মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা

মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা একটি চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা ।

পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্ট, মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে একটি ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট এবং ঠ...
15/04/2024

পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্ট, মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে একটি ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট এবং ঠোঁটের উপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোঁফ !

বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা ও জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্বের নাম বলতে হলে যে নামটি একদম শুরুর দিকে থাকবে, সেটি নিঃসন্দেহে চার্লি চ্যাপলিন।

নিদারুণ দারিদ্রে কেটেছে তাঁর শৈশব। অভাবের তাড়নায় মাত্র আট বছর বয়সে যুক্ত হন 'দ্য এইট ল্যাঙ্কাশায়ার ল্যাডস' নামের একটি যাত্রাদলের সাথে। 'মেকিং আ লিভিং' ছবির মাধ্যমে চলচ্চিত্রের জগতে তার আগমন। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাঁর।
একের পর এক তৈরি করছেন 'দ্য ইমিগ্র‍্যান্ট (১৯১৭)', 'দ্য অ্যাডভেঞ্চারার (১৯১৭)', 'আ ডগস লাইফ (১৯১৮), 'দ্য কিড (১৯২১)', 'দ্য গোল্ড রাশ (১৯২৫)', 'দ্য সার্কাস (১৯২৮)', 'সিটি লাইটস (১৯৩১)', 'মডার্ন টাইমস (১৯৩৬), ' দ্য গ্রেট ডিক্টেটর (১৯৪০)' এর মতো জনপ্রিয় এবং আলোচিত চলচ্চিত্র।

হাস্যরসের আড়ালে চার্লি তাঁর চলচ্চিত্রে ফুটিয়ে তুলতেন জীবনদর্শন, তাতে মিশে থাকত রাজনীতিও। তাঁর চলচ্চিত্রের অন্যতম একটি উপাদান নিম্নবিত্তের জীবন৷ আমেরিকানরা তাকে সমাজতান্ত্রিক মনে করলে তিনি রাজনৈতিক লক্ষ্যবস্তুতে পরিণত হন ফলে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডে।
১৯৭২ সালে একাডেমি পুরষ্কার নিতে তিনি যখন মঞ্চে ওঠেন তখন টানা বারো মিনিট হাততালির ঝড় বয়ে যায়। অস্কারের ইতিহাসে এটিই দীর্ঘতম অভ্যর্থনা।

নির্বাক চলচ্চিত্রের যুগে কথা না বলেও, যে বলে গেছেন অনেক কিছু, আজ সেই মহান শিল্পীর জন্মদিন।
শুভ জন্মদিন চার্লি চ্যাপলিন !

রাকিবুল হাসান, একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র বিষয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্...
11/04/2024

রাকিবুল হাসান, একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র বিষয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে' এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের 'চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে' শিক্ষকতার সাথে যুক্ত আছেন।
তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৬ মিমি ফিল্মে ১৯৯৬ সালে। ৩৫ মিমি ফিল্মে নির্মিত তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'লিলিপুটরা বড় হবে' (Lilliputs will overcome) মুক্তি পায় ২০০৮ সালে। এরপরে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'হিল্লা' (Silent Genocide) এবং 'নারী' (Divine Justice)।
আশির দশকের শুরু থেকে তিনি জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত ছড়া লিখতেন। নব্বইয়ের দশকে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ওই সময়ে সম্পাদনা করেন জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা 'কিশোর কথা'।
২০১৫ সালের ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড নিয়ে তিনি 'আলো হাতে আঁধারের যাত্রী' (The Torchbearer) নামে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছেন। তাঁর নির্মিত ডকুমেন্টারি, নাটক, টেলিফিল্ম এবং বিনোদন ও শিক্ষামুলক টিভি অনুষ্ঠানের সংখ্যা শতাধিক। তিনি সিনেমাটোগ্রাফি করেছেন 'সুবর্ণভূমি', 'নারী' '১৯৭১', 'সীমান্ত রেখা', 'ধলেশ্বরী কথা', 'অসমাপ্ত গান', 'হাজারীবাগ ইন শটস'সহ বহু ফিকশন ফিল্ম এবং ডকুমেন্টারিতে।
২০১৮ সাল থেকে তিনি 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম'-এ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা হতে রাকিবুল হাসান এর "সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ" বইটির পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।

ঈদ মোবারক! ঈদের আনন্দে প্রিয়জনদের নিয়ে মেতে উঠুন উৎসবে !
10/04/2024

ঈদ মোবারক!
ঈদের আনন্দে প্রিয়জনদের নিয়ে মেতে উঠুন উৎসবে !

