প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon

প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon মননে ঐতিহ্যিক, প্রকাশে নতুনত্ব

ময়মনসিংহ ইসলামি বইমেলায় প্রচ্ছদ প্রকাশন এর সব বই পাওয়া যাচ্ছে ১ নং স্টলে। মেলা চলবে ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত।
27/12/2024

ময়মনসিংহ ইসলামি বইমেলায় প্রচ্ছদ প্রকাশন এর সব বই পাওয়া যাচ্ছে ১ নং স্টলে।

মেলা চলবে ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত।

26/12/2024

`ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ' শহীদ কামারুজ্জামানের শেষ রচনা। কারাপ্রকোষ্ঠের নিঃসঙ্গ ও নিরানন্দ সময়গুলোতে তিনি এমন একটি দীর্ঘ লেখার প্রেরণা ও মানসিক স্থিরতা কীভাবে পেলেন, তা বিস্ময়করই বটে। লেখাটি শুরু হয়েছে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা অঞ্চলের পরাধীনতার সূচনাকালের বিবরণ দিয়ে। তারপর তিনি সংক্ষেপে ধারাবাহিকভাবে বিবরণী টেনেছেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনগুলোর। এরপর ব্রিটিশ শাসনামলের শেষদিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মোটামুটি কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তৃতভাবে জাতীয় রাজনীতির একটি স্কেচ এঁকেছেন।

👉 বইটি অর্ডার লিংক : https://forms.gle/kqyDMdxHs6RFgJoE6

সম্পদ ব্যক্তির হতে পারে, আবার জনগণেরও হতে পারে। চলুন, জনগণে সম্পদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। জনগণের সম্পদ রাষ্ট্রের ...
26/12/2024

সম্পদ ব্যক্তির হতে পারে, আবার জনগণেরও হতে পারে। চলুন, জনগণে সম্পদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। জনগণের সম্পদ রাষ্ট্রের ওপন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। শাসকের কর্তব্য হচ্ছে, এই সম্পদের যথাযথ ব্যবস্থাপনা করা। জনগণের সম্পদের ব্যাপারে সুস্পষ্ট মূলনীতি হচ্ছে- শাসকের কাছে এই সম্পদ আমানতস্বরূপ; সে কোনোভাবেই এই সম্পদের মালিক হতে পারে না। তাই আইনানুগ প্রক্রিয়া ছাড়া এই সম্পদের বিন্দুমাত্র অংশ ব্যয় করার অধিকার শাসকের নেই।

আবু বকর রা.-এর খিলাফতের প্রথমদিকে ঘটে যাওয়া একটি ঘটনার দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। রাসূল সা.-এর ওফাতের পর আবু বকর রা. প্রথম খলিফা হন। মুহাম্মাদ সা. ছিলেন একই সাথে রাসূল, বিচারক, প্রশাসক ও সেনাপ্রধান। কিন্তু এটা স্পষ্ট যে, আবু বকর রা. রাসূল সা.-এর মতো এত রকম বিবিধ ভূমিকার অধিকারী ছিলেন না। তাই আবু বকর রা.-এর শাসনামলে নতুন একটি প্রশাসনব্যবস্থা প্রয়োজন হয়। সেই প্রয়োজন থেকেই রাসূল সা.-এর ওফাতের পর আবু বকর রা. ও তাঁর সঙ্গীসাথিরা নতুন একটি প্রশাসনব্যবস্থার সূচনা করেন। শাসকের অধিকাংশ মূলনীতি ও ভূমিকা ঠিকই ছিল, তবে তার বাহ্যিক প্রকাশভঙ্গির মাঝে কিছুটা পরিবর্তন আসে।

বই : ইসলাম পাঠ।
লেখক: ড. তারিক আস সুয়াইদান।
অনুবাদ : সাজ্জাদ হোসাইন খাঁন।

25/12/2024

একটি শোক সংবাদ।

প্রচ্ছদ প্রকাশন-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান ভাইয়ের আব্বা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ মরহুমের প্রতি রহম করুন এবং গোটা পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।

