স্বরে 'অ' - Swore 'O'

স্বরে  'অ' - Swore 'O' This is the official page of 'স্বরে 'অ' - Swore 'O'' publishing house Arts & Entertainment
(3)

আমেরিকার নিরাপদ জীবন ছেড়ে তুরস্কের সীমান্ত দিয়ে রিয়াদ ছুটে যাচ্ছে সিরিয়ার রাক্কা শহরের দিকে। বিদ্রোহীদের হাতে শহরটার পতন...
06/11/2024

আমেরিকার নিরাপদ জীবন ছেড়ে তুরস্কের সীমান্ত দিয়ে রিয়াদ ছুটে যাচ্ছে সিরিয়ার রাক্কা শহরের দিকে। বিদ্রোহীদের হাতে শহরটার পতনের পর থেকেই সেখানে বসবাস করা মা এবং ছোট ভাইয়ের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। তার পরিকল্পনা, মা এবং ভাইকে খুঁজে বের করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাবে সে। আর যদি তারা বিপদের মুখে থাকে, তাহলে তাদেরকে রক্ষার জন্য প্রয়োজনে সে যুদ্ধে যোগ দেবে.....

'গল্পগুলো সিরিয়ার' বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন......

মূল্য: ৫৬৩ টাকা

একটা কিছু করো প্লিজ মো. আবদুল হামিদসুলভ মূল্যে বইটির ই-বুক ভার্সন পাওয়া যাচ্ছে ‘বইটই’ অ্যাপে।
06/11/2024

একটা কিছু করো প্লিজ
মো. আবদুল হামিদ

সুলভ মূল্যে বইটির ই-বুক ভার্সন পাওয়া যাচ্ছে ‘বইটই’ অ্যাপে।

চা বাগানের বিচিত্র জীবনমোরশেদ আলম হীরাবইটি পেয়ে যাচ্ছেন মুদ্রিত মূল্যের ২৫% ছাড়ে ২৪০ টাকায়। অর্ডার করতে ম্যাসেজ করুন অথব...
06/11/2024

চা বাগানের বিচিত্র জীবন
মোরশেদ আলম হীরা

বইটি পেয়ে যাচ্ছেন মুদ্রিত মূল্যের ২৫% ছাড়ে ২৪০ টাকায়। অর্ডার করতে ম্যাসেজ করুন অথবা কমেন্টে জানান। হোয়াটসঅ্যাপ : 01955364730

স্পাই স্টোরিজমোজাম্মেল হোসেন ত্বোহাবইটি পেয়ে যাচ্ছেন মুদ্রিত মূল্যের ২৫% ছাড়ে ২১০ টাকায়। অর্ডার করতে ম্যাসেজ করুন অথবা ক...
06/11/2024

স্পাই স্টোরিজ
মোজাম্মেল হোসেন ত্বোহা

বইটি পেয়ে যাচ্ছেন মুদ্রিত মূল্যের ২৫% ছাড়ে ২১০ টাকায়। অর্ডার করতে ম্যাসেজ করুন অথবা কমেন্টে জানান। হোয়াটসঅ্যাপ : 01955364730

আপনার-আমার উর্বর মস্তিষ্ক হলাে চাষাবাদের উত্তম জমিন! আর এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য হলাে শক্তিশালী হাতিয়ার। অন্যদিকে মার্ক...
31/10/2024

আপনার-আমার উর্বর মস্তিষ্ক হলাে চাষাবাদের উত্তম জমিন! আর এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য হলাে শক্তিশালী হাতিয়ার। অন্যদিকে মার্কেটিং হলাে তার যথার্থ বাহন। আমরা চিন্তা ও কর্মে নিজেদের স্বাধীন মনে করলেও অসংখ্য ব্র্যান্ড (ব্যক্তি ও প্রতিষ্ঠান) সুকৌশলে প্রতিনিয়ত তাদের স্বার্থরক্ষায় আমাদের ব্যবহার করে চলছে। তাদের প্রত্যাশা অনুযায়ী নিজেদের উজাড় করে দিয়ে আমরা আবার দিব্যি সুখীও থাকছি- এ এক আজব ধাঁধা বটে!

জমি বা অন্যান্য সম্পদ হাতছাড়া হলে তা উদ্ধারে আমরা যেমন মরিয়া হই, মস্তিষ্কের মালিকানা পুনরুদ্ধারে কি আমাদের তেমনটাই হওয়া উচিত?

বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে যোগাযোগ করুন।

স্বাধীন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের একজন হয়েও প্রায়শঃই নানান স্থানে নিজেকে অনাহুত, খানিকটা অবাঞ্ছিত হি...
30/10/2024

স্বাধীন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের একজন হয়েও প্রায়শঃই নানান স্থানে নিজেকে অনাহুত, খানিকটা অবাঞ্ছিত হিসেবে আবিষ্কার করি। পারিবারিক পৃষ্ঠপোষকতা, বোর্ডের মেধাতালিকায় উপরের দিকে স্থান থাকা, ক্যাডেট কলেজের পড়াশোনা, সর্বোপরি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে থাকা একদল প্রাণপ্রিয় বন্ধুর উপস্থিতি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেকেই হারিয়ে ফেলি। মাঝে মাঝে ভাবতে থাকি - কেন এমন হয়?

বইটি অর্ডার করতে কমেন্ট কিংবা ইনবক্সে নক করুন।

মূল্য: ৩৩৮ টাকা

'স্বরে অ' প্রকাশনা সংস্থার যে কোনো বই অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন.....
30/10/2024

'স্বরে অ' প্রকাশনা সংস্থার যে কোনো বই অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন.....

ফিকশনের তুলনায় নন ফিকশন গোয়েন্দা গল্প পড়ার মধ্যে বাড়তি একটা সুবিধে আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অং...
30/10/2024

ফিকশনের তুলনায় নন ফিকশন গোয়েন্দা গল্প পড়ার মধ্যে বাড়তি একটা সুবিধে আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অংশও জানতে পারবেন। জটিল আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও কিছুটা ধারণা পাবেন।

“স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী“। প্রতিটা কাহিনীই সত্য ঘটনা অবলম্বনে, এবং প্রতিটা কাহিনীর বর্ণনাই শ্বাসরুদ্ধকর।

মূল্য: ২৫১ টাকা

বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন....

১৯৪৫ সালের ১৭ আগস্ট, প্রথম প্রকাশের পর থেকে গত প্রায় আট দশকে পৃথিবীর গুরুত্বপূর্ণ উপন্যাসের তালিকায় এনিমেল ফার্ম বইটিকে ...
29/10/2024

১৯৪৫ সালের ১৭ আগস্ট, প্রথম প্রকাশের পর থেকে গত প্রায় আট দশকে পৃথিবীর গুরুত্বপূর্ণ উপন্যাসের তালিকায় এনিমেল ফার্ম বইটিকে রাখা হয়নি, এমনটা সম্ভবত নেই।

একটি পশু খামারের আদলে ক্ষমতা, শক্তি ও রাজনীতির যে বয়ান এই উপন্যাসে আছে, তা প্রত্যেকটা সময়কেই যেন প্রতিনিধিত্ব করে আসছে।

এমিনেল ফার্ম উপন্যাসে "All animals are equal, but some animals are more equal than others." এমন শক্তিশালী লাইন বিশ্বসাহিত্যেই হাতেগোনা।

স্বরে 'অ' প্রকাশনা সংস্থার ক্ল্যাসিক সিরিজের প্রথম বই হিসেবে আদনান আরিফ সালিমের সরস ও প্রাণবন্ত ভাষাশৈলীতে কালজয়ী এই বইয়ের নতুন ও পূর্ণাঙ্গ অনুবাদ পাঠকদের ভাল লাগবে।

বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে যোগাযোগ করুন

কারও মুখে শােনা গল্প, দুই-চারদিনের জন্য বেড়াতে বা বনভােজনে যাওয়া, কিংবা ক্যালেন্ডারে ছাপানাে চা বাগানের সবুজ প্রকৃতি। ...
22/10/2024

কারও মুখে শােনা গল্প, দুই-চারদিনের জন্য বেড়াতে বা বনভােজনে যাওয়া, কিংবা ক্যালেন্ডারে ছাপানাে চা বাগানের সবুজ প্রকৃতি। চা বাগান নিয়ে আমাদের সচারাচর ধারণা এমন রােমান্টিকতায় আচ্ছন্ন। দিনের পর দিন পরিবার, আত্মীয়-স্বজন এমনকি সমতল সমাজের লােকালয় বিবর্জিত এলাকায় কীভাবে দিন কাটে প্যান্টারদের? নিঃসঙ্গতায় কি তারা অভ্যস্ত হয়ে যান একটা সময়ে? রােদ-বৃষ্টি মাথায় নিয়ে জোকের কামড় খেয়ে শ্রমিকদের পাতা তােলার অনুভূতি কী আমাদের চা বাগান দর্শনের মতােই রােমান্টিক? তা তাে হওয়ার কথা নয়।

