Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস

Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস অভিজাত মুদ্রন ও প্রকাশনা প্রতিষ্ঠান
(1)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমাদের প্রকাশনীতে যে সকল বই পাওয়া যায়......

১. কওমী মাদ্রাসার মূল দরসী কিতাবসমূহ ।

২. দরসী কিতাবের নোট সমূহ ।

৩. কুরআনের তাফসীর সংক্রান্ত বই সমূহ ।

8. উর্দু, আরবী, বাংলা অভীধান সমূহ ।

৫. মুসলিম সমাজে সাড়া জাগানো ধর্মীয় গ্রন্থাবলী ।

৬. ছাত্র-ছাত্রীদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৭. মা বোনদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৮. রয়েছে বিভিন্ন প্যাকেজ ও সিরিজ সমূহ।

।। জান্নাত ও জাহান্নাম ।। একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত...
03/11/2024

।। জান্নাত ও জাহান্নাম ।।
একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের আকাঙ্ক্ষাই হওয়া উচিত। কারণ আমাদের পার্থিব জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী।
আল্লাহর বাণী
"আর পার্থিব জীবনটাতো খেল-তামাশা ব্যতীত কিছুই নয়, আর মুত্তাকীদের জন্য পরকালের বাসস্থানই উত্তম,তোমরা কি ভেবে দেখ না?" সূরা আনআম : ৩২
গ্রন্থটিতে আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে জান্নাতের অফুরন্ত নায-নেয়ামত ও কল্পনাতীত শান্তি সম্পর্কে আলোচনার পাশা পাশি, জাহান্নামের বিভীষিকাময় শাস্তি ও সীমাহীন কষ্টের বিষয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটির শেষের দিকে জাহান্নামের প্রবেশের কারণসহ জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভের কতিপয় উপায় নিয়ে আলাচনা করা হয়েছে। গ্রন্থটি আমলের নিয়তে আন্তরিকতার সঙ্গে পড়লে আমাদের হৃদয়ে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে চলার প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যার ফলে পার্থিব জীবন পরিপূর্ণরূপে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা অত্যন্ত সহজ হবে এবং আখেরাতের অনন্ত জীবনে জান্নাত লাভে ধন্য হওয়া সম্ভব হবে। গ্রন্থটি রচনায় কুরআন ও হাদীসকে সর্বাধিক প্রাধান্য দিয়ে তথ্যসূত্র সহ উপস্থাপন করা হয়েছে, যাতে করে গবেষক, শিক্ষার্থী ও পাঠকবৃন্দ অধিক উপকৃত হতে পারেন।
বই- জান্নাত ও জাহান্নাম
লেখক- মাওলানা মোঃ মীযানুর রহমান
নির্ধারিত- ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৭৬
বাইন্ডিং- হার্ডকাভার

বই পেতে কল করুন- 01911006806 (বিকাশ)
অথবা মেসেজ করুন আমাদের পেইজের ইনবক্সে

বায়তুল মোকাররম পূর্ব গেইট ইসলামি বইমেলা ২০২৪আশরাফিয়া বুক হাউস স্টল নাম্বার ৭৪
24/10/2024

বায়তুল মোকাররম পূর্ব গেইট ইসলামি বইমেলা ২০২৪
আশরাফিয়া বুক হাউস
স্টল নাম্বার ৭৪

স্টলের কাজ শেষ আলহামদুলিল্লাহ! আজকে সাজানোর পালা বায়তুল মোকাররম ইসলামি বইমেলা। পূর্বগেইট।২২ অক্টোবর থেকে শুরু ইনশা আল্লা...
21/10/2024

স্টলের কাজ শেষ আলহামদুলিল্লাহ! আজকে সাজানোর পালা

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা। পূর্বগেইট।
২২ অক্টোবর থেকে শুরু ইনশা আল্লাহ
আশরাফিয়া বুক হাউস স্টল নং- ৭৪
চায়ের দাওয়াত রইলো।

