Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস

Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস অভিজাত মুদ্রন ও প্রকাশনা প্রতিষ্ঠান

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমাদের প্রকাশনীতে যে সকল বই পাওয়া যায়......

১. কওমী মাদ্রাসার মূল দরসী কিতাবসমূহ ।

২. দরসী কিতাবের নোট সমূহ ।

৩. কুরআনের তাফসীর সংক্রান্ত বই সমূহ ।

8. উর্দু, আরবী, বাংলা অভীধান সমূহ ।

৫. মুসলিম সমাজে সাড়া জাগানো ধর্মীয় গ্রন্থাবলী ।

৬. ছাত্র-ছাত্রীদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৭. মা বোনদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৮. রয়েছে বিভিন্ন প্যাকেজ ও সিরিজ সমূহ।

।। আ’মালে ইসমে আযম ।।রূহানী চিকিৎসার উপকারিতা সম্পর্কে কে অস্বীকার করতে পারে? এই চিকিৎসার হক ও যোগ্যতা প্রকৃতপক্ষে আল্লা...
05/11/2025

।। আ’মালে ইসমে আযম ।।

রূহানী চিকিৎসার উপকারিতা সম্পর্কে কে অস্বীকার করতে পারে? এই চিকিৎসার হক ও যোগ্যতা প্রকৃতপক্ষে আল্লাহর আরেফ ও আল্লাহর বিশেষ নেক বান্দাদেরই আছে। ঈমান ও আমলের শক্তি যে ব্যক্তির মধ্যে যে পরিমাণ বিরাজ করবে, সেই পরিমাণেই তার আমল ও চিকিৎসা সফল, প্রভাবপূর্ণ এবং কার্যকর হবে।

বইটিতে, একজন মানুষের জীবনের যাবতীয় হাযত (প্রয়োজন থেকে শুরু করে বিপদ-আপদ, বালা-মুছিবত) সকল প্রকারের আমলী তদবীর রয়েছে ।

বই- আ’মালে ইসমে আযম
লেখক- আবু রাযীন মুহাম্মদ নুরুল আমীন আমীরী
মুদ্রিত মূল্য- ২০০৳
ছাড় মূল্য- ১০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪
বাইন্ডিং- হার্ডকাভার

।। জান্নাত ও জাহান্নাম ।। একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত...
04/11/2025

।। জান্নাত ও জাহান্নাম ।।
একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের আকাঙ্ক্ষাই হওয়া উচিত। কারণ আমাদের পার্থিব জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী।
আল্লাহর বাণী
"আর পার্থিব জীবনটাতো খেল-তামাশা ব্যতীত কিছুই নয়, আর মুত্তাকীদের জন্য পরকালের বাসস্থানই উত্তম,তোমরা কি ভেবে দেখ না?" সূরা আনআম : ৩২
গ্রন্থটিতে আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে জান্নাতের অফুরন্ত নায-নেয়ামত ও কল্পনাতীত শান্তি সম্পর্কে আলোচনার পাশা পাশি, জাহান্নামের বিভীষিকাময় শাস্তি ও সীমাহীন কষ্টের বিষয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটির শেষের দিকে জাহান্নামের প্রবেশের কারণসহ জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভের কতিপয় উপায় নিয়ে আলাচনা করা হয়েছে। গ্রন্থটি আমলের নিয়তে আন্তরিকতার সঙ্গে পড়লে আমাদের হৃদয়ে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে চলার প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যার ফলে পার্থিব জীবন পরিপূর্ণরূপে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা অত্যন্ত সহজ হবে এবং আখেরাতের অনন্ত জীবনে জান্নাত লাভে ধন্য হওয়া সম্ভব হবে। গ্রন্থটি রচনায় কুরআন ও হাদীসকে সর্বাধিক প্রাধান্য দিয়ে তথ্যসূত্র সহ উপস্থাপন করা হয়েছে, যাতে করে গবেষক, শিক্ষার্থী ও পাঠকবৃন্দ অধিক উপকৃত হতে পারেন।

বই- জান্নাত ও জাহান্নাম
লেখক- মাওলানা মোঃ মীযানুর রহমান
নির্ধারিত- ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৭৬
বাইন্ডিং- হার্ডকাভার

