05/10/2022
কখনো জীবনে বিভীষিকাময় সময় আসবে, কখনো গাঢ় আঁধার তোমাকে ভীষণভাবে আঁকড়ে ধরবে,
কখনো হতাশাহ, ব্যর্থতা, দুচিন্তা'ই তুমি ভেঙে পড়বে কখনো খুব বিশ্বাসী মানুষটা তোমাকে ঠকাবে, কখনো দুর্দিনে কাছের মানুষগুলো দূরে সরে যাবে
দীর্ঘ একটা সময় তোমাকে নিঃসঙ্গ কাঁটাতে হবে, একটা বিশ্বস্ত মানুষের অভাবে, শত সহস্র ব্যথা
তোমাকে বুকের ভেতর গচ্ছিত রাখতে হবে, সেই ব্যথার
তাপে তোমাকে ভীষণ পুড়তে হবে
বার বার ব্যর্থ হচ্ছে, কোনো কিছুই মনের মতো হচ্ছে না, এই দুনিয়া তোমার আর ভালো লাগে না, দুর্বিষহ হয়ে উঠেছে এই জীবন
পুড়ে ছাই হয়ে গেছে তোমার মন, নীরবে ঝরছে কতো জল, মনের ভেতর ভেঙে তছনছ হয়ে গিয়েছে
সমস্ত সুখের ঘর
যদি ভেবে থাকো এই-খানে'ই জীবন হবে নিঃশ্বেষ
এই আঁধারের গহ্বর থেকে কভু আসবে না আর আলো কভু থাকবে না তুমি আর ভালো
তবে তোমার ভাবনার ভুল, তুমি অপেক্ষা করো
দেখবে মৃত বৃক্ষ থেকেও ফোটবে ফুল, আসবে আবার বসন্ত, ভেঙে যাওয়া প্রতিটা মন, উচ্ছ্বাসে ভরে যাবে তাঁদের জীবন ৷
তোমার পরিকল্পনাই তুমি ব্যর্থ হয়েছো, তোমার রবের পরিকল্পনাই তুমি সফল হবে, তাই জীবনে
দুর্দিন দুঃসময় আসলে
ভেঙে পড়িও না তুমি, বলো আর কে আছে তোমার রবের চেয়ে উওম পরিকল্পনাকারী ৷
"তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। বস্তুতঃ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।" [ আল -আনফালঃ ৩০]
বিবর্ণ মনও একদিন উচ্ছ্বাসিত হয়