BTS বাংলা

BTS বাংলা BTS বাংলা

প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের পাসপোর্ট সংশোধন বিষয়ক বিজ্ঞপ্তি:২৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্...
06/11/2024

প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের পাসপোর্ট সংশোধন বিষয়ক বিজ্ঞপ্তি:

২৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুযায়ী, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তারা ইতালিয়ান সৌজর্ন/রেসিডেন্স কার্ড থাকা সাপেক্ষে জন্মনিবন্ধন সনদ দিয়ে আগের পাসপোর্টের তথ্য (নাম/পিতার নাম/মাতার নাম ও বয়স সর্বোচ্চ ৫ বছর) ই-পাসপোর্ট সংশোধন আবেদন করতে পারবেন। এই সুবিধা আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বহাল থাকবে।

06/10/2024
25/08/2024

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রাণ সহায়তার লক্ষ্যে অর্থ প্রেরণ প্রসঙ্গে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতোমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং নির্ধারিত ব্যাংক একাউন্টের তথ্য বিস্তারিতভাবে অতি শীঘ্রই সবাইকে জানিয়ে দেওয়া হবে। প্রেরিত অর্থ কনস্যুলেট কৃতজ্ঞতার সাথে গ্রহণপূর্বক এর যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করবে।

এ প্রসঙ্গে আরো জানানো যাচ্ছে যে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য ইতালি প্রবাসীদের অনেকেই ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের এই মহতি উদ্যোগকে কনস্যুলেট স্বাগত জানায়। ত্রাণ সহায়তা সংক্রান্ত যে কোন জিজ্ঞাসা ও প্রয়োজনীয় তথ্যের জন্য কনস্যুলেট নিম্নোক্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারেঃ
- জনাব সাব্বির আহমেদ , প্রথম সচিব (শ্রম কল্যাণ), মোবাইল: +39 333 166 3142
ইমেইল: [email protected]

এখানে উল্লেখ করা যেতে পারে, বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য আগ্রহী প্রবাসী বাংলাদেশীগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সরাসরি সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন। নিম্নে সংশ্লিষ্ট একাউন্টের বিস্তারিত তথ্য উল্লেখ করা হলোঃ
▫️হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'
▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

▫️Account Name: Chief Advisor's Relief and Welfare Fund
▫️Bank: Sonali Bank Corporate Branch, Chief Adviser's Office
▫️Account Number: 0107333004093

গতকাল রাত ২২/০৮/২০২৪ইং সিলেট সদর উপজেলা বাসি হারালো এক উজ্জ্বল নক্ষত্র কে।অসংখ্য অগণিত গুণে গুণান্বিত মকসুদ আহমেদ মকসুদ ...
23/08/2024

গতকাল রাত ২২/০৮/২০২৪ইং সিলেট সদর উপজেলা বাসি হারালো এক উজ্জ্বল নক্ষত্র কে।অসংখ্য অগণিত গুণে গুণান্বিত মকসুদ আহমেদ মকসুদ মামা গতকাল রাত এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মকসুদ আহমেদ মকসুদ মামা এত গুণে গুণান্বিত ছিলেন যে আজ যদি সারাদিন উনার গুণের কথা লিখি তারপরও শেষ হবে না,উনি সদর উপজেলা বাসীর এক নয়নের মনি ছিলেন।উনি ছাত্র জীবন থেকে ছিলেন ন্যায়ের পক্ষে কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।দল মত নির্বিশেষে সদর উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের এক নাম ছিল মকসদ আহমেদ মকসুদ। উনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ শেষ জীবনে সিলেট অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, উনার এই অল্প জীবনের মধ্যে কোনদিনও কোন পদের বা বড় নেতা হওয়ার চাওয়া পাওয়া ইচ্ছা ছিল না। উনি নিজের হাতে অনেক অনেক শত শত কর্মীকে নেতা বানিয়েছেন।সদর উপজেলার অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে উনার নিজের হাতের বক্তব্য লিখে দিয়ে বক্তব্য শিখিয়েছেন এবং চেয়ারম্যান বানিয়েছেন।অনেক মেম্বারকে মেম্বার বানিয়েছেন দল মত নির্বিশেষে আমি নিজের চোখে দেখেছি উনি মানুষকে কিভাবে মন থেকে ভালবাসতেন এবং কিভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে জীবন গড়ার জন্য পরামর্শ দিতেন বা যারা রাজনীতি করে তাদেরকে সঠিক দ্বারার রাজনীতি করার জন্য পরামর্শ দিতেন।সদর উপজেলায় অনেক সাংবাদিক এবং কলায্টি যারা আছেন উনি নিজের হাতে তাদেরকে সাংবাদিকতা এবং কলায্টি বানিয়েছেন।আসলে মকসুদ আহমেদ মকসুদ মামার অবদান সিলেট সদরবাসী কোনদিনও ভুলতে পারবে না। যখন উনি উনার ছাত্র জীবনে তখন বাধাঘাটের রোডটি ১৪ ফুটের এর ছিল,তখন উনি ফটোসাংবাদিকে এনে ফটো তুলে সেই ফটো আবার বিভিন্ন পত্রিকায় লিখতেন,বাদাঘাটের রাস্তাটি যেন সংস্কার হয় এবং বড় হয় তখন থেকেই ছিলেন তিনি সমাজের সেবামূলক কাজের সম্পৃক্ত।শাখুরুম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ে উনি যে পরিশ্রম করেছেন আজ এই পরিশ্রমের ফলে হচ্ছে শাখুরুম ডিগ্রী কলেজ।আজকে যে বাদাগাটে মডেল জেলটি তৈরি হয়েছে মকসুদ মামার অনেক অবদান,জালালাবাদ থানা আজকে মুইয়ারচরে অবস্থান সেটাও এই মকসুদ মামার অবদান। নলকট মডেল হাই স্কুলটি প্রতিষ্টার পিছনে মকসুদ মামার অনেক অবদান।আসলে মকসুদ মামা অসংখ্য স্কুল মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠানের ক্ষেত্রে উনার অবদানের শেষ নাই,বর্তমান যুগের মন্ত্রী মিনিস্টার যা করতে পারে নাই মকসুদ মামা উনি উনার অল্প জীবনে নিজে করে গেছেন,এই সদর বাসির জন্য।উনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল উনি চাইলে অনেক কিছু করতে পারতেন,অনেক পয়সার মালিক হতে পারতেন বা অনেক কিছু অনেকের জন্য করতে পারতেন কিন্তু উনি সরল মনে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জীবনটি কাটিয়ে আজ আমাদেরকে রেখে চলে গেলেন।মামা আজ আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সদরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন।মামা আমি মরার আগ পর্যন্ত আপনি রাজনীতির জীবনে যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আজও আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ ।আল্লাহ পাক আপনাকে বেহেস্ত নসিব দান করুন।আপনার গুণের কথা আসলে লিখে শেষ করতে পারব না।সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মামাকে জান্নাতুল ফেরদাউসবাসী করেন। আমীন।

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রোববার বিকালে ঢাকার শহীদ মিনারে মান...
11/08/2024

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রোববার বিকালে ঢাকার শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ৷ সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ছিল সহিংসতাবিরোধী নানা ধরনের প্ল্যাকার্ড৷

সত্য-মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে।-------------------------------------অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ডাক, টেলিয...
01/08/2024

সত্য-মিথ্যা যাচাই আগে,
ইন্টারনেটে শেয়ার পরে।
-------------------------------------
অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি ছবি ছড়িয়ে পড়েছে যা মূলত এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে আপত্তিকরভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মূলত জুনাইদ আহমেদ পলকের সাথে থাকা নারী তারই সহধর্মিণী আরিফা জেসমিন কনিকা। তিনি নিজেই মূল ছবিটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন ২০১২ সালে, এবং ক্যাপশনে পরিষ্কারও করেছিলেন যে ছবিটি তার এবং তার স্ত্রীর।

সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে,বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড ও দেশবিরোধী নীল নকশার বিরুদ্ধে মিলাননোতে অবস্থানরত...
21/07/2024

সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে,বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড ও দেশবিরোধী নীল নকশার বিরুদ্ধে মিলাননোতে অবস্থানরত মুজিব আদর্শের লড়াকু সৈনিকদের প্রতিবাদঃ-

Eid Mubarak 2024
15/06/2024

Eid Mubarak 2024

ইতালির মিলানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীরা।
14/04/2024

ইতালির মিলানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীরা।

Women's story of destanition নারীদের গন্তব্যের গল্প এর আয়োজনে ইতালির মিলান পার্কো  নর্দে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন ...
14/04/2024