17/10/2024

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন ইনশা আল্লাহ!
।। আসহাবে রাসূল সিরিজ ।।
সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁদের মাঝে আমরা দেখতে পাই পবিত্রতা, চারিত্রিক নিষ্কলুষতা, সংযম ও আল্লাহভীতির এক অনন্য প্রতিচ্ছবি। এমন পুষ্পের মতো তাঁরা- যার সুবাসে গোটা বিশ্বজগত মাতোয়ারা। যে ফুলে বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানীর ভুবনজুড়ানো সৌরভ।
সাহাবারা ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। সর্বোত্তম মানুষ। সর্বোত্তম উম্মত। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ সঙ্গি-সাথী। এসব সাহাবার জীবনের নানা দিক উঠে এসেছে ‘আসহাবে রাসূল সিরিজে'। ইতিহাস ও সীরাতে বিশুদ্ধ গ্রন্থসমূহ হতে চয়নকৃত তাঁদের জীবনচরিত অধ্যয়নে অন্তর প্রশান্ত হবে। ইলমের মজলিস ও পাঠালয় হবে সুসজ্জিত। আল্লাহ আমাদেরকে সাহাবাদের গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দান করুন। আমিন!!
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই 'আসহাবে রাসূল সিরিজ'। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান সাহাবীগণের ঘটনাগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
আসহাবে রাসূল সা. সিরিজ, মোট-১৫টি বই।
লেখক: কাজী আবুল কালাম সিদ্দিকী
মুদ্রিত মূল্য- ১৬০০৳
৫০-% ছাড়ে- ৮০০৳
*বই কোয়ালেটি:-
অফ-হোয়াইট ৭০গ্রাম উন্নত মানের ক্রিম কালারে কাগজ দিয়ে ছাপা।
হার্ডকাভার বাধাই, সাথে থাকবে আকর্ষণীয় গিফট!
এক-কথায় চমৎকার একটি সিরিজ। 🥰
প্রতিটি বইয়ের মুদ্রিত মূল্য- ১৬০৳ করে
প্রতিটি বই ১১২ পৃষ্ঠা করে

Send a message to learn more

হযরতজী বলেন, গ্রন্থটি মূলত হযরত মাওলানা ইলয়াস (রহ.) এর বেশকিছু চিঠিপত্র (মোট ৬৫টি)-এর সংকলন। যার মধ্য হতে ৩৪টি চিঠি হযরত...
17/10/2024

হযরতজী বলেন, গ্রন্থটি মূলত হযরত মাওলানা ইলয়াস (রহ.) এর বেশকিছু চিঠিপত্র (মোট ৬৫টি)-এর সংকলন। যার মধ্য হতে ৩৪টি চিঠি হযরত পাঠিয়েছিলেন এ কিতাবের সংকলক হযরত মাওলানা সাইয়িদ আবু হাসান আলী নদবী (রহ.)-এর কাছে, আর ৫টি চিঠি পাঠিয়েছিলেন মিয়াজি মুহাম্মাদ ঈসা (রহ.) এর কাছে ও অবশিষ্ট ২০টি চিঠি বিভিন্ন সাথীবর্গের কাছে প্রেরণ করেছেন। (কিতাবের ভূমিকা দ্রষ্টব্য)

'আমি এই তাহরীকের মাধ্যমে প্রত্যেক জায়গায় উলামায়ে কেরাম ও বুযুর্গানে দীন এবং দুনিয়াদারদের মাঝে পারস্পরিক বন্ধন, মিল- মহব্বত ও সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টি করতে চাই। (মালফুযাত; মালফুয নং ১০২) হযরতজী মাওলানা ইলিয়াস (রহ.) বলেন, 'তাবলীগী কাজের একটি

উসূল হলো, স্বাধীনভাবে নিজের মনমতো না চলা; বরং নিজেকে ঐ সমস্ত বুযুর্গের পরামর্শ অনুযায়ী পরিচালনা করা যাদের উপর দীনী বিষয়ে আমাদের পূর্ববর্তী আকাবির হযরতগণ আস্থা রেখে গেছেন এবং আল্লাহ তা'আলার সঙ্গে যাদের খাস সম্পর্কের ব্যাপারটি পরিজ্ঞাত ও সর্বস্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম (রাযি.) এর সাধারণ নিয়ম এই ছিল যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর বেশি আস্থা রেখেছিলেন তারাও তাদের উপর বেশি আস্থা রাখতেন। পরবর্তী যুগে অধিক আস্থার পাত্র ছিলেন ঐ সমস্ত বুযুর্গানে দীন যাদের উপর হযরত আবূ বকর (রাযি.) ও হযরত উমর (রাযি.) আস্থা রেখেছিলেন।' এরপর হযরত বলেন, 'দীনের কাজে আস্থাশীল ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা জরুরী। অন্যথায় অনেক বড় ধরনের গোমরাহীর আশঙ্কা রয়েছে।'

(মালফুযাত; মালফুল নং ১৪৩)

অনুবাদকের আরযআলহামদুলিল্লাহ! আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে ঈমানের মত মহা দৌলত নসীব করেছেন আর আখেরী নবীর উম্মতের মধ্যে শা...
13/10/2024