“When people ask me if I went to film school I tell them, 'No, I went to films.'” - Quentin Tarantino.কোয়েন্টিন টারান্ট...
26/03/2024

“When people ask me if I went to film school I tell them, 'No, I went to films.'” - Quentin Tarantino.

কোয়েন্টিন টারান্টিনো, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ১৯৯২ সালে ক্রাইম ফিল্ম “রিজার্ভয়ার ডগস” - নির্মাণ করেন। তার দ্বিতীয় চলচ্চিত্র, ডার্ক কমেডি ক্রাইম থ্রিলার “পাল্প ফিকশন” (১৯৯৪), সমালোচক এবং দর্শকদের মন জয় করে নেয়।
“কিল বিল: ভলিউম ১ এবং ২” (২০০৩ এবং ২০০৪), “ইনগ্লোরিয়াস বাস্টার্ডস” (২০০৯), “জ্যাঙ্গো আনচেইনড” (২০১২), “দ্য হেইটফুল এইট” (২০১৫) এবং “ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড” (২০১৯) তার উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র। এর পাশাপাশি তিনি অসংখ্য সিনেমার চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোয়েন্টিন টারান্টিনো তার স্বতন্ত্র নির্মাণ শৈলীর জন্য পরিচিত, যা তাকে অন্যান্য চলচ্চিত্র নির্মাতাদের থেকে আলাদা করে। নন-লিনিয়ার ন্যারেটিভ, পপ কালচার রেফারেন্স, তীব্র এবং শৈল্পিক ভায়োলেন্স - তার সিনেমার অন্যতম বৈশিষ্ট।

আজ, ২৭ মার্চ জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালকের জন্মদিন।
শুভ জন্মদিন, কোয়েন্টিন টারান্টিনো !!!

"আজ হইতে বাংলাদেশ স্বাধীন। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।"একাত্তর সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙাল...
26/03/2024

"আজ হইতে বাংলাদেশ স্বাধীন। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।"

একাত্তর সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলশ্রুতিতে, ২৬ মার্চের প্রথম প্রহরে আটক হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাদের সম্প্রচার শুরু করে ২৬ মার্চ। তৎকালীন রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতারের চট্টগ্রামের কয়েকজন কর্মী শহর থেকে অনেকটা দূরে নিরাপদ জায়গা হিসেবে কালুরঘাটে বেতারের ছোট্ট একটি কেন্দ্রে তাদের প্রথম অনুষ্ঠান করেন। ওই অনুষ্ঠানেই স্বাধীনতার সেই ঘোষণা প্রথম সম্প্রচার হয়। বঙ্গবন্ধুর নামে চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

রাকিবুল হাসান এর "সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ"বইটির দ্বিতীয় সংস্করণঅমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে, স্টল নাম্বার:...
07/02/2024

রাকিবুল হাসান এর "সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ"
বইটির দ্বিতীয় সংস্করণ

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে, স্টল নাম্বার: ৫৬৪
(পরিবেশকঃ উপকথা প্রকাশন)

অমর একুশে বইমেলা ২০২৪ এমন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাচ্ছেস্টল নাম্বার ৫৬৪(পরিবেশকঃ উপকথা প্রকাশন)
06/02/2024

অমর একুশে বইমেলা ২০২৪ এ
মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাচ্ছে
স্টল নাম্বার ৫৬৪
(পরিবেশকঃ উপকথা প্রকাশন)

অমর একুশে বইমেলা ২০২৪ এমন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাবেস্টল নাম্বার ৫৬৪(পরিবেশকঃ উপকথা প্রকাশন)
31/01/2024

অমর একুশে বইমেলা ২০২৪ এ
মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাবে
স্টল নাম্বার ৫৬৪
(পরিবেশকঃ উপকথা প্রকাশন)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
14/08/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা!ঈদ মোবারক!
28/06/2023

সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা!
ঈদ মোবারক!

জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।"মহারাজা, তোমারে সেলাম ..."
01/05/2023

জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
"মহারাজা, তোমারে সেলাম ..."

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!ঈদ মোবারক! 😍
21/04/2023

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!
ঈদ মোবারক! 😍

মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য সকল বন্ধু, চলচ্চিত্রপ্রেমী এবং শুভাকাঙ্ক্ষীদের জা...
05/04/2023

মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র এই যাত্রায়
আমাদের সঙ্গে থাকার জন্য সকল বন্ধু, চলচ্চিত্রপ্রেমী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই অসংখ্য ধন্যবাদ।

বাংলা সিনেমা ছড়িয়ে যাক সর্বত্র।
03/04/2023

বাংলা সিনেমা ছড়িয়ে যাক সর্বত্র।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা🇧🇩
26/03/2023

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
🇧🇩

আজ মেলার শেষ দিন!রাকিবুল হাসান এর "সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ " বইটির দ্বিতীয় সংস্করণ যারা এখনও সংগ্রহ করতে পার...
28/02/2023

আজ মেলার শেষ দিন!
রাকিবুল হাসান এর "সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ " বইটির দ্বিতীয় সংস্করণ যারা এখনও সংগ্রহ করতে পারেননি তারা আজ সংগ্রহ করতে পারেন ১৭৭ নম্বর স্টল (উপকথা) থেকে।

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপরাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে - স্টল নাম্বার: ...
21/02/2023

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
রাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে - স্টল নাম্বার: ১৭৭ (পরিবেশক: উপকথা)

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপরাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে "তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২...
21/02/2023

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
রাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে "তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩" এর তথ্যকেন্দ্রে।
স্থান : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন।

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপরাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ আজ থেকে অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে - স্টল ন...
20/02/2023

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
রাকিবুল হাসানের বইটির দ্বিতীয় সংস্করণ আজ থেকে অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে -
স্টল নাম্বার: ১৭৭ (পরিবেশক: উপকথা)

অমর একুশে বইমেলায় মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাচ্ছে - স্টল নাম্বারঃ ১৭৭পরিবেশকঃ উপকথা প্রকাশন।
30/01/2023

অমর একুশে বইমেলায়
মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা'র বইগুলো পাওয়া যাচ্ছে -
স্টল নাম্বারঃ ১৭৭
পরিবেশকঃ উপকথা প্রকাশন।

"সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ"(২য় সংস্করণ)রাকিবুল হাসান এবং চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ"ইনসাইড দ্য ফ্রেম"দুটি ব...
27/01/2023

"সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ"
(২য় সংস্করণ)
রাকিবুল হাসান

এবং

চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ
"ইনসাইড দ্য ফ্রেম"

দুটি বই একত্রে বিশেষ ছাড়ে অর্ডার করা যাচ্ছে
মাত্র ৪৭৫ টাকায়!
সারাদেশে ফ্রি ডেলিভারি!!

অর্ডার করতে যোগাযোগ করুন
মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা এর ফেসবুক পেজে।

প্রি-বুকিং! সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ(২য় সংস্করণ)রাকিবুল হাসান ৩০% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৭৯ টাকা। প্রি-বুকিং...
16/01/2023

প্রি-বুকিং!

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
(২য় সংস্করণ)
রাকিবুল হাসান

৩০% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৭৯ টাকা।
প্রি-বুকিং করতে যোগাযোগ করুন, আমাদের পেজের ইনবক্সে।

