Abu taleb

Abu taleb একান্নই পাশ!
বোর্ড পরীক্ষা নয় জীবন নামক বইয়ের পরীক্ষা কথা কই।

24/04/2024

দুনিয়ার শান্তি বেইন পইরোত ফাললার🏊‍♀️

বর্তমান সময়ে গরম অতিরিক্তই পড়ছে। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। যার জন্য পদ্ধতি কুরআনে...
24/04/2024

বর্তমান সময়ে গরম অতিরিক্তই পড়ছে। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। যার জন্য পদ্ধতি কুরআনে দেওয়া আছে। তোমাদের চুলকানিতে কি আসে যায়।

সব চেয়ে বড় কথা যারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করে তাদের কিছু বলছে না। কারণ এগুলার ভাত নাই মার্কিটিং কম। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সকল দেশ হাজার কোটি টাকা অপচয় করে এটা জন্য। এগুলো বলেনা কেউ।

মুখ বন্ধ! অজাগায় মুখ খোলবো জায়গায় খোললে শোলাই হওয়ার ভয় আছে।

22/04/2024

What a joke!
তামিমের ফ্যানরা বিরাট কোহলি কে নিয়ে ট্রল করতেছে।
তাও আবার স্ট্রাক'রেট নিয়ে🐸

22/04/2024

মেসির জন্য যারা বার্সা ফ্যান তাদের চিৎকার প্রতি রাতে শুনতে হচ্ছে।
মেসি তো ছেড়ে বাঁচছে তুই না পারার কারণ কি?
শরম লাগের মুখ দে মুখ দেখাত ন পারির বাজি😶

21/04/2024

তাদের আল্লাহ ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে! তারা-কারা?
ব্যাখ্যা খোঁজতে গিয়ে আমার চোখে পানি। আমার দু'হাত যে খালি। তাদের মাঝে শূন্য স্থান পূরণ করার যোগ্যতা আমার আছে কি? ভাবতে গিয়ে আমার মস্তিষ্ক হর্ন হচ্ছে।

নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন🖤

20/04/2024

মাজহাব নিয়ে এতই ধর্মীয় গুড়ামি যে ওহাবি-সুন্নী-জামাত- আহালে হাদিস আরো যারা আছে একে অপরকে জাতীয় শত্রু মনে করে। সাধারণ মানুষ পড়ছে চৌ রাস্তার ফাঁদে। এখন আমাদের উচিত ধর্মীয় গ্রন্থ গুলা পড়া, কারো পক্ষ করা নয়।

কুরআনের প্রথম শব্দ হলো "পড়"। না পড়লে জানবো কেমনে। আর না জানলে মানবো কেমনে!

18/04/2024

কন্ট্রোল!
এখন একটা পরিবার তাদের" মেয়ে /বউ "এমনকি মেয়ে নামক শব্দটাকে আদর ভালোবাসা থেকে কন্ট্রোল রাখাকে প্রাধান্য দেয়। আমাদের পদ্ধতি পরিবর্তন করতে হবে।

মূলপয়েন্ট :তার জন্য উভয় পক্ষকে ইসলাম মানা আবশ্যক।

18/04/2024

কি আজব তাই না?
৮৪ হাজার প্রানীর মধ্যে কেবল মানুষই টাকা ইনকাম করে।
কিন্তু পৃথিবীর অন্যকোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট ভরে না।

17/04/2024

বস্তা পঁচা সস্তাই হয়!
একজন সমকামিতা করে আরেক জন সমকামিতা প্রমোট করে।একজন একের পর এক বিয়ে করে তালাক দিচ্ছে।আবার তার এক্স ওয়াইফরা কুচা কুচি করতেছে। আবার আরেক জন ডজনখানিক স্বামীর স্বাদ নিচ্ছে।কিন্তু নিজেকে সন্তোষ করতে পাছে না।একজন আরেক জনের নাম বিক্রি করে নিজের সিনেমা জাতে তোলছে।আরেক জন নিজেকে ফালাফালি ডিকবাজি দিয়ে সেলিব্রিটি দাবি করতেছে।আবার আরেক জন গান ও কবিতা বই লিখা নামক এগুলারে দর্ষণ করতেছে।

রঙিন জগতের রং বেরঙের ছাগল ও কুত্তা থেকে এর থেকে বেশি কি আশা করা যায়।কি শিখা যায় তাদের থেকে।জাতিকে ধোকা আর যুব সমাজকে ধ্বংস করা ছাড়া আর কিছু না।

Address

Chittagong

Telephone

+8801868641243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu taleb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share