অদম্য প্রকাশ - odommo prokash

অদম্য প্রকাশ - odommo prokash Odommo porkash makes it easy to design, publish, promote, and sell professional-quality printed book
(12)

27/11/2023

ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ 'নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে।

এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ 'নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে।

এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।

11/11/2023

ক্রমাগত প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে দেহ ও মনের মধ্যে যে সমন্বয়হীনতা তৈরি হয়, সেটাই ‘রোগ’! যদিও প্রাথমিক অবস্থায় কোনো রোগই তেমন ক্ষতিকর নয়, কেননা রোগ প্রতিরোধের সকল সক্ষমতা প্রাকৃতিক নিয়মে দেহের ভেতরেই বিদ্যমান। কিন্তু মানুষ যখন ভুলভাল জীবনযাপন ও খাদ্যাভ্যাস অব্যাহত রাখে, রোগ তখনি প্রবলভাবে জাপটে ধরে- যেখান থেকে অনেকেই আমৃত্যু ছাড়া পায় না!

সৃষ্টির শুরু থেকে মানুষের চিকিৎসা ছিল প্রকৃতি নির্ভর। সে কারণে ঘটনাক্রমে কেউ অসুস্থ হলেও প্রকৃতির সহযোগিতা নিয়ে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতো, কিন্তু যখন থেকে রোগমুক্তির জন্য প্রকৃতিকে উপেক্ষা করে মানুষ কৃত্রিম পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছে, তখন থেকেই বিপর্যয়ের সূচনা। মানুষ তার ভুল বুঝতে পেরে প্রকৃতির কাছে ফিরে গেলে আবার সুরক্ষা পাবে, কিন্তু প্রকৃতি-বিরুদ্ধ নিয়মে চললে ভুলের মাত্রা ক্রমশ বাড়তেই থাকবে। চলমান ড্রাগ নির্ভর চিকিৎসা ব্যবস্থা স্রষ্টা প্রদত্ত মহামূল্যবান মানবশরীর নিয়ে কেবল ব্যবসাই করছে, কিন্তু কাউকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারছে না। কেমিক্যাল নির্ভর চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটিবার ঢুকে গেলে রোগীর চূড়ান্ত নিষ্কৃতিও মিলছে না। অথচ মানুষের সুস্থতার জন্য আলাদাভাবে কোনো ওষুধের প্রয়োজন নেই, খাদ্যই পথ্য তথা চিকিৎসা। সব ওষুধ আছে প্রকৃতিতে, আপনার সুস্থতা আপনারই হাতে।

মানবদেহ আসলে তাই- যা আমরা খাই; আমাদের দেহ মূলত রূপান্তরিত খাদ্য। সেটা যদি সঠিকভাবে নির্বাচন করে, সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক পরিমাণে দেহাভ্যন্তরে ঢোকানো যায়, তাহলে মানবদেহ আমৃত্যু সুস্থ থাকবে। কিন্তু উল্টাপাল্টা খাবার খেলে আর আবোলতাবোল জীবনযাপন করলে মৃত্যুর নির্ধারিত ক্ষণ ঘনিয়ে আসার অনেক আগেই যেনতেন প্রকারে বেঁচে থাকতে হবে- যেটাকে সত্যিকারের বেঁচে থাকা বলে না!

আমরা যদি চিকিৎসার নামে মানবশরীরে কেমিক্যাল (ড্রাগ) ঢোকানো বন্ধ করতাম, তাহলেও অনেক অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যগত সঙ্কট কাটিয়ে উঠতে পারতাম! বনের প্রাণীরা প্রাকৃতিক খাবার সরাসরি খায় বলেই সুস্থ থাকে, কিন্তু মানুষ সভ্য হওয়ার নামে প্রাকৃতিক খাবার জ্বালিয়ে-পুড়িয়ে নানাভাবে বিকৃত করে খায় বলে অসুখ-বিসুখের হাত থেকে নিস্তার পাচ্ছে না!

মানবদেহ মাটি আর পানির সমন্বয়ে তৈরি। সেই দেহের ভেতরে যতক্ষণ বাতাস আনাগোনা করে, ততক্ষণই প্রাণ থাকে। তার মানে মাটি-পানি-বাতাসের সমন্বয়ে তৈরি মানুষের খাবারও মূলত তিনটি- কঠিন, তরল আর বায়বীয়। এই তিন খাবারের সুসমন্বয় হলে মানুষ আমৃত্যু সুস্থ ও সবল থাকবে। প্রকৃতির পূর্ণ সহযোগিতা নিয়ে প্রাকৃতিক রীতি-নীতি মেনে খাবার খেলে পার্থিব কোনো রোগ আমাদেরকে ছুঁতেই পারবে না! কিন্তু তিন খাবারের মধ্যে সমস্যা হলে/থাকলে মানবদেহ দ্রুত অসুস্থ হয়ে পড়বে এবং শরীর একটিবার বিগড়ে গেলে আবার তাকে সুস্থতার পথে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। বিস্তারিত জেনে, বুঝে, মেনে চলার জন্য বইটি শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতো।

দারুণ খবর! অদম্য প্রকাশ এর নতুন বই ❤পাইথন একটি বহুমুখী, উচ্চ-কর্মক্ষমতা এবং সহজে শেখার প্রোগ্রামিং ভাষা যা বিভিন্ন ক্ষেত...
09/11/2023

দারুণ খবর! অদম্য প্রকাশ এর নতুন বই ❤

পাইথন একটি বহুমুখী, উচ্চ-কর্মক্ষমতা এবং সহজে শেখার প্রোগ্রামিং ভাষা যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ব্যবহার এবং শেখার সরলতা, বহুমুখীতা, কর্মক্ষমতা, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কম্পিউটিং এর জন্য শক্তিশালী সাপোর্ট, বৃহৎ এবং সক্রিয় কমিউনিটি, অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনকে অনন্য মর্যাদায় নিয়ে গেছে। তাই হুহু করে বাড়ছে পাইথনের চাহিদা। যুগের সঙ্গে তাল মেলাতে প্রোগ্রামিং এর জগতে নিজেকে অত্যাধুনিক রাখতে পাইথন শিখুন, নিজেকে অগ্রগামী রাখুন।

এই বইটি মূলত পাইথন প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ও মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য তৈরি করা হয়েছে। বইটিতে মৌলিক ধারণা, সিনট্যাক্স, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, ফাংশন, লিস্ট, ডিকশনারি, ফাইল হ্যান্ডলিং, মডিউল, প্যাকেজ, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, নাম্পাই লাইব্রেরি এবং বেশ কিছু মজার প্রবলেম সলভিং ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। যারা নতুনভাবে প্রথম কোনো প্রোগ্রামিং ভাষা শেখা শুরু করতে চাচ্ছেন বা পাইথনে প্রোগ্রামিং শেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য বইটি আদর্শ হতে পারে। তবে আপনি যদি অন্যান্য ভাষায় প্রোগ্রাম করে থাকেন এবং সেই জ্ঞানের আলোকে পাইথন শিখতে চান তাহলে বইটি হবে আপনার উপযুক্ত গাইড।

