কথাঞ্জলি

কথাঞ্জলি আছে যত না বলা কথা
রক্ত জমাট নীল সে ব্যথ? ~ priceless ~

14/04/2024

কথাঞ্জলি

নববর্ষের রৌদ্রজ্বল
আলোকিত এই দিনে
চমকে উঠুক ঐ তারা
তোমার স্বপ্নীল স্বপ্নরা
অদৃশ্য মনের গহীনে

Tawfiq Saeed

09/04/2024
ক্ষণিকের এ জীবন ছেড়ে চলে যেতে হবে একদিন ?তাই এসো ফিরে যাই শুধুই তাঁর কাছে নিত্য নামাজে আর সততার প্রতিযোগিতাতে ;দিবস রজনী...
24/03/2024

ক্ষণিকের এ জীবন ছেড়ে
চলে যেতে হবে একদিন ?
তাই এসো ফিরে যাই
শুধুই তাঁর কাছে
নিত্য নামাজে
আর সততার প্রতিযোগিতাতে ;
দিবস
রজনীতে
সন্ধ্যা্‌য়
শেষ রাতে
প্রত্যে্‌হ
প্রতিদিন .. আমীন ~ সুম্মা আমীন ।।

কেন এত মোহ, মায়া আর পার্থিব লালসার মহাপ্লাবন
এই ক্ষণস্থায়ী জীবনে??
যদি মরতেই হয় একদিন তবে আর লাভ কি বলো ক্ষণিকের এই সম্ভোগে?
এত আয়োজনে??

যদি না চায় একমাত্র ঐ বিধাতা ..
তবে ব্যর্থ হয়ে যাবে সবার সকল চেষ্টা ;
অদ্ভুত বনি আদম তোমরা !
কেন বোঝো না যে তা ?
নিশ্চয়ই সবকিছুই একমাত্র
তাঁরই ঈচ্ছার অধীন।
ক্ষণিকের এ জীবন ছেড়ে
চলে যেতে হবে একদিন ?
তাই এসো ফিরে যাই
শুধুই তাঁর কাছে
নিত্য নামাজে
আর সততার প্রতিযোগিতাতে ;
দিবস

রজনীতে
সন্ধ্যা্‌য়
শেষ রাতে
প্রত্যে্‌হ
প্রতিদিন .. আমীন ~ সুম্মা আমীন ।।

20/03/2024

কথাঞ্জলি

এ সমাজ আমাকে শেখায় কিভাবে শেষ হবে জীবন কিন্তু শেখায় না মৃত্যু পরবর্তী প্রশ্নের উত্তর সমূহ তাই নির্বাক আমি ভাবি তথাকথিত বিদ্যার আলয়ে কতকিছু শিখলাম অংক, ইংরেজি, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, ধর্ম কিন্তু জানতে পারলাম না কে আমার রব? কি আমার উদ্দেশ্য? কোথা হতে এলাম আর গন্তব্য কোথায়? কেন? এবং কিভাবে?

যে শিক্ষা আমার সৃষ্টির তথা জীবনের মূল উদ্দেশ্যই আমাকে উনুধাবন করাতে ব্যার্থ সে শিক্ষায় শিক্ষিত হওয়ার যুক্তিকতা কততুকু সুধায় আজ প্রস্নবিদ্ধ এ মন।

Tawfiq Saeed

@highlight ゚viral

20/03/2024

কেন এত মোহ, মায়া আর পার্থিব লালসার মহাপ্লাবন
এই ক্ষণস্থায়ী জীবনে??
যদি মরতেই হয় একদিন তবে আর লাভ কি বলো ক্ষণিকের এই সম্ভোগে?
এত আয়োজনে??

যদি না চায় একমাত্র ঐ বিধাতা ..
তবে ব্যর্থ হয়ে যাবে সবার সকল চেষ্টা ;
অদ্ভুত বনি আদম তোমরা !
কেন বোঝো না যে তা ?
নিশ্চয়ই সবকিছুই একমাত্র
তাঁরই ঈচ্ছার অধীন।
ক্ষণিকের এ জীবন ছেড়ে
চলে যেতে হবে একদিন ?
তাই এসো ফিরে যাই
শুধুই তাঁর কাছে
নিত্য নামাজে
আর সততার প্রতিযোগিতাতে ;
দিবস

রজনীতে
সন্ধ্যা্‌য়
শেষ রাতে
প্রত্যে্‌হ
প্রতিদিন .. আমীন ~ সুম্মা আমীন ।।

06/12/2023

আমি খুঁজি প্রেম আর তুমি যৌনতা ..

