A.N.C literatures

A.N.C literatures Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.N.C literatures, Game Publisher, Muhammadpur.

27/08/2022

(অবয়ব)
চলন্ত পথিক আমি।
গড়িয়ে গড়িয়ে পারি দেই,
অজস্র বাধা।
ব্যাথিত রক্তস্রাতো শরীর আমার,
উফফ,বলিনি তো তবুও।
হইনিতো কখনো লক্ষভ্রষ্ট।
সংগ্রাম করেছি বারংবার।
তবুও পারছি না আজ।
মাঝে মাঝে যখন,
ক্ষণিক বায়ুর স্পর্শে,
দোলা দেয় সেই কল্পিত ব্যাক্তিত্ত্বের ঘন কালো কেশ।
স্পন্ধনরত এই অনৈচ্ছিক পেশি যেন,
কল্পনায় আরো তীব্র হয়ে ওঠে!
তার নয়ন দুটি দেখতে পাওয়ার ব্যাকুলতা,
নিমিশেই পাগল করে তুলে।
শুনেছি,
অপরূপ হাসি তার।
রূপে তার হারিয়ে ফেলবো জ্ঞান।
সত্যিই কি সে এতটাই অপরূপ?
আমি দেখতে চাই!
তোমায়।
শুনেছি,পাথরের লিখা থেকে যায়।
তবে,
আমি, এই বায়ুতেই লিখলাম।
হয়তো সর্বত্র সর্বদা শুনতে পাবো,
তুমি আমার।

Written by ANC

01/05/2021

(ক্রন্দন )
সেথায় ছিলো এক বঞ্চিত আকাঙ্খা,
যাহা করিয়াছে মোরে ব্যাকুল, স্থবির।
মোর দেহকে ক্ষুন্ন করিয়া , তাহা যেন ক্রমশঃ মোর অন্তর কে কহিয়া চলিতেছে,
বাঁচাও!
মোরে! বাঁচাও!
হে সৃষ্টির সেরাজীব , তুমি বাঁচাও মোরে ।
এই লীলা ক্ষেত্র মোরে মাতিয়া তুলিয়াছে,
ক্ষনে ক্ষনে পীড়া দিয়া ক্ষত বিক্ষত করিয়াছে বারংবার ।
জোর ও তীব্র ভাবে তাহা মোর অন্তর কে বলিয়া চলিছে।
রূপে মুগ্ধ হইয়া তৃপ্তি না মিলিলে, ছাড়িয়া চলিয়া যাও।
তব কেন মোরে আঘাত দাও।
ক্ষনে ক্ষনে গালাগাল করো ।
মোর ক্রন্দন কি তোমায় ব্যথিত করেনা ।
বলো!
করেনা! করেনা!
(Written by ANC)

01/05/2021

আমি অপেক্ষিত,
তোমায় এক পলক দেখার জন্য!
আমি অপেক্ষিত,
তোমার স্পর্শে কাতর হতে!
আমি অপেক্ষিত,
তোমার বয়ে চলা বায়ুতে আত্ম ঘ্রাণ খুঁজে পেতে।
আমি অপেক্ষিত,
তোমার ভেসে যাওয়া মেঘগুলিকে আনমনে দেখতে!
আমি অপেক্ষিত,
তোমায় দেখে স্নিগ্ধ হয়ে উঠতে।
আমি অপেক্ষিত-
তোমার বুকে বয়ে চলা ধারা স্পর্শ করতে।
আমি অপেক্ষিত,
তোমাতে থাকা সবুজের সেই বায়ুর নৃত্য দর্শন করতে।
যখন বায়ুতে কেশের নৃত্য হয়,
অবাক পানে হয়ে থাকি!
মনে হয়- যেন অন্তরে আন্দোলন ঘটছে!
তোমার সেই নীলাভ রঞ্জিত দিগন্ত দারুন লাগে!
আর যখন গর্জে উঠো!
খুব- হ্যা, ভয় করে ক্ষণিকটুকু!
সজ্জিত মেঘ হতে বর্ষিত হয়ে যখন তুমি মানবের অবলীলায় কেঁদে উঠে -ফোটায় ফোটায়,
এই ভুবন এ আছড়ে পরো,
এক মাতাল করা ঘ্রাণের বিস্তারে,
আমি গ্রহণ করি।
তোমার রূপ দর্শনে কার্পণ্য নয়,
সেই যুগ যুগ ধরে কত ব্যক্তিত্বই না এসেছে! তাঁদের মধ্যে শ্রেয় ভাবতে পারো।
এ আমার কিঞ্চিৎ অহংকার!
আমি তো মনে প্রাণে তোমাতেই সমাহিত।
written by ANC...
Special thanks to Habibur Rahman Munna Mama.
Dedicated to someone special