01/11/2023

সর্বশক্তিমান আল্লাহ মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। বিবর্তনের ভেতর দিয়ে গুহামানব থেকে সভ্যতার এই পর্যায়ে মানুষ এসেছে শুধুমাত্র একটি জিনিসের ব্যবহার করে। আর সেটি হচ্ছে আবেগ। আবেগ মানুষের কল্পনার বিকাশ ও বাস্তবায়ন ঘটায়। বিবর্তনের এই ধারায় যে নেতারা অগ্রগামী ভূমিকা রেখেছেন তারা সবাই এই আবেগকে ব্যবহার করেছেন যথাযথভাবে। সুখ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময়, বিতৃষ্ণা, শঙ্কা বা বিশ্বাস প্রতিটি আবেগই আমাদের মাঝে শক্তি এবং তথ্যের আদান-প্রদান করে।

সফল নেতারা সেই শক্তি এবং তথ্যকে সঠিকভাবে ব্যবহার করে তাদের নেতৃত্বকে সুসংহত করেছেন যুগে যুগে। বর্তমান শতাব্দীর অন্যতম নেতৃ্ত্ব বিশেষজ্ঞ ওয়ারেন জি বেনিস বলছেন, “আমাদের বিশ্বের চারটি প্রধান হুমকির মধ্যে। প্রথমটি হল আমাদের মানব সমাজের বর্তমান নেতৃত্বের অবস্থা। শুধুমাত্র অনুকরণীয় নেতৃত্বই অন্য তিনটি মূল হুমকির সমাধান করতে পারেঃ (১) পারমাণবিক বা জৈবিক বিপর্যয়, (২) মহামারী এবং (৩) জাতিগত বিভাজন।“ তিনি আবার নেতৃ্ত্বের সবগুলো মডেলের মধ্যে আবেগীয় বুদ্ধিমত্তার মডেলকে সর্বোত্তম মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। আবেগীয় বুদ্ধিমত্তার নেতৃত্ব আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে সমৃদ্ধ করতে পারে সেই তথ্যভাণ্ডার দিয়ে খুব সহজ বাংলায় লিখা হয়েছে এই বইটি।

সবার জন্য দারুণ খবর! অদম্য প্রকাশ এর নতুন বই ❤তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে আমাদের দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের...
30/10/2023

সবার জন্য দারুণ খবর! অদম্য প্রকাশ এর নতুন বই ❤

তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে আমাদের দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ এখন নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার না জানার কারণে দিনকে দিন এ ধরনের অপরাধ বেড়েই চলছে। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোয় এই অপরাধের প্রবণতা বেশি। প্রতারকরা চারদিকে তাদের প্রতারণার ফাঁদ তৈরি করে রেখেছে। ব্যবহারকারীরা তাদের অজ্ঞতার কারণে এসব ফাঁদে পা দিচ্ছে এবং প্রতারিত হচ্ছে। এসব প্রতারণার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে সাইবার অপরাধনামা বইটিতে। আশা করি প্রতারণার এসব ধরন সম্পর্কে জানা থাকলে পরবর্তী সময়ে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা সচেতন হবে এবং নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভূমিকা পালন করবে।

17/10/2023

ফ্রিডম ফ্রিল্যান্সার
স্মার্ট ক্যারিয়ার গড়ুন স্বাধীনভাবে
যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি, ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তাটা মাথায় তত বেশি জেঁকে বসতে থাকে। তখন চারপাশে থাকা ক্যারিয়ার অপশনগুলো দেখে মনে হতে থাকে, “ডাক্তার -ইঞ্জিনিয়ার হব, বিজনেস করব নাকি কোনো জব?’’

সত্যি বলতে এই ক্যারিয়ার গোল সিলেক্ট করার সময় বেশির ভাগই ব্যতিক্রম কিছু চিন্তা করেন না। তারা হয়তো কোনো জব করেন বা কোনো বিজনেস স্টার্ট করেন। আমার টার্গেট কিন্তু সেসব মানুষ নন।

বরং আমার টার্গেট হলেন ফ্রিল্যান্সাররা। আরেকটু স্পেসিফাই করে বলতে গেলে সেসব সাহসী ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার যারা এমন নিজের স্বাধীনতা বজায় রেখেই একটা স্টেবল ও স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে রেডি। এই মানুষগুলোই আমার কাছে ফ্রিডম ফ্রিল্যান্সার, যাদের লক্ষ্যপূরণে সহায়তা করতে আমি কাজ করে চলেছি বেশ কিছুদিন ধরে।

এবার আমার পরিচয়টা দিই। আমি আরিফুল ইসলাম। আমি প্রফেশনে একজন ডিজাইনার ও মার্কেটার। আমি বর্তমানে গ্রাফিক সোলো নামের একটা এজেন্সি রান করছি। আমার একটা ছোট ও এক্সপার্ট টিম রয়েছে। গত ছয় বছর আমার অসংখ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে।

নিজের প্রফেশনের বাইরে আমার একটা বৈশিষ্ট্য হলো, আমি মানুষকে শেখাতে খুব পছন্দ করি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফিল্ডে অনেক বছর কাজের এক্সপেরিয়েন্স থাকায় এজেন্সি রান করানোর পাশাপাশি আমি এখন ফ্রিডম ফ্রিল্যান্সারদের নিজের স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করার জন্যে তাদের সক্রিয়ভাবে মেন্টরিং করছি।

আমার আরিফ নোটস নামে একটা ব্লগ, একটা ফেসবুক পেজ ও একটা গ্রুপ আছে, যেখানে আমি ফ্রিল্যান্সারদের জন্য হেল্পফুল ব্লগ, ভিডিও ও রিসোর্স শেয়ার করে থাকি। একইসঙ্গে যারা ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট, তাদের লং-টার্মে স্ট্যাবিলিটি আনতে হেল্প করতে আমার একটা কোর্সও রয়েছে।

আমার এই ফ্রিডম ফ্রিল্যান্সার বইটাতে আমি একজন ফ্রিল্যান্সারের একদম শুরু থেকে লং-টার্মে ক্যারিয়ার বিল্ড আপ করতে যেসব গাইডলাইন প্রয়োজন সেগুলোর সব ডিটেইলে প্রোভাইড করার চেষ্টা করেছি। তাই বিগিনার ও এক্সপার্ট ফ্রিল্যান্সাররা তো বটেই, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু না-ও জানেন এবং এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে ডিটেইলড গাইডলাইন চান, তাহলে বইটা পড়ে দেখতে পারেন। আবার এই সেক্টরটা সম্পর্কে জানতে চাইলেও এই বইটা পড়তে আপনার অবশ্যই ভালো লাগবে।

সবার জন্য শুভকামনা রইল। স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আপনি রেডি তো?

আলহামদুলিল্লাহ!!!নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৩ নন ফিকশন ক্যাটাগরিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বেস্টসেলার...
30/09/2023

আলহামদুলিল্লাহ!!!

নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৩ নন ফিকশন ক্যাটাগরিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বেস্টসেলার বই “কর্পোরেট এক্সেল” এবং বেস্টসেলার প্রকাশক অদম্য প্রকাশ - odommo prokash

ধন্যবাদ rokomari.com

#বেস্ট_সেলার_বই
#বেস্ট_সেলার_প্রকাশক

সকল পাঠকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা!

#রকমারি
#অদম্য_প্রকাশ

16/08/2023

পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস । ইয়াসির আরাফাত রাতুল
আজকাল ছোটরাও শিখছে অনেক কিছু। 👍
এমনকি প্রোগ্রামিং এর মতো বড়দের কাজকারবারও শিখে ফেলছে তারা। 🖥️
তাদের শেখার এই আগ্রহকে আরেকটু উস্কে দিতে “পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস” বইটি ভালোই কাজে আসবে। 📖
তবে ছোটদের বই ভেবে আপনারা বড়রা আবার এটা মিস দেবার ভুল করবেন না যেন।
বইটা লেখাই হয়েছে এমনভাবে যাতে ছোটবড় সবার কাজে লাগে, এমনকি কারো যদি ডিভাইসও না থাকে তবুও সে যেন বই পড়েই এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে যেতে পারে।
বইটা পড়ার পর ইনশাআল্লাহ প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, সেই সাথে হাতেকলমে শেখার মাধ্যমে দক্ষতাও অর্জন করা যাবে।
তবে জুনিয়রস, বইটার জন্য পড়াশোনার ক্ষতি করা যাবে না কিন্তু! পড়াশোনা + প্রোগ্রামিং, দুটোই চলুক পাশাপাশি। 🙂

বইটি সংগ্রহ করুন Wafilife.com থেকে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যা...
05/05/2023

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাবে ক্যারিয়ারে আরো ভালো করতে পারবো, কিভাবে সময়ের সাথে এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে টিকে থাকতে পারবো - এই বিষয়গুলো আমাদের অনেকেরই জিজ্ঞাসা।
ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টুল শেখার জন্য অনেক টিউটোরিয়াল, কোর্স আছে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সফলতার জন্য কেবল এগুলো শেখাই যথেষ্ট না। এর সাথে দরকার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, সফট স্কিলস, লার্নিং টেকনিক, ক্যারিয়ারের ব্যাপারে সচেতনতা ইত্যাদি।
দুঃখজনকভাবে এই দরকারী বিষয়গুলো নিয়ে তেমন একটা আলাপ হয় না বললেই চলে। অনেকে ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং 'ঠেকে' এই বিষয়গুলো আয়ত্ত করেন। অথচ ক্যারিয়ারের শুরুর দিকেই এই বিষয়গুলো জানা থাকলে আপনি ক্যারিয়ারে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন অনেকদূর।

ইংরেজিতে এসব টপিকে বেশ কিছু বই থাকলেও বাংলায় সম্ভবত এটাই প্রথম।
কিভাবে নতুন নতুন টুল-টেকনোলজির চক্করে নিজেকে আপ-টু-ডেট রাখবেন, কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন, কোন কোন বিষয়গুলো আপনাকে ক্যারিয়ার বুস্টে সাহায্য করবে - এরকম ভিন্ন ভিন্ন টপিকের ২০ টি লেখার সংকলন এই বইটি।
একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, জব মার্কেটের প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সর্বোপরি আপনার ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে এই বইটি টনিকের মত কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

বইটি অর্ডার করতে পারেন অদম্য প্রকাশ | রকমারি | বইফেরী | ওয়াফিলাইফ | বইবাজার | বুকমার্ক বুকশপ | নীলক্ষেত, বাংলাবাজার সহ সকল অনলাইন অফলাইন বুক শপ গুলোতে।

ঈদ হোক মিলনের, ঈদ হোক অদম্য বন্ধুত্বের।ঈদ মোবারক ❤
21/04/2023

ঈদ হোক মিলনের, ঈদ হোক অদম্য বন্ধুত্বের।
ঈদ মোবারক ❤

মুছে যাক গ্লানিঘুচে যাক জরা।।শুভ নববর্ষ।
14/04/2023

মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা।।

শুভ নববর্ষ।

অমর একুশে বইমেলা ২০২৩আমাদের লেখক এবং পাঠকেরা 💝 #বইমেলা   #অদম্যপ্রকাশ
28/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩
আমাদের লেখক এবং পাঠকেরা 💝

#বইমেলা #অদম্যপ্রকাশ

ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট।  একটা প্রবাদ আছে এমনঃ 'নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা ...
27/02/2023

ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ 'নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে।

এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।ডেভেলপমেন্ট জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে গিট। একটা প্রবাদ আছে এমনঃ 'নতুন ডেভেলপার? তাহলে গতকালই তোমার গিট শেখা উচিৎ ছিল!’ যে কোন ডেভেলপারের স্কিল ডেভেলপমেন্টের পাশা পাশি যা শিখা উচিৎ, তা হচ্ছে গিট। আর স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সকল প্রজেক্ট করা হবে, সেগুলো আপলোড করা উচিৎ গিটহাবে। ফলে এক সাথে তিনটে উপকার হবে। কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে হয় শেখা হবে। গিট শেখা হবে। নিজের প্রোটফলিও বাড়বে, যা জব পেতে সাহায্য করবে।

এই বই থেকে গিট ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, তা শেখা যাবে। এছাড়া গিটহাবে কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, সে সম্পর্কে জানা যাবে।

বইটি অর্ডার করতে পারেন অদম্য প্রকাশ | রকমারি | বইফেরী | ওয়াফিলাইফ | বইবাজার | নীলক্ষেত বাংলাবাজার সহ সব অনলাইন অফলাইন বুক শপ এ।

অমর একুশে বইমেলা ২০২৩আমাদের লেখক এবং পাঠকেরা 💝 #বইমেলা,  #অদম্যপ্রকাশ
26/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩
আমাদের লেখক এবং পাঠকেরা 💝

#বইমেলা, #অদম্যপ্রকাশ

অমর একুশে বইমেলা ২০২৩আমাকের লেখক এবং পাঠকেরা 💝🥰
24/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩

আমাকের লেখক এবং পাঠকেরা 💝🥰

অমর একুশে বইমেলা ২০২৩আমাদের লেখক এবং পাঠকেরা 💝🥰
24/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩

আমাদের লেখক এবং পাঠকেরা 💝🥰

দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আজ সমাজের সর্বত্র ব্যবহার হচ্ছে। এই ডিভা...
21/02/2023

দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আজ সমাজের সর্বত্র ব্যবহার হচ্ছে। এই ডিভাইসগুলির মধ্যে রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, ফ্ল্যাশ ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং আরও অনেক কিছু। এসব ডিজিটাল ডিভাইস বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়।
দুর্ভাগ্যবশত, সাইবার অপরাধীরা অপরাধ করার জন্য এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকে, কারণ এই ডিভাইসগুলি মানুষকে নামে-বেনামে অপরাধ করতে সহযোগিতা করে। এসব ডিভাইস কীভাবে ফরেনসিক করে আলামত খুঁজে বের করতে হয়, তা অনেকই জানেন না। অপরাধ করার পর অপরাধীর সেই ডিভাইস কীভাবে ফরেনসিক করবেন, কীভাবে অপরাধ-সংক্রান্ত আলামত খুঁজবেন তার সব পদ্ধতি এই বইয়ে তুলে ধরা হয়েছে।
সর্বোপরি, এই বইটির মাধ্যমে আপনি ডিজিটাল ফরেনসিক প্রসেস এবং ধাপগুলির বিস্তারিত জানতে পারবেন। কীভাবে ফরেনসিক টুল ব্যবহার করতে হয় এবং এন্টি ফরেনসিক পদ্ধতি বাইপাস কীভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটি অর্ডার করতে পারেন অদম্য প্রকাশ, রকমারি অথবা বইফেরী সহ সব অনলাইন বুক শপ এ।

ক্রমাগত প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে দেহ ও মনের মধ্যে যে সমন্বয়হীনতা তৈরি হয়, সেটাই ‘রোগ’! যদিও প্রাথমিক অবস্থায় কোনো র...
21/02/2023

ক্রমাগত প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে দেহ ও মনের মধ্যে যে সমন্বয়হীনতা তৈরি হয়, সেটাই ‘রোগ’! যদিও প্রাথমিক অবস্থায় কোনো রোগই তেমন ক্ষতিকর নয়, কেননা রোগ প্রতিরোধের সকল সক্ষমতা প্রাকৃতিক নিয়মে দেহের ভেতরেই বিদ্যমান। কিন্তু মানুষ যখন ভুলভাল জীবনযাপন ও খাদ্যাভ্যাস অব্যাহত রাখে, রোগ তখনি প্রবলভাবে জাপটে ধরে- যেখান থেকে অনেকেই আমৃত্যু ছাড়া পায় না!

সৃষ্টির শুরু থেকে মানুষের চিকিৎসা ছিল প্রকৃতি নির্ভর। সে কারণে ঘটনাক্রমে কেউ অসুস্থ হলেও প্রকৃতির সহযোগিতা নিয়ে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতো, কিন্তু যখন থেকে রোগমুক্তির জন্য প্রকৃতিকে উপেক্ষা করে মানুষ কৃত্রিম পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছে, তখন থেকেই বিপর্যয়ের সূচনা। মানুষ তার ভুল বুঝতে পেরে প্রকৃতির কাছে ফিরে গেলে আবার সুরক্ষা পাবে, কিন্তু প্রকৃতি-বিরুদ্ধ নিয়মে চললে ভুলের মাত্রা ক্রমশ বাড়তেই থাকবে। চলমান ড্রাগ নির্ভর চিকিৎসা ব্যবস্থা স্রষ্টা প্রদত্ত মহামূল্যবান মানবশরীর নিয়ে কেবল ব্যবসাই করছে, কিন্তু কাউকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারছে না। কেমিক্যাল নির্ভর চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটিবার ঢুকে গেলে রোগীর চূড়ান্ত নিষ্কৃতিও মিলছে না। অথচ মানুষের সুস্থতার জন্য আলাদাভাবে কোনো ওষুধের প্রয়োজন নেই, খাদ্যই পথ্য তথা চিকিৎসা। সব ওষুধ আছে প্রকৃতিতে, আপনার সুস্থতা আপনারই হাতে।

মানবদেহ আসলে তাই- যা আমরা খাই; আমাদের দেহ মূলত রূপান্তরিত খাদ্য। সেটা যদি সঠিকভাবে নির্বাচন করে, সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক পরিমাণে দেহাভ্যন্তরে ঢোকানো যায়, তাহলে মানবদেহ আমৃত্যু সুস্থ থাকবে। কিন্তু উল্টাপাল্টা খাবার খেলে আর আবোলতাবোল জীবনযাপন করলে মৃত্যুর নির্ধারিত ক্ষণ ঘনিয়ে আসার অনেক আগেই যেনতেন প্রকারে বেঁচে থাকতে হবে- যেটাকে সত্যিকারের বেঁচে থাকা বলে না!

আমরা যদি চিকিৎসার নামে মানবশরীরে কেমিক্যাল (ড্রাগ) ঢোকানো বন্ধ করতাম, তাহলেও অনেক অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যগত সঙ্কট কাটিয়ে উঠতে পারতাম! বনের প্রাণীরা প্রাকৃতিক খাবার সরাসরি খায় বলেই সুস্থ থাকে, কিন্তু মানুষ সভ্য হওয়ার নামে প্রাকৃতিক খাবার জ্বালিয়ে-পুড়িয়ে নানাভাবে বিকৃত করে খায় বলে অসুখ-বিসুখের হাত থেকে নিস্তার পাচ্ছে না!

মানবদেহ মাটি আর পানির সমন্বয়ে তৈরি। সেই দেহের ভেতরে যতক্ষণ বাতাস আনাগোনা করে, ততক্ষণই প্রাণ থাকে। তার মানে মাটি-পানি-বাতাসের সমন্বয়ে তৈরি মানুষের খাবারও মূলত তিনটি- কঠিন, তরল আর বায়বীয়। এই তিন খাবারের সুসমন্বয় হলে মানুষ আমৃত্যু সুস্থ ও সবল থাকবে। প্রকৃতির পূর্ণ সহযোগিতা নিয়ে প্রাকৃতিক রীতি-নীতি মেনে খাবার খেলে পার্থিব কোনো রোগ আমাদেরকে ছুঁতেই পারবে না! কিন্তু তিন খাবারের মধ্যে সমস্যা হলে/থাকলে মানবদেহ দ্রুত অসুস্থ হয়ে পড়বে এবং শরীর একটিবার বিগড়ে গেলে আবার তাকে সুস্থতার পথে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। বিস্তারিত জেনে, বুঝে, মেনে চলার জন্য বইটি শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতো।

বইটি অর্ডার করতে পারেন অদম্য প্রকাশ, রকমারি অথবা বইফেরী সহ সব অনলাইন বুক শপ এ।

ফ্রিডম ফ্রিল্যান্সারস্মার্ট ক্যারিয়ার গড়ুন স্বাধীনভাবেযখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি, ক্যারিয়ার বিল্ড আপ করার...
21/02/2023

ফ্রিডম ফ্রিল্যান্সার
স্মার্ট ক্যারিয়ার গড়ুন স্বাধীনভাবে

যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি, ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তাটা মাথায় তত বেশি জেঁকে বসতে থাকে। তখন চারপাশে থাকা ক্যারিয়ার অপশনগুলো দেখে মনে হতে থাকে, “ডাক্তার -ইঞ্জিনিয়ার হব, বিজনেস করব নাকি কোনো জব?’’