আমি চাই, একটু ভালবাসা আর ?
তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে হতে অঙ্গার !

এখনও পড়লে কবিতা হৃদয় হয়ে উঠে শূন্য
দেখলে জোছনা গৃহত্যাগী হতে চায় এ মন
বৃষ্টি এলে মনে হয় হয়ে যাই বন্য

তোমার হয়তো জানা নেই
ঐ শরীর যদি সত্যিই টানতো এই আমায়
তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের
নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম
ঊর্ধ্ব শ্বাসে তীব্র বেগে অনিবার, নিরন্তর ..

সংগৃহীত লেখা: আরিফ হুসান

জীবনকে করে আলিঙ্গনঅনিবার্য মৃত্যুকে ভুলেক্ষণপ্রভা সম্ভোগে তলিয়ে যাইকুহকিনী ঐ ইন্দ্রজালেবোঝে না মনমৃত্যুর ঐ আলিংগনআছে ফণা...
25/11/2023

জীবনকে করে আলিঙ্গন
অনিবার্য মৃত্যুকে ভুলে
ক্ষণপ্রভা সম্ভোগে তলিয়ে যাই
কুহকিনী ঐ ইন্দ্রজালে
বোঝে না মন
মৃত্যুর ঐ আলিংগন
আছে ফণা তুলে
ক্ষণ প্রভা এ জীবন
কি যে এক অস্থির সমীকরণ
পবিত্র কুরআন করছে এলান 🙄
নির্বাক আমি তাই শুনছিলাম 😓
অর্জিত হবে সব অন্তরের কলরব
ক্ষমা করো হে প্রভু
অগণিত যত পাপ
যা জেনেও করেছিলাম 😢

25/11/2023

আপনার সন্তানকে "অভাব"শেখান॥

আপনার প্রচুর সামর্থ্য থাকলেও
আপনার সন্তানকে "অভাব" শেখান..

যা চাইবে তাই যদি হাজির করেন,
আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।

ক্ষুধা নিবারন করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয়,তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারবে।

সন্তানকে এমনভাবে প্রস্তুত করেন
যে আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেইনিংটা সে পায়।

তাকে কোন কিছু করতে না দিয়ে ঢেকি বানালে,
সে আপনার অবর্তমানে কষ্টতো পাবেই,
আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে।

অনেকেই একটা আলাপ করেন পরে এমনিতেই সব শিখে যাবে।

একটা মানুষ হঠাৎ করেই মানুষ হয় না,আস্তে আস্তে মানুষ হয়!

কারন আপনি যখন থাকবেন না
দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে।
সেই একা চলার ট্রেইনিংটা তাকে শক্ত করবে,আপনিও দেখবেন হাল্কা ফিল করবেন!আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।

সব কিছু পাওয়ার দরকারও নাই...
কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান...
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে ,দৌড়ায় ,উড়ে।

25/11/2023

কথাঞ্জলি

25/11/2023

কথাঞ্জলি
স্বার্থপর এই সংসারে সবাই নাটক করে!
অহেতুক অকারণে, অযাচিত আলোড়নে, ভালবেসেছিলাম যারে ..
জীবনের কৌশলে ভালোবাসার ছলে করে প্রেমের অভিনয় ..
অনিত্য আহবানে প্রেমের প্রতিদানে প্রবঞ্চিত হয় যে হৃদয় !
মিথ্যে ঐ ভালোবাসা
মিথ্যে এই সংসার
শুধু রয়ে যাবে কর্ম
আর আমল যার যার
দুদিনের এই জীবন শেষে যে দিন দেখা হবে ঐ আসন্ন হাশরে
প্রতিষ্ঠিত হবে ন্যায় ঐ মহান রবের ইনসাফ আর সুবিচারে ..
মৃত্যু তো কেবলই শুরু
তাই এ বুক কাপে দুরু দুরু
তবু সে খবর নেই কারো
চাই সবার অনেক, আরও।
Saeed Muhammad Taufiq.

Address

নুরজাহান রোড
Dhaka
১২০৭

Website

Alerts

Be the first to know and let us send you an email when কথাঞ্জলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies