বাড়ির দেয়াল, গাড়ির নামফলক, রাস্তাঘাটের সাইনবোর্ড, দোকানপাটের নামকরণ, সরকারি-বেসরকারি অফিসের নামফলক বা সাইনবোর্ড, উচ্চপদস্থ কর্মকর্তাদের পদবির প্লেট, আদালতের দলিল-দস্তাবেজ, শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড, রাজনৈতিক দলগুলোর ব্যানার-পোস্টার- যেখানেই চোখ পড়ে, কেবল ভুল আর ভুল! কিছু ভুল এমন যে, তার অর্থের বিকৃতি ঘটে পুরো বিষয়টি হাস্যকর হয়ে দাঁড়ায়। যারা বাংলা বানান বিষয়ে সচেতন, এই ভুল শব্দগুলো দেখামাত্র তাদের মনের মধ্যে একধরনের অস্বস্তি চলে আসে। মনে হয়, এই ভুল বানানগুলো যেন তাদের দিকে চেয়ে বিদ্রূপ করছে! ইচ্ছা হয়, এখনই গিয়ে নিজ উদ্যোগে এসব সংশোধন করে দিই। কিন্তু এটা কি সম্ভব? তাই একটু সচেতন হলেই আমরা এড়াতে পারি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল, যা আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষাকে করে তুলবে পাঠের পুরো উপযোগী, মানসম্মত এবং আরও আকর্ষণীয়, মোহনীয় ও সুখপাঠ
প্রায় প্রতিটি সভ্যতার নিজস্ব মিথ আছে। গ্রীক ও রোমান মিথ তার অন্যতম । গ্রীক ও রোমান মিথে চরিত্র সংখ্যা অগনিত । ইলিয়াড, অডিসি এবং ঈনিড ছাড়াও এসব চরিত্রের দেখা পাওয়া নাট্যকারদের রচনায় । যাবে গ্রীক
ইতিহাসবিদ ও সমকালীন বা পরবর্তী সময়ের গীতি কবিদের রচনায়-ও এসব চরিত্রের দেখা মেলে। সময়ের সাথে সাথে এসব চরিত্রের গুরুত্বও বদলেছে। মহাকাব্যিক রচনাগুলির মধ্য দিয়ে এসব চরিত্র এক ধরনের পূর্ণতা লাভ করে। এই বইটিতে গ্রীক ও রোমান মিথের উল্লেখ্যযোগ্য চরিত্রগুলি সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়া যাবে।
বইটির নাম : মিথলজি অভিধান
লেখক : দীপংকর চক্রবর্তী
জন্ম ১৯৫১ সনে বরিশাল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইয়রেজি সাহিত্যে স্নাতকোত্ত ডিগ্রী অর্জন করার পর চাকরি করেছেন সরকারি কলেজে। চাকরি থেকে অবসর গ্রহনের পর দৈনিক পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন। লেখালেখি শুরু করেছি