23/08/2024
গতকাল রাত ২২/০৮/২০২৪ইং সিলেট সদর উপজেলা বাসি হারালো এক উজ্জ্বল নক্ষত্র কে।অসংখ্য অগণিত গুণে গুণান্বিত মকসুদ আহমেদ মকসুদ মামা গতকাল রাত এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মকসুদ আহমেদ মকসুদ মামা এত গুণে গুণান্বিত ছিলেন যে আজ যদি সারাদিন উনার গুণের কথা লিখি তারপরও শেষ হবে না,উনি সদর উপজেলা বাসীর এক নয়নের মনি ছিলেন।উনি ছাত্র জীবন থেকে ছিলেন ন্যায়ের পক্ষে কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।দল মত নির্বিশেষে সদর উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের এক নাম ছিল মকসদ আহমেদ মকসুদ। উনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ শেষ জীবনে সিলেট অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, উনার এই অল্প জীবনের মধ্যে কোনদিনও কোন পদের বা বড় নেতা হওয়ার চাওয়া পাওয়া ইচ্ছা ছিল না। উনি নিজের হাতে অনেক অনেক শত শত কর্মীকে নেতা বানিয়েছেন।সদর উপজেলার অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে উনার নিজের হাতের বক্তব্য লিখে দিয়ে বক্তব্য শিখিয়েছেন এবং চেয়ারম্যান বানিয়েছেন।অনেক মেম্বারকে মেম্বার বানিয়েছেন দল মত নির্বিশেষে আমি নিজের চোখে দেখেছি উনি মানুষকে কিভাবে মন থেকে ভালবাসতেন এবং কিভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে জীবন গড়ার জন্য পরামর্শ দিতেন বা যারা রাজনীতি করে তাদেরকে সঠিক দ্বারার রাজনীতি করার জন্য পরামর্শ দিতেন।সদর উপজেলায় অনেক সাংবাদিক এবং কলায্টি যারা আছেন উনি নিজের হাতে তাদেরকে সাংবাদিকতা এবং কলায্টি বানিয়েছেন।আসলে মকসুদ আহমেদ মকসুদ মামার অবদান সিলেট সদরবাসী কোনদিনও ভুলতে পারবে না। যখন উনি উনার ছাত্র জীবনে তখন বাধাঘাটের রোডটি ১৪ ফুটের এর ছিল,তখন উনি ফটোসাংবাদিকে এনে ফটো তুলে সেই ফটো আবার বিভিন্ন পত্রিকায় লিখতেন,বাদাঘাটের রাস্তাটি যেন সংস্কার হয় এবং বড় হয় তখন থেকেই ছিলেন তিনি সমাজের সেবামূলক কাজের সম্পৃক্ত।শাখুরুম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ে উনি যে পরিশ্রম করেছেন আজ এই পরিশ্রমের ফলে হচ্ছে শাখুরুম ডিগ্রী কলেজ।আজকে যে বাদাগাটে মডেল জেলটি তৈরি হয়েছে মকসুদ মামার অনেক অবদান,জালালাবাদ থানা আজকে মুইয়ারচরে অবস্থান সেটাও এই মকসুদ মামার অবদান। নলকট মডেল হাই স্কুলটি প্রতিষ্টার পিছনে মকসুদ মামার অনেক অবদান।আসলে মকসুদ মামা অসংখ্য স্কুল মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠানের ক্ষেত্রে উনার অবদানের শেষ নাই,বর্তমান যুগের মন্ত্রী মিনিস্টার যা করতে পারে নাই মকসুদ মামা উনি উনার অল্প জীবনে নিজে করে গেছেন,এই সদর বাসির জন্য।উনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল উনি চাইলে অনেক কিছু করতে পারতেন,অনেক পয়সার মালিক হতে পারতেন বা অনেক কিছু অনেকের জন্য করতে পারতেন কিন্তু উনি সরল মনে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জীবনটি কাটিয়ে আজ আমাদেরকে রেখে চলে গেলেন।মামা আজ আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সদরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন।মামা আমি মরার আগ পর্যন্ত আপনি রাজনীতির জীবনে যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আজও আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ ।আল্লাহ পাক আপনাকে বেহেস্ত নসিব দান করুন।আপনার গুণের কথা আসলে লিখে শেষ করতে পারব না।সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মামাকে জান্নাতুল ফেরদাউসবাসী করেন। আমীন।