Ratri Prokashoni

Ratri Prokashoni সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
(1)

বই মানুষের মনের খোরাক যোগায়- আলোর পথ দেখায়।` দেশে সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটাই, তা হল সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই'' সুতরাং বলা যায়- একটা দেশের সার্বিক উন্নতির জন্যে বইয়ের কোন বিকল্প নেই। তাই রুচিশীল, জ্ঞানগর্ভ বই প্রকাশের লক্ষে রাত্রি প্রকাশনীর যাত্রা শুরু। সৃজনশীল, মননশীল, অনুবাদ, শিশু-কিশোর উপযোগী প্রভৃতি বই এই মানসচেতন প্রকাশনা সংস্থাটি প্রকাশ করে যাবে। প্রকাশনা শিল্পে ল

েখকের সাথে সর্বাত্মক সচ্ছতা বজায় রাখা হবে। মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদের বই গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। সর্বপরি আমাদের লক্ষ্য একটি রুচিশীল, মান-সচেতন প্রকাশনা শিল্প গড়ে তোলা।

প্রকাশক
রাত্রি প্রকাশনী

রকমারি তে চলছে Discount ধামাকা... রাত্রি প্রকাশনীর বইগুলো পাবেন 25% পর্যন্ত ছাড়!
24/09/2024

রকমারি তে চলছে Discount ধামাকা...

রাত্রি প্রকাশনীর বইগুলো পাবেন 25% পর্যন্ত ছাড়!

16/09/2024
15/09/2024

"Get up to pray in the dark when all are asleep and see how your path is lit and your life begins to shine."

--M***i Ismail Menk

গল্প বলার ছলে উপন্যাসের বিভিন্ন সোপানে বিভিন্ন সময়ে বিপ্লবী রাজু, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়াসহ ঢাবির অন্যান্য সূর্যস...
12/09/2024

গল্প বলার ছলে উপন্যাসের বিভিন্ন সোপানে বিভিন্ন সময়ে বিপ্লবী রাজু, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়াসহ ঢাবির অন্যান্য সূর্যসন্তানেরা হাজির হয়েছেন তাদের নিজস্ব রুপ নিয়ে। এ উপন্যাসে আছে মল চত্বরের কথা, মল চত্বর নামের সাথে জড়িয়ে থাকা বাঙালির স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু স্যার অঁদ্রে মলরোর কথা, হাকিম চত্বরের হাকিম ভাইয়ের কথা, ক্যাম্পাসের ট্রয়নগরীখ্যাত ডাস চত্বরের বুকে নব্বই দশকের উত্তাল দিনগুলোতে ঘটে যাওয়া অসংখ্য আখ্যান-উপাখ্যান ও দিনলিপির কথা, টিএসসির স্বপন মামা, স্বপন মামার জাদুকরী চায়ের কথা।

এই বইটি যেন ঢাবিয়ানদের প্রতিদিনকার যাপিত জীবনের এক জীবন্ত আলেখ্য।

মুদ্রিত মূল্য ৪০০ টাকার বইটি ৩০% ছাড়ে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন ।

○সায়েম সোলায়মান-এর অনুবাদে জেমস প্যাটারসন ও রিচার্ড ডিল্যালো-এর `ফ্রেঞ্চ কিস’...বইটির প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন।  ...
11/09/2024


সায়েম সোলায়মান-এর অনুবাদে জেমস প্যাটারসন ও রিচার্ড ডিল্যালো-এর `ফ্রেঞ্চ কিস’...

