04/05/2024
🎉 Conveying our cordial appreciations towards Dhaka Residential Model College's Remians Cultural Club for becoming our club partner for the event অভিযান ২০২৪ - একটি কাব্যপ্রতিভা অনুসন্ধানী আয়োজন.❤️
সাহিত্য ও সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে 'LituRe' আয়োজন করতে যাচ্ছে 'অভিযান ২০২৪ - একটি কাব্যপ্রতিভা অনুসন্ধানী আয়োজন'। কাব্যধারায় নতুনত্বের আহবান জানিয়ে 'LituRe' এর এই আয়োজন।
দেশের যেকোনো প্রান্ত থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। ইভেন্টে অংশগ্রহণ করতে নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে, আমাদের গ্রুপে পোস্ট করতে হবে।
সেগমেন্ট গুলোতে বিজয়ীদের এবং সেরা ক্যাম্পাস প্রতিনিধিদের জন্য থাকবে সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিশেষ সম্মাননা হিসেবে আমাদের অনলাইন ম্যাগাজিন বা ই-ম্যাগাজিনে তাদেরকে ফিচার করা হবে।
পাশাপাশি সকলের জন্য থাকবে বিশেষ উপহার।
সাবমিশন ও রেজিস্ট্রেশন ডেডলাইন - ৪ঠা জুলাই ২০২৪
রেজিস্ট্রেশন ফি - ২৫ টাকা (সেন্ড মানি করতে হবে)
বিকাশ পেমেন্ট - 01974299994
নগদ পেমেন্ট - 01873285893
রেজিস্ট্রেশন ফর্ম - https://forms.gle/uzsyUpb7huucXabY9
(দুইটি সেগমেন্টের জন্য একটি রেজিস্ট্রেশনই প্রযোজ্য)
সাবমিশন গ্রুপ - https://www.facebook.com/groups/liture
গ্রুপ বিভাজনঃ
জুনিওর - পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি
সেকেন্ডারী - অষ্টম, নবম, দশম শ্রেণি ও এসএসসি ২৪ ব্যাচ
হাইয়ার সেকেন্ডারী - একাদশ (এইচএসসি ২৫ ব্যাচ), দাদশ (এইচএসসি ২৪ ব্যাচ) ও এইচএসসি ২৩ ব্যাচ।
[বিশেষ দ্রষ্টব্য '২০২৪ সালের এপ্রিল মাসের শ্রেণি অনুযায়ী']
সেগমেন্টগুলোঃ
১। কাব্য রচনা (Poem Writing): Poem Writing বা কাব্য রচনার জন্য কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারিত নেই। নির্ধারিত তারিখের পূর্বে নিম্নলিখিত নিয়মে নিচের গ্রুপে নিচের হ্যাশট্যাগগুলো, নিজের নাম, শ্রেণী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে, নিজের লেখা কাব্য পোস্ট করতে হবে। চাইলে খাতায় লিখে ছবি তুলে পোস্ট দেয়া যাবে।
নিয়ম- এ দুটো হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে এবং নিজের নাম, শ্রেণী (২০২৪ সালের এপ্রিল মাসে অধ্যয়নরত শ্রেণী) এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত কবিতাই গ্রহণযোগ্য। পোস্টকে আকর্ষণীয় করে তোলার জন্য চাইলে কোনো ছবি বা ভিডিও যোগ করা যাবে।
উদাহরণঃ
Name: Jibananda Das
Class: 12
Institution: St. Gregory's High School & College
২। কবিতা আবৃত্তি (Poem Recitation): কোনো কবিতার অন্তর্নিহিত অনুভূতি এবং বার্তাগুলো আরো বিস্তরভাবে ফুটে ওঠে, তা আবৃত্তির মাধ্যমে। নিম্নলিখিত নিয়মে নিচের গ্রুপে নিচের হ্যাশট্যাগগুলো, নিজের নাম, শ্রেণী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে, নিজের আবৃত্তি করা যেকোনো পোস্ট করতে হবে।
নিয়ম- এ দুটো হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে এবং নিজের নাম, শ্রেণী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
উদাহরণঃ
Name: Sukanta Bhattacharya
Class: 9
Institution: Dhaka Collegiate School
৩। কবিতা কুইজ (Poem Quiz): নিচে নির্দিষ্ট কিছু কবিতা উল্লেখ করা হলো, যে কবিতা গুলো থেকে কুইজ আয়োজিত হবে। লেখক পরিচিতি থেকেও প্রশ্ন করা হতে পারে। .৫ জুলাই যেকোনো সময়ে কুইজে অংশ নেওয়া যাবে।
কুইজের লিংক মেইল করা হবে এবং এই সেগমেন্টে ফলাফলের পর গ্রুপভিত্তিক বিজয়ী ঘোষিত হবে। তবে, সবার জন্য প্রশ্ন একই থাকবে।
কবিতা কুইজের জন্য নির্ধারিত কবিতাসমূহের তালিকা -
> কাজলা দিদি (যতীন্দ্রমোহন বাগচী), বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম), রবীন্দ্রনাথের প্রতি (সুকান্ত ভট্টাচার্য), আমি কিংবদন্তীর কথা বলছি (আবু জাফর ওবায়েদুল্লাহ), তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা (শামসুর রাহমান), ঝর্ণার গান (সত্যেন্দ্রনাথ দত্ত), আজ সৃষ্টি সুখের উল্লাসে (কাজী নজরুল ইসলাম), নূরুলদীনের কথা মনে পড়ে যায় (সৈয়দ শামসুল হক)।
গ্রুপ লিংক - https://www.facebook.com/groups/liture (এই গ্রুপে সাবমিট করতে হবে)।
যেকোনো তথ্য পেতে ও জটিলতার ক্ষেত্রে, পেইজে ইনবক্স করুন।
পেইজ লিঙ্ক - https://www.facebook.com/liture.bd
অথবা মেইল করুন - [email protected]
চাইলে আমাদের ইভেন্টে আপনি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে পারবেন।
ক্যাম্পাস প্রতিনিধি রেজিস্ট্রেশন ফর্ম - https://forms.gle/BpVXRrecVPVmxgmF7
সবাই আমন্ত্রিত।