05/02/2024
আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে অর্থ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলে, যে অর্থ তুমি দাসমুক্তিতে ব্যয় করলে, মিসকীনকে সাদকাহ হিসেবে যে অর্থ প্রদান করলে আর তোমার পরিবারের জন্য যে অর্থ খরচ করলে... সবগুলোর মধ্যে সর্বাধিক সাওয়াবের পথ হলো, যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছ।” ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।
[মুসলিম: ৯৯৫, রিয়াদুস সালেহীন: ২৯৫]
গ্রন্থ - রিয়াদুস সালেহীন
অনুবাদক - মাসঊদুর রহমান নূর
প্রকাশনায় - সবুজপত্র প্রকাশনী