অতি শীগ্রই আসছে ইনশা আল্লাহ!....রাসুলুল্লাহ সা.  কেমন ছিলেন? তাঁর চেহারা-আকৃতি, চালচলন, আচার-আচরণ, নৈতিকতা ও চারিত্রিক গ...
03/11/2025

অতি শীগ্রই আসছে ইনশা আল্লাহ!....
রাসুলুল্লাহ সা. কেমন ছিলেন? তাঁর চেহারা-আকৃতি, চালচলন, আচার-আচরণ, নৈতিকতা ও চারিত্রিক গুণাবলী কি ছিল? এটা জানার আগ্রহ প্রতিটা মুমিনের হৃদয় তাকে সর্বদা ব্যাকুল করে রাখে ।
এ প্রশ্নের উত্তর সর্বপ্রথম দিয়েছেন তাঁর সোহবাতে ধণ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাঁরা নবিজি সা. এর সান্নিধ্যে ছিলেন, তাঁর প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করেছেন, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শকে অনুসরণ করেছেন। তাই তাঁদের মুখের বর্ণনা আজও আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য।
বর্তমান সময়ে যখন মানুষের চরিত্র ও আদর্শের সংকট প্রকট, তখন রাসুল সা. এর জীবনের প্রতিটি দিক জানা ও বাস্তায়ন করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখেই বক্ষ্যমাণ " সাহাবিদের চোঁখে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ" পুস্তকটি সংকলন করা হয়েছে। এতে পাঠকগণ নবিজির চেহারা-মুখাবয়ব, দৈহিক সৌন্দর্য, আচার-আচরণ, দয়া-করুণা, নম্রতা, দুঃখ-কষ্ট সহ্যশক্তি এবং সকল ক্ষেত্রে তাঁর অনন্য চরিত্রের চিত্র একত্রে দেখতে পারবেন।
তাই আমাদের প্রত্যেকেই মনের আয়নায় নবিজি সা. এর ছবি একে নিজের জিবনকে নবিজি সা. এর আদর্শে সাজাতে পুস্তকটি যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আল্লাহ তা'আলা সকলকে মুত্তাবিয়ে সুন্নাত হিসেবে কবুল করেন, আমীন.....
বই- সাহাবিদের চোখে বিশ্বনবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.
সংকলন- মুফতী উবায়দুল্লাহ শাকির

।। সুন্নতের রাজপথ ।। আলহামদুলিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ঈমানের মত মহা দৌলত নসীব করেছেন আর আখেরী নবীর উম্মতের...
02/11/2025

।। সুন্নতের রাজপথ ।।
আলহামদুলিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ঈমানের মত মহা দৌলত নসীব করেছেন আর আখেরী নবীর উম্মতের মধ্যে শামিল করেছেন এই জন্য আমরা যত শুকরিয়া আদায় করি তা কম। আখেরী নবীর উম্মত হওয়ার প্রকৃত শুকরিয়া তাে এটাই যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও আদর্শের অনুসরণ করতে হবে। কেননা তার আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহ পাকের মাগফিরাত ও ভালবাসা। কিন্তু পরিতাপের বিষয় যে, আমরা সুন্নতকে পরিত্যাগ করে বিজাতীয় কৃষ্টি-কালচারের মধ্যে মুক্তি ও অগ্রগতি খুঁজি। তাই দেখা যায়, মুসলমান নামে মুসলমান রয়েছে গেছে কিন্তু লেবাসে পােশাকে তাকে মুসলমান হিসেবে চেনা মুশকিল। খুব ভাল ভাবে মনে রাখতে হবে, মুসলমান যদি নবীর আদর্শকে মনে প্রাণে আঁকড়ে না ধরে তাহলে তার জন্য লাঞ্ছনা অবধারিত। সে কখনও পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুতরাং প্রতিটি কাজ করার আগে আমাদেরকে তালাশ করতে হবে যে, উক্ত কাজে আল্লাহর হুকুম কি আর রাসূলের তরীকা কি? আর এই সম্পর্কে জানার জন্য বাজারে বিভিন্ন সুন্নতের কিতাব পাওয়া যায়। নির্ভরযােগ্য লেখকের সংকলন হলে তার কোন একটি সংগ্রহ করে তদনুযায়ী আমল করা যায়।
কিন্তু পাঠকদের হাতে আমরা যে কিতাবের অনুবাদ তুলে দিতে যাচ্ছি এই কিতাবটির বিশেষ একটি বৈশিষ্ট রয়েছে, যা অন্যান্য কিতাবে নাই। আর তা হল মানুষের দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড আছে বা থাকতে পারে তাতে প্রত্যেকটির সুন্নত তরীকা তুলে ধরা হয়েছে। সাথে সাথে উক্ত সুন্নতের হিকমত ও ফায়েদাও তুলে ধরা হয়েছে। যেটি পড়ার পরে মানুষের মনে সুন্নতের উপর আমল করার একটা জযবা তৈরি হয়ে যায়। তাছাড়া বইটিকে নির্ভরযােগ্য করার জন্য যা কিছু করার দরকার লেখক তার সবটুকু করেছেন। এই জন্য এর নাম রাখা হয়েছে সুন্নতের রাজপথ।
আশা করি বইটি আমাদেরকে সুন্নতের উপর চলার জন্য রাজপথের কাজ দেবে। আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সুন্নতের আশেক হওয়ার তাওফীক দান করুন।
আমীন!
বই- সুন্নতের রাজপথ
মূল- মুফতী আব্দুশ শাকূর কাসেমী পাকিস্তান
অনুবাদ- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ৫৪০৳
ছাড় মূল্য- ২৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৩২০
বাইন্ডিং- হার্ডকাভার

