পুঁথি পুরাণ

পুঁথি পুরাণ প্রকাশনা সংস্থা এবং পুস্তক বিক্রেতা ।

আগামীকালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ দুটির ফলাফল প্রেডিকশন করেজিতে নিতে পারেন, পুঁথি পুরাণ হতে প্রকাশিত - আপনার পছন্দের যেক...
08/12/2022

আগামীকালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ দুটির ফলাফল প্রেডিকশন করে
জিতে নিতে পারেন, পুঁথি পুরাণ হতে প্রকাশিত - আপনার পছন্দের যেকোনো বই !! 😍

নিম্নের ফরম্যাটে আপনার প্রেডিকশন কমেন্ট করুনঃ
BRA (গোল সংখ্যা) - CRO (গোল সংখ্যা)
ARG (গোল সংখ্যা) - NED (গোল সংখ্যা)

কমেন্ট করা যাবে, আগামীকাল (৯ তারিখ) সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

যার দুটি প্রেডিকশন সঠিক হবে, তিনি বিজয়ী হবেন।
একাধিক জনের প্রেডিকশন সঠিক হলে, সেক্ষেত্রে দৈবচয়নের ভিত্তিতে ফলাফল দেওয়া হবে।

প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় - এর জমজমাট লেখনি !অভীক কুমার মৈত্র - এর দুর্দান্ত ইলাস্ট্রেশন !!পরাগ ওয়াহিদ - এর নান্দনিক প্র...
07/12/2022

প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় - এর জমজমাট লেখনি !
অভীক কুমার মৈত্র - এর দুর্দান্ত ইলাস্ট্রেশন !!
পরাগ ওয়াহিদ - এর নান্দনিক প্রচ্ছদ !!!
সজল চৌধুরী - এর ক্লাসিক বুকমার্ক ডিজাইন !!!!
সাথে সালেহ আহমেদ মুবিন - এর বিশেষ মুখবন্ধ !!!!!

ফেলুদা ভক্তদের জন্য আর কী চাই ! 😍

এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশঃ
“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”

২৭% ছাড়ে ২৫৫ টাকা
সাথে ডেলিভারি চার্জ মাত্র ৪৮ টাকা।
এছাড়াও “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার! 🥰

02/12/2022

একের ভিতর দুই
কিংবা একটি কিনলে একটি ফ্রি - বলা যেতে পারে 😁

এক মলাটে দুটি "ফেলুদা প্যাস্টিশ"
আজ রাত ১২ টা পর্যন্ত প্রি-অর্ডারের ছাড়ে অর্ডার করা যাচ্ছে,
সাথে অর্ডার করা যাবে "রহস্য রোমাঞ্চ" সংকলনও 😍

ভিডিও কৃতজ্ঞতা Bookaholic Times ❤️

প্রি-অর্ডার এবং বইয়ের মূল্যসহ বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/618921913324396/

আজ থেকে শুরু হয়েছে - 😍প্রি-অর্ডারের "ফেলুদা প্যস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" এর পার্সেল ডেলিভারি। আশা করি সকলেই শনিবার/ রবি...
01/12/2022

আজ থেকে শুরু হয়েছে - 😍
প্রি-অর্ডারের "ফেলুদা প্যস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" এর পার্সেল ডেলিভারি।
আশা করি সকলেই শনিবার/ রবিবার এর মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন।

পুঁথি পুরাণে যারা বই দুটি সেট আকারে এক্সক্লুসিভ প্রি-অর্ডার করেছিলেন (৩ নভেম্বর পর্যন্ত)
তাদের জন্য থাকছে আমাদের পক্ষে থেকে একটি ৩২ পেজের "কমিকস" উপহার 😍
সাথে সবার জন্য বুকমার্ক ও ফেলুদার সিনেমার আইকনের ক্যারেক্টার কার্ড তো থাকছেই 😊

29/11/2022

ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে
"ফেলুদা প্যাস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" 😍

প্রি-অর্ডারকারীদের মধ্যে কারও ঠিকানা কিংবা মোবাইল নাম্বার পরিবর্তনের প্রয়োজন হলে, বুধবার সন্ধ্যার মধ্যে পেজে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

আর এক্সক্লুসিভ প্রি-অর্ডারকারীদের (আমাদের পেজে ৩ নভেম্বর পর্যন্ত) জন্য থাকছে আমাদের পক্ষে থেকে বিশেষ কিছু 😁

18/11/2022

প্রি-অর্ডার !

চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ
"ইনসাইড দ্য ফ্রেম"

২৬% ছাড়ে
২০৭ টাকা।
সাথে ডেলিভারী চার্জ ৪৮ টাকা।

"ইনসাইড দ্য ফ্রেম" বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন - বিএফএসএ এর উদ্যেগে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ, যার পাবলিশিং পার্টনার হিসেবে আছে "মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা"। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বর্তমান এবং সাবেক চলচ্চিত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকাশিত প্রথম চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ এটি। চলচ্চিত্র শিক্ষার্থীদের ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনাকে একত্রিত করার প্রয়াসে, তাদের মতামত ও বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
এছাড়াও বইটিতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এর মতো চলচ্চিত্র ব্যক্তিত্বের অপ্রকাশিত প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা চলচ্চিত্র প্রেমীদের ভালো লাগবে বলে আশা করি।
বইটির মুখবন্ধ লিখেছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

বইটিতে যেসকল বিষয়ে আলোচনা করা হয়েছেঃ
* জনরা হোক হাতিয়ার
* বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অশ্লীলতা
* চলচ্চিত্রে সাহিত্যের প্রভাব
* ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রে সংগীত, প্রসঙ্গ: কোমল গান্ধার
* চলচ্চিত্রে ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব
* বাংলাদেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধু
* চলচ্চিত্রে প্যারিস সিনড্রোম
* দেশ, কাল ও চলচ্চিত্র
* অভিনয় চলচ্চিত্রের প্রাণ, প্রসঙ্গ: সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'
* রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ন
* সোমা, চান্দু, সত্য, বিউটি এবং নাম না জানা আরও লক্ষ মানুষের মায়ার জঞ্জালের গল্প
* পরিচালকের কাজ
* ঋত্বিক ঘটকের সাক্ষাৎকার

জন্মদিনের গিফট পাঠাতে ভুলবেন না কিন্তু !আমাদের ঠিকানা পেজের বিস্তারিত-তে দেওয়া আছে 😁
14/11/2022

জন্মদিনের গিফট পাঠাতে ভুলবেন না কিন্তু !
আমাদের ঠিকানা পেজের বিস্তারিত-তে দেওয়া আছে 😁

আমাদের পেজ ছাড়াও "ফেলুদা প্যাস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" প্রি-অর্ডার করা যাচ্ছে, বিভিন্ন বুকশপে 😍এছাড়াও কলকাতার পাঠকরাও প...
14/11/2022

আমাদের পেজ ছাড়াও "ফেলুদা প্যাস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" প্রি-অর্ডার করা যাচ্ছে, বিভিন্ন বুকশপে 😍
এছাড়াও কলকাতার পাঠকরাও পাচ্ছেন "রহস্য রোমাঞ্চ" প্রি-অর্ডারের সুযোগ 😊

প্রি-অর্ডার !৩২% ছাড়, বুকমার্ক, মাত্র ১৭ টাকায় ডেলিভারি 😍বই ১: “রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল” (এক মলাটে দু...
14/11/2022

প্রি-অর্ডার !
৩২% ছাড়, বুকমার্ক, মাত্র ১৭ টাকায় ডেলিভারি 😍

বই ১:
“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩২% ছাড়ে প্রি-অর্ডার মূল্য: ২৩৮ টাকা
প্রি-অর্ডারে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

-------

বই ২:
থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
(পেপারব্যাক, সাদা কাগজ)

মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
৩২% ছাড়ে প্রি-অর্ডার মূল্য: ২৪৪ টাকা

সংকলনে থাকছে ১টি নভেলা এবং ২১টি গল্প!
বিস্তারিত লেখক তালিকা জানতে: https://www.facebook.com/puthipuran/photos/579838750566046

-------

বই দুটির প্রকাশকাল: ২১ নভেম্বর।

“ফেলুদা প্যাস্টিশ” এবং “রহস্য রোমাঞ্চ” একত্রে প্রি-অর্ডার করলে মাত্র ১৭ টাকায় ডেলিভারি !!
দুটি বই আলাদা ভাবেও প্রি-অর্ডার করা যাবে।
সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ৪৮ টাকা অতিরিক্ত যুক্ত হবে।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।

প্রি-অর্ডার করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

এছাড়াও বই দুটি প্রি-অর্ডার করা যাচ্ছে, আপনার পছন্দের যেকোনো বুকশপে !

"ফেলুদা প্যাস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" বই দুটিপ্রকাশিত হবে ২১ নভেম্বর। ফেলুদার প্যাস্টিশের কাজ বেশ এগিয়ে গেলেও, গত সপ্তা...
12/11/2022

"ফেলুদা প্যাস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" বই দুটি
প্রকাশিত হবে ২১ নভেম্বর।

ফেলুদার প্যাস্টিশের কাজ বেশ এগিয়ে গেলেও, গত সপ্তাহে কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে রহস্য রোমাঞ্চ বইটি প্রকাশ হতে কিছুদিন অতিরিক্ত সময় লাগছে। ফলে আমরা বই দুটির নতুন প্রকাশকাল ঘোষণা করছি।
বই প্রকাশে বিলম্ব হওয়ায়, আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বর্তমান বইয়ের বাজারের অস্থির পরিস্থিতি বিবেচনায়, পাঠকরা আমাদের পাশে থাকবেন বলে আশা করি।

উল্লেখ্য, যারা প্রি-অর্ডার করেছেন; বই কুরিয়ার করা হলে তাদের জানিয়ে দেওয়া হবে।

২০ তারিখ পর্যন্ত পূর্বের ছাড়ে প্রি-অর্ডার করা যাবে।
প্রি-অর্ডারের বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/611841207365800/

গত কয়েকদিনে কাগজের মূল্য আবারও একদফার বৃদ্ধি পেয়েছে। এবং এবারের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক পর্যায়ের। এর প্রভাব প্রোডাকশন স্...
10/11/2022

