Journalist Arfatul Islam Ctg

Journalist Arfatul Islam Ctg I am Journalist.

10/01/2024

নাচ ও গান সকল দেশের একটি অবিচ্ছেদ্য সংস্কৃতি ও অভিজাতের বিষয়।গান ও নাচের মধ্যে হরেক-রকমের প্রকারভেদ রয়েছে। কিছু .....

23/11/2023

হাটহাজারীতে খাতিজা বেগম নামের এক বৃদ্ধা মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। এতে এলাকায় সমালোচনার ঝড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এঘটনায় থানা-পুলিশ ও ইউএনও অফিসে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা না পেয়ে কয়েকদিন ধরে ভবঘুরের মতো ঘুরছিলেন ৬৩ বছর বয়সী বৃদ্ধা মা। মানুষের বারান্দায়, ফুটপাতে কাটছিল তার দিন-রাত। অবশেষে ঠাঁই হয়েছে রাউজান বৃদ্ধাশ্রমে।

06/07/2023

চট্টগ্রামের সদ্য বিয়ে হওয়া মেয়েদের অভিভাবকদের বলছি
প্রসঙ্গঃ হাটহাজারীতে বেড়েছ মৃত্যুর মিছিল
===========================
মেয়ে বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে যাইয়েন না। মেয়ের খোঁজ খবর নেন। বিয়ে পরবর্তী তার মান*সিক অবস্থার কথা শুনুন। শ্বশুরবাড়িতে মেয়ে দিনকাল কেমন কাটাচ্ছে জানতে চান। খেতে পারুক না পারুক শ্বশুরপক্ষের লোকজন ভালো আচরণ করে কিনা জানার চেষ্টা করুন। মেয়ের সাথে অন্যায় হচ্ছে জানলে বা শুনলে নিজেদের কিংবা সামাজিক মানসম্মানের দোহাই দিয়ে পরিস্থিতি চেপে রাখার মানসিকতা পরিহার করুন। ওরকম পরিস্থিতিতে মেয়েকে মানসিক ভাবে শক্তি দিন,সাহস দিন। শ্বশুরবাড়ীতে এরকম এক আধটু হয়,মেনে নাও,মানিয়ে নাও- প্রচলিত এমন কথা বলে মেয়ের উপর হওয়া মানসিক নির্যাতনগুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করবেননা।

এর ব্যত্যয় ঘটলে একদিন সকালে শুনবেন সিলিং ফ্যানে ঝুলে গেছে মেয়ের নিথর দে*হ।
মেয়েকে ঘিরে আইন-আদালত,থানা-পুলিশ,
রাজনীতি,সালিশ দরবার,হাজার হাজার মানুষের সহানুভূতি সব পাবেন। কেবল পাবেন না মেয়েটাকে।

✅ জাল দলিল চেনার ৯টি সহজ উপায়ঃজমি কেনা-বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়। এমন বহু মানুষ রয়েছেন, জ...
23/02/2023

✅ জাল দলিল চেনার ৯টি সহজ উপায়ঃ

জমি কেনা-বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়। এমন বহু মানুষ রয়েছেন, জমি কেনা-বেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন। এজন্য দলিল চেনা খুবই জরুরি। নিম্নে জেনে নিন বিস্তারিত তুলে ধরা হল।

১. ভলিউডেমর তথ্য:
সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্ট্রার বা ভলিউমে লেখা হয়ে থাকে। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে।

২. স্বাক্ষর যাচাই:
অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়।

৩. মূল মালিক শনাক্ত:
এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিক কে, তা নির্ণয় করতে হবে।

৪. নামজারি:
সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না, সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায়, সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে, তাহলে বুঝতে হবে, কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে, তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না, তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কি না, এসব যাচাই করতে হবে।

৫. আমমোক্তারনামা:
সম্প্রতি কোনো আমমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে।

৬. তারিখ যাচাই:
কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কী, তা যাচাই করতে হবে।

৭. লেখক যাচাই:
সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিক্রীত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরেজমিন কথা বলে নেয়া দরকার।

৮. মালিকানা যাচাই:
জমির স্বত্ব কী বা মালিকানা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কি না।

