অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni

অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni Anirban prokashoni deals with publication of thriller books of different genres..

যারা লকড রুম মার্ডার মিস্ট্রি পছন্দ করেন,তাদের জন্য দ্য মোওয়াই আইল্যান্ড পাজল একটা দারুণ বই হতে চলেছে। সংগ্রহ করে ফেলুন ...
23/06/2024

যারা লকড রুম মার্ডার মিস্ট্রি পছন্দ করেন,তাদের জন্য দ্য মোওয়াই আইল্যান্ড পাজল একটা দারুণ বই হতে চলেছে। সংগ্রহ করে ফেলুন বইটি পছন্দের বুকশপ থেকে সর্বোচ্চ ছাড়ে।
অর্ডার করে ফেলুন The Book Harbour Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee বুকলেট.কম Book Street অনুস্বর PORUA Bookshop - পড়ুয়া বুকশপ গ্রন্থমালা Gronthomala ভ্রামণিক - Vramonik বুক ওয়ার্ল্ড বইমহল - Boimohol আমার বই.কম • Amar Boi . com ফিবোনাক্কি : Book & Such Librariam দরকারি.কম Book Fiesta - বুক ফিয়েস্তা বিক্রমপুর বইঘর থেকে।

অনির্বাণ ন্যাচারাল হরর স্পেশাল-একটা পিউর ন্যাচারাল হরর আরেকটা ন্যাচারাল হরর স্ল্যাশার। কোনোটাই কোনোটার চেয়ে কম নয়।নিয়ে ফ...
22/06/2024

অনির্বাণ ন্যাচারাল হরর স্পেশাল-

একটা পিউর ন্যাচারাল হরর আরেকটা ন্যাচারাল হরর স্ল্যাশার। কোনোটাই কোনোটার চেয়ে কম নয়।
নিয়ে ফেলুন সর্বোচ্চ ছাড়ে পছন্দের বুকশপ থেকে।
বইনগর - Boinagar The Book Harbour Bangla Bazar Books অনুস্বর Book Street ধী - dhee PORUA Bookshop - পড়ুয়া বুকশপ ভ্রামণিক - Vramonik Bookstorm-বুকস্টর্ম বুকলেট.কম গ্রন্থমালা Gronthomala বুক ওয়ার্ল্ড ফিবোনাক্কি : Book & Such Book Fiesta - বুক ফিয়েস্তা আমার বই.কম • Amar Boi . com বইমহল - Boimohol বিক্রমপুর বইঘর Booklit Librariam দরকারি.কম থেকে অর্ডার করে ফেলুন।

★দ্য নেস্ট★

মানুষ নামের যে প্রাণীগুলোকে স্রষ্টা তৈরি করেছেন,সেগুলো আদৌ সৃষ্টির সেরা জীব কিনা তা নিয়ে গভীর সন্দেহ আছে আমার। কারণ না হলে সব জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো না। স্রষ্টা এদের কেনো সেরা জীব আখ্যা দিয়েছেন কে জানে। এই পদবী(!) পাওয়ায় তাদের লাভের থেকে ক্ষতিই হয়েছে বেশি। অন্তত আমার তো তাই মনে হয়। কারণ এজন্য তারা অন্য প্রাণীদের গোনাতেই ধরে না। তারা মনে করে, তাদের চেয়ে ভালো জ্ঞানবুদ্ধি আর কারো হতে পারে না। কিন্তু আমরাও যে তাদের সমকক্ষ হতে পারি,আমরাও যে তাদের হারানোর সক্ষমতা রাখি-তা তারা কল্পনাও করতে পারবে না। আমরা ইতোমধ্যে স্বপ্নের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করা শুরু করেছি। এমনটা যে করা সম্ভব তা হতচ্ছাড়াদের মগজে আসেইনি কখনো। পরিকল্পনা করেই আগাচ্ছি আমরা। আর এই পরিকল্পনা সুদূরপ্রসারী। হয়তো একটা সময় সব মানুষকে....
---রাণী।

বই- দ্য নেস্ট
লেখক-কেনেথ ওপেল
ইলাস্ট্রেশন-জন ক্লাসেন
অনুবাদক- ইরাজ উদ্দৌলা দিবাকর
সম্পাদনায়- ইফতেখারুল ইসলাম
পৃষ্ঠা- ১৯২
মুদ্রিত মূল্য-৩৮০
প্রকাশনায়-অনির্বাণ
**************************************

◆ বই : দ্য র‍্যাটস(র‍্যাটস সিরিজ, #১)
◆ লেখক : জেমস হারবার্ট
◆ অনুবাদক : লুৎফুল কায়সার
◆ সম্পাদনায় : ইফতেখারুল ইসলাম
◆ পৃষ্ঠা সংখ্যা : ২০৮
◆ প্রকাশনী : অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni
◆ মুদ্রিত মূল্য : ৪০০/-
______________________________________________
মহাপ্রলয় নেমে এসেছে লন্ডন শহরের ওপর! একদল রাক্ষুসে ইঁদুরের উৎপাতে মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। বাচ্চা, বুড়ো, শিশু কারো রেহাই নেই ওদের কবল থেকে... পশু-পাখিদেরও তারা খেয়ে ফেলছে। কামড় খেয়ে পালিয়ে বাঁচলেও নিস্তার নেই…একদিনের মধ্যেই বিচিত্র এক অসুখে মারা যায় মানুষ। কী হবে এখন? অনেকটাই অসহায় পড়লো স্বাস্থ্য বিভাগ। কোথা থেকে এসেছে এই ইঁদুররা?

হ্যারিস একজন স্কুল শিক্ষক। নির্ভেজাল জীবন ছিল তার, কিন্তু ইঁদুরের কামড়ে নিজের ছোট্ট এক ছাত্রের মৃত্যু আর তাকে শান্ত থাকতে দিলো না। সেও ঠিক করলো ইঁদুরদের শেষ দেখে ছাড়বে...
একদিকে মানুষ, আরেকদিকে একদল হিংস্র ইঁদুর...কে জিতবে এই লড়াইয়ে?
--------- ------------------- -------------------------
ড্রাকুলার সেই আধপাগলা রেনফিল্ডকে মনে আছে? কুয়াশার মধ্যে একদল ভয়ংকর ইঁদুর দেখেছিলো সে? জেমস হারবার্টের একদিন হুট করেই মনে হলো... ড্রাকুলার বদলে যদি এই ইঁদুরগুলোই ইংল্যান্ডের বুকে অভিশাপ হয়ে নেমে আসে, তাহলে কেমন হবে? ফলাফল- এই উপন্যাসটি।
সাদামাটা এক গল্প, কিন্তু এই গল্পের আড়ালেই উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে ইউরোপের একটু একটু করে বদলে যাওয়ার কাহিনী...
______________________________________________

পুলিশ প্রসিডিউর পছন্দ করেনা এমন থ্রিলার পাঠক খুঁজে পাওয়া যাবেনা। "নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার"  লেখক ডেভিড বালডাচির "জন...
19/06/2024

পুলিশ প্রসিডিউর পছন্দ করেনা এমন থ্রিলার পাঠক খুঁজে পাওয়া যাবেনা। "নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার" লেখক ডেভিড বালডাচির "জন পুলার সিরিজ" এমনই একটি সিরিজ।

আমার খুব প্রিয় একটা চরিত্র জন পুলার। মিলিটারি চরিত্র হলেও "অতিমানবীয় নায়ক" হিসাবে দেখানো হয়নি তাকে, এটা ভালো লেগেছে। প্রতিটা প্লটও ইউনিক। অ্যাকশন-অ্যাডভেঞ্চার চান? নিঁখুত তদন্ত প্রক্রিয়া? কিংবা সেরা প্লট? সব আছে। পরিপূর্ণ একটা পুলিশ প্রসিডিওর এবং ক্রাইম থ্রিলারের সমন্বয় এই সিরিজ। একারনেই গুডরিডসে সিরিজের প্রতিটা বইয়ের রেটিং 4 এর উপরে!
জন পুলার সিরিজের মোট চারটি বই।
১. জিরো ডে
২. দ্য ফরগটেন
৩. দি এসকেপ
৪. নো ম্যানস ল্যান্ড
অনির্বাণ প্রকাশনী থেকে একে একে চারটি বইই এসেছে।

