দারুল ইলম

দারুল ইলম ইলমের প্রচারে, ইলমের সন্ধানে..
(6)

আবদুল আযীয আল আমানের বইগুলো নিয়ে আমরা কাজ করছি অনেক দিন হলো। কাজগুলো দ্রুতই হয়তো আসবে, আশা করছি। আর একই সাথে এই সংবাদ আশ...
19/12/2023

আবদুল আযীয আল আমানের বইগুলো নিয়ে আমরা কাজ করছি অনেক দিন হলো। কাজগুলো দ্রুতই হয়তো আসবে, আশা করছি। আর একই সাথে এই সংবাদ আশা করছি আপনাদের আনন্দিতও করবে, ইন শা আল্লাহ।

আবদুল আযীয আল আমানের কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে হরফ থেকে। বাংলাদেশেও বইটি প্রকাশিত হবে, ইন শা আল্লাহ। তবে, আমি ভাবছি, নবীজিকে নিয়ে লেখা তার কবিতার বই ‘ধবল জোছনার সম্রাট’ আলাদা করেও ছাপব। এবং এই বইটা আগে আনব। আশা করছি, এটা আপনাদের জন্য অনেক অসাধারণ একটা উপহার হবে।

আল্লাহই তাউফিকদাতা।

অনেকে হয়তো জানেন না, দেওবন্দিয়াত বইটি প্রকাশ করেছে দারুল ইলম। বইটি অনেক মাদরাসার ছাত্রদের জন্য নেওয়া হয়ে গেছে অনেক উসতাজ...
19/12/2023

অনেকে হয়তো জানেন না, দেওবন্দিয়াত বইটি প্রকাশ করেছে দারুল ইলম। বইটি অনেক মাদরাসার ছাত্রদের জন্য নেওয়া হয়ে গেছে অনেক উসতাজের। এই বইটি খুবই ছোটো হলেও কওমি মাদরাসা সংক্রান্ত ছাত্র-শিক্ষক যারা আছেন, তাদের খুবই কাজের আসবে বলে বিশ্বাস করি আমরা। আপনাদের পর্যবেক্ষণও আমরা জানতে চাই।

18/12/2023
ইহুদি-মস্তিষ্কে কী চলে—তা বোঝার জন্য ইতিহাসে ইহুদিদের প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ঘটনাবলি একেবারে ...
17/12/2023

ইহুদি-মস্তিষ্কে কী চলে—তা বোঝার জন্য ইতিহাসে ইহুদিদের প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ঘটনাবলি একেবারে শুরু থেকে আমাদের সংক্ষিপ্ত করে হলেও জানতে হবে। এর মধ্যে খ্রিস্টবাদের সাথে ইহুদিদের শত্রুতার কিছু ঝলকও ইতিহাসে পাওয়া যাবে; মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষের কারণগুলো বুঝে আসবে। পাশাপাশি আধুনিক ইতিহাসে ইউরোপের বিভিন্ন দেশে জন্ম নেওয়া বিভিন্ন আন্দোলনের ইতিবাচক ও নেতিবাচক সম্পর্কও স্পষ্ট হবে।

বই: জায়োনিস্ট প্রোটোকলস
লেখক : ভিক্টর ই. মার্সডেন
অনুবাদ : মুহাম্মাদ মুহিউদ্দীন মাযহারী
প্রকাশক: দারুল ইলম

15/12/2023

জুমাবার—
সূরা কাহাফ, দরুদ ও দুআ।

যিনি চান—দাম্পত্যজীবন তার হয়ে উঠুক পরিতৃপ্ত ও প্রশান্ত; দুনিয়ার বুকে গড়ে উঠুক জান্নাতের একটি বাগান। তার ঘরটি শুধু চার দে...
14/12/2023

যিনি চান—দাম্পত্যজীবন তার হয়ে উঠুক পরিতৃপ্ত ও প্রশান্ত; দুনিয়ার বুকে গড়ে উঠুক জান্নাতের একটি বাগান।
তার ঘরটি শুধু চার দেওয়ালের ঘর না হয়ে, সত্যিকার অর্থে হয়ে উঠুক শান্তির আবাস।
দাম্পত্য ও পারিবারিক অসংখ্য ঝুট ঝামেলা, অপ্রীতিকর পরিস্থিতি সহজে সমাধান হয়ে হয়ে যাক; সুপথ পেয়ে যাক কুরআন-সুন্নাহর আলোক-স্পর্শে।
"স্বপ্নসুখের দাম্পত্য" এই বইটি মূলত তারই জন্য..

ঘোর অমানিশা আর জাহালাতের অন্ধকারে ছেয়ে আছে পুরো জনপদ। মানবিক মূল্যবোধ হারিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে সভ্যতা। এই ...
14/12/2023

ঘোর অমানিশা আর জাহালাতের অন্ধকারে ছেয়ে আছে পুরো জনপদ। মানবিক মূল্যবোধ হারিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে সভ্যতা। এই সময়ে বড়ো দরকার একজন মহামানবের; খাদের কিনারা থেকে যিনি টেনে তুলবেন পুরো পৃথিবীকে।
ঠিক সেই প্রয়োজনের সময়ই আলোর মশাল হাতে তিনি ধরায় এলেন পথের দিশা দিতে। তাঁর আগমনে সুরভিত হয়ে উঠল মরুর বাগান। পুরো পৃথিবী তাঁর আগমনে হেসে উঠল সজীব হাসি। তাঁরই মহানুভবতা, স্নেহপরায়ণতা আর ভালোবাসার অসংখ্য নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়—আমাদের প্রাণের নবী—আমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এই বইয়ে স্থান পেয়েছে প্রিয়নবীর সুরভিত জীবনের কম আলোচিত মুক্তাসদৃশ নির্বাচিত ঘটনার গল্প-বিবরণ। আশা করি, 'সিরাতের সৌরভ' আপনাকে এক অসামান্য সৌরভের সাথে পরিচিত হওয়ার সুযোগ এনে দেবে। নবীজির চরিত্রবিভা আর মানস-মাধুর্য আলোকিত করে তুলবে আপনার হৃদয়সত্তা। আপনার সিরাতপাঠ আলোকময় হোক...