।। দরূদ শরীফ গুরুত্ব, ফাযায়িল ও মাসায়িল ।। দরূদ শরীফ' একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতে রহমতের অর্থে বান্দার সাথে মহান ...
28/10/2025

।। দরূদ শরীফ গুরুত্ব, ফাযায়িল ও মাসায়িল ।।
দরূদ শরীফ' একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতে রহমতের অর্থে বান্দার সাথে মহান আল্লাহও শামিল। গােলামের সাথে মনিবের সমন্বয়। কোনাে ইবাদতের জন্য এরচেয়ে ফযীলত আর কি হতে পারে?।
বই- দরূদ শরীফ গুরুত্ব, ফাযায়িল ও মাসায়িল
লেখক- মুফতী ওমর ফারুক
মুদ্রিত মূল্য- ১২০৳
ছাড় মূল্য- ৬০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার

।। দিবারাত্রে সুন্নাতে রাসূল সা. ও মাসনূন দু'আ ।। মুসলমান হিসাবে দুনিয়া-আখেরাতের সফলতা আমরা সকলেই আশা করি | তবে কাঙ্খিত...
25/10/2025

।। দিবারাত্রে সুন্নাতে রাসূল সা. ও মাসনূন দু'আ ।।
মুসলমান হিসাবে দুনিয়া-আখেরাতের সফলতা আমরা সকলেই আশা করি | তবে কাঙ্খিত সফলতার পথ নির্ধারণে বেশীরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিয়ে থাকি। একেক জন একেক পথকে প্রাধান্য দিয়ে সেখানেই খুঁজতে থাকি সফলতা অথচ নবীজি সা. এর সুন্নাতের ভিতরেই নিহিত রয়েছে উম্মাতের দুনিয়া-আখেরাতের সকল ধরনের সফলতা আর কল্যাণ। যে ব্যক্তি রাসূল সা. এর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে সক্ষম হবে, সে দুনিয়া-আখেরাতের সফল হিসাবে বিবেচিত হবে। সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে দৈনন্দিন কাজের অতি প্রয়োজনীয় সুন্নাত সমূহ উম্মতের জন্য পালন সহজ করোনার্থে সংক্ষিপ্তাকারে একত্রিত করে পেশ করেছেন তরুণ আলেম, দারুল আরকাম মাদরাসা যশোরের নায়েবে মুহতামিম, আমার অত্যন্ত স্নেহাস্পদ মুফতী উবায়দুল্লাহ শাকির।