বইটির প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন।

কাহিনি সংক্ষেপ :
এই কাহিনি বিস্তৃত হয়েছে নিউ ইয়র্ক থেকে প্যারিস পর্যন্ত। এখানে আছে স্বর্ণকেশী সুবেশী সুন্দরী কল গার্লরা। আছে ভয়ঙ্কর ড্রাগ ডিলারেরা। আছে অতি ব্যস্ত নিউ ইয়র্ক আর প্যারিসের কিছু বাস্তবচিত্র এবং আছে একজন লুক মুক্রিফ।

এনওয়াইপিডি’র হয়ে কাজ করছে প্যারিস পুলিশের প্রথাবিরোধী এই গোয়েন্দা। কল্পনাও করেনি সে, এমন এক কেসের সঙ্গে জড়িয়ে পড়তে হবে, যে-কেসে কাজ করার ইচ্ছা ছিল না ওর কখনোই। যে-কেসে কাজ করার কথা স্বপ্নেও ভাবেনি। কারণ শিকারী নিজে যখন পরিণত হয় শিকারে, রহস্যের সমাধান করাটা তখন সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ায়। এনওয়াইপিডি’র তদন্তরীতির বাইরে গিয়ে আবেগতাড়িত মুক্রিফ কি পারবে জটিল এই কেসের সমাধান করতে?

অর্ডারের জন্য খোঁজ নিন
www.facebook. com/ratri.prokashoni

অথবা রকমারিতে...
https://www.rokomari.com/book/218467/french-kiss

"A man can be destroyed but not defeated. " ---Earnest Hemingway
15/08/2024

"A man can be destroyed but not defeated. "

---Earnest Hemingway

01/07/2024

গোটা মহাবিশ্বই চলছে গণিতের নিয়মে। গণিত রাজ্যে রহস্য-রোমান্স আর মাথা আউলা-ঝাউলা করে দেওয়া সব ধাঁধার বসবাস। স্কুলের বুদ্ধিমান ছেলেটা অঙ্কের খেলা দেখিয়ে তাক লাগিয়ে দেয় তোমাদের। তখন হয়তো হাঁ করে বসে থাকো। আর মনে মনে বন্ধুটির তারিফ করো। চাইলে কিন্তু তুমিও পারো অংকের সুপারম্যান হতে। এজন্য তোমাকে এই বইটি পড়তে হবে।

বিজ্ঞান আর গণিতের মজার রহস্যময় জগতে বিচরণ ছিল রুশ লেখক ইয়াকভ পেরেলম্যানের। মজার মজার বিষয় নিয়ে লিখেছেন দুনিয়া কাঁপানো বেশ কিছু বই। তার মধ্যে অঙ্কের ধাঁধা অঙ্কের খেলা অন্যতম। সহজ-সাবলীল জাদুকরী ভাষায় লেখা এই বইটি তোমাকে একটানে নিয়ে যাবে গণিতের রহস্যপুরিতে। স্বাদ পাবে অঙ্ক আর সংখ্যার সাথে তুমুল উত্তেজনার সব খেলার। সেখানে তুমি বিজয়ী হবেই...

অর্ডার করতে কল করুন : 01911593435
অনলাইন অর্ডার লিংক : https://www.rokomari.com/book/181408

১৭ হাজার কিলোমিটার দূরের একটি দেশ। সেই দেশের একটা ফুটবল দল বিশ্বকাপ ফুটবলে ১৮তম বার অংশ নিয়েছে। সেই দলটারও আবার ১০ নম্বর...
25/06/2024

১৭ হাজার কিলোমিটার দূরের একটি দেশ। সেই দেশের একটা ফুটবল দল বিশ্বকাপ ফুটবলে ১৮তম বার অংশ নিয়েছে। সেই দলটারও আবার ১০ নম্বর জার্সি পরা ৫'৭ ইঞ্চি উচ্চতার এক ৩৫ বছর বয়সী খেলোয়াড়।

বাংলাদেশ মানেই ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার কাদা ছোড়াছুড়ি?

অন্য দলকে সমর্থন, সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল, বিশ্বকাপ সংক্রান্ত নোংরামি, এমনকি খোদ আর্জেন্টাইন সমর্থকদের কাছেও আর্জেন্টিনাকে সমর্থন করার পাগলামি- এই সবকিছু পেরিয়ে এবারের ফুটবল বিশ্বকাপ হয়ে উঠেছিলো সেই ছোটখাটো মানুষটার।
নামটা আমাদের সবার পরিচিত। তাঁর ফুটবল খেলার খুঁটিনাটিটাও। ফুটবল ভক্তদের চোখে মেসি কেমন সে আন্দাজটা সবারই কম-বেশি জানা। কিন্তু মায়ের চোখে, খালার চোখে, চারপাশের মানুষের চোখে কেমন মেসি?

