Infoluent

Infoluent জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। Thoughtful

🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨এইজন্যই এইজন্যই বলে উপকার করতে নাই। উপকার করলে বাঁশ খাইতেই হবে। নো ছাড়াছাড়ি
09/01/2024

🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨এইজন্যই এইজন্যই বলে উপকার করতে নাই। উপকার করলে বাঁশ খাইতেই হবে। নো ছাড়াছাড়ি

বাহ!!! শিক্ষা সফর তাহলে একেই বলে।এতদিন ভুল জেনে এসেছি তাহলে🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
05/01/2024

বাহ!!! শিক্ষা সফর তাহলে একেই বলে।এতদিন ভুল জেনে এসেছি তাহলে🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

হইল?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
04/01/2024

হইল?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

বললে বিশ্বাস করবেন বেলা ২টা বেজে ৩০মিনিট ঘড়িতে?
02/01/2024

বললে বিশ্বাস করবেন বেলা ২টা বেজে ৩০মিনিট ঘড়িতে?

আমি অবশ্য ভিডিও এডিটিং শিখতে চাই🤣🤣🤣🤣🤣
31/12/2023

আমি অবশ্য ভিডিও এডিটিং শিখতে চাই🤣🤣🤣🤣🤣

২০২৪ থেকে আত্মসমালোচনা বাড়িয়ে দিব। নিজের ভুল,দোষ চোখে না দেখলে নিজেকে শোধরানো যায় না। অন্যের দোষ নিয়ে পড়ে থাকলে আমার লাভ...
30/12/2023

২০২৪ থেকে আত্মসমালোচনা বাড়িয়ে দিব। নিজের ভুল,দোষ চোখে না দেখলে নিজেকে শোধরানো যায় না। অন্যের দোষ নিয়ে পড়ে থাকলে আমার লাভ কি?

29/12/2023

পাওয়া না পাওয়ার হিসাব এক পাশে সরিয়ে একটু হাসুন চক্কোত্তি মশাইয়ের সাথে।

লন্ডন।আপনি বড়দিন পালন করুন বা না করুন, এই আলোকিত নগরীর আলো থেকে নিজেকে দূরে রাখা এক প্রকার অসম্ভব। কেবল এই আলোকসজ্জা দেখ...
24/12/2023

লন্ডন।আপনি বড়দিন পালন করুন বা না করুন, এই আলোকিত নগরীর আলো থেকে নিজেকে দূরে রাখা এক প্রকার অসম্ভব। কেবল এই আলোকসজ্জা দেখতে মানুষজন প্রতিদিন ভিড় করে সেন্ট্রাল লন্ডনের এই অংশগুলোয়।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

এই সেই বই। এই বইটার জন্যই নতুন কোন ভিডিওর কাজ শুরু করতে পারছি না। গোগ্রাসে গিলছি বইটা। ইতিহাস যদি আগ্রহের বিষয় হয়ে থাকে,...
22/12/2023

এই সেই বই। এই বইটার জন্যই নতুন কোন ভিডিওর কাজ শুরু করতে পারছি না। গোগ্রাসে গিলছি বইটা। ইতিহাস যদি আগ্রহের বিষয় হয়ে থাকে, তাতে পড়তে পারেন "বাদশাহ নামদার"

বসন্তের অপেক্ষায়......   আবার ডালে ডালে, শাখায় শাখায় প্রাণ জেগে উঠবে। তার আগ পর্যন্ত মন খারাপ করা বিষন্নতায় দিন পার হবে।
21/12/2023

বসন্তের অপেক্ষায়......
আবার ডালে ডালে, শাখায় শাখায় প্রাণ জেগে উঠবে। তার আগ পর্যন্ত মন খারাপ করা বিষন্নতায় দিন পার হবে।

Perfect love does that to a person, it changes you forever - The Notebook by Nicholas Sparks
18/12/2023

Perfect love does that to a person, it changes you forever - The Notebook by Nicholas Sparks

বর্তমান সময় অনুযায়ী কথা ঠিক আছে। সত্য বলা মানেই বিপদে পড়া🥹🥹🥹🥹🥹🥹
15/12/2023

বর্তমান সময় অনুযায়ী কথা ঠিক আছে। সত্য বলা মানেই বিপদে পড়া🥹🥹🥹🥹🥹🥹

আমার কলিগদের সাথে।   যখন দেখি ভারত-বাংলাদেশ, পাকিস্তান-ভারত, ভারত-অস্ট্রেলিয়া ইত্যাদি নানান দেশের মধ্যে ঠোকাঠুকি হচ্ছে ত...
14/12/2023

আমার কলিগদের সাথে।
যখন দেখি ভারত-বাংলাদেশ, পাকিস্তান-ভারত, ভারত-অস্ট্রেলিয়া ইত্যাদি নানান দেশের মধ্যে ঠোকাঠুকি হচ্ছে তাও আবার ক্রিকেট নিয়ে, আবার সেই ঠোকাঠুকির জন্য ফেসবুক গরম হয়ে গেছে তখন হাসি পায়🤣🤣🤣 ছবিগুলোতে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল,নাইজেরিয়ার মানুষজনকে দেখতে পাচ্ছেন। কে ক্রিকেটে হারলো,কে জিতল সেটা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করার সময় আমাদের নাই। আমরা যার যা কাজ সেটা করে মাস শেষে বেতন নিয়ে ঘরে ফিরি।জীবনে এমনিতেই নানান ঝক্কি ঝামেলা লেগে থাকে, এর মধ্যে ভারত ওইটা বললো আমাকেও পালটা বলতে হবে, এইসব ছেলেমানুষি করার মত ধৈর্য্য আসলে আমাদের(যারা বাইরের দেশে থাকি) নাই।