লেখক মােরশেদ আলম হীরা নিজের অভিজ্ঞতায় বয়ান করেছেন চা বাগানের ভেতরের অজানা গল্প। সে গল্পে মিশে আছে রােমাঞ্চ, ভয়, বিলাসীতা, কঠিন বাস্তবতা সহ বিচিত্র অনুভূতি। চলুন প্রবেশ করি চা বাগানের বিচিত্র জীবনে দেখি কী আছে বাগানে,..

বইটি কিনতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন....

সংগ্রহ করতে ইনবক্সে ম্যাসেজ করুন।
22/10/2024

সংগ্রহ করতে ইনবক্সে ম্যাসেজ করুন।

21/10/2024

আপনার পড়া সর্বশেষ বই কোনটি?

জিওসি, বললেন “হােয়াই আর ইউ নট প্রপারলি ড্রেসড।”আমি বুঝতে পারলাম না। অফিসাররা যখন খেলার মাঠে থাকেন, কেউ কেউ ট্র্যাকস্যুট...
20/10/2024

জিওসি, বললেন “হােয়াই আর ইউ নট প্রপারলি ড্রেসড।”

আমি বুঝতে পারলাম না। অফিসাররা যখন খেলার মাঠে থাকেন, কেউ কেউ ট্র্যাকস্যুট পরলেও অনেকেই হাফ প্যান্ট আর টিশার্ট পরেন। আমি পরেছি সাদা হাফপ্যান্ট আর নীল রঙের টিশার্ট।

তিনি বললেন, “তুমি সাদা গেঞ্জি পরনাই কেন?”
বললাম, “সাদা গেঞ্জি তাড়াতাড়ি ময়লা হয়ে যায় স্যার। আর আমি প্রতিদিন দুই বেলা প্র্যাকটিসে থাকি।”

একটু উত্তেজিত হয়ে তিনি বললেন, “খেলার নামে পায়ে পায়ে ঘুরাঘুরি কর কেন মাঠের মধ্যে? পাকিস্তানে থাকতে আমিও ফুটবল টিমে প্র্যাকটিস করতাম। আমরা সাত আষ্ট মাইল দৌড়াইয়া ওয়ার্মআপ করতাম।”

যারা যথাসময়ে সঠিক কথা বলতে পারেনা। মনের কথা চেপে রাখতে রাখতে একসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমারাে তাই হলাে, আমি বলে ফেললাম, “এই জন্যেই তাে পাকিস্তান ফুটবলে এত খারাপ!”

জিওসি রেগে আগুন হয়ে গেলেন। বললেন, “তােমার সিও’র কাছে এখন গিয়ে রিপাের্ট করবা। টেল হিম টু টক টু মি।”

ধরুন, বউ যখন উদ্ভ্রটভাবে সেজেগুজে এসে প্রশ্ন করে, কেমন দেখাচ্ছে? বেশিরভাগ স্বামীই বিপদ এড়াতে বলেন, ‘খুব সুন্দর লাগছে!’সত...
20/10/2024

ধরুন, বউ যখন উদ্ভ্রটভাবে সেজেগুজে এসে প্রশ্ন করে, কেমন দেখাচ্ছে? বেশিরভাগ স্বামীই বিপদ এড়াতে বলেন, ‘খুব সুন্দর লাগছে!’

সত্যিটা বললে হয়তো বউ তখন মন খারাপ করবে, সাজসজ্জা পাল্টাতে আরো এক ঘন্টা সময় বেশি নিবে। কিন্তু সে জানত যে তার স্বামী মতামত দেবার ক্ষেত্রে সৎ। এজন্য আপনার সততা আর আপনার পার্টনারের সমালোচনা হজম করার মানসিকতা দুইটাই দরকার।

সুস্থ সম্পর্কের জন্য ট্রাস্ট বা বিশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্বাসের জন্য সাময়িক কনফ্লিক্ট বা মতবিরোধও জরুরি।বিশ্বসেরা পাঁচটি ‘সেলফ হেল্প’ বইয়ের সামারি বা সারসংক্ষেপ বাঙালি ঢংয়ে উপস্থাপন হয়েছে জাগো বইটিতে। এই সামারি পড়ে অনেকেই হয়তো মূল বই পড়ার উৎসাহ পাবেন। মূল বই না পড়লেও তাদের বক্তব্য বুঝতে এবং কাজে লাগাতে পারবেন।

একইসাথে এই বইয়ে তরুণদের জন্য থাকছে জব সার্চ, সিভি লেখা, ইন্টারভিউ আর ক্যারিয়ারে ভাল করবার কৌশল সংক্রান্ত লেখা।

কে কে আসতে আগ্রহী আগামীকাল?
17/10/2024

কে কে আসতে আগ্রহী আগামীকাল?

