14/01/2025
অর্থনীতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বই।
সুখের অর্থনীতি
অনুবাদকের ভূমিকার কিছু অংশ আমরা পড়ে নিতে পারি-
“বিশ্বায়ন একটি কেন্দ্রমুখী সংস্কৃতি। পৃথিবীর প্রায় সকল প্রান্ত থেকে সব ধরনের সম্পদ বানের জলের মত প্রবল টানে কেন্দ্রে এনে জড়ো করাটাই বিশ্বায়নের প্রধান লক্ষ্য। বর্তমানে মূল্যবান খনিজ সম্পদ থেকে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসাবিদ্যার জ্ঞান পর্যন্ত অর্থনীতি ও রাজনীতির ‘কেন্দ্রে’ নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বায়নের জাহাজে করে স্বজনতোষী পুঁজিবাদ ইতিমধ্যে পৃথিবীর সর্বত্রই চারটি মৌলিক সংকট রপ্তানি করেছে। আর্থিক ব্যবস্থার ধস, অতি দারিদ্র্য, পরিবেশ বিপর্যয় এবং চরমপন্থাই এখন সভ্যতার প্রধান সংকট। ক্ষমতা-সম্পদে বৈষম্য বৃদ্ধি, খাদ্য সমস্যা, কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষা-স্বাস্থ্যের বাজারিকীকরণ, একমাত্রিক সাংস্কৃতিক আগ্রাসন, আত্মপরিচয়ের বিনাশ, বাণিজ্যের একচেটিয়াকরণ, সামাজিক সংঘাত, রাজনীতির আমলাতান্ত্রিকীকরণ, অতি-ডানপন্থার উত্থান, মেধা পাচার, ভোগবাদের বিস্তারসহ বিস্তৃত অন্যান্য সকল সমস্যা কমবেশি ঐ চার উৎসের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।
তাই চলমান সমস্ত অনাচারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্কের দায় বিশ্বায়নের পক্ষে এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব। মানুষ বৈশ্বিক-বাণিজ্য প্ররোচিত বিশ্বায়নের আগ্রাসন ও কদর্যতা এখন উপলব্ধি করতে শুরু করেছে। সে কারণে কয়েক দশকে এই গ্রহের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যপূর্ণ সব ‘স্থানিক প্রতিরোধ’ ব্যবস্থাও গড়ে উঠছে। সেসব আন্দোলনের সাধারণ নাম ‘লোকালাইজেশন’ বা ‘স্থানীয়করণ’।
বিশ্বায়নের বিপরীতে সূচিত ‘স্থানীয়করণ’ সুদূরপ্রসারী ও অসীম সম্ভাবনাময় একটি উদ্যোগ। উল্লেখ্য, স্থানিক পর্যায়ের অসংখ্য খাদ্য উৎপাদন কর্মসূচি ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন মহাদেশে বিস্তৃতি লাভ করেছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানিক অভিজ্ঞতা থেকে এরই মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, অর্থনীতিকে মানুষের বাসগৃহের নিকটবর্তী করতে পারলে চলমান বিপর্যয় থেকে বেরিয়ে আসা যাবে এবং কাঙ্ক্ষিত সুবিধাদি নিশ্চিত করা সম্ভব হবে।” ........
***মাইকেল এইচ শুম্যান এই বইয়ের তারিফে বলেছেন-
‘এ বইয়ের কলেবর দেখে হোঁচট খাবেন না; পৃথিবীর বহু দেশে সক্রিয় অভিজ্ঞতা নিয়ে হেলেনা নরবার্গ-হজ যে জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করেছেন, বইটির সমস্ত পৃষ্ঠা জুড়ে রয়েছে তারই বয়ান। এই জ্ঞানের শক্তিই ধ্বংসের কিনার থেকে পৃথিবীকে পুনরায় ফিরিয়ে আনতে পারে। বৈশ্বিক পর্যায়ে সত্যিকার অগ্রগতি আনয়ন, টিকে থাকার সক্ষমতা সৃষ্টি এবং ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য স্থানিক অর্থনীতির পুনরুজ্জীবন যে কতটা জরুরি ভিত্তি রচনা করতে পারে, লেখক গভীর অঙ্গীকারে সেটিই দেখিয়েছেন। বইটি পড়ুন, বন্ধুদেরকে উৎসাহিত করুন এবং আর্থিক-ব্যবস্থার স্থানীয়করণের জন্য সংগঠিত আন্দোলনে যুক্ত হোন।’
***জীববিজ্ঞানী, সম্প্রচার বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মী ডেভিড সুযুকি এই বই নিয়ে বলেছেন-
‘এ সময়ের সবচেয়ে বীভৎস আর ক্রম-উন্মত্ত ধ্বংসাবস্থার হাত থেকে যদি বাঁচতে চাই, তবে আর্থিক ব্যবস্থার মৌলিক ও বৈপ্লবিক সংস্কারের কথা আমাদেরকে ভাবতেই হবে। অর্থনীতির কাঙ্ক্ষিত বিকেন্দ্রীকরণের উপায়সমূহ এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় এতটা দৃঢ়তা ও অঙ্গীকারের সাথে উপস্থাপন করা হয়েছে যে আমরা চাইলেও তা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে পারি না।’
.....................................
