দারুল ইলম

দারুল ইলম ইলমের প্রচারে, ইলমের সন্ধানে..
(2)

একুশে বইমেলা : ২০২৫স্টল নম্বর : ৭৮১
02/02/2025

একুশে বইমেলা : ২০২৫
স্টল নম্বর : ৭৮১

02/02/2025
পশ্চিমা গোলামি এবং তাদের দাসদের সকল ষড়যন্ত্র রুখে দেন। আপনার আশপাশে আয়োজিত এবং সুযোগ থাকা লাম্পট্য স্থানীয় লোকবল ও যুবকদ...
01/02/2025

পশ্চিমা গোলামি এবং তাদের দাসদের সকল ষড়যন্ত্র রুখে দেন। আপনার আশপাশে আয়োজিত এবং সুযোগ থাকা লাম্পট্য স্থানীয় লোকবল ও যুবকদের নিয়ে প্রতিরোধ করেন।

শ্বেত-সন্ত্রাসের কালচারিক ওয়্যার আমাদের নস্যাৎ করে দিতেই হবে।
আল কুরআনের দারস এর উদ্যোগে প্রকাশিত লিফট এবং মুওয়াহহাদা প্রকাশিত লিফলেট ছড়িয়ে দেন।

১ মাস ধারাবাহিক দাওয়াত।।দারুল ইলম।। ৭৮১স্পেশাল থ্যাংকস টু সাব্বির আহমাদ ফয়সালসঙ্গে নোমান আব্দুল্লাহ।ক্যালিওগ্রাফি [চলমান...
31/01/2025

১ মাস ধারাবাহিক দাওয়াত।।দারুল ইলম।। ৭৮১
স্পেশাল থ্যাংকস টু সাব্বির আহমাদ ফয়সাল
সঙ্গে নোমান আব্দুল্লাহ।
ক্যালিওগ্রাফি [চলমান] : হুযাইফা মাহমুদ+জসীমউদ্দিন।

31/01/2025

সূরা কাহাফ, দুআ, বেশি বেশি দরুদ..

30/01/2025

বাংলা সাহিত্যের হারানো মানিক⸻আবদুল আযীয আল আমান।
-মাওলানা ‍মুহাম্মাদ যাইনুল আবিদীন
‘আমি আবদুল আযীয আল আমানের ভক্ত পাঠক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বাংলাভাষায় অনেকেই লিখেছেন, কিন্তু ভালোবাসার যে জায়গা, এই জায়গাটাতে এসে আবদুল আযীয আল আমান যে ভালোবাসা নিয়ে লিখেছেন, তা সম্ভবত অনন্য।’
কাবার পথে বইটি অর্ডার করুন আপনার পরিচিত অনলাইন শপে।
বই : কাবার পথে (দুই খণ্ড)
রচনা: আবদুল আযীয আল আমান
প্রকাশনা : দারুল ইলম
মুদ্রিত মূল্য : 2500৳ (দুই খণ্ড একত্রে)
পৃষ্ঠাসংখ্যা : 1456
উন্নত হার্ডকভার, প্রিমিয়াম কাগজ ও জ্যাকেট
রকমারি ডট কমে অর্ডার করতে : https://www.rokomari.com/book/435873/kabar-pothe-1-2
ওয়াফিলাইফে অর্ডার করতে : https://www.wafilife.com/kabar-pothe-2-part/dp/1149102

‘ভাতিজা, সাইয়িদা খাদিজা বিনতু খুয়াইলিদের মালামাল নিয়ে ব্যবসার জন্য বের হও। হয়তো আল্লাহ এই ব্যবসার মাধ্যমে তোমার জীবনে...
28/01/2025

‘ভাতিজা, সাইয়িদা খাদিজা বিনতু খুয়াইলিদের মালামাল নিয়ে ব্যবসার জন্য বের হও। হয়তো আল্লাহ এই ব্যবসার মাধ্যমে তোমার জীবনের নতুন দরজা খুলে দেবেন। সাথে তোমার জন্য বরকতের পথও তৈরি করে দেবেন।’