বই : সিরাতের সৌরভ
লেখক : আরাফাত শাহীন
বিষয় : নবি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনী
প্রকাশক : দারুল ইলম

কুরআন পাঠের অন্যতম উদ্দেশ্য—মুসলিম ব্যক্তি কুরআনে কারিমে মনোনিবেশ করবে। তার জন্য কী কী করা উচিত—তা কুরআন কারিম থেকে খুঁজ...
13/12/2023

কুরআন পাঠের অন্যতম উদ্দেশ্য—মুসলিম ব্যক্তি কুরআনে কারিমে মনোনিবেশ করবে। তার জন্য কী কী করা উচিত—তা কুরআন কারিম থেকে খুঁজে বের করবে (যেমনটা করতেন সাহাবায়ে কিরাম)। আজ আমরা আমাদের যাপিত জীবনে নানাবিধ যেসব সমস্যায় জর্জরিত ও নিষ্পেষিত, এ থেকে উত্তোরণ পেতে আমাদের দায়িত্ব হলো-সেসব ব্যাপারে কুরআন কারিমের নির্দেশনা ও সমাধান কী, তা খুঁটে খুঁটে বের করা।

বই : ম্যাসেজ অব কুরআন
লেখক : সালিহ আহমদ আশ শামি
অনুবাদ : উবায়দুল্লাহ তাসনিম
প্রকাশক: দারুল ইলম

 # আপনি কেন ধনী হতে পারছেন না? আপনার টাকা কেন কমে যাচ্ছে? আপনি কি চিন্তিত? আমরাও চিন্তিত। তবে শুধু চিন্তিত হয়ে বসে নেই। ...
13/12/2023

# আপনি কেন ধনী হতে পারছেন না? আপনার টাকা কেন কমে যাচ্ছে? আপনি কি চিন্তিত? আমরাও চিন্তিত। তবে শুধু চিন্তিত হয়ে বসে নেই। আমরা বেরোনোর পথ খুঁজছি। আর সেই পথ খোঁজার জন্যই আমার এবং আপনার জন্য এনেছি দ্য মানি মাস্টার্স বইটি। আমাদের আর্থিক সমস্যা থেকে মুক্তির পথ দেখাবে বইটি।

# ইসলামের নানামুখি ‘প্রশ্নবিদ্ধ’ (!) আচরণের ব্যাপারে মুসলিম হিসেবে আপনি অবশ্যই খুব চিন্তিত থাকেন, তাই না? আসলে এর পেছনে কলকাঠি কারা নাড়ছে, সেটা না জানা থাকার কারণেই এটা হচ্ছে। র‍্যান্ড কর্পোরেশনের নাম নাও শুনতে পারেন। তবে, জেনে রাখতে পারেন, ইসলামের বিরুদ্ধে পশ্চিম বা য়ুরোপ-আমেরিকার যত চক্রান্ত, তার পেছনের মাথা হিসেবে কাজ করে র‍্যান্ড কর্পোরেশন। এই বইটি তারই অকাট্য দলিল।

# ইন্টারফেইথ হলো র‍্যান্ডের একটা প্রকল্প মাত্র। কিন্তু এটার সফলতা অনেক বেশি। ইসলামকে আক্রমণাত্মক ধর্ম বলে তারা অন্য ধর্মের লোকেদের সাথে ইসলামকে নরম হতে বলতে চায়। আর সেই চাওয়া থেকেই তারা ফন্দি এঁটেছে ইন্টারফেইথ নামের একটি ধোঁকাসমাচারের। ইন্টারফেইথ বইটি আপনাকে ঈমান আমল বাঁচানো এবং ধোঁকা থেকে পরিত্রাণের পথ দেখাতে চাইছে।

দ্য মানি মাস্টার্স, র‍্যান্ড কর্পোরেশন ও ইন্টারফেইথ বই তিনটিকে একত্রে আমরা নাম দিয়েছি 'জাগরন প্যাকেজ'

আমাদের প্রকাশিত জাগরন প্যাকেজটির মুদ্রিত মূল্য ৬৬০৳ টাকা হলেও অর্ডার করলেই বই তিনটি পেয়ে যাবেন মাত্র ৩৫০ টাকায়!

গিবতের ক্ষতিএই যুগের প্রথম সমস্যা, একে তো এখন আর ভালো কথা বলাই অনেক কমে গেছে; অল্পস্বল্প যা-ও-বা বলা হয়, সেগুলো গিবতের প...
13/12/2023

গিবতের ক্ষতি

এই যুগের প্রথম সমস্যা, একে তো এখন আর ভালো কথা বলাই অনেক কমে গেছে; অল্পস্বল্প যা-ও-বা বলা হয়, সেগুলো গিবতের পিছে পড়ে শেষ হয়ে যায়। নিজের আমলের সাওয়াব অন্যকে দিয়ে দিতে হয়। কারণ, এটা তো জানা কথা, যে আজ আমরা যার গিবত করছি, কাল হাশরের দিন সে এর দায় ও বদলা হিসেবে আমাদের নেকিগুলো নিয়ে যাবে এবং আমরা রিক্তহস্ত হয়ে যাব।
এজন্য বোনদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা সবসময় চেষ্টা এবং দুআ করব, আল্লাহ যেন যে-কোনো মূল্যে আমাদেরকে গিবত থেকে বাঁচান। এমন বরবাদি ও ধ্বংসাত্মক পরিণতি থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। আমিন।