24/12/2024

✅ ইসলামী আন্দোলনের তিন নেতার বই প্রি-অর্ডার করুন!
বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলন, সংগঠন ও রাজনীতির মাঠে
অবদান রেখেছেন অসংখ্য মানুষ। অবদান রেখেছেন অজস্র কর্মী ও অসংখ্য নেতা।
সেসকল নেতৃবৃন্দের মধ্যে অন্যতম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ,
মরহুম শামছুর রহমান ও শহীদ মুহাম্মদ কামারুজ্জামান।
আমাদের এবারের আয়োজন তাঁদেরই লিখিত সর্বশেষ তিনটি বই নিয়ে। বইগুলো হলো-
১.
বই : ইসলামী নেতৃত্বের স্বরূপ
২.
বই : জীবনের পথে পথে
৩.
বই : ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ
✅ ৩ টি বই একত্রে মুদ্রিত মূল্য : ৮৬০/-টাকা
✅ ৩ টি বই একত্রে প্রি-অর্ডার মূল্য : ৬৫০/-টাকা
✅ ৩ টি বই অর্ডার করলেই বুকমার্ক ফ্রি!
সহজে অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন
👉 অর্ডার লিংক : https://forms.gle/kqyDMdxHs6RFgJoE6
✅ বইগুলো অর্ডার করতে গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন,
তাহলেই অর্ডার কমপ্লিট হবে। অথবা ইনবক্সে আপনার মোবাইল নাম্বার ও ঠিকানা দিন প্লিজ।

শহীদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ বইয়ের শর্ট পিডিএফ লিংক নিচে দেওয়া হলো। বইটি ক্রয়ের পূর্বে কয়েকপৃ...
24/12/2024

শহীদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ বইয়ের শর্ট পিডিএফ লিংক নিচে দেওয়া হলো। বইটি ক্রয়ের পূর্বে কয়েকপৃষ্ঠা পড়ে দেখতে পারেন।
শর্ট পিডিএফ লিংক : https://shorturl.at/ouGhD

`ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ' শহীদ কামারুজ্জামানের শেষ রচনা। কারাপ্রকোষ্ঠের নিঃসঙ্গ ও নিরানন্দ সময়গুলোতে তিনি এমন একটি...
23/12/2024

`ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ' শহীদ কামারুজ্জামানের শেষ রচনা। কারাপ্রকোষ্ঠের নিঃসঙ্গ ও নিরানন্দ সময়গুলোতে তিনি এমন একটি দীর্ঘ লেখার প্রেরণা ও মানসিক স্থিরতা কীভাবে পেলেন, তা বিস্ময়করই বটে। লেখাটি শুরু হয়েছে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা অঞ্চলের পরাধীনতার সূচনাকালের বিবরণ দিয়ে। তারপর তিনি সংক্ষেপে ধারাবাহিকভাবে বিবরণী টেনেছেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনগুলোর। এরপর ব্রিটিশ শাসনামলের শেষদিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মোটামুটি কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তৃতভাবে জাতীয় রাজনীতির একটি স্কেচ এঁকেছেন।

বইটির সবচেয়ে প্রাণবন্ত অংশের বর্ণনা শুরু হয়েছে একাত্তর-পরবর্তী সময় থেকে। কেননা, এর আগপর্যন্ত যে বয়ান তিনি দিয়ে আসছিলেন, সেখানে প্রতিফলিত হয়েছে নিছক একজন ইতিহাসপাঠকের পাঠের নির্যাস। কিন্তু একাত্তর-পরবর্তী সময় থেকে যে বর্ণনা শুরু হয়েছে, সেখানে লেখক কেবল একজন পাঠক বা গবেষক নন; বরং তিনি নিজেই সেই ইতিহাসের প্রত্যক্ষদর্শী এবং নিজেই একজন গুরুত্বপূর্ণ অংশীদারও বটে।

একজন মেধাবী ছাত্রনেতা থেকে একজন প্রাজ্ঞ জাতীয় নেতার বিবরণীতে আমরা সত্তর, আশি, নব্বইয়ের দশক এবং এ শতাব্দীর শূন্য দশকের বাংলাদেশের জাতীয় রাজনীতির বয়ান শুনতে পাই। এমন অনেক ঘটনার নেপথ্য বিষয়াদি এ অংশে আমাদের সামনে উদ্ভাসিত হয়, আমরা এতদিন নিছক যার বাইরের আবরণ সম্পর্কে জানতাম। উল্লিখিত চার দশকের জাতীয় রাজনীতি ও জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতির একটি সামগ্রিক ধারণা আমরা এখানে পেয়ে যাই, যা ইতিহাসের উল্লেখযোগ্য দলিল ও প্রাইমারি সোর্স হওয়ার উপযুক্ত।
👉 অর্ডার লিংক : https://forms.gle/kqyDMdxHs6RFgJoE6