চাচার এই পরামর্শ মেনে নিয়েছিলেন নবীজি সা. নিজের জীবনে। ফলে একে একে তার জীবনে যুক্ত হয়েছিল চার চারটি সুরভিত ফুলের সৌরভ। সেই ফুলগুলো নিয়েই আব্দুল্লাহ আমিরের এবারের অসাধারণ উপস্থাপনা : প্রিয় নবীর প্রিয় মেয়ে - ১,২,৩ ও ৪

রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে লেখা বইটির শেষ অংশ পড়ে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ভাই যেন আমারই মনের কথা লি...
27/01/2025

রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে লেখা বইটির শেষ অংশ পড়ে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ভাই যেন আমারই মনের কথা লিখেছেন। সিরাতের ঘটনাগুলো মূলত আমাদের অন্তর নরম করে তোলে। সেই নরম হয়ে ওঠা মন, আর কল্পনায় ভেসে ওঠে যদি কোনো মৃত্যুর দৃশ্য, তা আমাদের আলোড়িত করে প্রচণ্ড রকম। সবার সাথে এমনটা না হলেও অন্তত অনেকেরই সাথে ঘটে এমন ঘটনা।

নবীজির চারজন মেয়েকে নিয়ে বাংলাভাষায় মৌলিক রচনার একটা শূন্যতা ছিল। আছে এখনো। একটু হলেও সেই শূন্যতা পূরণ করতে যাচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের এই চারটি বই। এই কাজের পেছনে আমাকে কী পরিমাণ ঘ্যানর ঘ্যানর করতে হয়েছে লোকটির পেছনে, যদি তিনি তা অস্বীকার করেন, আমি বিচার দেব আল্লাহর কাছে।

বইগুলো আমাদের ঘর আলোকিত করুক।
@জাবির মুহাম্মদ হাবীব

একুশে বইমেলায় আমাদের বেশ কিছু ভালো কাজ নিয়ে আসার চেষ্টা আছে। সেই চেষ্টারই অংশ এই চারটি বই। ‘ভালো তরুণ লেখক‘ খ্যাত আব্দুল...
26/01/2025

একুশে বইমেলায় আমাদের বেশ কিছু ভালো কাজ নিয়ে আসার চেষ্টা আছে। সেই চেষ্টারই অংশ এই চারটি বই। ‘ভালো তরুণ লেখক‘ খ্যাত আব্দুল্লাহ আমির অবশেষে লিখে ফেলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চার মেয়েকে (রাদিয়াল্লাহু আনহুন্না) নিয়ে চারটি অসাধারণ বই।

আমরা তিন-চার দিন আগে একটা পোস্টে আপনাদের অনুমান যাচাইয়ের কথা বলেছিলাম। মাত্র একজনের উত্তর মিলে গেছে আমাদের কন্টেন্টের সাথে। তাই তিনি অবশ্যই গিফট পেতে যাচ্ছেন বইগুলো।

আর হ্যাঁ, এই পোস্টেও মেনশন ও শেয়ার করে অংশ নিতে পারেন। অংশগ্রহণ ভালো হলে আরও একজনকে বেছে নিতে পারি আমরা গিফটের জন্য। তাহলে শুরু করা যাক, কী বলেন!

অবশেষে স্টলের কাজটা শুরু করা গেল।..পরিকল্পনা ও নির্মাণকারী : সাব্বির আহমাদ ফয়সাল। আমরা থাকছি : ৭৮১ নম্বর স্টলেদারুল ইলম,...
26/01/2025

অবশেষে স্টলের কাজটা শুরু করা গেল।..
পরিকল্পনা ও নির্মাণকারী : সাব্বির আহমাদ ফয়সাল।

আমরা থাকছি : ৭৮১ নম্বর স্টলে
দারুল ইলম, পুনরায়, বার্তাপ্রকাশ

Address

দারুল ইলম, ১৫ নং দোকান, (৩য় তলা) কওমি মার্কেট, 65/1, প্যারীদাশ রোড, বাংলাবাজার, ঢাকা/Dhaka, Dhaka Division
Dhaka
1100

Telephone

+8801552902325

Website

http://youtube.com/@darulilmpublication

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল ইলম:

Videos

Share

Category