প্রকাশকালঃ ১ ফেব্রুয়ারি ।

#বইটি_সম্পর্কে:
বৃত্তাকার লেন্সে কেন আয়তাকার ছবি হয়? ভিডিও ক্যামেরা কেন ছবি তুলতে পারে না? ‘কালার কারেকশন’ এবং ‘কালার গ্রেডিং’-এর পার্থক্য কী? পিনহোল ক্যামেরা'র আলোকচিত্রীগণ কি অন্ধ ছিলেন? বেহুলা-লখিন্দরের বাসর ঘরের সাথে কী ক্যামেরার কোনও সম্পর্ক আছে?
ক্যামেরার সম্পর্ক আছে ফটোগ্রাফি, চিত্রকলা, সঙ্গীতের তাল-লয়-ছন্দ, কম্পোজিশন, রঙ, টোন, ফোকাস, ডেপথ অব ফিল্ড, লেন্স এবং ফিল্টারের সাথে।
চলচ্চিত্রে আমরা যা দেখি তার সবটাই ক্যামেরা আমাদের দেখায়। চলচ্চিত্রের বিশুদ্ধ শিল্পরুপ এবং মৌলিক ভাষা হচ্ছে চলমান চিত্র বা সিনেমাটোগ্রাফি।
লেন্সের-শটের-কোণের-গতির ভাষা এবং মনস্তত্ত্ব সিনেমাটোগ্রাফারকে বুঝতে হয়। তাকে জানতে হয়, ১৮০ ডিগ্রি রুল, ৩০ ডিগ্রি রুল, রুল অফ স্পেস, রুল অব অড এবং রুল অফ থার্ডস। আবার 'রুল' ভেঙে নতুন নিয়মেরও জন্ম দিতে পারেন একজন সিনেমাটোগ্রাফার।
একজন সিনেমাটোগ্রাফার তাঁর শৈল্পিক ভাবনা ও নান্দনিকতাবোধের মাধ্যমে ছবিকে অর্থময়ভাবে বিন্যস্ত করে, সার্বিকভাবে শিল্প হিসেবে চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন।

#লেখক_পরিচিতি
রাকিবুল হাসান, একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র বিষয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে' এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের 'চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে' শিক্ষকতার সাথে যুক্ত আছেন।
তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৬ মিমি ফিল্মে ১৯৯৬ সালে। ৩৫ মিমি ফিল্মে নির্মিত তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'লিলিপুটরা বড় হবে' (Lilliputs will overcome) মুক্তি পায় ২০০৮ সালে। এরপরে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'হিল্লা' (Silent Genocide) এবং 'নারী' (Divine Justice)।
আশির দশকের শুরু থেকে তিনি জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত ছড়া লিখতেন। নব্বইয়ের দশকে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ওই সময়ে সম্পাদনা করেন জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা 'কিশোর কথা'।
২০১৫ সালের ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড নিয়ে তিনি 'আলো হাতে আঁধারের যাত্রী' (The Torchbearer) নামে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছেন। তাঁর নির্মিত ডকুমেন্টারি, নাটক, টেলিফিল্ম এবং বিনোদন ও শিক্ষামুলক টিভি অনুষ্ঠানের সংখ্যা শতাধিক। তিনি সিনেমাটোগ্রাফি করেছেন 'সুবর্ণভূমি', 'নারী' '১৯৭১', 'সীমান্ত রেখা', 'ধলেশ্বরী কথা', 'অসমাপ্ত গান', 'হাজারীবাগ ইন শটস'সহ বহু ফিকশন ফিল্ম এবং ডকুমেন্টারিতে।
২০১৮ সাল থেকে তিনি 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম'-এ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

প্রি-বুকিং! সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ(২য় সংস্করণ)রাকিবুল হাসান ৩০% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৭৯ টাকা। প্রি-বুকিং...
13/01/2023

প্রি-বুকিং!

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
(২য় সংস্করণ)
রাকিবুল হাসান