✅ ইসলামী আন্দোলনের তিন নেতার বই প্রি-অর্ডার করুন!বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলন, সংগঠন ও রাজনীতির মাঠে অবদান রেখ...
22/12/2024

✅ ইসলামী আন্দোলনের তিন নেতার বই প্রি-অর্ডার করুন!
বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলন, সংগঠন ও রাজনীতির মাঠে অবদান রেখেছেন অসংখ্য মানুষ। অবদান রেখেছেন অজস্র কর্মী ও অসংখ্য নেতা। সেসকল নেতৃবৃন্দের মধ্যে অন্যতম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মরহুম শামছুর রহমান ও শহীদ মুহাম্মদ কামারুজ্জামান।
আমাদের এবারের আয়োজন তাঁদেরই লিখিত সর্বশেষ তিনটি বই নিয়ে। বইগুলো হলো-
১.
বই : ইসলামী নেতৃত্বের স্বরূপ
লেখক : আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
পৃষ্ঠা : ৫৪
মুদ্রিত মূল্য : ১০০ ৳
২.
বই : জীবনের পথে পথে
লেখক : শামছুর রহমান
পৃষ্ঠা : ১৫২
মুদ্রিত মূল্য : ৩০০ ৳
৩.
বই : ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ
লেখক : মুহাম্মদ কামারুজ্জামান
পৃষ্ঠা : ৩২০
মুদ্রিত মূল্য : ৪৬০ ৳
✅ ৩ টি বই একত্রে মুদ্রিত মূল্য : ৮৬০ ৳
✅ ৩ টি বই একত্রে প্রি-অর্ডার মূল্য : ৬৫০ ৳
✅ ৩ টি বই অর্ডার করলেই বুকমার্ক ফ্রি!
👉 অর্ডার লিংক : https://forms.gle/kqyDMdxHs6RFgJoE6
বই তিনটি আমাদের জানার পরিধিকে করবে সমৃদ্ধ। ইসলামী আন্দোলনের পথে আরও অগ্রসর হতে জোগাবে প্রেরণা । সংগঠন ও রাজনীতির মাঠে আমাদের করণীয় সম্পর্কে দেবে দিকনির্দেশনা।
✅ বইগুলো অর্ডার করতে গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন, তাহলেই অর্ডার কমপ্লিট হবে। অথবা ইনবক্সে আপনার মোবাইল নাম্বার ও ঠিকানা দিন প্লিজ।

আদাত (العادات) প্রথা শরিয়াহর সাথে আদাত-এর কিছুটা সম্পর্ক আছে। আদাত হলো ঐতিহ্য; জনগণের আচরণ ও রীতিনীতি। আর মুসলিম জনগণ ইস...
21/12/2024

আদাত (العادات) প্রথা

শরিয়াহর সাথে আদাত-এর কিছুটা সম্পর্ক আছে। আদাত হলো ঐতিহ্য; জনগণের আচরণ ও রীতিনীতি। আর মুসলিম জনগণ ইসলামের সাথে শত শত বছর সম্পৃক্ত থাকার কারণে তাদের মধ্যে যে রীতিনীতি গড়ে উঠেছে, তার সঙ্গে ইসলামের গভীর ও ওতপ্রোত সম্পর্ক রয়েছে; কিন্তু মনে রাখতে হবে যে, সেসব রীতিনীতি সর্বাংশে ইসলাম নয়।