লিখা কৃতজ্ঞতা- Samma Irtifa

সিরিজটি পাচ্ছেন ৫৫% ছাড়ে সকল বুকশপে। অর্ডার করে ফেলুন বইনগর - Boinagar Bangla Bazar Books অনুস্বর The Book Harbour ধী - dhee বুকলেট.কম Book Street PORUA Bookshop - পড়ুয়া বুকশপ বুক ওয়ার্ল্ড গ্রন্থমালা Gronthomala বইমহল - Boimohol ভ্রামণিক - Vramonik Book Fiesta - বুক ফিয়েস্তা ফিবোনাক্কি : Book & Such Librariam আমার বই.কম • Amar Boi . com দরকারি.কম বিক্রমপুর বইঘর থেকে।

 #ভিলেনস_সিরিজ--বাংলাদেশের ফ্যান্টাসি সাহিত্যের অগ্রযাত্রায় যে কজন অগ্রণী ভূমিকা রেখেছেন,তাদের মধ্যে জুলিয়ান ভাই অন্যতম।...
18/06/2024

#ভিলেনস_সিরিজ--

বাংলাদেশের ফ্যান্টাসি সাহিত্যের অগ্রযাত্রায় যে কজন অগ্রণী ভূমিকা রেখেছেন,তাদের মধ্যে জুলিয়ান ভাই অন্যতম। ভিলেনস সিরিজের ভূমিকা অংশটুকুও তার লেখা--
ভূমিকা পড়লে অনেকেই সিরিজটির কলেবরের পাশাপাশি ফ্যান্টাসি সাহিত্যকে ভিন্ন এক আঙ্গিকে চিনতে ও বুঝতে পারবেন।
___________________________________
🔥🔥🔥🔥

এই প্রথম কোনো বইয়ের ভূমিকা লিখলাম। ফ্যান্টাসি জনরার বই নিয়ে আমার প্যাশন সম্পর্কে কমবেশি সবাই অবগত। বাংলাদেশে এই জনরার প্রচার এবং প্রসারে আমার অবদানকে অন্যরা কেমন নজরে দেখে জানি না, কিন্তু আমি বড় নজরে দেখি। তাই বিশ্বখ্যাত সুপারহিরো ফ্যান্টাসি সিরিজ 'দ্য ভিলেনস' এর জন্য ভূমিকা লেখার প্রস্তাব পেয়ে বেশ ভালো লেগেছিলো।

সিরিজের দুটো বই 'ভিশাস' এবং 'ভেঞ্জফুল' প্রকাশিত হতে চলেছে অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni থেকে। প্রচ্ছদ করেছেন Sultan Azam Sazal

আগ্রহীরা সংগ্রহ করতে পারেন! প্রি-অর্ডার চলছে সকল বুকশপে!
--------------------------------
ভূমিকা

ফ্যান্টাসি জনরার একজন পাড় ভক্ত হিসেবে বর্তমানে বাংলাদেশে ফ্যান্টাসি জনরার সাম্প্রতিক প্রসার দেখে আমি খুবই আনন্দিত। বর্তমানে বিভিন্ন ধরণের ফ্যান্টাসি নিয়ে কাজ হচ্ছে, লেখক থেকে শুরু করে অনুবাদকরা ফ্যান্টাসির নানা সাব-জনরা নিয়ে কাজ করছে। এটা খুবই স্বাভাবিক যে, একটা জনরা নিয়ে যত বেশি কাজ হবে, তত বেশি মানুষ সেইদিকে আকৃষ্ট হবে এবং যত বেশি মানুষ আকৃষ্ট হবে, তত বেশি ডাইভার্সিটি আসবে। যে বইগুলো নিয়ে লিখছি এখন, সেগুলোও এই ডাইভার্সিটি এর নতুন সংযোজন।

সরাসরি বইয়ের কথায় যাবার আগে ফ্যান্টাসি নিয়ে একটু আলাপ করি।
ফ্যান্টাসি সাহিত্যের এমন একটা জনরা যেখানে লেখক নিজের কল্পনাশক্তিকে বাঁধনহারা হতে দেন নিজের গল্পটা বলতে গিয়ে। তবে একটা কথা! লেখক তার কল্পনাকে অসীম সম্ভাবনার দিকে ঠেলে দেন ঠিকই, তবে লাগাম বলি আর লাটাই বলি, তা কিন্তু থাকে লেখকের হাতে। এখানে ভুল ধারণা করার কোনো সুযোগ নেই যে, ফ্যান্টাসি বলে লেখক বুঝি যা ইচ্ছা অবাস্তব জিনিস লিখতে পারেন। না, পারেন না। ফ্যান্টাসি সাহিত্যে লেখক নিজের কল্পনার স্বাধীনতা নেন ঠিকই, কিন্তু নিজেই নিজের জন্য একটা সীমানা নির্ধারন করেন, যা তিনি নিজেই অতিক্রম করেন না; নিজেই নিজের জন্য কিছু নিয়ম-নীতি তৈরি করেন, যা তিনি নিজেই ভাঙতে পারেন না। যদি সীমানা অতিক্রম করেন কোনো লেখক, বা নিজের তৈরি করা যুক্তিকে নিজেই ভঙ্গ করেন, তবে পাঠকেরা তাদের Suspension of disbelief কে আর ধরে রাখতে পারবে না, আর সেই লেখাটা সার্থক ফ্যান্টাসি হয়ে উঠবে না।

কল্পনাকে আশ্রয় করে লেখক কখনো কখনো সম্পূর্ণ ভিন্ন এক জগতের কাহিনী পাঠকদের সামনে তুলে ধরেন, আবার কখনো আমাদের পরিচিত জগতেরই রোমাঞ্চকর এবং আপাত অসম্ভব বিষয়কে ভিত্তি করে গড়ে তোলেন নিজের বইয়ের জগত। বিদেশে, বিশেষ করে ইউরোপ-আমেরিকায় সাহিত্যের এই জনরা নিয়ে আধুনিক কাজ আরও অনেক আগে শুরু হলেও আমাদের দেশে এই জনরার পরিচিতি খুব একটা নেই, বা বিশাল কোনো পাঠকগোষ্ঠী নাই, যা ফ্যান্টাসি ভিন্ন অন্যান্য জনরাতে ঠিকই আছে। পাঠক না থাকার পিছে অবশ্য কিছু বাস্তুব কারণ রয়েছে, যার একটা হলো এই জনরায় বাংলাতে বেশি কাজ না থাকা, হোক মৌলিক বা অনুবাদ। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কাজ হচ্ছে দেখে আশা করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা জনপ্রিয় সাহিত্য জনরা হতে চলেছে ফ্যান্টাসি।

স্পেকুলেটিভ ফিকশনের মধ্যে ফ্যান্টাসি জনরারই বোধহয় সবচেয়ে বেশি সাব-জনরা আছে। ফ্যান্টাসি ফিকশনের ব্যপ্তি অনেক বড়। ফ্যান্টাসির অনেকগুলো সাব-জনরার মধ্যে উল্লেখযোগ্য কিছু সাব-জনরা হলো—হাই ফ্যান্টাসি, লো ফ্যান্টাসি, হিস্টোরিক্যাল ফ্যান্টাসি, রোমান্টিক ফ্যান্টাসি, কনটেম্পোরারি ফ্যান্টাসি, সোর্ড অ্যান্ড সর্সারি, গ্রিমডার্ক ফ্যান্টাসি, গথিক ফিকশন, মিথিক ফিকশন, ফ্যান্টাসি অব ম্যানারস, আরবান ফ্যান্টাসি, সুপারহিরো ফিকশন প্রভৃতি। প্রত্যেকটা জনরাতে অসংখ্য বই রয়েছে, যেগুলো বেশ জনপ্রিয়।

সুপারহিরো ফিকশন এমন একটা সাব-জনরা যাকে বৈজ্ঞানিক বাস্তবতার নিরিখে হার্ড ফ্যান্টাসি আর সফট সায়েন্স ফিকশনের মাঝামাঝি রাখা যায়। এখানে এমন কিছু মানুষ থাকে যারা সাধারণ মানুষের তুলনায় প্রভূত শক্তির অধিকারী হয়। কমিক বুকগুলোর কথা চিন্তা করুন। আমরা সবাই সুপারম্যান, স্পাইডারম্যান, হী-ম্যান, গ্রিন ল্যান্টার্ন, এক্স-মেন, টিনেজ মিউট্যান্ট নিঞ্জা টার্টলসহ আরও কত কত সুপারহিরোকে চিনি। এদের ক্ষমতাগুলোর দিকে তাকালে প্রায়শই দেখতে পাবেন যে সেখানে ফ্যান্টাসি (অবাস্তব) আর সায়েন্স (বাস্তব) এর মধ্যকার একটা গ্রে এরিয়া থাকে। আমরা সেগুলো উপভোগ করার জন্য আমাদের Suspension of disbelief টা ধরে রাখি।

ফ্যান্টাসি থ্রিলার রাইটার ভি ই শোয়াব-এর লেখা বিখ্যাত সুপারহিরো ফ্যান্টাসি সিরিজ- ‘দ্য ভিলেনস’। এই সিরিজের প্রথম উপন্যাস ‘ভিশাস’ তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। ‘দ্য গার্ডিয়ান’ এর মতো পত্রিকায় এই বই নিয়ে উচ্চ প্রশংসা করা হয়। ‘পাবলিশার্স উইকলি’ এই বইকে তাদের ২০১৩ সালের সেরা বইয়ের তালিকায় স্থান দেয়। এবং সাথে এটাও বলে যে, শোয়াব এর তৈরি করা চরিত্রগুলো ক্লিশে তো নয়ই বরং অনেক বাস্তবিক। সুতরাং, বুঝতেই পারছেন যে বইটা আর দশটা বইয়ের মতো নয়। আর এই সিরিজের দ্বিতীয় এবং শেষ বই ‘ভেঞ্জফুল’ দিয়ে নিজের খ্যাতির মান ধরে রাখেন শোয়াব। সুপারহিরো ফ্যান্টাসি জনরার অনবদ্য এক সংযোজন এই সিরিজ।

সিরিজের দুই মূল চরিত্র ভিক্টর এবং ইলাই ভার্সিটি জীবনের রুমমেট। দুজনেই তুখোড় মেধাবী, উদ্ধত স্বভাবের, আবার একই সাথে ব্যক্তিগত জীবনে ভীষণ একাকী। চরিত্রের এই মিলের কারণে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। শেষবর্ষে এসে থিসিস করতে গিয়ে এক অভূতপূর্ব আবিষ্কার করে তারা। তারা বুঝতে পারে, সাধারণ মানুষের পক্ষে অসাধারণ ক্ষমতার অধিকারী হওয়া সম্ভব। আর সেই সম্ভাব্যতার পরীক্ষা করতে গিয়েই ঘটে এক চরম বিপত্তি। বন্ধু থেকে শত্রুতে পরিণত হয় তারা। নিতে চায় প্রতিশোধ। কী হয়েছিলো তাদের যে এমন অবস্থায় পতিত হলো তারা? কেন ইলাই দুনিয়া থেকে অসাধারণ ক্ষমতা সম্পন্ন মানুষদের সরিয়ে দেবার মিশনে নেমেছে? এরকম নানা প্রশ্নের উত্তর আছে ‘ভিশাস’ বইতে।

"Plenty of humans were monstrous, and plenty of monsters knew how to play at being human."
ভালো মানুষ কি আসলেই সবদিক দিয়ে ভালো, আর খারাপ মানুষের কি কোনো ভালো গুণ নেই? ভালো-মন্দের সংজ্ঞা কী? ভালো আর মন্দের ভিতরের যে Thin Line আছে, এই জায়গার উপর কাজ করেছেন শোয়াব। উচ্চাকাঙ্ক্ষা, প্রতারণা, ঈর্ষাকাতরতার মতো ব্যাপারগুলো আমাদের জীবনকে খুব সহজেই যে উল্টেপাল্টে দিতে পারে, তা আমরা অনেকসময় নিজেরাও যেন উপলব্ধি করতে পারি না।

Hell hath no fury like women seeking vengeance against the men who wronged them.
সিরিজের দ্বিতীয় বই ‘ভেঞ্জফুল’এ ভিক্টর আর ইলাই এর পাশাপাশি দেখা পাওয়া যায় আরেক শক্তশালী চরিত্র মার্সেলার। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা মার্সেলা রিগিনসের হাতে এসেছে এক অসীম ক্ষমতা- যে ক্ষমতার বলে ধ্বংস হয়ে যায় সবকিছু। আর সেই ক্ষমতার জোরে পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখছে সে। মেরিট শহরকে নিজের পায়ের তলায় নিয়ে আসা তো তার বাম হাতের খেল। কুখ্যাত মাফিয়া বসের স্ত্রী থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠা মার্সেলা এখন তৈরি করতে চায় নিজের সাম্রাজ্য। নিতে চায় প্রতিশোধ। আর তার এই কাজের সঙ্গী হিসেবে যোগ দেয় বিস্ময়কর ক্ষমতার অধিকারী আরো একগুচ্ছ এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু তার দলকে সম্পূর্ণ করতে প্রয়োজন আরো শক্তিশালী দুজন মানুষকে---ভিক্টর এবং ইলাই।

দ্বিতীয় বইতে যেন নারী চরিত্রের ভূমিকাই বেশি। প্রতিশোধে উন্মত্ত শক্তিশালী নারী আসলেই বেশ ভয়ঙ্কর হয় স্বভাবে। বইতে কিছু চরিত্রের পূর্বঘটনা বইকে আরও গভীর এবং শক্তিশালী করেছে।

অনুবাদক হিসেবে ঝিলম নদী নিজের জাত চিনিয়েছেন আগেই। তার অনুবাদে দ্য কুইন’স থিফ সিরিজ বেশ জনপ্রিয় হয়েছে। কাজ করতে থাকলে সবারই কাজের মান ধীরে ধীরে উন্নত হয়। আর ঝিলম নদী সেটাই প্রমাণ করেছেন এই সিরিজে। সহজ, সাবলীল ভাষায় অনুবাদ করেছেন তিনি। একজন ঋদ্ধ ফ্যান্টাসি পাঠক হিসেবে তিনি যেন কাহিনী ‘বিটুইন দ্য লাইন’ পড়তে পারেন। অনুবাদের সময় তাই তিনি নিজের মতো করে কিছু ইনপুট দেবার চেষ্টা করেন, যা বাড়তি পাওনা হিসেবে কাজ করে বলেই মনে হয় আমার। একটা সেমি-রূপান্তর ধরণের কিছু হয় ব্যাপারটা।
পরিশেষে এটাই বলতে চাই পাঠকদের যে, বেশি বেশি ফ্যান্টাসি পড়ুন। জনরাটাকে সুযোগ দিয়ে দেখুন, দেখবেন যে আপনার প্রিয় জনরায় পরিণত হয়েছে এটা। ‘দ্য ভিলেনস’ সিরিজের দুইটা বইয়ের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।

জুলিয়ান
আজিমপুর, ঢাকা

অনির্বাণের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক❤️❤️ঈদের দিনটি এবং অনাগত প্রত্যেকটা দিন সবার ভালো কাটুক এই প্রত্যাশায়😊
16/06/2024

অনির্বাণের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক❤️❤️ঈদের দিনটি এবং অনাগত প্রত্যেকটা দিন সবার ভালো কাটুক এই প্রত্যাশায়😊

 #ভিলেনসঅর্ডার করে ফেলুন সুপারহিরো ফ্যান্টাসি সিরিজটি ৫৫% ছাড়ে আপনার পছন্দের বুকশপ থেকে😊চরিত্র পরিচিতি: সেরেনা ক্লার্কমে...
15/06/2024

#ভিলেনস

অর্ডার করে ফেলুন সুপারহিরো ফ্যান্টাসি সিরিজটি ৫৫% ছাড়ে আপনার পছন্দের বুকশপ থেকে😊