৯. সিল-স্ট্যাম্প যাচাই:
দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এ নম্বরটি ঠিক আছে কি না, প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন।

পরিবারের একমাত্র কনিষ্ঠ পুত্র মাহবুব,মাকে না বলে যুদ্ধে যাওয়ায় অভিমানে হালদায় ঝাঁপ দিলেন মা-মায়রামোঃআরফাতুল ইসলামঃহাটহাজ...
23/11/2022

পরিবারের একমাত্র কনিষ্ঠ পুত্র মাহবুব,মাকে না বলে যুদ্ধে যাওয়ায় অভিমানে হালদায় ঝাঁপ দিলেন মা-মায়রা

মোঃআরফাতুল ইসলামঃ
হাটহাজারীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সনদ গত ১০ই নভেম্বর(বৃহস্পতিবার) উপজেলার সেমিনার কক্ষে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিদুল আলম এ সনদপত্র ও কার্ড প্রদান করেন।এ সময় ৭১জনের মধ্যে মুক্তিযুদ্ধ সনদপত্র ও কার্ড প্রদান করা হয়।৫৫০জনের মধ্যে ২০০জনের অধিক মুক্তিযুদ্ধাদের এ সনদ প্রদান করা হয় বলে জানা যায়।

ছবিতে মুক্তিযোদ্ধা কার্ড ও সনদ গ্রহণ করছেন বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মাহবুবুল আলম(৬৭)।যাঁর পরিচিতি নম্বর-(০১১৫০০০৮৯৫৭)।তিনি উপজেলার ছিপাতলী ইউনিয়নের আলম আজমের বাড়ির পিতা আলহাজ্ব আমিনুর রহমান ও মাতা মায়রা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।৩ বোনের ১ ভাই। বাবা মায়ের কনিষ্ঠ পুত্র থাকায়, খুব আদরের সন্তান ছিলেন। হালদা ঘেঁষে বাড়ি হওয়ায়,শৈশব কেটেছে অত্যন্ত বিলাসী,মাছ ধরা ছিল তাঁর প্রিয় সখ।তিনি ছোটকাল থেকে সামাজিক কর্মকাণ্ড ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করতেন।পাড়ার অন্য আন্যান্য ছেলেদের চেয়ে,তিনি ছিলেন একটু ভিন্নতর।বাবার হাত ধরে ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি,ধীরে ধীরে মাওলানা হয়ে দেশ দশের খেদমতে নিজেকে ব্যস্ত রাখতেন।দেখতে দেখতে তিনি শৈশব পার হয়ে যখন কৈশরের ১৫থেকে ১৬তে পা রাখেন।

অতঃপর সারা দেশে মুক্তি যুদ্ধের ডাক এলো,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ।উপজেলার পার্শ্ববর্তী রাউজান থানার কমান্ডার সি.এম.সি হাশেমের সাথে যোগদান,সে সময় রাউজান বড়ইতলা এলাকায় শামছু চেয়ারম্যানের খামার,রাবার বাগানের উত্তর পাশের ক্যাম্পে ৩৭০জন বিশিষ্ট মুক্তিযুদ্ধার ক্যাম্প ছিল।যুদ্ধ চলছিল,দিন রাত ভারী গুলি বর্ষণ,বাতাসে মিশে গেছে গোলাবারুদের গন্ধ।মুক্তিযুদ্ধা মাহবুবুল আলমের সাথে ছিল উপজেলার পার্শ্ববর্তী গ্রাম নাঙ্গলমোড়ার মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন,মুক্তিযুদ্ধা জোহুরুল আলম,মোজাফ্ফরপুরের মুক্তিযুদ্ধা

নুরুল আলম।৪জনেই ঐ ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ করেন।শোকার্ত হয়ে মাহবুবুল আলম বলেন,মাহাদাইম্মের হাটে রাজাকারদের ইশারায় পাক্ হানাদার বাহিনীর অস্ত্রের মুখে

