দেশের হালচাল

দেশের হালচাল দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

নানা উদ্যোগ সত্ত্বেও পোশাক রফতানিতে বাংলাদেশের অর্ধেকেরও নিচে ভারত
11/09/2024

নানা উদ্যোগ সত্ত্বেও পোশাক রফতানিতে বাংলাদেশের অর্ধেকেরও নিচে ভারত

“আমার বাবাকে ফিরিয়ে দিন এই কথা বলতে বলতে আমি ছোট থেকে বড় হয়ে গেলাম তবুও আমার বাবাকে ফেরত পেলাম না।”-গু•ম হওয়া ছাত্রদল নে...
11/09/2024

“আমার বাবাকে ফিরিয়ে দিন এই কথা বলতে বলতে আমি ছোট থেকে বড় হয়ে গেলাম তবুও আমার বাবাকে ফেরত পেলাম না।”

-গু•ম হওয়া ছাত্রদল নেতার মেয়ে

পোশাকধারী আওয়ামী স ন্ত্রা সী র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস এখনো স্বপদে বহাল রয়েছে। ২০২৪ সালের ১৭ জুলাই ঢাবির...
01/09/2024

পোশাকধারী আওয়ামী স ন্ত্রা সী র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস এখনো স্বপদে বহাল রয়েছে। ২০২৪ সালের ১৭ জুলাই ঢাবির শিক্ষার্থীদের উপর সন্ধ্যার পর সরাসরি হা ম লা র হু ম কি দিয়েছিল এই দুর্বৃত্ত!

পরবর্তীতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর গুলি ও বো মা ব র্ষ ণে নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী স ন্ত্রা সী র‍্যা বে র মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস ও ডিএমপির যুগ্ন কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

30/08/2024

-- কয়েকটি স্থানে সেনাবাহিনীও গুলি করে।
-- সারাদেশে ১৩০ জন খুন হন। এর মধ্যে ছাত্রলীগ, পুলিশ ও যুবলীগেরও কিছু সদস্য রয়েছে। লাখো ছাত্ররা এদিন সন্ত্রাসীদের অনেককে ভালোভাবে উত্তম-মাধ্যম দেয়।
-- পরদিন ঢাকামুখী লং-মার্চের কর্মসূচি দেয় ছাত্র জনতা।
-- অনেক আওয়ামী সন্ত্রাসীদের অফিস ও বাড়িতে আগুন দেয় প্রতিশোধ পরায়ন ছাত্র-জনতা।

৫ আগস্ট
-- সকাল থেকেই ব্যাপক মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
-- সারা ঢাকা শহরে খন্ড খন্ড যুদ্ধ শুরু হয় ছাত্র জনতার সাথে।
-- সকাল সাড়ে দশটার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসিনা পালিয়ে যায়।
-- কর্মরত পুলিশরা এই খবর না জানায় তারা জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায়। অনেক মানুষকে তারা খুন করতে থাকে।
-- সেনাবাহিনী প্রধান দুইটায় ভাষণ দিবেন বলে ঘোষণা দেন।
-- ১২ টায় শাহবাগের পুলিশ ও সেনাবাহিনী রাস্তা ছেড়ে দেয়।
-- ১ টায় মানুষ জেনে যায়, হাসিনা পালিয়ে গেছে।
-- সারাদেশের বিশেষভাবে ঢাকার মানুষ সব রাস্তায় নেমে নেচে গেয়ে উদযাপন করতে থাকে।
-- গলিতে গলিতে মিস্টি বিতরণ ও ঈদ মোবারক বলে কোলাকুলি করতে থাকে মানুষ।
-- রাস্তায় রাস্তায় মানুষ সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে।
-- দেশে বিভিন্ন মোড়ে থাকা স্বৈরাচার মুজিবের সকল মুর্তি ভেঙ্গে দেয় আন্দোলনকারী ছাত্রজনতা
-- পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায় ও আত্মগোপন করে। অনেকেই ছাত্রজনতার কোপানলে পড়ে খুন হয়।
-- রাজধানীর মানুষদের একটা বড় অংশ গণভবনে গিয়ে হাসিনার ওপর রাগ ক্ষোভ গণভবনের ওপর ঝাড়ে।

৬ আগস্ট
-- বাংলাদেশে উদিত হয় নতুন সূর্য। আওয়ামী হানাদার মুক্ত বাংলাদেশের নতুন রক্তিম যাত্রা শুরু হয়।

- Ahmed Afgani

30/08/2024

আহারে এতিম পোলাপান আহা

ফেসবুক প্রোফাইলগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে ১৯৭টি পোস্টে সমন্বিতভাবে ২১ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে। তারা বিভিন্ন পোস...
29/08/2024

ফেসবুক প্রোফাইলগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে ১৯৭টি পোস্টে সমন্বিতভাবে ২১ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে। তারা বিভিন্ন পোস্টে একই মন্তব্য করেছে। একই মন্তব্য বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে।

বট অ্যাকাউন্ট ও এর করা মন্তব্যের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ এই গবেষণাটি করা হয়েছে মোট ১৯৭টি পোস্টে পাওয়া তথ্যের ভিত্তিতে।

বিভাগের সব শিক্ষার্থীদের একই পোস্ট কপি-পেস্ট করার জন্য বলা হয়েছে!আমির মোহাম্মাদ নসরুল্লাহ-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ...
29/08/2024

বিভাগের সব শিক্ষার্থীদের একই পোস্ট কপি-পেস্ট করার জন্য বলা হয়েছে!

আমির মোহাম্মাদ নসরুল্লাহ-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাতে মরিয়া আওয়ামী লবি। আমির মোহাম্মদ নসরুল্লাহ, লোক প্রশাসন বিভাগের শিক্ষক। তাকে ভিসি বানানোর জন্য এভাবে কপি-পেস্ট পোস্ট করা হচ্ছে শিক্ষার্থীদের দিয়ে। তিনি ও শোহাইব(ডেভলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান) একই দলের শিক্ষক রাজনীতি করেন। তাদের স্বার্থে শোহাইব নিজ ডিপার্টমেন্টে একটা পোস্ট, ও ছবি পাঠায়। সিআরদের বলে দেয় সব ছাত্র-ছাত্রীই যেন পোস্টটা শেয়ার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ক্লিন ইমেজের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ...
29/08/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ক্লিন ইমেজের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং নিজেরাও বিভিন্ন ভাবে হামলা-হুমকির সম্মুখীন হয়েছিল এমন শিক্ষককে তারা ভিসি হিসেবে দেখতে চায়। আমির মোহাম্মাদ নাসরুল্লাহ-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাতে মরিয়া আওয়ামী লবি। অথচ তার সাথে ক্যাম্পাসের আওয়ামীপন্থীদের দহরম-মহরম সম্পর্ক বিদ্যমান রয়েছে!

ছবি: বান্দরবানের আ.লীগের সাবেক সাংসদ বীর বাহাদুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক এম ইমাম আলীর অঙ্গে আমীর মুহাম্মদ নসরুল্লাহ।

সারা দেশ থেকে ঢাকায় ঢোকার রাস্তা মাত্র ৩টা। এর মধ্যে,গাবতলী দিয়ে ঢাকায় আসে ১৮ জেলার মানুষ। উত্তরা দিয়ে ৫ জেলার মানুষ। যা...
29/08/2024

সারা দেশ থেকে ঢাকায় ঢোকার রাস্তা মাত্র ৩টা। এর মধ্যে,

গাবতলী দিয়ে ঢাকায় আসে ১৮ জেলার মানুষ।
উত্তরা দিয়ে ৫ জেলার মানুষ।
যাত্রাবাড়ি দিয়ে ৪০ জেলার মানুষ।

এই তিন পয়েন্টের বাইরে যে রাস্তাগুলো আছে সেগুলোর ডিজাইন ভালো না। তাই প্রবেশপথ হিসেবে ব্যবহারের অযোগ্য। যেমন ধরেন বাবুবাজার সেতু পারতপক্ষে কেউ ব্যবহার করবে না কারণ পুরান ঢাকার যানজট পাড়ি দিতে কমপক্ষে ৩ ঘন্টা লাগবে। ৩০০ ফিটের রাস্তা কেউ ব্যবহার করবে না কারণ রাস্তা সরু আর প্রায় ১৫ কিমি বেশি ঘুরতে হয়। ইত্যাদি।

এখন ফিরে আসি ওই তিন প্রবেশপথের প্রসঙ্গে। এই তিন প্রবেশপথের মধ্যে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা হলো উত্তরার রাস্তা। এটা দিয়ে ৫ জেলার মানুষ ঢাকায় ঢুকে। এই রাস্তায় আছে ৪ লেন মহাসড়ক, বাস র‍্যাপিড ট্রানজিট, দুইটা এক্সপ্রেসওয়ে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আশুলিয়া-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে)।

উত্তরার রাস্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাবতলী। এটা দিয়ে ১৮ জেলার মানুষ ঢাকায় আসে। এতে ৪ লেন মহাসড়ক আছে। তবে এক্সপ্রেসওয়ে নেই। রাতে এই রাস্তায় ব্যাপক যানজট থাকে।

এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ি। এটা দিয়ে ৪০ জেলার (চট্টগ্রাম, সিলেট, দক্ষিণবঙ্গ) মানুষ ঢাকায় আসে। এই প্রবেশপথটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে মজাদার প্রবেশপথ। সিলেট মহাসড়কের ৪ লেন, চট্টগ্রাম মহাসড়কের ৬ লেন, মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ লেন = মোট ১৪ লেন সড়ককে একত্র করে ১ লেন বানানো হয়।

