কুয়াকাটা সমুদ্র সৈকতে হঠাৎ এত জেলিফিশের উপদ্রব? আসন্ন বিপদ?
কুয়াকাটা সমুদ্র সৈকতে হঠাৎ এত জেলিফিশের উপদ্রব? আসন্ন বিপদ?
কুয়াকাটা সৈকতে গত কয়েক সপ্তাহ ধরে অসংখ্য জেলিফিশ ভেসে আসছে। এসব জেলিফিশ শরীরে লাগলেই একদিকে যেমন চুলকানি হচ্ছে, তেমনি পচে গিয়ে সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।অন্যদিকে, সমুদ্রেও অস্বাভাবিক সংখ্যায় জেলিফিশ ভেসে ওঠায় মাছ ধরার জাল ফেলতে পারছেন না বলে অভিযোগ করছেন স্থানীয় জেলেরা।
উপস্থাপক:-নিশাত লাবণ্য।
Subscribe YouTube Channel: https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
কী কারণে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যেত জাহাজ,বিমান |
কী কারণে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যেত জাহাজ,বিমান |
বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশ পথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হলো ‘ফ্লাইট নাইনটিন’। ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য, নাকি মিথ্যা? কী হয়েছিল উইচক্র্যাফটের কিংবা ইউএস যুদ্ধ বিমানের? আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে?
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
ফ্রিজে বসবাস | পৃথিবীর সবচেয়ে শীতল দেশ |
ফ্রিজে বসবাস | পৃথিবীর সবচেয়ে শীতল দেশ |
পৃথিবীর সবচেয়ে শীতলতম দেশের তাপমাত্রা একটি ডীপ ফ্রিজের তাপমাত্রার চেয়েও প্রায় ৩ গুণ কম? একটি ডিপ ফ্রিজের সাধারণ তাপমাত্রা -১৮ ডিগ্রী সেলসিয়াস যেখানে পৃথিবীর এমনও অনেক দেশ রয়েছে যাদের তাপমাত্রা কমতে কমতে -৬০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে যায়। এই দেশগুলোর তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়েই হিমাঙ্কের নীচে থাকে। বৃষ্টির মতো ঝরে পড়ে বরফ এবং মাসের পর মাস সূর্যের দেখা পাওয়া যায় না। এইসব জায়গায় তাপমাত্রা এত বেশী কম যে সেখানে বিনা কাজে গাড়ির ইঞ্জিন চালু রাখা হয় যেন ঠাণ্ডায় গাড়ির ব্যাটারি অকেজো না হয়ে যায় এবং সেখানে বসবাসরত মানুষেরা তাদের বাসার রুমগুলোকে ডিপ ফ্রিজ হিসেবে ব্যবহার করে। দর্শক আজকের ভিডিয়োতে আমরা জানাবো এমনি বিশ্বের সবচেয়ে শীতলতম ৫টি দেশ সম্পর্কে।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0o
বিশ্বের অর্থবহ ৫টি স্বাধীন দেশের পতাকা |
বিশ্বের সবচেয়ে অর্থবহ ৫টি স্বাধীন দেশের পতাকা |
পতাকা পৃথিবীর যেকোনো স্বাধীন দেশের জন্য একটি গৌরবের বিষয়। একটি পতাকা দিয়ে পৃথিবীর যেকোনো একটি স্বাধীন রাষ্ট্রকে নির্দেশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে পতাকা একটি দেশকে প্রতিনিধিত্ব করে। এইসব পতাকার মধ্যে থাকে বিভিন্ন ডিজাইন এবং রঙ। যেকোনো পতাকার প্রতিটি ডিজাইন এবং রঙ কোন নির্দিষ্ট দেশের ঐতিহ্য এবং ইতিহাসকে নির্দেশ করে। অনেক ক্ষেত্রে এই পতাকাগুলো কোন একটি বিশেষ অর্থও প্রকাশ করে।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
অনিন্দ্য সুন্দর হিমালয়ের দেশ: নেপাল |
অনিন্দ্য সুন্দর হিমালয়ের দেশ: নেপাল |