মুসলিম জনগণের রীতিনীতির সাথে ইসলামের জোরালো সম্পর্ক আছে ।কারণ, তারা ইসলামি নৈতিকতা ও সমুচ্চ মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়েছে; কিন্তু এটা ঠিক ইসলাম নয়। কারণ, এক জায়গা থেকে অন্য জায়গার রীতিনীতি ভিন্ন হতে পারে। ইসলাম বহুবিধ সংস্কৃতি ও প্রথাকে ধারণকারী দ্বীন। আমি বিভিন্ন মুসলিম দেশে, বিভিন্ন স্থান এবং অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসমূহে সফর করেছি। আমি দেখেছি, মুসলিমরা ইসলাম অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্যকে ধারণ করে। এসব হচ্ছে তাদের প্রথা (আদাত), এটা তারা গড়ে নিয়েছে। আমি সালাত ও রোজার কথা বলছি না। আমি বলছি, ধর্মীয় প্রথা ও নেক আমলের বিষয়ে; এটা অভিন্ন নয়; বরং বৈচিত্র্যময়। এটা আপনি ফিকহের নীতিমালা থেকে গ্রহণ করতে পারেন এবং তাসাউফের নীতিমালা থেকে হৃদয় দিয়ে অনুশীলন করতে পারেন।

প্রত্যেক ইবাদতে, যেমনÑনামাজ, রোজা ও হজে রয়েছে মনের ও হৃদয়ের নীতিমালা। অজু করার সময় শারীরিকভাবে করার জন্য কিছু নীতিমালা আছে, পাশাপাশি আছে হৃদয়ের নীতিমালাও। যখন আপনি অজু করেন, তখন আপনি নিশ্চিত করেন যে, আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন। আর আপনি এও নিশ্চিত থাকেন যে, আপনি আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। সালাত আদায় করার সময়ও শারীরিকভাবে কিছু করণীয় আছে, পাশাপাশি আছে হৃদয়ের করণীয়ও। আপনি যখন রুকুতে যান, তখন আপনি আল্লাহর মহত্ত্বের বিষয়ে আরও বেশি সজাগ ও মনোযোগী। আর যখন আপনি সিজদায় যান, তখন আপনি জানেন যে-আপনি আল্লাহ তায়ালার অতি নিকটে। সুতরাং প্রত্যেক ইবাদতে শারীরিক ভূমিকা ও অভিব্যক্তির পাশাপাশি রয়েছে হৃদয়ের অভিব্যক্তি ও ভূমিকা ।

কিন্তু আদাত এর থেকে ভিন্ন। এটা সমাজের মানুষের বেড়ে ওঠার ধারা। এতে যেমন অন্তর্ভুক্ত হয় ইসলামের উপাদান, তেমনি এতে সমাবেশ ঘটে সুনির্দিষ্ট সাংস্কৃতিক উপাদানেরও। তা হতে পারে চীনা, মিশরীয় কিংবা ব্রাজিলিয়ান; এমনকি আমেরিকান মুসলিমরা এখন তাদের আদাত বিনির্মাণ করছেনÑযা একইসাথে আমেরিকান আবার ইসলামিকও। বিভিন্ন জাতি ও দেশের মানুষের স্বতন্ত্র পন্থায় জীবনধারণ পদ্ধতি শরিয়াহর মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত; কিন্তু তা শরিয়াহ নয় ।

এসব হলো আজকের আলোচনার সাথে সম্পর্কিত পরিভাষা তথা শরিয়াহ, ফিকহ, কানুন, আখলাক, সুলুক ও আদাতের মধ্যকার অতি সূক্ষ্ম পার্থক্যের বয়ান। অতএব, আমাদের এতক্ষণের আলোচনার নির্যাস হলো নিম্নরূপ :

* শরিয়াহ হলো ইসলামি জীবনপদ্ধতি-যা কুরআন-সুন্নাহ থেকে উৎসারিত।

* ফিকহ হলো শরিয়াহর উপলব্ধি বা সমঝ-যা শরিয়াহকে নীতিমালায় পরিণত করে।

* ফতোয়া হলো সুনির্দিষ্ট বিষয় ও পরিস্থিতিতে ফিকহি নীতিমালার প্রয়োগ-যা একটি অভিমত বা উপদেশ হিসেবে বিবেচিত হবে।

* কানুন হলো শৃঙ্খলা সংরক্ষণের নীতি-যা রাষ্ট্র বাস্তবায়ন করে এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ।

