সংহতি প্রকাশন-Samhati Publications

সংহতি প্রকাশন-Samhati Publications সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।
(26)

সংহতি প্রকাশন ২০০৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই রাজনৈতিক চেতনা সমৃদ্ধ নতুন ধারার বই প্রকাশ করে আসছে।

৩ টি বই একসাথে কিনলে পাবেন ৩২% ছাড়! মাত্র ৪৬২ টাকায়!১. মহাচীন, একসময়কার বিপ্লবের দেশ চীন যেখানে সাংস্কৃতিক বিপ্লব, নয়াগণ...
16/08/2024

৩ টি বই একসাথে কিনলে পাবেন ৩২% ছাড়! মাত্র ৪৬২ টাকায়!

১. মহাচীন, একসময়কার বিপ্লবের দেশ চীন যেখানে সাংস্কৃতিক বিপ্লব, নয়াগণতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল মাও সেতুঙ এর নেতৃত্বে। পরে সেখানে ভ্রমণে গিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও এ-দেশের অভ্যুদয়ের অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সেখানে সফরকালে মজলুম জননেতা কি কি রাজনৈতিক পরিবর্তন দেখেছিলেন-- সেটা নিয়ে বই “মাও সে-তুঙ এর দেশে”।

২, ভেনেজুয়েলায় নানান অভ্যুত্থান এবং বিপুল জনগণের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সে রাষ্ট্রে হুগো শ্যাভেজের নেতৃত্বে জনগণের রাষ্ট্র ও সরকার গড়ে তুলেছিলেন। লাতিন আমেরিকায় এই দেশ অনন্য উদাহরণ। জাতীয় পুঁজির ওপর নিজেদের নিয়ন্ত্রণ, জ্বালানির কর্তৃত্ব, প্রাকৃতিক সম্পদের কর্তৃত্ব নিজ দেশের করতে পেরেছিল তারা। মোটকথা, মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য ও হস্তক্ষেপ থেকে আপাত জনগণের কর্তৃত্ব ও সরকার তৈরি করতে তারা সক্ষম হয়েছিলেন। সেই ভেনেজুয়েলায় অধ্যাপক আনু মুহাম্মদ ভ্রমণে গিয়ে ফিরে এসে সে দেশ নিয়ে লিখেছেন-- ‘হুগো শ্যাভেজের সাথে ভেনেজুয়েলার গল্প’।

৩. বিপুল, বিশাল সংকট উপমহাদেশে অন্যতম ভূখণ্ড কাশ্মীর জুড়ে। তিন রাষ্ট্র ভারত-পাকিস্তান-চীন জুড়ে। সাম্প্রদায়িকতা, ভূমি সমস্যা, জাতিগত আত্মপরিচয়, প্রতিনিধিত্ব, আইনি অধিকারসহ অজস্র জটিল সমস্যা সেখানে। অধ্যাপক আকমল হোসেন নানান দৃষ্টিভঙ্গি দিয়ে এবং আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক কাঠামো দিয়ে কাশ্মীর সংকটকে ব্যাখ্যা করেছেন।

অন্যান্য দেশের লড়াই, অভ্যুত্থান ও পরিবর্তন থেকে বিপ্লবের অভিজ্ঞতা নিতে-- এই বইগুলো গুরুত্বপূর্ণ!

একেকটি বইয়ের নিয়মিত একক কমিশন ২৫%।

যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#বই
#রাজনীতি
#চীন
#ভেনেজুয়েলা
#কাশ্মীর
#অর্থনীতি
#স্বৈরতন্ত্র
#রাষ্ট্র

 #সব বই একসাথে কিনলে পাবেন ৩২% ছাড়! মাত্র ১২৮৫ টাকায়!এই বইগুলোর মধ্যে পাওয়া যাবে--  বাংলাদেশের উন্নয়নের রাজনৈতিক অর্থনীত...
15/08/2024

#সব বই একসাথে কিনলে পাবেন ৩২% ছাড়! মাত্র ১২৮৫ টাকায়!

এই বইগুলোর মধ্যে পাওয়া যাবে-- বাংলাদেশের উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি, বিশ্বায়ন এবং তার বৈপরীত্য। এসময়ের বিভৎস আর ক্রম-উন্মত্ত ধ্বংসাবস্থার যে আর্থিকব্যবস্থা তার বিপরীতে বিকেন্দ্রীকৃত মানবিক ও প্রতিবেশগত কল্যাণের বা সুখের অর্থনীতির বিশ্লেষণ। বিশ্বের বর্তমান আর্থিকব্যবস্থাগুলোর সমস্যা কি?
মানুষ নয় মুনাফাই কেন এসবে প্রধান? অধিকাংশ জনগণ কেন প্রান্তিক এবং বঞ্চিত-শোষিত?
আগামীর চ্যালেঞ্জগুলো কি? অধীনস্ত, দুর্বল দেশগুলো কেন আরো দুর্বল হয়, হতে থাকে? ‘মুক্তবাজার’ না শৃঙ্খলিত বাজার?
বিশ্বায়িত পুঁজির বিনিয়োগ, আগ্রাসন, যাত্রা ইত্যাদিকে চুলচেরা করে আমাদের দেখতে হবে। ভালো মন্দ তো-- বুঝে নিতেই হবে।

দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার অবস্থা, সংকট এবং নানা সম্ভাবনা নিয়ে আরেকটি গ্রন্থ-- সেই সাথে পাওয়া যাচ্ছে বিশেষ কমিশনে একই সাথে।


দেশ গঠনে, নিচের এই বই কয়েকটি গুরুত্বপূর্ণ দিশা দিতে পারে। একেকটি বইয়ের নিয়মিত একক কমিশন ২৫%।

যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications

#বই
#রাজনীতি
#অর্থনীতি
#স্বৈরতন্ত্র
#রাষ্ট্র

দর্শন বিষয়ে পাঠ এসময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩ টি বই নিয়ে এখানে আমাদের অফার চলছে।*'সোফিস ভারডেন' বিশ্বখ্যাত বই।এ...
12/08/2024

দর্শন বিষয়ে পাঠ এসময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩ টি বই নিয়ে এখানে আমাদের অফার চলছে।
*'সোফিস ভারডেন' বিশ্বখ্যাত বই।
এটি বাংলায় অনুদিত হয়েছে'সোফির জগত' নামে। এটি পৃথিবীতে বাংলাসহ ৫৩ টি ভাষায় অনূদিত হয়েছে।

