Shuddhi শুদ্ধি

Shuddhi শুদ্ধি মাকতাবাতুল আযহারের সহযোগী প্রতিষ্ঠা?

গতকালের ছবির অস্পষ্টার জন্য যারা বুঝতে পারেন নি বই এর নাম। মুহাম্মাদ আতীক উল্লাহ হুজুরের বই মানেই মাস্টারপিস।মাশা আল্লাহ...
06/03/2024

গতকালের ছবির অস্পষ্টার জন্য যারা বুঝতে পারেন নি বই এর নাম।

মুহাম্মাদ আতীক উল্লাহ হুজুরের বই মানেই মাস্টারপিস।মাশা আল্লাহ। খুবই চমৎকার একটি বই। জনরা হচ্ছে ইসলামিক উপন্যাস টাইপের তবে এটি একাধারে আত্মশুদ্ধি,উপন্যাস,ইতিহাস সব কিছুর ফিল দিবে এই একটি বই। দুজন বৃদ্ধবয়সী "হাজীসাহেব ও দাদিমা'র" স্মৃতিচারণা রয়েছে পুরোটা বই জুড়ে।

এছাড়া খ্রিষ্টান মিশনারীদের প্রকোপের অবস্থাটা বুঝা যাবে বইটি পড়লে। নি:সন্দেহে বইটি কিনে ফেলতে পারেন এবং পড়া শুরু করলে শেষ পাতা পর্যন্ত লেখকের সাবলীল শব্দচয়ন আপনাকে ধরে রাখবে।

বই:ইশকুল অব লাভ
লেখক: মুহাম্মদ আতীক উল্লাহ

শায়খের এই বইগুলো কার কার সংগ্রহে আছে?
08/01/2024

শায়খের এই বইগুলো কার কার সংগ্রহে আছে?

আমার রুচি আর চাহিদা দ্বীন নয়। নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, সাহাবীদের বুঝ-আমল, সালাফ...
21/12/2023

আমার রুচি আর চাহিদা দ্বীন নয়। নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, সাহাবীদের বুঝ-আমল, সালাফ থেকে বিশুদ্ধভাবে বর্ণিত বিষয়ের নাম দ্বীন।

মালফুজাতে শাইখ আতীক উল্লাহ ( হাফিযাহুল্লাহ)

ইশকুল অব লাভ বইটা যখন পড়তে শুরু করলাম, ভূমিকাতেই বইয়ের প্রেমে পড়ে গেলাম। শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ্‌'র বিনয় যেন বইয়...
17/12/2023

ইশকুল অব লাভ বইটা যখন পড়তে শুরু করলাম, ভূমিকাতেই বইয়ের প্রেমে পড়ে গেলাম। শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ্‌'র বিনয় যেন বইয়ের পাতাকে ভিজিয়ে দিয়েছে। ভূমিকা-ই যথেষ্ট যে কাউকে বইয়ের শেষ পাতা পর্যন্ত আটকে রাখতে। বইয়ের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মনে হয় মুক্তদানা ছড়িয়ে আছে। মনে হচ্ছিল শাইখ যেন শব্দ নিয়ে খেলেছেন এক অপূর্ব খেলা। ইতিহাসও যে এতো সুন্দর করে বইয়ের পাতায় আটকানো যায় জানতাম না। পুরো বই জুড়ে বিভিন্ন হিন্টস বইয়ের শেষে গোছানো ইতিহাস, বইটাকে আমার মাস্টারপিস মনে হয়েছে। যে কয়টা বই জীবনে পড়েছি, এরমধ্যে সেরা হয়ে থাকবে এটা আজীবন ইনশাআল্লাহ্‌।'

— মাহবুবুল আলম
বই : ইশকুল অব লাভ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : ইসলামি উপন্যাস
পৃষ্ঠা : ২৫৬, কভার : হার্ড কভার
মুদ্রিত মূল্য : ৪৮০৳
ছাড় মূল্য : ৫০% ছাড়ে ২৪০৳

অর্ডার করতে কুঁড়ি - Kuriতে মেসেজ করুন।

ডাবল স্ট্যান্ডার্ড সুসাইড করতে রেল লাইনে দাঁড়িয়ে গেছে আর টেনশন নেই। দ্বি-চারিতা মরে গেলে অর্ধেক অন্যায় কমে যাবে লোকেরা স...
12/09/2023

ডাবল স্ট্যান্ডার্ড সুসাইড করতে রেল লাইনে দাঁড়িয়ে গেছে আর টেনশন নেই। দ্বি-চারিতা মরে গেলে অর্ধেক অন্যায় কমে যাবে লোকেরা সত্য বলা শিখবে।😃