* আখলাক হলো সদ্গুণাবলি-যা মানুষের চরিত্রকে সুন্দর ও সুশোভিত করে।

* তাসাউফ বা সুলুক হলো আল্লাহ তায়ালার সাথে বান্দার আচরণ ও সম্পর্কের তরিকা ও হৃদয়ের ফিকহ।

* আদাত হলো সমাজের রীতিনীতি-যা শরিয়াহ নয়; তবে শরিয়াহ থেকে অনুপ্রাণিত।

বই : মাকাসিদুশ শরিয়াহর সহজ পাঠ
লেখক : ড. মুহাম্মাদ হাশিম কামালি
ড. জাসের আল আওদাহ
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
পৃষ্টা সংখ্যা : ৫৬
মুদ্রিত মূল্য : ১০০৳

সূচিক্রম১. ভূমিকা  ২. সুসন্তানের জন্য প্রস্তুতি  ৩. ইসলামে মাতৃত্বের মর্যাদা৪. মাতৃত্বের শুরু : হবু বাবা-মার প্রস্তুতি ৫...
21/12/2024

সূচিক্রম

১. ভূমিকা
২. সুসন্তানের জন্য প্রস্তুতি
৩. ইসলামে মাতৃত্বের মর্যাদা
৪. মাতৃত্বের শুরু : হবু বাবা-মার প্রস্তুতি
৫. পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ : ইসলামি দৃষ্টিকোণ
৬. গর্ভকালীন সেবা
৭. গর্ভকালীন অবহেলা
৮. গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক পরিবর্তন
৯. মর্নিং সিকনেস
১০. গর্ভাবস্থায় খাবার ও ব্যায়াম
১১. গর্ভকালীন জটিলতার চিহ্নসমূহ
১২. গর্ভকালীন সময়ে বাবার ভূমিকা
১৩. কুসংস্কারের বেড়াজালে গর্ভকালীন সময়
১৪. মাতৃত্বের দ্বন্দ্ব
১৫. অনুভবে রুহের উপস্থিতি
১৬. ইবাদতে কাটুক সময়
১৭. গর্ভাবস্থায় অসুস্থতা
১৮. গর্ভাবস্থায় হঠাৎ পানি ভাঙা
১৯. ডেলিভারির পূর্ব লক্ষণ
২০. ডেলিভারির আগের প্রস্তুতি
২১. প্রসবব্যথা (খধনড়ঁৎ চধরহ)
২২. নরমাল ডেলিভারি
২৩. সি-সেকশন ডেলিভারি
২৪. ডেলিভারিতে বাবার ভূমিকা
২৫. প্রসব-পরবর্তী মায়ের সেবা
২৬. সন্তান জন্মের পর করণীয়
২৭. আকিকা
২৮. ব্রেস্টফিডিং
২৯. ফর্মুলা ফিডিং
৩০. ব্রেস্টফিডিং করানো মায়ের খাবার
৩১. শিশু বেশি কাঁদছে?
৩২. নবজাতকের যত্ন
৩৩. নিফাসসংক্রান্ত মাসয়ালা
৩৪. শিশুসংক্রান্ত মাসয়ালা
৩৫. নিজেকে ভালোবাসুন
৩৬. শিশু সন্তান মারা গেলে সবর
৩৭. সন্তানের বেঁচে থাকার অধিকার সংরক্ষণ
৩৮. সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব
৩৯. সন্তানদের মধ্যে ন্যায়বিচার
৪০. সন্তানহীনতা : নয় কোনো ব্যর্থতা

বই : মাতৃত্বের সফর : মা হওয়ার প্রস্তুতি, পদক্ষেপ ও করণীয়
লেখক : ড. সাজেদা হোমায়রা
পৃষ্টা সংখ্যা : ১৬০
মুদ্রিত মূল্য : ২৮০৳

একজন নারী সাধারণত এই নেতিবাচক ও ভুল ধারণা করে যে, সে ভালোবাসার পাওয়ার যোগ্য নয়। সে যদি শৈশবে কোনো নারীকে খারাপ আচরণের শি...
19/12/2024