গত কয়েকদিনে কাগজের মূল্য আবারও একদফার বৃদ্ধি পেয়েছে। এবং এবারের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক পর্যায়ের। এর প্রভাব প্রোডাকশন স্টেজে থাকা সকল বইয়ের উপরেই পড়ছে।
তবে যারা "ফেলুদা প্যস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" প্রি-অর্ডার করেছেন / করবেন, তারা ভাগ্যবান বলা যায়। কারণ প্রি-অর্ডার শেষ হওয়ায় পর এই পরিমাণ ছাড় হয়তো আর কখনই পাওয়া যাবে না। এই অবস্থায় বই রিলিজ হওয়ায় পর, ছাড়ে একটি বড় পরিবর্তন আসবে।

উল্লেখ্য, "ফেলুদা প্যাস্টিশ" নিদিষ্ট সময়ে চলে আসলেও "রহস্য রোমাঞ্চ" প্রকাশিত হতে আরও ৪/৫ দিন অতিরিক্ত সময় লাগতে পারে। বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বই প্রকাশের নতুন তারিখ, আমরা এক-দু দিনের মধ্যেই জানিয়ে দিবো।

"ফেলুদা প্যস্টিশ" এবং "রহস্য রোমাঞ্চ" প্রি-অর্ডার এর বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/611841207365800/

কলকাতার পাঠকরা "রহস্য রোমাঞ্চ" প্রি-বুকিং করতে পারবেনবইবাংলা হতে 😍
10/11/2022

কলকাতার পাঠকরা "রহস্য রোমাঞ্চ" প্রি-বুকিং করতে পারবেন
বইবাংলা হতে 😍

এক্সক্লুসিভ "ফেলুদা-তোপসে-জটায়ু" বুকমার্ক সেট উপহার হিসেবে পাওয়া যাচ্ছে, শুধু প্রি-অর্ডার করলেই। 😍স্টক সীমিত, তাই দ্রুত ...
05/11/2022

এক্সক্লুসিভ "ফেলুদা-তোপসে-জটায়ু" বুকমার্ক সেট উপহার হিসেবে পাওয়া যাচ্ছে, শুধু প্রি-অর্ডার করলেই। 😍
স্টক সীমিত, তাই দ্রুত প্রি-অর্ডার করুন।

বুকমার্ক ডিজাইন: সজল চৌধুরী

প্রি-অর্ডারের বিস্তারিত:
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/611841207365800/

04/11/2022

পুঁথি পুরাণ হতে প্রকাশিতব্য ফেলুদা প্যাস্টিশ “রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল” বইটি শুধু বাংলাদেশে প্রকাশ এবং বিক্রয়ের স্বত্ব পুঁথি পুরাণের।
কলকাতার অনেক পাঠক বইটি নেওয়ার জন্য আমাদের / আমাদের কলকাতা পরিবেশকদের নিকট যোগাযোগ করছেন। কলকাতায় এই বইটির স্বত্ব "সৃষ্টিসুখ প্রকাশন" এর।
তাই কলকাতায় পাঠকদের আমরা অনুরোধ করছি Sristisukh এর পেজে যোগাযোগ করে আপনার ফেলুদা প্যাস্টিশ এর কপিটি সংগ্রহ করার জন্য।

প্রি-অর্ডার !৩২% ছাড়, বুকমার্ক, মাত্র ১৭ টাকায় ডেলিভারি 😍বই ১: “রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল” (এক মলাটে দু...
04/11/2022

প্রি-অর্ডার !
৩২% ছাড়, বুকমার্ক, মাত্র ১৭ টাকায় ডেলিভারি 😍

বই ১:
“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩২% ছাড়ে প্রি-অর্ডার মূল্য: ২৩৮ টাকা
প্রি-অর্ডারে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

-------

বই ২:
থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
(পেপারব্যাক, সাদা কাগজ)

মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
৩২% ছাড়ে প্রি-অর্ডার মূল্য: ২৪৪ টাকা

সংকলনে থাকছে ১টি নভেলা এবং ২১টি গল্প!
বিস্তারিত লেখক তালিকা জানতে: https://www.facebook.com/puthipuran/photos/579838750566046

-------

বই দুটির প্রকাশকাল: ১২ নভেম্বর।

“ফেলুদা প্যাস্টিশ” এবং “রহস্য রোমাঞ্চ” একত্রে প্রি-অর্ডার করলে মাত্র ১৭ টাকায় ডেলিভারি !!

দুটি বই আলাদা ভাবেও প্রি-অর্ডার করা যাবে।
সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ৪৮ টাকা অতিরিক্ত যুক্ত হবে।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।

প্রি-অর্ডার করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

এছাড়াও বই দুটি প্রি-অর্ডার করা যাচ্ছে, আপনার পছন্দের যেকোনো বুকশপে !

