মীরসরাইয়ে বিএনপির বিজয় মিছিল
মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক সাহিদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল আবছার জুয়েল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ পৌরসভার বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনসহ প্রমূখ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা হয়রানি মুলক মামলা গুম খুন করেও বিরোধী রাজনীতি স্তব্দ করতে পারেন
মিরেশ্বরাইয়ে বারি বৃষ্টি ফলে ভয়াবহ বন্যা,,, মিরসরাই বেশির ভাগ গ্রাম ও ঘর বাড়ি ভারি বন্যার কারনে তলিয়ে গেছে,,, এখন পর্যন্ত তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি, J H TV ONLINE NEWS সূর্তে জানা গেছে,,, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে,, পাহাড়ি ঢল নেমে আসা তেই,, এই বন্যা সৃষ্টি হয়
মিরসরাই ভারি বৃষ্টি পাতে বয়াভহ বন্যা
বিস্তারিত আসছে J H TV ONLINE নিউজ এই
ব্রেকিং নিউজ
ঢাকা থেকে ছেড়ে আসা মাল বহি কনটিনিয়ার ট্রেন ইঞ্জিন বগিতে আগুন,,,ঘটনা টি চট্রোগ্রাম মিরসরাই রেল গেটেই ঘটেচে এখনো পর্যন্ত কোন মালামাল এবং জানের ক্ষতি হয় নাই
ঢাকা থেকে ছেড়ে আসা মাল বাহি ট্রেনের ইন্জিনে আগুন,,,, বিস্তারিত আসতেচে
আ-ত্ম-হ-ত্যা-র আগে যাদের নাম বলে যান
ভোলার ৪ উপজেলায় ভোলা সদর ইলিশা,দৌলতখান,তজুমুদ্দিন ও লালমোহনে এই সাপের দেখা মিলে।
রাসেল ভাইপার
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনাম দিলেও বাঁচার সম্ভাবনা খুবই কম।
এই সাপের প্রধান খাদ্য টিকটিকি ব্যাঙ ইদুর তাই বসত ঘরে ক্রমেই ডুকে পরছে এই সাপ।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
এরা সরাসরি বাচ্চা দেয়-৪০ থেকে ৮০ টি পর্যন্ত।
এই প্রানঘাতী সাপটি থেকে আমরা নিজেকে সতর্ক রাখি।
পূর্ব বামন সুন্দরের অত্যন্ত সম্মানী এবং প্রবীণ ব্যক্তি বামন সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যারকে শারীরিকভাবে আঘাত করেছেন আমাদের ৭ নং কাঁটা ছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।
এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন কাটা ছড়ার জনগন
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের হুমকার