একজন নারী সাধারণত এই নেতিবাচক ও ভুল ধারণা করে যে, সে ভালোবাসার পাওয়ার যোগ্য নয়। সে যদি শৈশবে কোনো নারীকে খারাপ আচরণের শিকার হতে দেখে কিংবা নিজে দুর্ব্যবহারের শিকার হয়, তাহলে তার মধ্যে এই ধারণা আরও বেশি বদ্ধমূল হয় যে, সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এতে নিজের সম্পর্কে মূল্যায়ন করা তার জন্য আরও কঠিন হয়ে যায়। সে ভালোবাসার যোগ্য নয়-তার অবচেতন মনে এই অনুভূতি জেঁকে বসে। ফলে সে অন্যের কাছে নিজের প্রয়োজনের কথা বলতে ভয় পায়। এই ধারণা নারীর চিন্তার অংশ হয়ে যায় যে, তাকে সাহায্য করা হবে না।

যেহেতু নারীর মধ্যে এই ভয় আছে যে, তাকে সাহায্য করা হবে না, তাই সে অবচেতনে তার প্রয়োজনের কথা জানানো বন্ধ করে দেয়। যখন একজন পুরুষ বুঝতে পারে, স্ত্রী প্রয়োজন পূরণের ক্ষেত্রে তার ওপর আস্থা রাখছে না, তখন স্বামীর মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি জন্মে এবং সে দূরে সরে যায়। আবার এই না চাওয়ার প্রবণতা মাঝে মাঝে বিপরীত উপসর্গও প্রকাশ করে। দেখা যায়, আশাহীনতা ও অবিশ্বাসের ফলে নারী তার যৌক্তিক প্রয়োজনও অনাস্থার সাথে বেপরোয়াভাবে চায়। এতে পুরুষের কাছে যে বার্তা পৌঁছায় তা হলো, সে যে তাকে সহায়তা করবে এ বিষয়ে তার ওপর স্ত্রীর আস্থা নেই। তাই সে এমন জোরাজুরি করছে।

প্রথমদিকে পুরুষ নিজেকে প্রয়োজনীয় অনুভব করে উদ্দীপ্ত হয়, সাহায্যে এগিয়ে যায়। কিন্তু পরক্ষণে পুরুষ অনুভব করে, সে কেবল প্রয়োজন পূরণের হাতিয়ার। ফলে সে দূরে সরে যায়।

এরূপ পরিস্থিতিতে নারী এ ভুল ধারণা পোষণ করে যে, পুরুষ তার প্রয়োজন পূরণের ভয়ে দূরে সরে গেছে। কিন্তু প্রকৃত ব্যাপার হলো-পুরুষ দূরে সরে গেছে তার আশাহীনতা, হতাশা ও অবিশ্বাসের কারণে। পুরুষের প্রতি আস্থা রাখা প্রয়োজন-এটা নারীকে উপলব্ধি করতে হবে। এ উপলব্ধি না থাকলে একজন নারী Needing ও Neediness-এর পার্থক্য বুঝতে পারবে না।

বই: মেন আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভেনাস।
লেখক: ড. জন গ্রে।
রূপান্তর : মোহাম্মদ সাইফুল্লাহ।

বুদ্ধিবৃত্তিতে নিরেট গোলামির প্রবণতার পর আসে তার থেকে কিছুটা ভালো পর্যায়। এই পর্যায়ে চিন্তার দুনিয়ায় মুসলমানদের মাঝে দেখ...
18/12/2024

বুদ্ধিবৃত্তিতে নিরেট গোলামির প্রবণতার পর আসে তার থেকে কিছুটা ভালো পর্যায়। এই পর্যায়ে চিন্তার দুনিয়ায় মুসলমানদের মাঝে দেখা দেয় ‘অজুহাতি গোলামি বা গোলামি বৈধ করার প্রবণতা’।