কিছু লোক ইসলামকে শত্রু হিসেবে নিয়েছে বিভিন্ন কারণে। তাদের কাজই হল ইসলামের খুঁত খুঁজে বের করে প্রচার করা। খুঁজতে গিয়ে তারা পেয়ে যায় পশ্চিমা ঐতিহাসিকদের কিছু প্রলাপ, টেপ রেকর্ডার। ইসলামের দিকে তাক করে বাঁধা কয়েকটা প্রশ্ন। এর ভিতরেই প্রশ্নগুলোর ঘুরপাক, অপলাপ ও প্রোপাগান্ডা। যেগুলোর উত্তর দিতে গিয়ে আমরা হয়তো কখনো-সখনো হিমশিম খেয়েছি। কখনো আসতাগফিরুল্লাহ বলে এড়িয়ে যেতে চেয়েছি। এ বইটি হল সেই আপত্তিগুলোর ধারাবাহিক জবাব। ‘যুক্তির জবাব যুক্তি’ এর আদলে গল্পের ভাষায় কথাগুলো উপস্থাপিত হয়েছে।

বইটি পড়লে আপনি এ কথার সঙ্গে একমত হবেন যে, শরীয়তের হুকুমের কল্যাণ বুঝা সম্ভব। অবাধ তথ্যপ্রবাহ ও বাকস্বাধীনতার নষ্টামির এ যুগে এমন কিছু ভাবনার সংকলন দরকার যা ইসলামের ওপর আপতিত সমকালীন অভিযোগগুলোর জবাব দেবে। এ বইটি তেমনই একটি বই। গল্পের ভাষায় রচিত এই সংকলনটি আমাদের সংগ্রহে থাকার উপযুক্ত বই।

বইয়ের ভেতরে রয়েছে-
১. না দেখে বিশ্বাস : মানবজন্মের সার্থকতা
২. দাসপ্রথা : ঐশী বিধানের সৌন্দর্য
৩. দক্ষিণ হস্ত মালিকানা : একটি নারীবাদী বিধান
৪. আরব সংস্কৃতি মানবো কেন?
৫. সমাধান কি মানবধর্মেই?
৬. বনু কুরাইজা ও বাংলাদেশ দণ্ডবিধি
৭. শ্রেণীবৈষম্যহীন সমাজঃ ওদের স্বপ্ন, আমাদের অর্জন
৮. শস্যক্ষেত্র ও নারী : সম্পত্তি, না সম্পদ?
৯. পরিপূর্ণ দাড়িঃ জঙ্গল, নাকি ছায়াবীথি?
১০. জিযিয়া :অমুসলিম নাগরিকের দায়মুক্তি
১১. বিজ্ঞান কল্পকাহিনী : শাশ্বত একত্ব (Eternal Oneness)

১১ টি ছোটগল্প। চিত্রকল্পে এগিয়ে যাবে কাহিনী। প্রতি বাক্যে থাকছে রেফারেন্স। সংগ্রহে রাখা এবং উপহার দেবার মত একটি বই।

বই : ডাবল স্ট্যান্ডার্ড ১
লেখক : শামসুল আরেফিন শক্তি
প্রকাশনি : মাকাতাবাতুল আযহার
পৃষ্ঠা সংখ্যা : ১৯২ | হার্ডকভার

অর্ডার করতে কুতুবখানায়ে জামেয়ায় মেসেজ করুন।

একটুখানি হাসির ঝিলিক...
10/09/2023

একটুখানি হাসির ঝিলিক...

শায়খ আতীক উল্লাহ'র চমৎকার দু'টি বই সংগ্রহ করে ফেলুন মাত্র ২০০৳৩৮০৳ মুল্যের বই মাত্র ১৮০৳কুরিয়ার চার্জ মাত্র ২০৳স্টক সীমি...
19/08/2023

শায়খ আতীক উল্লাহ'র চমৎকার দু'টি বই সংগ্রহ করে ফেলুন মাত্র ২০০৳

৩৮০৳ মুল্যের বই মাত্র ১৮০৳
কুরিয়ার চার্জ মাত্র ২০৳

স্টক সীমিত।
এই প্যাকেজ নিতে কুতুবখানায়ে জামেয়ায় মেসেজ করুন।

কুরআনের পাখি মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি. এর নতুন বই আসছে ইনশাআল্লাহ। খুব দ্রুত প্রি-অর্ডার শুরু হবে। আমাদের সাথেই থাকুন।...
18/08/2023

কুরআনের পাখি মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি. এর নতুন বই আসছে ইনশাআল্লাহ।

খুব দ্রুত প্রি-অর্ডার শুরু হবে।
আমাদের সাথেই থাকুন।

বইয়ের ভূমিকা থেকে চুম্বকাংশ...
কবিরা কবিতা লিখেন। ভাবনাকে ছন্দের অলিন্দে বেঁধে রাখেন। কবিতা লেখার মুরোদ আমাদের নেই। তবে, কবিদের মতো ভাব-ভাবনা আমাদের মতো সাধারণের মনেও জাগে। কখনো পড়তে পড়তে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো লিখতে লিখতে, কখনো ভাবতে ভাবতে, কখনো কথা বলতে বলতে, নানা চিন্তা মাথায় ঝিলিক দিয়ে ওঠে। সেগুলোকে সবসময় কলমবন্দী করার সময় ও সুযোগ হয়ে ওঠে না। সামান্য যেটুকু ধরে রাখা সম্ভব হয়েছে, তার যৎকিঞ্চিত নমুনা এই সংকলনে স্থান পেয়েছে। আরেকটা কথাও পরিষ্কার করে দেয়া দরকার, এই চিন্তার সবগুলো আমাদের নিজস্ব নয়। দেখে, শুনে, পড়ে পাওয়া।

