুন বই শিয়াদের অজানা ইতিহাস
একটি অনন্য গ্রন্থ যা উন্মোচন করবে শিয়াদের ইতিহাসের অজানা দিক!

বইটিতে যা পাবেন:
শিয়াদের উত্থান ও বিকাশের ইতিহাস।
ইসলামি সভ্যতার ওপর তাদের প্রভাব।
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোর বিশ্লেষণ।
অজানা তথ্য ও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত বিবরণ।

মুদ্রিত মূল্য: ২৭০ টাকা।
লেখক: আব্দুল মালেক আহমাদ মাদানী
প্রকাশনায়: শুব্বান রিসার্চ সেন্টার

এই বইটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে।
যোগাযোগ : দারুল কারার পাবলিকেশন্স
মাদ্রাসা মার্কেট (৩য় তলা), ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা-১১০০।
মোবাইল : 01720-935542 (WhatsApp)

কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক বইসমুহ অতি সহজে এবং দ্রুত অর্ডার করতে নিচের লিংক অনুসরণ করুন : https://wa.me/c/8801720935542

কেন সীরাত পড়া জরুরি?আমাদের কারো অজানা নেই যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্...
12/01/2025

কেন সীরাত পড়া জরুরি?

আমাদের কারো অজানা নেই যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহান সীরাতের (জীবনীর) মধ্যে মুসলিম এবং অমুসলিম সকল জাতির জন্য সুমহান আদর্শ ও সর্বশ্রেষ্ঠ সার্বিক জীবন ব্যবস্থা রয়েছে।
মুসলিম উম্মার ঐক্যের এক অনন্য সোপান হলো: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নির্দেশিত সেই সুউজ্জ্বল পথ, যার রাত-দিন এক সমান। এ থেকে বিমুখ হওয়ার পরিণাম অবশ্যই ধ্বংস। অতএব, ইসলামের সুপথপ্রাপ্ত প্রত্যেকের সামনে এমন একটি চমৎকার ও উত্তম আদর্শ থাকা দরকার যা তার চলার পথকে আলোকিত করবে এবং যার উপর সে অটল থাকবে। আর এর উপর ভিত্তি করলে তাঁর সকল কাজ আল্লাহ তা‘আলার দেওয়া হেদায়েত ও সরল সঠিক পন্থায় হবে।

প্রতিটি মুসলিমকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সীরাত (জীবনী-Life history) জানা একান্ত জরুরি কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সীরাত একটি ব্যাপক বিষয় যার বিস্তারিত আলোচনা করা এ ছোট পুস্তকে সম্ভব নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সীরাতের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের আলোচনা এখানে করা হয়েছে, যাতে প্রত্যেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরিচিতি লাভ করে তাঁর অনুসরণ ও অনুকরণে জীবনকে ধন্য করতে পারে।
বই: সীরাতুল হাবীব (স.) [সংক্ষিপ্ত নবী জীবনী]
রচনা: শাইখ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল মাদানী
সম্পাদনা: উমার ফারুক আব্দুল্লাহ
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
পৃষ্ঠা সংখ্যা: ২০০
মুদ্রিত মূল্য: ২৭৫ টাকা
কভার: পেপার ব্যাক

প্রি-অর্ডার ৪৫% ছাড়ে ৭৫ টাকা প্রি-অর্ডার চলবে ১৯/০১/২৫  পর্যন্তঅর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ইনব...
11/01/2025

প্রি-অর্ডার ৪৫% ছাড়ে ৭৫ টাকা
প্রি-অর্ডার চলবে ১৯/০১/২৫ পর্যন্ত

অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্সে মেসেজ করুন
_______
বই: পর্দা কার সাথে এবং কীভাবে?
লেখক: আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

প্রি-অর্ডার প্রি-অর্ডার প্রি-অর্ডার দারুল কারার পাবলিকেশন্স থেকে নতুন একটি বইয়ের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে । প্রি-অর্ডার ৪...
10/01/2025

প্রি-অর্ডার প্রি-অর্ডার প্রি-অর্ডার

দারুল কারার পাবলিকেশন্স থেকে নতুন একটি বইয়ের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে ।

প্রি-অর্ডার ৪৫% ছাড়ে ৭৫ টাকা
প্রি-অর্ডার চলবে ১৯/০১/২৫ পর্যন্ত

অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্সে মেসেজ করুন
___________________
বই: পর্দা কার সাথে এবং কীভাবে?
লেখক: আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

