Asia Publications

Asia Publications Here you can get different kind of books and can publish your own books

★★★বেস্টসেলার  সাইকোলজিকাল তিনটি বই। হাজার হাজার মানুষ বই গুলো নিয়েছেন।আপনার কপিটি সংগ্রহ করেছেনত?বইগুলো পেতে নিচের ঠিকা...
24/05/2024

★★★বেস্টসেলার সাইকোলজিকাল তিনটি বই। হাজার হাজার মানুষ বই গুলো নিয়েছেন।আপনার কপিটি সংগ্রহ করেছেনত?

বইগুলো পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন -
এশিয়া পাবলিকেশনস 38/2 মান্নান মার্কেট তৃতীয় তলা বাংলাবাজার ঢাকা।
ফোন-01317466054

জীবনে বেঁচে থাকতে হলে দুঃখ-কষ্ট, সমস্যা, দ্বন্দ্ব, উদ্বেগ, হতাশাসহ নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এসব কোনো ...
15/05/2024

জীবনে বেঁচে থাকতে হলে দুঃখ-কষ্ট, সমস্যা, দ্বন্দ্ব, উদ্বেগ, হতাশাসহ নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এসব কোনো রোগ নয়, তবে জীবনের বিড়ম্বনা। এই বইয়ে এসব দৈনন্দিন কষ্ট, হয়রানি ও বিড়ম্বনাকে সর্বাধুনিক বিজ্ঞানসম্মত কৌশল প্রয়োগ করে নিজেই নিজেকে কিভাবে কাউন্সিলিং/সাইকোথেরাপি দিবেন, সে ব্যাপারে সহজবোধ্য টিপগুলো দেওয়া হয়েছে। নানাবিধ আবেগগত, আচরণগত, পেশাগত, পারিবারিক ও সামাজিক সমস্যা আমাদেরকে ঘিরে থাকে। জীবনের গুণগত মান আরো উন্নত হতে পারতো, আমরা আরেকটু সুখি, সফল, সম্মানিত ও তৃপ্ত জীবন-যাপন করতে পারতাম। বিশেষজ্ঞের চেম্বারে গিয়ে সাইকোথেরাপি/কাউন্সিলিং করার সময়-সুযোগ আমাদের সব সময় হয়ে ওঠে না। বিশেষজ্ঞদের সেই সব কাউন্সিলিং-এর সার-সংক্ষেপ এই বইতে বিবৃত করার চেষ্টা করা হয়েছে, যাতে ঘরে বসে পরিবারের প্রতিটি সদস্য তাদের স্ব-স্ব সমস্যা উৎকণ্ঠাগুলোকে নিরসন করে, জীবনের সঙ্গে ভালোভাবে খাপ-খাওয়ানোর পদ্ধতিগুলো রপ্ত করে আত্মনির্মাণে সফল ব্যক্তিত্ব গঠনে সক্ষম হন। সাধারণ মানুষ ছাড়াও সকল ধরনের ডাক্তার, মেডিকেলের ছাত্র-ছাত্রী, মনোবিজ্ঞানের ছাত্র-ছাত্রী, এনজিও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পেশার লোকদের জন্য এটি একটি রেফারেন্স বই হিসেবে ব্যবহার করা যাবে। এই বইয়ের কোনোকিছুই আমার ব্যক্তিগত আবিষ্কার নয় বরং শ্রেষ্ঠ চিন্তাবিদ, গবেষক ও বিজ্ঞানীদের গবেষণার ফসল, যা আমি আপনাদের হাতে তুলে দিতে চেয়েছি।

দাম-৩৫০টাকা।
বিক্রয় মূল্য -২৮০

জীবনে বেঁচে থাকতে হলে দুঃখ-কষ্ট, সমস্যা, দ্বন্দ্ব, উদ্বেগ, হতাশাসহ নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এসব কোনো ...
13/05/2024