বিষয়টি বুঝিয়ে বলি। প্রথমে সিলেট মহাসড়ক এনে চট্টগ্রাম মহাসড়কে মিশিয়ে দেওয়া হয়েছে। এতে সিলেটের ৪ লেন আর চট্টগ্রামের ৬ লেন মিলে জোর করে ৬ লেন করা হয়েছে, যেখানে প্রয়োজন ছিল ১০ লেন। এই ৬ লেন এসে ঢুকেছে মেয়র হানিফ ফ্লাইওভারে।

এদিকে বাম দিকে থেকে মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ লেনও মেয়র হানিফে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মানে মেয়র হানিফ ফ্লাইওভার ১৪ লেন মহাসড়কের চাপ নিয়েছে।

এখন হানিফ ফ্লাইওভার যে ঢাকায় ঢুকলো সেটার দিকে তাকাই। হানিফের এক্সিট পয়েন্ট দুইটা। একটা গুলিস্তান (২ লেন)। এই ২ লেন একেবারেই অব্যবহারযোগ্য। হকারদের জন্য গুলিস্তান দিয়ে কোন গাড়ি, বাস ঢোকার উপায় নেই। তাই গুলিস্তানের এক্সিট পয়েন্ট বাতিল।
বাকি থাকলো চানখারপুল এক্সিট। শুধু এটাই কাজ করে। এটা মাত্র ১ লেন। দুটো গাড়ি পাশাপাশি দাঁড়ানোরও উপায় নেই। ১৪ লেন মহাসড়ক এনে জোর করে ১ লেন করা হয়েছে।

প্রশ্ন আসবে, তাহলে এই ট্রাফিক সিস্টেম কাজ করে কীভাবে?
উত্তর হলো, করে না।
প্রতিদিন চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার, মাওয়া মহাসড়কে ২ কিলোমিটার আর সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট লেগে থাকে। প্রতিদিন যাত্রাবাড়ি থেকে ঢাকার প্রাণকেন্দ্রে আসতে এত ৪০ জেলার মানুষ ৫ কিলোমিটার রাস্তায় ন্যূনতম ৩ ঘন্টা বসে থাকে।

এতো বড় ভোগান্তির কথা আপনি আমি জানি না কেন?
জানি না কারণ আমাদের মিডিয়া হাউজগুলো ঐতিহ্যগতভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত। যাত্রাবাড়ির যানজট পাড়ি দিয়ে কোন ব্যক্তির পক্ষে সকাল ১০টায় উত্তর ঢাকায় গিয়ে অফিস ধরা রীতিমত সুপারহিউম্যানের কাজ। ফলে মিডিয়া ও সাংবাদিক এবং অন্য যারা আমাদের মনোযোগ নিয়ন্ত্রণ করেন তারা সবাই বাস করেন নিকেতন, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাও, বনানী বা ফার্মগেটের দিকে। ফলে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং ঢাকার সর্বাধিক জনসংখ্যাপূর্ণ ৪টি থানা কখনোই কোন মিডিয়াতে গুরুত্ব পায় না। যে কারণে এলাকা বিচারে এই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্র ও পুলিশ যাত্রাবাড়িতে মারা গেলেও আমরা জানিনা।

এটা শুধু একটা উদাহরণ দিলাম। জাস্ট এলিট শ্রেণির দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশে প্রতিদিন প্রতিটা উন্নয়ন প্রকল্পে সর্বনাশ হয়ে চলেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে স্বরাষ্ট্র ...
28/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ।

28/08/2024

আজ বুধবার
২৮ আগস্ট ২০২৪ ইং
২২ সফর ১৪৪৬ হিজরি
১৩ ভাদ্র ১৪৩১
-------------------
ফজর- ৪:২২ মিনিট
জোহর- ১২:০৩ মিনিট
আসর- ৪:৩২ মিনিট
মাগরিব- ৬:২৫ মিনিট
ইশা- ৭:৪১ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৬:২১ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৭ মিনিট

ডিএমপির গণবিজ্ঞপ্তি
27/08/2024

ডিএমপির গণবিজ্ঞপ্তি

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন....
26/08/2024

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন....

আওয়ামী সন্ত্রাসীরা এতদিন গুজব ছড়াইছে। আর এখন ক্ষমতা হারিয়ে অন্যের পোষ্ট ছবি, ভিডিও নিজেদের নামে চালাচ্ছে।বন্যাকে পূজি কর...
26/08/2024

আওয়ামী সন্ত্রাসীরা এতদিন গুজব ছড়াইছে। আর এখন ক্ষমতা হারিয়ে অন্যের পোষ্ট ছবি, ভিডিও নিজেদের নামে চালাচ্ছে।

বন্যাকে পূজি করে ভালো সাজার অপচেষ্টা করছে লীগেরা। অথচ জনগণ আর ওদের গ্রহণ করবে না। যতই নাটক করুক না কেন।

26/08/2024
26/08/2024

সচিবালয়ের সামনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

26/08/2024

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হাসপাতালে দেখতে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

Address

Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশের হালচাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share