06/03/2024
গতকালের ছবির অস্পষ্টার জন্য যারা বুঝতে পারেন নি বই এর নাম।
মুহাম্মাদ আতীক উল্লাহ হুজুরের বই মানেই মাস্টারপিস।মাশা আল্লাহ। খুবই চমৎকার একটি বই। জনরা হচ্ছে ইসলামিক উপন্যাস টাইপের তবে এটি একাধারে আত্মশুদ্ধি,উপন্যাস,ইতিহাস সব কিছুর ফিল দিবে এই একটি বই। দুজন বৃদ্ধবয়সী "হাজীসাহেব ও দাদিমা'র" স্মৃতিচারণা রয়েছে পুরোটা বই জুড়ে।
এছাড়া খ্রিষ্টান মিশনারীদের প্রকোপের অবস্থাটা বুঝা যাবে বইটি পড়লে। নি:সন্দেহে বইটি কিনে ফেলতে পারেন এবং পড়া শুরু করলে শেষ পাতা পর্যন্ত লেখকের সাবলীল শব্দচয়ন আপনাকে ধরে রাখবে।
বই:ইশকুল অব লাভ
লেখক: মুহাম্মদ আতীক উল্লাহ