৩০% ছাড়ে প্রি-বুকিং মূল্য: ২৭৯ টাকা।

প্রি-বুকিং করতে যোগাযোগ করুন, আমাদের পেজের ইনবক্সে।

প্রকাশকালঃ ১ ফেব্রুয়ারি ।

#বইটি_সম্পর্কে:
বৃত্তাকার লেন্সে কেন আয়তাকার ছবি হয়? ভিডিও ক্যামেরা কেন ছবি তুলতে পারে না? ‘কালার কারেকশন’ এবং ‘কালার গ্রেডিং’-এর পার্থক্য কী? পিনহোল ক্যামেরা'র আলোকচিত্রীগণ কি অন্ধ ছিলেন? বেহুলা-লখিন্দরের বাসর ঘরের সাথে কী ক্যামেরার কোনও সম্পর্ক আছে?
ক্যামেরার সম্পর্ক আছে ফটোগ্রাফি, চিত্রকলা, সঙ্গীতের তাল-লয়-ছন্দ, কম্পোজিশন, রঙ, টোন, ফোকাস, ডেপথ অব ফিল্ড, লেন্স এবং ফিল্টারের সাথে।
চলচ্চিত্রে আমরা যা দেখি তার সবটাই ক্যামেরা আমাদের দেখায়। চলচ্চিত্রের বিশুদ্ধ শিল্পরুপ এবং মৌলিক ভাষা হচ্ছে চলমান চিত্র বা সিনেমাটোগ্রাফি।
লেন্সের-শটের-কোণের-গতির ভাষা এবং মনস্তত্ত্ব সিনেমাটোগ্রাফারকে বুঝতে হয়। তাকে জানতে হয়, ১৮০ ডিগ্রি রুল, ৩০ ডিগ্রি রুল, রুল অফ স্পেস, রুল অব অড এবং রুল অফ থার্ডস। আবার 'রুল' ভেঙে নতুন নিয়মেরও জন্ম দিতে পারেন একজন সিনেমাটোগ্রাফার।
একজন সিনেমাটোগ্রাফার তাঁর শৈল্পিক ভাবনা ও নান্দনিকতাবোধের মাধ্যমে ছবিকে অর্থময়ভাবে বিন্যস্ত করে, সার্বিকভাবে শিল্প হিসেবে চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন।

#লেখক_পরিচিতি
রাকিবুল হাসান, একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র বিষয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে' এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের 'চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে' শিক্ষকতার সাথে যুক্ত আছেন।
তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৬ মিমি ফিল্মে ১৯৯৬ সালে। ৩৫ মিমি ফিল্মে নির্মিত তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'লিলিপুটরা বড় হবে' (Lilliputs will overcome) মুক্তি পায় ২০০৮ সালে। এরপরে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'হিল্লা' (Silent Genocide) এবং 'নারী' (Divine Justice)।
আশির দশকের শুরু থেকে তিনি জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত ছড়া লিখতেন। নব্বইয়ের দশকে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ওই সময়ে সম্পাদনা করেন জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা 'কিশোর কথা'।
২০১৫ সালের ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড নিয়ে তিনি 'আলো হাতে আঁধারের যাত্রী' (The Torchbearer) নামে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছেন। তাঁর নির্মিত ডকুমেন্টারি, নাটক, টেলিফিল্ম এবং বিনোদন ও শিক্ষামুলক টিভি অনুষ্ঠানের সংখ্যা শতাধিক। তিনি সিনেমাটোগ্রাফি করেছেন 'সুবর্ণভূমি', 'নারী' '১৯৭১', 'সীমান্ত রেখা', 'ধলেশ্বরী কথা', 'অসমাপ্ত গান', 'হাজারীবাগ ইন শটস'সহ বহু ফিকশন ফিল্ম এবং ডকুমেন্টারিতে।
২০১৮ সাল থেকে তিনি 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম'-এ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপরাকিবুল হাসান  #বইটি_সম্পর্কে: বৃত্তাকার লেন্সে কেন আয়তাকার ছবি হয়? ভিডিও ক্যামেরা কে...
12/01/2023