চরিত্র পরিচিতি: সেরেনা ক্লার্ক

মেয়েটার প্রতিটি অঙ্গভঙ্গি, চলাফেরা- সবকিছুই যেন আশ্চর্য রকমের ছন্দময়। উঠে দাঁড়িয়ে বইগুলো বুকের ওপর টেনে নিতে নিতে বললো সে। “জানো তো, এখনো আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক। আমাকে মেরে ফেলাই উচিত তোমার। দ্বিতীয় জীবন পেলেও, ভেতরের কিছু একটা যেন সেইদিনই মরে গিয়েছে আমার ভেতরে। হারিয়ে গিয়েছে চিরতরে। আগের মানুষটার সাথে এই মানুষটার অনেক অনেক পার্থক্য। দানব আমরা। ভয়ংকর সুন্দর এক দানব।“

বই: ভিশাস+ভেঞ্জফুল
সিরিজ: ভিলেনস
অনুবাদক-ঝিলম বিশ্বাস
সম্পাদনায়- ইফতেখারুল ইসলাম
জনরা: সুপারহিরো ফ্যান্টাসি
প্রকাশনী: অনির্বাণ প্রকাশনী

অর্ডার করে ফেলুন ভ্রামণিক - Vramonik থেকে ৫৫% ছাড়ে😊
14/06/2024

অর্ডার করে ফেলুন ভ্রামণিক - Vramonik থেকে ৫৫% ছাড়ে😊

দ্য মোওয়াই আইল্যান্ড পাজল অর্ডার করে ফেলুন ৫৫% ছাড়ে আপনার পছন্দের বুকশপ থেকে।রিভিউ--Samma Irtifa ▪️বই- দ্য মোওয়াই আইল্য...
13/06/2024

দ্য মোওয়াই আইল্যান্ড পাজল অর্ডার করে ফেলুন ৫৫% ছাড়ে আপনার পছন্দের বুকশপ থেকে।

রিভিউ--Samma Irtifa

▪️বই- দ্য মোওয়াই আইল্যান্ড পাজল
▪️লেখক- এলিস আরিসুগাওয়া
▪️অনুবাদক- সাবিকুন্নাহার রিয়া
▪️সম্পাদক- ইফতেখারুল ইসলাম
▪️প্রকাশনী- অনির্বাণ
▪️মুদ্রিত মূল্য- ৫০০ টাকা

◾শুরুর কথা-
অনির্বাণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে জাপানিজ থ্রিলার "দ্য মোওয়াই আইল্যান্ড পাজল"। বইটির লেখক এলিস আরিসুগাওয়া। সৌভাগ্যবশত বইটি বইটি বেটারিড করার সুযোগ হয়েছে আমার।

হনকাকু বা অর্থোডক্স ঘরানার বই এই দ্য মোওয়াই আইল্যান্ড পাজল। নতুন পাঠকদের মনে প্রশ্ন আসতে পারে "এই হনকাকু আবার কি জিনিস!"। মূল বইয়ে যাওয়ার আগে দুই-তিন লাইনে হনকাকু/অর্থোডক্স সম্পর্কে একটু বলে নেই তাহলে। হনকাকু হচ্ছে থ্রিলারের বিভিন্ন সাবজনরা গুলোর মধ্যে একটা। যেখানে পাজল, মার্ডার মিস্ট্রি, লকড রুম মিস্ট্রি ইত্যাদি নিয়ে একটা ধাঁধাময় থ্রিলার গল্প রচনা করা হয়। এতো কিছুর সমন্বয় শুনে ইন্টারেস্টিং লাগছে না?
মোয়াই আইল্যান্ড পাজল বইটাতে ঠিক এগুলোই আছে। পুরো বই জুড়ে মিস্ট্রি আর মিস্ট্রি। এই গল্পে মার্ডার থেকে লকড রুম রহস্য, কিংবা গুপ্তধন উদ্ধার- সবই পাবে পাঠক।

◾ গল্পের শুরু:
এখন আসি মূল গল্পের কথায়। কোনো স্পয়লার নাই নিশ্চিত থাকতে পারেন। ইগামি, এলিস আর মারিয়া একটা রহস্যভেদী ক্লাবের সদস্য। বন্ধু মারিয়ার আমন্ত্রণে ইগামি আর এলিস মারিয়ার চাচার দ্বীপ "মোওয়াই আইল্যান্ড" এ বেড়াতে যায়। তাদের মূল আগ্রহ হলো মারিয়ার দাদার লুকিয়ে রেখে যাওয়া গুপ্তধন উদ্ধার করা। মারিয়ার বন্ধুদের পাশাপাশি আরো কিছু আত্মীয় স্বজনও দ্বীপে বেড়াতে এসেছে। প্রথম রাত আনন্দের সাথে কাটলেও দ্বিতীয় রাত ‍ছিলো দু‍ঃস্বপ্নের মত। কারন সেদিন আমন্ত্রিত অতিথির মধ্যে খুন হন দুইজন। এখান থেকেই আসল রহস্যের শুরু...

◾পাঠ-প্রতিক্রিয়া:
লেয়ার বাই লেয়ার গল্প সাজানো হয়েছে। প্রথমে মনে হয়েছে যেন গুপ্তধন উদ্ধারের গল্প বুঝি। তারপর যখন খুন হলো পুরো গল্পটা যেন ঘুরে গেলো। একদিকে গুপ্তধন উদ্ধারের জন্য ধাঁধা মেলাতে হবে, আরেকদিকে আছে রহস্যময় খুনের তদন্ত।

ইগামি নামের ছেলেটা মূল গোয়েন্দা চরিত্রে অবতীর্ণ হয় গল্পে। সেখানে এলিস যেন ইগামির ওয়াটসন। ওয়াটসনের মত করেই সে নিজের জবানবন্দিতে গল্প বলে গেছে যারা আগাথা ক্রিস্টির পোয়ারো কিংবা কোনান ডয়েলের শার্লকের মত ক্লাসিক বইয়ের গল্পগুলো পড়ে অভ্যস্ত, তারা এই বইয়ের টোনটা সহজেই ধরতে পারবেন।

বইটির মোট চরিত্র সংখ্যা সীমিত। এটা ভালো দিক ধরে নিয়েছি। কারন আমাদের মত বাঙালি পাঠকদের জন্য জাপানি নাম মনে রাখা যে কতটা কঠিন তা আর বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয়েছে চাইলে চরিত্রগুলোর বৈশিষ্ট্য নিয়ে লেখক আরেকটু গভীরে যেতে পারতো। এতে বিভিন্ন সন্দেভাজনদের নিয়ে গল্পটা আরেকটু বেশী জমে উঠতো।
ইগামি, এলিস মূল চরিত্র ছাড়া হিরাকাওয়া, কাজুতো, জুনজি চরিত্রগুলোর উপস্থাপন ভালো লেগেছে। বিশেষ করে ডাক্তার সোনোবে'কে ভালো না লেগে উপায় নেই।

রহস্য সমাধানের আগে আগে হয়তো অনেকে ধারণা করতে পারবেন খুনী কে। আমি করতে পেরেছিলাম। তবে সেটা শেষের কিছু আগে। হনকাকুর একটা বৈশিষ্ট্য কি জানেন? গল্পটা শুধু পাঠক পড়ে এমন না, পাঠক নিজেও গল্পের অংশ হয়ে যায়। এটা কিন্তু একটা মজার বিষয়। তাই লেখক নিজেই এক জায়গায় এসে পাঠককে প্রশ্ন করেন, "খুনী কে সেটা কি আন্দাজ করতে পেরেছেন?"। এটাই লেখকের হনকাকু লেখার সার্থকতা। তিনি ক্ল্যু দিয়ে গেছেন পাঠকের জন্য, চেয়েছেন পাঠক নিজেই খুনী খুঁজে বের করুক। পাঠককেই গোয়েন্দা চরিত্রে আবির্ভূত করানোর চেষ্টা- এই বিষয়টা সাধারণ গোয়েন্দা গল্পে পাওয়া যায়না।