ফুটবলের মাঠে ব্যাক্তি মেসির পথচলাটাই বা কেমন ছিলো? মেসিকে মানুষ হিসেবে দেখতে চাওয়ার ছোট্ট একটা ইচ্ছা থেকে বইটার জন্ম। আছে কিছু সংখ্যা, সাল আর তথ্যের ঝনঝনানিও। সেগুলোর ফাঁক-ফোকরেই খেলোয়াড়কে দেখার যে ইচ্ছা, সেটারই প্রকাশ আছে 'মেসি' বইটিতে।

অর্ডার লিংক : https://www.rokomari.com/book/285308/messi

ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনকার মতই লক করে রাখা বড় ডিপ ফ্রিজটা একবার খোলেন সেলিনা। ওই তো, ভেতরেই দুমড়ে-মুচড়ে পড়ে আছে উকিল ...
24/06/2024

ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনকার মতই লক করে রাখা বড় ডিপ ফ্রিজটা একবার খোলেন সেলিনা। ওই তো, ভেতরেই দুমড়ে-মুচড়ে পড়ে আছে উকিল সাহেবের দেহ…তাঁর প্রিয়তম স্বামীর দেহ।

কী সুন্দর চুপচাপ শুয়ে আছেন উকিল সাহেব!

অহেতুক চেঁচামেচি নেই, গরম মেজাজ নেই, চোখ রাঙানি নেই, কথায় কথা "না" বলা নেই। উকিল সাহেব এখন শান্ত, স্থির, চির নিদ্রায় শায়িত... দেখলেই মনটা কেমন ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে করে।

জানেন না কেন, উকিল সাহেবকে এত ভালো এর আগে আর কখনো লাগেনি সেলিনা বানুর!

https://www.rokomari.com/book/211665/ayo

20/05/2024

ওয়ান গুড ডিড
মূল : ডেভিড বালড্যাচি
ভাষান্তর : সায়েম সোলায়মান

জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়ে পোকা সিটিতে চলে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক অ্যালোয়সিয়াস আর্চার; কী করতে পারবে আর কী করতে পারবে না, সেসবের লম্বা একটা তালিকা আছে সঙ্গে। প্রথম রাতেই ধনকুবের পিটলম্যান আর তার রক্ষিতা জ্যাকির সঙ্গে পরিচয় ঘটে গেল ওর। ওই মেয়ের বাবার কাছে মোটা অঙ্কের টাকা পান পিটলম্যান, সে-ঋণের জামানতের ক্যাডিলাক গাড়িটা উদ্ধার করে দেওয়ার কাজ পেয়ে গেল। প্যারোল-অফিসার আর্নেস্টিন ক্র্যাবট্রির কাছে হাজিরা দিতে গিয়ে দুর্বল হয়ে পড়ল মেয়েটার প্রতি।
ক্যাডিলাকটা উদ্ধার করতে গিয়ে দেখল, কে বা কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে সেটাতে। খবরটা পিটলম্যানকে জানাতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেল জ্যাকির সঙ্গে এবং পরদিনই পাওয়া গেল এমন একজনের লাশ, যাকে খুন করার পেছনে আর্চারের একাধিক মোটিভ আছে বলে ধারণা তদন্তকারী অফিসারের। পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে, পকেট বলতে গেলে গড়ের-মাঠ, পুলিশের সন্দেহের তালিকায় এক নম্বরে উঠে গেছে নাম, ওদিকে জ্যাকি আর আর্নেস্টিন একসঙ্গে আকর্ষণ করছে চুম্বকের মতো। হিসাবে একচুল গণ্ডগোল হলে বাতিল হয়ে যাবে প্যারোল, আবার ঢুকতে হবে জেলখানায়। এমনকি ঝুলতে হতে .... পারে ফাঁসিতেও। নিজেকে বাঁচাতে এখন কী করার আছে আর্চারের?
৪৪৮ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য : ৫০০ টাকা।

অর্ডার লিংক : https://www.rokomari.com/book/193988/one-good-deed
অথবা রাত্রি প্রকাশনীর পেজে অর্ডার করা যাবে।

20/05/2024

বইয়ের নাম : অপেক্ষায় বিরামচিহ্ন নেই
লেখক : সুমাইয়া করিম
জনরা : সমকালীন উপন্যাস

#কাহিনী_সংক্ষেপ
বাবার হাতটা ধরে ফেলল ওয়াজিহা।
‘বাপি আমার পাশে বসোনা একটু।’
মুচকি হেসে উঠতে গিয়ে আবার বসে পড়লেন রহমান সাহেব। ‘আচ্ছা মা বসছি, তুই কোনো বিষয় নিয়ে চিন্তা করবি না একদম। আমি বেঁচে আছি তো এখনও, আমি বেঁচে থাকতে সব চিন্তা তোকেই কেন করতে হবে পাগলি।’
চোখ ছলছল করে উঠল ওয়াজিহার, অশ্রু লুকানোর চেষ্টায় চোখ চুলকানোর ভান করতে লাগল।
‘আমি জানি বাপি, তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই।’
মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলাচ্ছেন রহমান সাহেব। ওয়াজিহা ভাবতে লাগল, বাবা বেঁচে থাকলে কি এভাবেই আমার পাশে থাকতেন? এভাবেই ভালোবাসতেন? নাকি এর থেকে বেশি? নাকি এর থেকে কম?
রহমান সাহেব ওয়াজিহার মাকে বিয়ে করার পর থেকে এক মুহূর্তের জন্য ও ওয়াজিহাকে বাবার অভাব বুঝতে দেননি।
জন্ম না দিয়ে ও কোনো কোনো পুরুষ বাবার ভূমিকা পালন করতে পারে এরকম ঘটনা বিরল কারণ আমাদের সমাজ নেতিবাচক ঘটনাকে ভাইরাল করে ইতিবাচক ঘটনাগুলো চাপা দিয়ে রাখে অতিরঞ্জিত সমালোচনায়। মানুষের আস্থার জায়গা, নতুন করে বাঁচার শক্তি, ভালোমানুষ খুঁজে পাওয়ার অপেক্ষাকে তিলে তিলে ধ্বংস করে দেয় আমাদের তথাকথিত সমাজ। তাই মাকড়সা ছয়বার পড়ে গিয়ে সপ্তম বারে লক্ষ্যে পৌঁছাতে পারলেও মানুষ পারে না কারণ মানুষকে উল্টো দিকে টেনে নেওয়ার জন্য মানুষ থাকে।

অর্ডার লিংক-
https://www.rokomari.com/book/365996/opekkhay-biramchinho-nei

19/05/2024

#কাহিনী_সংক্ষেপ
বেড়িবাঁধ সড়কের পাশে মাটিতে শুয়ে আছে দুই যুবক। আকাশে মস্ত একটা চাঁদ। পৃথিবী ভেসে যাচ্ছে চাঁদের জোছনায়। হেমন্তের শীতল বাতাসে কামিনী ফুলের ঘ্রাণ। নদীতে ঢেউ উঠেছে, সেই ঢেউয়ে একটা চাঁদ লক্ষ চাঁদ হয়ে মুক্তোর মতো ঝিকমিক করছে। পুরো দৃশ্যটা অসাধারণ। কিন্তু সমস্যা হলো, যুবক দুটোর মাথা কাটা! মস্তকহীন দুটো লাশ পরে আছে বেড়িবাঁধ সড়কের পাশে!
রাহেলা বেগম সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তার ছোট্ট নাতিটার হাসিমুখ কল্পনা করতে করতে তিনি ক্ষণিকের মধ্যেই ঘুমিয়ে পরলেন। রাহেলা বেগম তখন জানতেন না, তিনি ঘুম ভেঙে যা দেখবেন, তাতে জীবনের বাকিটা সময় আর ঠিকমতো ঘুমাতে পারবেন না।
ট্রেনের কামরায় পাওয়া গেলো একটা সিগারেটের প্যাকেট। শূন্য কামরার মতো, সিগারেটের প্যাকেটটাও শূন্য ছিল। কিন্তু প্যাকেটের গায়ে ছিল হাতে আঁকা অদ্ভুত একটা ছবি। যে ছবি তার পরতে পরতে লুকিয়ে রেখেছে রহস্য!