18/06/2020

Rater sob tara ache diner govire...Buker majhe mon jekhane rakhbo tke sekhane.. Tui ki amr hobi re..
(Written by Anirbas)

20/04/2020

(অজানা)
এই যে শুনতে পাছো।
হ্যা,হ্যা তোমাকেই বলছি।
শুনো,
সে এক অপুর্ব মায়ার অধিকারি।
এই জগৎ থেকে পুরই আলাদা।
হাজারের মাঝেও সে যেন এক আলাদাই ব্যক্তিত্ব।
তবে,তাকে না সবাই চিনতে পারে না।
যে পারে সে যেন তার ভক্তই হয়ে যায়।
কি যে জাদুই না তার মধ্যে রয়েছে, কে জানে।।
আমি আগে বুঝতাম না জানো।
কেমনটাই না ছিলাম,
জীবন কি?এর মানে কি কিছুই বুঝতাম না।
খুব চিন্তা হতো এসব নিয়ে।
মাঝে মঝে মনিষীদের মতো করে ভাবতাম জানো,
যেই ভাবনার নেই কোন কূল-কিনারা।
জানতাম কোনো লাভই হবে না,তবুও কেন জানি ভাবনা বন্ধ এ হতো না।
কি যে নাক্যামোটাই না করতাম।
তবে,হ্যা বড্ড ভালো লাগতো।
মনের গহিনটা তো উঁকি দিয়ে দেখতাম।
জানো,সে আমায় পথ দেখিয়ে দিত।
সে যেন আমার পথপদর্শক,
সব সমস্যার সমাধানদাতা।
হুমম,কথাটা ১৬ আনাই খাটি।
আর জানো,সে না অনেকটাই না আমারই মতো।
কিন্তু,
তাকে দেখা যায় না জানো,খালি অনুভবটাই করা যায়,
নিজের মধ্যে...
Written by ANC
Dedicated to S.A

08/04/2020

(Chaya Manob)
tmr oi srtiti gulon
Aj keno jeno abcha hoye ache...
Kichui to mone korte parchi na...
Chestar kono to komti rakhini...
Tobe keno hoche emnta amr sathe...
Ek golok dhaday fese gele jemnti hoy...temn...
Mone hoche mathar oi bojhata kete fele dei...
Kisher jonno eta royeche...
Kono kajei asche na...
Se nirbak,opodartho,okritokarjo,beyadob,okorma...
R o koto ki e na bolechi...
Rager mathay take koto bar e na merechi...
Khun o korte cheyechilm...
Kintu ki korbo bolo se to ami...
Amr gohine e to tar bash...
Bar bar take lanchito kore,opomanito kore,nichu dekhiye....
Ami ki pelam bolo...
Sudhu sudhu...
Sudhu sudhu take nijer theke dur kore dilm...
Take kore fellam por...
Se kichu korte pare na bole take dure soriye deyata ki thik hoyeche amr...
Take to aj ar fire pete parbo na...
Hah..fire paoa to durer e kotha...
Nijer vul gulor khoma chaoar joggo ta tukuo to ami hariyechi...
R khoma chaoar kotha bolchi...
Hee manob amy khoma kore dio...
Jani tmi etao sunte pabe na...
Tmi to ar ei vubon e nei...
Chirotore chere chole giyecho amk...
Tobuo chaichi khoma...
Jdi durer oi akasher tara hoye o sunte pao...
Written by ANC