বই : বোনদের প্রতি নসিহত
লেখক : সাইয়িদা আমাতুলাহ তাসনিম রহ.
অনুবাদক : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম

পশ্চিমা দৃষ্টিভঙ্গির আন্তঃধর্মীয় সংলাপে বসা মুসলিম যতই বলুক সেখানে বসার দ্বারা উদ্দেশ্য দ্বীনের প্রচার, সেটা হয় তার ভুল ...
12/12/2023

পশ্চিমা দৃষ্টিভঙ্গির আন্তঃধর্মীয় সংলাপে বসা মুসলিম যতই বলুক সেখানে বসার দ্বারা উদ্দেশ্য দ্বীনের প্রচার, সেটা হয় তার ভুল ধারণা নাহয় সে ইচ্ছাকৃতভাবে আসল সত্য এড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কারণ, পশ্চিমা আন্তঃধর্মের অনুষ্ঠানে সে যে ইসলাম প্রচার করতে পারবে তা কখনোই ইসলামের আসল রূপ হবে না। বরং আন্তঃধর্মের সঙ্গে সাদৃশ্য রাখে। এমন কাটছাঁট করা একটি ধর্মই সেখানে পেশ করা যাবে।

বই : ইন্টারফেইথ
লেখক : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : আন্তঃধর্মীয় সংলাপ
মুদ্রিত মূল্য : ২২০/-
পৃষ্ঠা : ১১২

12/12/2023

কে কী বই পড়ছেন, বইয়ের নাম বলে যান😍

কোন দিকে ছুটব?না, খুব বেশি অস্থির হওয়া যাবে না। বিপদের মুহূর্তে মাথাও গরম করা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ধীর...
12/12/2023

কোন দিকে ছুটব?

না, খুব বেশি অস্থির হওয়া যাবে না। বিপদের মুহূর্তে মাথাও গরম করা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ধীরস্থির হয়ে আমাদের কর্মপন্থা নির্দিষ্ট করতে হবে। অবশ্য আশার কথা হলো—এর জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। কোন দিকে ছুটতে হবে, সেটা ভেবে আমাদের পেরেশানও হতে হবে না। কোন দিকে ছুটলে আমাদের কল্যাণ হবে, আমার ও আপনার প্রাণের মালিক, আমার আপনার সত্তা ও সমগ্র পৃথিবীর মালিক মহান আল্লাহ তাআলা তা নিজেই সেই পথের কথা বলে দিয়েছেন। কুরআন কারিমে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ এসেছে-
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ
لِلْمُتَّقِينَ.
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাওযার সীমানা হচ্ছে আসমান ও জমিন; যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য।

বই : দ্বীনপালনে অন্তরায়
মূল : মুফতি রশিদ আহমাদ লুধিয়ানবি রাহিমাহুল্লাহ
অনুবাদ : মুসা আমান
প্রকাশনায় : দারুল ইলম

আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের ভালোবাসি, তবে তাদের কারও ভালোবাসায় বাড়াবাড়ি করি না এবং তাদে...
11/12/2023

আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের ভালোবাসি, তবে তাদের কারও ভালোবাসায় বাড়াবাড়ি করি না এবং তাদের কারও থেকে সম্পর্কমুক্তি ঘোষণা করি না। তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে অথবা তাদেরকে অসম্মানজনকভাবে স্মরণ করে, আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। আমরা তাদের শুধু উত্তম গুণেই স্মরণ করি। তাদের প্রতি মহব্বত রাখা দ্বীন, ঈমান ও ইহসান। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফুরি, নেফাক ও সীমালংঘন।

নাম : আল আকিদাতুত তহাবিয়া
মূল : ইমাম আবু জাফর আত-তাহাবি রাহিমাহুল্লাহ
অনুবাদ : মুফতি আব্দুল্লাহ আমির
সম্পাদনা : শাইখ নাজিদ সালমান হাফিজাহুল্লাহ
প্রকাশক : দারুল ইলম

নজর হিফাজতকারী ব্যক্তিরা প্রবল নৈতিক নীতিসম্পন্ন। তারা ব্যক্তিগতভাবে সর্বদা সততা বজায় রাখার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ব...
10/12/2023

নজর হিফাজতকারী ব্যক্তিরা প্রবল নৈতিক নীতিসম্পন্ন। তারা ব্যক্তিগতভাবে সর্বদা সততা বজায় রাখার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তির নিজের চাহিদা ও কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা বোঝায়। ফলে এগুলো অনুসরণের দ্বারা ব্যক্তির চারিত্রিক ও নৈতিক বৈশিষ্ট্য উন্নততর হয়।

বই : কুদৃষ্টি থেকে বাঁচার উপায়
মূল : মুফতি সালমান জাহিদ হাফিজাহুল্লাহ
অনুবাদ : মাওলানা মুফতি আব্দুল্লাহ আমির
প্রকাশনায় : দারুল ইলম

10/12/2023

সাধারণত আপনার কাছে কেউ যদি জানতে চায়, একটি বই পড়তে চাই, কী বই পড়ব?

আপনি তাকে কীভাবে বই সাজেস্ট করেন?
তার অবস্থা অনুযায়ী, না আপনার পছন্দের বইটা পড়তে বলে দেন?