যাওয়ার আগের দিন ফেলুদা বলল ‘তোপসে, চট্ করে তৈরি হয়ে নে তো, একবার সিধুজ্যাঠার বাড়ি ঘুরে আসি। দিল্লীর আসল ইতিহাস জানার জন্...
03/11/2022

যাওয়ার আগের দিন ফেলুদা বলল ‘তোপসে, চট্ করে তৈরি হয়ে নে তো, একবার সিধুজ্যাঠার বাড়ি ঘুরে আসি। দিল্লীর আসল ইতিহাস জানার জন্য কোন অলিগলিতে ঘুরতে হবে সেটা উনি ছাড়া আর কে বলবেন?’
তৈরি হওয়ার জন্য ভেতরের ঘরে যেতে গিয়ে হঠাৎ হুডিনির বইটা চোখে পড়ায় মনে হলো, রাজধানীতেও কী ফেলুদার বরাতে গোয়েন্দাগিরি নাচছে?
কে জানত যে, দিল্লী পৌঁছনোর আগেই ফেলুদার হাতে মোক্ষম এক কেস এসে পড়বে।

আসছে প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় এর এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ “রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”।

প্রি-বুকিং এর বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014/

03/11/2022

সর্বোচ্চ ছাড়ে এক্সক্লুসিভ প্রি-বুকিং এর
আজই শেষ দিন।
সাথে ফ্রি ডেলিভারি এবং বুকমার্ক উপহার 😍
বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014/

এরপর সাধারণ প্রি-অর্ডারে ছাড় কিছুটা কমে যাবে,
যুক্ত হবে ডেলিভারি চার্জও।
স্টকে থাকা সাপেক্ষে, বুকমার্ক উপহার পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামীকাল থেকে অন্য সকল বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।

03/11/2022

"দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল আ্যন্ড মি. হাইড" বইটি নিয়ে পাঠ প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা সুস্মিতা জাফর আপু 😊

এক্সক্লুসিভ প্রি-বুকিং এর সময় বাড়লো 😍থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক, ফ্রি ডেলিভারি !চলবে ৩ নভেম্বর পর্যন্ত !!বই ১: “রাজধান...
02/11/2022

এক্সক্লুসিভ প্রি-বুকিং এর সময় বাড়লো 😍
থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক, ফ্রি ডেলিভারি !
চলবে ৩ নভেম্বর পর্যন্ত !!

বই ১:
“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২২৭ টাকা
এক্সক্লুসিভ প্রি-বুকিং করলে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

-------

বই ২:
থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
(পেপারব্যাক, সাদা কাগজ)

মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৩৪ টাকা

সংকলনে থাকছে ১টি নভেলা এবং ২১টি গল্প!
বিস্তারিত লেখক তালিকা জানতে: https://www.facebook.com/puthipuran/photos/579838750566046
-------

বই দুটির প্রকাশকাল: ১২ নভেম্বর।

“ফেলুদা প্যাস্টিশ” এবং “রহস্য রোমাঞ্চ” একত্রে প্রি-বুকিং করলে
ফ্রি ডেলিভারি !!
দুটি বই আলাদা ভাবেও প্রি-বুকিং করা যাবে।
সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ৪৮ টাকা অতিরিক্ত যুক্ত হবে।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।
এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ৩ নভেম্বর পর্যন্ত !!!

প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

আমাদের এক্সক্লুসিভ প্রি-বুকিং শেষ হওয়ার পর, অন্যান্য বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।
সেক্ষেত্রে সর্বোচ্চ ছাড় এবং বুকমার্ক উপহার নাও থাকতে পারে।

01/11/2022

পাঠকদের অনুরোধে, "ফেলুদা প্যাস্টিস" এবং "রহস্য রোমাঞ্চ" সংকলনের এক্সক্লুসিভ প্রি-বুকিং এর সময় বাড়লো ২ দিন 😍
চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

ফেলুদার প্রতি পাঠকদের ভালোবাসায় আমরা অভিভূত ❤️

লালমোহনবাবু উত্তেজনার চোটে আমার কনুইটা খামচে ধরলেন, “বলেন কী মশাই! জঙ্গলের মধ্যে ভাঙা মন্দির! এরকম থ্রিলিং ব্যাপার মিস ক...
01/11/2022

লালমোহনবাবু উত্তেজনার চোটে আমার কনুইটা খামচে ধরলেন, “বলেন কী মশাই! জঙ্গলের মধ্যে ভাঙা মন্দির! এরকম থ্রিলিং ব্যাপার মিস করা যায় নাকি! বাঘটাঘ না থাকলেই হলো।”

আসছে প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় এর এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ “রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”।

প্রি-বুকিং এর বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

তাওসিফ আহমেদ - এর গল্প"পাপ বাপকেও ছাড়ে না"থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেল...
30/10/2022

তাওসিফ আহমেদ - এর গল্প
"পাপ বাপকেও ছাড়ে না"

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক উপহার !!চলবে ১ নভেম্বর পর্যন্ত !!“রাজধানীতে তুলকালাম” এবং “টের...
29/10/2022

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍
থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক উপহার !!
চলবে ১ নভেম্বর পর্যন্ত !!

“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২২৭ টাকা
ডেলিভারি চার্জ ৪৮ টাকা।

এক্সক্লুসিভ প্রি-বুকিং করলে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

প্রকাশকাল: ১২ নভেম্বর।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।
এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ১ নভেম্বর পর্যন্ত !!!