আমরা একজন মুক্তিযুদ্ধাকে হারায়।বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।আমি আমার "মা" মায়রা খাতুনের ঘরে ১জন পুত্র সন্তান ছিলাম বলে,মায়ের অভিমান ৩বোনের ভালোবাসা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।মাকে না বলে যুদ্ধে চলে গিয়েছিলাম বলে, আমার মা পাগল হয়ে গিয়ে ছিলেন।মা আমার উপর অভিমান ক্ষোভ নিয়ে হালদায় ঝাঁপ দেন,আমার মেঝ বুবু হুোসনে আরা বেগম

মাকে নদী থেকে তুলে আনেন।মেঝ বুবু হুোসনে আরা বেগমসহ ২বোনের অজস্র কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।সে সময়ে বাবা তখন দেশান্তরে ছিলেন।যুদ্ধকালীন সময়ে একদিন ক্যাম্প থেকে ঘরে ফির ছিলাম মাকে দেখার আশায়।

মায়ের সাথে দেখা আর বুবুদের ভালোবাসা আমাকে একবিন্দু পরিমাণ দেশ প্রেমে থেকে বিচলিত করতে পারে নি।দেখা শেষ,এবার বিদায় নেয়ার পালা,বিদায় বেলা আমার মা মান্নাত করেন,এ দেশ যদি স্বাধীন হয়, আমি ১৯টা গরু দিয়ে খাবারের আয়োজন করবো।এবং তা করেন।৬০০/৭০০ কাণি জমিনের ধান মানুষ দিয়ে দেন।মহান রবের কাছে মা মায়রা খাতুনের একটাই চাওয়া ছিল,দেশ যেন স্বাধীন হয়,জানের বদলে যেন ছেলের জান ফিরে পাই। ১৯৭১ সালের ২৬শে মার্চ দীর্ঘ টানা ৯মাস যুদ্ধ,৩০লক্ষ শহীদের রক্ত, ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ ফিরে পাই লাল সবুজের পতাকা।বিজয় স্লোগানে মুখরিত রাজপথ,ছেলে ফিরে আসে ঘরে,স্বাধীনতার খুশিতে মহা আনন্দ উল্লাসে সারা দেশ।স্বাধীনতা ঘোষণার ২দিনপরে রাজাকাররা ধরা দেয় সশস্ত্রবাহিনীর হাতে।

সনদ বিতরণ শেষে, অনুষ্ঠানে ইউএনও শাহিদুল আলম বলেন,সনদপত্র ও কার্ডে কারো যদি নামকরণে ভুলভ্রান্তি হয়ে থাকে,তাহলে উক্ত বিষয়ে অবগত করার জন্য জানান তিনি।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

05/12/2020

আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও খেলার মাঠ প্রদর্শন।

20/11/2020

যে কোন আপডেট পেতে সময়ের হাটহাজারী পেইজে লাকই দিয়ে সাথে থাকুন।

হাটহাজারীতে রিলায়েন্স ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সম্পন্ন মোঃ আরফাতুল ইসলাম,(হাটহাজারী) চট্টগ্রামঃহাটহাজারী পার্...
07/11/2020

হাটহাজারীতে রিলায়েন্স ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সম্পন্ন

মোঃ আরফাতুল ইসলাম,(হাটহাজারী) চট্টগ্রামঃ

হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে রিলায়েন্স ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সাত্তার ঘাট খেলোয়াড় সমিতি ০২ গোল দেয় নাজিরহাট খেলোয়াড় সমিতিকে। খেলার দ্বিতীয়াংশে নাজিরহাট খেলোয়াড় সমিতি ০১ গোল দিয়ে গোল নামের সোনার হরিণটি অর্জন করা চেষ্টা করে।খেলার মাঠে দর্শকের উপস্থিতি ছিল বেশ দেখার মতো।

উক্ত খেলার সেরা খেলােয়াড় শাকিলকে ক্রেষ্ট তুলে দেন খেলার প্রধান অথিতি এশিয়ান স্পেশালাইজড হসপিটালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ডিস্টিক চেয়ারপার্সন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ লায়ন সালাউদ্দীন আলী।

হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদীর সঞ্চালনায় এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট্য শিক্ষা ও ক্রীড়ানুরাগী তরুণ সাংবাদিক মোঃ আরফাতুল ইসলাম,সমাজসেবক ও ক্রীড়ানুরাগী গিয়াস উদ্দিন,বিশিষ্ট্য সমাজসেবক পেয়ারু,ছাত্র নেতা হেলাল সিকদারসহ প্রমুখ।