সংসার জীবনে স্বামীর পূর্ণতম পৌরুষের প্রতীক কী? স্ত্রীকে জিতিয়ে দেওয়া। স্ত্রীকে খুশি করা, সুখী করা—পৌরুষদীপ্ত স্বামীর প...
02/08/2023

সংসার জীবনে স্বামীর পূর্ণতম পৌরুষের প্রতীক কী? স্ত্রীকে জিতিয়ে দেওয়া।

স্ত্রীকে খুশি করা, সুখী করা—পৌরুষদীপ্ত স্বামীর পরিচায়ক।

এটা কীভাবে সম্ভব? একটু খুলে বলা যাক।
একজন মানুষ হিসেবে পৌরুষের পূর্ণতা নারীর প্রতি (বায়োলজিক্যাল) আকর্ষণ ও ভালোবাসায় নিহিত। নারীর প্রতি টান-আকর্ষণ থাকাই পৌরুষের প্রধানতম বৈশিষ্ট্য। অপাত্রে, বেজায়গায় এই আকর্ষণ প্রকাশ করা কাপুরুষের লক্ষণ। নারী বা স্ত্রীর প্রতি ভালোবাসাটা কখন পূর্ণতা পায়? পাপের সীমায় না পৌঁছা পর্যন্ত একজন স্বামী যখন তার স্ত্রীকে ছাড় দেয়, তর্কে বা মনোমালিন্যের সময় জিতিয়ে দেয়, তখনই একজন স্বামীর পৌরুষ পূর্ণতা পেয়েছে বলে ধরে নেওয়া যায়। শরিয়তের সীমায় থেকে স্ত্রীকে ছাড় দেওয়া, তার সাধারণ ছোটখাটো ভুলত্রুটি উপেক্ষা করা, হারামে না জড়িয়ে স্ত্রীর প্রতি অনুগত আর বিশ্বস্ত থাকা, স্ত্রীর প্রতি নরমকোমল আচরণই একজন পৌরুষদীপ্ত স্বামীর অন্যতম বৈশিষ্ট্য।

সুচরিতা প্রিয়তমাসু
-মুহাম্মাদ আতীক উল্লাহ
মুদ্রিত মূল্য : ২৪০৳
বিক্রয় মূল্য : ১২০৳

অর্ডার করতে কুতুবখানায়ে জামেয়ায় মেসেজ করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে। সাথে যেকোন বই অর্ডার করতে পারবেন।

সুচরিতা, প্রিয়তমাসু! জীবন জাগার গল্প: ১৮কয়েকদিনের মধ্যেই ছাপার কাজ শেষ হবে, ইন শা আল্লাহ।রাব্বে কারিম কবুল করে নিন।ব্যক্...
31/07/2023

সুচরিতা, প্রিয়তমাসু!
জীবন জাগার গল্প: ১৮
কয়েকদিনের মধ্যেই ছাপার কাজ শেষ হবে, ইন শা আল্লাহ।
রাব্বে কারিম কবুল করে নিন।

ব্যক্তিগতভাবে আপনি কোন প্রচ্ছদ পছন্দ করেন?

ছুটির দিনে আজ কে কি বই পড়ছেন?যে প্রেমপত্রে ফুঁটে উঠে পরিবার ও সমাজের সুন্দর সুন্দর ঐতিহ্য। নিজস্ব অনুভূতির বাককুশলী নান্...
14/07/2023

ছুটির দিনে আজ কে কি বই পড়ছেন?

যে প্রেমপত্রে ফুঁটে উঠে পরিবার ও সমাজের সুন্দর সুন্দর ঐতিহ্য। নিজস্ব অনুভূতির বাককুশলী নান্দনিক পরিবেশন আর মাওয়াদ্দাহ'র পূর্ণ রূপায়ন সে পত্র বুকপকেটে না শুধু হৃদয় পকেটে পরম আদরে যতনে আগলে রাখা উচিত।

দারুণ ছবিটি ধারণ করেছেন : Umme Saffana

শায়খ আতীক উল্লাহ'র বইগুলোতে ৬০% ছাড়ের আর একদিন বাকি মাত্র।আপনার অর্ডার দ্রুত কনফার্ম করুন।
07/07/2023

শায়খ আতীক উল্লাহ'র বইগুলোতে ৬০% ছাড়ের আর একদিন বাকি মাত্র।

আপনার অর্ডার দ্রুত কনফার্ম করুন।

বিবির সাথে দোস্তি করা ফরয।বিবির সাথে দোস্তি না করলে আল্লাহ নারাজ হন। আল্লাহর রাসূল (সা:) নারাজ হন। প্রায় সব নবী-রাসূল ব...
29/06/2023

বিবির সাথে দোস্তি করা ফরয।বিবির সাথে দোস্তি না করলে আল্লাহ নারাজ হন। আল্লাহর রাসূল (সা:) নারাজ হন। প্রায় সব নবী-রাসূল বিবির সাথে দোস্তি করে গেছেন। আমাদের পেয়ারা নবীজি আম্মাজানদের সাথে দোস্তির জীবন কাটিয়ে গেছেন। তাদের সাথে দোস্তের মতো হাসিগল্প করেছেন। খেলাধুলা করেছেন। বিবির সাথে দোস্তির যে মজা, অন্য কারো সাথে দোস্তিতে কি সেই মজা আছে? বিবি হলেন হালাল দোস্ত। তার সাথে সবকিছু করা হালাল। দোস্ত শব্দটা এসেছে ফার্সি থেকে। 'দো'-দুই আর 'আস্ত'-অস্তিত্ব থেকে। মানে দুটি অস্তিত্ব একসাথে হওয়াকে দোস্তি বলে । আমাকে বলুন তো দোস্তরা, বিবি ছাড়া আর কোন দোস্তির মধ্যে ‘দুই অস্তিত্ব' এক হয়?

দোস্ত জানেমান
- Atik Ullah

৬০% ছাড়ের অফারে বইটি কিনেছেন?

৬০% ছাড়ে মাত্র ৭২৳আর মাত্র কয়েক ঘন্টা বাকি।শায়খ আতীক উল্লাহ'র সবগুলো বইয়ে ৬০% ছাড়ের অফার চলতেছে। আপনি জানেন তো?
26/06/2023

৬০% ছাড়ে মাত্র ৭২৳

আর মাত্র কয়েক ঘন্টা বাকি।

শায়খ আতীক উল্লাহ'র সবগুলো বইয়ে ৬০% ছাড়ের অফার চলতেছে। আপনি জানেন তো?

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কে...
04/06/2023

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে।
সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কেউ কেউ ভেতরে সুপ্ত থাকা ভালোবাসাটা টের পায় না। বইটা পড়লে আমাদের বিশ্বাস, তারা ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।

বইটা তাফসীর নয়। তরজমা নয়। নয় কোনও গবেষণা। বইটাতে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে জীবনঘনিষ্ঠ কিছু শিক্ষা তুলে আনার চেষ্টা করা হয়েছে। সিরিজের পরবর্তী বইগুলো সম্পর্কেও একই কথা।
বইটা সংকলন করার পেছনে উদ্দেশ্য হলো, আমরা যারা সাধারন মানুষ আছি, তাদের কলবে কুরআনি মহব্বত সৃষ্টি করা। কুরআন কারীমের প্রতি আগ্রহী করে তোলা। আমাদের কাজ হল নিয়তকে খালেস করে মেহনত করে যাওয়া, ফলাফল বা সফলতা রাব্বে কারীমের হাতে।
এ-বইয়ে জটিল কোনও তত্ত্ব আনা হয়নি। দুর্লভ কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে কিছু আয়াতঘেঁষা গল্প তুলে ধরা হয়েছে। ইবরত ছেঁকে আনা হয়েছে।
রাব্বুল আ‘লামীন কুরআন কারীমকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন।

আই লাভ কুরআন
আতীক উল্লাহ
মাত্র ৩০০৳

সংগ্রহ করতে কুতুবখানায়ে জামেয়ায় নক করুন।

'আই লাভ কুরআন' বইটা পড়লে আমার বিশ্বাস, কুরআনের প্রতি আপনার ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।আর হাঁ, বইটা তাফসীর নয়। তরজমা...
28/04/2023

'আই লাভ কুরআন' বইটা পড়লে আমার বিশ্বাস, কুরআনের প্রতি আপনার ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।
আর হাঁ, বইটা তাফসীর নয়। তরজমাও নয়। বইটাতে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে জীবনঘনিষ্ঠ কিছু শিক্ষা তুলে আনার চেষ্টা করা হয়েছে।
এ বইটা আমরা যারা সাধারন মানুষ আছি, তাদের কলবে কুরআনি মহব্বত সৃষ্টি করবে। কুরআন কারীমের প্রতি আগ্রহী করে তুলবে।
এ-বইয়ে জটিল কোনও তত্ত্ব আনা হয়নি। দুর্লভ কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে কিছু আয়াতঘেঁষা গল্প তুলে ধরা হয়েছে। ইবরত ছেঁকে আনা হয়েছে।
রাব্বুল আ‘লামীন কুরআন কারীমকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন।

