হায়দার বাবা

হায়দার বাবা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হায়দার বাবা, Digital creator, U 47 Nurjahan Road Mohammad pur, Dhaka.

আজ রুমির ওফাত দিবস!মৃত্যুর আগ মুহূর্তে রুমির স্ত্রী কেরা খাতুন তাকে প্রশ্ন করেছিলেন,  আমাদের খোদাবান্দগারের মৃত্যুর পর ত...
18/12/2025

আজ রুমির ওফাত দিবস!
মৃত্যুর আগ মুহূর্তে রুমির স্ত্রী কেরা খাতুন তাকে প্রশ্ন করেছিলেন, আমাদের খোদাবান্দগারের মৃত্যুর পর তারমত কেউ কি আর আসবেন?

উত্তরে রুমি বলেছিলেন, যদি কেউ আসে সে আমি-ই! এই দুনিয়ার সাথে আমার যোগ হলো দু’টি জায়গায়। প্রথমত তোমার সাথে আর দ্বিতীয় হলো আমার দেহের সাথে। যখন আমি আমার দেহকে ত্যাগ করে মহান একত্বে লয় হবো তখন তোমার মাধ্যমেই আমি অস্তিত্বশীল থাকবো।

তিনি বেঁচে আছেন, পুরো অস্তিশীল হয়ে আমাদের মিছিলে হাজির আছেন! তার মৃত্যুর আগে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন-
‘ঢোল ছাড়া আমার কবরের কাছে এসো না
খোদার সাথে ভোজসভায় নিরানন্দ শোভা পায় না।’

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
18/12/2025

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

মারেফতের জিকির হলো আল্লাহর সাথে প্রেমের গভীরতম সম্পর্ক, যেখানে জিকির শুধু একটি আমল থাকে না, বরং এটি আল্লাহর সত্তার সঙ্গে...
16/12/2025

মারেফতের জিকির হলো আল্লাহর সাথে প্রেমের গভীরতম সম্পর্ক, যেখানে জিকির শুধু একটি আমল থাকে না, বরং এটি আল্লাহর সত্তার সঙ্গে মিশে যাওয়ার একটি পথ হয়ে দাঁড়ায়, যা শরিয়তের পর্যায় পেরিয়ে তরিকত ও হাকিকতের গভীর স্তরকে স্পর্শ করে।

"মাওলানা জালাল উদ্দিন রুমি কেনো ঘুরতেন? সুফিরা কেনো ঘুরে?"রুমি বা সুফিবাদের দর্শনে এই 'ঘূর্ণয়ন' বা 'স্যামানৃত্য' মূলত দু...
16/12/2025

"মাওলানা জালাল উদ্দিন রুমি কেনো ঘুরতেন? সুফিরা কেনো ঘুরে?"

রুমি বা সুফিবাদের দর্শনে এই 'ঘূর্ণয়ন' বা 'স্যামানৃত্য' মূলত দুনিয়ার তাবদ বাঁধা থেকে নিজেকে মুক্ত করে সে ঘুর্ণনের মাধ্যমে খোদার প্রেমে ফানাহ হওয়া, তার সন্ধান, তার কাছে পৌঁছানো ।
তাদের মতে মহাবিশ্বের ক্ষুদ্রতম একক পরমানু্র মধ্যে নিউক্লিয়াস কে ঘিরে ইলেক্ট্রনের ঘূর্ণন থেকে শুরু করে হজের তাওয়াফ এমনকি চাঁদ,পৃথিবী, সূর্য, ছায়াপথ সকলি কাউকে না কাউকে কেন্দ্র করে ঘূর্ণায়মান..
তেমনিভাবে, তারা বিশ্বাস করে যে মানুষের জীবনেও একটি কেন্দ্র রয়েছে—আর সেই কেন্দ্র হলো খোদা, আল্লাহ।
সুফিবাদের মূ্লে রয়েছে প্রেম।

মাওলানা জালাল-উদ্দিন রুমি (র) বলছেন "স্রষ্টাকে খুঁজে পাওয়ার অনেক পথ আছে, আমি প্রেম কে বেছে নিলাম".. আর এই ঘূর্ণনের মাধ্যমে তারা সেই প্রেমের পথ প্রশস্ত করেন, ফানাহ-ফিল্লাহ হয়ে যান তার মাওলার প্রেমে..
এ ঘূর্ণন শুধুই নৃত্য নয়, বরং এক অন্তরাত্মার যাত্রা, যেখানে খোদা প্রেমের সর্বোচ্চ পরিণতির সন্ধান পাওয়া যায় সুফিদের মতে..
(ফানাহ'ফিল্লাহ-খোদার প্রেমে মিশে যাওয়া)

-একদা ইমাম জালাল উদ্দীন রুমী (রহঃ) কে এক লোক প্রশ্ন করেঃ-"প্রতিদিন আল্লাহর ইবাদত করে কি পেয়েছো?"-ইমাম জালাল উদ্দীন রুমী ...
16/12/2025

-একদা ইমাম জালাল উদ্দীন রুমী (রহঃ) কে এক লোক প্রশ্ন করেঃ-
"প্রতিদিন আল্লাহর ইবাদত করে কি পেয়েছো?"

-ইমাম জালাল উদ্দীন রুমী (রহঃ) উত্তর দেয়ঃ-
" আসলে আমি কিছু পাইনি, তবে হারিয়েছি অনেক কিছু।"

-এরপর ঐ ব্যক্তি বলেনঃ- নিয়মিত আল্লাহর ইবাদাত করে কি কি জিনিস হারিয়েছো:-

-প্রতিউত্তরে ইমাম জালাল উদ্দীন রুমি (রহঃ) বলেনঃ-

"আমি হারিয়েছি আমার অহংকার।
আমি হারিয়েছি আমার দাম্ভিকতা।
আমি হারিয়েছি আমার উগ্রতা।
আমি হারিয়েছি আমার দুশ্চিন্তা।
আমি হারিয়েছি আমার লোভ।
আমি হারিয়েছি আমার মিথ্যা বলার আনন্দ।
আমি হারিয়েছি আমার পাপের স্বাদ।
আমি হারিয়েছি আমার অধৈর্য্য।
আমি হারিয়েছি আমার হতাশা
এবং আত্মবিশ্বাসহীনতা।"

আল্লামা জালাল_উদ্দিন_রুমি (রহঃ) 🙏

15/12/2025

Address

U 47 Nurjahan Road Mohammad Pur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হায়দার বাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হায়দার বাবা:

Share