প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

আমাদের এক্সক্লুসিভ প্রি-বুকিং শেষ হওয়ার পর, অন্যান্য বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।
সেক্ষেত্রে সর্বোচ্চ ছাড় এবং বুকমার্ক উপহার নাও থাকতে পারে।

‘হ্যারি হুডিনি চাইলে জবরদস্ত গোয়েন্দাও হতে পারতেন’, মশলার কৌটো থেকে বেছে বেছে কয়েকটা মৌরি তুলতে তুলতে বলল ফেলুদা। রোববার...
28/10/2022

‘হ্যারি হুডিনি চাইলে জবরদস্ত গোয়েন্দাও হতে পারতেন’, মশলার কৌটো থেকে বেছে বেছে কয়েকটা মৌরি তুলতে তুলতে বলল ফেলুদা। রোববারের গোটা সকালটাই ও হুডিনির অটোবায়োগ্রাফি পড়ে কাটিয়েছে তাই আঁচ করছিলাম খাওয়ার টেবলে ম্যাজিক নিয়ে দু’চার কথা বলবে। সেটা অবশ্য হয় নি, এখন খাওয়ার পর বৈঠকখানার ঘরে ঢুকতে না ঢুকতেই এই কথা।

আমি জিজ্ঞেস করলাম ‘বইতে তাই লিখেছেন বুঝি?’

‘দূর বোকা, উনি লিখবেন কেন! এটা আমার ডিডাকশন। যে কায়দায় একের পর এক আধ্যাত্মিক বুজরুকদের মুখোশ খুলে গেছেন, পাকা গোয়েন্দারাও পারবে না। একটা কথা অবশ্য লিখেছেন – যে যত বড় ভণ্ড, তার ভক্তিও তত বেশী।’

বোঝো কান্ড, আমি শুধু জানতাম ভদ্রলোক দারুণ দারুণ সব এসকেপ ম্যাজিক দেখিয়ে গেছেন। এই হাতকড়া খুলে ফেলছেন, ওই নদীর তলায় থাকা বাক্সর মধ্যে থেকে বেরিয়ে এসে দর্শকদের মধ্যে দাঁড়িয়ে পড়ছেন। ফেলুদাকে বলাতে ও বলল আমেরিকাতেও খুব কম লোকেই জানে যে হুডিনি ভণ্ড ধর্মগুরুদের পেছনে সারা জীবন লেগে ছিলেন।

হুডিনিকে নিয়ে আরও কিছু বলতে যাচ্ছিল এমন সময়ে কলিং বেলটা বেজে উঠল। আমি তড়িঘড়ি উঠতে যাচ্ছিলাম, ফেলুদা একটা হাই তুলে তুড়ি দিতে দিতে বলল, ‘উত্তেজিত হোস না। মক্কেল নয়, জটায়ু এসেছেন।’

আমি অবাক হয়ে তাকাচ্ছি দেখে বলল, ‘ভদ্রলোকের গাড়ির নতুন হর্নটা এই প্রথম শুনলি বোধহয়, না?’

তাই তো! মিনিট দুয়েক আগেই গলির মধ্যে থেকে ‘জয় জগদীশ হরে’র সুর শুনতে পাচ্ছিলাম। ফেলুদার সঙ্গে কথা বলতে গিয়ে খেয়াল করিনি যে ওটা গাড়ির হর্ন।

আমাকে যেতে হল না, শ্রীনাথ তার আগেই দরজা খুলে দিয়েছে। লালমোহনবাবু দেখি এক গাল হেসে শ্রীনাথের হাতে একটা বড় প্যাকেট ধরালেন।

ভদ্রলোক ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ‘নাহুমের কেক মশাই। গত মাসে প্রথম চাখলাম, তারপর থেকে আর কিছু মনেই ধরছে না। এসব সাহেবী কেকের পাশে বাঙালি টিফিন কেক পাত্তা পায় বলুন তো? ছ্যা।’

ফেলুদা ভুরূ তুলে বলল, ‘সাহেবটি যে রাণীর দেশের নন সে খবরটা আশা করি জানেন।’

লালমোহনবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন, ‘রাণী? মানে ভি…ভিক্টোরিয়া? বিলেতের নয় বলছেন, আমেরিকান বুঝি?’

ফেলুদা মাথা নেড়ে বলল, ‘একশ বছর মতন দেরী করে ফেললেন। এখনো যে আপনি রাণী বলতে ভিক্টোরিয়াকেই বোঝেন সে খবরে এলিজাবেথ কতটা প্রসন্ন হবেন সে নিয়ে সন্দেহ আছে। তবে সাহেবটি ইহুদী, এবং এসেছিলেন বাগদাদ থেকে।’
জটায়ুর মুখটা দেখার মতন হল। আধ মিনিট মতন গোল গোল চোখে ফেলুদার দিকে তাকিয়ে থেকে বললেন, ‘বাগদাদের সাহেব! বলেন কী ফেলুবাবু?’

