মিরর পাবলিকেশন্স

মিরর পাবলিকেশন্স সুস্থ ধারার সাহিত্যকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে
(1)

অমর  একুশে বইমেলা- ২০২৪আজ বইমেলার ২৫তম দিন।স্টল নং ৬৪৬  #মিরর #পাবলিকেশন্স
25/02/2024

অমর একুশে বইমেলা- ২০২৪

আজ বইমেলার ২৫তম দিন।

স্টল নং ৬৪৬
#মিরর
#পাবলিকেশন্স

অমর  একুশে বইমেলা- ২০২৪স্টল নং ৬৪৬  #মিরর #পাবলিকেশন্স
14/02/2024

অমর একুশে বইমেলা- ২০২৪

স্টল নং ৬৪৬
#মিরর
#পাবলিকেশন্স

অমর একুশে বইমেলা-২৪আজ ৭ম দিন স্টল নং:- ৬৪৬  #মিরর  #পাবলিকেশন্স
07/02/2024

অমর একুশে বইমেলা-২৪
আজ ৭ম দিন


স্টল নং:- ৬৪৬
#মিরর
#পাবলিকেশন্স

06/02/2024

টেলিগ্রামে নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন মিরর পাবলিকেশন্সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে।
(লিংক কমেন্ট ঘরে)

অমর একুশে বইমেলা-২৪আজ ৫ম দিন স্টল নং:- ৬৪৬  #মিরর  #পাবলিকেশন্স
05/02/2024

অমর একুশে বইমেলা-২৪

আজ ৫ম দিন

স্টল নং:- ৬৪৬

#মিরর
#পাবলিকেশন্স

অমর একুশে বইমেলা-২৪আজ ৩য় দিন। স্টল নং:-৬৪৬ #বইমেলা২৪  #মিরর  #পাবলিকেশনস
03/02/2024

অমর একুশে বইমেলা-২৪

আজ ৩য় দিন।

স্টল নং:-৬৪৬

#বইমেলা২৪
#মিরর
#পাবলিকেশনস

ধরণিতে মানুষের আগমন আল্লাহর প্রতিনিধি হিসেবে। আর প্রত্যেক প্রতিনিধির একান্ত কর্তব্য হলো মালিক কর্তৃক প্রদত্ত কাজ নির্ধার...
03/02/2024

ধরণিতে মানুষের আগমন আল্লাহর প্রতিনিধি হিসেবে। আর প্রত্যেক প্রতিনিধির একান্ত কর্তব্য হলো মালিক কর্তৃক প্রদত্ত কাজ নির্ধারিত নিয়ম ও সময়ে সম্পাদন করা। হোক তা দ্বীনের কাজ বা রাষ্ট্রের; পারিবারিক কিংবা সামাজিক। কিন্তু আমরা এই মূলমন্ত্র ভুলে অলসতা-কর্মবিমুখতা ও বিলাসিতায় আজ মত্ত! লাগাতার বিশ্রাম আর অর্থহীন কর্ম আমাদের মূল্যবান সময়গুলোকে হাঙ্গরের মতো খেয়ে ফেলছে। অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে আমাদের সকল কর্মোদ্যম ও স্পৃহাকে। ফলে হতাশার গহিন অন্ধকারে নিমজ্জিত হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকে না।
কিন্তু এভাবেই কি নিরুদ্দেশ যাত্রায় ভাসতে থাকবে আমাদের জীবন তরি? হতাশা ও জড়তার অন্ধকার ভেদ করে কখনোই কি আসবে না সম্ভাবনার সুবহে সাদিক?
জড়তার অন্ধকার ঠেলে সেই নতুন সূর্যের বারতা দিতেই আমাদের এবারের আয়োজন বি প্রোডাক্টিভ।

অমর একুশে বইমেলা-২৪আজ দ্বিতীয় দিন।সারাদিন ভর পাঠকের উপস্থিতি চোখে পড়ার মত!আলহামদুলিল্লাহ। স্টল নং-৬৪৬
02/02/2024

অমর একুশে বইমেলা-২৪

আজ দ্বিতীয় দিন।
সারাদিন ভর পাঠকের উপস্থিতি চোখে পড়ার মত!
আলহামদুলিল্লাহ।

স্টল নং-৬৪৬

অমর একুশে বইমেলা- ২৪ মিরর পাবলিকেশন্স এআপনারা স্বপরিবারে আমন্ত্রিতস্টল নং-৬৪৬
02/02/2024