**পৃথিবীর অন্যতম দার্শনিক এপিকুরোসের দর্শন নিয়ে বিরঞ্জন রায়ের মৌলিক বই 'এপিকুরোস, আধুনিকতা ও আমরা: প্রাচ্য ও প্রতীচ্যের বস্তুবাদী ঐতিহ্যের সন্ধানে'।

***মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রিন ভ্যালি ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আজফার হোসেনের অন্যতম সেরা বই 'দর্শনাখ্যান'।

গায়ের মোট দাম: ১৮০০ টাকা। তিনটি বই একসাথে কিনলে ৩০% কমিশনে দাম ১২৬০ টাকা।
একক বইয়ে নিয়মিত কমিশন ২৫%।

যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928- বিকাশ (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#বই
#দর্শন

#রাষ্ট্র

বইগুলোর মধ্যে পাবেন-- বাংলাদেশের জন্ম ইতিহাস, মুক্তিযুদ্ধ, মওলানা ভাসানী, রাষ্ট্র ও ভাবাদর্শ, ভারতের স্বাধীনতাপূর্ব রাজন...
10/08/2024

বইগুলোর মধ্যে পাবেন-- বাংলাদেশের জন্ম ইতিহাস, মুক্তিযুদ্ধ, মওলানা ভাসানী, রাষ্ট্র ও ভাবাদর্শ, ভারতের স্বাধীনতাপূর্ব রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন দশকের অর্থনৈতিক পরিস্থিতি। সংহতি প্রকাশনের এ বইগুলো সংগ্রহ করুন।

গায়ের মোট দাম: ৩৫৩০ টাকা। সব বই একসাথে কিনলে ৩২% কমিশনে দাম ২৪০০ টাকা।
নিয়মিত কমিশন ২৫%।

যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#বই
#রাজনীতি
#স্বৈরতন্ত্র
#রাষ্ট্র

দেশ গঠনে বই হোক সঙ্গী!জাতি, জাতীয়তাবাদ, সংবিধান, স্বৈরাচার-স্বৈরতন্ত্র, পাকিস্তানপর্ব এবং বাংলাদেশ রাষ্ট্র বিষয়ে আমাদের ...
08/08/2024

দেশ গঠনে বই হোক সঙ্গী!
জাতি, জাতীয়তাবাদ, সংবিধান, স্বৈরাচার-স্বৈরতন্ত্র, পাকিস্তানপর্ব এবং বাংলাদেশ রাষ্ট্র বিষয়ে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারেন।
নিয়মিত কমিশন ২৫%।
সব বই একসাথে কিনলে ৩২% কমিশন।

যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications

#বই
#রাজনীতি
#স্বৈরতন্ত্র
#সংবিধান

“বাংলাদেশ রাষ্ট্রের পঞ্চাশ বছর পার হয়ে গেছে। মোটামুটি পঁয়ষট্টি বছর সময়ে দেশে ব্যক্তি-পরিবার-সমাজ, রাষ্ট্র ও বিশ্ব কীভাবে...
01/08/2024

“বাংলাদেশ রাষ্ট্রের পঞ্চাশ বছর পার হয়ে গেছে। মোটামুটি পঁয়ষট্টি বছর সময়ে দেশে ব্যক্তি-পরিবার-সমাজ, রাষ্ট্র ও বিশ্ব কীভাবে বদলে গেল তা বলার জন্য আমার স্মৃতির ওপর নির্ভর করছি। সাধারণত স্মৃতিকথায় প্রথম পুরুষের প্রাধান্য থাকে। কিন্তু আমার স্মৃতিকথায় সমাজ ও রাষ্ট্র প্রধান হয়ে উঠবে। রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক গতিশীলতা ও সমাজ-সংস্কৃতিতে নতুনত্বের প্রকাশ দিয়ে সময়কে বুঝবার চেষ্টা করব। একটা একান্ত কৃষিনির্ভর ও দারিদ্র্য আকীর্ণ সমাজ থেকে আজকের পুঁজিবাদী সমাজ কীভাবে বিকশিত হলো তার বর্ণনা করব।...

আমাদের সমাজ এক সময় খেরোখাতার মতো সহজ-সাদাসিধা ছিল। তেমন কোন বাহুল্য ছিল বলা যাবে না। বর্তমান প্রজন্ম দেশ ও সমাজের পরিবর্তনকে আমাদের মতো দেখেনি। তাদের বাস্তবতা বোধের বাইরে আরও একটি বাস্তবতা ছিল তারা বোধ হয় ভাবতে পারবে না।”

বইয়ের নাম: খেরোখাতায় স্মৃতিকথা, প্রকাশক: সংহতি প্রকাশন,

বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈ:শব্দ্য। গায়ের দাম: ৩৫০ টাকা।
***কেবল সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#স্মৃতিকথা
#বই
#মুক্তিযুদ্ধ

দূর ভবিষ্যতের কাহিনীর আদলে আসিমভ আসলে মানবসভ্যতার অতীতকেই ভবিষ্যতের গ্যালাকটিক সাম্রাজ্যে স্থাপন করেছেন; হ্যারি সেলডেনের...
30/06/2024

দূর ভবিষ্যতের কাহিনীর আদলে আসিমভ আসলে মানবসভ্যতার অতীতকেই ভবিষ্যতের গ্যালাকটিক সাম্রাজ্যে স্থাপন করেছেন; হ্যারি সেলডেনের সাইকোহিস্ট্রি মূলত ভবিষ্যতের গল্প বলার ছলে রূঢ় কালের প্রবাহকেই পাঠকের সামনে হাজির করে। সভ্যতার এক একটি পর্বের গড়ে ওঠা, তার অবক্ষয় আর শেষ পর্যন্ত নতুন আর একটি স্তরে উন্নীত হবার উপলব্ধিই ফাউন্ডেশন সিরিজ রচনার প্রেরণা জুগিয়েছে আসিমভকে। এরই ধারাবাহিকতায় একটা পর্বে আমরা তাই দেখি আসিমভ গোটা মহাবিশ্বের প্রাণকে একাকার করে দেখিয়েছেন, প্রজাতি হিসেবে মানবেরই কোনো ভবিষ্যৎ নেই, যদি না তারা যৌথমঙ্গলের রাস্তায় নিজেদের ভবিষ্যৎকে পরিচালিত করে।

আসিমভ নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনীর রচয়িতা নন, আজকের পরিবেশবাদী বহু আন্দোলন আসিমভ আর তাঁর বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোর কাছে চিন্তার দিক থেকে ঋণী।