‘নোট করে নিন, পরের উপন্যাসে প্রখর রুদ্রর মোকাবিলা কোনো বাগদাদী সাহবের সঙ্গে করিয়ে দেবেন।’

‘হেঁ হেঁ, যা বলেছেন স্যার। তবে নেক্সট লেখাটা ভাবছি দিল্লীর ব্যাকগ্রাউন্ডে রাখব’, জানালেন লালমোহনবাবু।

ফেলুদা চারমিনারের প্যাকেট থেকে সিগারেট বার করতে গিয়ে থেমে গেল, ‘দিল্লী চললেন নাকি? কবে?’

লালমোহনবাবু হাসি হাসি মুখে বললেন, ‘শুধু আমি নই, আপনারাও। কিন্তু পুজোর সময় কলকাতা ছাড়তে অসুবিধা নেই তো?’

আমি ফেলুদার দিকে তাকালাম। ফেলুদা উত্তর না দিয়ে সিগারেটটা প্যাকেটের উপর ঠুকতে লাগল। আমি জানি ও কী ভাবছে। পুজোর সময়টা ঠিক কলকাতা ছেড়ে নড়তে চায় না ফেলুদা, রাস্তায় পারতপক্ষে না বেরোলেও বলে পুজোর ফীল টা কলকাতা ছাড়া কোথাও পাওয়া মুশকিল।

‘উপলক্ষটা কী শুনি?’, লালমোহনবাবুকে জিজ্ঞাসা করল ফেলুদা।

ভদ্রলোক একটা কান এঁটো করা হাসি হাসলেন, ‘ইয়ে, দিল্লীর বাঙালি অ্যাসোশিয়েশন একটা সাহিত্যমেলা করছে পুজোর সময়। আমাকে বিশেষ ভাবে ধরেছে যাওয়ার জন্য’। তারপর আমার দিকে ঘুরে বললেন, ‘বুঝলে তপেশ, দিল্লীতেও যে প্রখর রুদ্রর এত খ্যাতি ছড়িয়েছে তা জানতাম না। বললে কিনা গত বছর পুজোর সময় ওদের স্টল থেকেই নাকি ‘ফুজিয়ামার ফৌজ’ এর খান সত্তর কপি বিক্রি হয়েছে।’

এখানে বলে রাখা ভালো ‘ফুজিয়ামার ফৌজ’ বিক্রিবাটার দিক থেকে গত বছর রহস্য রোমাঞ্চ উপন্যাসগুলির মধ্যে টানা চার মাস এক নম্বরে ছিল। এ বছর সে বইয়ের পরের খন্ড আসছে, নাম ‘তাইহোকুর তান্ত্রিক’।

ফেলুদা সিক্যুয়েলের খবরটা জানত না, শুনে জিজ্ঞাসা করল ‘ফুজিয়ামা থেকে সটাং তাইহোকু চলে গেলেন কেন? নিদেনপক্ষে টোকিওতে এক বছর কাটিয়ে গেলে হত না?’

তাতে লালমোহনবাবু বললেন, ‘আরে মশাই, টোকিও – ফুজিয়ামা – তাইহোকু সবই তো জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানীরা কী ফাইটটাই দিয়েছিল বলুন তো, অ্যাকশন সিনে কিন্তু ওদের টেক্কা দেওয়া মুশকিল’।

ফেলুদা লালমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, ‘তাইহোকুকে জাপানে নিয়ে গেলে হিন্দি আর চিনি দুই ভাই-ই যে বেদম চটবেন সেটা যেন খেয়াল থাকে।’

লালমোহনবাবু কিছুই বুঝতে পারছিলেন না, বাধ্য হয়ে ওনাকে বলতে হল তাইহোকু শহরটা জাপানে নয়, তাইওয়ানে। ওখানেই সুভাষচন্দ্রের প্লেনটা দুর্ঘটনায় পড়েছিল।

এইবারে এক গাল হেসে বললেন, ‘দেকেচ কান্ড, আমিও তো সুভাষ বোসের জন্যই নামটা শুনেছিলাম। এদিকে লেখার সময়ে কিছুতেই মনে পড়ল না নামটা কেন চেনা লাগছে’।

‘কিন্তু আপনি দিল্লী যাবেন তো ফেলুবাবু?’ একটু উদগ্রীব হয়েই জিজ্ঞাসা করলেন লালমোহনবাবু।

‘যাবি নাকি তোপসে?’

আমি তো যাকে বলে এক পায়ে খাড়া, পুরো পুজোর ছুটিটা কলকাতায় কাটানোর মানে হয় না। তা ছাড়া দিল্লীর পুজোও দেখা যাবে।

ফেলুদা বলল, ‘আমারও এমনিতে আপত্তি নেই, তবে একটা কন্ডিশন আছে।’

‘এনিথিং ফর ইউ’, বললেন লালমোহনবাবু।

‘আপনার গাড়ির হর্নটি চেঞ্জ করতে হবে। যাওয়ার দিন রজনী সেন রোডে জয় জগদীশ হরে শুনতে পেলে আমি বাক্সপ্যাঁটরা নিয়ে ফের ঘরের মধ্যে ঢুকে পড়ব।’