নেপাল দক্ষিন এশিয়ার একটি ছোট্ট দেশ। আমাদের কাছে দেশটি হিমালয়কন্যা নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তর পর্বতশৃঙ্গ এভারেস্ট এই দেশে অবস্থিত। দেশটি আরও দুটি কারনে অনন্য। এটি বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র এবং এই দেশের কোনও স্বাধীনতা দিবস নেই। কারন, তারা কখনই বহিঃশক্তির অন্তর্ভুক্ত ছিলো না। আজকে আমরা নেপাল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।
বিশ্বের সবচেয়ে ধনী ৫টি ব্যাংক |
বিশ্বের সবচেয়ে ধনী ৫টি ব্যাংক |
ব্যাংকিং শিল্প বিশ্ব অর্থনীতির বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী খাতগুলোর মধ্যে একটি। বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের সম্পদ সহ অসংখ্য গ্রাহকদের সেবা দেওয়ার মাধ্যমে বিশ্বের সকল ব্যাংক বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং শিল্প উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেশ কিছু ব্যাংক বৈশ্বিক জায়ান্ট হিসেবে আবির্ভূত হয়েছে। এই ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ কয়েকশো
বিলিয়ন ডলার এবং এদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণ্য করা হয়।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
টাইটান এর মৃত্যু পথযাত্রীরা টাইটানিক ছবি দেখছিলেন |
টাইটানের সঙ্গে কি হয়েছিল |
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার উদ্দেশ্যে ডুবোযান টাইটানে সমুদ্রের তলদেশে যাত্রা করেছিলেন পাঁচ আরোহী। তবে শেষ পর্যন্ত আর ফিরে আসা হয়নি তাদের বরং নিজেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে টাইটান। ‘ভয়ংকর বিস্ফোরণে’ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে সর্বোৎকৃষ্ট প্রযুক্তিতে তৈরি যান টাইটান। এবার জানা গেছে টাইটান বিস্ফোরণে মৃত্যু ছিল অনুভূতিহীন। অর্থাৎ ভেতরে থাকা ব্যক্তিরা বুঝে ওঠার আগেই তারা মৃত্যুবরণ করেন।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
টাইটানিকের চেয়েও ১৩ গুণ বড় জাহাজ |
টাইটানিকের চেয়েও ১৩ গুণ বড় জাহাজ |
আইকন অব দ্য সিস। বিশ্বের বৃহত্তম জাহাজ। ফিনল্যান্ডের শিপইয়ার্ডে জাহাজটি
নির্মাণ করা হয়েছে। চলতি বছরের অক্টোবরে সম্ভাব্য ডেলিভারির আগেই শেষবারের মতো পরীক্ষামূলকভাবে সাগরে ভাসবে জাহাজটি। যে টাইটানিক জাহাজ বিশ্বে বিস্ময় ও ইতিহাস হয়ে আছে নতুন নির্মিত জাহাজটি তার চেয়ে ১৩ গুণ বড়। আসলেই কি তাই?
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
আমাজন নদীতে ব্রিজ না থাকার আসল কারণ |
আমাজন নদীতে ব্রিজ না থাকার আসল কারণ |
মানুষের বসবাস থাকা সত্ত্বেও আমাজন নদীর ওপর কোন সেতু নেই। কিন্তু কেন? বিস্তৃত জলাভূমি ও রেইনফরেস্ট থাকার কারণে কি পরিকাঠামো গড়া সম্ভব নয়? নাকি প্রচেষ্টাই করা হয়নি কখনও? আমাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় নদী এবং দ্বিতীয় দীর্ঘতম নদী। বিশ্বের যেকোন নদীর থেকে এই নদীতে সবচেয়ে বেশি মিঠে জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির নদী ডলফিন আছে এই আমাজনের বুকেই। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই। কী সেটা?
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
সমুদ্রের সবচেয়ে নিচে মারিয়ানা ট্রেঞ্চে বাস করা অদ্ভুত কিছু প্রাণী।
সমুদ্রের সবচেয়ে নিচে মারিয়ানা ট্রেঞ্চে বাস করা অদ্ভুত কিছু প্রাণী।
সূর্যের আলোর ক্ষমতা নেই মারিয়ানার তলা পর্যন্ত পৌঁছাবার, কেননা আমরা জানি, সূর্যের আলো সমুদ্রের গভীরে মোটামুটি হাজার মিটার পর্যন্ত পৌছাতে পারে। আবার এর গভীরতায় পানির চাপ সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক চাপেরও প্রায় হাজার গুণ। মানুষ নির্মিত যেকোনো কিছুই তাই সে চাপে বিধ্বস্ত হয়ে যাবার কথা। অন্যদিকে এর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এতসব অদ্ভুতুড়ে বৈশিষ্ট্য নিয়ে মারিয়ানা ট্রেঞ্চ সভ্য পৃথিবীর কাছে এক রকম অধরাই ছিলো বহু বছর যাবত।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
চট্টগ্রামে বেড়েছে কোরবানিদাতা, ৩৭ হাজার পশুর ঘাটতি।
চট্টগ্রামে বেড়েছে কোরবানিদাতা, ৩৭ হাজার পশুর ঘাটতি।
চট্টগ্রামে এ বছর বেড়েছে ৬৬ হাজার কোরবানিদাতা। এবার ঈদুল আজহায় আট লাখ
৭৯ হাজার ৭১৩টি পশু কোরবানি দেওয়া হবে। নগরী এবং ১৫ উপজেলায় এসব পশু কোরবানি হবে। এর মধ্যে জেলার ১৫টি উপজেলা এবং নগরীর আট হাজার ২২০টি খামারে কোরবানিযোগ্য গবাদিপশু আছে আট লাখ ৪২ হাজার ১৬৫টি। হিসাবে ৩৭ হাজার ৫৪৮টি পশুর সংকট আছে।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
ভয়ংকর নদী যেখানে নামার কথা কল্পনাও করতে পারবেন না।
ভয়ংকর নদী যেখানে নামার কথা কল্পনাও করতে পারবেন না।
একটি নদী কখনোই একই গতিতে চলে না এবং কখনও কখনও কোনো নদীর উৎপত্তিস্থল সম্পর্কে স্পষ্ট ভাবে জানা সম্ভব হয়না। ফলে সময়ের সাথে সাথে নদীর দৈর্ঘ্যও পরিবর্তন হয়। তাই এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি?
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, পাঁচ মাসে আক্রান্ত ২৩৯ চট্টগ্রামে গেল বছর জুলাই থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ বছর বেড়েছে জানুয়ারি থেকে। বলা যায়, এবার সারা বছরই রয়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে এমন আশঙ্কার কথা জানিয়ে মশা নিধনে তৎপর হওয়ার জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে জেলা সিভিল সার্জন।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি সেতু |
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি সেতু |
বিশ্বের যতগুলো দীর্ঘতম সেতু আছে তার মধ্যে ৮ টি সেতুই এশিয়াতে অবস্থিত?
এই সেতুগুলোর মধ্যে বাংলাদেশের পদ্মা সেতু আছে কি? পৃথিবীর দীর্ঘতম ১০টি সেতু এবং পৃথিবীর দীর্ঘতম সেতুগুলোর মধ্যে আমাদের পদ্মা সেতু কততম ??
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার
*বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার
*চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, গ্রেফতার ৫
দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার।
বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও বর্জ্যকে সম্পদে পরিণত করার চিন্তা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই আমিন বাজার ল্যান্ডফিলে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের জামালখান এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের
অভিযোগে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জুন) নগরীর কোতয়ালি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
চট্টগ্রামে যুবদল ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
*চট্টগ্রামে যুবদল ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
*ট্রেনের অগ্রিম টিকিট শেষ ৩০ মিনিটেই
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় যুবদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জুন) বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার-পাঁচ জন সামান্য আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে গাড়িতে করে চকবাজার হয়ে সমাবেশস্থল কাজির দেউড়িতে যাচ্ছিলেন যুবদলের কর্মীরা।
*ট্রেনের অগ্রিম টিকিট শেষ ৩০ মিনিটেই
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার ৩০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানা গেছে। প্রথমবারের মতো দুই শিফটে টিকিট দেওয়ার কারণে সার্ভার জটিলতা না থাকলেও টিকিট না পাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
*আওয়ামী লীগ দিছে বিদ্যুৎ, বিএনপি দিছে খাম্বা: কাদের
*আওয়ামী লীগ দিছে বিদ্যুৎ, বিএনপি দিছে খাম্বা: কাদের
*ঘোষণার ৩ দিন পরেও বাজারে মিলছে না কমমূল্যের সয়াবিন তেল
আওয়ামী লীগ দেশে বিদ্যুৎ দিছে আর বিএনপি খাম্বা দিছে বলে মন্তব্য করেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীর ঈদগাঁ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ত্ৰি-বাৰ্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
*ঘোষণার ৩ দিন পরেও বাজারে মিলছে না কমমূল্যের সয়াবিন তেল
বোতলজাত সয়াবিনে ১৪ টাকা এবং খোলা সয়াবিনেলিটারে ১৭ টাকা কমানো হয়েছে সোমবার (৩ অক্টোবর)। গতকাল থেকে এই হ্রাসকৃত দামে সয়াবিন তেল বিক্রিহওয়ার কথা; কিন্তু রাজধানী ঢাকার কোনো বাজারে নতুন মূল্যের সয়াবিন তেল পাওয়া যায়নি।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
শেষ মুহূর্তে উত্তেজনা যা হচ্ছে বরিশালে |
শেষ মুহূর্তে উত্তেজনা যা হচ্ছে বরিশালে |
হামলার খবর শুনে বাইরে থেকে বরিশাল সিটি করপোরেশন এলাকার দিকে আসতে থাকে হাতপাখা কয়েকশত সমর্থক। তারা বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে শহরে ঢোকার চেষ্টা করছে ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg
ঝুঁকিপূর্ণ রেইন ফরেস্ট I
ঝুঁকিপূর্ণ রেইন ফরেস্ট I
বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ রেইন ফরেস্টে কোনটি জানেন তো? পৃথিবীতে একটি রইনফরেস্ট আছে যেখানে দেখতে পাওয়া যায় স্পিটি বিয়ার, কালো ও সাদা ভাল্লুকের বিরল রূপ। দর্শক, এসবের উত্তর জানবো আমরা আজকের ভিডিয়োতে।
উপস্থাপক:-প্রিয়ম কৃষ্ণ।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UCkzoTWjXjdPDTz2Cb7bd0oA
চিড়িয়াখানায় শিশুর হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেল হায়েনা!
*চিড়িয়াখানায় শিশুর হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেল হায়েনা!
* মধ্য রাতে কেন হয় লোডশেডিং?
রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে আসা দুই বছরের এক শিশুর হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা। শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মাংসাশী প্রাণীটি এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
বেশিরভাগ শিল্প কলকারখানা রাতে বন্ধ থকে। মানুষও আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে।
এতে বিদ্যুতের চাহিদা কমে যায়। কিন্তু গত কয়েক বছর ধরে মধ্য রাতে লোডশেডিং হচ্ছে। এবার সেই লোডশেডিংয়ের পরিমাণ আরও একটু বেশি। গভীর রাতে কেন এই লোডশেডিং, এমন প্রশ্ন উঠেছে গ্রাহকদের মনে।
উপস্থাপক:-রণধীর মুন্না।
Subscribe YouTube Channel:https://www.youtube.com/channel/UC-ggF0LNhqOSVLNrbb76hdg