অনুবাদকের আরয

আলহামদুলিল্লাহ! আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে ঈমানের মত মহা দৌলত নসীব করেছেন আর আখেরী নবীর উম্মতের মধ্যে শামিল করেছেন এই জন্য আমরা যত শুকরিয়া আদায় করি তা কম। আখেরী নবীর উম্মত হওয়ার প্রকৃত শুকরিয়া তো এটাই যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও আদর্শের অনুসরণ করতে হবে। কেননা তার আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহ পাকের মাগফিরাত ও ভালবাসা। কিন্তু পরিতাপের বিষয় যে, আমরা সুন্নতকে পরিত্যাগ করে বিজাতীয় কৃষ্টি-কালচারের মধ্যে মুক্তি ও অগ্রগতি খুঁজি। তাই দেখা যায়, মুসলমান নামে মুসলমান রয়েছে গেছে কিন্তু লেবাসে পোশাকে তাকে মুসলমান হিসেবে চেনা মুশকিল। খুব ভাল ভাবে মনে রাখতে হবে, মুসলমান যদি নবীর আদর্শকে মনে প্রাণে আঁকড়ে না ধরে তাহলে তার জন্য লাঞ্ছনা অবধারিত। সে কখনও পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুতরাং প্রতিটি কাজ করার আগে আমাদেরকে তালাশ করতে হবে যে, উক্ত কাজে আল্লাহর হুকুম কি আর রাসূলের তরীকা কি? আর এই সম্পর্কে জানার জন্য বাজারে বিভিন্ন সুন্নতের কিতাব পাওয়া যায়। নির্ভরযোগ্য লেখকের সংকলন হলে তার কোন একটি সংগ্রহ করে তদনুযায়ী আমল করা যায়।

কিন্তু পাঠকদের হাতে আমরা যে কিতাবের অনুবাদ তুলে দিতে যাচ্ছি এই কিতাবটির বিশেষ একটি বৈশিষ্ট রয়েছে, যা অন্যান্য কিতাবে নাই। আর তা হল মানুষের দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড আছে বা থাকতে পারে তাতে প্রত্যেকটির সুন্নত তরীকা তুলে ধরা হয়েছে। সাথে সাথে উক্ত সুন্নতের হিকমত ও ফায়েদাও তুলে ধরা হয়েছে। যেটি পড়ার পরে মানুষের মনে সুন্নতের উপর আমল করার একটা জযবা তৈরি হয়ে যায়। তাছাড়া বইটিকে নির্ভরযোগ্য করার জন্য যা কিছু করার দরকার লেখক তার সবটুকু করেছেন। এই জন্য এর নাম রাখা হয়েছে সুন্নতের রাজপথ।

আশা করি বইটি আমাদেরকে সুন্নতের উপর চলার জন্য রাজপথের কাজ দেবে। আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সুন্নতের আশেক হওয়ার তাওফীক দান করুন। আমীন।

কেউ যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের নেকীর পাল্লা ভারী না করতে পারে, গোনাহ মাফ করতে না পারে তাহলে আল্লাহ তা'আলা তার জন্য...
07/10/2024

কেউ যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের নেকীর পাল্লা ভারী না করতে পারে, গোনাহ মাফ করতে না পারে তাহলে আল্লাহ তা'আলা তার জন্য বিকল্প পথও রেখে দিয়েছেন। সেটা হল বান্দাকে অসুখ বিসুখ দিয়ে বিপদ আপদে আক্রান্ত করে তার গোনাহ মাফ করে তাকে তার নির্ধারিত মর্যাদায় উন্নীত করার পথ রেখে দিয়েছেন।

এই হিসাবে একজন মুমিন মুসলমানের জন্য রোগে আক্রান্ত হওয়া, এতে সবর করা কিংবা সুস্থ লোকদের অসুস্থ লোককে সেবা শশ্রূষা করা তার জন্য বহুত বড় সৌভাগ্যের কারণ।

রোগ হলে এর দ্বারা রোগী কত বড় মর্যাদার অধিকারী হয় তা যদি তার জানা থাকত তাহলে অসুখ বিসুখে হা হুতাশ না করে সবর করত। আবার রোগীকে সেবা করলে, খেদমত করলে, রোগীকে দেখতে গেলে তার জন্য কি পরিমাণ সাওয়াব আল্লাহ তা'আলা রেখেছেন এটা জানা থাকলে রোগীর সেবা করতে কেউ কুণ্ঠাবোধ করত না। ইউরোপ আমেরিকার লোকেরা বৃদ্ধ পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর মুসলমানরা অল্প বেশি জানে বলে এখনও একান্নবর্তী পরিবারে থেকে নিজের বৃদ্ধ পিতা-মাতার খেদমত করে উভয় জাহানের সফলতা অর্জনে সচেষ্ট হয়।

যারা ডাক্তার রোগীর সাথে তাদের আচরণ কেমন হওয়া দরকার, চিকিৎসা বিদ্যাকে পেশা আর টাকা কামাইয়ের হাতিয়ার বানানো উচিত নাকি মানবতার সেবা হিসাবে বেছে নেয়া উচিৎ, মানবতার সেবা হিসাবে চিকিৎসা পেশাকে গ্রহণ করলে তার কি ফযীলত এটা জানা না থাকার কারণে অনেক ডাক্তার এটাকে টাকা কামাইয়ের হাতিয়ার বানিয়েছে। রোগীকে সর্বসান্ত করে স্বীয় পকেট ভারী করছে। টেষ্টের প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধুমাত্র কমিশনের লোভে এক গাদা টেষ্ট করাতে বাধ্য করছে।