ভদ্রলোক বিস্তর জিভটিভ কেটে বললেন, ‘আরে না না। আসলে নভেল লিখে টু পাইস মন্দ আসছে না তো, তাই ভাবছিলাম ঠাকুরদেবতাকে খুশি রাখাটা দরকার। তবে আপনি যখন বলছেন…’

‘বাই দ্য ওয়ে, তোপসে আর আমার খরচটা…’

‘প্লীজ ফেলুবাবু’ লালমোহনবাবু হাত তুলে থামালেন ফেলুদাকে। ‘এ শর্মা থাকতে আপনি পয়স খরচ করবেন তা কখনো হয়? হরিপদ কালকে গিয়েই রাজধানীতে তিনটে টিকেট কেটে আনবে। আপনাদের দয়াতেই তো একটু করেকম্মে খাচ্ছি।’

**

যাওয়ার আগের দিন ফেলুদা বলল ‘তোপসে, চট্ করে তৈরি হয়ে নে তো, একবার সিধুজ্যাঠার বাড়ি ঘুরে আসি। দিল্লীর আসল ইতিহাস জানার জন্য কোন অলিগলিতে ঘুরতে হবে সেটা উনি ছাড়া আর কে বলবেন?’

তৈরি হওয়ার জন্য ভেতরের ঘরে যেতে গিয়ে হঠাৎ হুডিনির বইটা চোখে পড়ায় মনে হল রাজধানীতেও কী ফেলুদার বরাতে গোয়েন্দাগিরি নাচছে?

কে জানত যে দিল্লী পৌঁছনোর আগেই ফেলুদার হাতে মোক্ষম এক কেস এসে পড়বে।

-------------

প্রকাশিতব্য প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ফেলুদা প্যাস্টিশ
"রাজধানীতে তুলকালাম" - এর প্রথম কিছু অংশ
(আনএডিটেড)

--------------------
প্রি-বুকিং চলছে

“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২২৭ টাকা
এক্সক্লুসিভ প্রি-বুকিং করলে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ১ নভেম্বর পর্যন্ত !!!
প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

সায়েম সোলায়মান-এর অনুবাদে নভেলা"জন ডো"মূল: টেস গেরিটসেনথাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থ...
27/10/2022

সায়েম সোলায়মান-এর অনুবাদে নভেলা
"জন ডো"
মূল: টেস গেরিটসেন

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

27/10/2022

প্রকাশিতব্য "রহস্য রোমাঞ্চ" সংকলনের নভেলাটি কার লেখা?
জানা যাবে আজ রাত ৮ঃ৩০ এ 😍

কায়সার কবির-এর গল্প 'আরেকটি সাধারণ দিন'থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !...
26/10/2022

কায়সার কবির-এর গল্প
'আরেকটি সাধারণ দিন'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

সালমা সিদ্দিকা-এর গল্প 'কালো কুকুর'থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !এবং ...
26/10/2022

সালমা সিদ্দিকা-এর গল্প
'কালো কুকুর'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

রায়হান মাসুদ-এর গল্প 'ডিপ ওয়েব' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !এবং ২১ট...
26/10/2022

রায়হান মাসুদ-এর গল্প
'ডিপ ওয়েব'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

ওয়াসিফ নূর-এর গল্প 'হলুদ আলো' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !এবং ২১টি ...
26/10/2022

ওয়াসিফ নূর-এর গল্প
'হলুদ আলো'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

তানজীম রহমান-এর গল্প 'অথবা' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !এবং ২১টি গল...
26/10/2022

তানজীম রহমান-এর গল্প
'অথবা'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

তামজীদ রহমান-এর গল্প 'অর্কিড' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !এবং ২১টি ...
25/10/2022

তামজীদ রহমান-এর গল্প
'অর্কিড'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

ওয়াসি আহমেদ-এর গল্প 'হয়তো তোমারই জন্য' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা !...
25/10/2022

ওয়াসি আহমেদ-এর গল্প
'হয়তো তোমারই জন্য'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ
https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

বিমুগ্ধ সরকার রক্তিম-এর গল্প 'লম্বুটান' থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ ! সঙ্গে থাকছে ১টি নভেলা ...
25/10/2022

বিমুগ্ধ সরকার রক্তিম-এর গল্প
'লম্বুটান'

থাকছে থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" এ !
সঙ্গে থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

সর্বোচ্চ ছাড়ে প্রি-বুকিং চলছে
বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014

23/10/2022

এক্সক্লুসিভ প্রি-বুকিংকারী পাঠকদের জন্য
সর্বোচ্চ ছাড়, বুকমার্ক, ফ্রি ডেলিভারি ছাড়াও আরো একটি উপহার থাকবে 😍 যা জানা যাবে পার্সেল খোলার পরই 😁
এ সুযোগ মিস করবেন না কিন্তু।

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং !
বিস্তারিতঃ https://www.facebook.com/puthipuran/photos/a.107877611095498/601732401710014/

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍থাকছে সর্বোচ্চ ছাড় !চলবে ১ নভেম্বর পর্যন্ত !!থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ...
22/10/2022

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍
থাকছে সর্বোচ্চ ছাড় !
চলবে ১ নভেম্বর পর্যন্ত !!

থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
(পেপারব্যাক, সাদা কাগজ)

মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৩৪ টাকা
ডেলিভারি চার্জ ৪৮ টাকা।

সংকলনে থাকছে ১টি নভেলা এবং ২১টি গল্প!
বিস্তারিত লেখক তালিকা জানতে: https://www.facebook.com/puthipuran/photos/579838750566046

প্রকাশকাল: ১২ নভেম্বর।
প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।

এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ১ নভেম্বর পর্যন্ত !!!
প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

আমাদের এক্সক্লুসিভ প্রি-বুকিং শেষ হওয়ার পর, অন্যান্য বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।
সেক্ষেত্রে ছাড় কিছুটা চেঞ্জ হতে পারে।

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক উপহার !!চলবে ১ নভেম্বর পর্যন্ত !!“রাজধানীতে তুলকালাম” এবং “টের...
22/10/2022

চলছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍
থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক উপহার !!
চলবে ১ নভেম্বর পর্যন্ত !!

“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২২৭ টাকা
ডেলিভারি চার্জ ৪৮ টাকা।

এক্সক্লুসিভ প্রি-বুকিং করলে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739

প্রকাশকাল: ১২ নভেম্বর।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।
এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ১ নভেম্বর পর্যন্ত !!!

প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

আমাদের এক্সক্লুসিভ প্রি-বুকিং শেষ হওয়ার পর, অন্যান্য বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।
সেক্ষেত্রে সর্বোচ্চ ছাড় এবং বুকমার্ক উপহার নাও থাকতে পারে।

শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক, ফ্রি ডেলিভারি !চলবে ৩ নভেম্বর পর্যন্ত !!বই ১: “রাজধানীত...
21/10/2022

শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রি-বুকিং 😍
থাকছে সর্বোচ্চ ছাড়, বুকমার্ক, ফ্রি ডেলিভারি !
চলবে ৩ নভেম্বর পর্যন্ত !!

বই ১:
“রাজধানীতে তুলকালাম” এবং “টেরাকোটা টালমাটাল”
(এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশান: অভীক কুমার মৈত্র
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
বুকমার্ক: সজল চৌধুরী

মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২২৭ টাকা
এক্সক্লুসিভ প্রি-বুকিং করলে “ফেলুদা-তোপসে-জটায়ু” বুকমার্ক সেট উপহার!

ফেলুদা প্যাস্টিশ সম্পর্কে বিস্তারিত জানতে: https://www.facebook.com/puthipuran/photos/567828488433739
-------

বই ২:
থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
(পেপারব্যাক, সাদা কাগজ)

মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
৩৫% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৩৪ টাকা

সংকলনে থাকছে ১টি নভেলা এবং ২১টি গল্প!
বিস্তারিত লেখক তালিকা জানতে: https://www.facebook.com/puthipuran/photos/579838750566046
-------

বই দুটির প্রকাশকাল: ১২ নভেম্বর।

“ফেলুদা প্যাস্টিশ” এবং “রহস্য রোমাঞ্চ” একত্রে প্রি-বুকিং করলে
ফ্রি ডেলিভারি !!

দুটি বই আলাদা ভাবেও প্রি-বুকিং করা যাবে।
সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ৪৮ টাকা অতিরিক্ত যুক্ত হবে।

প্রি-বুকিং এর পেমেন্ট মেথড বিকাশ / নগদ ।

এক্সক্লুসিভ প্রি-বুকিং চলবে শুধু পুঁথি পুরাণ এর ফেসবুক পেজে
আগামী ৩ নভেম্বর পর্যন্ত !!!
প্রি-বুকিং করতে যোগাযোগ করুন
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।

আমাদের এক্সক্লুসিভ প্রি-বুকিং শেষ হওয়ার পর, অন্যান্য বুকশপে প্রি-অর্ডার শুরু হবে।
সেক্ষেত্রে সর্বোচ্চ ছাড় এবং বুকমার্ক উপহার নাও থাকতে পারে।

থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন "রহস্য রোমাঞ্চ" প্রি-বুকিং শুরু হচ্ছে ২১ অক্টোবর হতে 😍থাকছে ১টি নভেলা !এবং ২১টি গল্প !...
19/10/2022

থ্রিলার এবং অতিপ্রাকৃত গল্প সংকলন
"রহস্য রোমাঞ্চ"
প্রি-বুকিং শুরু হচ্ছে ২১ অক্টোবর হতে 😍

থাকছে ১টি নভেলা !
এবং ২১টি গল্প !!

একইসাথে শুরু হচ্ছে
ফেলুদা প্যাস্টিশ (এক মলাটে ফেলুদার নতুন দুটি অ্যাডভেঞ্চার )
"রাজধানীতে তুলকালাম" ও "টেরাকোটা টালমাটাল" এর প্রি-বুকিং! 😍

প্রি-বুকিংকারী প্রথম ১০০ জনের জন্য থাকছে
স্পেশাল (ফেলুদা-তোপসে-জটায়ু) বুকমার্ক সেট !!
এবং ফ্রি ডেলিভারি !! 🥰

Address

38, N Ali Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801882204510

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুঁথি পুরাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুঁথি পুরাণ:

Videos

Share