আমরা দুনিয়ায় মজে থাকি। যত বেশি মজি, অস্থিরতা ততই বাড়ে। অস্থিরতায় শান্তি খুঁজি—আরও বেশি দুনিয়া কামাই, দুনিয়ায় আরও বেশি মজ...
10/12/2023

আমরা দুনিয়ায় মজে থাকি। যত বেশি মজি, অস্থিরতা ততই বাড়ে। অস্থিরতায় শান্তি খুঁজি—আরও বেশি দুনিয়া কামাই, দুনিয়ায় আরও বেশি মজে যাই; পরিণামে, শান্তি আর মেলে না। অশান্তি-অস্থিরতা প্রতিনিয়ত শুধু বাড়তেই থাকে। মৌমাছি মিঠাইয়ে বসে। কিছুক্ষণ খাওয়ার পর যায় ফেঁসে। তারপর যত বেশি ছোটার চেষ্টা করে, ততই ফাঁসতে থাকে।

আমাদের দশাও ঠিক এমনই। শান্তির খোঁজে ছুটেই চলেছি; কিন্তু শান্তির দেখা পাচ্ছি না। অথচ আমরা জানি—শান্তি আছে শুধুই নামাজে। শুধু নামাজই পারে দিলের সুকুন মিলিয়ে দিতে; বড়ো প্রশ্ন—কোন সে নামাজ?

সেই নামাজ, যে নামাজে আছে খুশুখুজু; আছে নামাজের জ্ঞান, আর নামাজের ধ্যান। খুশুখুজুর নামাজ কেমন, কীভাবে, কোন উপায়ে, জানতে চান? এই বইটি খুশুখুজুর নামাজ নিয়েই।

বই : খুশুখুজু
মূল : মাওলানা মুহাম্মাদ নুমান
অনুবাদ : রিফাত হাসান
প্রকাশনায় : দারুল ইলম

'তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।' — মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল...
09/12/2023

'তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।'
— মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আমরা কি জানি—পরিবারের লোকের কাছে কেমন ছিলেন নবীজি, কেমন ছিল তার ঘরোয়া জীবন, ঘরোয়া আমল, কাজ ও অন্যান্য দায়িত্বপালন? আমরা কি জানি—ঘরের মানুষের সাথে তিনি কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার ছিল তার আপন মানুষের সাথে?

স্বল্প পরিসরের এই ছোট্ট বইটিতে আমরা তাই এত বেশি তথ্যচিত্র একত্র করেছি, যা আপনাকে দেখিয়ে দেবে-ঘরের পুরো সময়টা কীভাবে কাটাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এমনকি, বইটি আপনাকে নবীজীবনকে ভিন্ন একটি আঙ্গিক থেকে নতুন করে দেখার সুযোগ করে দেবে।

বই : নবীজির ঘরোয়া-জীবন
মূল : মুফতি মুহাম্মাদ রাশিদ ডাসকাবি
অনুবাদ : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনায় : দারুল ইলম

আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এটাই তিনি খারাপ লোকেদের ভেতর থেকেই ভালো লোকেদের সৃষ্টি করেন এবং ভালো লোকদের থেকে খারাপ লোক...
09/12/2023

আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এটাই তিনি খারাপ লোকেদের ভেতর থেকেই ভালো লোকেদের সৃষ্টি করেন এবং ভালো লোকদের থেকে খারাপ লোকদের সৃষ্টি করেন। তেমনই আল্লাহ তাআলা মৃতদের থেকে জীবিতকে সৃষ্টি করেন এবং জীবিতদের থেকে মৃতকে সৃষ্টি করেন।
আল্লাহ তাআলা তাঁর এই বিস্ময়কর কুদরতের কথা কুরআন কারিমে বার বার বলেছেন। বার বার তিনি এই কথাগুলো বান্দাদের স্মরণ করিয়ে দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে, বিপদের সময় এবং আমাদের অহংবোধ জ্বলে ওঠার সময় যেন এই বিষয়গুলো আমাদের মাথায় চলে আসে। আমরা যেন এই অহংবোধ থেকে নিজেদের মুক্ত করতে পারি।

বই : দ্বীনপালনে অন্তরায়
মূল : মুফতি রশিদ আহমাদ লুধিয়ানবি রাহিমাহুল্লাহ
অনুবাদ : মুসা আমান
প্রকাশনায় : দারুল ইলম

যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, শত চেষ্টার পরও তখন গুনাহে লিপ্ত হওয়া যায় না। হৃদয়ের ভেতর এমন নুর তৈরি হয়, যার ফলে...
06/12/2023

যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, শত চেষ্টার পরও তখন গুনাহে লিপ্ত হওয়া যায় না। হৃদয়ের ভেতর এমন নুর তৈরি হয়, যার ফলে গুনাহের কাছে যেতেও ভয় অনুভূত হয়। এরপর আল্লাহ নিজ কুদরতে তার হৃদয়কে গুনাহ থেকে ফিরিয়ে রাখেন।

বই : জান্নাতের সহজ পথ
মূল : মুফতিয়ে আজম মুহাম্মাদ রফি উসমানি রাহিমাহুল্লাহ
অনুবাদ : আব্দুল্লাহ আল মুনীর
প্রকাশনায় : দারুল ইলম

সৌন্দর্যে প্রলুব্ধ হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি, যদিও বাহ্যিকসৌন্দর্যের পেছনে অনেক সময় কুচ্ছিত ফাঁদ থাকে।ইন্টারফেইথ তেমন...
05/12/2023

সৌন্দর্যে প্রলুব্ধ হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি, যদিও বাহ্যিক
সৌন্দর্যের পেছনে অনেক সময় কুচ্ছিত ফাঁদ থাকে।
ইন্টারফেইথ তেমনই এক সৌন্দর্য, যার আড়ালে ওঁৎ পেতে
আছে জঘন্য ষড়যন্ত্র।
ভেতরটা কুচ্ছিত হলেও কখনো শব্দের মারপ্যাঁচে ভুলিয়ে, কখনো সমঝোতার নামফলক ঝুলিয়ে এটা মুমিনের ঈমান হরণ করছে। ফলে মুসলিম উম্মাহ এক ভয়ঙ্কর ফিতনার মুখোমুখি।
শয়তানি চক্র উম্মাহর সামনে এই ফিতনাকে হাজির করছে 'আন্তঃধর্মীয় সংলাপ', 'আন্তঃধর্মীয় সম্প্রীতি' ইত্যাদির মুখোশ পরিয়ে। এই বই সেসব মুখোশ খুলে দিয়েছে।