পবিত্র কুরআনের অসংখ্য আয়াত এবং সহীহ হাদীস সাক্ষ্য দেয় যে, হযরত মুহাম্মাদ (সা.) এর অনুসরণ ও তার সুন্নাহর প্রতিটি আনুগত্যই...
03/10/2024

পবিত্র কুরআনের অসংখ্য আয়াত এবং সহীহ হাদীস সাক্ষ্য দেয় যে, হযরত মুহাম্মাদ (সা.) এর অনুসরণ ও তার সুন্নাহর প্রতিটি আনুগত্যই মানব জীবনের পরিপূর্ণ পরিশুদ্ধির উপকরণ এবং দুনিয়া ও আখিরাতের সকল সফলতার মূল চাবি-কাঠি। পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ ও তাঁর রাসূলের অনুকরণ করবে, সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। (সূরা আহযাব: ৭১)

সেজন্য মুহাম্মাদ (সা.) এর মুহাব্বত একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কেননা, হুজুর (সা.) এর মুহাব্বত আল্লাহ পাককে মুহাব্বত করার পূর্বশর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “(হে নবী) আপনি বলে দিন যে, যদি তোমরা আল্লাহকে ভালবাসতে চাও, তবে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহপাক তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপরাশি মার্জনা করে দিবেন। আর আল্লাহপাক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।" (সূরা আলে-ইমরান: ৩০) মোটকথা মহানবী (সা.) এর অনুসরণ এবং অনুকরণে রয়েছে মানব জাতির কল্যাণ নিহিত। কিন্তু বর্তমানে অধিকাংশ লোকেই মনে করেন যে, এই অনুসরণ এবং অনুগত্য শুধু নামায, রোযাসহ কয়েকটি আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমেই সীমাবদ্ধ: খানা-পিনা এমনকি জীবনের সর্বস্তরে মহানবী (সা.) এর সুন্নাতের অনুসরণ দ্বীনের অপরিহার্য কোন অঙ্গ নয়। এর ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় নামায-রোযায় পাকা, কিন্তু সুন্নাতের অনুসরণে গাফেল। এর একটি বড় কারণ হচ্ছে, রাসূলুল্লাহ (সা.) এর প্রকৃত শিক্ষা সম্পর্কে অজ্ঞতা এবং তাঁর অনুপম জীবনাদর্শ ও আচার- আচরণ সম্পর্কিত সুন্নাতের ব্যাপারে মনোযোগের অভাব। মূলত মুসলমান মাত্রই সাফল্যজনক জীবন সাধনার একমাত্র উপাদান হচ্ছে মোহাম্মাদ (সা.) এর প্রতিটি সুন্নাত।

অনুবাদকের আরযহাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী (রহ.) এর পরিচয় এই উপমহাদেশে নতুন করে কার...
02/10/2024

অনুবাদকের আরয

হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী (রহ.) এর পরিচয় এই উপমহাদেশে নতুন করে কারো নিকট তুলে ধরার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। কেননা তিনি তার লেখনী, ওয়াজ, মালফুজাত, ফাতাওয়া ইত্যাদির মাধ্যমে আলেম-উলামা, এবং জনসাধারণের মনের মনি কোঠায় সসম্মানে অবস্থান করছেন। বস্তুত দ্বীনের লাইনে মেহনত করতে গিয়ে যার মধ্যে যত খুলুছিয়াত, লিল্লাহিয়াত এবং নেক নিয়ত বিরাজ করে আল্লাহপাক তাকে তত বেশি খ্যাতি এবং জনপ্রিয়তা দান করেন। আর যাদের অন্তরে দুনিয়ার মোহ, অর্থোপার্জন আর প্রসিদ্ধি অর্জনের আকাংখা থাকে তারা তত দ্রুত মানুষের স্মৃতির অন্তরালে চলে যায়। হযরত থানবী (রহ.) ছিলেন দ্বীনের জন্য, ইলমের জন্য, উম্মতের জন্য নিবেদিত প্রাণ। উম্মতের ইসলাহ আর সমাজ থেকে প্রচলিত কুসংস্কার দূর করার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টার জন্যই একদিকে যেমন তিনি মুজাদ্দিদ লকবে ভূষিত হয়েছেন অন্যদিকে হাকীমুল উম্মত তথা উম্মতের রুহানী ডাক্তার উপাধীতে ভূষিত হয়েছেন। তার একেকটি ওয়াজে হাজারো মানুষের জীবনে পরিবর্তন সাধিত করেছে। সমাজ থেকে হাজারো কুসংস্কার বিদায় হয়েছে।

বর্তমানে তার ওয়াজের সংকলন মাওয়ায়েজে হাকীমুল উম্মত নামে ৩২ খণ্ডে প্রকাশিত হয়েছে। একেকটি ওয়াজ ইলম ও হিকমত, আসরার ও রুমুজ এবং ইসলাহ ও সংস্কার মুলক বাণীতে ভরপুর। কুরআন-হাদীসের নির্যাসও বলা যেতে পারে। দেওবন্দের মাকতাবায়ে দানেশ থেকে তার ওয়াজের সংকলন “আত তাবলীগ” নামে বৃহদাকারের পাঁচ ভলিয়মে অনেক আগেই প্রকাশিত হয়েছিল।

সেইসব ওয়াজ থেকে বাছাই করে ছোট বড় অনেক বিষয়ভিত্তিক বই-পুস্তক পরবর্তীতে উলামায়ে কেরাম প্রকাশ করেছেন। তার একেকটি ওয়াজ যেহেতু ইলম ও মারিফাতের ভাণ্ডার তাই তার সার সংক্ষেপ, সহজিকরণ তাহকীক ইত্যাদিসহ অনেক কাজ ওলামায়ে কেরাম করেছেন।

।। শামায়েলে তিরমিযি ।।শামায়েলে তিরমিযি রাসূলে কারীম সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রমাধুরী এবং দৈহিক গঠন-সৌন্দর্যে...
30/09/2024

।। শামায়েলে তিরমিযি ।।
শামায়েলে তিরমিযি রাসূলে কারীম সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রমাধুরী এবং দৈহিক গঠন-সৌন্দর্যের অনুপম বর্ণনা সম্বলিত হাদীসমালার সংকলন । এটি ইমাম তিরমিযির রচিত সতন্ত্র একটি গ্রন্থ । কিন্তু ভারত উপমহাদেশে তা তিরমিযী শরীফের অংশ হিসেবে পাঠদান করানো হয়।

শামায়েলে তিরমিযীতে ইমাম তিরমিযী রহ. ৫৬টি অনুচ্ছেদে প্রায় ৪০০ হাদীস জমা করেছেন। এতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাহেরী ও বাতেনী সৌন্দর্যের হাদীসগুলো এনেছেন। বহুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন-চরিত নিয়ে কলম ধরেছেন; কিন্তু নিশ্চিত বলা যায় যে, ইমাম তিরমিযী এ ক্ষেত্রে সবার অগ্রে। রাসূলুল্লাহ এর আকার-আকৃতি, আখলাক-চরিত্র, উঠা-বসা, লেনদেন, হাসি-মজাকসহ বহু বিষয়ে নবী প্রেমিকদের জন্যে মনকাড়া আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা ইমাম তিরমিযী রহ. কে উত্তম প্রতিদান দিন!
বই- শামায়েলে তিরমিযি
মূল- হাফেজ মুহাম্মদ বিন ঈসা বিন সাওরাহ আত-তিরমিযি রহ.
অনুবাদ- মুফতী মুহাম্মদ তাওহীদুল ইসলাম
মুদ্রিত মূল্য- ৭০০৳
ছাড় মূল্য- ৩৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ৭৩৫
বাইন্ডিং- হার্ডকাভার

মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফের অংশ। মুসলমানদের হেদায়েতের মারকায। রাসূলে আকরাম সা. এর যুগে এবং খুলাফায়ে রাশেদী...
29/09/2024

মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফের অংশ। মুসলমানদের হেদায়েতের মারকায। রাসূলে আকরাম সা. এর যুগে এবং খুলাফায়ে রাশেদীনের খেলাফত আমলে মসজিদ ছিল সব কিছুর কেন্দ্র বিন্দু। মুসলমান যতদিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রেখে চলেছে হেদায়েতের উপর রয়েছে। যখন মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তখন তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যদি মুসলমান মসজিদের সাথে তাদের সম্পর্ক জুড়ে নেয় এবং মসজিদ থেকে প্রতি জুমুআয় দিক নির্দেশনামূলক যে বয়ান পেশ করা হয় তা মনে প্রাণে আঁকড়ে ধরে তাহলে তারা আবারও সফলতার স্বর্ণ চূড়ায় আরোহণ করতে পারে। অনেক মানুষ এমন আছে যারা ওয়াক্তিয়া নামাযে মসজিদে উপস্থিত না হতে পারলেও জুমুআর দিন ঠিকই মসজিদে হাজির হয়ে যান। সুতরাং এই দিন মসজিদের মিম্বার থেকে মুসল্লিদের উদ্দেশ্যে যদি দিক নির্দেশনামূলক বয়ান প্রচার করা হয় তাহলে অতি অল্প সময়ে আমাদের এই সমাজে আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ...।

বই- সারা বছরের জুমুআর বয়ান ১ম খন্ড
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ৬০০৳
ছাড় মূল্য- ৩০০৳
পৃষ্ঠা সংখ্যা- ৪০০
বাইন্ডিং- হার্ডকাভার

বই- সারা বছরের জুমুআর বয়ান ২য় খন্ড
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ৬০০৳
ছাড় মূল্য- ৩০০৳
পৃষ্ঠা সংখ্যা- ৫১২
বাইন্ডিং- হার্ডকাভার

বই- সারা বছরের জুমুআর বয়ান ৩য় খন্ড
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ৬০০৳
ছাড় মূল্য- ৩০০৳
পৃষ্ঠা সংখ্যা- ৫২৮
বাইন্ডিং- হার্ডকভার
বই পেতে কল করুন- ০১৯১১০০৬৮০৬ (বিকাশ) অথবা মেসেজ করুন আমাদের পেইজের ইনবক্সে