জীবনে বেঁচে থাকতে হলে দুঃখ-কষ্ট, সমস্যা, দ্বন্দ্ব, উদ্বেগ, হতাশাসহ নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এসব কোনো রোগ নয়, তবে জীবনের বিড়ম্বনা। এই বইয়ে এসব দৈনন্দিন কষ্ট, হয়রানি ও বিড়ম্বনাকে সর্বাধুনিক বিজ্ঞানসম্মত কৌশল প্রয়োগ করে নিজেই নিজেকে কিভাবে কাউন্সিলিং/সাইকোথেরাপি দিবেন, সে ব্যাপারে সহজবোধ্য টিপসগুলো দেওয়া হয়েছে।

নানাবিধ আবেগগত, আচরণগত, পেশাগত, পারিবারিক ও সামাজিক সমস্যা আমাদেরকে ঘিরে থাকে। জীবনের গুণগত মান আরো উন্নত হতে পারতো, আমরা আরেকটু সুখি, সফল, সম্মানিত ও তৃপ্ত জীবন-যাপন করতে পারতাম।

বিশেষজ্ঞের চেম্বারে গিয়ে সাইকোথেরাপি/কাউন্সিলিং করার সময়-সুযোগ আমাদের সব সময় হয়ে ওঠে না। বিশেষজ্ঞদের সেই সব কাউন্সিলিং-এর সার-সংক্ষেপ এই বইতে বিবৃত করার চেষ্টা করা হয়েছে, যাতে ঘরে বসে পরিবারের প্রতিটি সদস্য তাদের স্ব-স্ব সমস্যা উৎকণ্ঠাগুলোকে নিরসন করে, জীবনের সঙ্গে ভালোভাবে খাপ-খাওয়ানোর পদ্ধতিগুলো রপ্ত করে আত্মনির্মাণে সফল ব্যক্তিত্ব গঠনে সক্ষম হন।

সাধারণ মানুষ ছাড়াও সকল ধরনের ডাক্তার, মেডিকেলের ছাত্র-ছাত্রী, মনোবিজ্ঞানের ছাত্র-ছাত্রী, এনজিও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পেশার লোকদের জন্য এটি একটি রেফারেন্স বই হিসেবে ব্যবহার করা যাবে। এই বইয়ের কোনোকিছুই আমার ব্যক্তিগত আবিষ্কার নয় বরং শ্রেষ্ঠ চিন্তাবিদ, গবেষক ও বিজ্ঞানীদের গবেষণার ফসল, যা আমি আপনাদের হাতে তুলে দিতে চেয়েছি।

দাম-৪০০ টাকা।
বিক্রয় মূল্য-৩২০ টাকা।

বহুমুখী বিকাশ ব্যক্তিত্ব গঠন, বিকাশজনিত সমস্যা ও সমাধান।মানব শিশুর বিকাশ হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন: শারিরীক বিকাশ, ভাষাগ...
12/05/2024

বহুমুখী বিকাশ ব্যক্তিত্ব গঠন, বিকাশজনিত সমস্যা ও সমাধান।

মানব শিশুর বিকাশ হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন: শারিরীক বিকাশ, ভাষাগত বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, মেধা বিকাশ, আবেগগত বিকাশ ও যৌন বিকাশ। সব ধরণের বিকাশের স্বাভাবিক ধারা ও প্রকৃতি যেমন বর্ণনা করার চেষ্টা করেছি, এর সঙ্গে এই বিকাশকালীন সময়ে যে বিচ্যুতি বা সঙ্কট তৈরি হয় সেগুলো নিয়ে এবং সে সবের সংশোধনে অভিভাবকদের করণীয় বিষয়গুলোও উঠে এসেছে।