'ফাউন্ডেশন' বিংশ শতাব্দীর সবচে' গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কল্পকাহিনী, কিন্তু এই অসাধারণ গ্রন্থটি সম্পর্কে শুধু এটুকু বলাই মোটেও যথেষ্ট নয়। এ গ্রন্থটি আজ পর্যন্ত অনেক চিন্তা ও চর্চাকে প্রভাবিত করেছে। মার্কসবাদী-পরিবেশবাদী জন বেলামি ফস্টারও তাঁর চিন্তা-কাজে প্রভাবিত হয়েছেন এই গ্রন্থটির দ্বারা। দার্শনিক, ইতিহাসবোধ আর মানবিকতার যে বোধ অতিক্রম করলে যেকোনো সাহিত্যকর্ম মহান হয়, আসিমভের ফাউন্ডেশন পাঠ পাঠককে পৌঁছে দেবে প্রজ্ঞার সেই স্তরে।......................................................................
বাংলাদেশ অনুবাদ সংসদের পক্ষে এই গ্রন্থটি প্রকাশনা ও বিপণনে সংহতি প্রকাশন হচ্ছে সহযোগী।
বইয়ের নাম- ’ফাউন্ডেশন’। মূল : আইজাক আসিমভ। অনুবাদ: জি এইচ হাবীব।
বইটির প্রচ্ছদ করেছেন- ধীমান সাগর।। গায়ের দাম: ৫০০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#কল্পকাহিনি
#সাইন্সফিকশন
#বই
#সংহতি

’বাংলাদেশে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি’ গ্রন্থটিতে সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবগুলো প্রধান অর্থনৈতিক প্রবণতা ও ঘটনাকে র...
28/06/2024

’বাংলাদেশে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি’ গ্রন্থটিতে সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবগুলো প্রধান অর্থনৈতিক প্রবণতা ও ঘটনাকে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন কল্লোল মোস্তফা। এটি একইসাথে যেমন পাঠককে সমকালীন অর্থনৈতিক বাস্তবতার রাজনৈতিক পাঠ উপলদ্ধি করতে সাহায্য করবে, তেমনি তা ভবিষ্যতের জন্যও একটা গুরুত্বপূর্ণ দাললিক সংকলন হিসেবে বিবেচিত হবে।

পাঁচটি ভাগে বিভক্ত এই গ্রন্থটিতে লেখক বাংলাদেশের শিল্প ও শিল্পখাত, উন্নয়ন ও উচ্ছেদ, শ্রমিকের জীবন ও মৃত্যু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং ভারত-বাংলাদেশ এই বিষয়গুলোকে বিশ্লেষণ করেছেন বিভিন্ন প্রবন্ধে। বাংলাদেশের শিল্প সম্ভাবনা রাষ্ট্রীয় নীতির মাধ্যমে কিভাবে বিপর্যস্ত করে লুণ্ঠনের রাজত্ব সুনিশ্চিত করা হয়, উন্নয়নের নামে কিভাবে গণবিরোধী উচ্ছেদ আর দখলদারিত্বের তাণ্ডবলীলা চলছে দেশজুড়ে, কিভাবে বাংলাদেশের শ্রমিকরা অনিরাপদ ও অনিশ্চিত জীবন যাপনে বাধ্য হন, কিভাবে খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল পরিমান লুণ্ঠনের রাজত্ব অর্থনীতিতে রক্তক্ষরণ তৈরি করেছে, এবং ভারতের সাথে ট্রানজিট কিংবা নদীর পানির হিস্যায় অধীনতামূলক সম্পর্ক কিভাবে প্রভাব বিস্তার করেছে--এই সব কিছুর তথ্যবহুল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কল্লোল মোস্তফা হাজির করছেন পাঠকের সামনে।
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বুঝতে আগ্রহী যে কোন পাঠকের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।...............................................
বইয়ের নাম- ’বাংলাদেশে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি’। লেখক : কল্লোল মোস্তফা।
বইটির প্রচ্ছদ করেছেন- নির্ঝর নৈঃশব্দ্য।। গায়ের দাম: ৬০০ টাকা।

***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications





#উন্নয়ন
#উন্নয়নেররাজনীতি
#বই

মওলানা ভাসানী মজলুম জননেতা। মজলুম কারা? ভাসানী কাদের নেতা? এ বইটির পাঠক খুব দ্রুতই এ দুটো প্রশ্নের উত্তর অনুধাবন করতে পা...
27/06/2024

মওলানা ভাসানী মজলুম জননেতা। মজলুম কারা? ভাসানী কাদের নেতা? এ বইটির পাঠক খুব দ্রুতই এ দুটো প্রশ্নের উত্তর অনুধাবন করতে পারবেন।

'কৃষক সমিতি' ধারণাটি কি মওলানা ভাসানীর নিজস্ব না-কি নানাবিধ পটভূমি থেকে উদ্ভাবিত? মওলানা ভাসানীর মতো মহান নেতা, জীবন-উৎসর্গকারী নেতা কৃষকের জন্য আলাদা করে ভাবনা-চিন্তা করলেন, তাদের জন্য সংগ্রামের পথ আবিষ্কার করলেন-এসবের বিচার-বিশ্লেষণ হওয়া দরকার। তা না হলে কৃষকের সংগ্রামী ইতিহাস হারিয়ে যাবে। কৃষক নন, কিন্তু কৃষকের জীবন ও সংগ্রাম জানতে চান, বুঝতে চান, তাদের জন্য নিদেনপক্ষে এ বইটি পড়া দরকার।......................................
কৃষক সমিতির দলিলপত্র নিয়ে প্রকাশিত এই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান। বাংলাদেশের স্বাধীনতা যে রাতারাতি আসেনি, তার পেছনে কৃষকের, শ্রমিকের দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের ইতিহাস আছে, সেই সত্যটিকে এই গ্রন্থটি আজকের পাঠকের সামনে তুলে ধরেছে। গবেষকরা একে মূল্যবান আকরগ্রন্থ হিসেবেই বিবেচনা করবেন, বাংলাদেশের গ্রামীণ জনপদে বাঁকবদলের, সংগ্রাম গড়ে উঠবার, এবং কেন কীভাবে এই কৃষক সংগঠকরা পাকিস্তানের হানাদার বাহিনী আর বাংলাদেশের সরকার উভয়েরই চক্ষুশূল হয়েছিলেন, তার কারণও হৃদয়ঙ্গম করতে পারবেন। যারা ইতিহাসের এই নানান সন্ধিকালে জ্বলে ওঠা স্ফুলিঙ্গগুলোর উৎসমূল খুঁজতে চান, প্রবহমান অন্তঃস্রোতা লাভাস্রোতকে চিনতে চান, তাদের জন্য এই গ্রন্থ অবশ্যপাঠ্য।...............................................
বইয়ের নাম- ’মওলানা ভাসানীর কৃষক সমিতি’। সম্পাদনা- সৈয়দ ইরফানুল বারী।
বইটির প্রচ্ছদ করেছেন- সব্যসাচী হাজরা। গায়ের দাম: ৫৫০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#বই
#কৃষকআন্দোলন
#ইতিহাস
#মুক্তিযুদ্ধ
#রাজনীতিরবই
#সংহতি

"ইতিহাস সাক্ষ্য দেয়, নাট্যকলার সৃষ্টি বিভিন্ন ধর্মানুষ্ঠান বা ধর্মীয় আবেগকে ঘিরে। ব্যাপারটা এখানেই শেষ নয়। নাট্যশৈলী গোড়...
26/06/2024

"ইতিহাস সাক্ষ্য দেয়, নাট্যকলার সৃষ্টি বিভিন্ন ধর্মানুষ্ঠান বা ধর্মীয় আবেগকে ঘিরে। ব্যাপারটা এখানেই শেষ নয়। নাট্যশৈলী গোড়ায় ধর্মকে উপলক্ষ করে শুরু হলেও অচিরেই নাট্যকলা হয়ে উঠেছিল সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান থেকে প্রবেশ রাজনীতিতে, নাটকের মধ্যে তখন ঢুকে পড়লো সমাজ ও রাষ্ট্র-ক্ষমতা বিষয়ক নানা প্রশ্ন ও প্রসঙ্গ। এ যেমন ঘটেছে প্রাচীন গ্রীসে বা রোমে তেমনি প্রাচীন ভারতবর্ষে, তেমনি আবার রেনেসাঁর ইউরোপে বা তার পরবর্তীকালে। প্রাচীন ভারতের 'মুদ্রারাক্ষস' ও 'মৃচ্ছকটিক' নাটকে রাজনীতি দেখতে পাওয়া যায় প্রত্যক্ষভাবে। পাশাপাশি ইস্কাইলাসের 'আগামেমনন', 'থিবীর বিরুদ্ধে সপ্তসুর', সফোক্লিসের 'আন্তিগোনে', 'ইডিপাস', ইউরিপিডিসের 'মিডিয়া'-এইসব গ্রিক নাটকগুলোকে অনায়াসেই রাজনৈতিক বলা চলে। মানুষের সভ্যসমাজ যতদিনের পুরানো, ততদিনের পুরানো ক্ষমতা দখলের দ্বন্দ্ব। সেই সমাজ বা রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নাটক তার জন্মলগ্ন থেকেই। গ্রিক নাট্যকারই হোন বা শেক্সপিয়ার কিংবা মলিয়ের হোন, সমকালীন সমাজের প্রতি উদাসীন থেকে তাঁরা কখনই নাটক রচনা করেননি।..."

’রাজনৈতিক নাট্যচিন্তার স্বরূপ’ গ্রন্থটি বিশ্বব্যাপী নাটকের যে সুবিশাল ধারা এবং এর মধ্যে মানুষের জীবন, সামাজিক বাস্তবতা, রাজনৈতিক আকাঙ্ক্ষার যে প্রতিচ্ছবি তার এক অনুপুঙ্খ উপস্থাপনা। লেখক রাহমান চৌধুরী অসংখ্য নাটকের তথ্য, তার আবির্ভাব ও রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্তরঙ্গ ও বহিরঙ্গ বিশ্লেষণ করে নাটকের রাজনৈতিকতা এবং রাজনৈতিক নাট্যচিন্তার স্বরূপ তুলে ধরেছেন পাঠকের সামনে।...........................................................
বইয়ের নাম- ’রাজনৈতিক নাট্যচিন্তার স্বরূপ’। লেখক- রাহমান চৌধুরী।
বইটির প্রচ্ছদ করেছেন- ধ্রুব এষ। গায়ের দাম: ৫০০ টাকা।

***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#নাটক
#রাজনৈতিকনাটক
#নাট্যকলা
#ভারতীয়নাটক
#রাজনীতি
#বই
#সংহতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর-- এই চীন সফর ঘটেছিল ১৯৬৩ সালে। এর আগে তিনি চীন ভ্রমণ করলেও ৭ সপ্তাহের দীর্ঘ এই সফরটিকে উপ...
24/06/2024

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর-- এই চীন সফর ঘটেছিল ১৯৬৩ সালে। এর আগে তিনি চীন ভ্রমণ করলেও ৭ সপ্তাহের দীর্ঘ এই সফরটিকে উপলক্ষ্য করেই তিনি এই ভ্রমণ বৃত্তান্তটি লিখেছিলেন।

এই গ্রন্থটি দুটো গুরুত্বপূর্ণ বিচারে অত্যন্ত মূল্যবান ও প্রাসঙ্গিক। প্রথমত, মওলানা ভাসানীর মতো মানুষ মহারূপান্তরের এই সময়টিতে চীনকে কীভাবে দেখেছেন, তা তাঁর রাজনৈতিক চিন্তাকে বোঝার জন্য জরুরি। জাতীয় পুনর্গঠনের একটি পালাবদলের মধ্য দিয়ে বিপ্লবোত্তর চীন তখন যাচ্ছিল, সঙ্গত কারণেই চীনে শিক্ষা-সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে একটা আমূল বদল ঘটছিল। এই রূপান্তর মওলানা ভাসানী তার সফরের সময়ে যতটুকু প্রত্যক্ষ করেছেন, তার বিবরণ এখানে রয়েছে। বিশেষ করে কৃষকের জীবনের যে বদল তিনি দেখেছেন, তা তাকে ভেতর থেকে অনুপ্রাণিত করেছে, কেননা এই অঞ্চলের বঞ্চিত কৃষককূলের জন্যও এমন একটি রূপান্তরই তার রাজনৈতিক সংগ্রামের আরাধ্য ছিল। মওলানা ভাসানীর সংবেদনশীল হৃদয়, তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষার মর্মবস্তু এই গ্রন্থে অনেকখানিই মিলবে এবং এর মাধ্যমে খোদ ভাসানীকেই বুঝতে সাহায্য করবে এই বই।

দ্বিতীয়ত, আজকের পাঠকের জন্য চীনের বর্তমান রূপান্তরকে বোঝাতেও এই গ্রন্থটি যথেষ্টই মূল্যবান বিবেচিত হবে। বিপ্লবের পর থেকে চীন অনেকগুলো পালাবদলের মধ্য দিয়ে গিয়েছে। ফলে মওলানা ভাসানী যে চীনকে দেখেছেন, তার সাথে আজকের চীনের বিপুল সাংস্কৃতিক ফারাক পাঠককে কখনো কখনো বিমূঢ়ও করে তুলতে পারে। কিন্তু এই পরিবর্তনটি ভালো বা মন্দ সে আলোচনাতে আদৌ না গিয়ে আমরা এইটুকু বিনা দ্বিধায় বলতে পারি যে, আজ চীন যে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে অন্যতম একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে সমর্থ হয়েছে, তার ভিত্তিটুকু নির্মিত হয়েছে মওলানা ভাসানীর দেখা সেই রূপান্তরের সময়েই। গত এক শতাব্দীতে চীনের রূপান্তর প্রায় রূপকথাতুল্য, যে দেশটির অধিকাংশ ভূমি দখল করে রেখেছিল বিদেশি শক্তিগুলো, যার জনগোষ্ঠীর বড় অংশকে আফিমের নেশায় পঙ্গু করে ফেলা হয়েছিল, দুর্ভিক্ষ ছিল যে জনপদের নিত্যসঙ্গী, সেই হতাশাগ্রস্ত যুদ্ধপীড়িত দুঃশাসনতাড়িত জাতিটি মানুষের ইতিহাসে মহাবিনির্মাণের যে নিদর্শন স্থাপন করেছে, তার তুলনা মানুষের ইতিহাসে নেই। সেই রূপান্তরটির অন্তর্গত শক্তির উপলব্ধিও পাঠক এখানে পাবেন-চীনা বিপ্লব এবং বিশ্বের মুক্তিকামী মানুষের ওপর তার প্রভাব বুঝতেও সাহায্য করবে এই বই।...........................................................
বইয়ের নাম- ’মাও সে-তুঙ এর দেশে’। লেখক- মওলানা ভাসানী।
বইটির প্রচ্ছদ করেছেন- ধ্রুব এষ। গায়ের দাম: ১৮০ টাকা।

***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)

ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications

#প্রবন্ধ
#গদ্য
#ইতিহাস
#চীনের_ইতিহাস
#মওলানা_ভাসানী
#সিরিয়াস_বই

ঈদ মোবারক সবাইকে! যে যেখানে আছেন সকলকে নিয়ে ঈদ উৎসবে অংশ নিন, সমাজের দায়িত্ব গ্রহণ করুন।
16/06/2024

ঈদ মোবারক সবাইকে!
যে যেখানে আছেন সকলকে নিয়ে ঈদ উৎসবে অংশ নিন, সমাজের দায়িত্ব গ্রহণ করুন।

"...lt is both easy and profitable to say what the authority that might want us to say, Bhashant had the Inner strength ...
15/06/2024

"...lt is both easy and profitable to say what the authority that might want us to say, Bhashant had the Inner strength and understanding to say 'no' not only to the rulers but also to the very system of capitalism that has been ruling over us. This no-saying was radleat, and was not in negative in character because behind it fald a very positive vision of a demoeratle state and society. It is because of this ability to stand up, if necessarily alone against the wrongness of the system that made him different from other political leaders. Nurul Kable has done an excellent job in showing us the Moulana's great Commitment and capacity to oppose the oppressors of the people. I congratulate him and warmly recommend his book to all who are Interested in knowing the Moulana and the struggle of our people for emancipation."

Serajul Islam Chowdhury, Professor emeritus University of Dhaka....................................................................
Books Name: The Red Moulana
Writer: Nurul Kabir
Price: 280..............................................
বইটির প্রচ্ছদ করেছেন- সব্যসাচী হাজরা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications







#ইতিহাস
#প্রবন্ধ
#গদ্য
#সংহতি

’সাহিত্যে মানব মুক্তির আকাঙ্ক্ষার অনুসন্ধান সিরাজুল ইসলাম চৌধুরীর একটি অন্যতম প্রিয় প্রসঙ্গ। বর্তমান প্রবন্ধ সংকলনটিতে অ...
14/06/2024

’সাহিত্যে মানব মুক্তির আকাঙ্ক্ষার অনুসন্ধান সিরাজুল ইসলাম চৌধুরীর একটি অন্যতম প্রিয় প্রসঙ্গ। বর্তমান প্রবন্ধ সংকলনটিতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিদ্যাসাগর, অক্ষয়কুমার, রবীন্দ্রনাথ, নজরুল এবং সোমেন চন্দকে উপলক্ষ্য করে সমকালীন সমাজবাস্তবতার গভীর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন করেছেন। প্রসঙ্গক্রমে অপরাপর সাহিত্যিক ও চিন্তাবিদরাও আলোচনার বিষয় হয়েছেন। এদের চিন্তা ও কাজের ধারাবাহিকতা আমাদের সময় পর্যন্ত কীভাবে প্রবহমান রয়েছে, এই প্রবন্ধগুলো থেকে সেই উপলব্ধি পাঠকের ঘটবে। এছাড়া আছে শিক্ষাব্যবস্থার ওপর একটি বিশ্লেষণী প্রবন্ধ। শেষতঃ আছে মুক্তির ধারণাটি নিয়ে একটি বিশ্লেষণী লেখা।

সাহিত্যের সাথে সমাজের নিগূঢ় সম্পর্কটি সিরাজুল ইসলাম চৌধুরীর আলোচনায় বারংবার প্রতিফলিত হয়েছে। এই দিক দিয়ে বাংলা প্রবন্ধ সাহিত্য সিরাজুল ইসলাম চৌধুরীর কাছে বিপুলভাবে ঋণী। ইতিহাস ও সাহিত্যের ব্যক্তিত্ব ও ঘটনাগুলো আমাদের আজকের জীবনে কীভাবে ও কতখানি প্রাসঙ্গিক, সিরাজুল ইসলাম চৌধুরী তা দেখতে শিখিয়েছেন। বিদ্যাসাগর ও কয়েকটি প্রসঙ্গ গ্রন্থটির প্রবন্ধগুলোও সেই ধারারই সাহিত্য: সঙ্গত কারণেই গ্রন্থভুক্ত রচনাগুলো সমাজ, রাজনীতি ও ইতিহাস বিষয়ে আগ্রহী পাঠকে বিপুল ভাবনার খোরাক যোগাবে।’
................................................................................
সূচীপত্র