বই : আই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতিক উল্লাহ
মুদ্রিত মূল্য : ৬০০৳
বিক্রয় মূল্য - ৩০০৳

অর্ডার করতে কুতুবখানায়ে জামেয়ায় নক করুন।

তাকওয়া-হুযুর! তাকওয়া বিষয়টা কী?-ধরো তুমি একটা বুনো পথ ধরে হেঁটে কোথাও যাচ্ছ। পথের দুই পাশেই কাঁটা। তুমি পথ চলবে কীভাবে?-...
09/04/2023

তাকওয়া
-হুযুর! তাকওয়া বিষয়টা কী?
-ধরো তুমি একটা বুনো পথ ধরে হেঁটে কোথাও যাচ্ছ। পথের দুই পাশেই কাঁটা। তুমি পথ চলবে কীভাবে?
-আমি সতর্কতার সাথে কাঁটা থেকে গা বাঁচিয়ে পথ চলবো?
-ঠিক বলেছ। এটাই তাকওয়া। তুমিও দুনিয়াতে গুনাহ থেকে গা বাঁচিয়ে চলবে।

@মালফুজাত শাইখ আতীক উল্লাহ (হাফিজাহুল্লাহ)

সম্পর্ক,আপনি কাকে বেশি ভালোবাসেন? ভাই না বন্ধু?হাকীম : ভাইকে ভালোবাসি যদি সে বন্ধুর মতো হয়। বন্ধুকে ভালোবাসি যদি সে ভাইয়...
01/04/2023

সম্পর্ক,
আপনি কাকে বেশি ভালোবাসেন? ভাই না বন্ধু?
হাকীম : ভাইকে ভালোবাসি যদি সে বন্ধুর মতো হয়। বন্ধুকে ভালোবাসি যদি সে ভাইয়ের মত হয়।

‘যাররাতিন খাইরান’
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশন : মাকাতাবাতুল আযহার

রমাদান কারীম : মাদরাসাতুত তাকওয়াবিষয় : ইবাদাত ও আমলপৃষ্ঠা সংখ্যা : ১৪৪কভার : পেপারব্যাকমুদ্রিত মূল্য : ২৮০ টাকা৫০% ছাড় ম...
31/03/2023

রমাদান কারীম : মাদরাসাতুত তাকওয়া
বিষয় : ইবাদাত ও আমল
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
কভার : পেপারব্যাক
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
৫০% ছাড়
মূল্য : ১৪০৳

১. বইটি আপনার রমাদানকে ‘মুবারক’ করে তুলতে সহায়তা করবে ইন শা আল্লাহ।
২. কুরআন কারীমে পরপর পাঁচটি আয়াতে, রমাদান ও সিয়াম বিষয়ক হেদায়াত তুলে ধরা হয়েছে। এ বইটিতে ‘রমাদান-সিয়াম’ বিষয়ক পাঁচটি আয়াতের বিস্তারিত তাফসির-তাদাব্বুর পেশ করা হয়েছে।
উক্ত ৫ আয়াত নিয়ে, গত ১৫০০ (পনেরশ) বছর ধরে উম্মাহর বিজ্ঞ মুফাসসিরগণ যেসব তাফসীর-তাবিল পেশ করেছেন, লেখক অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে, সময়ের উপযোগী ভাষা ও বর্ণনাভঙ্গিতে সেসব কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন।
৩. এর পাশাপাশি বইটিতে কুরআন কারীম ও সহিহ হাদিসের আলোকে, দেড় শতাধিক ‘আমলে সালেহ’ বা নেকআমল পরিবেশন করা হয়েছে। এজন্য বইটি শুধু রমাদানই নয়, সবসময়ের জন্য এক অমূল্য সংগ্রহ হবে। ইন শা আল্লাহ।
৪. বিশেষ করে মুহতারাম ইমাম ও খতিবগণের খুবই উপকারে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। পাঁচওয়াক্ত নামাজের আগে ও পরে, মুসল্লিদের সামনে মাত্র ৩০ সেকেন্ডে, সহিহ হাদিস থেকে একটি করে ‘আমলে সালেহ’ উপস্থাপন করার ক্ষেত্রে বইটি দারুণ এক সঙ্গী হবে ইনশাআল্লাহ।
৫. খতম তারাবীহ পড়ানো সম্মানিত হাফেজ সাহেবানের জন্যও বইটি ভীষণ উপকারী হবে। ইন শা আল্লাহ। তারাও চাইলে তারাবীর আগে বা পরে সমবেত মুসল্লিদের সামনে সহিহ হাদিস থেকে একটি আমলে সালেহ পেশ করতে পারবেন। ইন শা আল্লাহ।
৬. সর্বোপরি রমাদান ও সিয়াম সম্পর্কে রাব্বে কারীম আমাকে কী বলেছেন, সেটা জানতে হলেও, বইটি হতে পারে আপনার রমাদানসঙ্গী। কুরআনসঙ্গী।

শর্ট পিডিএফ লিংক কমেন্টে

আরো বিস্তারিত জানতে কুতুবখানায়ে জামেয়ায় ইনবক্স করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে।

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কে...
25/03/2023

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কেউ কেউ ভেতরে সুপ্ত থাকা ভালোবাসাটা টের পায় না। বইটা পড়লে আমাদের বিশ্বাস, তারা ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।
আর হাঁ, বইটা তাফসীর নয়। তরজমা নয়। নয় কোনও গবেষণা। বইটাতে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে জীবনঘনিষ্ঠ কিছু শিক্ষা তুলে আনার চেষ্টা করা হয়েছে। সিরিজের পরবর্তী বইগুলো সম্পর্কেও একই কথা।
বইটা সংকলন করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যারা সাধারন মানুষ আছি, তাদের কলবে কুরআনি মহব্বত সৃষ্টি করা। কুরঅান কারীমের প্রতি আগ্রহী করে তোলা। আমাদের কাজ হল নিয়তকে খালেস করে মেহনত করে যাওয়া, ফলাফল বা সফলতা রাব্বে কারীমের হাতে।
এ-বইয়ে জটিল কোনও তত্ত্ব আনা হয়নি। দুর্লভ কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে কিছু আয়াতঘেঁষা গল্প তুলে ধরা হয়েছে। ইবরত ছেঁকে আনা হয়েছে।
রাব্বুল আ‘লামীন কুরআন কারীমকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন।
বই : আই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : ইসলামী সাহিত্য, কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : ৪০০, কভার : হার্ড কভার
মুদ্রিতমূল্য: ৬০০/-
আমাদের কাছে পাচ্ছেন শুধু রমাদানের জন্য ৩০০/- টাকায়।

দ্বীনের পথে আসার পর থেকে একটা ব্যাপার খুব উপলব্ধি করতে পেরেছি আর তা হলো, ব্যক্তির জীবনে যখন সে আল্লাহ তা'আলার প্রতি অনুগ...
15/03/2023

দ্বীনের পথে আসার পর থেকে একটা ব্যাপার খুব উপলব্ধি করতে পেরেছি আর তা হলো, ব্যক্তির জীবনে যখন সে আল্লাহ তা'আলার প্রতি অনুগত থাকে, ইবাদত বন্দেগীতে দিনগুজরান করে তখন তার মাঝে এক ধরণের ঈমানী জজবা মনের মাঝে উজ্জীবিত হয়। সমস্ত হতাশা আর ক্লেশ দূরীভূত হয়ে যায়। ভালো ভালো কাজ করার ইচ্ছে মনের মাঝে উঁকি মারে। আল্লাহ তা'আলার সমস্ত নিয়ামতই সুকূন অনুভব করা যায়। হাজার কষ্টেও কোনো অভিযোগ থাকে না।

আর যখনই ব্যক্তি অশ্লীল কিছু শোনে, হারাম কিছু দেখে, অলসতাকে আপন করে তখনি সেই ব্যক্তির মনের মাঝে শয়তান জায়গা করে নেয়। নেমে আসে হতাশা, দুঃখ, ক্লান্ত যাবতীয় খারাপ লাগা। ঠিক সেই সময়ে কিছু বই ব্যক্তির মনের মাঝে টনিকের মতো কাজ করে। স্থির মনে পড়তে বসলে বুঝা যায় ব্যক্তির আত্মা তার খোরাক পেয়ে কতটা আনন্দ অনুভব করে।

তেমনি একটি বই, আই লাভ কুরআন’।

বইটা পড়তে বসলে মনে হবে বই আপনার সাথে কথা বলছে। আপনাকে প্রশ্ন করছে। প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে। উত্তর দিতে না পারলে আলতোভাবে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করবে আপনার মাঝে। লেখক এতো সুন্দর আর সাবলীল ভাবে কুরআনকে কেন ভালোবাসবো, কীভাবে ভালোবাসবো তার কথা ব্যক্ত করেছেন যা আপনার হৃদয়ের মাঝে কুরআনের প্রতি সুপ্ত ভালোবাসাকে নিমিষেই জাগ্রত করে দিবে, ইনশাআল্লাহ।

আল্লাহ সুবহানুতা'আলা লেখককে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযাহ দান করুন, আমিন।

বই: আই লাভ কুরআন
লেখক: মুহাম্মাদ আতিক উল্লাহ
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না
পৃষ্ঠাসংখ্যা: ৪০০
মুদ্রিত মূল্য: ৬০০৳

অর্ডার করতে কুতুবখানায়ে জামেয়ায় নক করুন।

বইটির ছত্রে ছত্রে বিম্বিত হয়েছে, গ্রাম-বাংলার শাপলা-শালুকছোঁয়া কোমলমেদুর আখ্যানের বিশ্বের প্রান্তে কুলকুল করে বয়ে চলা জী...
09/03/2023