এই প্রবণতার অনুসারীরা বলতে শুরু করে-আমরা মুসলিম, নিঃসন্দেহে আমরা মুসলিম। তাই অতি অবশ্যই আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে।’ কিন্তু তাদের মাঝে বিরাজ করত পাশ্চাত্যের কাছ থেকে যেকোনো চিন্তা ধার করে তার ওপর কেবলই ইসলামি জোব্বা বা ইসলামি পাগড়ি পরিয়ে দেওয়ার প্রবণতা। আর এতটুকু করেই তারা মনে করত, এতেই সবকিছু ‘ইসলামি’ হয়ে গেছে। অর্থাৎ, তারা পাশ্চাত্যের চিন্তাগত, আইনগত, আখলাকি ও সামাজিক সকল আদর্শ ও প্রস্তাবনাই মেনে নিতে আগ্রহী থাকত। মেনে নেওয়ার পর তারা ইসলামি শরিয়ত থেকে তালাশ করত এর সপক্ষে বৈধতার দলিল। এমনকি ইসলামি শরিয়তের সুদ ও মদের মতো অকাট্য অবৈধ বিষয়গুলোর ব্যাপারেও তাদের এই প্রবণতা লক্ষ করা যেত।একসময় কিছু লোক চেষ্টা করেছিল সুদকে বৈধতা দিতে। তারা বলতে চায়-ইসলাম যে সুদকে হারাম করেছে, তা হচ্ছে জাহিলিয়াতের সুদ। ওটা বর্তমানের প্রচলিত সুদ নয়। ওটা ছিল চক্রবৃদ্ধির সুদ; ৫% বা ১০% হারের প্রচলিত সুদ নয়।

মূলত পাশ্চাত্য সভ্যতার বিরাটাকায় বুদ্ধিবৃত্তির সামনে মুসলিম বুদ্ধিবৃত্তির আপাত দৃশ্যমান পরাজয় দেখে তাদের মননে বাসা বাঁধে অজুহাতি গোলামি বা গোলামি বৈধতার এই প্রবণতা।

বই : ইসলামি পুনর্জাগরণ আন্দোলন : আকাঙক্ষা ও আশঙ্কা
লেখক : ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : মু. সাজ্জাদ হোসাইন খাঁন

ইখওয়ানুল মুসলিমিন একাধারে একটি দাওয়াতি কাফেলা, সেবামূলক সংগঠন আত্মশুদ্ধির কেন্দ্র ও রাজনৈতিক দল। সেবামূলক সংগঠন হিসেবে ই...
18/12/2024

ইখওয়ানুল মুসলিমিন একাধারে একটি দাওয়াতি কাফেলা, সেবামূলক সংগঠন আত্মশুদ্ধির কেন্দ্র ও রাজনৈতিক দল। সেবামূলক সংগঠন হিসেবে ইখওয়ানেরা পরিচয় তুলে ধরতে গিয়ে ইমাম হাসান আল বান্না বলেন-

"এতে কোনো সন্দেহ নেই যে, ইখওয়ানুল মুসলিমিন এমন একটি সংগঠন- যা মানুষের সেবা ও সাহায্য-সহযোগিতা করার জন্য সব সময় উন্মুখ থাকে।

দেশের আনাচে-কানাচে মসজিদ প্রতিষ্ঠা, মসজিদের জন্য ভবন নির্মাণ; মাদরাসা ও মকতব প্রতিষ্ঠা এবং তা সুচারুরূপে পরিচালনা, জনগণের সেবার জন্য বিভিন্ন সমিতি ও সংস্থা গঠন এবং সেগুলোকে তত্ত্বাবধান, ওয়াজ- মাহফিলের আয়োজন এবং এর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও মহত্ত্ব তুলে ধরা ইত্যাদি সেবামূলক কার্যক্রম ইখওয়ানুল মুসলিমিন নিয়মিত করে আসছে।

আবার ইখওয়ানুল মুসলিমিন শহর ও গ্রামের মানুষের জীবন পরিশীলিত করতে, তাদের জীবনযাপন-পদ্ধতি সংস্কারের কাজ করে আসছে-যা তাদের চেষ্টা ও পরিশ্রম করার প্রতি উদ্‌বুদ্ধ করবে। তাদের অর্থ ও সম্পদে সমৃদ্ধি দান করবে। বেখবর ধনী ও উপার্জনে অক্ষম গরিবদের মধ্যে সামঞ্জস্য তৈরি, সমতাবিধান, ধনীদের থেকে অনুদান নিয়ে বিভিন্ন উপলক্ষ্যে বিলিবণ্টন করে আসছে ইখওয়ান। নিঃসন্দেহে ইখওয়ান সদস্যরা এসব কাজ খুব সুচারুরূপে আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। মিশরের জনগণের ওপর এসব কার্যক্রম বিরাট প্রভাব ফেলেছে। এর ফলে মিশরের জনগণের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।