অনুবাদকের নিবেদন'আ'মালে কোরআনী' হযরত মাওলানা আশরাফ আলী থানুভী (রহ.) রচিত একটি আমালিয়াতের কিতাব। ইহাতে মানব জীবনের অজস্র ...
26/09/2024

অনুবাদকের নিবেদন

'আ'মালে কোরআনী' হযরত মাওলানা আশরাফ আলী থানুভী (রহ.) রচিত একটি আমালিয়াতের কিতাব। ইহাতে মানব জীবনের অজস্র সমস্যার কোরআনিক সমাধানের কথা উল্লেখ করা হইয়াছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের উপকারিতা ও ছাওয়াব অফুরন্ত। ইহার একটি হরফের বিনিময়ে কমসেকম দশ নেকীর কথা বলা হইয়াছে। হাদীসে পাকে এরশাদ হইয়াছে, কোরআন তেলাওয়াত হইল উত্তম জিকির। তাছাড়া বুজুর্গানে দ্বীনের বহু নির্ভরযোগ্য কিতাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও সূরার আমল দ্বারা পার্থিব জীবনের অন্তহীন সমস্যা হইতে মুক্তি ও উন্নতির আমল উল্লেখ করা হইয়াছে। হাকীমুল উম্মত মোজাদ্দেদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানুভী (রহ.) রচিত এমনই একটি প্রামাণিক কিতাব 'আ'মালে কোরআনী'।

ইহা মানব জীবনের প্রায় সব ধরনের বিপদাপদ ও রোগ-ব্যাধি হইতে মুক্তি, ব্যবসা-বানিজ্য ও কামাই-রোজগারে বরকত, মামলা-মোকদ্দমায় জয়লাভ, শত্রু ও হিংস্র প্রাণীর আক্রমণ হইতে নিরাপত্তা, চোর-ডাকাতের উপদ্রব ও কীট-পতঙ্গের অনিষ্ট নিবারণ, জ্বিন-ভূতের আছর দফে-ইত্যাদি অসংখ্য বিষয়ে কোরআনের আয়াত দ্বারা আমলের এক নির্ভরযোগ্য কিতাব। মোটকথা, মানুষের পার্থিব জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যত ধরনের সমস্যা এবং উন্নতির যত বিভাগ হইতে পারে উহার প্রায় অধিকাংশেরই-কোরআনী আমলের মাধ্যমে সমাধানের অতি সহজ প্রক্রিয়া এই কিতাবে বিবৃত হইয়াছে। আমরা আশা করিতেছি, পরিপূর্ণ বিশ্বাস এবং এখলাস ও আন্তরিকতার সহিত আমল করিলে নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই এই কিতাব দ্বারা উপকৃত হইবেন। মূল কিতাবটি উর্দু ভাষায়.......

যুগশ্রেষ্ঠ বুযূর্গ আলেমে দ্বীন, আল্লামা আনওয়ার শাহ্ কাশমিরী রহ. । তাঁরলিখিত কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব “আমালিয়া...
25/09/2024

যুগশ্রেষ্ঠ বুযূর্গ আলেমে দ্বীন, আল্লামা আনওয়ার শাহ্ কাশমিরী রহ. । তাঁর
লিখিত কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব “আমালিয়াতে কাশমিরী” ।
বিশেষ করে হক্কানী উলামায়ে কেরামের কাছে এটি একটি সমাদৃত
তদবীরের কিতাব। হযরত আনওয়ার শাহ কাশমিরী রহ. একিতাবটির
মধ্যে তাঁর জীবনের বহু পরীক্ষিত আমল সন্নিবেশিত করেছেন। তাই
তাতে বলার অপেক্ষা রাখে না। এ কিতবটি একটি গুরুত্বপূর্ণ তদবীরের
কিতাব। আমি নিজেও এমন একটি কিতাব অনুবাদ করতে পেরে নিজেকে
ধন্য মনে করছি। যিনি একাজটি করার তাওফিক দিয়েছেন সেই মহান
প্রভু আল্লাহ তাআলার দরবারে শোকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ!
হে আল্লাহ! একিতাবটিসহ আমার লিখিত সকল কিতাব আপনি দয়া করে
কবুল করুন। আমিন!
প্রিয় পাঠকদেরকে বলছি, আপনারা এ কিতাবটি পড়ে আমল করতে
পারলে অনেক জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, ইনশাআল্লাহ!
অন্যান্য অনুবাদ থেকে একটু বেশি ভালো করার চেষ্টা করেছি।
কিতাবখানার মধ্যে কুরআনের আয়াতগুলোরও অনুবাদ দিয়েছি। যেন
পাঠকগণ আয়াতগুলোর অর্থ পড়ে তৃপ্তি পায়। সব মিলিয়ে সর্বচ্চ উন্নত
করার চেষ্টা করা হয়েছে। তবে আমাদের জীবনে অনেক ভুল, তাই
এখানেও ভুল থাকা স্বাভাবিক। পাঠকদের কাছে আরজ, ভুলগুলো জানিয়ে
সুন্দর পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। পরবর্তিতে সংশোধন করে নেয়া
হবে, ইনশাআল্লাহ!
এ কিতাবটি প্রকাশের দায়িত্ব নিয়েছেন স্বনামধন্য ঐতিহ্যবাহি একটি
রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান আশরাফিয়া বুক হাউজ। আমি প্রকাশনী
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার আম্মা-আব্বা, ভাই-বোন,
উস্তাদ-ছাত্র, আত্মীয়-স্বজনসহ সকলের প্রতি রইলো আন্তরিক দু'আ। যারা
আমার প্রতি আন্তরিক।