বইটির ছত্রে ছত্রে বিম্বিত হয়েছে, গ্রাম-বাংলার শাপলা-শালুকছোঁয়া কোমলমেদুর আখ্যানের বিশ্বের প্রান্তে কুলকুল করে বয়ে চলা জীবনের নানামুখী সৌন্দর্য। এই উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে দাওয়াহ, সেবা, উম্মাহচিন্তা, চরম প্রতিকূল পরিবেশে উম্মাহর সুরক্ষা, রাজনীতি, শিক্ষকতা, দাম্পত্য ইত্যাদি। বইটি হতে পারে আপনার পাঠডানার অপূর্ব এক পালক।
বই : দোস্ত, জানেমান
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কে...
08/03/2023

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কেউ কেউ ভেতরে সুপ্ত থাকা ভালোবাসাটা টের পায় না। বইটা পড়লে আমাদের বিশ্বাস, তারা ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।
আর হাঁ, বইটা তাফসীর নয়। তরজমা নয়। নয় কোনও গবেষণা। বইটাতে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে জীবনঘনিষ্ঠ কিছু শিক্ষা তুলে আনার চেষ্টা করা হয়েছে। সিরিজের পরবর্তী বইগুলো সম্পর্কেও একই কথা।
বইটা সংকলন করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যারা সাধারন মানুষ আছি, তাদের কলবে কুরআনি মহব্বত সৃষ্টি করা। কুরঅান কারীমের প্রতি আগ্রহী করে তোলা। আমাদের কাজ হল নিয়তকে খালেস করে মেহনত করে যাওয়া, ফলাফল বা সফলতা রাব্বে কারীমের হাতে।
এ-বইয়ে জটিল কোনও তত্ত্ব আনা হয়নি। দুর্লভ কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে কিছু আয়াতঘেঁষা গল্প তুলে ধরা হয়েছে। ইবরত ছেঁকে আনা হয়েছে।
রাব্বুল আ‘লামীন কুরআন কারীমকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন।
বই : আই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : ইসলামী সাহিত্য, কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : ৪০০, কভার : হার্ড কভার
মুদ্রিত মূল্য : ৬০০৳
বিক্রয় মূল্য : ৩০০৳ (৫০% ছাড়ে)

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে।

স্বামী ও সংসারই একজন নারীর প্রকৃত "ইশকুল অব লাভ"। ভালোবাসার ইশকুল। প্রাণের ইশকুল। জীবনের ইশকুল। স্বামী সংসার ছাড়া অন্য ক...
06/03/2023

স্বামী ও সংসারই একজন নারীর প্রকৃত "ইশকুল অব লাভ"। ভালোবাসার ইশকুল। প্রাণের ইশকুল। জীবনের ইশকুল। স্বামী সংসার ছাড়া অন্য কিছু নারীকে যথাযথ নিরাপত্তা দিতে পারে না। সুখ দিতে পারে না। স্বস্তি দিতে পারে না। আরাম দিতে পারে না।

“ইশকুল অব লাভ”
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ

বইটি পেতে অথবা বইটি সম্পর্কে বিস্তারিত জানতে কুতুবখানায়ে জামেয়ায় নক করুন।

অনেক দিন পর।দারুণ একটি ছবি নিয়ে।
27/02/2023

অনেক দিন পর।
দারুণ একটি ছবি নিয়ে।

আল্লাহ নারীকে পুরুষের চেয়ে বাড়তি একটা গুণ দিয়েছেন- ব্যথা কাঁধে তুলে নেয়া ও সহ্য করার ক্ষমতা। -মালফুজাতে শাইখ আতীক উল্লাহ...
14/02/2023

আল্লাহ নারীকে পুরুষের চেয়ে বাড়তি একটা গুণ দিয়েছেন- ব্যথা কাঁধে তুলে নেয়া ও সহ্য করার ক্ষমতা।
-মালফুজাতে শাইখ আতীক উল্লাহ ( হাফিযাহুল্লাহ)

(দ্বিখণ্ডিত ভালোবাসা)
প্রকাশিতব্য উপন্যাস

এতিমাসাধারণত ঝগড়া লাগে না। মানুষটা খুবই নিরীহ। চুপচাপ থাকে। তারপরও কখনো উত্তপ্ত বাক্যবিনিময় হলে, রাগ থামার পর প্রতিবারই ...
12/02/2023