বই: ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : শাহাদাত হোসাইন।
ফারুক আজম।

খোদাতায়ালা এমন এমন নিয়ামতে বান্দাকে ভূষিত করেছেন, যেগুলোর যোগ্য বান্দা নই। এই নিয়ামতরাজির মধ্যে অন্যতম হইলো, শহীদ নেতৃবৃ...
17/12/2024

খোদাতায়ালা এমন এমন নিয়ামতে বান্দাকে ভূষিত করেছেন, যেগুলোর যোগ্য বান্দা নই। এই নিয়ামতরাজির মধ্যে অন্যতম হইলো, শহীদ নেতৃবৃন্দকে নিয়ে কাজ করার তওফিক। শোকর আলহামদুলিল্লাহ।

মুহাম্মদ আবু সুফিয়ান
এমডি , প্রচ্ছদ প্রকাশন

"আল্লাহর রাসূল সা.-এর সাথে একটি দিন অতিবাহিত করার রোমাঞ্চকর এক আবেগ আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছিল।সাহাবায়ে কেরাম যেভাবে ...
17/12/2024

"আল্লাহর রাসূল সা.-এর সাথে একটি দিন অতিবাহিত করার রোমাঞ্চকর এক আবেগ আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছিল।

সাহাবায়ে কেরাম যেভাবে নবি সা.-কে ভালোবেসেছিলেন, ঈমানের ওপর আপসহীনভাবে দাঁড়িয়েছিলেন, যেভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র তাঁরই সুন্নাহর অনুসরণ করেছেন- তাদের মতো হওয়া পরবর্তী কারও পক্ষে অসম্ভব। কারণ, রাসূলের সোহবতের যে পরশ, যে জাদু, যে আবেগ, যে উদ্দীপনা, যে বরকত- তার সৌভাগ্য মাত্র একটি প্রজন্ম লাভ করেছেন; এরপর সে সুযোগ চিরদিনের তরে রুদ্ধ হয়ে গেছে। কিন্তু নবি সা.-এর দৈহিক উপস্থিতি ছাড়া সম্পূর্ণ রিসালাত, হিদায়াত ও সুন্নাহর নিয়ামত পৃথিবীর প্রলয়দিন অবধি আল্লাহ তায়ালা জীবন্ত রেখেছেন অলৌকিকভাবে। সেগুলোকে সন্ধিৎসু হয়ে খুঁজে নেওয়া, সকল কিছুর ওপর প্রাধান্য দেওয়া এবং ব্যক্তি, পরিবার, সমাজ তথা জীবনের প্রতিটি অঙ্গনে রাসূল সা.-এর আদর্শকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা উম্মতের প্রতিটি নর-নারীর ওপর ফরজ।"

বই: রাসুলুল্লাহর সাথে রোমাঞ্চকর একদিন।
লেখক: অধ্যাপক মফিজুর রহমান।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম ছোট বারদোনা স.প্রা.বি. এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের প্রকাশিত কিছু ব...
16/12/2024

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম ছোট বারদোনা স.প্রা.বি. এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের প্রকাশিত কিছু বই। আপনার প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিশু-কিশোরদের বই উপহার দিন। ভালো বই শিশু-কিশোরদের মানসগঠনে সহায়ক হবে।

ফাইনালি সম্পাদনা সম্পন্ন। ৩১২ পৃষ্ঠার বই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনবদ্য দলিল হতে চলেছে কামারুজ্জামান শহিদের ‘ফাঁসি...
15/12/2024

ফাইনালি সম্পাদনা সম্পন্ন। ৩১২ পৃষ্ঠার বই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনবদ্য দলিল হতে চলেছে কামারুজ্জামান শহিদের ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’।

প্রকাশিত হবে ২৫ ডিসেম্বর, ইনশাআল্লাহ। রাজনীতি ও ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠকরা রেডি হোন।

মুহাম্মদ আবু সুফিয়ান,
এমডি, প্রচ্ছদ প্রকাশন।

Address

34, Northbrook Hall Road, Bangla Bazar, Madrasah Market (2nd Floor) Dhaka-1100
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon:

Share

Category