◾ অনুবাদ:
সাবিকুন্নাহার রিয়ার অনুবাদে আমার পড়া প্রথম বই এটা। অনুবাদ নিয়ে বলতে হলে প্রথমেই বলতে হবে বাক্যের গঠন নিয়ে। ছোট ছোট বাক্যে অনুবাদ করা হয়েছে। কোনো জড়তা নাই। অনুবাদের প্রিভিউ যখন প্রকাশ করা হয় অনেকে বলেছিলো কাঠিন্য আছে বাক্যে। প্রিভিউ প্রকাশের পর আরো তিন ধাপে বইটি সম্পাদনা করা হয়েছে। এরপর বইটি পড়তে আমার কাছে সুখপাঠ্যই লেগেছে।
পাঠক যখন বইটি পড়া শুরু করবে, নিশ্চিত ভাবে একটানা পড়ে ফেলার জন্য অস্থির হবে। এই বইয়ের পরতে পরতে যে রহস্য দিয়েছেন লেখক তাতে হাত থেকে বই নামানো সহজ হবেনা।

◾ রেটিং- 3.75/5

পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে অনির্বাণ প্রকাশনীর ঈদ স্পেশাল ৫৫% অফার ঈদের আগের দিন,অর্থাৎ ১৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হ...
12/06/2024

পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে অনির্বাণ প্রকাশনীর ঈদ স্পেশাল ৫৫% অফার ঈদের আগের দিন,অর্থাৎ ১৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। সবাই সংগ্রহ করে ফেলুন পছন্দের বইটি।

অর্ডার করে ফেলুন বইনগর - Boinagar Bangla Bazar Books অনুস্বর বুকলেট.কম ধী - dhee The Book Harbour Book Street PORUA Bookshop - পড়ুয়া বুকশপ বুক ওয়ার্ল্ড গ্রন্থমালা Gronthomala ভ্রামণিক - Vramonik আমার বই.কম • Amar Boi . com ফিবোনাক্কি : Book & Such Librariam বইমহল - Boimohol Book Fiesta - বুক ফিয়েস্তা Bookstorm-বুকস্টর্ম Booklit থেকে।

বুকলিস্ট-
১-৪.জন পুলার সিরিজ(জিরো ডে+ দ্য ফরগটেন +দি এসকেপ+নো ম্যান'স ল্যান্ড)--মিলিটারি থ্রিলার
৫.দ্য কাপল নেক্সট ডোর--- সাইকোলজিক্যাল থ্রিলার
৬.দ্য নেস্ট(ন্যাচারাল হরর)
৭-৮.ভিলেনস সিরিজ(সুপারহিরো ফ্যান্টাসি থ্রিলার)
৯.দ্য র‍্যাটস(ন্যাচারাল হরর স্ল্যাশার)
১০.দ্য মোজার্ট কনস্পিরেসি(হিস্টোরিকাল কনস্পিরেসি থ্রিলার)
১১.দ্য মোওয়াই আইল্যান্ড পাজল(লকড রুম মার্ডার মিস্ট্রি)

অর্ডার করে ফেলুন The Book Harbour থেকে ৫৫% ছাড়ে জনপ্রিয় সিরিজ আর বইগুলো🔥🔥
11/06/2024

অর্ডার করে ফেলুন The Book Harbour থেকে ৫৫% ছাড়ে জনপ্রিয় সিরিজ আর বইগুলো🔥🔥

অর্ডার করে ফেলুন বুক ওয়ার্ল্ড থেকে ৫৫% ঈদ অফারে🔥🔥★জন পুলার সিরিজ ★ভিলেনস সিরিজ ★ন্যাচারাল হরর সিরিজ(দ্য নেস্ট+দ্য র‍্যাট...
10/06/2024

অর্ডার করে ফেলুন বুক ওয়ার্ল্ড থেকে ৫৫% ঈদ অফারে🔥🔥
★জন পুলার সিরিজ
★ভিলেনস সিরিজ
★ন্যাচারাল হরর সিরিজ(দ্য নেস্ট+দ্য র‍্যাটস)
★দ্য কাপল নেক্সট ডোর
★দ্য মোজার্ট কনস্পিরেসি
★দ্য মোওয়াই আইল্যান্ড পাজল

জন পুলার সিরিজ আদতে আগাগোড়া একটা মিলিটারি থ্রিলার সিরিজ। চরিত্রটির সাথে জ্যাক রিচারের কিছুটা মিল থাকলেও ডেভিড বালডাচি চর...
09/06/2024

জন পুলার সিরিজ আদতে আগাগোড়া একটা মিলিটারি থ্রিলার সিরিজ। চরিত্রটির সাথে জ্যাক রিচারের কিছুটা মিল থাকলেও ডেভিড বালডাচি চরিত্রটিকে বুদ্ধিমত্তা ও মানবিকতার মিশেলে তৈরি করেছেন।
খুব কম মিলিটারি থ্রিলারই বাংলা থ্রিলারে লেখা হয়েছে কিংবা অনুবাদ করা হয়েছে। সে হিসেবে জন পুলার সিরিজটা একটা নতুন সংযোজন❤️
সিরিজটি যথেষ্ট পাঠকপ্রিয়তাও পেয়েছে😊

সিরিজটি অর্ডার করে ফেলুন ঈদ স্পেশাল ৫৫% ছাড় অফারে বইনগর - Boinagar The Book Harbour Bangla Bazar Books Book Street বুকলেট.কম অনুস্বর PORUA Bookshop - পড়ুয়া বুকশপ ধী - dhee গ্রন্থমালা Gronthomala বুক ওয়ার্ল্ড ভ্রামণিক - Vramonik আমার বই.কম • Amar Boi . com বইমহল - Boimohol ফিবোনাক্কি : Book & Such Book Fiesta - বুক ফিয়েস্তা Librariam Bookstorm-বুকস্টর্ম Booklit থেকে।

অনির্বাণ প্রকাশনীর ঈদ স্পেশাল ৫৫ অফার শুরু হয়ে গেছে কিন্তু। এ অফার চলবে আগামী ৩দিন।তাই অর্ডার করে ফেলুন পছন্দের বুকশপThe...
08/06/2024

অনির্বাণ প্রকাশনীর ঈদ স্পেশাল ৫৫ অফার শুরু হয়ে গেছে কিন্তু। এ অফার চলবে আগামী ৩দিন।
তাই অর্ডার করে ফেলুন পছন্দের বুকশপ
The Book Harbour PORUA Bookshop - পড়ুয়া বুকশপ Bangla Bazar Books বইনগর - Boinagar অনুস্বর Book Street ধী - dhee গ্রন্থমালা Gronthomala বুকলেট.কম বুক ওয়ার্ল্ড ভ্রামণিক - Vramonik Bookstorm-বুকস্টর্ম আমার বই.কম • Amar Boi . com Book Fiesta - বুক ফিয়েস্তা ফিবোনাক্কি : Book & Such Booklit Librariam থেকে।

বুকলিস্ট-
১-৪.জন পুলার সিরিজ(জিরো ডে+ দ্য ফরগটেন +দি এসকেপ+নো ম্যান'স ল্যান্ড)--মিলিটারি থ্রিলার
৫.দ্য কাপল নেক্সট ডোর--- সাইকোলজিক্যাল থ্রিলার
৬.দ্য নেস্ট(ন্যাচারাল হরর)
৭-৮.ভিলেনস সিরিজ(সুপারহিরো ফ্যান্টাসি থ্রিলার)
৯.দ্য র‍্যাটস(ন্যাচারাল হরর স্ল্যাশার)
১০.দ্য মোজার্ট কনস্পিরেসি(হিস্টোরিকাল কনস্পিরেসি থ্রিলার)
১১.দ্য মোওয়াই আইল্যান্ড পাজল(লকড রুম মার্ডার মিস্ট্রি)

 #দ্য_কাপল_নেক্সট_ডোর রিভিউ🔥🔥©ইমাহঠাৎ করেই আপনার ভীষণ কাছ থেকে চেনা পরিচিত মানুষ যাদের আপনি হ্যামিলিওনের বাঁশিওয়ালার মতো...
06/06/2024

#দ্য_কাপল_নেক্সট_ডোর রিভিউ🔥🔥

©ইমা

হঠাৎ করেই আপনার ভীষণ কাছ থেকে চেনা পরিচিত মানুষ যাদের আপনি হ্যামিলিওনের বাঁশিওয়ালার মতো বিশ্বাস করেছিলেন, তাদের অপরিচিত মনে হতে লাগলো! নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলেন, কারা এরা! এদের তো চিনি না!! কিন্তু কেনো তাদের মধ্যে এত আমূল পরিবর্তন ভেবে দেখেছেন কি?!