।। ভুলে ভুলে জীবন পার ।।বর্তমান কুসংস্কারের ব্যাপারে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কিত বিষয়গুলো উম্মোচন করা এবং তার বি...
23/09/2024

।। ভুলে ভুলে জীবন পার ।।
বর্তমান কুসংস্কারের ব্যাপারে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কিত বিষয়গুলো উম্মোচন করা এবং তার বিধানাবলী সম্পর্কে সঠিক সমাধানে উপনীত হওয়ার লক্ষ্যে ও জাতির উপকারার্থে গ্রন্থটি অত্যান্ত ফায়দা জনক। দুনিয়ার চাকচিক্য ও ভোগ বিলাসে মত্ত হয়ে মানুষ এই মহা সত্য বিষয়টির প্রতি চরম উদাসীনতা প্রদর্শন করে নিজের অলৌকিক কামিয়াবি থেকে বঞ্চিত হচ্ছে।

সমকালীন সময়ের যুগোপযোগী অত্যন্ত প্রয়োজনীয় এবং বাস্তবমুখী একটি প্রবন্ধ। বর্তমান কুসংস্কারের মুহূর্তে কি করনীয় কি বর্জনীয় এ বিষয়ে ধারণা থাকা মানব জীবনে অত্যন্ত প্রযোজন। বর্তমান মানুষের দিকে তাকালে দেখা যায় এ বিষয়ে তাদের অজ্ঞতার কারণে বর্জনীয় কাজগুলো হয়ে যাচ্ছে করণীয়। যার পরিণতি খুবই ভয়াবহ।
বই- ভুলে ভুলে জীবন পার
লেখিকা- আলেমা সুমাইয়া তাবাসসুম
মুদ্রিত মূল্য- ৩০০৳
ছাড় মূল্য- ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ২৪৮
বাইন্ডিং- হার্ডকাভার
ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি।
ঢাকার বাহিরে আগে পেমেন্ট করতে হবে।
বই পেতে কল করুন- 01911006806 (বিকাশ)
অথবা মেসেজ করুন আমাদের পেইজের ইনবক্সে

https://www.facebook.com/share/p/KozRpLfTZMdcnT4P/?mibextid=xfxF2i
23/09/2024

https://www.facebook.com/share/p/KozRpLfTZMdcnT4P/?mibextid=xfxF2i

৪৬% পর্যন্ত ছাড়ে পাচ্ছেন *আশরাফিয়া বুক হাউস এর বই

আকর্ষণীয় নোটবুক ফ্রি!
২০-২৫ সেপ্টেম্বর সিরাত গ্রন্থমেলা উপলক্ষে
রকমারি থেকে ৩৯৯+ টাকার ইসলামি বই অর্ডার করলেই!

১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত,
৭০% পর্যন্ত বিশাল ছাড় থাকছে সিরাত ক্যাটাগরি সহ সকল ইসলামি বইয়ে!
৩% অতিরিক্ত ছাড় থাকছে অ্যাপ অর্ডারে (APPUSER) কোড ব্যবহারে।

এছাড়াও
- ৯৯৯+ টাকার ইসলামি বই অর্ডারে থাকছে একটি ইসলামি বই ফ্রি! এবং
- ৭৯৯+ টাকার ইসলামি বই অর্ডারে থাকছে নিশ্চিত ফ্রি শিপিং অফার!

তবে আর দেরি কেন?
আশরাফিয়া বুক হাউস এর বই নিতে ক্লিক: https://rokshort.com/4yhJEuVw6

#রকমারি_সিরাত_গ্রন্থমেলা_২৪

ভূমিকাআলহামদুলিল্লাহ; আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে, তিনি আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা ও কামিয়াবীর জন্য কুরআন-হাদী...
21/09/2024

