16/08/2024
৩ টি বই একসাথে কিনলে পাবেন ৩২% ছাড়! মাত্র ৪৬২ টাকায়!
১. মহাচীন, একসময়কার বিপ্লবের দেশ চীন যেখানে সাংস্কৃতিক বিপ্লব, নয়াগণতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল মাও সেতুঙ এর নেতৃত্বে। পরে সেখানে ভ্রমণে গিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও এ-দেশের অভ্যুদয়ের অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সেখানে সফরকালে মজলুম জননেতা কি কি রাজনৈতিক পরিবর্তন দেখেছিলেন-- সেটা নিয়ে বই “মাও সে-তুঙ এর দেশে”।
২, ভেনেজুয়েলায় নানান অভ্যুত্থান এবং বিপুল জনগণের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সে রাষ্ট্রে হুগো শ্যাভেজের নেতৃত্বে জনগণের রাষ্ট্র ও সরকার গড়ে তুলেছিলেন। লাতিন আমেরিকায় এই দেশ অনন্য উদাহরণ। জাতীয় পুঁজির ওপর নিজেদের নিয়ন্ত্রণ, জ্বালানির কর্তৃত্ব, প্রাকৃতিক সম্পদের কর্তৃত্ব নিজ দেশের করতে পেরেছিল তারা। মোটকথা, মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য ও হস্তক্ষেপ থেকে আপাত জনগণের কর্তৃত্ব ও সরকার তৈরি করতে তারা সক্ষম হয়েছিলেন। সেই ভেনেজুয়েলায় অধ্যাপক আনু মুহাম্মদ ভ্রমণে গিয়ে ফিরে এসে সে দেশ নিয়ে লিখেছেন-- ‘হুগো শ্যাভেজের সাথে ভেনেজুয়েলার গল্প’।
৩. বিপুল, বিশাল সংকট উপমহাদেশে অন্যতম ভূখণ্ড কাশ্মীর জুড়ে। তিন রাষ্ট্র ভারত-পাকিস্তান-চীন জুড়ে। সাম্প্রদায়িকতা, ভূমি সমস্যা, জাতিগত আত্মপরিচয়, প্রতিনিধিত্ব, আইনি অধিকারসহ অজস্র জটিল সমস্যা সেখানে। অধ্যাপক আকমল হোসেন নানান দৃষ্টিভঙ্গি দিয়ে এবং আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক কাঠামো দিয়ে কাশ্মীর সংকটকে ব্যাখ্যা করেছেন।
অন্যান্য দেশের লড়াই, অভ্যুত্থান ও পরিবর্তন থেকে বিপ্লবের অভিজ্ঞতা নিতে-- এই বইগুলো গুরুত্বপূর্ণ!
একেকটি বইয়ের নিয়মিত একক কমিশন ২৫%।
যেকোনো প্রয়োজন ও পরামর্শে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#বই
#রাজনীতি
#চীন
#ভেনেজুয়েলা
#কাশ্মীর
#অর্থনীতি
#স্বৈরতন্ত্র
#রাষ্ট্র