বই : ইন্টারফেইথ
লেখক : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : আন্তঃধর্মীয় সংলাপ
মুদ্রিত মূল্য : ২২০/-
পৃষ্ঠা : ১১

১৯৩৬ সালে সরকারি আদেশে নক্স ক্যাসেলে জমল ৭০২ মিলিয়ন আউন্স সোনা, যা বিশ্বের মোট সোনার ৭০ ভাগ। কিন্তু ১৯৭১ সালেই তা পুরোপু...
05/12/2023

১৯৩৬ সালে সরকারি আদেশে নক্স ক্যাসেলে জমল ৭০২ মিলিয়ন আউন্স সোনা, যা বিশ্বের মোট সোনার ৭০ ভাগ। কিন্তু ১৯৭১ সালেই তা পুরোপুরি গায়েব হয়ে গেল। ১৯৭৪ সালে গায়েব হওয়া সোনার হদিস নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার রাতেই আকস্মিকভাবে সংবাদের বেনামি লেখক লুইস অচিনক্লস বয়ার মারা গেল! কী হয়েছিল তার সঙ্গে?

পুরো পৃথিবীর অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করছে গুটিকয়েক মানুষ। ধীরে-ধীরে সবাই জিম্মি হচ্ছে তাদের হাতে। ভবিষ্য মানুষের জন্য কী অপেক্ষা করছে তাহলে?

'একটি নজিরহীন বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। বেশিভাগ লোকই তাদের টাকা হারাবে; তার চেয়েও বড় কথা, অল্প কিছু লোক বিপুল সম্পদের মালিক হবে। কারণ, অর্থনৈতিক বিপ্লবে সম্পদ ধ্বংস হয় না, বরং 'হস্তান্তরিত' হয়।'-ল্যারি ব্যাটস

বাস্তবতা এমন হলে আমাদের বাঁচার উপায় কী? এই বইয়ে মিলবে এইসব প্রশ্নের উত্তর।

বই : দ্য মানি মাস্টার্স
রচনা: প্যাট্রিক এস জে. কারম্যাক, উইলিয়াম টি. স্টিল
অনুবাদ : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : মুদ্রাব্যবস্থার এপিঠ-ওপিঠ
মুদ্রিত মূল্য : ২২০/-
পৃষ্ঠা : ১১২

মুসলিম বিশ্বে পশ্চিমা আদর্শিক যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল উসমানি খিলাফতের পতনের আগেই। ৯/১১-এর পর এসে সেটা রূপ নেয় সীমিত আকা...
04/12/2023

মুসলিম বিশ্বে পশ্চিমা আদর্শিক যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল উসমানি খিলাফতের পতনের আগেই। ৯/১১-এর পর এসে সেটা রূপ নেয় সীমিত আকারের সামরিক আগ্রাসনে। সঙ্গে যুক্ত হয় বিস্তৃত মতাদর্শিক একটা যুদ্ধ।
সামরিক আগ্রাসনের লক্ষ্য ছিল ইসলামি বিপ্লব একেবারে নির্মূল করা। আর আদর্শিক যুদ্ধের লক্ষ্য ছিল যেকোনো মূল্যে বিশুদ্ধ শরিয়া বাস্তবায়নের আকাঙ্ক্ষা মুসলিমদের অন্তর থেকে মুছে ফেলা। ফলে ঘোষণা করেছিল-আমরা এমন একটি ইসলাম চাই, যা পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
লক্ষ্য বাস্তবায়নে কাজ করছিল পশ্চিমের গৃহপালিত প্রাচ্যবিদ ও তাদের অনুসারীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিল র‍্যান্ড কর্পোরেশন; র‍্যান্ডের 'সিভিল ডেমোক্রেটিক ইসলাম: পার্টনারস, রিসোর্সেস, স্ট্র্যাটেজিস' ছিল পশ্চিমের সেই আদর্শিক যুদ্ধের মূল প্রস্তাবনা। এই বই প্রকাশ করতে চায় র‍্যান্ড কর্পোরেশনের পরিচয়, তাদের গবেষণা-কর্মকাণ্ড ও তার চাঁছা-ছোলা পর্যালোচনা।

বই : র‍্যান্ড কর্পোরেশন
লেখক : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : পরিচয় । ষড়যন্ত্র । ইতিহাস
মুদ্রিত মূল্য : ২২০/-
পৃষ্ঠা : ১১২

অপরের সৌন্দর্যে ধোঁকা খাওয়া মানুষের জনপ্রিয় স্বভাব। যদিও সবাই জানে, অনেক সুন্দরের পেছনেই লুকানো থাকে জঘন্য কুৎসিত অবয়ব। ...
04/12/2023

অপরের সৌন্দর্যে ধোঁকা খাওয়া মানুষের জনপ্রিয় স্বভাব। যদিও সবাই জানে, অনেক সুন্দরের পেছনেই লুকানো থাকে জঘন্য কুৎসিত অবয়ব। ইন্টারফেইথ হলো সেরকম এক সুন্দরের নাম, যার পেছনে লুকিয়ে আছে এক অসুন্দর, কুৎসিত, ভয়ানক ও জঘন্য অবয়ব।

বই : ইন্টারফেইথ
লেখক : মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : আন্তঃধর্মীয় সংলাপ
মুদ্রিত মূল্য : ২২০/-
পৃষ্ঠা : ১১২

