ETv Bangla

ETv Bangla like My Page

মো: আশরাফুল ইসলাম : শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার নন্দীর  বাজার থেকে বকশিগঞ্জ যাওয়া রোডের মুকসুদপুর নয়াপাড়া...
20/03/2024

মো: আশরাফুল ইসলাম : শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার থেকে বকশিগঞ্জ যাওয়া রোডের মুকসুদপুর নয়াপাড়া গ্রাম সংলগ্ন অটো এবং মাহিন্দ্রা সংঘর্ষে, মাহিন্দ্রার এসিস্ট্যান্ট মোঃ শুকুর আলী (৩৫) নিহত হয়েছে, নিহতর বাড়ি ১০ নং চরপক্ষীমারি ইউনিয়নের চুনিয়ারচর গ্রামে। আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক জন ভর্তি রয়েছেন।
টপ নিউজ ETV HD news

17/03/2024

১১ বছরের মেয়ে তামান্না অবাক করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাসন দিয়ে pmsheikhhasina​ ​ ​

পুরস্কার নিতে এসে প্রধানমন্ত্রীর কাছে শিশুর আবদার | PM Sheikh Hasina | Children's Day | Somoy TV

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:...m

15/03/2024
15/03/2024

ভারতে মুসলমানের নামাজ পড়ার সময় এক পুলিশ কর্মকর্তা লাথি দিয়ে নামাজ পড়া ভঙ্গ করলো



বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে পুলিশ কমিশনার:সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে স্বস্তি দিতে চাই ....
13/03/2024

বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে পুলিশ কমিশনার:
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে স্বস্তি দিতে চাই ................................................
হোসেন বাবলা:১২ মার্চ(চট্রগ্রাম)

নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে গতকাল (১১মার্চ) সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

উক্ত সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশি ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্ত করণীয়, পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),নগর কমিউনিটি পুলিশিং কমিটির অহিদ সিরাজ স্বপন,সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের চেম্বারের সৈয়দ সগীর আহমদ, আমিন সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ক্রীড়া সংগঠক মোঃ ইউসুফ সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ,আমদানীকারক, পাইকারি ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান।
তিনি বলেন ,রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং মহিলা ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সভায় পুলিশ কমিশনার মহোদয় আহ্বান জানান।যান চলাচল স্বাভাবিক রাখতে রমজান মাসে বড় দোকানের সামনে কোন প্রকার ভাসমান দোকান না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সভায় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে আলোচনা হয় এবং অতি প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার জন্য পুলিশ কমিশনার অনুরোধ জানান। তিনি আরও বলেন, সিএমপি সারা বছর নগরবাসীকে সেবা দিয়ে আসছে। পবিত্র রমজান মাসে এ সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে আমরা স্বস্তি দিতে চাই।

সাবেক জাতীয় ফুটবলার শফির মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির শোক প্রকাশ..!..........................
13/03/2024

সাবেক জাতীয় ফুটবলার শফির মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির শোক প্রকাশ..!........................................
শোক সংবাদ:১২ মার্চ
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপদেষ্টা কোচ এবং সাবেক জাতীয় তারকা ফুটবলার মোঃ শফিউল আলম (কালো শফি)১২ মার্চ(মঙ্গলবার )রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি.... রাজেউন ।

মরহুম শফির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ‌হাফিজুর রহমান,অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্রগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ন সম্পাদক ও কেন্দ্রীয় হকি ফেডারেশনের সহ সম্পাদক হাজী মোঃ ইউসুফ, ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি আলহাজ্ব প্রফেসর ড,নিছার আহমেদ মনজু, সাধারণ সম্পাদক মোঃ হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান।
এছাড়া শোক প্রকাশ করেছেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন,সাবেক কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর ও আঃ লীগ সভাপতি হাজী মোঃ আসলাম, থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আব্দুর রউফ,সহ - সভাপতি হাজী মোঃ সাহাবুদ্দিন,যুগ্ন সম্পাদক মোঃ হারুন উর রশীদ, সাবেক স্কুল কমিটির সদস্য হাজী মোঃ ফরিদুল আলম।

আরো শোক প্রকাশ করেছেন সাবেক ফুটবলার মোঃ রিয়াজ উদ্দিন (রাইজিংস্টার),মাহাবুব এলাহী, আঃ কাদের ( চট্রগ্রাম আবাহনী লি:),সেলিম রেজা ( নিমতলা লায়ন্স ক্লাব), জাতীয় ফুটবলার জাহাঙ্গীর আলম মিন্টু, আঃ আসাদ, দৌলত, হায়দার কবির প্রিন্স, আলাউদ্দিন , মোঃ নজির হাসান,(ইস্পাত একাদশ) মোঃ আসলাম, দেলোয়ার হোসেন, মোঃ মামুন, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপদেষ্টা সদস্য মোঃ দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা শিক্ষক খবির উদ্দিন আহমেদ, পরিচালক সদস্য মোঃ আকতার হোসেন,পরিচালক ও টিম সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাবেক সংগঠক মোঃ জাহিদ হোসেন,মোঃ আঃ হালিম সওদাগর ,রেফারি সমিতির সদস্য মোঃ তৈয়ব আলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ হারুন উর রশীদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
১৩ ই মার্চ(বুধবার )রাত ২টায় হযরত আলী শাহ মসজিদ সংলগ্ন সাইট পাড়া কবরস্থান প্রাঙ্গনে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।তিনি দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, শফি চট্রগ্রামস্থ দক্ষিণ হালিশহরের সানফ্লাওয়ার ক্লাব থেকে খেলায়াড়ী জীবন শুরু করে একে একে খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্রগ্রাম আবাহনী লি,শতদল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ব্লুজ,ঢাকা ইয়ংম্যানস ক্লাব ফকিরাপুল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার টিম সহ জাতীয় পর্যায়ের তারকা ফুটবলার এবং ‌ফুটবল খেলোয়াড় সমিতির আজীবন সদস্য ছিলেন।

এস এম বি গ্রুপ
08/03/2024

এস এম বি গ্রুপ

08/03/2024

#এস #এম বি #গ্রুপ

সিএমপি পুলিশের উদ্যেগে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন ....................................................
08/03/2024

সিএমপি পুলিশের উদ্যেগে
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন ...................................................
হোসেন বাবলা:৮ মার্চ (চট্রগ্রাম)

গতকাল ৭ মার্চ সকাল সাড়ে ৯ টিয় নগরীর দামপাড়া পুলিশ লাইনস জনক চত্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মা
সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
এরপর সিএমপি পুলিশের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালন করে ঐতিহাসিক দিন টিকে স্মরণ করা হয়েছে।

বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসন
আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে পুনরায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় অংশ নেন
পুলিশ কমিশনার। এসময় তিনি বলেন, "বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের রাজনীতির কবি যিনি বাংলার নিরস্ত্র সাধারণ মানুষকে সশস্ত্র মুক্তিযোদ্ধায় পরিণত করেছিলেন ভালোবেসে মার্চের অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে।
আমি আশা করি, তাঁর অনুভূতির গভীরতা ও স্পষ্টতা সঞ্চারিত হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। তাহলেই একদিন ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি।"

লাখো জনতার সামনে জাতির পিতার সেই ভাষণকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দেন।
জেলা প্রশাসক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান , বিশেষ অতিথি জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর আহমদ চৌধুরী,
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাউজানের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর সিইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭******************************কামাল হোসে...
27/02/2024

রাউজানের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর সিইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭
******************************
কামাল হোসেন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট প্রতিনিধি বিশেষ প্রতিবেদন:২৭ ফেব্রুয়ারি
চট্টগ্রামে র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানার মামলা নং-০৭(১০)৯৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পর্যু্ত রক্ষিত প্রকাশ রক্ষিত অজয় (৪৮)কে পিতা-শান্তি রক্ষিত @ শান্তি বাবু, সাং-নোয়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’সিইপিজেড এলাকা থেকে গতকাল ২৬ ফেব্রুয়ারি আনুমানিক ১২:৫০ টায় গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। সে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ মিডিয়া উইং এর প্রেসবার্তায় জানিয়েছেন।

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ............................................কামা...
23/02/2024

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ............................................
কামাল হোসেন ডিস্ট্রিক্টচট্টগ্রাম প্রতিনিধি :২৩ ফেব্রুয়ারি

গতকাল বিকাল ৩টায় সিএমপির ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম-পিপিএম (বার)।

পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করে আরো কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সে ব্যপারে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি হাজত খানা, অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা , বন্দর জোনের উপকমিশনার মিসেস শাকিলা সুলতানা,ইপিজেড থানার ওসি মোঃ হোসাইন,ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী...........................................ডেস্ক নিউজ:১৭ ফ...
17/02/2024

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী...........................................
ডেস্ক নিউজ:১৭ ফেব্রুয়ারি

গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ।

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সীমান্তে আমাদের বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দেশের সীমানা পাহারা দিচ্ছে। কারো উস্কানি ও ভুল তথ্য দিয়ে যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে তার জন্য সবাই সতর্ক থাকুন।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন এই প্রবীণ নেতা।

প্রতারক কাদেরকে ধরিয়ে দিন
01/02/2024

প্রতারক কাদেরকে ধরিয়ে দিন

30/12/2023

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ"চলবো মোরা একসাথে – জয় করবো মানবতাকে”এই শ্লোগানকে সামনে রেখে যুবকদের নিয়ে শনিবার(৩০...

৩০/ শে অক্টোবর নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর  নারিকেল তলা  এস আলম, বি আলম গলির শেষ প্রান্তে মাট্টাল্লে খালে অজ্ঞাত...
30/10/2023

৩০/ শে অক্টোবর
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর নারিকেল তলা
এস আলম, বি আলম গলির শেষ প্রান্তে মাট্টাল্লে খালে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আউটার রিং রোড এলাকার চার খালের মাথায় সিডিএ মাঠের পাশে ময়লার স্তূপে অজ্ঞাতনামা মহিলার লাশ দেখতে পাওয়া যায় ৷
বিষয়টি ইপিজেড থানা তদন্ত করছেন বলে জানা গেছে।
অজ্ঞাত মহিলার সঠিক পরিচয় পাওয়া যায়নি ৷

সিএমপি খুলশী থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ১৬ জন। সিএমপি খুলশী থানার এসআই (নিরস্ত্র) আবু হাসনাত মিশু...
28/10/2023

সিএমপি খুলশী থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ১৬ জন।

সিএমপি খুলশী থানার এসআই (নিরস্ত্র) আবু হাসনাত মিশু সংগীয় ফোর্সসহ ২৭/১০/২০২৩ খ্রিঃ নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক হোটেল সিক্স স্বর্ণালীতে অভিযান পরিচালনা করে মোঃ অহিদ, মোঃ নজুরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ আরিফ, মোঃ মনির, ইসমাইল হোসেন ইমন, মোঃ রিফাত আলী, সালমা খাতুন, উর্মি আক্তার, ঝানু বেগম, সাথী আক্তার, রাবেয়া, ইয়াছমিন বেগম, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি বেগম এবং স্বর্ণা আক্তারকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি খুলশী থানার অধর্তব্য মামলা নং-২২৯, তারিখ-২৮/১০/২০২৩ খ্রিঃ রুজু হয়।

“সন্ধান দিন”গত ২৬/১০/২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাঁধ সিডিএ বালুর মাঠের পশ্চিম পাশ...
27/10/2023

“সন্ধান দিন”

গত ২৬/১০/২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাঁধ সিডিএ বালুর মাঠের পশ্চিম পাশের রাস্তার পূর্ব পার্শ্ব হইতে মৃত নুর জাহান ফারিয়া (১৪), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-নেয়াখালী, বর্তমানে-আশেক এলাহি চৌধুরী বাড়ীর নিচতলা, হোল্ডিং নং-১১৭৫, সি/২, শাপলা আবাসিক এলাকা দক্ষিণ কাট্টলি, চুনা ফ্যাক্টরী মোড়, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম এর লাশ পাওয়া যায়। উক্ত মৃত ব্যক্তি অসনাক্তকৃত বিধায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া যায় নাই। কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির ঠিকানা ও পরিচয় জেনে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

মোবাইল -01320-052926, 01864381300,
থানা-ইপিজেড, সিএমপি, চট্টগ্রাম।

মৃত দেহ ফেলতে এসে  এলাকাবাসীর হাতে আটক দুই, সিএনজি নিয়ে পালালো  দুইজন। ২৬/১০/২০২৩ইং রাত  ৯.২৫ ঘটিকার সময় ইপিজেড থানার আ...
27/10/2023

মৃত দেহ ফেলতে এসে এলাকাবাসীর হাতে আটক দুই, সিএনজি নিয়ে পালালো দুইজন।

২৬/১০/২০২৩ইং রাত ৯.২৫ ঘটিকার সময় ইপিজেড থানার আওতাধীন রিংক রোড সিডিএ বালুর মাঠের পশ্চিম পাশের রাস্তার পূর্ব পার্শ্বে মরাদেহ ফেলতে এসে আটক দুই ।

অদ্য ২৬/১০/ ২০২৩ ইং সিডিএ বালুর মাঠের পশ্চিম পাশে লিংক রোডের পূর্ব পাশে একটি সিএনজি এসে দাঁড়ায় সেখানে ভাঙা একটা পুরাতন সিএনজির পাশে বসা ছিল আবুল হোসেন নামের এক ব্যক্তি সে ওইখানেই ছোট একটি ঘর বেঁধে বসবাস করে।

আবুল হোসেন নামের ওই ব্যক্তি দেখে যে একটি সিএনজি উত্তর দিক থেকে চালিয়ে এসে লিংক রোডে ব্রেক করে সিএনজি থেকে তিনজন আরোহী নামলো ও একজনকে কোলে নিয়ে দাঁড়িছে।

কোল থেকে যখন মাটিতে ফেলেছে তখন আবুল হোসেন প্রকাশ আবুল তাদের কাছে জানতে চাইলে আপনারা কি ফেলেছেন তখন সিএনজিতে একজন উঠে যায় ও সিএনজি দ্রুত গতিতে চলে যায় এবং বাকি দুজনকে আবুল হোসেন সহ ওই এলাকার লোকজন ধরে ফেলে।

পরবর্তীতে ইপিজেড থানায় ফোন করে প্রশাসনকে অবগত করে ও সাংবাদিক দেরকে এই বর্ণনা গুলি দিয়ে থাকে আবুল হোসেন ও এলাকার সাধারণ জনতা।

প্রশাসনের মাধ্যমে ওই আটক কৃত দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইপিজেড থানা পুলিশ ।

মৃত নুর জাহান ফারিয়া (১৩), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-নেয়াখালী, বর্তমানে-আশেক এলাহি চৌধুরী বাড়ীর নিচতলা, হোল্ডিং নং-১১৭৫, সি/২, শাপলা আবাসিক এলাকা দক্ষিণ কাট্টলি, চুনা ফ্যাক্টরী মোড়, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম

উক্ত মৃত ব্যক্তি অসনাক্তকৃত বিধায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া যায় নায় আটক কৃত দুই আসামি সহ মরা দেহ ময়না তদন্তের ও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ইপিজেড থানা পুলিশ ।

"পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন" দুর্গাদেবী কে অশ্রুসিক্ত জলে ঘোড়ায় চড়ে বিদায় জানান....!................................
24/10/2023

"পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন" দুর্গাদেবী কে অশ্রুসিক্ত জলে ঘোড়ায় চড়ে বিদায় জানান....!.....................................
নিজস্ব প্রতিবেদক:২৪ অক্টোবর
সনাতনী ধর্মালম্বীদের দূর্গা পূজায় বিসর্জনের দিন বৃষ্টিতে একাকার হচ্ছে তাদের চোখের জল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়।বিকেল সাড়ে ৩টায় আসেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
ইপিজেড থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার শীল জানান, দুপুর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা মণ্ডপ থেকে আনতে একটু সময় লাগছে। ১৬ থানার তিন শতাধিক প্রতিমা এখানে বিসর্জন দেওয়ার কথা থাকলেও সব প্রতিমা বিসর্জন দেয়া হয় নি।
আশাকরি দ্রুততম সময়ের মধ্যে সব প্রতিমা বিসর্জন সম্ভব হবে।
তিনি আরও জানান, পতেঙ্গা সৈকতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন প্রতিমা বিসর্জনে সহায়তা করছে।
চ সি ক ,মেডিক্যালটিম‌, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের টিমও রয়েছে।
এ বছর নগরের জেএমসেন হলসহ ১৬ থানায় ব্যক্তিগত/ঘট পূজাসহ ২৯৩টি পূজামণ্ডপ এবং চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ২ হাজার ১৭৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গতিনাশিনী দেবী দুর্গা ধরাধামে এসেছিলেন ঘোড়ায় চড়ে, ফিরছেন একই বাহনে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য বলেন, সাত নম্বর সতর্কতা সংকেত চলছে। বৃষ্টিও পড়ছে। তাই সুবিধাজনক স্থানে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতি বারের মতো এবারও পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও অভয়মিত্র ঘাট, বারুণী স্নান ঘাট, কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট, কাট্টলী সৈকত, কালুরঘাটসহ বিভিন্ন এলাকার পুকুর, দীঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা ১৩ লক্ষ টাকা আত্মসাধের মামলার আসামি মোঃ রহিম দেশ পলাত,,CR- ১০১০/২৩ (কোতোয়ালী) বাংলাদেশ ফরম নং ৩৯০৫ ।...
21/10/2023

গ্রেফতারি পরোয়ানা ১৩ লক্ষ টাকা আত্মসাধের মামলার আসামি মোঃ রহিম দেশ পলাত,,CR- ১০১০/২৩ (কোতোয়ালী) বাংলাদেশ ফরম নং ৩৯০৫ । -লী- মোঃ শওকত হোসাইন (১৯) হাইকোর্ট ক্রিমিনাল প্রসেন ফরমনং১২যোগ:০১৮৩৬-960068,
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চট্টগ্রাম
গ্রেফতারী ওয়ারেন্ট প্রতি, de (ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা।) বন্দর থানাetg.(১) যে ব্যক্তি বা যে সকল ব্যক্তিকেএই ওয়ারেন্ট তামিল করিতে হইবে তাহার বা তাহাদিগের নাম ও পদ ।আসামী
মোঃ রহিম (৩৫)
পিতা- মোঃ আলম, মাতা- মোছাঃ মুক্তা বেগম, প্রতি সাং-বড় বাড়ী রোড, তারার- সেই লাভ করাल
৪২১৮, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম,২) অপরাধ বর্ণনা করিবেন।(2)নিবাসী অপরাধের নালিশ হইয়াছে, অতএব আপনার স্বাক্ষরে NI. Act এর ১৩৮/১৪০(3)[অপর পৃষ্ঠায় দেখুন]প্রতি এতদ্বারা আদেশ করা যাইতেছে যে আপনি
ধরিয়া আমার নিকটে উপস্থিত করিবেন। ইহাতে ত্রুটি না হয়।26106126সন ২০2 6ম্যাজিস্ট্রেট।
তারিখ অদ্য 2019 জুয়েল দেব (৭৬ ধারা দেখুন) মেয়েপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম।যদি উক্ত সালের
মাসের তারিখে আমার সম্মুখে উপস্থিত হইবার ও
আমাকর্তৃক অন্যরূপ আদেশ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকিবার জামিন নিজে টাকার ও পতিত
টাকা দেন তবে তাঁহাকে ছাড়িয়া দেওয়া যাইতে পারিবে।সন ২০তারিখ অদ্য ম্যাজিস্ট্রেট।
মুঃ আঃ নং- ৪৬/২২-২৩ : ০১-১২-২০২২।
শঙ্কর প্রিন্টিং প্লেস--সিডিপি শাখা(ক)-৫৮৭/২২-২৩/ (লঃ)-08-12-2022-১০,০০,০০০ কপি।।।

সিএমপি ইপিজেড থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।  গত ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি: সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ জ...
21/10/2023

সিএমপি ইপিজেড থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

গত ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি: সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে, এএসআই মো: আবুল হোসেন, এএসআই রিকু বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এন আই এক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো: সাহাব উদ্দিনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যাক্তিকে যথাযথ পুলিশ স্কটের সহায়তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি  চট্টগ্রাম জেলা কমিটি ও ইপিজেড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ..............
14/10/2023

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা কমিটি ও ইপিজেড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ........................................
ডেস্ক নিউজ::১৪অক্টোবর

সম্প্রতি অনুষ্ঠিত বিকালে কর্ণফুলী ইপিজেড ও সিইপিজেড চত্তরে সংগঠনের আহ্বায়ক, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মিজানুর রহিম চৌধুরী।
গণ সংহতির আন্দোলনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আল - জাহিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা শামীম আকন্দ, মোঃ রুবেল খান, নারী শ্রমিক নেত্রী সুমি আক্তার, শিউলি বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ উত্তর সংগঠনের নেতৃবৃন্দরা দ্রব্যমূল্যর উর্ধ্বগতি,গ্যাস -বিদ্যুৎ,পানি সহ নিত্যপণ্যের দাম কমানো এবং বেতন স্কেল বাড়ানো ,২৫হাজার টাকা মজুরি, অযৌক্তিক শ্রমিক ছাঁটাই বন্ধ করা,৬৫শতাংশ বেসিক বৃদ্ধির দাবিতে কর্ণফুলী ইপিজেড গেট থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর সিইপিজেড মোড়ে এসে সমাপ্ত হয়।
সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বলেছেন, দ্রুত উপরোক্ত দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনৈক বশির আহাম্মদ কন্ট্রাক্টর হালিশহর থানাধীন তাসফিয়া গেইটের সামনে শিশু ছেলের অনুমান বয়স ৬বছর'কে পেয়ে থানায় নিয়ে আসেন। শ...
14/10/2023

জনৈক বশির আহাম্মদ কন্ট্রাক্টর হালিশহর থানাধীন তাসফিয়া গেইটের সামনে শিশু ছেলের অনুমান বয়স ৬বছর'কে পেয়ে থানায় নিয়ে আসেন। শিশু বাচ্চাটি তাহার পিতা মাতার নাম-ঠিকানা কোন কিছু বলতে পারছেন না। শিশুটির প্রকৃত অভিভাবক এর সন্ধান পাওয়া গেলে হালিশহর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ডিউটি অফিসার হালিশহর থানার মোবাইল নম্বর ০১৩২০০৫২৭৭৬

সিএমপি পতেঙ্গা মডেল থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ০৬ জন।সিএমপি পতেঙ্গা থানার একটি আভিযানিক দল ১২/১০/...
12/10/2023

সিএমপি পতেঙ্গা মডেল থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ০৬ জন।

সিএমপি পতেঙ্গা থানার একটি আভিযানিক দল ১২/১০/২০২৩ খ্রিঃ নগরীর পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়া বরিশাল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ আলী আকবর, মোঃ সাকিব মোল্লা, মোঃ জসিম, কাকলী আক্তার, জান্নাতুল ফেরদাউস ও সাকিলাকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং- ১০৯/২৩, তারিখ- ১২/১০/২০২৩ খ্রিঃ রুজু হয়।

Address

Bangladesh, Chittgong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ETv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ETv Bangla:

Videos

Share

Category

Nearby media companies



You may also like