সত্যি বলতে এই ক্যারিয়ার গোল সিলেক্ট করার সময় বেশির ভাগই ব্যতিক্রম কিছু চিন্তা করেন না। তারা হয়তো কোনো জব করেন বা কোনো বিজনেস স্টার্ট করেন। আমার টার্গেট কিন্তু সেসব মানুষ নন।

বরং আমার টার্গেট হলেন ফ্রিল্যান্সাররা। আরেকটু স্পেসিফাই করে বলতে গেলে সেসব সাহসী ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার যারা এমন নিজের স্বাধীনতা বজায় রেখেই একটা স্টেবল ও স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে রেডি। এই মানুষগুলোই আমার কাছে ফ্রিডম ফ্রিল্যান্সার, যাদের লক্ষ্যপূরণে সহায়তা করতে আমি কাজ করে চলেছি বেশ কিছুদিন ধরে।

এবার আমার পরিচয়টা দিই। আমি আরিফুল ইসলাম। আমি প্রফেশনে একজন ডিজাইনার ও মার্কেটার। আমি বর্তমানে গ্রাফিক সোলো নামের একটা এজেন্সি রান করছি। আমার একটা ছোট ও এক্সপার্ট টিম রয়েছে। গত ছয় বছর আমার অসংখ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে।

নিজের প্রফেশনের বাইরে আমার একটা বৈশিষ্ট্য হলো, আমি মানুষকে শেখাতে খুব পছন্দ করি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফিল্ডে অনেক বছর কাজের এক্সপেরিয়েন্স থাকায় এজেন্সি রান করানোর পাশাপাশি আমি এখন ফ্রিডম ফ্রিল্যান্সারদের নিজের স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করার জন্যে তাদের সক্রিয়ভাবে মেন্টরিং করছি।

আমার আরিফ নোটস নামে একটা ব্লগ, একটা ফেসবুক পেজ ও একটা গ্রুপ আছে, যেখানে আমি ফ্রিল্যান্সারদের জন্য হেল্পফুল ব্লগ, ভিডিও ও রিসোর্স শেয়ার করে থাকি। একইসঙ্গে যারা ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট, তাদের লং-টার্মে স্ট্যাবিলিটি আনতে হেল্প করতে আমার একটা কোর্সও রয়েছে।

আমার এই ফ্রিডম ফ্রিল্যান্সার বইটাতে আমি একজন ফ্রিল্যান্সারের একদম শুরু থেকে লং-টার্মে ক্যারিয়ার বিল্ড আপ করতে যেসব গাইডলাইন প্রয়োজন সেগুলোর সব ডিটেইলে প্রোভাইড করার চেষ্টা করেছি। তাই বিগিনার ও এক্সপার্ট ফ্রিল্যান্সাররা তো বটেই, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু না-ও জানেন এবং এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে ডিটেইলড গাইডলাইন চান, তাহলে বইটা পড়ে দেখতে পারেন। আবার এই সেক্টরটা সম্পর্কে জানতে চাইলেও এই বইটা পড়তে আপনার অবশ্যই ভালো লাগবে।
সবার জন্য শুভকামনা রইল। স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আপনি রেডি তো?

বইটি অর্ডার করতে পারেন অদম্য প্রকাশ, রকমারি অথবা বইফেরী সহ সব অনলাইন বুক শপ এ।

13/02/2023

বইমেলা অদম্য প্রকাশ স্টল নং ৪৪৫

অমর একুশে বইমেলা ২০২৩
23/01/2023

অমর একুশে বইমেলা ২০২৩

🇧🇩সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2022

🇧🇩সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ, কারন এর নোড জেএস দিয়ে ওয়েব সার্ভার থেকে, ওয়েব...
13/12/2022

জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ, কারন এর নোড জেএস দিয়ে ওয়েব সার্ভার থেকে, ওয়েব অ্যাপ্লিকেশন, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন। রিয়েক্ট, অ্যাঙ্গুলার জেএস, ভু জেএস দিয়ে আপনি ইন্ট্যারেক্টিভ ইউজার ইন্টারফেস বানাতে পারবেন। আবার এগুলা একসাথে করে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে পারবেন।

#জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট ইন্ড এবং ব্যাকেন্ড দুইটাই হ্যান্ডেল করতে পারে। মানে এক ল্যাংগুয়েজ দিয়েই সব। আপনি জাভাস্ক্রিপ্টে দক্ষ মানে জীবনে অনেক কিছুই সহজ।

তরুণ প্রোগ্রামার জুনায়েদ আহমেদ এর লেখা বাংলা ভাষায় জাভাস্ক্রিপ্ট শেখার অন্যতম জনপ্রিয় বইটি ১৫% ছাড়ে কিনতে মেসেজ করুন।

বইটি কিভাবে পাবো?
- সমগ্র বাংলাদেশে কুরিয়ারযোগে সংগ্রহ করতে পারেন।
আমাদের অফিসঃ-
অদম্য প্রকাশ
২৭৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা- ১২০৫
+8801715948894, +8801708637383

12/12/2022

এক্সেল অনেকটা জাদুকরি বিদ্যার মত। এর মাধ্যমে হাজারো ঘণ্টার কাজ সম্পন্ন করা যায় এক নিমিষে। নিজের সৃজনশীল মেধাকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। নিজের পেশাদারিত্বের পরিচয় এই এক্সেলের মাধ্যমে প্রকাশ করা যায়। আপনি অফিসের যে বিভাগেই (মানব সম্পদ ব্যবস্থাপনা, বিক্রয় এবং বিপণন, হিসাব রক্ষণ এবং অর্থনীতি, প্রকল্প ব্যবস্থাপনা, উদ্যেক্তা) কর্মরত থাকেন না কেন এক্সেল এর নিয়মগুলো যথাযথ ভাবে রপ্ত করতে পারলে আপনার জন্য নিত্যদিনের কাজ গুলো হবে আরও সহজ এবং নির্ভুল। এতে আপনার পেশাদার সময়জ্ঞানের মেধার প্রকাশ পাবে। মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার, এক্সেল গুরু মোঃ আনোয়ার হোসেন ফকির স্যার এর লেখা “কর্পোরেট এক্সেল” বইটি প্রকাশিত হয়েছে। এক্সেল বইটি রিয়েল লাইফ প্রোজেক্ট ভিত্তিক,
সম্পূর্ণ বাংলায়, সহজ ভাষায় লেখা হয়েছে। বইটি তে বেসিক থেকে প্রফেশনাল অ্যাডভান্স, VBA কোড, ম্যাজিক ম্যক্রো কৌশল, ডাটা ভিজুয়ালাইযেশন, অফিস এডমিনিস্ট্রেশন দেওয়া আছে।
এই বইটি পড়ে যিনি নতুন এক্সেল শিখতে চাচ্ছেন, তিনি যেমন উপকৃত হবেন, তেমনি যারা এক্সেল দক্ষ, নিজেকে আরও ঝালিয়ে নিতে চান, তারাও বইটি পড়ে উপকৃত হবেন।

পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী ‘মৃত খাবার’ (সকল প্রক্রিয়াজাতকৃত, প্যাকেটজাতকৃত ও দীর্ঘক্ষণ ধরে আগুনে জ্বালানো/পোড়ানো) খ...
04/12/2022

পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী ‘মৃত খাবার’ (সকল প্রক্রিয়াজাতকৃত, প্যাকেটজাতকৃত ও দীর্ঘক্ষণ ধরে আগুনে জ্বালানো/পোড়ানো) খায় না। সে কারণে তাদের অসুখ-বিসুখ হয় না বললেই চলে। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী ক্ষুধা না লাগলে খায় না আর যখনি খায়, পাকস্থলির কিছু অংশ খালি রেখেই খাদ্যগ্রহণ সম্পন্ন করে। সে কারণে তাদের অসুখ-বিসুখের বালাই নেই!

পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী নিজেদের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সংরক্ষণও করে না (অধিকাংশ প্রাণী খাদ্য-অনুসন্ধান শুরুই করে ক্ষুধা অনুভূত হওয়ার পরে), সে কারণে পচা/বাসী/মৃত খাবার (আসলে অখাদ্য) খেতে হয় না, বরং সব সময় টাটকা/তাজা খাবার খায়। ফলে তাদের তেমন কোনো অসুখ-বিসুখ হয় না!

পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী দিনে খেলে রাতে খায় না আর নিশাচর প্রাণীরা রাতে খায় বলে দিনে খায় না। কিন্তু মানুষ দিনে-রাতে সমানে উদরপূর্তি করে; সে কারণে জীবনভর অসুখ-বিসুখে ভূগতে থাকে!
সর্বোপরি মানুষ ছাড়া কোনো প্রাণী প্রাকৃতিক সীমা লঙ্ঘন করে না। আমরা বলি- ‘ছাগলে কী না খায়?’ আসল সত্য হচ্ছে- ছাগলও বাছ-বিচার করে (আগে গন্ধ শুঁকে নেয়) খাবার খায়। কেবল মানুষই সৃষ্টির সেরা জীব ও সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর দাবিদার হওয়া সত্ত্বেও বোকার মতো যাচ্ছেতাই গলধঃকরণ করে নিজেই নিজের শরীরের বিপদ ডেকে আনে!
হে মানুষ শোনো-
তোমরা কি খাদ্যপাপ থেকে মুক্ত হয়ে আজীবন সুস্থভাবে বাঁচতে চাও? তাহলে অনতিবিলম্বে মুখের লাগাম টেনে ধরো। নইলে পৃথিবীতে কোনো ডাক্তার বা চিকিৎসা-ব্যবস্থা নেই- যা তোমাকে সুস্থ করতে/রাখতে পারে!

বইটি কিভাবে পাবো?
- সমগ্র বাংলাদেশে কুরিয়ার যোগে সংগ্রহ করতে পারেন।

আমাদের অফিসঃ-
অদম্য প্রকাশ
২৭৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা- ১২০৫
+8801708637383, +8801715948894

03/12/2022

আর্জেন্টিনা ম্যাচের প্রেডিকশন দিয়ে ১জন জিতে নিন 'জিলাপি ক্যারিয়ার' বইটিতে ১০০% ডিসকাউন্ট

যিনি কাজ করছেন বা যিনি কাজ খুঁজছেন বা যিনি কাজ করবেন বলে ভাবছেন, প্রত্যকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হল ”এমপ্...
03/12/2022

যিনি কাজ করছেন বা যিনি কাজ খুঁজছেন বা যিনি কাজ করবেন বলে ভাবছেন, প্রত্যকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হল ”এমপ্লায়াবিলিটি” বা কর্মদক্ষতা। একটি কাজ পেতে এবং কাজটি ধরে রাখতে, একটি সুযোগ পেতে বা একটি সুযোগ কে ধরে রাখতে বা সুযোগ আসবার পথকে প্রসারিত করতে প্রয়োজন #এমপ্লাবিলিটি। ”আমি জানি, কিন্তু আমি নিজ হাতে করতে পারি না” এটি এমপ্লায়াবিলিটি নয়, বরং এমপ্লায়াবিলিটি হচ্ছে ”আমি জানি এবং কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে নিজ হাতে করতে পারি”।
আমাদের বইটিতে এই এমপ্লায়াবিলিটিকেই বিশ্লেষণ করা হয়েছে। এই বইটি তে মোট ১২টি অধ্যায় রয়েছে এবং এই ১২টি অধ্যায় আপনার জন্য ১২টি গাইডলাইন হিসেবে কাজ করবে যা আপনার জন্য ৩৬০ ডিগ্রী মডেল অনুযায়ী এই বই’তে সাজানো হয়েছে। আপনার যখন যে অধ্যায় প্রয়োজন, সেই অধ্যায় পড়বেন এবং প্রতিটি অধ্যায় শেষে রয়েছে অনুশীলনী। প্রতিটি অনুশীলনী নিজের জন্য সম্পূর্ণ করবেন। আমরা যেহেতু বলছি কাজ পাবার এবং কাজটি ধরে রাখার ফর্মুলা হচ্ছে এমপ্লায়াবিলিটি। তাই বইটি আপনি পড়বেন এবং আপনার জীবনকে রুপান্তর করবার জন্য প্রতিনিয়ত অনুশীলন করবেন।
মনে রাখতে হবে, সফলতার কোন গোপন রহস্য নেই। আপনার সফলতার ফর্মূলা আপনাকেই খুঁজে বের করতে হবে। শুরু থেকে শীর্ষে যেতে বইটি আপনার গাইড হিসেবে কাজ করবে বলে আশা করছি।
বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা মেসেজ করুন।

বইটি কিভাবে পাবো?
- সমগ্র বাংলাদেশে কুরিয়ারযোগে সংগ্রহ করতে পারেন।
আমাদের অফিসঃ-
অদম্য প্রকাশ
২৭৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা- ১২০৫
+8801715948894, +8801708637383

02/12/2022

ব্রাজিল ম্যাচের প্রেডিকশন দিয়ে ১জন জিতে নিন 'আবর্ত এনালগ থেকে ডিজিটাল বাংলাদেশ ও আমরা'
বইতে ১০০% ডিসকাউন্ট

কাদের জন্যে এই বইটি?১) যারা ক্যারিয়ারে উন্নতি চান২) যারা শিক্ষাজীবন শেষে চাকরির জন্য এক ধাপ এগিয়ে থাকতে চান ৩) যারা উদ্য...
02/12/2022