31/03/2020

(ঠিকানায়)
অপ্রস্তুত হয়ে আছি আমি
তোমার অপেক্ষায়।
তুমি কবে আসবে,
এই ঠিকানায়।
অকালিন এই যন্ত্রনায়,
আমি কাতর হয়ে আছি।
তুমি কবে আসবে,
এই ঠিকানায়।
অনিশ্চিত এই প্রাপ্তিতে,
আমি ব্যাকুল হয়ে আছি।
তুমি কবে আসবে,
এই ঠিকানায়।
হয়তো আসবে না আবার হয়তো আসবে,
এই তর্কে হয়ে আছি আমি মাতাল।
পাগলের মত খোজার চেষ্টাটাও,
আজ আর বাকি নেই।
বল না,
তুমি কবে আসবে,
এই ঠিকানায়।
আমার প্রাপ্তি গুলোন
হয়ে আছে অসম্পূর্ণ তোমার অপেক্ষায়,
তুমি আসবে কবে,
এই ঠিকানায়।
তোমার বয়ে চলা জল গুলোন,
আমি দেখতে চাই।
উপর হতে তুমি যখন বর্শীত হবে,
সেই দৃশ্য আমি দেখতে চাই।
আর পাচ জনের মত,
আমি শুধু তোমায় দেখে থাকতে চাই না,
আমি চাই তোমাতে মিশে যেতে।
নিজের মধ্যে আমি পেতে চাই,
তোমায় অস্তিত্ব।
তুমি কোথায় আছো বলতো,
আসবে কবে,
এই ঠিকানায়।
written by ANC
Inspiration from Madhob kundo(waterfall of sylhet)
Dedicated to S.A

08/10/2019

(আমার চাওয়া)
আমি যেতে চাই তোমার সাথে
সেই এক অচেনা দেশে,
যেথায় ,তুমি আর আমি বিনা
রইবে না কেহ।
আমি চাই তোমাকে,
তোমার দেহের মুগ্ধ করা ঘ্রাণ আমি চাই।
আমি মিশে যেতে চাই তোমাতেই-
তোমার দু ঠোঁটের চুমুর নেশায় আমি মাতাল হতে চাই।
আমি তোমার চুলের সেই সুবাসে নিজেকে পাগল করতে চাই,
তোমার সেই মলিন হাত দুটিকে আমি আত্নহস্তে মেশাতে চাই।
আমি চাই তোমার সেই অপরুপ চোখে দুটির রহস্য উন্মোচন করতে।
তোমার হাসির ফাঁকে লুকিয়ে থাকা কান্নাটা আমি অনুভব করতে চাই ।
চাই নিজেকে তোমার জন্যে বিলীন করতে,
তোমার দেহের প্রতিটি অংশে মিশে নিজের উপস্থিতি ব্যাক্ত করতে চাই।
আমি তোমাতেই নিজেকে খুঁজতে চাই।

(Written by ANC)

01/09/2019

(তুমি)
আমি খুজছি তাকে এই ব্যাকুল মনে,
কোথায় যে হারিয়ে গেল সে।
সে ছিল মনের মানুষ আমার,
ছিল সবটুকু আমার।
আমি তাকে ভেবেছি কত শত বার তার নেই ক হিসাব,।
সে যে এসেছে আমার মনে হাজারো বারেরও বেশি,
তবুও, কেন আজ পাইছি না তাকে।
কেন মনে হচ্ছে সে হারিয়ে গেছে ধূসর কুয়াশায়।
তার কি সত্যি ছিল কোনো অস্তিত্ব, যে ছিল আজ অবদি আমার মনের গহিনে।
সত্যি যদি তুমি থেকে থাক,
তবে, আমি কইছি তোমায় প্রিয়তমা।
এভাবে হারিয়ে গিয়ে করিও নাকো আমায় ব্যাকুল,অস্থির...
করিওনা আমার মনকে চূর্ণ-বিচূর্ণ,
খুব কষ্ট হয় ভুলতে তোমায়,
সত্যি খুব কষ্ট হয় এই মনে....
(written by ANC)