ভূমিকা

আলহামদুলিল্লাহ; আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে, তিনি আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা ও কামিয়াবীর জন্য কুরআন-হাদীসের বিধান দান করেছেন আর রাসূলে আকরাম (সা:) সাহাবায়ে কেরামের মাধ্যমে তা যথাযথ ভাবে উম্মতের নিকট পৌছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই আমানত বুকে ধারণ করে তাবেঈনদের নিকট তা অর্পণ করেছেন। তাবেঈনগণ পরিপূর্ণ আমানতদারী ও দিয়ানাতের সাথে তা তাবে তাবেঈন ও আয়িম্মায়ে মুজাতাহিদীনদের নিকট সোপর্দ করেছেন। এভাবে সূত্র পরস্পরায় কুরআন- হাদীসের এই ইলম আমাদের পর্যন্ত পৌঁছেছে। সব যুগের উলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে তাদের উপর অর্পিত যিম্মাদারী পালন করতে সচেষ্ট হয়েছেন। আর সাধারণ জনগণ উলামায়ে কেরামের উপর আস্থা পোষণ করে তাদের বর্ণনাকৃত মাসআলা মাসায়িল নির্দ্বিধায় মেনে এসেছেন।

আল্লাহর রাসূলের যুগে দ্বীনী বিষয়ে কোন সমস্যা দেখা দিলে সাহাবায়ে কেরাম নবীজীর নিকট থেকে তার সমাধান জেনে নিতেন। নবীজীর ওফাতের পরে খুলাফায়ে রাশেদীন বিভিন্ন ইসলামী শহরে বড় বড় ফকীহ সাহাবায়ে কেরামকে মাসআলা বয়ান করার দায়িত্ব দিয়েছিলেন। মক্কা-মদীনা, দামেশক, ইয়ামান, বসরা, কুফা প্রভৃতি শহরে লোকেরা তাদের নিকট থেকে সমস্যার সমাধান জেনে নিতেন। কুরআন-হাদীসে সরাসরি কোন মাসআলা না পেলে তারা ইজতিহাদ ও কিয়াসের মাধ্যমে তার সমাধান দিতেন। এভাবেই তাকলীদের সূচনা হয়েছিল। কেননা তাকলীদ মানে হল আমি যেটা জানিনা বা বুঝিনা আমার যিনি বড় তার নিকট থেকে আমি তা বুঝে নিব।

তাকলীদ হচ্ছে মানুষের একটি স্বভাবজাত বিষয়। তাকলীদ ছাড়া কোন মানুষ এক কদমও সামনে অগ্রসর হতে পারেনা। দ্বীনী এবং দুনিয়াবী উভয় ক্ষেত্রেই তাকলীদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কুরআন-হাদীসে স্পষ্টভাবে তাকলীদের নির্দেশ দেয়া হয়েছে। আর সেই কারণেই সাহাবায়ে কেরামের যুগ থেকে তাকলীদের এই সিলসিলা চলে আসছে। বিগত বারশত বছর পর্যন্ত এনিয়ে কোন উচ্চবাচ্য হয়নি। কেউ তাকলীদের বিরোধিতা করেনি।

আল্লাহ পাকেরই খাস মেহেরবানী যে, মানুষের আসানীর জন্য চার ইমামের মধ্যে তাকলীদকে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে। নতুবা মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে

সূচিপত্র১নং অধ্যায়নূরে মুহাম্মদীর বিবরণ.২নং অধ্যায়মুহাম্মদ সা.-এর শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ৩নং অধ্যায়রাসূলে কারীম সা.-এর ব...
19/09/2024

সূচিপত্র

১নং অধ্যায়

নূরে মুহাম্মদীর বিবরণ.

২নং অধ্যায়

মুহাম্মদ সা.-এর শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ

৩নং অধ্যায়

রাসূলে কারীম সা.-এর বংশীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব.

৪নং অধ্যায়

রাসূলে কারীম সা.-এর পিতা ও তার পূর্বপুরুষদের মাঝে নূরে মুহাম্মদীর ঝলক

৫নং অধ্যায়

রাসূলে কারীম সা.-এর গর্ভকালীন বরকত সমূহ

৬নং অধ্যায়

রাসূলে কারীম সা.-এর ভূমিষ্টকালীন অলৌকিক ঘটনাবলী.

৭নং অধ্যায়

রাসূলুল্লাহ সা.-এর শুভাগমনের দিবস-মাস, বছর-সময় ও স্থান,

৮নং অধ্যায়

রাসূলুল্লাহ সা.-এর শৈশবকালীন কিছু ঘটনার বিবরণ.

৯নং অধ্যায়

রাসূলুল্লাহ সা.-এর তত্ত্বাবধানকারী ও দুদ্ধদানকারীগণ,

রাসূলুল্লাহ সা. যে সকল নারীর কোলে লালিত পালিত হন।

১০নং অধ্যায়

রাসূলুল্লাহ সা.-এর যৌবন কালের কিছু ঘটনাবলী,

১১নং অধ্যায়

অহীর সূচনা ও কাফেরদের বিরোধিতা

১২নং অধ্যায়

মে'রাজের ঘটনা।

মে'রাজ সম্পর্কিত বর্ণনা সমূহ,

Address

11/1 Islami Tawar Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস:

Videos

Share

Category

Nearby media companies