কাদের জন্যে এই বইটি?
১) যারা ক্যারিয়ারে উন্নতি চান
২) যারা শিক্ষাজীবন শেষে চাকরির জন্য এক ধাপ এগিয়ে থাকতে চান
৩) যারা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান
৪) যারা নিজের ব্র্যান্ড তৈরি করে চাকরির পাশাপাশি কিছু আয় করতে চান
৫) যারা Influencer হতে চান
৬) যারা strong professional network গড়ে তুলতে চান
পার্সোনাল ব্র্যান্ডিং কেন করবেন?
আমরা তিনজন, তিন প্রজন্মের মানুষ। একজনের ক্যারিয়ারের শুরু হয়েছে যখন বাংলাদেশে ফেসবুক সামান্য একটি ওয়েবসাইট ছিলো, একজনের ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশে ফেসবুক মার্কেটিং হয়ে উঠেছে ক্যারিয়ার, এবং একজনের ক্যারিয়ারের শুরুতে ফেসবুকে মজার কন্টেন্ট বানানোকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা!
সময়ের আগে আগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বুঝে, অফলাইন ও অনলাইন জগতে পার্সোনাল ব্র্যান্ডিং করে উপকৃত হয়েছি আমরা তিনজনেই। আমাদের শিক্ষা, অভিজ্ঞতা, ও সফল পার্সোনাল বাংলাদেশি ব্র্যান্ডিং প্র্যাক্টিশনারদের শর্ট কেস স্টাডি নিয়েই এই বই। যাতে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে আরো দ্রুত আরো বেশি শক্তিশালী করতে পারেন।
একজন কর্পোরেট, একজন উদ্যোক্তা, এবং একজন ছাত্র/ইয়ং প্রফেশনাল – তিনজন মিলে আমরা সেই উদ্দেশ্য সফল করতে পারবো আশা রাখি।
পার্সোনাল ব্র্যান্ডিং (হার্ডকভার)

-মো. তাজদীন হাসান , রাফিদ এলাহী চৌধুরী , মোঃ সোহান হায়দার

বইটি অর্ডার করুন আজই আমাদের মেসেজ করে বা অনলাইন বুকশপে বা নিকটস্থ লাইব্রেরীতে-

- সমগ্র বাংলাদেশে কুরিয়ারযোগে সংগ্রহ করতে পারেন।

আমাদের অফিসঃ-
অদম্য প্রকাশ
২৭৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা- ১২০৫
+8801715948894, +8801708637383

ইংরেজিতে বেশ দুর্বল, কথা বলতে নার্ভাস, Beginners লেভেলে আছেন, কিংবা কোন কোচিংয়ে গিয়ে শেখার সময় নেই; বাসায় বসে শিখতে চান-...
01/12/2022

ইংরেজিতে বেশ দুর্বল, কথা বলতে নার্ভাস, Beginners লেভেলে আছেন, কিংবা কোন কোচিংয়ে গিয়ে শেখার সময় নেই; বাসায় বসে শিখতে চান- বইটি তাদের জন্য। আমরা অনেক সময়ই বলতে শুনি- ‘ইন্টারভিউটা আরো ভাল হতো, যদি আর একটু ভালো ইংরেজি বলতে পারতাম!’ ‘ইংরেজিতে দুর্বল থাকার কারণে চাকরিটা হলোনা!’ এ ধরনের আফসোস থেকে বের হয়ে আসার জন্য এ বইটি নি:সন্ধেহে সহায়তা দিবে।
বইটি কেন?
সঠিকভাবে ইংরেজি বলতে এবং লিখতে পারা প্রত্যেকের জীবনেই অনেক বড় একটি বিনিয়োগ। কারণ আধুনিক সমাজে চাকরি থেকে ব্যবসা, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজির ভুমিকা বিস্তৃত। প্রায় সবক্ষেত্রেই ইংরেজিতে কথা বলার দক্ষতা আপনার জীবনে এক অনন্য সক্ষমতা যুক্ত করে এবং ইংরেজিতে পারঙ্গম ব্যক্তিরা ব্যক্তিক, সামাজিক ও পেশাগত ভাল অবস্থান তৈরি করে থাকে।
বইটি কিভাবে পাবো?

- সমগ্র বাংলাদেশে কুরিয়ারযোগে সংগ্রহ করতে পারেন।
-বইটি সংগ্রহ করতে আমাদের কে ইনবক্স করুন।

আমাদের অফিসঃ-
অদম্য প্রকাশ
২৭৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা- ১২০৫
+8801715948894, +8801708637383

মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই চমৎকার। মানুষের সব কাজের উৎস তাঁর মস্তিষ্ক। এই ছোট মাত্র তিন পাউণ্ডের অঙ্গের প্রভাব এক...
29/11/2022

মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই চমৎকার। মানুষের সব কাজের উৎস তাঁর মস্তিষ্ক। এই ছোট মাত্র তিন পাউণ্ডের অঙ্গের প্রভাব একজন মানুষের জীবনে বিশাল এবং ব্যাপক। এখনও মনোবিজ্ঞানীরা এই রহস্যময় অঙ্গটির কর্মকান্ড নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেননি।
কিছু সাধারন বিষয়ে অবশ্য দলগতভাবে মনোবিশেষজ্ঞ বা নোবিজ্ঞানীরা একমত। তেমনি কয়েকটি বিষয়ের মাঝে ‘মস্তিষ্কের সাথে মানুষের আবেগ দ্বারা প্রভাবিত আচরণের’ বিষয়টি অন্যতম।
ইমোশন বা আবেগের একটি আচরণিক বুদ্ধিমত্তা বা মূর্খতা আছে। আবেগের যথাযথ ব্যবহারে বুদ্ধিমত্তা প্রকাশ করা সম্ভব। আবার আবেগের অতি বাড়াবাড়ি একজন মানুষকে বোকা বা মূর্খ হিসেবে পরিগণিত করতে পারে। আবেগ প্রবণ হওয়া এবং আবেগীয়ভাবে বুদ্ধিমান হওয়া দুটো দুই বিষয়।
ইমোশনাল ইন্টিলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা মানুষকে আবেগীয়ভাবে বুদ্ধিমান হতে সাহায্য করে। গবেষণায় প্রমাণিত ৯০পার্সেন্ট সফল মানুষ আবেগীয়ভাবে বুদ্ধিমান।
ইমোশনাল ইন্টিলিজেন্সের আধুনিক জনক ড্যানিয়েল গোলম্যানের মতে, জীবনের সফলতার ৮৫% নির্ভর করে আবেগীয় বুদ্ধিমত্তার ব্যবহারের উপর। কী এই ইমোশনাল ইন্টিলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা।

বইটি সংগ্রহ করতে আমাদের পেইজ এ ইনবক্স করুন ❤

প্রযুক্তির উতকর্যতা যত দিন দিন বৃদ্ধি পাচ্ছে ততই এর ক্ষেত্র বড় হচ্ছে। ইন্টারনেট এখন সবার হাতে হাতে, এই ইন্টারনেট এর যেমন...
27/11/2022