বই- দিবা-রাত্রে সুন্নাতে রাসূল সা. ও মাসনূন দু'আ
লেখক- মুফতী উবায়দুল্লাহ শাকির
মুদ্রিত মূল্য- ২০০৳
ছাড় মূল্য- ১০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪
বাইন্ডিং- হার্ডকাভার

|| আলোকিত দু'আ ||★ বইটি পড়লে আপনি ১২০ টি মূল্যবাণ দোয়া সম্পর্কে জানতে পারবেন, যা আমাদের জীবনের চলার পাথেও। তাই দেরি না ক...
23/10/2025

|| আলোকিত দু'আ ||
★ বইটি পড়লে আপনি ১২০ টি মূল্যবাণ দোয়া সম্পর্কে জানতে পারবেন, যা আমাদের জীবনের চলার পাথেও। তাই দেরি না করে আজই বইটি সংগ্রহ করুন।
বুযুর্গানে দ্বীনের আমলি দু'আসমূহ সম্পর্কে জানতে আমাদের এই বইটা সংগ্রহ করুন।

বই- আলোকিত দু'আ
মূল- শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী
অনুবাদ- মুহাম্মদ আল-আমীন, মুহাম্মদ আবু হুরায়রা
মুদ্রিত মূল্য- ২০০৳
ছাড় মূল্য- ১০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১০৪

।। ইসলাম ও মানবাধিকার ।। মানবাধিকার। পশ্চিমাদের মুখরোচক এক শ্লোগান। নিজেদের পাপ ঢাকার বিরাট হাতিয়ার। যারা মুখে মানবাধিক...
21/10/2025

।। ইসলাম ও মানবাধিকার ।।
মানবাধিকার। পশ্চিমাদের মুখরোচক এক শ্লোগান। নিজেদের পাপ ঢাকার বিরাট হাতিয়ার। যারা মুখে মানবাধিকারের বুলি আওড়ায় অথচ তাদের স্বার্থান্বেষী আগ্রাসী মানবাধিকারের মরণ ছোবলে আজ বিশ্ব মানবতা মৃত্যুকাতর। আসলে মানবাধিকারের সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি যেমন তাদের কাছে নেই তেমনি এর ধারে কাছেও তারা নেই।
তাহলে যদি প্রশ্নো করা হয়, যে মানবাধীকার বলতে কি বুঝায়- মানুষের পূর্ণ মুক্ত স্বাধীনতা নাকি শর্তসাপেক্ষ স্বাধীনতা? তাদের মতে, পূর্ণ মুক্ত স্বাধীনতা হতে পারবে না কারন সবার আলাদা আলাদা মুক্তচিন্তা রয়েছে, তাহলে শর্তসাপেক্ষ স্বাধীনতা ।
এখন প্রশ্নো হলো, সে শর্ত কিসের ভিত্তিতে আরোপ করা হবে এবং কে আরোপ করবে? সুতরাং বর্তমানে মানবাধীকারের অযুহাতে পশ্চিমারা ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ স্বার্থান্বেষী আগ্রাসী মানবাধিকারের সামাজিক ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে ।
তাই মানবাধিকার কি ও কেন? এর সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি কি এ ব্যাপারে আলোকপাত করেছেন বর্তমান বিশ্বের নন্দিত আলেমে দীন, আল্লামা মুফতী তাকী উসমানী (দা.বা.) এর…..

বই- ইসলাম ও মানবাধিকার
মূল- শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী
অনুবাদ- মুফতী মুহাম্মদ ওমর ফারুক
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার

ফযিলতের দিবস রজনীলেখক- শাইখুল ইসলাম আল্লামা ত্বাকী উসমানীমুদ্রিত মূল্য- ২০০৳ছাড় মূল্য- ১০০৳পৃষ্ঠা সংখ্যা- ১২৮বাইন্ডিং- হ...
20/10/2025

ফযিলতের দিবস রজনী
লেখক- শাইখুল ইসলাম আল্লামা ত্বাকী উসমানী
মুদ্রিত মূল্য- ২০০৳
ছাড় মূল্য- ১০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১২৮
বাইন্ডিং- হার্ডকাভার

।। সহজ নেকি ।।হামদ ও সালাতের পর- মানবসৃষ্টির লক্ষ্য একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি ...
19/10/2025