অমর একুশে বইমেলা- ২৪
মিরর পাবলিকেশন্স এ
আপনারা স্বপরিবারে আমন্ত্রিত

স্টল নং-৬৪৬

01/02/2024

মিরর পাবলিকেশন্সের
হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাকে স্বাগত।
চ্যানেল লিংক কমেন্টে

অমর একুশে বইমেলা-২৪ #বইমেলা২৪
01/02/2024

অমর একুশে বইমেলা-২৪

#বইমেলা২৪

 #বইমেলা২৪একুশে বইমেলা-২০২৪ এ মিরর থাকছে নিজস্ব স্টলে!১ ফেব্রুয়ারি  থেকে শুরু হতে যাওয়া বইমেলায়-২৪ এ আপনারা সকলে আমন্ত্র...
30/01/2024

#বইমেলা২৪

একুশে বইমেলা-২০২৪ এ মিরর থাকছে নিজস্ব স্টলে!

১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায়-২৪ এ আপনারা সকলে আমন্ত্রিত।

#স্টল৬৪৬
#মিরর
#পাবলিকেশন্স

যারা সঠিকভাবে পর্দা করে, তারা মানসিকভাবে খুবই আত্মনির্ভরশীল এবং শক্ত মনোবলের অধিকারী হয়। একজন পর্দানশিন মেয়ে ভাবে-সে সব ...
19/08/2023

যারা সঠিকভাবে পর্দা করে, তারা মানসিকভাবে খুবই আত্মনির্ভরশীল এবং শক্ত মনোবলের অধিকারী হয়। একজন পর্দানশিন মেয়ে ভাবে-সে সব সময় আল্লাহ তায়ালার আদেশ পালনে রত আছে এবং আল্লাহ তায়ালা তাকে রক্ষা করছেন। তাই সে একধরনের আত্মিক প্রশান্তি অনুভব করে। অন্যদিকে যারা মুখের সৌন্দর্য দেখাতে চায়, তাদের মধ্যে একধরনের অস্বস্তি ও সংকোচবোধ কাজ করে। তারা ভাবতে থাকে-তাদের প্রত্যাশানুযায়ী ভালো দেখাচ্ছে কি না কিংবা কোনোভাবে অসুন্দর দেখাচ্ছে কি না।
গবেষণায় দেখা গেছে, যারা পুরো শরীর ও মুখ ঢেকে রাখে, তাদের চামড়া সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা পায়। ফলে চামড়ায় ভাঁজ পড়ে না এবং তারা সহজে বৃদ্ধ হয় না। ছেলেদের কুদৃষ্টিও পড়ে না তাদের ওপর। ফলে যে সমস্ত মহিলা পর্দা করে, তাদের সৌন্দর্য থাকে অটুট।
-----------------------------------
বই : হিজাব : অন্তরে-বাহিরে
লেখক : ড. সালমা লাইজু
পৃষ্ঠা : ১৩৬
মূল্য : ১৫০/- ফিক্সড

পর্নোগ্রাফি, এখনকার এ প্রযুক্তির যুগে একটা বিরাট সমস্যা। খুবই জঘন্য এবং ভয়াবহ এক কালসাপ যা আমাদেরকে গ্রাস করার জন্য সারা...
13/08/2023