অবতরণিকা

*বিদ্যাসাগরের সামাজিক আকাঙ্ক্ষা

*বাঙালীর অক্ষয়কুমার

*সাহিত্যের চাওয়া-পাওয়া

*রবীন্দ্র-নজরুল সম্পর্ক এবং তার পরে

*সোমেন চন্দের কাজ ও অবস্থান

*ইতিহাসের বাইরে নয়

*দেশভাগের অগ্রপশ্চাৎ

*আলোতে অন্ধকার এবং অন্ধকারে আলো

*পুঁজিবাদের দখলে শিক্ষা

*মুক্তির তিন পরিচিত শর্ত
.......................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন- সব্যসাচিী হাজরা। গায়ের দাম: ৩২০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications




#প্রবন্ধ
#গদ্য
#সাহিত্যের
#সাহিত্যসমালোচনা
#সংহতি

“This book looks for a way out from destruction of the Earth in the name of development. It talks about the revolutionar...
13/06/2024

“This book looks for a way out from destruction of the Earth in the name of development. It talks about the revolutionary prospect of renewable energy to make a better future for the whole world in general and to ensure Bangladesh's 'Sustainable Energy Future'. The climate crisis, compounded by the coronavirus pandemic, threatens the prospect. The preface, therefore, identifies and addresses the connectionধ between coronavirus, climate change, the economy and renewable energy to put the prospect along with its challenges and viability in perspective. The following chapters, each with an individual focus such as the current global state of a perpetual crisis due to dependency on fossil fuel- nuclear energy, evidence of a transition to renewable energy in policy and practice, widening technological options, social and cultural transformation, and a call for global solidarity-provide comprehensive understanding of the subject necessary to devise sustainable solutions.

Sajed Kamal, writer, teacher, researcher with a strong social commitment has been active for decades as a consistently powerful voice to challenge the path taken by fossil fuel-nuclear corporate groups. With objectively researched facts, policies and examples of an increasingly available wide range of renewable energy technologies, he has been advocating the path of sustainable development based on renewable technology and hunas progres with peace and equality

This book offhes a rich review of larrabes in roundly energy, policy updates and their implementations, and veftitutioned and consentty-based steps around the world to go fees with clem energy. It also provides an exposure of contractions positions of ruling elites. The book is full of materiali is inque people to dream big......”
........................................................................................
Writer-Sajed Kamal, Foreword-Anu Muhammad, Publisher: Samhati publications
বইটির প্রচ্ছদ করেছেন- নির্ঝর নৈঃশব্দ্য। গায়ের দাম: ৫৫০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications




নারীর মন: পুরুষতান্ত্রিক সমাজে নারীর মানস নির্মাণ বইটিতে লেখকমনিরুল ইসলাম সমাজে নারীকে দেখার এবং সেই সুবাদে নারীর মনকে উ...
13/06/2024

নারীর মন: পুরুষতান্ত্রিক সমাজে নারীর মানস নির্মাণ বইটিতে লেখক
মনিরুল ইসলাম সমাজে নারীকে দেখার এবং সেই সুবাদে নারীর মনকে উপস্থাপনের যে পুরুষতান্ত্রিক চশমা তার বাইরে এসে নারীর মানস সম্পর্কে পক্ষপাতমুক্ত ও বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে সচেষ্ট হয়েছেন। নারীমানসের উৎপত্তি ও গতিপ্রকৃতিকে বিশ্লেষণ করতে গিয়ে তাঁর লেখায় উঠে এসেছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের নানা অধ্যায়। আলোচিত হয়েছে বিদ্যমান সমাজের নির্মম বাস্তবতার নানা দিক। এই সমৃদ্ধ পর্যালোচনা গ্রন্থটিকে বাংলা ভাষায় আলোচ্য বিষয়ে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে স্থান দেবে।

নারীর মুক্তি এবং সাধারণভাবে মানুষের মুক্তি ও সমাজের ইতিবাচক পরিবর্তন নিয়ে ভাবিত যে কারো জন্যই বইটি অবশ্য পাঠ্য।
...................................................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন- নির্ঝর নৈঃশব্দ্য। গায়ের দাম: ২৬০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications


#নারী
#নারীশিক্ষা
#পুরুষ

’শিক্ষা গবেষণায় মাঠকর্ম’ গ্রন্থটিতে গুণমানসম্পন্ন মাঠ গবেষণার পদ্ধতি, উপায় এবং অনুষঙ্গসমূহ বিস্তারিত উদাহরণসমেত আলোচিত হ...
12/06/2024

’শিক্ষা গবেষণায় মাঠকর্ম’ গ্রন্থটিতে গুণমানসম্পন্ন মাঠ গবেষণার পদ্ধতি, উপায় এবং অনুষঙ্গসমূহ বিস্তারিত উদাহরণসমেত আলোচিত হয়েছে। বইটিতে সংখ্যাবাচক ও গুণবাচক উভয়প্রকার গবেষণার তথ্যসংগ্রহ করার বিবিধ পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি মিশ্রপদ্ধতি নিয়েও আলোচনা গুরুত্ব পেয়েছে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি এতে নমুনা জরিপের প্রশ্নপত্রসহ প্রচুর কার্যকর উদাহরণ ব্যবহার করা হয়েছে। একটি সফল মাঠগবেষণা করার জন্য আনুষাঙ্গিক যা কিছু প্রস্তুতি প্রয়োজন তাও এতে আলোচিত হয়েছে যা শিক্ষার্থীকে একজন দক্ষ গবেষকে রূপান্তর করতে ভূমিকা রাখবে। মাঠগবেষণা প্রশিক্ষণেও শিক্ষকগণ গ্রন্থটিকে একটি কার্যকর পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করতে পারবেন।