বইয়ের সূচিপত্র:
ভবিষ্যৎ পুনরুদ্ধার
বিশ্বায়ন: পরাজয় ও ক্ষয়িষ্ণুতায় মোড়ানো এক বিশ্বব্যবস্থা
ক্ষয়ক্ষতির বিস্তার
চরমপন্থার উত্থান
স্থানীয়করণ: শিকড় পানে ফিরে চলা
তৃণমূলের বিকাশমান প্রেরণা
স্থানীয় খাদ্যব্যবস্থাই আমাদের ভবিষ্যৎ
বিরোধিতা খণ্ডণ
ফিরে দেখা বিশ্বায়ন
অতীতের পুনর্মূল্যায়ন
বৃহৎ সমন্বিত আন্দোলন
সুখের অর্থনীতি
ওয়েন্ডেল বেরির সাথে আলাপচারিতা
তথ্যনির্দেশ .....................................................................................................................
Development and growth Economics
Akhlakur Rahman is quite renowned for his theory of two economies that successfully explained the internal colonization of the then East Pakistan in the hands of the West. This book contains nine selected essays from 1955 to 1987 that have dealt with development, growth, accumulation theories and their relation to the national policy and planning, mainly in the context of former Pakistan and Bangladesh. Akhlaqur as a rare bread of economist, who has excelled in neoclassical, Marxian and development economics, has engaged with different theories of economics in a thought provoking manner. The book is impregnated with ideas that can contribute to the development discourses of our time. Due to its relevance in the context of the practical economic and monetary decisions, it may be expected to be of great help to students, development thinkers and practitioners, economists, policy analysts, and anyone interested in development and growth economics.
Cover : Amal Akash
আখলাকুর রহমান
’ডেভেলাপমেন্ট এন্ড গ্রোথ ইকোনমিকস’ বইটির গ্রন্থকার অধ্যাপক আখলাকুর রহমান একজন খ্যাতনামা অর্থনীতিবিদ। টু ইকোনমিকস থিয়োরির প্রবক্তা হিসেবে তিনি খ্যাত।
আখলাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন সেখানেই শিক্ষকতা করেন। সেখান থেকে পরে তিনি ইংল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে রিসার্চ এসিস্টেন্ট হিসেবে যোগ দেন। এরপর তিনি যোগ দেন পাকিস্তানের পেশওয়ার ইউনিভার্সিটিতে। পাকিস্তান ইকনমিক জার্নালের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এর পরে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনমিক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশে তিনি জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ১৯৮০ সালে।
Development and growth Economics বইটি নয়টি নির্বাচিত প্রবন্ধ দিয়ে রচিত যা ১৯৫৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রাক্তন পাকিস্তান ও বাংলাদেশের প্রেক্ষাপটে-- উন্নয়ন ও বিকাশ, পুঁজির একিমুলেশন এবং জাতীয় নীতি ও পরিকল্পনার সাথে এগুলোর সম্পর্ক নিয়ে লিখেছেন।
আখলাকুর রহমান একজন বিরল অর্থনীতবিদ যিনি একই সাথে নিওক্লাসিক্যাল, মার্কসীয় এবং উন্নয়ন-অর্থনীতি বিষয়ে দক্ষতা রাখতেন। অর্থনীতির বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন। তাঁকে বলা হয় তিনি এই দেশে জাসদের রাজনৈতিক তত্ত্বায়নের জন্য ’বক্তব্য’ তৈরি করে দিয়েছেন। উল্লেখ্য বায়ান্নর মহান ভাষা আন্দোলনের একজন ভাষা-সংগ্রামীও ছিলেন তিনি।
সংহতি প্রকশন তাঁর সকল উল্লেখযোগ্য রচনা নিয়ে ’নির্বাচিত রচনা’ প্রকাশের উদ্যোগ নিয়েছে। ‘বাংলাদেশের কৃষিতে ধনতন্ত্রের বিকাশ’(১৯৭৪), ’একচেটিয়া ধনতন্ত্র: সাম্রাজ্যবাদ’(১৯৮০), ’মার্কসীয় অর্থনীতি’(১৯৮৭) ইত্যাদি তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থ।..............................................
সুখের অর্থনীতি, দাম-৪৫০ টাকা।
Development and growth Economics, দাম-৬৫০ টাকা।
***সংহতি প্রকাশনের ফেসবুক পেজে বা সরাসরি অর্ডার করলে সকলের জন্য ২৫% ছাড়!
যেকোনো প্রয়োজন ও পরামর্শে আমাদেরকে ফোন করুন:
01718292680 (প্রধান কার্যালয়)
01710591928 (বিক্রয়কেন্দ্র)
ফেসবুক পেজ:
https://www.facebook.com/SamhatiPublications
#অর্থনীতি
#রাজনীতি
#বই