Desyndicato ডিসিন্ডিকেটো

Desyndicato ডিসিন্ডিকেটো Magazine.

পৃথিবীতে প্রণের অবির্ভার আমাকে বিস্ময়ের চূড়ায় নিয়ে যায়। এই যে আমি– আমার চামড়ায় লেগে থাকা প্রাণ, কোষ থেকে প্রাণ আর এই মহা...
23/04/2024

পৃথিবীতে প্রণের অবির্ভার আমাকে বিস্ময়ের চূড়ায় নিয়ে যায়। এই যে আমি– আমার চামড়ায় লেগে থাকা প্রাণ, কোষ থেকে প্রাণ আর এই মহাপৃথিবী আমাকে ক্রমাগত বিস্ময় ও আনন্দ দেয়। অনির্বচনীয় সুখ দেয়।

আজকে ও –তে আপনিও কিছু বই নিয়ে বলতে পারেন।

ছবি: প্রকৃতি-পরিচয় Prokriti-Porichoy

বেহুশপতিবারের প্রস্তুতি নেয়ার জন্য—
10/08/2023

বেহুশপতিবারের প্রস্তুতি নেয়ার জন্য—

10/08/2023

ছাত্র ফেডারেশন নেতা রিচার্ড

বাংলাদেশ ছাত্র ফেডারেশন গতকাল এক সমাবেশে দাবি করেছে যে, এই অবৈধ সরকার আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।
26/07/2022

বাংলাদেশ ছাত্র ফেডারেশন গতকাল এক সমাবেশে দাবি করেছে যে, এই অবৈধ সরকার আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।

18/03/2022

দুই হাজার ডলার মাথাপিছু আয়ের শেষ হাসিনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কারা যেন ভিক্ষুক সমাবেশের আয়োজন করছে।

আমরা লাইভে আসবো। লাইভ দেখতে সেটিংস এ গিয়ে নোটিফিকেশন অন করে রাখুন।

লাশের ওপর দিয়ে চলে গেল ইউএনওর গাড়ি!
22/02/2022

লাশের ওপর দিয়ে চলে গেল ইউএনওর গাড়ি!

সুনামগঞ্জ: পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে রাস্তায় লাশ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী ও নিহ....

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বল...
27/12/2021

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তবে আইনি মতামতে কী আছে, তা জানাননি আইনমন্ত্রী। এটি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত যাবে, তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাননি আইনমন্ত্রী। (সূত্র: প্রথম আলো)

ছবিঃ DW

25/12/2021

// চিঠি ১০০ //

পুর্ণ হতে হতেই আমি শূন্য হয়ে যাই
পায়ের নিচে ঘোর পিপাসা সমুদ্রজল নাই
আমার দুচোখে আশনাই
আমার বিদিক মনে নিরঞ্জনে হাজার কথার চাঁই
আমি শূন্য হয়ে যাই
আমি পূর্ণ হতে হতে খুবই শূন্য হয়ে যাই
আমার পাতার শরীর কাঁপে
আমার লেখার খাতা প্রতি পাতা ভরে যাচ্ছে পাপে
আমার সিক্ত বিবশ চুলের রাশি কাঁপছে অভিশাপে
আমায় কেটেছে কালসাপে
আমি একটু করে মরে যাচ্ছি বেঁচে ওঠার ভাপে
আমার শরীর ভরা নুন
আমার হাত ধোরো না, গা ছুঁয়ো না, বিষন্ন আগুন
আমার দুচোখ ভরা শুকনা পাথর, অশ্রুভরা খুন
আমার বিষন্ন আগুন
আমার ঝিনুক ভরা নুন
আমার দুচোখ জুড়ে প্রেমের ব্যথা শরীর ভরা ঘুন
আমায় দিয়েই গেলে ফাঁকি
আমি মানুষ হলাম নাকি
আমার মাথার কিরা চাইও ফিরা কইর ডাকাডাকি
আমি পাথর হলাম নাকি
উদলা গাছের বাকল দিয়া আমার দুচোখ ঢাকি
আমি বিষন্ন একাকী
আমি পূর্ণ হতে গিয়েও কেবল শূন্য হয়ে থাকি

বাংলাদেশ। ❤️
22/12/2021

বাংলাদেশ। ❤️

অভিনন্দন।
22/12/2021

অভিনন্দন।

ম্যাচের বিরতিতে যাওয়ার খানিক আগে পুরো স্টেডিয়ামে জ্বলে উঠল মুঠোফোনের আলো। মনে হচ্ছিল যেন হাজারো জোনাকি জ্বলছে ম....

18/12/2021

কবিতা: বনলতা সেন
কবি: জীবনানন্দ দাস
আবৃত্তি: আসমা ঊষা

17/12/2021

কবিতা: পথ বলে সন্তোষ যাই
কবি: আবদুল হাই শিকদার
আবৃত্তি: ফাতেমা রহমান বিথী

সবাইকে বিজয়ের সূবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। মিরপুর-১০, জল্লাদখানা।
16/12/2021

সবাইকে বিজয়ের সূবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা।

মিরপুর-১০, জল্লাদখানা।

14/12/2021

কবিতা: আমাদের মিলিত সংগ্রাম: মৌলানা ভাসানীর নাম
কবি: আবদুল গাফফার চৌধুরী
আবৃত্তি: জিনাত আরা সুমু

12/12/2021

০৬ ডিসেম্বর অধ্যাপক মানস চৌধুরী'র অনলাইনে সাক্ষাৎকার নিয়েছিলেন উৎসব মোসাদ্দেক। ইন্টারনেট গোলযোগের কারণে দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠেছিলো দর্শকদের জন্য। গুরুত্ব বিবেচনায় ভিডিও সম্পাদনা করে দ্বিতীয় পর্ব আবার উপস্থাপন করা হল।

11/12/2021

বাবার খোঁজে!

10/12/2021

০৬ ডিসেম্বর অধ্যাপক মানস চৌধুরির অনলাইনে সাক্ষাৎকার নিয়েছিলেন উৎসব মোসাদ্দেক। ইন্টারনেট গোলযোগের কারণে দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠেছিলো দর্শকদের জন্য। গুরুত্ব বিবেচনায় ভিডিও সম্পাদনা করে প্রথম পর্ব আবার উপস্থাপন করা হল।

10/12/2021

গুমের শিকার এক বাবার কন্যা তার খোঁজের জন্য রাস্তায়!

তথ্যসূত্রঃ প্রথম আলো।
07/12/2021

তথ্যসূত্রঃ প্রথম আলো।

06/12/2021

কমিশনের সদস্য অধ্যাপক ড. আলমগীর বলছিলেন, "বুয়েটের যতো সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য আছে তারা ঠিক ততো জনেরই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তারা অন্য কোন কেন্দ্রে পরীক্ষা নেবে না। তাছাড়া তাদের পরীক্ষা লিখিত হয়। সেক্ষেত্রে একটা সময় লাগে খাতা মূল্যায়ন করতে। টেকনিক্যাল যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন রুয়েট, চুয়েট সবাই এভাবেই পরীক্ষা নেবে।"

মি. আলমগীর বলছেন, অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসের বাইরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেয়। তাদের পরীক্ষা পদ্ধতি এমসিকিউ। সেক্ষেত্রে একটা সুবিধা আছে।

তিনি বলেন, " আমরা সব বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিয়েছি যাতে তারা যত বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেটা নিশ্চিত করে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া যায় কীনা সেটাও দেখতে। এতে করে সময় কম লাগবে।"

সূত্র: বিবিসি

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Desyndicato ডিসিন্ডিকেটো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desyndicato ডিসিন্ডিকেটো:

Videos

Share

Category

Nearby media companies