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ
রাকিবুল হাসান

#বইটি_সম্পর্কে:
বৃত্তাকার লেন্সে কেন আয়তাকার ছবি হয়? ভিডিও ক্যামেরা কেন ছবি তুলতে পারে না? ‘কালার কারেকশন’ এবং ‘কালার গ্রেডিং’-এর পার্থক্য কী? পিনহোল ক্যামেরা'র আলোকচিত্রীগণ কি অন্ধ ছিলেন? বেহুলা-লখিন্দরের বাসর ঘরের সাথে কী ক্যামেরার কোনও সম্পর্ক আছে?
ক্যামেরার সম্পর্ক আছে ফটোগ্রাফি, চিত্রকলা, সঙ্গীতের তাল-লয়-ছন্দ, কম্পোজিশন, রঙ, টোন, ফোকাস, ডেপথ অব ফিল্ড, লেন্স এবং ফিল্টারের সাথে।
চলচ্চিত্রে আমরা যা দেখি তার সবটাই ক্যামেরা আমাদের দেখায়। চলচ্চিত্রের বিশুদ্ধ শিল্পরুপ এবং মৌলিক ভাষা হচ্ছে চলমান চিত্র বা সিনেমাটোগ্রাফি।
লেন্সের-শটের-কোণের-গতির ভাষা এবং মনস্তত্ত্ব সিনেমাটোগ্রাফারকে বুঝতে হয়। তাকে জানতে হয়, ১৮০ ডিগ্রি রুল, ৩০ ডিগ্রি রুল, রুল অফ স্পেস, রুল অব অড এবং রুল অফ থার্ডস। আবার 'রুল' ভেঙে নতুন নিয়মেরও জন্ম দিতে পারেন একজন সিনেমাটোগ্রাফার।
একজন সিনেমাটোগ্রাফার তাঁর শৈল্পিক ভাবনা ও নান্দনিকতাবোধের মাধ্যমে ছবিকে অর্থময়ভাবে বিন্যস্ত করে, সার্বিকভাবে শিল্প হিসেবে চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন।

#লেখক_পরিচিতি
রাকিবুল হাসান, একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র বিষয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে' এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের 'চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে' শিক্ষকতার সাথে যুক্ত আছেন।
তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ১৬ মিমি ফিল্মে ১৯৯৬ সালে। ৩৫ মিমি ফিল্মে নির্মিত তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'লিলিপুটরা বড় হবে' (Lilliputs will overcome) মুক্তি পায় ২০০৮ সালে। এরপরে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'হিল্লা' (Silent Genocide) এবং 'নারী' (Divine Justice)।
আশির দশকের শুরু থেকে তিনি জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত ছড়া লিখতেন। নব্বইয়ের দশকে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ওই সময়ে সম্পাদনা করেন জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা 'কিশোর কথা'।
২০১৫ সালের ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড নিয়ে তিনি 'আলো হাতে আঁধারের যাত্রী' (The Torchbearer) নামে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছেন। তাঁর নির্মিত ডকুমেন্টারি, নাটক, টেলিফিল্ম এবং বিনোদন ও শিক্ষামুলক টিভি অনুষ্ঠানের সংখ্যা শতাধিক। তিনি সিনেমাটোগ্রাফি করেছেন 'সুবর্ণভূমি', 'নারী' '১৯৭১', 'সীমান্ত রেখা', 'ধলেশ্বরী কথা', 'অসমাপ্ত গান', 'হাজারীবাগ ইন শটস'সহ বহু ফিকশন ফিল্ম এবং ডকুমেন্টারিতে।
২০১৮ সাল থেকে তিনি 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম'-এ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

---
-----

"সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ" বইটির ২য় সংস্করণ প্রকাশিত হবে বইমেলা ২০২৩ এ । দীর্ঘদিন স্টক আউট থাকা, বেস্টসেলার এই বইটির ২য় সংস্করণে থাকছে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন।
বিশেষ ছাড়ে প্রি-বুকিং শুরু হবে আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) হতে।

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপচলচ্চিত্র শিক্ষক, নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার রাকিবুল হাসান - এর বইটির ২য় সংস্করণ প্...
11/01/2023

সিনেমাটোগ্রাফি: তত্ত্ব এবং শিল্পরূপ

চলচ্চিত্র শিক্ষক, নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার রাকিবুল হাসান - এর বইটির ২য় সংস্করণ প্রকাশিত হবে বইমেলা ২০২৩ এ ।

দীর্ঘদিন স্টক আউট থাকা, বেস্টসেলার এই বইটির ২য় সংস্করণে থাকছে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ ছাড়ে প্রি-বুকিং শুরু হবে আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) হতে।

Address

38, N Ali Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801704748317

Website

Alerts

Be the first to know and let us send you an email when মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা:

Videos

Share

Category