Women's story of destanition নারীদের গন্তব্যের গল্প এর
আয়োজনে ইতালির মিলান পার্কো নর্দে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৮ এপ্রিল সোমবার আহমেদ কবির, ৫০ বছর বয়সী একজন বাংলাদেশীকে ইতালির মিলান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দেশটির সরকার।কব...
12/04/2024

গত ৮ এপ্রিল সোমবার আহমেদ কবির, ৫০ বছর বয়সী একজন বাংলাদেশীকে ইতালির মিলান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দেশটির সরকার।

কবিরকে যখন ডিগোস এজেন্টের মাধ্যমে একটি এয়ারলাইন্স ফ্লাইটে উঠানো হয়েছিল তখন কবির দৃঢ়তার সাথে বলেন তিনি শীঘ্রই ইতালিতে ফিরবেন এবং এটি একটি বেআইনি প্রক্রিয়া বলেও দাবি করেন।
ইতালির গণমাধ্যমগুলো বলেছে সাধারণ নাগরিকদের হয়রানি,মিডিয়াসেট টেলিভিশনের সাংবাদিকদের হুমকি, নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি।এবং একজন সরকারী কর্মকর্তাকে স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে দোষী সাব্যস্ত করা হয়।
তার বিরুদ্ধে মসজিদের পাশে কাজ করা একজন শ্রমিকের উপর টার্গেট করার পর তাকে ছুরিকাঘাত করার জন্য চার বছর সাত মাসের কারাদণ্ড আদেশ হয়।
২০০৩ সালে মিলানের জাম্বেলি রোডে দীর্ঘদিন বন্ধ থাকা একটি পুরাতন ওয়ার্কশপ ভাড়া করে শাহজালাল কালচারাল এসোসিয়েশনের নামে রেজিস্ট্রেশন করে শাহ জালাল জামে মসজিদ শুরু করেছিলেন।কবির দেরগানোর শাহ জালাল জামে মসজিদের পরিচালক ও স্ব-ঘোষিত নেতা এবং শাহজালাল কালচারাল এসোসিয়েশনের সভাপতি।যদিও দেশটির মিডিয়াতে থাকে ইমাম বলে পরিচয় দেয়া হয়েছে।তবে তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সমর্থকদের উদ্দেশে লিখেছেন: "আমি ফিরে আসব" 'আমি বিরতি নিলাম' তিনি বাংলাদেশে ফিরে শাহজালাল মসজিদের ভিতরের নামাজের ছবি পোস্ট করেন এবং সমর্থকদের উদ্দেশে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন "সালভিনি সরকারের নতুন আইনের কারণে, আমি কিছুটা বিরতি নিয়েছি"।তার বিরুদ্ধে সহিংসতার একটি দীর্ঘ সিরিজ রয়েছে, যা বিচারিক ফাইলে শেষ হয়নি।
গত অক্টোবরে মিডিয়াসেট টেলিভিশন প্রোগ্রাম Dritto e rovescio এর সাংবাদিক সিমনা গাল্লো তার সাক্ষাৎকার নিতে গেলে কবির উত্তেজিত হয়ে পড়েন এবং তার গলা কেটে ফেলার হুমকি দেন। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিগোস অ্যান্টি-টেরোরিজম ডিপার্টমেন্ট এবং পুলিশ কমিশনার জুসেপ্পে পেট্রোঞ্জির অনুরোধে সোমবার জরুরিভাবে তাকে বাংলাদেশে ওয়ান ওয়ে ফ্লাইটে পাঠানোর সিদ্ধান্ত নেয়। অপরাধ মূলক রেকর্ড, হিংসাত্মক প্রকৃতি এবং মহিলাদের বারবার হয়রানির এবং নাগরিকদের নিরাপত্তা জনিত কারণে তাকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। তিনি দীর্ঘ ২১ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন।

ইতালির মিলানে মুসলিম কমিউনিটির ঈদ উদযাপন।
10/04/2024

ইতালির মিলানে মুসলিম কমিউনিটির ঈদ উদযাপন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে স্টাডি ফোরাম মিলান মহানগর  ইতালির আয়োজনে  বায়তুল মোকাররম জামে মসজিদে  ইফতার...
06/04/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে
স্টাডি ফোরাম মিলান মহানগর ইতালির আয়োজনে বায়তুল মোকাররম জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত........

Indirizzo

Milan
20124

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando BTS বাংলা pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi


Altro Agenzia media/stampa Milan

Vedi Tutte