🔹কাহিনী সংক্ষেপ:
ছয়মাসের কন্যা কোরাকে রেখে প্রতিবেশীর ডিনার পার্টিতে হয়েছিলো কন্টি দম্পতি। ডিনার পার্টি থেকে এসেই বুঝতে পারে কি ভুলটাই না করে ফেলেছে তারা! একদিকে তারা ডুব দেয় ডিনার পার্টির অ্যালকোহলের নেশায়, অন্যদিকে বাবামায়ের অনুপস্থিতিতে কিডন্যাপ হয় তাদের ছয় মাসের কন্যা 'কোরা'। কোরা'র কিডন্যাপের তদন্তের দায়িত্ব পড়ে চতুর গোয়েন্দা রাসবাখের উপর। সেই তদন্তের সূত্র ধরেই বেরিয়ে আসে অনেক অনাকাঙ্ক্ষিত ভয়ংকর সত্য! কোরার কিডন্যাপার খুঁজতে গিয়েই পরিচিত মানুষদের অপরিচিত রূপ সামনে আসে।
তবে কি কিডন্যাপার কন্টি দম্পতির কাছের কেউ? আবার এমনও হতে পারে, তারা নিজেরাই পুরোটা নাটক সাজায়, ভুলবশত নিজের কন্যাকে হত্যা করে ধামাচাপা দেওয়ার জন্য!! অনেক কিছুই হতে পারে। তবে আসলেই কি হয়েছিলো সেটা জানতে হলে পড়তে হবে 'দ্য কাপল নেক্সট ডোর'।

🔹প্লট:
উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ঐ প্লট বাস্তবোচিত হয়ে ওঠে গল্প ও তার ভেতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। 'দ্য কাপল নেক্সট ডোর' বইয়ের প্লট ছিলো অতি সাধারণ। আমাদের আশেপাশেই আমরা প্রায়শই এমন ঘটনা ঘটতে দেখি। কিন্তু প্লটের প্রত্যেকটা ঘটনাকে লেখক এমনভাবে সাজিয়েছেন যে, অতি সাধারণ প্লট হয়েও তা পাঠকের কাছে আকর্ষণীয়, আনন্দদায়ক ও বাস্তবোচিত হয়ে উঠেছে।

🔹চরিত্রায়ন:
ক্যারেক্টার বিল্ডাপ হচ্ছে প্রতিটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি। কারণ বইয়ে উল্লেখিত চরিত্রগুলোর আচরণ, ভাবনা এবং কর্মকান্ডগুলোই হয়ে ওঠে উপন্যাসের প্রধান বর্ণনার বিষয়বস্তু। আর তাই চরিত্রগুলোকে জীবন্ত করে ফুটিয়ে তোলাটাও লেখকের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারগুলোর একটি। এই বইয়ের প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শ্যারি লাপেনা পুরোপুরিভাবে সফল হয়েছেন। পার্শ্বচরিত্রগুলোও এমনভাবে ফুটিয়ে তুলেছেন, পড়ার সময় মনে হচ্ছিলো তারা আমার সামনেই আছে। কিডন্যাপিং থেকে শুরু করে বইয়ের ভেতর উল্লেখ করা সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে।

🔹পাঠপ্রতিক্রিয়া:
কোথায় যেনো শুনেছিলাম, “টাকা যা বলে মানুষ তাই শুনে। জীবনকে মানুষ টাকা বলে ডাকে”। বইটা শেষ করে এই কথাটাই সর্বপ্রথম মাথায় আসলো! টাকার জন্য মানুষ কোন পর্যায়ে যেতে পারে বইটাতে সেটা খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন লেখক।
বইয়ের শুরু থেকে শেষ অব্দি শব্দের জাদু দেখিয়েছেন লেখক। তার গল্প বুননকৌশল আর ক্ষুরধার বর্ণনাশৈলী আমাকে বাধ্য করেছে বইয়ের একেবারে শুরু থেকে শেষ অব্দি একটানা পড়ে শেষ করতে। একের পর এক মোড় ঘুরানো কাহিনী পড়তে গিয়ে কখনো অবাক হয়েছি, আবার কখনো কন্টিদের দুর্দশা দেখে আবেগে আপ্লুত হয়েছি।
বইয়ের শেষ অব্দি যাওয়ার আগেই জানা হয়ে গেছে, এদের মধ্যেই কেউ একজন কিডন্যাপার। কিন্তু কে! কখনো মনেহয় 'এ' তো কখনো মনেহয় 'ও'! তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিলো আসল কিডন্যাপারের মুখোশ উন্মোচনের পরে। তদন্তের ফলে বেরিয়ে আসা একেকটা টুইস্ট পড়ে আমার মতো আম পাঠক চমকে যেতে বাধ্য! চমক দেওয়ার সাথে সাথে চমৎকার একটা ম্যাসেজও পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন লেখক। আর তা হলো, জীবনের কোনো পর্যায়ে গিয়েই কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত না। সে যতই কাছের মানুষ হোক না কেন!
বইয়ে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা উল্লেখ করা হয়েছে সেটা একেবারেই নতুন ছিলো আমার জন্য। তারচেয়েও ইন্টারেস্টিং ছিলো সেই রোগের ব্যাখ্যা ও পরিণতি। তাছাড়া বইয়ের আনাচে-কানাচে লেখক যেসব মনস্তাত্ত্বিক বিষয়বস্তু তুলে ধরেছেন সেগুলো হয়তো অজানাই থেকে যেতো বইটা না পড়লে। অথচ প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জানা উচিত এমন।
বইয়ের শেষটাও দারুণ ছিলো। বইটার একদম শেষ লাইনটা পড়েও পাঠকের মনে এরপরে কি হতে পারে জানার আগ্রহ যেনো থেকেই যাবে। সেভাবেই বইটার সমাপ্তি ঘটিয়েছেন লেখক।
তবে হ্যাঁ, যারা থ্রিলার বলতেই শুধু খুনের পরে খুন, নৃশংসতা এধরণের লোমহর্ষক আখ্যান বুঝেন বা এই ধরনের ভায়োলেন্সযুক্ত বই পড়তেই পছন্দ করেন তাদের জন্য না বইটা।

🔹অনুবাদ, বানান ও অন্যান্য:
অনুবাদ বই কেনার সবচেয়ে বড় সংশয় হচ্ছে, বইটা পড়ার সময় সুখপাঠ্য হবে কিনা! অনুবাদ বইয়ের ক্ষেত্রে ভালো-খারাপ সবকিছুর ক্রেডিটই অনুবাদকের। অনেক ভালো বই অনুবাদের কারণে পড়ার রুচি হারিয়ে যায়। এক্ষেত্রে বলতেই হয়, বইটার দুর্দান্ত অনুবাদ করেছেন ইরাজ উদ্দৌলা দিবাকর। ঝরঝরে, মার্জিত অনুবাদ। পড়ার সময় মনেই হয়নি অনুবাদ পড়ছি।
বানান ভুল খুব একটা চোখে পড়েনি। গল্পের ভেতর পুরোপুরি ডুবে গিয়েছিলাম বলে হয়তো চোখে পড়ে নি। তবে পড়ার সময় একবারের জন্যও হোচোট খেতে হয়নি।
এটা আমার সংগ্রহ করা অনির্বাণের প্রথম ও একমাত্র বই। বইয়ের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিলো। পড়তে কোনো অসুবিধা হয়নি।

🔹এক নজরে বই:
বই:- দ্য কাপল নেক্সট ডোর
লেখক:-শ্যারি লাপেনা
অনুবাদক:-ইরাজ উদ্দৌলা দিবাকর
সম্পাদনায়:- ইফতেখারুল ইসলাম
প্রকাশনায়:- অনির্বাণ

দি এসকেপ রিভিউ--© রাজীব মুখার্জী"জাগরণে যায় বিভাবরী"-----------------------------------না, কাব্যি করতে নয়, নিছক‌ই থ্রি...
05/06/2024

দি এসকেপ রিভিউ--

© রাজীব মুখার্জী

"জাগরণে যায় বিভাবরী"
-----------------------------------

না, কাব্যি করতে নয়, নিছক‌ই থ্রিলার ব‌ইয়ের পাঠপ্রতিক্রিয়া লিখতে গিয়ে উদ্ধৃতিটা দিলাম। নিজের হাজার ব্যস্ততার মধ্যেও মাত্র তিনদিনে বিনিদ্ররজনী যাপন করে শেষ করলাম সুদীর্ঘ ৫৪০ পৃষ্ঠার ইফতেখারুল ইসলাম কৃত যে বঙ্গানুবাদ সেই ব‌ই হলো ডেভিড বালডাচির জন পুলার সিরিজের তৃতীয় ব‌ই মিলিটারি কন্সপিরেসি থ্রিলার 'দ্য এসকেপ '। বা বলা ভালো, রাত জেগে পড়তে বাধ্য হলাম এমন‌ই এই ব‌ইয়ের টেনশন, সারাক্ষণ কি হয় কি হয় ভাব আর কিছুক্ষণ পরপর ট্যুইস্ট।

উদাহরণ ১:

৫৪০ পৃষ্ঠার ব‌ইয়ের মাত্র প্রথম দশ পাতার মধ্যে আপনি জেনে যাবেন ব‌ইয়ের মূল উপজীব্য হলো হাই সিকিউরিটি মিলিটারি প্রিজন থেকে যাবজ্জীবন দণ্ডাজ্ঞা প্রাপ্ত নিউক্লিয়ার সায়েন্টিস্ট প্রাক্তন মিলিটারি ইন্টালিজেন্স পার্সোনেল রবার্ট পুলারের পলায়ন, যে কিনা নায়ক মিলিটারি ডিটেকটিভ জন পুলারের বড় ভাই, এবং তার সেল থেকে পাওয়া যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ।

উদাহরণ ২:

একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের নির্দেশে তদন্তাদেশ পাওয়ার পর ইনভেস্টিগেটর জন পুলার প্রিজনে যায় সরেজমিনে দেখতে। প্রথম দিন তদন্ত করে নিজের মোটেল রুমে ফিরে দেখে যে ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের নির্দেশে পুলার তদন্তে নেমেছে বিছানায় তার বেড়ালের পাশে তাদের‌ই একজনের লাশ পড়ে আছে কপালে গুলির ফুটো নিয়ে।

উদাহরণ ৩:

প্রতি মূহুর্তের অস্থিরতা, প্লট চেঞ্জ, মানুষের বদলে যাওয়া, আগাপাশতলা পটপরিবর্তন পাঠককে ধাতস্ত হ‌ওয়ার সময়‌ই দ্যায় না। প্রতি পাতা থেকে যেন তৈরী হয় নতুন গল্প, নতুন অ্যাঙ্গল আর দেখা যায় এতক্ষণ পর্যন্ত পূর্বাপর পৃষ্ঠাগুলি পড়ে যা ধারণা হয়েছে তা সর্বৈব ভুল।

গল্প প্রসঙ্গে:

জন পুলার সিরিজের আগের দুটো ব‌ই 'জিরো ডে' এবং 'ফরগটেন'। ঘটনাপরম্পরা অবিচ্ছিন্ন হলেও দুটোর প্লট সম্পূর্ণ আলাদা। যদিও দুটোই চমৎকার পুলিশ প্রসিডিওরাল। ঐ দুটোও পড়েছি বিভোর মুগ্ধতায়। কিন্তু বালডাচি সাহেব 'দ্য এসকেপ'এ অন্য দুটি ব‌ইকেও যেন ছাপিয়ে গেছেন ট্যুইস্টের নিরিখে, প্লটের বিশালতায়, চক্রান্তের জটিলতায় আর মুহুর্মুহু দৃশ্যপটের বদলে। তদন্ত যতো এগোয়, নতুন নতুন কাহিনী/ ষড়যন্ত্রের প্রকাশ হয়, আর পাঠক দেখেন তিনি আবার ঘুরেফিরে ফিরে গেছেন শূণ্যের ঘরে। নতুন ষড়যন্ত্র পুরনো প্রমাণকে ব্যর্থ প্রমাণ করে আর পাঠক রিয়ালাইজ করেন লেখক যেন এতক্ষণ তাকে নিয়ে বেড়াল ইঁদুর খেলেছেন। কিন্তু কে না জানে এই ঠকে যাওয়ার অনিশ্চয়তাই হলো থ্রিলার ব‌ইয়ের সম্পদ।

জন পুলারের অ্যানালিটিক্যাল সাইডটি এই ব‌ইতে আগের ব‌ইদুটোর মতো ততটা প্রকট নয়। পুলার চরিত্রটিও যেন অন্য চরিত্রদের চাপে সামান্য নিষ্প্রভ ও তার কাজের ব্যপ্তি অতটা ছড়ানো নয়। কিন্তু নিত্যনতুন ঘটনা যেভাবে একের পর এক আসতে থাকে, সেই ঢেউ আত্মস্থ করে সুস্থির চিন্তা করাই মুশকিল হয়ে পড়ে।

এই ব‌ই শুধু নিজেকে ভাসিয়ে দেওয়ার।

অনুবাদ প্রসঙ্গে:

সিরিজের প্রথম আর তৃতীয় (আলোচ্য গ্রন্থটি) ব‌ই অনুবাদ করেছেন ইফতেখারুল ইসলাম। তিনটি ব‌ইয়ের সম্পাদক‌ও তিনি। ভাবতে অবাক লাগে একটা মানুষ চিকিৎসকের ব্যস্ততা সামলে এমন অদ্ভুত সুন্দর অনুবাদ আর সম্পাদনা করেন কিকরে। কোন‌ও জোর করে ঢোকানো বাংলা প্রতিশব্দ নেই। কোন‌ও আক্ষরিক অনুবাদ নেই। এমনকি অনেক ক্ষেত্রে কোন‌ও ডায়লগের মূল ভাবটি ধরে রাখতে অনুবাদক মূল ইংলিশ বাক্যটিই তুলে দিয়েছেন। এই ধরণটি খুব‌ই ভালো লেগেছে আমার, আর সাহস করে এভাবে অনুবাদ করতে পারবার সাধুবাদ অবশ্য‌ই অনুবাদকের প্রাপ্য। ভাষা সাবলীল। লিখনশৈলী ঝরঝরে আর প্রাণবন্ত। এবং প্রত্যেকটি বাক্য অনুবাদ করা হয়েছে ভাবনাচিন্তা করে। আমরা পাঠক হিসেবে ব‌ইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও, কোন‌ও তাড়াহুড়ো না করে পাকা রাঁধুনির মতো অনুবাদক ধীরপাকে তাঁর রান্নাটি সুস্বাদুভাবে রেঁধে তুলেছেন। আগামী ব‌ই 'নো ম্যানস ল্যাণ্ড'এর জন্য‌ও তাঁকে আগাম শুভকামনা।

প্রোডাকশন, প্রচ্ছদ ইত্যাদি:

আজকাল এই ব্যপারগুলো নিয়ে রিভিউতে অনেক পংক্তি ব্যয় করা হয়, তাই এই প্রসঙ্গের অবতারণা। পূর্বাপর ব‌ইদুটির থেকে এই ব‌ইয়ের বাঁধাই, প্রোডাকশন অনেক ভালো। হাতে নিয়ে প্রিমিয়াম ফীল আসে। প্রচ্ছদটি আমার ভালো লাগেনি। বেশ কিছু বানান ভুল রয়েছে সারা ব‌ই জুড়েই।

সব মিলিয়ে, চমৎকার সর্বাঙ্গসুন্দর একটি ব‌ই। তিনটে দিন যেন ঘোরের মধ্যে কাটলো। শেষ করবার পরে মনে হচ্ছে বড়‌ই তাড়াতাড়ি ফুরিয়ে গেলো। হাজার পৃষ্ঠার ব‌ই হলোনা কেন?