শিশুর ব্যক্তিত্ব বিকাশ, আত্ম-বিশ্বাস ও আত্মমর্যাদাবোধের শক্ত ভিত্তি তৈরি; আচরণ-স্বভাবে ত্রুটি গড়ে উঠলে সেগুলো নিয়ন্ত্রণ কৌশল সমূহও এই বইটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। স্মৃতির ব্রেইন মেকানিজম, মেধা বিকাশের আধুনিক তত্ত্ব, বুদ্ধিমত্তার আবেগীয় তত্ত্ব, পুরো জীবন-চক্রের ক্রম বিকাশ ও ধাপসমূহ ইত্যাদি বিষয়গুলোও এ বইয়ে অন্তর্ভুক্ত করেছি। সব শেষে সুস্থ, সুখী, ব্যক্তিত্ব সম্পন্ন, যোগ্য, সফল ও আত্মমর্যাদা সম্পন্ন শিশু গড়ে তোলার পিছনে যে পরিবার, সে রকম "সুস্থ-পরিবার” গঠনে আমাদের কি কি করণীয় সে বিষয়েও স্বতন্ত্র একটি অধ্যায় রেখেছি।

দাম-৪৫০ টাকা
বিক্রয় মূল্য -৩৬০ টাকা।

সুস্থ পরিবার গঠনে করণীয়অভিভাবকদের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করেই শিশু-বিকাশের আধুনিক তত্ত্বগুলো এবং বিকাশকালীন প্রত...
11/05/2024

সুস্থ পরিবার গঠনে করণীয়

অভিভাবকদের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করেই শিশু-বিকাশের আধুনিক তত্ত্বগুলো এবং বিকাশকালীন প্রতিটি পর্যায়ের যে সঙ্কট, সেসবের সমাধান ও পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি এ গ্রন্থে। তাই এসব জীবন-ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যত আগ থেকে জানা যাবে, ততই এর কার্যকারিতা ও উপকারিতা বৃদ্ধি পাবে। প্রতিটি মা-বাবারই জানার ইচ্ছে এবং জানা উচিৎ, কি ধরণের সন্তান লালন-পালন পদ্ধতিতে তাদের সন্তানদের প্রতিপালন করবেন। বিজ্ঞানভিত্তিক ও সফল প্রমাণিত সেসব পদ্ধতিগুলো আলোচনা করার চেষ্টা করেছি।

এ বইটি পড়ে প্রতিটি ব্যক্তিই পিছনে ফিরে নিজেকে দেখতে পাবেন, কিভাবে তিনি বেড়ে উঠেছিলেন, কিভাবে বেড়ে উঠা যেতো এবং কি ঘাটতি বা ত্রুটি তার মধ্যে তৈরি হয়ে গেছে।

শিশু-বিকাশ সম্বন্ধে জানলে নিজের বিকাশ ইতিহাসও জানা যায়। সে কারণে নিজেকে জানা, বোঝা ও এর জন্য প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন করে আত্ম-উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এভাবে আমরা নিজেরা যত পারফেক্ট হতে পারবো, আমাদের সন্তানদের তত পারফেক্ট হিসেবে গড়তে পারবো। তাই বইটি সবার জন্য প্রয়োজনীয় হবে আশা করছি।

দাম-৪৫০টাকা।
বিক্রয় মূল্য -৩৬০ টাকা।

তিনি পুরোনো ধাঁচের পুঁথিগত শিক্ষাপদ্ধতিকে মানতে নারাজ। তিনি বলেন, “শুধু বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। পুঁথিগত শ...
09/05/2024

তিনি পুরোনো ধাঁচের পুঁথিগত শিক্ষাপদ্ধতিকে মানতে নারাজ। তিনি বলেন, “শুধু বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। পুঁথিগত শিক্ষাপদ্ধতিতে বাচ্চারা প্রকৃতির সংবেদনশীল উপলব্ধি থেকে বঞ্চিত হচ্ছে। সৃষ্টিকর্তার স্বজ্ঞাত গ্রহণযোগ্যতা ওদেরকে স্পর্শ করতে পারছে না। অথচ, এ সবই হয়ে ওঠতে পারে ওদের অনুপ্রেরণার বাতিঘর। জাপানি কবি বাশো’র লেখা একটা কবিতায় আছে:
‘শোনো! একটি ব্যাঙ
ঝাঁপ দিচ্ছে-
একটি প্রাচীন দীঘির নীরবতায়!’