পর্নোগ্রাফি, এখনকার এ প্রযুক্তির যুগে একটা বিরাট সমস্যা। খুবই জঘন্য এবং ভয়াবহ এক কালসাপ যা আমাদেরকে গ্রাস করার জন্য সারাক্ষণ ওঁৎ পেতে বসে থাকে। এ পাপ কতটা ভয়ঙ্কর তা হয়ত আমাকে আর খুলে বলার দরকার নেই। এ নিয়ে বইও রচিত হয়েছে ইতিমধ্যে যার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে— "ফ্রম ডার্কনেস টু লাইট"।
৭৫ পৃষ্ঠার ছোট্ট একটি বই। কিন্তু ছোট হলে কি হবে, বইটি খুবই উপকারী। ঐ যে কথায় বলে না—ছোট মরিচে ঝাল বেশি। এ বইটি সেরকমই। ১১টি ছোট ছোট অধ্যায় বইটিতে আনা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে বইটিতে— কিভাবে পর্নোগ্রাফি দেখা হয় এ বিষয়গুলো না এনে এর ক্ষতিকর দিক, এ থেকে বাঁচার উপায় এবং সর্বোপরি তাকওয়া অবলম্বনের বিষয়গুলো ফুটে উঠেছে।
শুধু আসক্তিতে আক্রান্ত হলেই যে বইটি পড়তে হবে এমন না বিষয়টা। একজন মুসলিম হিসেবে প্রত্যেকেরই বইটি পড়া উচিত মনে করি, কারণ এমন কিছু কথা রয়েছে বইটিতে যা যেকোন প্রকার পাপ থেকে বেঁচে থাকতে রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আমার কাছে আসলেই বইটি ভালো লেগেছে, অনেকগুলো লাইন হৃদয়ে রেখাপাত করেছে।
অনেককিছুই তো বললাম, কিন্তু পাঠকদের তো জানতে হবে এত সুন্দর একটি বই আমাদেরকে কে উপহার দিয়েছে। মাহমুদুল ইসলাম ভাই "ফ্রম ডার্কনেস টু লাইট" বইটিকে অনুবাদ এবং সংকলনের মাধ্যমে কলমের ভাষায় চিত্রায়িত করেছেন যা প্রতিটা মানুষকেই দেখাবে পাপ থেকে বাঁচার পথ। (বই হোক জীবনের সঙ্গী।)

রিভিউ : Mamunur Rashid Rafat

গুন- বৈশিষ্ট্যের আয়নায় হুমায়রাআয়িশা (রা.) অতিশয় সুশ্রী ছিলের। গায়ের রং ছিল লালাভ ফরসা।  এজন্যই রাসূল সা. তাঁকে হুময়রা বল...
03/08/2023

গুন- বৈশিষ্ট্যের আয়নায় হুমায়রা

আয়িশা (রা.) অতিশয় সুশ্রী ছিলের। গায়ের রং ছিল লালাভ ফরসা। এজন্যই রাসূল সা. তাঁকে হুময়রা বলে ডাকতেন। ছোটোবেলা খুব হালকা- পাতলা ছিলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছুটা স্বাস্থ্যবতী হন। বয়সের তুলনায় তাঁকে বেশ বড়ো মনে হতো। ছোটোবেলা থেকেই খুব বুদ্ধিমতী ছিলেন। সেইসঙ্গে সৌখিনও ছিলেন। সাজসজ্জা করা, গহনা আর ভালো পোশাক পরতে পছন্দ করতেন। কখনো কখনো কাপড়টা জাফরান রঙে রঞ্জিত করে পরতেন। গলায় পরতেন স্বর্ণের হার। অলংকারের তালিকায় ইয়েমেনি সাদা ও কালো রঙের মোহর মালার হারও ছিল। এ ছাড়াও হাতের আঙুলে স্বর্ণের আংটি পরতেন।

তাঁর খুব সুন্দর একটি পোশাক ছিল। তা এতই সুন্দর ও মুল্যবান ছিল যে, বিভিন্ন বিয়েশাদিতে কনে সাজানোর জন্য ধার নেওয়া হতো। চমৎকার প্রকৃতির আয়িশা ( রা.) ছিলেন সুস্থ বুদ্ধিসম্পন্ন, অল্পে তুষ্ট, ইবাদত গুজার, গম্ভীর্য়পূর্ণ ও উন্নত চরিত্রের অধিরারিনী। সেইসঙ্গে অন্ত্যন্ত সাহসী ও হৃদয়বতী। সামনে বসে কেউ তাঁর প্রশংসা করাটা অপছন্দ করতেন; আক্ষেপ করে বলতেন-- ‘ আহা! আমার জন্ম না হলে কতই- না ভালো হতো! তাহলে আমাকে এ সমস্ত প্রশংসা শুনতে হতো না।

বই: কিশোরী আয়িশা রা.

উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যেকোনো মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করল...
22/07/2023

উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যেকোনো মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে বেহেশতে প্রবেশ করবে। (তিরমিজি : ১১৬১)

প্রকাশিতব্য বই থেকে...

পাঠকের রিভিউ...বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ঠ আলোচনা...
22/07/2023

পাঠকের রিভিউ...

বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ঠ আলোচনার আসর।

বিশেষজ্ঞরা বলে থাকেন, পর্নোগ্রাফি মাদকের নেশার মতোই ভয়ংকর। মাদকের নেশা যেমন একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে, ঠিক...
19/07/2023

বিশেষজ্ঞরা বলে থাকেন,

পর্নোগ্রাফি মাদকের নেশার মতোই ভয়ংকর। মাদকের নেশা যেমন একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে, ঠিক তেমনিভাবে পর্নাসক্তি একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। প্রযুক্তির সহজলভ্যতার কারণে পর্নোগ্রাফি এখন সকলের হাতে হাতে পৌঁছে গেছে। আঙুলের এক খোঁচাতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রবেশ করছে পর্নোগ্রাফির অন্ধকার দুনিয়ায়।

এই অন্ধকার দুনিয়ার ভয়াবহতা সম্পর্কে জানাতে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি ফ্রম ডার্কনেস টু লাইট বইটি।

বইয়ের নাম : হিজাব : অন্তরে-বাহিরেলেখিকা : ড. সালমা লাইজুপৃষ্ঠা : ১৩৬মূল্য : ১৫০/- ফিক্সড
04/06/2023

বইয়ের নাম : হিজাব : অন্তরে-বাহিরে
লেখিকা : ড. সালমা লাইজু
পৃষ্ঠা : ১৩৬
মূল্য : ১৫০/- ফিক্সড

জ্ঞানী ব্যক্তিরা বৃষ্টির মতো যা অনুর্বর ভূমিতে জীবন ফিরিয়ে আনে।::পিউরিপিকেশন অব দ্যা হার্ট বই থেকে...
31/05/2023

জ্ঞানী ব্যক্তিরা বৃষ্টির মতো যা অনুর্বর ভূমিতে জীবন ফিরিয়ে আনে।

::
পিউরিপিকেশন অব দ্যা হার্ট বই থেকে...

ফ্ল্যাপ থেকে-শুক্রবার সকালবেলা। আমার ঘরে স্বৈরাচারের একদল গোলাম সিপাহি ঢুকল। শুরু করল তল্লাশি। তাদের কাছে ওয়ারেন্ট দেখতে...
30/05/2023

ফ্ল্যাপ থেকে-

শুক্রবার সকালবেলা। আমার ঘরে স্বৈরাচারের একদল গোলাম সিপাহি ঢুকল। শুরু করল তল্লাশি। তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চাইলাম। এতে একজন অবাক হয়ে বলল-‘কীসের ওয়ারেন্ট? মাথা ঠিক আছে তো! জামাল আবদুন নাসেরের যুগে ওয়ারেন্ট দেখতে চাও! আমরা জনগণের সাথে যা খুশি করতে পারি। আমাদের ওয়ারেন্ট লাগে না।’
আমায় কারাগারে নেওয়া হলো। সেখানকার প্রহরীরা ছিল একেকটা জল্লাদ। তারাও নিজেদের মুসলমান বলে দাবি করত। কিন্তু তাদের ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল, তারা নিজেদের অমানুষ থেকেও বেশি কিছু ভাবত।
জল্লাদদের অমানুষিক অত্যাচারের মধ্যে আমি বেঁচে ছিলাম শুধু এক আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে। আল্লাহর ওপর অবিচল বিশ্বাস এমন এক শক্তি, যা অতি দুর্বল মানুষকেও অসাধারণ আত্মবিশ্বাসী মানুষে পরিণত করে। একফোঁটা দানাপানি ছাড়াও সেই অন্ধকার একাকিত্বের দিনগুলোতে আমি কী করে বেঁচে ছিলাম, তা ভেবে কারাগারের জল্লাদ-রক্ষীরাও বিস্মিত হতো! তারা মুখ বিকৃত করে বলত-‘কী রে, তুই এখনও বেঁচে আছিস?’

আলহামদুলিল্লাহ।বই নিয়ে কাজ করার তৃপ্তি এটাই।বইপ্রেমীদের দুআ এবং ভালোবাসায় মিরর পাবলিকেশন্স আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআ...
29/05/2023

আলহামদুলিল্লাহ।

বই নিয়ে কাজ করার তৃপ্তি এটাই।

বইপ্রেমীদের দুআ এবং ভালোবাসায় মিরর পাবলিকেশন্স আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, নীতি-নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ এবং অন্যান্য অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা জাগতিক সুখ ও সাফল...
28/05/2023

ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, নীতি-নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ এবং অন্যান্য অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা জাগতিক সুখ ও সাফল্য অর্জন করতে পারি বটে, কিন্তু তা ক্ষণস্থায়ী অর্জন মাত্র; যা খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাবে।প্রকৃত নিষ্ঠা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আত্মসমর্পণ ছাড়া কোনো সুখই প্রকৃত সুখ নয়; মরীচিকা মাত্র।

ট্রু সিক্রেট হলো মানুষের জীবনমান ও চিন্তাধারা পালটে দেওয়ার জন্য অনন্য এক গ্রন্থ। কেননা লেখিকা এতে যুগপৎ বস্তুজাগতিক জ্ঞান -বিজ্ঞান ঐশ্বরিক দিকনির্দেশনা ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়েছেন।আশা করি বইটি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাভাষী পাঠকদের মন জয় সক্ষম হবে।

পাঠকের হাতে বি প্রোডাক্টিভ বই...
27/05/2023

পাঠকের হাতে বি প্রোডাক্টিভ বই...

পিতার উপদেশ সন্তানের জন্য বরাবরই অমূল্য রত্ন। যে সন্তান পিতার এই অমূল্য রত্ন আগলে রাখতে পারেন, ধারণ করতে পারেন, সে হয় সফ...
23/05/2023

পিতার উপদেশ সন্তানের জন্য বরাবরই অমূল্য রত্ন। যে সন্তান পিতার এই অমূল্য রত্ন আগলে রাখতে পারেন, ধারণ করতে পারেন, সে হয় সফল।
গোল্ডেন অ্যাডভাইস বইটি মূলত সন্তানদের প্রতি পিতার প্রাজ্ঞ উপদেশ। পিতা সন্তানদের জন্য মূল্যবান কিছু নসিহা করেছেন এই গ্রন্থে। এখানে আলোচনা করা হয়েছে—সময়ের মূল্য, সফল জীবন গড়ার পাথেয়, সত্য-মিথ্যার মাপকাঠি, সত্যের ম্যাসেজ, অবিচল হিম্মত ইত্যাদি বিষয় সম্পর্কে। বাবা-মায়ের আদর্শ সন্তান হওয়ার জন্য এই বইটি হতে পারে উত্তম সহায়িকা।

পৃথিবীতে হয়তো এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যে সুখে থাকতে চায় না। আর সুখে থাকার নিমিত্তে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত...
22/05/2023

পৃথিবীতে হয়তো এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যে সুখে থাকতে চায় না। আর সুখে থাকার নিমিত্তে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত পাগলপারা হয়ে ছুটে বেড়ায়। কিন্তু অধিকাংশ মানুষই মনে করে, সুখে থাকার জন্য অঢেল টাকার প্রয়োজন; অর্থবিত্তই হয়তো সকল সুখের উৎস। আর যার অর্থবিত্ত নেই, সে কখনোই সুখী হতে পারবে না। মূলত, ক্যাপিটালিস্টিক সোসাইটির এহেন প্রচারণাকে সবাই মনেপ্রাণে বিশ্বাস করে নিয়েছে। যার কারণে মানুষ সুখের পেছনে নিরন্তর ছুটে মরছে, কিন্তু কোথাও সুখের দেখা নেই। হারিয়ে যাওয়া সেই সুখ ফিরে পাওয়ার কথাই লেখিকা আমিরা আইয়্যাদ তার ‘ট্রু সিক্রেট’ বইয়ে তুলে ধরেছেন। যারা সুখে থাকতে চান, তাদের জন্যই ‘ট্রু সিক্রেট’ বইটি…

পাঠকের রিভিউ...
21/05/2023

পাঠকের রিভিউ...

স্বৈরাচার শুধু ধর্মের শত্রু নয়; পৃথিবীর প্রত্যেক মানুষের শত্রু।::ফেরাউনের কারাগার বই থেকে...
17/05/2023

স্বৈরাচার শুধু ধর্মের শত্রু নয়; পৃথিবীর প্রত্যেক মানুষের শত্রু।

::
ফেরাউনের কারাগার বই থেকে...

বি প্রোডাক্টিভ বইটি আপনার সংগ্রহে আছে কি?
11/05/2023

বি প্রোডাক্টিভ বইটি আপনার সংগ্রহে আছে কি?

Address

Pari Das Road, Banglabazar
Sutrapara
1203

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801725022824

Alerts

Be the first to know and let us send you an email when মিরর পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিরর পাবলিকেশন্স:

Videos

Share

Category


Other Sutrapara media companies

Show All