18/12/2025
আজ রুমির ওফাত দিবস!
মৃত্যুর আগ মুহূর্তে রুমির স্ত্রী কেরা খাতুন তাকে প্রশ্ন করেছিলেন, আমাদের খোদাবান্দগারের মৃত্যুর পর তারমত কেউ কি আর আসবেন?
উত্তরে রুমি বলেছিলেন, যদি কেউ আসে সে আমি-ই! এই দুনিয়ার সাথে আমার যোগ হলো দু’টি জায়গায়। প্রথমত তোমার সাথে আর দ্বিতীয় হলো আমার দেহের সাথে। যখন আমি আমার দেহকে ত্যাগ করে মহান একত্বে লয় হবো তখন তোমার মাধ্যমেই আমি অস্তিত্বশীল থাকবো।
তিনি বেঁচে আছেন, পুরো অস্তিশীল হয়ে আমাদের মিছিলে হাজির আছেন! তার মৃত্যুর আগে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন-
‘ঢোল ছাড়া আমার কবরের কাছে এসো না
খোদার সাথে ভোজসভায় নিরানন্দ শোভা পায় না।’