প্রতিদিন হয়তো কত লোকই পুকুরে ব্যাঙ ঝাঁপ দিতে দেখে। কত লোকই হয়তো গরম বাষ্পের চাপে চায়ের কেটলির ঢাকনাটা ওঠানামা করতে দেখে। কত লোকেই হয়তো গাছ থেকে সাবলীলভাবে আপেল পড়ার দৃশ্য দেখে। কিন্তু সবাই কি আর বাশো বা জেমস ওয়াট বা নিউটন হতে পারে? আপনার চোখ আছে, কিন্তু জগতের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন না। আপনার কান আছে, কিন্তু চারপাশের সুর আপনাকে আলোড়িত করে না। আপনার বিবেক আছে, কিন্তু সত্যটা আপনি অনুধাবন করতে পারেন না। আপনার একটা হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়ে কখনো ভালোবাসা জেগে ওঠে না। তাহলে এবার আপনি একটু ভাবুন তো- আপনি কতটা দুর্ভাগা! কতটা অসহায়!”

প্রধান শিক্ষক সাহেব আরো বলেন, “মানুষের এসব বিষয় ভেবে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তাই আমার স্কুলে আমি ইউরিথমিক্সের ক্লাশ চালু করেছি। আমি বাচ্চাদের মনের দরজাটা খুলে দিতে চাই। ওরা মনের দরজা দিয়ে বের হয়ে দেখবে, বিচার করবে, তারপর গ্রহণ করবে।”

29/04/2024

জনপ্রিয় সাইকোলজিকাল তিনটি বই। বইগুলো পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন -
এশিয়া পাবলিকেশনস /38/2 মান্নান মার্কেট তৃতীয় তলা বাংলাবাজার ঢাকা।
ফোন-01317466054


Facebook Instagram YouTube

বই-বিহঙ্গ বই দিবস ২০২৪ এর গিফট স্পন্সর হিসেবে ছিল  Asia Publications এবং অনুজ প্রকাশন/Anuj Prokashon।বই- বিহঙ্গের অনুষ্ঠ...
24/04/2024

বই-বিহঙ্গ বই দিবস ২০২৪ এর গিফট স্পন্সর হিসেবে ছিল Asia Publications এবং অনুজ প্রকাশন/Anuj Prokashon।বই- বিহঙ্গের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল দর্শককে উপহার দেয়া হয়েছে এশিয়া-অনুজের বিভিন্ন বই।প্রায় ৩০০+ রেজিষ্ট্রেশনকৃত পাঠক -দর্শকের সবাইকে এবং কুইজের বিজয়ীদের এশিয়া-অনুজের বই উপহার দেয়া হয়েছে।
স্থান:কলাভবন অডিটরিয়াম,ঢাকা বিশ্ববিদ্যালয়।

10/04/2024
জনপ্রিয় অধ্যাপক প্রফেসর ডা.মো. তাজুল ইসলাম এর সাইকোলজি নতুন দুইটি বই। বইগুলো পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন -এশিয়া পা...
13/03/2024

জনপ্রিয় অধ্যাপক প্রফেসর ডা.মো. তাজুল ইসলাম এর সাইকোলজি নতুন দুইটি বই। বইগুলো পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন -
এশিয়া পাবলিকেশনস /38/2 মান্নান মার্কেট তৃতীয় তলা বাংলাবাজার ঢাকা।
ফোন-01317466054


Facebook Instagram YouTube

Tazul Islam Facebook YouTube Instagram

 #বেস্টসেলার  #সাইকোলজি তিনটি বই। ১-সোশ্যাল মিডিয়া -আসক্তি ও নিরাময়ে করণীয়। ২-উন্নত জীবন প্রশান্ত মন। ৩-আবেগীয় বুদ্ধ...
08/03/2024