অর্ডারের জন্য : 01911 593435

তবু দেখা হোকলেখক : পেয়ারা বেগমবিষয় : উপন্যাসস্বামীর মৃত্যুর পর কেন যেন মিতুর জীবনটা একেবারে ওলোট পালোট হয়ে গেল। তার মধ্য...
17/05/2024

তবু দেখা হোক
লেখক : পেয়ারা বেগম
বিষয় : উপন্যাস

স্বামীর মৃত্যুর পর কেন যেন মিতুর জীবনটা একেবারে ওলোট পালোট হয়ে গেল। তার মধ্যে হঠৎ শিহাব ভাইও স্মৃতির দুয়ারে কড়া নাড়ে। এমন আকস্মিকতায় মিতু হতচকিত হয়ে পড়ে। সে সাড়া দেয়। তার রাগ হয়। অভিমানও হয়।
মিতু ওর কাছ থেকে সান্ত্বনা প্রত্যাশা করেছিল। তার সাথে দেখা করবে এটাও আশা করেছিল। কিন্তু শিহাব তা করেনি। মিতুও আশা ছাড়েনি। অপেক্ষায় থাকে প্রায়ই। মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই মুহূর্তে মনের কাছে মিতু বড্ড অসহায়। ভাবছে, এই জীবনে না-ই বা দেখা হলো। কিন্তু হঠাৎ হঠাৎ স্বপ্নেও তো দেখা হতে পারে। তবু দেখা হোক।
মিতু না হয় এই হঠাৎ হঠাৎ মুহূর্তটুকুর জন্যই বেঁচে থাকবে।

বইটির মুদ্রিত মূল্য : ২৪০ টাকা
৩০% কমিশনে বিক্রয় মূল্য : ১৬৮ টাকা
অর্ডার করতে ইনবক্স করুন...

Address

9 Bangla Bazar, (Ground Floor) Dhaka/(৯ বাংলাবাজার, ঢাকা)
Dhaka
1100

Opening Hours

Monday 01:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 18:00
Saturday 10:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Ratri Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratri Prokashoni:

Share

Category

Our Story

বই মানুষের মনের খোরাক যোগায়- আলোর পথ দেখায়।` দেশে সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটাই, তা হল সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই'' সুতরাং বলা যায়- একটা দেশের সার্বিক উন্নতির জন্যে বইয়ের কোন বিকল্প নেই। তাই রুচিশীল, জ্ঞানগর্ভ বই প্রকাশের লক্ষে রাত্রি প্রকাশনীর যাত্রা শুরু। সৃজনশীল, মননশীল, অনুবাদ, শিশু-কিশোর উপযোগী প্রভৃতি বই এই মানসচেতন প্রকাশনা সংস্থাটি প্রকাশ করে যাবে। প্রকাশনা শিল্পে লেখকের সাথে সর্বাত্মক সচ্ছতা বজায় রাখা হবে। মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদের বই গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। সর্বপরি আমাদের লক্ষ্য একটি রুচিশীল, মান-সচেতন প্রকাশনা শিল্প গড়ে তোলা। প্রকাশক রাত্রি প্রকাশনী

Nearby media companies