01/12/2023

সূরা কাহাফ, দরুদ ও দুআ।

দুঃখজনক হলেও সত্য—এই সময়ে ‘দেওবন্দি’ শব্দটিকে অনেকে একটি ফিরকা হিসেবে দেখতে এবং দেখাতে চায়। অনেকে দাবি করতে চায়—দেওবন্দি...
25/11/2023

দুঃখজনক হলেও সত্য—এই সময়ে ‘দেওবন্দি’ শব্দটিকে অনেকে একটি ফিরকা হিসেবে দেখতে এবং দেখাতে চায়। অনেকে দাবি করতে চায়—দেওবন্দিয়ত একটি মতাদর্শ, যার নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে। আসলেই কি তাই? দেওবন্দ কি আসলেই কোনো নির্দিষ্ট মতাদর্শ? এর কি নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে? যদি থাকে, তাহলে কী তা? সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে এই বইটি।

দেওবন্দিয়াত (পেপারব্যাক)
পরিচয়। আদর্শ। দর্শন

by মাওলানা মুফতি রফি উসমানি রাহ.

দুঃখজনক হলেও সত্য—এই সময়ে ‘দেওবন্দি’ শব্দটিকে অনেকে একটি ফিরকা হিসেবে দেখতে এবং দেখাতে চায়। অনেকে দাবি করতে চায়—দেওবন্দিয়ত একটি মতাদর্শ, যার নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে। আসলেই কি তাই? দেওবন্দ কি আসলেই কোনো নির্দিষ্ট মতাদর্শ? এর কি নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে? যদি থাকে, তাহলে কী তা? সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে এই বইটি।

দেওবন্দিয়াত (পেপারব্যাক)
পরিচয়। আদর্শ। দর্শন
by মাওলানা মুফতি রফি উসমানি রাহ.
TK. 72
অর্ডার করতে ক্লিক করুন: https://rokshort.com/vZ_v4682O

পুরো পৃথিবী-ই কব্জা করতে চায় একটা অপশক্তি। পৃথিবীর জল-স্থলের পুরোটুকুর নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তারা চায়—পুরো পৃথিবীটাই ...
24/11/2023

পুরো পৃথিবী-ই কব্জা করতে চায় একটা অপশক্তি। পৃথিবীর জল-স্থলের পুরোটুকুর নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তারা চায়—পুরো পৃথিবীটাই তাদের হোক; তাদের কথামতো চলুক পৃথিবীর সকল মানুষ। তাদের ইশারায় হোক পৃথিবীর নড়াচড়া-হৃদস্পন্দন।
এদিকে সেই শক্তিটাই অপেক্ষা করছে তাদের প্রতিশ্রুত মাসীহর; যিনি হবেন তাদের-ই ত্রাণকর্তা, তাদের পরিত্রাণদাতা। নানামুখি চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অর্জনের চেষ্টা করে চলেছে একটি প্রত্যাশিত ‘প্রতিশ্রুত ভূমির’। কে সেই মাসীহ, আর কোথায় সেই প্রত্যাশিত ‘প্রতিশ্রুত ভূমি’?
‘দ্যা স্টেট অব গড’ উপস্থিত করছে সেই অপশক্তিটার ‘প্রতিশ্রুত ভূমি’ অর্জনের সেইসব কু-কীর্তির সরল বর্ণনা, যা পড়ে একই সাথে পাঠক, আপনি বিস্মিত হবেন, শিউরে উঠবেন, চিন্তিতও হবেন। আপনার সামনে বইটি এমন এক সত্য উন্মোচন করবে, যা এতদিন প্রায় অন্ধকারেই ছিল।
তাছাড়া পুরো পৃথিবী নিয়ন্ত্রণকারী ই-লু-মি-নাতি ও ই,হু.দি-দে-র সম্পর্কে সম্পূর্ণ জানতে এই তিনটি বই পড়া আপনার জন্য হতে পারে অপরিহার্য।

স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন—কথাটা খুবই প্রচলিত। তেমনই দ্বীন অর্জনের চেয়ে মৃত্যু পর্যন্ত দ্বীন ধরে রাখা আরও ...
24/11/2023

স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন—কথাটা খুবই প্রচলিত। তেমনই দ্বীন অর্জনের চেয়ে মৃত্যু পর্যন্ত দ্বীন ধরে রাখা আরও কঠিন। বর্তমান প্রেক্ষাপটে এটা আর বলারও অপেক্ষা রাখে না। এ যেন মুখ ফুটে বলতে না পারা এক দুঃখজনক বাস্তবতা।

দ্বীনহীন পরিবেশে দ্বীনপালনের সময় আমাদের নানামুখি সমস্যার মোকাবেলা করতে হয়। বিভিন্ন কটূক্তি, কানকথা, উপর্যুপরি বাধা ও সামাজিক-পারিবারিক সংকট মোকাবেলা করতে হয়। আর এটা করতে গিয়ে অনেকে দ্বীন থেকেই দূরে সরে যায়। এই বইয়ে তাই একজন দ্বীনদারকে অতি সংক্ষেপে দেওয়া হয়েছে এমন কিছু দায়িত্ব, যেগুলো পালন করলে দুনিয়ার বাধা অতিক্রম করে আমরা গড়ে তুলতে পারব একটি দ্বীনবেশিষ্টত আধুনিক সমাজব্যবস্থা।

অল্প সময়ে শেষ করার মতো সংক্ষিপ্ত এই বইটি আপনি কি একটু পড়ে দেখবেন?
বইয়ের তথ্য
নাম : দ্বীন পালনে অন্তরায়
অনুপ্রেরণা : মুফতি রশিদ আহমাদ লুধিয়ানবি
সংকলন অনুবাদ ও সম্পাদনা : মুসা আমান
প্রকাশক : দারুল ইলম
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
মুদ্রিত মূল্য : ৯০ টাকা মাত্র

আমার সর্বশেষ সম্পাদিত জীবন গড়ার ছয়টি বইয়ের কম্বো প্যাকেজটা এমনভাবে সাজানো হয়েছে, যেন তাতে ধারাবাহিকতা থাকে, ঈমান-আকিদা, ...
23/11/2023

আমার সর্বশেষ সম্পাদিত জীবন গড়ার ছয়টি বইয়ের কম্বো প্যাকেজটা এমনভাবে সাজানো হয়েছে, যেন তাতে ধারাবাহিকতা থাকে, ঈমান-আকিদা, সংকট-উত্তরণ, ইবাদাত, সিরাত, আত্মশুদ্ধি ও জান্নাতের আমল। বইগুলোর বাস্তব সিরিয়ালটা এমন :

০১. আল আকিদাতুত তহাবিয়া
০২. দ্বীনপালনে অন্তরায়
০৩. খুশুখুজু
০৪. নবীজির ঘরোয়া জীবন
০৫. কুদৃষ্টি থেকে বাঁচার উপায়
০৬. জান্নাতের সহজ পথ
৬টি বই-ই প্রকাশ করেছে দারুল ইলম।

ছবি : ফেসবুক
লেখা : জাবির মুহাম্মদ হাবীব

ঋণের এই টাকাটা কিন্তু আপনার এবং আমার পকেট থেকেই পরিশোধ করা হবে। হোক তা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে ট্যাক্সের নাম...
23/11/2023

ঋণের এই টাকাটা কিন্তু আপনার এবং আমার পকেট থেকেই পরিশোধ করা হবে। হোক তা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে ট্যাক্সের নামে আপনার অজান্তেই, অথবা অন্য কোনো নতুন লুটপাটের মধ্য দিয়ে। এজন্য, অর্থ বিষয়ে সতর্কতা খুবই জরুরি। অর্থ বিষয়ে সতর্কতা কী, একটা দেশ কীভাবে ঋণ থেকে বাঁচতে পারে, রাষ্ট্র ও ব্যক্তিগত পরিসরে আমাদের করণীয় সেইসব বিষয় নিয়েই রচিত ‘দ্য মানি মাস্টার্স’ বইটি।

আপনারা ভালো মনে করলে বইটি পড়তে পারেন। বই দুটি সংগ্রহ করতে পারেন অনলাইনে রকমারি বা ওয়াফিলাইফ থেকে। লিংক নিচে আছে। মন্তব্যঘরে।

শাসক হলো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। অতএব, আল্লাহ তাআলার নির্দেশের বিরোধিতা করে আল্লাহ তাআলার খিলাফত বা প্রতিনিধিত্ব কখ...
23/11/2023

শাসক হলো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। অতএব, আল্লাহ তাআলার নির্দেশের বিরোধিতা করে আল্লাহ তাআলার খিলাফত বা প্রতিনিধিত্ব কখনোই সুষ্ঠ থাকতে পারে না। সুতরাং ভাগ্যবান সেই শাসক যে রাজত্ব বিসর্জন দিয়ে হলেও দ্বীন রক্ষা করে, রাজত্ব রক্ষা করে দ্বীনকে বিসর্জন দেবে না, ন্যায়-বিচারের মাধ্যমে সুন্নাহকে জীবিত করে, জুলুম করে মৃত বানিয়ে ফেলে না, সুষ্ঠ পরিচালনা করে জনগণকে এগিয়ে নিয়ে যায়, খারাপভাবে শাসন করে তাদের ভবিষ্যৎ বিনষ্ট করে না, যাতে রাষ্ট্রীয় নীতিমালা জোরদার করতে পারে, রাষ্ট্রীয় ভিত্তিকে শক্তিশালী করে তুলতে পারে, আল্লাহ তাআলার জমিনে তাঁর আদেশ বাস্তবায়ন করতে পারে। কারণ, রাষ্ট্রীয় নেতৃত্ব ও প্রজাদের পরিচালনা করতে গিয়ে দ্বীনের ওপর অটল থাকা কিছুতেই অসম্ভব নয়। আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পর একজন শাসকের কর্তব্য জনগণের মাঝে ইনসাফ করা। তাদের সাথে সদাচরণ করা, দ্বীন ও শরিয়তের মাকাম বুলন্দ করা।

তাকে মনে রাখতে হবে—যদি তার সৈন্য বা জনগণও জুলুম করে, তাহলে এর গুনাহ তার উপরেই চাপবে। যদি তিনি জেনে-বুঝেও নিষেধ না করেন, অথচ তিনি নিষেধ করতে সক্ষম ছিলেন। ঠিক তিনি যদি জনগণের মাঝে ইনসাফ কায়েম করেন, কুরআন-সুন্নাহর আলোকে ফায়সালা করেন, তাহলে তার একার একদিনের ইবাদাতের সাওয়াবই সমস্ত জনগণের ইবাদতের সমান বা বেশি হবে।

বই : ইসলামি রাষ্ট্রব্যবস্থা
প্রকাশনী : দারুল ইলম
পৃষ্ঠাসংখ্যা : ৪১৬
মুদ্রিত মূল্য : ৫৯০
বাঁধাই : হার্ডকাভার

17/11/2023

সূরা কাহাফ, বেশি বেশি দরুদ....

14/11/2023

আজ দুপুর থেকে আগামী পরশু দুপুর পর্যন্ত দারুল ইলমের কাউন্টার বন্ধ থাকবে। আমাদের বইগুলো তারুণ্য এবং পড়প্রকাশ থেকে সংগ্রহ করা যাবে।

12/11/2023

আজ সকাল ১০:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত খোলা থাকবে দারুল ইলম। ৫টার পর বন্ধ হয়ে যাবে।

রকমারি থেকে নিতে পারেন নিশ্চিন্তে। 40% ছাড় তো আছেই, সাথে আরও নানা অফার। মিস করবেন না নিশ্চয়ই....
09/11/2023

রকমারি থেকে নিতে পারেন নিশ্চিন্তে। 40% ছাড় তো আছেই, সাথে আরও নানা অফার। মিস করবেন না নিশ্চয়ই....

নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের একজন ছিলেন ইহুদা। সেই ইহুদার বংশধররাই বিশ্বব্যাপী আজ পরিচিত ইহুদিজাতি হিসেবে। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল আলাইহিস সালাম। তার বংশধরকেই বলা হয় বনি ইসরাইল। পৃথিবীতে বনি ইসরাইল সবসময়ই ছিল আলোচিত ও সমালোচিত। কী সেই কারণগুলো?

কেন তারা বার বার পরাজিত হয়েছে, ঘরছাড়া হয়েছে, নিষ্পেষিত হয়েছে? হিটলার কেন তাদের জাতিগত নিধনে লিপ্ত হয়েছিল? কেন তারা বার বার বিতাড়িত হয়েছে পৃথিবী থেকে?

একদম শুরু থেকে তাদের নানা অংশের ইতিহাস নিয়ে রচিত হয়েছে এই তিনটি বই। ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে এই তিনটি বই এমন কিছু তথ্য ধারণ করছে, এক কথায় আপনাকে তা হতভম্ব করে দিতে পারে। ভিন্নভাবে, একে একে তিনটি বই পড়ার পর আপনি বলতে বাধ্য হবেন—অবিশ্বাস্য! অকল্পনীয়!

জায়োনিজম প্যাকেজ (৩টি বইয়ের কালেকশন) (হার্ডকভার)
বিশ্বব্যাপী ইহুদি চক্রান্তের গোপন দলিল
TK. 673
অর্ডার করতে ক্লিক করুন: https://rokshort.com/gNyaORu9U

গুরুত্বের দিক দিয়ে অপরিসীম। সহজবোধ্য ও সংক্ষিপ্ত আলোচনা। খুব সহজে হৃদয়ঙ্গম হওয়ার মতো। যে কেউ এক বৈঠকে শেষ করতে পারবে। আশ...
07/11/2023

গুরুত্বের দিক দিয়ে অপরিসীম। সহজবোধ্য ও সংক্ষিপ্ত আলোচনা। খুব সহজে হৃদয়ঙ্গম হওয়ার মতো। যে কেউ এক বৈঠকে শেষ করতে পারবে। আশা করি ফাস্ট পাঠে আয়ত্ত্বে এসে যাবে ইনশাআল্লাহ। তবুও বারংবার পড়তে বলবো‚ কেননা গুরুত্বপূর্ণ টপিক।
বইটিতে দ্বীনহীন পরিবেশে একজন দ্বীনদার মুসলিমের জীবন অতিবাহিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বীনহীন পরিবেশে মুমিনদের প্রধান ৫টি করনীয় সংক্ষিপ্ত আলোচনায় এসেছে। যথা - শোকর এবং দুয়া করা, নরমদিল ও রাগ নিয়ন্ত্রিত হওয়া, তবে এর মানে গায়রতহীন হওয়া নয়৷ পরিবারের বেশি বেশি খেদমত করা, তাদের সাথে সব সময় ভালো আচরণ করা, তাদের দ্বীনের দিকে অনবরত ডাকতে থাকা৷ দুনিয়ার কাজ বেশি করা, হালাল রিজিক তালাশে ব্রত হওয়া। আর একজন আল্লাহওয়ালার সোহবতে থাকা। তাঁর থেকে দিক-নির্দেশনা নেওয়া। পরিশেষে একজন দায়ির গুণাবলি নিয়ে আলোচনা করা হয়েছে।
বর্তমান এই দ্বীনহীন সমাজে ব্যক্তির দ্বীনদারীতা টিকিয়ে রাখা বহুত কঠিন কাজ । দ্বীন পালনে একজন ব্যক্তির নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আর নতুন দ্বীনে ফেরারা তো লেজেগোবরে অবস্থায় পড়েন। তাদের জন্য সংক্ষিপ্ত, সহজবোধ্য আলোচনার, স্বল্প সময়ে পাঠ উপযোগী - ‘দ্বীনপালনে অন্তরায়’ একটি গাইড বুক। নতুন দ্বীনে ফেরাদের রেফার করার মতো।
আশা করি আপনাদের জন্য কার্যকারী প্রমাণিত হবে ইনশাআল্লাহ। দুয়া করি আল্লাহ তায়ালা বইটার সাথে সংশ্লিষ্ট সকলকেই কবুল করে নিন৷ আমিন
••
‘দ্বীনপালনে অন্তরায়’
মুফতি রশিদ আহমাদ লুধিয়ানবি রাহিমাহুল্লাহ
অনুবাদ - Musa Aman হাফি.
প্রকাশনী - দারুল ইলম
••
সাইম মুহাম্মাদ

আমরা আমাদের সুখ-দুখ নিয়ে কত পেরেশান, অথচ এখানে শৈশব,বেলুন এবং পৃথিবীর বাস্তবতা কত নিদারুণভাবে স্পষ্ট হয়ে আছড়ে পড়ছে।😭
05/11/2023

আমরা আমাদের সুখ-দুখ নিয়ে কত পেরেশান, অথচ এখানে শৈশব,বেলুন এবং পৃথিবীর বাস্তবতা কত নিদারুণভাবে স্পষ্ট হয়ে আছড়ে পড়ছে।😭

Address

দারুল ইলম, ১৫ নং দোকান, (৩য় তলা) কওমি মার্কেট, 65/1, প্যারীদাশ রোড, বাংলাবাজার, ঢাকা/Dhaka, Dhaka Division
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল ইলম:

Videos

Share

Category