ছাত্র ফেডারেশন নেতা রিচার্ড
// চিঠি ১০০ //
// চিঠি ১০০ //
পুর্ণ হতে হতেই আমি শূন্য হয়ে যাই
পায়ের নিচে ঘোর পিপাসা সমুদ্রজল নাই
আমার দুচোখে আশনাই
আমার বিদিক মনে নিরঞ্জনে হাজার কথার চাঁই
আমি শূন্য হয়ে যাই
আমি পূর্ণ হতে হতে খুবই শূন্য হয়ে যাই
আমার পাতার শরীর কাঁপে
আমার লেখার খাতা প্রতি পাতা ভরে যাচ্ছে পাপে
আমার সিক্ত বিবশ চুলের রাশি কাঁপছে অভিশাপে
আমায় কেটেছে কালসাপে
আমি একটু করে মরে যাচ্ছি বেঁচে ওঠার ভাপে
আমার শরীর ভরা নুন
আমার হাত ধোরো না, গা ছুঁয়ো না, বিষন্ন আগুন
আমার দুচোখ ভরা শুকনা পাথর, অশ্রুভরা খুন
আমার বিষন্ন আগুন
আমার ঝিনুক ভরা নুন
আমার দুচোখ জুড়ে প্রেমের ব্যথা শরীর ভরা ঘুন
আমায় দিয়েই গেলে ফাঁকি
আমি মানুষ হলাম নাকি
আমার মাথার কিরা চাইও ফিরা কইর ডাকাডাকি
আমি পাথর হলাম নাকি
উদলা গাছের বাকল দিয়া আমার দুচোখ ঢাকি
আমি বিষন্ন একাকী
আমি পূর্ণ হতে গিয়েও কেবল শূন্য হয়ে থাকি
বনলতা সেন
কবিতা: বনলতা সেন
কবি: জীবনানন্দ দাস
আবৃত্তি: আসমা ঊষা
মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত
কবিতা: পথ বলে সন্তোষ যাই
কবি: আবদুল হাই শিকদার
আবৃত্তি: ফাতেমা রহমান বিথী
মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত
কবিতা: আমাদের মিলিত সংগ্রাম: মৌলানা ভাসানীর নাম
কবি: আবদুল গাফফার চৌধুরী
আবৃত্তি: জিনাত আরা সুমু
বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষা নিলেন না কেন? ।। অধ্যাপক মানস চেীধুরী
০৬ ডিসেম্বর অধ্যাপক মানস চৌধুরী'র অনলাইনে সাক্ষাৎকার নিয়েছিলেন উৎসব মোসাদ্দেক। ইন্টারনেট গোলযোগের কারণে দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠেছিলো দর্শকদের জন্য। গুরুত্ব বিবেচনায় ভিডিও সম্পাদনা করে দ্বিতীয় পর্ব আবার উপস্থাপন করা হল।
#trending #universitylife #university #universitystudent #thoughtexchange #universityexam
বাবার খোঁজে মা!
গুমের শিকার এক বাবার কন্যা তার খোঁজের জন্য রাস্তায়!
গুচ্ছ পদ্ধতি; কীভাবে হতে পারতো?
০৬ ডিসেম্বর অধ্যাপক মানস চৌধুরির অনলাইনে সাক্ষাৎকার নিয়েছিলেন উৎসব মোসাদ্দেক। ইন্টারনেট গোলযোগের কারণে দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠেছিলো দর্শকদের জন্য। গুরুত্ব বিবেচনায় ভিডিও সম্পাদনা করে প্রথম পর্ব আবার উপস্থাপন করা হল।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ও বিশ্ববিদ্যালয়
কমিশনের সদস্য অধ্যাপক ড. আলমগীর বলছিলেন, "বুয়েটের যতো সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য আছে তারা ঠিক ততো জনেরই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তারা অন্য কোন কেন্দ্রে পরীক্ষা নেবে না। তাছাড়া তাদের পরীক্ষা লিখিত হয়। সেক্ষেত্রে একটা সময় লাগে খাতা মূল্যায়ন করতে। টেকনিক্যাল যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন রুয়েট, চুয়েট সবাই এভাবেই পরীক্ষা নেবে।"
মি. আলমগীর বলছেন, অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসের বাইরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেয়। তাদের পরীক্ষা পদ্ধতি এমসিকিউ। সেক্ষেত্রে একটা সুবিধা আছে।
তিনি বলেন, " আমরা সব বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিয়েছি যাতে তারা যত বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেটা নিশ্চিত করে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া যায় কীনা সেটাও দেখতে। এতে করে সময
রেহানা মারিয়াম নুর দেখার পর দর্শক প্রতিক্রিয়া!
রেহানা মারিয়াম নুর।
রেহানা মারিয়াম নুর এক কথায় বলা যায়, এটি বাস্তবতার বিশেষ উপস্থাপন। রেহানা একজন একরোখা, জেদি এবং দুমড়ে মুচড়ে যাওয়া মানুষ।
#RehanaMaryamNoor
দীর্ঘসময় গুলিস্তানে অবস্থান শেষে নগর ভবন অভিমুখে নটরডেমিয়ানদের মিছিল।
গার্মেন্ট শ্রমিকদের ওপর হেলমেটধারীদের হামলা।
গার্মেন্ট শ্রমিকের ওপর হামলা। আহত শ্রমিককে দেখতে যান গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।
জোনায়েদ সাকির ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক ঘোষণা।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে গণমানুষের এই নেতার নামে শপথ নিয়ে জোনায়েদ সাকির ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক ঘোষণা।
শেখ হাসিনাকে নিয়ে জোনায়েদ সাকি কী বললেন!
মওলানা ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে গণসংহতি আন্দোলনের উদ্যোগে "বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংহতি প্রকাশন কতৃক "মওলানা ভাসানীর কৃষক সমিতি" শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মওলানা ভাসানীর ব্যাক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী বক্তব্য রাখেন।
ভিআইপি লাউঞ্জ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ১৯.১১.২০২১