#বেস্টসেলার #সাইকোলজি তিনটি বই।

১-সোশ্যাল মিডিয়া -আসক্তি ও নিরাময়ে করণীয়।
২-উন্নত জীবন প্রশান্ত মন।
৩-আবেগীয় বুদ্ধিমত্তা ও সাফল্যের মূল চাবিকাঠি।

বইগুলো পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন -
এশিয়া পাবলিকেশনস 38/2 মান্নান মার্কেট তৃতীয় তলা বাংলাবাজার ঢাকা।
ফোন-01317466054


Facebook Instagram YouTube

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও প্রচারের কাজে এবং তথ্য, সংবাদ জানার উত্তম মাধ্যম হলেও বর্তমানে বিশ্বব্যাপী এটি একটি ‘আসক্তির...
17/02/2024

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও প্রচারের কাজে এবং তথ্য, সংবাদ জানার উত্তম মাধ্যম হলেও বর্তমানে বিশ্বব্যাপী এটি একটি ‘আসক্তির’ পর্যায়ে চলে গেছে। বিশ্বের ৪৯০ কোটি লোক বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যা ৫৮৫ কোটিতে দাড়াবে ২০২৭ সনে। ৪৮% তরুণ তরুণী সার্বক্ষণিক অনলাইনে থাকে এবং ৯০%—৯৫% শিশু ভিডিও গেইম দেখে থাকে। প্রতিটি পরিবার এ সমস্যায় আক্রান্ত। ১০ টি অধ্যায়ে সোশ্যাল মিডিয়ায় আসক্তির ধরণ, লক্ষণ, কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সাইবার বুলিং, সাইবার স্টকিং ও ভিডিও গেইম নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করা হয়েছে। এছাড়া উত্তেজনা, অস্থিরতা কাটিয়ে শান্ত হওয়ার কৌশল; উন্নত জীবন গড়ার মাল—মশলা; আলসেমি— গড়িমসি কাটানোর পন্থা এবং স্মার্ট চিন্তা, স্মার্ট প্রশ্ন বিষয়ক স্বতন্ত্র অধ্যায় রয়েছে। জীবনকে বর্ধনশীল, উন্নতশীল করে নিজেকে ‘উর্ধ্বমুখী’ করা; ‘ক্ষমতা রহিত করে তেমন আত্মকথনের বিপরীতে ‘ক্ষমতায়িত’ করে তেমন ইতিবাচক চিন্তাকে প্রাধান্য দেওয়া; ‘কেড়ে নেওয়ার ‘চেয়ে দেওয়া/অবদান’ রাখার মনোভাব তৈরির পন্থা নিয়ে বইটিতে আলোচনা রয়েছে।
আশা করি বইটি সর্বশ্রেণির, পেশার, বয়সের মানুষের চাহিদা মেটাবে ; সোশ্যাল মিডিয়ার কুফল থেকে বাঁচার পথ দেখাবে। এ বই আপনার মনোজগৎ, চিন্তা জগতে কিছুটা আলো ফেলতে পারলেও নিজেকে স্বার্থক মনে করবো।
সমাজ সচেতন প্রতিটি মানুষ, শিক্ষক, ছাত্র—ছাত্রী, অভিভাবকগণ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজ এবং নীতিনির্ধারকরাও এ বই থেকে সমানভাবে উপকৃত হবেন এবং প্রয়োজনীয় তথ্য, জ্ঞান পারস্পরিক বিনিময়ে ব্যবহার করতে পারবেন। বিশেষকরে গবেষক, বিদগ্ধ ব্যক্তিরা তাদের আগ্রহের অনেক বিষয় এ বই থেকে নিতে পারবেন।

Address

৩৮/২ক মান্নান মার্কেট ৩ তলা বাংলা বাজার ঢাকা।
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801686436416

Alerts

Be the first to know and let us send you an email when Asia Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asia Publications:

Videos

Share

Category



You may also like