প্রযুক্তির উতকর্যতা যত দিন দিন বৃদ্ধি পাচ্ছে ততই এর ক্ষেত্র বড় হচ্ছে। ইন্টারনেট এখন সবার হাতে হাতে, এই ইন্টারনেট এর যেমন সুবিধা আছে তেমনি এর ব্যবহারের অসুবিধাও আছে। প্রযুক্তির এই অগ্রগতি কে অনেকে ভাল ব্যবহার করছে আবার অনেকে খারাপ ব্যবহার ও করছে। এই ইন্টারনেট নির্ভর দুনিয়ায় আপনিও নিজেকে তৈরি করে নিতে পারেন। আইটি দক্ষতা অর্জন করে নিজেকেও স্বাবলম্বী করতে পারবেন। বর্তমানে সারা বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটির উপর ক্যারিয়ারের ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক সাইবার ঝুঁকি বাড়ছে, আমরা জেনে বা না জেনে, সচেতনতার অভাবে এই সাইবার ঝুঁকিতে পা দিচ্ছি, সাইবার সিকিউরিটি এই বইটি একজন ব্যক্তিকে সাইবার ওয়ার্ল্ডে কিভাবে নিরাপদ থাকবে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। ছোট,বড় ও মাঝারি প্রতিষ্ঠান সমূহ প্রতিনিয়ত সাইবার ঝুঁকিতে পড়ছে, এর ফলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং এমনকি সেই সব প্রতিষ্ঠান বন্ধও হয়ে যাচ্ছে, এই সব ঝুঁকি থেকে নিরাপদ থাকার জন্য কি কি পদক্ষেপ নেয়া যাই তা বইটিতে সহজে তুলে ধরা হয়েছে। এছাড়া সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বইটি জন্য খুবই সহায়ক ভুমিকা পালন করবে। সর্বোপরি সাইবার সিকিউরিটি বইটি আপনার সাইবার নিরাপত্তা বিষয়ক জ্ঞান বৃদ্ধি করতে কার্যকরি ভূমিকা পালন করবে।

প্রি অর্ডার করুন রকমারি তেঃ
https://www.rokomari.com/book/273637/cyber-security

এক্সেল অনেকটা জাদুকরি বিদ্যার মত। এর মাধ্যমে হাজারো ঘণ্টার কাজ সম্পন্ন করা যায় এক নিমিষে। নিজের সৃজনশীল মেধাকে সঠিকভাবে ...
26/11/2022

এক্সেল অনেকটা জাদুকরি বিদ্যার মত। এর মাধ্যমে হাজারো ঘণ্টার কাজ সম্পন্ন করা যায় এক নিমিষে। নিজের সৃজনশীল মেধাকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। নিজের পেশাদারিত্বের পরিচয় এই এক্সেলের মাধ্যমে প্রকাশ করা যায়। আপনি অফিসের যে বিভাগেই (মানব সম্পদ ব্যবস্থাপনা, বিক্রয় এবং বিপণন, হিসাব রক্ষণ এবং অর্থনীতি, প্রকল্প ব্যবস্থাপনা, উদ্যেক্তা) কর্মরত থাকেন না কেন এক্সেল এর নিয়মগুলো যথাযথ ভাবে রপ্ত করতে পারলে আপনার জন্য নিত্যদিনের কাজ গুলো হবে আরও সহজ এবং নির্ভুল। এতে আপনার পেশাদার সময়জ্ঞানের মেধার প্রকাশ পাবে। মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার, এক্সেল গুরু মোঃ আনোয়ার হোসেন ফকির স্যার এর লেখা “কর্পোরেট এক্সেল” বইটি প্রকাশিত হয়েছে। এক্সেল বইটি রিয়েল লাইফ প্রোজেক্ট ভিত্তিক,
সম্পূর্ণ বাংলায়, সহজ ভাষায় লেখা হয়েছে। বইটি তে বেসিক থেকে প্রফেশনাল অ্যাডভান্স, VBA কোড, ম্যাজিক ম্যক্রো কৌশল, ডাটা ভিজুয়ালাইযেশন, অফিস এডমিনিস্ট্রেশন দেওয়া আছে।
এই বইটি পড়ে যিনি নতুন এক্সেল শিখতে চাচ্ছেন, তিনি যেমন উপকৃত হবেন, তেমনি যারা এক্সেল দক্ষ, নিজেকে আরও ঝালিয়ে নিতে চান, তারাও বইটি পড়ে উপকৃত হবেন।

প্রি-অর্ডার করুন রকমারি তেঃ
https://www.rokomari.com/book/273636/corporate-excel

প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হৃদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্ত...
26/11/2022

প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হৃদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্তু বিভীষিকাময় একাডেমিক জীবন আমাদের দেশে প্রোগ্রামিংকে চিরতার মত তিক্ত করে তুলেছে। অপরদিকে, হাতুড়ে ডাক্তারদের প্যারাসিটামল ত্বত্ত প্রোগ্রামিংকে করে তুলেছে গোলকধাঁধার মত। আর সিনট্যাক্সের গ্যারাকল? সে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা।
প্রোগ্রামিং শেখা হওয়া উচিত সহজ, সরল ও আনন্দদায়ক। একটা কাজের সাথে যখন আনন্দ যোগ হয়, তখন সেই কাজটা আমাদের মস্তিষ্ক অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এমনিতে পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু শেখার মাধ্যমটাও তো মজার হওয়া চাই। এই দিকটাতেই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে এই বইয়ে।
এ কোন পাঠ্য বই নয়, এ হচ্ছে প্রোগ্রামিং নিয়ে প্রোগ্রামিংয়ের জন্য লেখা এক রহস্যোপন্যাস। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য আর নিগুঢ় রহস্যের হাতছানি। এবার শুধু সমাধান করতে হবে সেই রহস্যের।
বইটি কাদের জন্য?
• আমরা যারা পলিটেকনিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।
• আমরা যারা প্রোগ্রামিংয়ের ‘প’ও পারি না কিন্তু শিখতে চাই।
• আমরা যারা নিশ্চিত হয়ে গেছি এই ইহকালে আর যাই হোক প্রোগ্রামিংটা শেখা সম্ভব না।
• আমরা যারা প্রোগ্রামিং পারি কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা পারি না।
• আমরা যারা পাইথন শিখতে চাই।
বইটি কাদের জন্য নয়?
• আমরা যারা পলিটেকনিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নই।
• আমরা যারা কম্পিউটারের মৌলিক ব্যবহার জানিনা।
• আমরা যারা ইতোমধ্যেই পাইথনের সবকিছুই পারি।
বইটি কিভাবে ব্যবহার করতে হবে?
• বইটি পড়ার সময় আমরা প্রতিটা টপিক বুঝে পড়ব, মুখস্থ করার দরকার নাই।
• বইটির চাপ্টারগুলো আগে-পরে করে না পড়ে ধারাবাহিকভাবে পড়ব আমরা। কারণ বোঝার সুবিধার জন্য অনেক বিষয় প্রথম দিকের চাপ্টারগুলোতে স্কিপ করে গিয়ে পরে বিস্তারিত বোঝানো হয়েছে।
• প্রোগ্রামিং হল হাতে কলমে করার জিনিস। তাই প্রতিটা উদাহরণ নিজে নিজে রান করে দেখব।
• প্রোগ্রামিং হল চর্চা করার জিনিস। তাই প্রতিটা টপিকে দেয়া সমস্যাগুলো নিজে নিজে চর্চা করব।

বইটি অর্ডার করুন আজই আমাদের মেসেজ করে বা অনলাইন বুকশপে বা নিকটস্থ লাইব্রেরীতে-

Address

278, Elephant Road, Kataban Dhal
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 17:30
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801708637383

Alerts

Be the first to know and let us send you an email when অদম্য প্রকাশ - odommo prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অদম্য প্রকাশ - odommo prokash:

Videos

Share

Category

অদম্য প্রকাশ

Odommo porkash makes it easy to design, publish, promote, and sell professional-quality printed books.

Nearby media companies