এতিমা

সাধারণত ঝগড়া লাগে না। মানুষটা খুবই নিরীহ। চুপচাপ থাকে। তারপরও কখনো উত্তপ্ত বাক্যবিনিময় হলে, রাগ থামার পর প্রতিবারই স্বামী বলেন, জামাকাপড় ব্যাগ ‍গুছিয়ে নাও। স্ত্রী বিনাবাক্যব্যয়ে প্রস্তুতি নিয়ে নেয়। প্রথমবার ঝগড়ার পর স্বামী যখন বলল: সবকিছু গুছিয়ে নাও, স্ত্রী ভীষণ কেঁপে উঠেছিল। মানুষটা তাকে কোথায় রেখে আসবেন? এখন আর ভয় পায় না।
স্ত্রীকে নিয়ে স্বামী শহরের শেষপ্রান্তে নদীর তীরে নিরিবিলি এক রেস্তোরাঁয় নিয়ে যান। সামর্থের সবটুকু দিয়ে স্ত্রীকে হোটেলের সবচেয়ে ভলো খাবার দিয়ে আপ্যায়িত করেন। স্ত্রী কখনো এ-বিষয়ে কিছু জানতে চাননি। স্বামীর বোন কৌতুহলী হয়ে ভাইয়ের কাছে জানতে চাইল। কারণটা কী?
ভাই বললেন,
-মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলে, মায়ের কাছে গিয়ে মনের কষ্ট প্রকাশ করে। অভিমান করে বাপের বাড়ি যায়। কয়েকদিন থেকে মনটা হালকা করে আসে। তোর ভাবির যে কেউ নেই। পুরোপুরি এতিম। এমনকি বাপের বাড়িও নেই। সারাজীবন ভাড়াবাড়িতে থেকে এসেছে। মা-বাবাও বেঁচে নেই। কার কাছে যাবে? তাই ঝগড়ার পর বাহির থেকে ঘুরিয়ে আনি। নদীর পাড়ে কিছুক্ষণ তাকে একাকি সময় কাটানোর সুযোগ করে দিই। খোলা আকাশের নিচে, নদীর তীরে দাঁড়ালে হয়তো মনের ভার কিছুটা হলেও হালকা হবে। বাপের বাড়িতে ঘুরিয়ে তো আর আনতে পারব না। অন্তত একটা বেলা মুক্তির স্বাদ পাইয়ে দেয়ার চেষ্টা তো করতে পারি, তুই কি বলিস?

মালফুজাতে শাইখ আতীক উল্লাহ ( হাফিযাহুল্লাহ)

৬০-৬৫% মূল্যছাড় আসছে মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.-এর বইসহ মাকতাবাতুল আযহারের বেস্টসেলার বেশকিছু বইয়ের ওপর।দুঃখের বিষয় হচ্...
07/02/2023

৬০-৬৫% মূল্যছাড় আসছে মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.-এর বইসহ মাকতাবাতুল আযহারের বেস্টসেলার বেশকিছু বইয়ের ওপর।

দুঃখের বিষয় হচ্ছে সেটা অফলাইনে। দু-একদিন পরে মাকতাবাতুল আযহারের প্রধান শাখা আদর্শনগর মধ্যবাড্ডায় ১০ দিনব্যাপী মেলা আয়োজিত হবে সেখানে। ঢাকার বন্ধুগণ এ সুযোগ মোটেও মিস করবেন না বলে বিশ্বাস আমাদের।

মেলাতে স্টক থাকা সাপেক্ষে, যে বইগুলোর ওপর ৬০-৬৫% ছাড় থাকবে
• খুতবাতে জুলফিকার
• আই লাভ কুরআন
• আই লাভ ইউ
• ইশকুল অফ লাভ
• সেপালকার ইন লাভ
• খুলুকিন আযিম
• সিরাত দাওয়াহ

প্রচ্ছদ/বুক মার্কের ফিতা/সামান্য দাগ সংক্রান্ত ক্রুটি আছে বইগুলোয়। যা আপনি সরাসরি দেখে সংগ্রহ করবেন। ক্রুটিগুলো এতটাই সামান্য যে তা অনেক সময় চোখে নাও পড়তে পারে।

বিস্তারিত জানতে কুতুবখানায়ে জামেয়ায় নক করুন।

দারুণ ছবিটি তুলেছেন  Mahbuba
05/02/2023

দারুণ ছবিটি তুলেছেন Mahbuba

ঢাউস সাইজের মুহতারাম আতীক উল্লাহ সাহবের এই চারটি বই কারা কারা আস্ত গিলে ফেলেছেন অলরেডি?স্বাভাবিক জরিপ অনুযায়ী সাধারণত বড়...
01/02/2023

ঢাউস সাইজের মুহতারাম আতীক উল্লাহ সাহবের এই চারটি বই কারা কারা আস্ত গিলে ফেলেছেন অলরেডি?

স্বাভাবিক জরিপ অনুযায়ী সাধারণত বড় বই কিনে কেউ পুরোটা পড়েনা, কিন্তু শাইখের বইগুলো কি আদৌ সাইজের কারণে অপঠিত রয়ে যায়?

আমাদের জানার খুব আগ্রহ।
মেহেরবানি করে সম্মানিত পাঠক/পাঠিকা মহোদয়গণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে আমাদেরকে জানতে সহযোগিতা করবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shuddhi শুদ্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuddhi শুদ্ধি:

Videos

Share

Category



You may also like