জীবনের অর্থ কী? এই প্রশ্নটি এক সময় মানুষজন করত না। কেউ কেউ বিভিন্ন রূপকথায় বিশ্বাস করত, কেউ বা আবার ধর্মীয় বিশ্বাসে জ...
10/01/2025

জীবনের অর্থ কী? এই প্রশ্নটি এক সময় মানুষজন করত না। কেউ কেউ বিভিন্ন রূপকথায় বিশ্বাস করত, কেউ বা আবার ধর্মীয় বিশ্বাসে জীবনের অর্থ খুঁজে পেত। জীবনের অর্থ নামক প্রশ্নই ছিল অনুপস্থিত। বরং অনেকাংশে এটি ছিল স্বতঃসিদ্ধ ব্যাপার।
কিন্তু আধুনিকতার যুগে এসে মানুষের দুনিয়া-দর্শন পাল্টে যায়। রূপকথায় মানুষের বিশ্বাসে ফাটল ধরে। ধর্মীয় চিন্তাকে অতিক্রম করতে শুরু করে মানুষ। তারপর উত্তরাধুনিকতা এসে প্রশ্ন করাকেই প্রশ্নবিদ্ধ করে। ব্যক্তি-স্বাতন্ত্র্যবাদ পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করে। জীবনে বেঁচে থাকার অর্থই সে হারাতে শুরু করে। জীবনটা হয়ে পড়ে অন্তঃসারশূন্য।
জীবনের অর্থ নতুনভাবে সৃষ্টির প্রচেষ্টা কিংবা জীবনের অর্থের প্রশ্নই পুরোপুরি এড়িয়ে যাওয়ার যে প্রবণতা লক্ষণীয়, লেখক সেগুলো উপস্থাপনের মাধ্যমে নিজের যাত্রা শুরু করেছেন। বিশেষত ফরাসি দার্শনিক লুক ফেরীর লিখনীতে তিনি নিজ মনোযোগ কেন্দ্রীভূত করেছেন। শেষে এসে জীবনের অর্থ প্রসঙ্গে ইসলামের সমাধানও ব্যক্ত করেছেন তিনি।
বিষয়টির উপর লেখক নাতিদীর্ঘ একটি বই রচনা করেছেন Syll as একলা একলা তেল শিরোনামে। আর নিজের দীর্ঘ বইটির সারকথাকে তিনি একটি প্রবন্ধে নিয়ে এসেছেন। সংক্ষিপ্ত এই প্রবন্ধটি বাংলাভাষীদের সামনে উপস্থাপন করার প্রয়োজন অনুভব করছিলাম। আধুনিকতা আমাদের জীবনকে যেভাবে গ্রাস করেছে এবং গভীর প্রভাব ফেলেছে, তা লেখক নিজের লেখা অন্যান্য প্রবন্ধেও ফুটিয়ে তুলেছেন।
লেখকের একজন একনিষ্ঠ পাঠক হিসেবে আমি কিছু প্রবন্ধ চয়ন করে সেগুলো অনুবাদ করে একটি আলাদা বই হিসেবে সংকলন করলাম। আশা করি প্রবন্ধগুলো পাঠকদের নতুন করে ভাবা শেখাবে। কখনো যদি মনে হয় লেখকের আরো কিছু প্রবন্ধের সমাহার অনুবাদ করা যায়, তাহলে পরবর্তীতে কিছু অনুবাদ করে সংকলনের ইচ্ছা রাখি।
আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের কাজগুলো কবুল করেন, আমাদের ভুলগুলো ক্ষমা করেন, আমাদের কাজকে লৌকিকতামুক্ত রাখেন, আমাদেরকে তার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন। আমীন!
বই: আধুনিক বিশ্বে জীবনের প্রকৃত অর্থ ও অন্যান্য প্রবন্ধ
মূল: আব্দুল্লাহ আল-উহাইবি
চয়ন ও অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
মুদ্রিত মূল্য: ১৮০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ওপর সে বেড়ে উঠে। কিন্তু তার পিতা-মাতা, পরিবে...
08/01/2025

মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ওপর সে বেড়ে উঠে। কিন্তু তার পিতা-মাতা, পরিবেশ, বন্ধু-বান্ধব, শিক্ষা-দীক্ষা, নাফসে আম্মারা ও বিতাড়িত শয়তান তাকে সে স্বাভাবিক প্রকৃতি থেকে বিচ্যুত করে দেয়।

সন্তান-সন্ততিদেরকে এ বিচ্যুতি ও ধ্বংসের অতল গহ্বর থেকে বাঁচাতে হলে যথাযথ রোগ নির্ণয় করতে হবে, রোগের প্রতিষেধক খুঁজতে হবে এবং তার ঔষধের ব্যবস্থা করতে হবে। আজ আমাদের পরিবারগুলোতে নৈতিক শিক্ষা নেই বললেই চলে। আমাদের সমাজে নৈতিক শিক্ষার বিষয়টি উপেক্ষিত। শিক্ষায়তনগুলোতে তা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে। তাই সন্তানরা কোথাও আদর্শ খুঁজে পাচ্ছে না। না তাদের পিতা-মাতার কাছে, না তাদের শিক্ষকদের কাছে। সন্তানরা অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। নিজের অজান্তেই তারা এমন সব বিষয় শিখছে যা তাদের বিশ্বাস ও ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরকে আদব ও শিষ্টাচার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কার্টুন ও রীল তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তাদেরকে অপসংস্কৃতির সয়লাবে ভাসিয়ে দিচ্ছে। তারা ফালতু জিনিসে সময় নষ্ট করছে। জীবনকে উপভোগ করার নামে তাদেরকে জীবনের মূল্য বিসর্জন দিতে হচ্ছে। তাদেরকে দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য থেকে বিমুখ রাখা হচ্ছে।

এ সময়ে সন্তানদেরকে দীনের গণ্ডিতে রাখা ও দীনকে তাদের কাছে প্রিয় করে তোলা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তাদের জন্য যেসব গ্রন্থ রচনা করা হয়, যেসব নাটক-নভেল তারা চোখ দিয়ে দেখে থাকে সে সবের মধ্যে দীন ও দীনকে খারাপভাবে চিত্রায়িত করা হয়। তারা কোনোভাবেই দীন ও আকীদাকে সুন্দরভাবে নিতে সক্ষম হচ্ছে না। আকাশ সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতি চালু আছে তাতে কী পরিমাণ শির্ক, বিদ‘আত, কুফর, নিফাকের অনুপ্রবেশ শিশু ও কিশোরদের অন্তরে প্রবেশ করছে তার হিসাব কে রাখে? দীনকে ধরে রাখা এখন যেন সত্যিই জ্বলন্ত অঙ্গারকে ধরে রাখার মতো হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে দীনের ওপর ঠিকে থাকা কত যে দুষ্কর তা কেবল একজন দীনদার ও দা‘ঈ ব্যক্তি হাড়ে হাড়ে অনুভব করতে পারেন।

কিন্তু বিপদ ও ফিতনা যত বড়ই হোক না কেন, হতাশ হওয়া যাবে না। সকলের উচিত সে ফিতনাকে শরী‘আতের নির্দেশনার মধ্যে অবস্থান করে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাওয়া। সন্তানদেরকে বিপদ ও ফিতনার মুখ থেকে ফিরিয়ে আনতে যার যতটুকু সামর্থ্য আছে তা ব্যয় করা। সেজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শিশুতোষ সাহিত্য ও শিশু-কিশোদের উপযোগী রচনায় মনোনিবেশ করা।

আলোচ্য গ্রন্থটি শিশু-কিশোর উপযোগী একটি আকীদার গ্রন্থ, যা একটি শিশুকে আল্লাহর ঈমানের দিকে, ইবাদতের দিকে ও আদব-আখলাকের দিকে পথ দেখাবে; অনুরূপ কিশোরদেরকে সঠিক পথে চলতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
বই: *শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদা*
মূল: শাইখ খালিদ উসমান
অনুবাদ: মীর আনাস হোসাইন
সম্পাদনায়: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

Address

Shop # 10-11, Madrasa Market, 2nd Floor, 34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল কারার পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল কারার পাবলিকেশন্স:

Videos

Share

Category

আমরা কুরআন, সহীহ হাদীস ও সহীহ আক্বীদাহ প্রসারে প্রয়াসী

আল-হামদু লিল্লাহ, এগিয়ে চলছে ‍“দারুল কারার পাবলিকেশন্স” Darul Qarar Publications