আসুন বই পড়ি....

স্বরে 'অ' প্রকাশনের বই নিয়ে পাঠকদের আগ্রহ দেখে আমরা সত্যিই মুগ্ধ। তাই স্বরে 'অ' প্রকাশনা সংস্থা'র পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে বিশেষ অফার!

এখন থেকে প্রতি শুক্র অথবা শনিবার আপনারা চাইলেই আপনাদের পছন্দের বইটি স্বরে 'অ' র অফিসে এসে পড়তে পারবেন। এর জন্য আপনাদের তেমন কিছুই করতে হবে না কেবল কষ্ট করে কমেন্ট অথবা ইনবক্সে আপনাদের আগ্রহের কথা জানাতে হবে। বলা বাহুল্য, আপনাদের জন্য চা-কফির সুব্যবস্থা থাকবে।

তাহলে কারা কারা আসছেন?

#স্বরেঅ #আসুনবইপড়ি #বই

স্থান-কাল-পাত্রভেদে পণ্যের ধরন আর টার্গেট গ্রুপ আলাদা। হলেও আসলে আমরা সবাই বিক্রয়কর্মী। সরাসরি সেলসে যারা। জব করেন তাদে...
15/10/2024

স্থান-কাল-পাত্রভেদে পণ্যের ধরন আর টার্গেট গ্রুপ আলাদা। হলেও আসলে আমরা সবাই বিক্রয়কর্মী। সরাসরি সেলসে যারা। জব করেন তাদের বাইরেও রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা, ওয়াজের বক্তা, মিডিয়াকর্মী, ইউটিউবার, এমনকি ফেসবুকে জনপ্রিয়তা প্রত্যাশী সবাই। নিজেকে বিক্রয়ে সদা সচেষ্ট। কেবল একেকজনের পদ্ধতি একেকরকম।

ব্যক্তিগত আগ্রহ থেকেই বইয়ের লেখক দীর্ঘদিন যাবৎ অধিকাংশ বিক্রয়কর্মীর প্রত্যাশিত সফলতা না পাওয়ার। কারণ অনুসন্ধান করেছেন। পাশাপাশি এ বিষয়ে প্রায় দেড় ডজন বইয়ের সাহায্য নিয়েছেন। বাংলাদেশের বাস্তবতায়। সংকটগুলাে কাটিয়ে ওঠার ব্যাপারে নানা কৌশলও খুজে বের করতে সচেষ্ট ছিলেন। সংশ্লিষ্ট সবাই উপকৃত হওয়ার মতাে উপাদান থাকলেও বইটি বিবিএ-এমবিএ শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং সেলসের বিভিন্ন স্তরে নিয়ােজিত ফাইটারদের জন্য বিশেষভাবে রচিত।

বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন...

ফিকশনের তুলনায় নন ফিকশন গোয়েন্দা গল্প পড়ার মধ্যে বাড়তি একটা সুবিধে আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অং...
15/10/2024

ফিকশনের তুলনায় নন ফিকশন গোয়েন্দা গল্প পড়ার মধ্যে বাড়তি একটা সুবিধে আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অংশও জানতে পারবেন। জটিল আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও কিছুটা ধারণা পাবেন।

“স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী“। প্রতিটা কাহিনীই সত্য ঘটনা অবলম্বনে, এবং প্রতিটা কাহিনীর বর্ণনাই শ্বাসরুদ্ধকর।

বইটি অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্সে নক করুন....

Address

Concord Emporium Shopping Complex
Dhaka

Opening Hours

Monday 11:00 - 21:30
Tuesday 11:00 - 21:30
Wednesday 10:00 - 21:30
Thursday 11:00 - 21:30
Friday 11:00 - 21:30
Saturday 11:00 - 21:30
Sunday 11:00 - 21:30

Telephone

+8801717562077

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বরে 'অ' - Swore 'O' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বরে 'অ' - Swore 'O':

Videos

Share

Category

Nearby media companies