ডিটেইলস:
ব‌ই: দ্য এসকেপ (ডিটেকটিভ জন পুলার সিরিজ # ৩)
লেখক: ডেভিড বালডাচি
অনুবাদক / সম্পাদক: ইফতেখারুল ইসলাম
প্রকাশনা: অনির্বাণ প্রকাশনী, ঢাকা
পৃষ্ঠাসংখ্যা: ৫৪০
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা

ফুটনোট (অনুবাদকের প্রতি): সুহৃদ এবং ভ্রাতৃপ্রতিম Iftekharul Islam , 'নো ম্যানস ল্যাণ্ড' জলদি আনবেন। তার পরের, আর তার‌ও পরের ব‌ইগুলোও। নতুবা ওপরে লিখিত ভালো ভালো কথাগুলো ভুলে যাবেন, আর নতুন নতুন আর‌ও অন্যরকম কথা শোনবার জন্য প্রস্তুত থাকবেন।

জন পুলার সিরিজের টানটান যে উত্তেজনা,তার পারদ সম্ভবত সবচেয়ে বেশি উঠেছে এই বই পড়ার পর। প্রতিটা অধ্যায় শেষে কাহিনীর মোড় ঘুর...
31/05/2024

জন পুলার সিরিজের টানটান যে উত্তেজনা,তার পারদ সম্ভবত সবচেয়ে বেশি উঠেছে এই বই পড়ার পর। প্রতিটা অধ্যায় শেষে কাহিনীর মোড় ঘুরে যাওয়া,পাঠককে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করা--সবই আছে সিরিজের তৃতীয় খণ্ড দি এসকেপ এ।

সার সংক্ষেপ-

দুর্ভেদ্য মিলিটারি প্রিজন থেকে পালানো এক কয়েদিকে ধরার দায়িত্ব চেপেছে জন পুলারের কাঁধে। সেই কয়েদি আর কেউ নয়, জন পুলারেরই সহোদর বড় ভাই- রবার্ট পুলার। উপরমহল থেকে সমন জারি করা হলো, যে কোনো মূল্যে এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরে আবার জেলে পুরতে হবে। আর এই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য সরকারের তরফ থেকে জন পুলারকেই নিয়োগ দেয়া হয়।
তদন্তে নেমে জন বুঝতে পারল, শুধু সে নয়,আরও অনেকেই তার ভাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।কেস সমাধান করার জন্য তাকে হাত মেলাতে হলো আরেক এজেন্টের সাথে, কিন্তু শুরু থেকেই সহকর্মীকে নিয়ে দোটানায় ভুগতে শুরু করল সে। রবার্টের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও কাটছে না সন্দেহ। সত্যকে পর্দার আড়ালে রাখতে কলকাঠি নাড়ছে কে? লেলিয়ে দেয়া পাগলা কুকুরদের হাত থেকে ভাইকে রক্ষার জন্য জন পুলারের ইনভেস্টিগেটিভ ট্যালেন্ট আর ফাইটিং স্কিল যথেষ্ট হবে কি না, সে জানে না। নিজেও কি আদৌ বাঁচতে পারবে এই মহাযজ্ঞে প্রতিপক্ষের করাল গ্রাস থেকে?

জন পুলার সিরিজের তৃতীয় খণ্ড 'দি এসকেপ'-এর দুনিয়ায় আপনাকে স্বাগতম।

বই-দি এসকেপ (জন পুলার - ৩)
লেখক-ডেভিড বালডাচি
অনুবাদক-ইফতেখারুল ইসলাম
মুদ্রিত মূল্য- ৭০০টাকা
প্রকাশনায়- অনির্বাণ
অর্ডার করে ফেলুন বইনগর - Boinagar Bangla Bazar Books ফিবোনাক্কি : Book & Such Book Street The Book Harbour ধী - dhee বুকলেট.কম অনুস্বর PORUA Bookshop - পড়ুয়া বুকশপ বুক ওয়ার্ল্ড আমার বই.কম • Amar Boi . com বইমহল - Boimohol ভ্রামণিক - Vramonik গ্রন্থমালা Gronthomala Book Fiesta - বুক ফিয়েস্তা Bookstorm-বুকস্টর্ম Booklit Librariam থেকে

কলকাতার পাঠকরা অর্ডার করে ফেলুন বইবাংলা Books of Bengal থেকে।

জন পুলার সিরিজের দ্বিতীয় কিস্তি 'দ্য ফরগটেন' কে মিলিটারি ডিটেকটিভ থ্রিলারের পাশাপাশি একটা অ্যাকশন থ্রিলার বললেও ভুল বলা ...
30/05/2024

জন পুলার সিরিজের দ্বিতীয় কিস্তি 'দ্য ফরগটেন' কে মিলিটারি ডিটেকটিভ থ্রিলারের পাশাপাশি একটা অ্যাকশন থ্রিলার বললেও ভুল বলা হবে না। ধুন্ধুমার মারামারি থেকে শুরু করে ডিটেকটিভ মারপ্যাঁচ-- একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে এই বইটাকে।

সার-সংক্ষেপ-
ওয়েস্ট ভার্জিনিয়ার নারকীয় অভিজ্ঞতা এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি আর্মি সিআইডি ইনভেস্টিগেটর জন পুলার। এর রেশ কাটতে না কাটতেই ফ্লোরিডার প্যারাডাইস শহর থেকে চিঠি আসল তার বাবার নামে,প্রেরক আর কেউ না;পুলারের আপন ফুফু। চিঠিতে রহস্যের গন্ধ; কিছু একটা যেন ঠিক নেই।
সেই গন্ধ শুঁকে ব্লাডহাউন্ডের মত ছিমছাম শহর প্যারাডাইসে এসে হাজির হল পুলার। কিন্তু সেখানে এসেই প্রথম ধাক্কা খেল সে;ওয়েলকামিং গিফট হিসেবে তাকে ফুফুর ডেডবডি দেওয়া হল। এর ঠিক পরপরই শহরে একের পর এক মানুষ খুন হতে লাগল। কিন্তু কেন?
লোকাল পুলিশের সাথে মিলে আনঅফিশিয়ালি ঘটনার তদন্তে নামল পুলার। কেসটা এখন তার জন্য পার্সোনাল হয়ে গেছে। কিন্তু যতই সামনে আগাতে থাকল,ততই রহস্যের বেড়াজালে আটকে যেতে থাকল সে।
এরই মধ্যে পুলারের দেখা হল দৈত্যাকৃতির এক লোক এবং লাস্যময়ী এক তরুণীর সাথে। কি উদ্দেশ্য রয়েছে তাদের?
দুইজন ছোট্ট বাচ্চা হঠাৎ গায়েব হয়ে গেল প্যারাডাইস থেকে। কি আছে তাদের ভাগ্যে।
খুঁজতে গিয়ে পুলার এমন কিছুর মুখোমুখি হল,যার অস্তিত্ব সে কল্পনাও করেনি। অন্তত এই একবিংশ শতাব্দীতে তো নয়ই।
পুলার কি পারবে সব ঘটনার সুতো একসাথে জোড়া লাগাতে? নাকি সত্যকে ধামাচাপা দেয়ার জন্য প্রতিপক্ষ পুলারকেই সরিয়ে দেবে দুনিয়া থেকে।
অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর ডেভিড বালডাচির জন পুলার সিরিজের দ্বিতীয় খণ্ড ‘দ্য ফরগটেন' এ আপনাকে স্বাগতম!!

বই-দ্য ফরগটেন
অনুবাদক-ফাতেমা তাজিন
সম্পাদনায়-ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদ-আদনান আহমেদ রিজন
প্রকাশনায়-অনির্বাণ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা-৪৪৮
মুদ্রিত মূল্য-৭৩০ টাকা

অর্ডার করে ফেলুন বইনগর - Boinagar Bangla Bazar Books ধী - dhee The Book Harbour বুক ওয়ার্ল্ড Book Street বুকলেট.কম অনুস্বর PORUA Bookshop - পড়ুয়া বুকশপ আমার বই.কম • Amar Boi . com গ্রন্থমালা Gronthomala বইমহল - Boimohol Book Fiesta - বুক ফিয়েস্তা ফিবোনাক্কি : Book & Such ভ্রামণিক - Vramonik থেকে।

কলকাতার পাঠকরা অর্ডার করতে পারবেন বইবাংলা Books of Bengal থেকে।

Address

38, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801738300802

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni:

Videos

Share

Category