13/08/2019

(অস্পষ্টতা)
এই ভুবন,এই গগন কেমন যেন
এক অস্পষ্টতায় ঘেরা।
এই অস্পষ্টতা যেন আমায় প্রতি মুহুর্তে করছে ব্যাকূল।
সে কি সত্যিই আছে এই অস্পষ্টতায়?
যাকে আমি ভেবেছিলাম আমার সর্বস্ব।
সে কি সত্যিই হারিয়েছে এই অস্পষ্টতায়?
যাকে খুজেছি আমি অনন্ত কাল ব্যাপী।
অস্পষ্টতা আমি কইছি তোমায়,
সত্যিই কি তোমাতে রয়েছে আমার প্রিয়জন?
যে করেছে আমার সবকিছুকে সুন্দর,
প্রানবন্ত,বিস্ময়কর,অসাধারণ,
অবিশ্বাস্য।
সে কি সত্যিই রয়েছে এখানে,এই অস্পষ্টতায়?
তবে, আমি থাকতে চাই এখানেই,
এই অস্পষ্টতায়।
আমি হারিয়ে যেতে চাই এই অস্পষ্টতায়।
আমি নিজেকে করতে চাই বিলিন,করতে চাই নিজেকে উৎর্সগ।
নিজেকে এভাবে হারিয়েও আমি ফিরে পেতে চাই শুধু তাকেই।
(Written by ANC)

10/08/2019

(অব্যক্ততা)
আমি জানি না, তোমায় কতটা ভালবাসি,
আমি জানি না , ভালোবাসতে পারবো কতদিন!
শুধু জানি, তোমাতেই আমার এই সময়ের শুরু, তোমাতেই শেষ ।
এটাই গেথে ছিল আমার অন্তর গহীনে ।
ছিল অব্যক্ত ।
আমি প্রকাশ করতে পারিনি আজ অবদি ,
তুমি সুধাও আমাকে, করেছি কি ভুল ?
করেছি কি কোনো অপরাধ ?
যে কারনে আজ বইতে হচ্ছে এই অপবাদ ।
আমি কি সত্যি জানাতে পারিনি ? সে কথা,
যা আজও পারছিনা বলতে তোমায় ।
(Written by ANC)
Special thanks to Habibur Rahman Munna...

09/08/2019

বৃষ্টি....
সব যেন করে দেয় মলিন...
কেমন যেন বুকের ভেতরটা হয়ে উঠে অস্থির....
তবুও, ভালোলাগে এই বৃষ্টির শব্দ...
এটা যেন করে দেয় আমায় অধির....
যেন মনে হয়, এটাই তো চেয়েছিলাম...
অশেষ স্তব্দতার মধ্যে যখন আকাশের মেঘগুলি গর্জে উঠে,
তখন,কেন যেন ভেতরটা শীহরে ওঠে।
কিন্তু, এই অনুভুতি টা যেন অনেক ভালো...
এই অনুভুতিই আমাকে তখন এনে দেয় মনের ভেতরের সব অব্যক্ত কথা...
যা,এখনো বলা হয়নি...তাকে....
(Written By A.N.C)

09/08/2019

(Anirbas)
I had found a lot,but i cant see it...
I had tried a lot,but i cant do it...
But...i get this after a large number of attempts...
Its make me living....
Its make me realise....
I m not the only one who gets hurt....
I m the only one who cant make it over....
And i know i m the only one who is my past,present and future....
My heart i won you....
And you r the only thing that makes me what i m....
(Written By A.N.C)

Address

Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.N.C literatures posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies