ARMOB

ARMOB A representative, Environmental and Humanitarian organization of Mirsharai

02/12/2023

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন টি হলে ফাটল

Main gate of Comilla University ❤️
19/11/2023

Main gate of Comilla University ❤️

পরিবারের ছোট সন্তানরা এমনই বাঁকা দৌড়ায় 😆
24/10/2023

পরিবারের ছোট সন্তানরা এমনই বাঁকা দৌড়ায় 😆

24/10/2023

থামেন👊 এবার ত থামেন। আপনাদের ছবিতে আর স্টোরিতে রিয়েক্ট দিতে দিতে আমি 🥵🥺

12/10/2023

Dept of Public Ad
17th batch,CoU

03/10/2023

কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়বেন?
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাকে যা জানতে হবে 🔥

A part of our Mirsharai Economic Zone.দেখে যেন মনে হচ্ছে ইউরোপের কোনো জায়গা🔥
30/09/2023

A part of our Mirsharai Economic Zone.
দেখে যেন মনে হচ্ছে ইউরোপের কোনো জায়গা🔥

27/09/2023

If u like to watch vlog videos,You can follow this page 🤙 Arvhi Vlogss

দেখি তো এটা কোথায় কে বলতে পারে!!
09/09/2023

দেখি তো এটা কোথায় কে বলতে পারে!!

বাংলার বুকে বঙ্গবন্ধু ❤
22/08/2023

বাংলার বুকে বঙ্গবন্ধু ❤

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রাম
22/08/2023

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রাম

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর আগের রুপ এবং বর্তমান রুপ।
22/08/2023

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর আগের রুপ এবং বর্তমান রুপ।

মীরসরাই থানা পুলিশের অভিযানে আন্ত:জেলার গরু চোর চক্রের ০৬ সদস্যকে অস্ত্র-গুলি সহ দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত ০১টি ট্রা...
19/08/2023

মীরসরাই থানা পুলিশের অভিযানে আন্ত:জেলার গরু চোর চক্রের ০৬ সদস্যকে অস্ত্র-গুলি সহ দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত ০১টি ট্রাক সহ গ্রেফতার:
--------------------------------------------------
এসআই(নিরস্ত্র)/মোঃ জাহিদুল ইসলাম আরমান থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করাকালে ১৮/০৮/২০২৩খ্রি: রাত ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কতিপয় আন্তজেলা গরু চোরচক্রের সংঘবদ্ধ দল চোরাই গরু বোঝাই ট্রাকসহ মীরসরাই থানাধীন ১১নং মঘাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের ভিতরে পাকা রাস্তার দিকে আসছে। উক্ত বিষয়টি জনাব মোঃ কবির হোসেন, অফিসার ইনচার্জ, মীরসরাই থানা, চট্টগ্রামকে অবগত করলে তাহার নেতৃত্বে থানা এলাকায় অন্যান্য টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ টহল টিমের সহায়তায় মীরসরাই থানাধীন ১১নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা খন্তাকাটা ব্রীজের উত্তর পাশে মোস্তফার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ব্যারিকেড দিয়ে একটি ট্রাক গরুসহ তথায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের পিছনে বডিতে গরুর সাথে থাকা ৫/৬ জন চোর ট্রাক হতে লাফালাফি করে নেমে আশপাশের বাড়ির ভিতর ঢুকে পালিয়ে গেলেও ট্রাকের সামনে বসা থানা ড্রাইভার ১। মো: মোশাররফ হোসেন (৩৯), পিতা- মৃত আঃ রহিম, মাতা- পিয়ারা বেগম, সাং-আলিপুর(মেন্দি মিয়ার বাড়ী), ০৩ নং পৌর ওয়ার্ড, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, এ/পি-বাটা গলি মমতাজ সওদাগরের বাড়ী, জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া, থানা-পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ আবুল বশর(৬০), পিতা-মৃত সিদ্দিক আহাম্মেদ, মাতা- মৃত খায়েরেন্নেছা, সাং-বানাতলী(জাফর আলীর বাড়ী), ০৯নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, এ/পি-হুমায়ুন এর কলোনি, রেল রাস্তার মাথা(হুমায়ুন এর বাসার ভাড়াটিয়া), থানা-পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ রিয়াজ(২৯), পিতা-মোঃ বাদশা, মাতা-তাসলিমা বেগম রিনা, সাং-এখলাছপুর(কালা মিয়া চৌকিদার বাড়ী), ০১নং ওয়ার্ড, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি- টাক্কুর বাড়ী, মালিপাড়া রোড, রেল লাইনের পাশে, জয়নাল মিয়ার দোকান, থানা-আকবর শাহ, সিএমপি, চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়।

উপস্থিত লোকজনের সম্মূখে তল্লাশি করে ধৃত আসামী মোঃ মোশাররফ হোসেন এর প্যান্ট পরিহিত কোমড়ে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, প্যান্টের ডান পকেটে ২ রাউন্ড কার্তুজ(গুলি), এবং প্যান্টের বাম পকেটে একটি Maxi

তেমন কিছুই না, ChatGPT কে জিগাইছিলাম😁  😑
15/08/2023

তেমন কিছুই না, ChatGPT কে জিগাইছিলাম😁 😑

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আল...
15/08/2023

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহামদুলিল্লাহ!

আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিলো!

আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন!

আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন!

কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন!

সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন!

একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিলো, সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন!

আজ সেই কোরআনের পাখি আর এই পৃথিবীতে নেই😭
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।😭😭
আপনি রয়ে যাবেন বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে!
আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,
আমিন ইয়া রব 😭😭🤲

এ বাংলার আকাশ, বাতাসপ্রতিটি শিশু, প্রতিটি তরুণ, প্রতিটি মানুষএক একটি অযুত মুজিবের প্রতিধ্বনি।শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির...
14/08/2023

এ বাংলার আকাশ, বাতাস
প্রতিটি শিশু, প্রতিটি তরুণ, প্রতিটি মানুষ
এক একটি অযুত মুজিবের প্রতিধ্বনি।

শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে

#বঙ্গবন্ধু #শোকদিবস #বাংলাদেশ #১৫আগস্ট

"এমন জীবন তুমি করিয়াছ গঠন,মরে হাসছ তুমি ,কাঁদছে ভূবন 😥আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।আমিন
14/08/2023

"এমন জীবন তুমি করিয়াছ গঠন,
মরে হাসছ তুমি ,কাঁদছে ভূবন 😥

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।আমিন

দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই!(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
14/08/2023

দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই!
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

14/08/2023

★নারী কিসে আটকায়??
এ-বিষয়টা এখন মহামারী রোগের মত চারদিকে ছড়িয়ে পড়েছে!!
এই প্রশ্নটা একজন নারীর জন্য খুবই অসম্মান জনক শব্দ।তাই বিষয়টা এড়িয়ে যেতে চাইছিলাম।
কিন্তু এই প্রশ্নটা এতোটাই ভাইরাসে পরিণত হয়েছে!কিছু বলতে না চাইলেও বলতে হচ্ছে-

★নারী কিসে আটকায় তা আপনি কিভাবে জানবেন!? আপনার আইডল তো শাকিব খান,জাস্টিন টুডু,বিলগেস্ট,তাহসান কিংবা পরিমনি বা মাহিয়া মাহি ইত্যাদিতে।একজন চরিত্রহীন মানুষ দিয়ে যখন পুরো জাতিকে প্রশ্ন করেন এটা বড়ো আফসোসের বিষয় 🥲

★হযরত আদম আঃ থেকে সারাবিশ্বের মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন।হযরত আবু বকর রাঃ,হযরত ওমর রাঃ,হযরত ওসমান রাঃ,হযরত আলী রাঃ কিংবা অসংখ্য সাহাবীদের জীবনী পড়ুন। দেখতে পাবেন অসংখ্য সাহাবী অসংখ্য নবী রাসুলের জীবনে চলার মত পর্যাপ্ত টাকা ছিল না বিলাসিতা তো বহু দূরের কথা।কিন্তু তাদের স্ত্রীরা কিভাবে সংসার করে গেলো?কি করে আটকে গেলো?
★আপনার বাবাকে একটা বার জিজ্ঞেস করুন,কি এমন লোভে পড়ে আপনার মা আটকে গেলো।

★আপনার বোনকে প্রশ্ন করুন?আপনার বোন জামাইয়ের কি এমন অট্টালিকা দেখে ৩-৪ টা বাচ্চা নিয়ে এতো সুন্দর সংসার করে যাচ্ছে।

★দু'চারটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কিংবা চরিত্রহীন নারী-পুরুষ দিয়ে নারী বা পুরুষ কে বিচার করবেন না দয়াকরে,যাদের যাওয়ার ইচ্ছে আছে তাদের পুরো পৃথিবীরটা এনে দিলেও রাখতে পারবেন না।

★নারী কোনো পশুপাখি না যে তাকে আটকাইতে হবে,এসব চিন্তা বাদ দিয়ে,আপনার আইডল ম্যান হিসেবে নবী,রাসুল কিংবা সাহাবিদের জীবনী ফলো করুন নারী নিজেথেকে আজীবন আপনার কাছে আটকে যাবে ইনশাআল্লাহ।

★নারী মা,নারী কন্যা,নারী বোন,নারী জীবনসঙ্গিনী।
দিন শেষে একজন পুরুষ ই নারীর হেফাজত কারী।
কখনো বাবা হয়ে,কখনো ভাই হয়ে, কখনো জীবনসঙ্গী হয়ে।নারীকে আটকাতে হয় না নারী নিজের সেফটির জন্য একজন পুরুষের ছায়াতেই আটকে যায়।নারী পরম যত্নে বেধে রাখে,,,মমতায় নিজে আটকে থাকে।

নতুন ফেতনা! নারী কিসে আটকায়?

মনে রাখবেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে; লাঞ্চিত করেনি। সুতরাং জাস্টিন ট্রুডো, তাহসান, রিত্তিক রওশন, হুমায়ুন ফরিদী, বা বিল গেটস কেউই আমাদের উদাহরণ নয়!

নারী ১০ মাস ১০দিন পেটে ধরে সীমা’হীন কষ্ট সহ্য করে লালন পালন করে,বড় হয়ে সন্তা’ন,ফেসবুকে পোস্ট দেয়" নারী কিসে আটকায় !?"

সঠিক বুঝার তাওফিন দেন

🤲🤲আমিন🤲🤲

সব ষড়যন্ত্র ব্যর্থ করে আগামী নির্বাচনেও জয়ী হবে আওয়ামী লীগ: ইঞ্জিনিয়ার মোশাররফযত ষড়যন্ত্রই হোক, আগামী নির্বাচনে বিজয়ী হয়...
12/08/2023

সব ষড়যন্ত্র ব্যর্থ করে আগামী নির্বাচনেও জয়ী হবে আওয়ামী লীগ: ইঞ্জিনিয়ার মোশাররফ

যত ষড়যন্ত্রই হোক, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ধানমন্ডি-৩২ এ স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বিএনপির, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তবে ষড়যন্ত্র এখনও চলছে। চক্রান্ত রুখতে না পারলে সাম্প্রদায়িক অপশক্তির কাছে হেরে যাবে বাংলাদেশ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিএনপি- জামায়াতের লক্ষ্যই গণতান্ত্রিক ধারা ব্যাহত করা। সংবিধানকে পদদলিত করতে চায় তারা।

11/08/2023

ব্রেকিং নিউজ
তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।
১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু পরীক্ষা।

আগামীর মিরসরাই ইকোনমিক জোন🔥
10/08/2023

আগামীর মিরসরাই ইকোনমিক জোন🔥

ভবিষ্যতের "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরী 🔥
09/08/2023

ভবিষ্যতের "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরী 🔥

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যার পানিতে ডু-বে জুনায়েদুল ইসলাম জারিফ (২৩) নামে এক যুবকের মৃ-ত্যু হয়েছে। আজ মঙ্গলবার সক...
08/08/2023

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যার পানিতে ডু-বে জুনায়েদুল ইসলাম জারিফ (২৩) নামে এক যুবকের মৃ-ত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তার লা-শ উদ্ধার করেছে স্থানীয়রা। নি-হত জুনায়েদ চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার প্রকৌশল বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিল।

ঝিনুকের আদলে তৈরীআইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন।
08/08/2023

ঝিনুকের আদলে তৈরী
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন।

 #জনস্বার্থে ইদানিং অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। আপনাদের অবশ্যই জানা দরকার........রান্নার জন্যে আমাদের ঘরে ...
07/08/2023

#জনস্বার্থে
ইদানিং অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। আপনাদের অবশ্যই জানা দরকার........

রান্নার জন্যে আমাদের ঘরে যে LPG Gas থাকে আপনি কী জানেন তাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে!
সিলিন্ডারে A B C D লেখা থাকে আর তার সাথে থাকে দুটি করে নম্বর।

এখানে A বলতে January, February, March মাসকে বোঝায়। B বলতে April, May, June; C বলতে July, August, September; আর D বলতে October, November, December -কে বোঝায়। বাকি দুই নম্বর সালকে বোঝায়।

উদাহরণস্বরূপ ছবিটা দেখুন। এখানে B. 13 লেখা আছে। এর মানে এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট 2013 সালের June মাসে শেষ হচ্ছে। এই ডেটের পর থেকেই সিলিন্ডারে লিকেজ এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে, তাই সময় থাকতে সচেতন হন। এর পর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন।

Mirsarai Speak

05/08/2023

আসাদ নুরের নামে পোস্ট করার পাশাপাশি ওর পেইজে রিপোর্ট করুন।
১দিন মধ্যে তার পেইজ ডাউন করবো আমরা,,,,

05/08/2023

মানবিক সাহায্যের আবেদন
************************
মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাজীটোলা গ্রামের বাসিন্দা দিনমজুর আলমগীর হোসেন দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যু-র দিকে অগ্রসর হচ্ছেন। তার পরিবারে কোন ছেলে সন্তান বা তেমন কোন আত্মীয়স্বজন না থাকায় তার চিকিৎসার খরচ বহন করা খুব কষ্ট সাধ্য হয়ে উঠেছে। তার চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। যিনি গ্রামের সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে বিশেষ করে কব-র খোড়া, ঘূর্ণিঝড় সতর্কবার্তাসহ আরো বেশকিছু কাজে অংশগ্রহণ করতেন। এই মানবিক মানুষকে সহযোগিতা করার জন্য সকলের কাছে অনুরোধ রইলো। স্থানীয় কিছু যুবক আলমগীর হোসেনের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন। তাদের মাধ্যমে আপনিও চিকিৎসা সহায়তা করতে পারেন।

বিকাশ পার্সোনাল :-01824009745
নগদ :-01824009745
যোগাযোগ:
ইমন:-01328208720
মিরাজ:-01883158371
রায়হান:-01840778386
রাজীব:-01865574042
সাজ্জাদ:-01803692883

04/08/2023

অভিনন্দন
মিরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নের আমান উল্ল্যাহ ভূঁইয়া বাড়ির বাসিন্দা আজমল খান চৌধুরীর পুত্র আসিফ খান চৌধুরী অনিক ৪১ বিসিএস ক্যাডার (রেলওয়ে) সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মিরসরাই ইকোনমিক জুন  #যারা চাকরি করতে চান,যোগাযোগ করতে পারেন!
03/08/2023

মিরসরাই ইকোনমিক জুন #যারা চাকরি করতে চান,যোগাযোগ করতে পারেন!

অভিনন্দন Jahed Oviচট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটিতে  উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন, মিরসরাই উপজেলার, ১১নং মঘা...
03/08/2023

অভিনন্দন Jahed Ovi
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটিতে উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন, মিরসরাই উপজেলার, ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর কৃতি সন্তান জাহেদ অভি।

অভিনন্দন Fahad Fahad Uddin  ভাই 🌷১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক (২) নির্বাচিত হয়ে...
03/08/2023

অভিনন্দন Fahad Fahad Uddin ভাই 🌷
১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক (২) নির্বাচিত হয়েছেন ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য, ১৩ নং মায়ানী ইউনিয়ন আওতাধীন ০৬ নং ওয়ার্ডের সন্তান, মেধাবী ও বিচক্ষণ ছাত্রনেতা ফাহাদ উদ্দিন রনি।

28/07/2023

***ব্রেকিং নিউজ**
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী!

27/07/2023

মিরসরাই ইকোনমিক জোন

আমাদের সার্ভিস সমূহ:-১. মিরসরাই জোনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে প্রকাশ করি।২. মিরসরাইয়ের যেকোনো আপডেট দেই৩. কারো ব্যবসা...
26/07/2023

আমাদের সার্ভিস সমূহ:-
১. মিরসরাই জোনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে প্রকাশ করি।
২. মিরসরাইয়ের যেকোনো আপডেট দেই
৩. কারো ব্যবসা প্রতিষ্ঠান/দোকানের প্রোডাক্ট সেল করে দেই।
৪. ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভিড়িও বানিয়ে দেই
৫. যেকোনো প্রোডাক্টকে প্রমোট করে দেই
৬. মিরসরাই ইকোনমিক জোনের নতুন নতুন প্রতিষ্ঠান গুলো নিয়ে ভিড়িও বানিয়ে তার জনপ্রিয়তা বৃদ্ধি করে দেই
ইত্যাদি ইত্যাদি সেবা আমরা প্রদান করি।

অন্যান্য সেবা:-
**ফেসবুক আইডি ও পেইজ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেয়া হয়

**ইনকাম করার মত প্রফেশনাল পেজ খুলে A to Z সেটিং করে দেয়া হয়

**প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে তাকে পুরোপুরি কাস্টমাইজ করে দেয়া হয়

**জিমেইল আইডির যেকোনো সমস্যার সমাধান ইত্যাদি টেকনোলজি রিলেটেড সকল সেবা পাবেন।

**সবার প্রয়োজনে সাথে আছে আমাদের পুরো মিরসরাই স্পিক টিম🥀
Pic credit: fb

25/07/2023

#হেল্প_পোস্ট
মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাবা নাই। এখানে ওখানে কর্ম করে মায়ের সংসার চলাতে হয় । বড্ড অসহায়। এই সময়ে একটা মেয়ের বিয়ের খরচ বহন করা কষ্টসাধ্য নয় বরং অসম্ভব প্রায়। এখানে যারা বিত্তবান আছেন তাদের একটু সহযোগিতায় মেয়েটির বিবাহ সুন্দরভাবে সম্পন্ন হতে পারে।
এখানকার দিনে চায়ের দোকানে শ'খানেক টাকার বিল আসে। আমরা যে যাই পারি একটু সহযোগিতা করি। হোক সেটা ১০০ টাকা। যে যার যার জায়গা থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করি।
বিকাশ /নগদ-০১৬১১৮৭১১৮৮

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ARMOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARMOB:

Videos

Share

Category


Other Video Creators in Chittagong

Show All

You may also like