।। সহজ নেকি ।।
হামদ ও সালাতের পর- মানবসৃষ্টির লক্ষ্য একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনই মানবজীবনের আসল ও প্রধান লক্ষ্য। কিন্তু মানুষ দুনিয়ার ঝক্কি-ঝামেলায় আষ্টেপৃষ্ঠে জড়িত হয়ে স্বীয় লক্ষ্য হতে একেবারে উদাসীন। এর ফাঁকেও যারা ইবাদতগুযার- তারা ইবাদতকে শুধু ফরয নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি পর্যন্তই সীমাবদ্ধ করে রেখেছে। এ ছাড়াও যে মুমিন জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে ইবাদত ও আমলের সুবিশাল ময়দান, এ ব্যাপারে অনেকেই বে-খবর। কিংবা জানা থাকলেও সেগুলোর ফযিলত, গুরুত্ব ও প্রতিদানের বিষয়টি অন্তরে জাগরূক না থাকায় সেগুলো বাস্তবায়নে মানুষ অগ্রসর হয় না। অথচ ছোট্ট একটি আমল দ্বারাই মিলতে পারে মুক্তির সনদ। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন- 'তোমরা নেকীর কোনো বিষয়কে তুচ্ছ মনে করো না।' এসব ছোট ছোট নেক আমলকে সন্নিবন্ধ করে পুস্তিকা আকারে পেশ করেছেন, জগদ্বিখ্যাত আলেমে দীন, শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী দা. বা.। নাম রেখেছেন 'আসান নেকীরা' বইটির বঙ্গানুবাদ করে এর নাম রাখা হয়েছে 'সহজ নেকী' । বইটি প্রতিটি মুমিনের হৃদয়ে নেকী অর্জনের আগ্রহ জাগ্রত করবে ইনশাআল্লাহ!

বই- সহজ নেকি
লেখক- মুফতী মুহাম্মদ তাকী উসমানী
মুদ্রিত মূল্য- ২০০৳
ছাড় মূল্য- ১০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১২৮
বাইন্ডিং- হার্ডকাভার

।। মাযহাব কুরআন হাদীসের বাইরে নয় ।।আমরা এমন একযুগে অবস্থান করছি, যখন সর্বপ্রকার ফেতনা পূর্ণ উদ্যমে মুসলমানদের ঈমান ও আমল...
18/10/2025

।। মাযহাব কুরআন হাদীসের বাইরে নয় ।।
আমরা এমন একযুগে অবস্থান করছি, যখন সর্বপ্রকার ফেতনা পূর্ণ উদ্যমে মুসলমানদের ঈমান ও আমলকে হরণ করার জঘণ্য খেলায় লিপ্ত। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দুস্কর হয়ে পড়েছে।
তাকলীদ হচ্ছে মানুষের একটি স্বভাবজাত বিষয়। তাকলীদ ছাড়া কোন মানুষ এক কদমও অগ্রসর হতে পারে না। দ্বীনী এবং দুনিয়াবী উভয় ক্ষেত্রেই তাকলীদের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।
কুরআন এবং হাদীসে স্পষ্টভাবে তাকলীদের নির্দেশ দেয়া হয়েছে। পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সমাজে কিছু লােক ইহুদী খৃষ্টানদের দোসর সেজে ইসলাম ও মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য তাকলীদ ও মাযহাব বিরােধী প্রচার প্রপাগাণ্ডা চালিয়ে সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই কঠিন মুহুর্তে তাদের মােকাবেলা করার জন্য হক্কানী ওলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা একান্ত জরুরী। আল্লাহ তায়ালার অশেষ কৃপা, ওলামায়ে কেরাম সর্বদাই সর্বপ্রকার বাতিলের সফল মােকাবেলা করে আসছেন। প্রায় তিন শতাব্দি পূর্বে জন্ম নেয়া গাইরে মুকাল্লিদরাও এসব ফেতনার একটি।
বই- মাযহাব কুরআন হাদীসের বাইরে নয়
লেখক- মুফতী উবায়দুল্লাহ শাকির
মুদ্রিত মূল্য- ৪০৳
ছাড় মূল্য- ২০৳
পৃষ্ঠা সংখ্যা- ৪৪
বাইন্ডিং- পেপারব্যাক

Address

আশরাফিয়া বুক হাউস ১ম তলা [দোকান নং ৬] ইসলামি টাওয়ার, ১১/১ বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস:

Share

Category