বলা হয় লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং এটা। অবশ্যই সাম্প্রতিককালের ছবি এটা নয়। কোন একটা গ্রীষ্মকালের ছবি।
11/12/2023

বলা হয় লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং এটা। অবশ্যই সাম্প্রতিককালের ছবি এটা নয়। কোন একটা গ্রীষ্মকালের ছবি।

এ কথা আমি কাহারে বলিব?🥹🥹🥹🥹🥹🥹🥹
11/12/2023

এ কথা আমি কাহারে বলিব?🥹🥹🥹🥹🥹🥹🥹

আমিও বেহুঁশ😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
09/12/2023

আমিও বেহুঁশ😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

07/12/2023

বাংলার তামা,পিতল,লোহার ছেলেদের থেকে বিশ্ব যা শিখতে পারে...।

একটা ফোন কেনা দরকার। আগেরটা পুরানা হয়ে গেছে। এই ডিজাইনটা কেমন হবে?
06/12/2023

একটা ফোন কেনা দরকার। আগেরটা পুরানা হয়ে গেছে। এই ডিজাইনটা কেমন হবে?

আমি আবার বেশি গরম খেতে পারি না। তাই ফু দিয়ে ঠাণ্ডা করছি।
04/12/2023

আমি আবার বেশি গরম খেতে পারি না। তাই ফু দিয়ে ঠাণ্ডা করছি।

এরা কারা ভাই?🤔🤔🤔🤔🤔🤔🤔 কোন গ্রহের প্রাণী?
03/12/2023

এরা কারা ভাই?🤔🤔🤔🤔🤔🤔🤔 কোন গ্রহের প্রাণী?

১ মিনিটে অনর্গল ইংরেজি!!!! 🙄🙄🙄🙄 তাইলে IELTS এর জন্য মানুষ এত কষ্ট করে কেন?
02/12/2023

১ মিনিটে অনর্গল ইংরেজি!!!! 🙄🙄🙄🙄 তাইলে IELTS এর জন্য মানুষ এত কষ্ট করে কেন?

যদি নিজের ছায়া থেকে এভাবে হেঁটে চলে যেতে পারতাম!!! মাঝে মধ্যে নিজের ছায়াটাকে খুব ভারি মনে হয়🥹🥹🥹🥹🥹🥹
01/12/2023

যদি নিজের ছায়া থেকে এভাবে হেঁটে চলে যেতে পারতাম!!! মাঝে মধ্যে নিজের ছায়াটাকে খুব ভারি মনে হয়🥹🥹🥹🥹🥹🥹

আবেগ আর বাস্তবতার ফারাকটা বুঝতে হবে। কেবল আবেগী হলেই হবে?
29/11/2023

আবেগ আর বাস্তবতার ফারাকটা বুঝতে হবে। কেবল আবেগী হলেই হবে?

সেই দিনগুলো আর ফিরে আসবে না। চাইলেও আসবে না।শিল্পী মোস্তফা মনোয়ারের জায়গায় এ প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছি হিরো আলমদে...
28/11/2023

সেই দিনগুলো আর ফিরে আসবে না। চাইলেও আসবে না।
শিল্পী মোস্তফা মনোয়ারের জায়গায় এ প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছি হিরো আলমদের🥹🥹🥹🥹🥹

কোচের জানালা দিয়ে যতটুকু দেখা যায়ঠিক ততোটুকুই সমুদ্র আমাদেরকে দেখছিলো।গাছপালায় বাড়িঘরে আটকে যাচ্ছিলোতার চোখের প্রেম।    ...
27/11/2023

কোচের জানালা দিয়ে যতটুকু দেখা যায়
ঠিক ততোটুকুই
সমুদ্র আমাদেরকে দেখছিলো।
গাছপালায় বাড়িঘরে আটকে যাচ্ছিলো
তার চোখের প্রেম।
..... কবি আসাদ চৌধুরী লেখা কবিতা "আমার পক্ষপাত"

ছবিটা স্কটল্যান্ড থেকে লন্ডন ফেরার পথে ট্রেনে বসে তোলা।

23/11/2023

সুয়েজ খালের জায়গা নিতে পারবে কি বেন গ্যোরিন খাল? কেন বেন গ্যোরিন এত গুরুত্ব পাচ্ছে বর্তমান সময়ে?

23/11/2023

জানেন কি সুয়েজ খালের জায়গা নিতে চলেছে Ben Gurion Canal?

উৎসাহ দিয়ে যান। আরও আঁকতে চাই
22/11/2023

উৎসাহ দিয়ে যান। আরও আঁকতে চাই

এরকম কোন কাজ কখনো করিনি           করব না কোনদিনই-যে কাজ সমূহভাবে আমূল আমাকে টানবে না;চাইনে এমন কোন নারী,যে মানবে না     ...
20/11/2023

এরকম কোন কাজ কখনো করিনি
করব না কোনদিনই-
যে কাজ সমূহভাবে আমূল আমাকে টানবে না;
চাইনে এমন কোন নারী,যে মানবে না
আমার সমস্ত দাবি;
সেরকম তালাবদ্ধ ঘরে লোভ নেই
যে ঘরের সবগুলো চাবি
আমার পকেটে থাকবে না।
---- রফিক আজাদ

কাক কাকের মাংস খায় না।কিন্তু মানুষ....   মানুষ আবার হল গিয়ে সৃষ্টির সেরা জীব।
18/11/2023

কাক কাকের মাংস খায় না।কিন্তু মানুষ....
মানুষ আবার হল গিয়ে সৃষ্টির সেরা জীব।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infoluent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Infoluent:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All