একজন অভিজ্ঞ গবেষকের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতাসমৃদ্ধ ব্যবহারিক এক বই ‘শিক্ষা গবেষণায় মাঠকর্ম’। শিক্ষাসংক্রান্ত গবেষণার মাঠ গবেষকদের প্রয়োজন মেটাতে বইটি রচিত হলেও, সমাজবিজ্ঞানের বৃহত্তর পরিসরের যে কোনো বিষয়ে যাঁরা গবেষণার কাজ করেন বইটি তাঁদেরও প্রয়োজন মেটাবে।..................................................................................
সমীর রঞ্জন নাথ ১৩ আগস্ট ১৯৬৫-তে লক্ষ্মীপুরে জন্ম। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর করেছেন দুবার- পরিসংখ্যান ও শিক্ষা গবেষণা পদ্ধতিতে। একসময় ছিলেন জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর-এর দুর্দান্ত সংগঠক। আটাশ বছরের গবেষণা জীবনের শুরু ও বেড়ে ওঠা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে। বর্তমানে তিনি ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটে কর্মসূচি প্রধান। এডুকেশন ওয়াচ-এরও প্রধান গবেষক তিনি। এর মধ্যেই গবেষণার কাজ করেছেন দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের জন্য। অসংখ্য গবেষণা প্রতিবেদন প্রণয়ন ছাড়াও লিখেছেন পত্রিকা ও জার্নালের জন্য কলাম ও প্রবন্ধ। তাঁর একক ও যৌথভাবে রচিত বইয়ের সংখ্যা পাঁচটি এবং সম্পাদিত ও অনূদিত গ্রন্থ একটি করে। বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা-উদ্যোগ, বাস্তবতা ও পথনির্দেশনা [সংহতি ২০১৮], Realising Potential: Bangladesh's Experiences in Education [APPL 2016], Exploring the Marginalized [BRAC 2013], শিক্ষা: আশা, বাস্তবতা, নবআশা [এপিপিএল ২০০৯], এবং Inside Schools [APPL 2008] তাঁর রচিত বই। সম্পাদনা করেছেন Qualitative Methods in Educational Research [APPL 2010] আর অনুবাদ করেছেন মার্ক ব্রে রচিত ছায়া শিক্ষাব্যবস্থার মোকাবিলা। কোন ধরনের গৃহশিক্ষকতার জন্য কোন ধরনের সরকারি নীতি? ইউনেস্কো ২০১০)।..................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন- আল নোমান। গায়ের দাম: ৩৫০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications







‘সর্বজনের শিক্ষা: অ এ শিখি অধিকার’ বইতে গ্রন্থকার সামিও শীশ শিক্ষাব্যবস্থার বেশকিছু গভীর সংকট ও উত্তরণ নিয়ে তাৎপর্যপূর্ণ...
11/06/2024

‘সর্বজনের শিক্ষা: অ এ শিখি অধিকার’ বইতে গ্রন্থকার সামিও শীশ শিক্ষাব্যবস্থার বেশকিছু গভীর সংকট ও উত্তরণ নিয়ে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ হাজির করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় দু’দশকের বেশি সময় ধরে শিক্ষাতত্ত্ব নিয়ে কাজ করছেন। গ্রন্থে তিনি সর্বজনের শিক্ষার পক্ষে তাঁর স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন।

বাংলাদেশের শিক্ষার ভাবনা-দুর্ভাবনা প্রসঙ্গে যাঁরা অনুসন্ধান করেন, তাঁদের জন্য গ্রন্থটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সহায়ক হবে।...........................................................................
সামিও শীশ, পেশা: শিক্ষকতা ও গবেষণা। বর্তমানে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত। শিক্ষা বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: দাদাবুড়োর ঝোলা (২০২০), দাগ দিয়ে যাই (২০২০), Educating Children about Peace and Conflict: Voices of the ‘Education Professional’ of Bangladesh (2019), Peace Education vs War: A Critical
.........................................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন- মং মং সে। গায়ের দাম: ৩০০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications






বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির ওপর, এই খাতের সংকট নিয়ে এবং এর ভবিষ্যৎ নিয়ে গবেষণা, গবেষণাগ্রন্থ এবং বই-- এসব অপ্রতুল। অথচ...
11/06/2024

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির ওপর, এই খাতের সংকট নিয়ে এবং এর ভবিষ্যৎ নিয়ে
গবেষণা, গবেষণাগ্রন্থ এবং বই-- এসব অপ্রতুল।

অথচ আমাদের দেশে জ্বালানি খাতে বহুধরনের সংকট বিদ্যমান। এই খাতে জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি; মাটির নিচে কোথায় কী আছে, সমুদ্রে কত গ্যাস আছে-- ইত্যাদি জানা নাই জনগণের। আমাদের বাপেক্সের সক্ষমতা কতটুকু, জ্বালানির ওপর দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ কতটুকু? মোটকথা এই খাতে কেন রয়েছে বিদেশি নির্ভরতা? এবং বিদেশি কোম্পানিগুলো এখানকার মুনাফার বড় ভাগও লুটে নিয়েছে, নিচ্ছে। দেশের জনগণকে সেজন্য বহু বহু গুণ দামে জ্বালানি কিনতেও হয়েছে, হচ্ছে। অথচ এই খাতটি স্বনিয়ন্ত্রিত ও দুর্নীতিমুক্ত হলে জ্বালানির দাম সাশ্রয়ী হওয়ার কথা ছিল।


আমাদের দেশে একসময় গ্যাস রফতানির অজুহাত তৈরির জন্য বা বিদেশী প্রতিষ্ঠানগুলোর দ্রুত মুনাফা হাসিল করার জন্য 'গোটা দেশ গ্যাসের ওপর ভাসছে' বলে প্রচার চালানো হয়েছিল, তেমনি উল্টোদিকে আবার প্রাণ-প্রকৃতি-কৃষি বিপর্যস্ত করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার যুক্তি হিসেবে গ্যাসের মজুদ মাত্রাতিরিক্ত কমিয়ে দেখানো হয়েছিল।

জ্বালানি খাতে দুর্নীতিগ্রস্ত ও গণবিরোধী একের পর এক প্রকল্প যেভাবে জনস্বার্থের নাম করে কিংবা অসত্য তথ্য উত্থাপন করে অথবা তথ্য ধামাচাপা দিয়ে এখনো প্রতিনিয়ত বাস্তবায়ন করা হচ্ছে, এবং বিশেষজ্ঞ নামধারীরা যেভাবে তাতে অংশগ্রহণ করেন, করছেন--
সে-সম্পর্কে সম্যক ধারণা পাঠক এই গ্রন্থটিতে পাবেন। পাশাপাশি জ্বালানি খাতে সৌর বিদ্যুৎ প্রচলন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের বিদ্যমান জ্বালানি চাহিদার অনেকটাই কীভাবে নিরসন সম্ভব পাঠক সেটাও এই গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে পাবেন।..........................................................................................................
বি.ডি. রহমতউল্লাহ্, জনন্ম ৩১শে ডিসেম্বর, ১৯৫১, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন শেষ করে নরওয়েতে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সমাপ্ত করেন। চাকরি জীবনে ইলেকট্রিফিকেশন বোর্ড, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও পাওয়ার সেলে কর্মরত ছিলেন। পাওয়ার সেলের মহাপরিচালক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনেকগুলো আন্তর্জাতিক ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। .............................................................
বইটির প্রচ্ছদ করেছেন অমল আকাশ। গায়ের দাম: ১০০ টাকা।
***কেবল সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications






'স্বাস্থ্যব্যবস্থার অসুখ' গ্রন্থটি বাংলাদেশে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার সংকট এবং এ থেকে উত্তরণের পথ নিয়ে ভাবতে নতুন করে...
10/06/2024

'স্বাস্থ্যব্যবস্থার অসুখ' গ্রন্থটি বাংলাদেশে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার সংকট এবং এ থেকে উত্তরণের পথ নিয়ে ভাবতে নতুন করে সাহায্য করবে।

সমাজের সবাইকে সুস্থ রাখার জন্য যে স্বাস্থ্যব্যবস্থা তা নিজেই কতটা সুস্থ এ প্রশ্ন অতীতে বহুবারই উঠেছে আমাদের দেশে। কিন্তু এই প্রশ্নের যে অবসান হয়নি সেটা স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি ক্ষেত্র নিয়ে সাধারণ মানুষের ব্যাপক অসোন্তষ ও অভিযোগের দিকে তাকালেই সহজে বোঝা যায়।

স্বাস্থ্যব্যবস্থার অসঙ্গতি ও সমস্যাগুলো কী কী? এগুলোর উৎপত্তি হলো কীভাবে? এগুলোর প্রতিকারই বা কীভাবে সম্ভব? এসব নিয়ে বিভিন্ন উপলক্ষে কথা হয় ঠিকই, কিন্তু সমস্যা চিহ্নিত করা এবং তার থেকে উত্তরণের পথ অনুসন্ধান করার ক্ষেত্রে চিন্তাভাবনা ও গবেষণার ব্যাপকতা এবং গভীরতা কোনোটাই খুব একটা চোখে পড়ে না।

পেশায় চিকিৎসক হওয়ার সুবাদে লেখক মনিরুল ইসলাম দীর্ঘদিন এই ব্যবস্থার ভেতরে থেকে উপলব্ধি করেছেন স্বাস্থ্যব্যবস্থার সংকট প্রকৃত অর্থে আর্থ-সামাজিক ব্যবস্থারই সংকট। এর গতি-প্রকৃতিকে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি এবং ইতিহাস থেকে বিচ্ছিন্নভাবে উপলব্ধি করা সম্ভব নয়। এই বিষয়ের বিশ্লেষণ যতটা না চিকিৎসা-বিজ্ঞান সংশ্লিষ্ট তার চেয়ে অনেক বেশি সম্পর্কিত আর্থসামাজিক-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে। তাই একদিকে উপনিবেশিক আধিপত্য এবং নিয়ন্ত্রণহীন বাণিজ্যের অবসান, অন্যদিকে স্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী এবং সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা ছাড়া যে একটি আধুনিক ও গণতান্ত্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা যাবে না সেটা এই গ্রন্থ পাঠে যে কারোরই উপলব্ধি হবে।..............................................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন অমল আকাশ। গায়ের দাম: ২০০ টাকা।
***কেবল সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications












’সোফির জগৎ’ বিশ্বের দেশে দেশে অন্যতম জনপ্রিয় ও বেস্টসেলার উপন্যাস (অনুবাদ)। বইটি ইতিমধ্যে সারা পৃথিবীতে ৫৩টিরও বেশি ভাষা...
10/06/2024

’সোফির জগৎ’ বিশ্বের দেশে দেশে অন্যতম জনপ্রিয় ও বেস্টসেলার উপন্যাস (অনুবাদ)। বইটি ইতিমধ্যে সারা পৃথিবীতে ৫৩টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। এটির জনপ্রিয়তা তা কেবল সহজবোধ্যতার জন্য নয়, এর আরেকটা দিক হলো উপস্থাপনের অভিনবত্ব। কাহিনি পড়তে পড়তে দর্শনের জটিল-ইতিহাসে জলের মতো পাঠক ঢুকে যেতে পারে। এরকম ভাবে পাশ্চাত্যদুনিয়ার দর্শনচর্চার বিভিন্ন বাঁককে বুঝে নিতে কারো অসুবিধা হয় না।

পাশ্চাত্য চিন্তাকাঠমো ও দর্শনের প্রবেশিকাও বলা যায় এই বইকে। আর উপন্যাস হিসেবেও পাঠক জরিপে এটি সেরা।

সহজ করে সূচিটা উল্লেখ করলে পাঠকেরা একমলাটে-- ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, রেনেসাঁ, দেকার্ত, স্পিনোজা, হিউম, কান্ট, হেগেল, মার্কস, ডারউইন, ফ্রয়েড, বিগ ব্যাং- ইত্যাদি দার্শনিকদের কাজ ও দর্শনবিশ্লেষণ পড়তে পারবেন।
দার্শনিকদের বিশাল, বড় বড় কাজকে গল্পে-কাহিনিতে একগ্রন্থে তো পাবেনই। সেইসাথে পাবেন ভিন্ন ভিন্ন যুগকে সংক্ষিপ্ত কিন্তু বিশেষায়িতভাবে। ............................................................................................

** চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অনুবাদক জি এইচ হাবীব। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য অনূদিত গ্রন্থ ’দ্য সাইন অব ফোর’, ‘অদৃশ্য নগর’, ’খুনখারাপি’, ‘লাতিন ভাষার কথা’, ’একটি সুখী গাছের গল্প’, ’তাড়িখোড়’, ’গেরিলা গার্লসের পাশ্চাত্য শিল্প ইতিহাস বিষয়ক প্রবেশিকা’, ’কার্ল মার্কসের জীবন’ ইত্যাদি।

সংহতি প্রকাশনই ’সোফির জগৎ’ বইটির বাংলাদেশে একমাত্র বৈধ প্রকাশক ও পরিবেশক।
..................................................................................................................
বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। গায়ের দাম: ৮৫০ টাকা।
***কেবল সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications






Address

Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when সংহতি প্রকাশন-Samhati Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংহতি প্রকাশন-Samhati Publications:

Share

Category

Nearby media companies