খেলায় সাত্তার ঘাট খেলোয়াড় সমিতি,নাজিরহাট খেলোয়াড় সমিতিকে ০২ গোলে হারিয়ে বিজয়ের উৎসুখ হাসি নিয়ে ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেন।

25/10/2020

What’s up – কি খবর?
Carry on – চালিয়ে যাও
Wow – বাহ, দারুন তো
My goodness! – একি!
How come – কি ব্যাপার?
What a mess! – কি এক ঝামেলা!
Oh s**t! – ধ্যাত্তেরি!
Yes, go on – হ্যা, বলতে থাক
Oh dear! – বলো কী!
Hi guys – হ্যালো বন্ধুরা
Good job! – সাবাশ!
So what? – তাতে কি?
Oh, no! – এ হতে পারেনা!
Pay attention! – মনোযোগ দিন!
Definitely – অবশ্যই
Let it pass – ছেড়ে দিন।
Obviously – স্পষ্টত, সম্ভবত
I’m off – আমি গেলাম।
It’s your turn – এবার তোমার পালা
As if – যেন, কি যে হতো
Damn it! – চুলায় যাক!
What a surprise!- হটাৎ যে!
Go to the devil! – গোল্লায় যাক!
What about you? – তোমার খবর কি?
so so – মোটামোটি
So be it – তবে তাই হোক
Who cares! – কার কি যায় আসে!
I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
Heiya! It is you I see – আরে তুমি যে!
Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
Excuse me – এই যে শুনুন
Not a bit – একটুও না
That’s fantastic – এটা সত্যি চমৎকার
Next to nothing – বলতে গেলে কিছুই না
Mind your language – ভাষা সংযত করো
Come to the point – আসল কথা বল
That’s right – ঠিক বলেছেন
To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
Really pleased – সত্যি আনন্দিত
I am delighted- আমি আনন্দিত ।
So kind of you! – আপনার দয়া।
Anybody home? – বাড়িতে কেউ আছেন?
Keep quiet – চুপ কর
No entrance – প্রবেশ নিষেধ
It’s enough – যথেষ্ট হয়েছ
What happened – কি হয়েছে
What an idea! – কি বুদ্ধি!
Well done – সাবাশ
Indeed! – সত্যি!
How peaceful! – কি শান্ত!
Get lost – বিদায় হোন।
Let me see – আমাকে দেখতে দাও
Oh sure – ও নিশ্চয়ই
Who knows! – কে জানে!
Bulls**t! – বাজে কথা
But who cares! – কে ধারধারে!
No more buts – আর কোন কিন্তু নয়
How so – তা কি করে হয়?
I think so – আমি তাই মনে করি
Calm down – শান্ত হও
Let’s have a look – চল দেখি
Let’s run away – চলো এক্ষুনি পালাই
I am getting wet – আমি ভিজে যাচ্ছি
I don’t care! – আমার কিছু যায় আসেনা!
How else – আর কিভাবে?
Little by little – ক্রমান্বয়ে।
Is it so! – তাই নাকি!
If you do case – যদি আপনি চান
Have a good day – ভাল একটি দিন কাটাও।
Let’s sit somewhere – চল কোথাও বসি
So far so good – এ পর্যন্ত সবই ভালো
I tend to think – আমার কেন যেন মনে হয়।
I suppose so – আমিও সেটা ধারণা করছ

“ধর্ম যার যার উৎসবও তার তার”- নায়ক আলমগীর==============দুর্গা পুজা সকল ধর্মের লোকদের উৎসব প্রধানমন্ত্রীর এমন  বক্তব্য প্...
15/10/2020

“ধর্ম যার যার উৎসবও তার তার”- নায়ক আলমগীর
==============
দুর্গা পুজা সকল ধর্মের লোকদের উৎসব প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে সাহসী বক্তব্য রাখলেন বাংলা সিনেমার এক সময়ের পর্দা কাপানো নায়ক আলমগীর। তিনি বলছেন ধর্ম যার যার উৎসবও তার তার। এক ধর্মের উৎসব অন্য ধর্মের অনুসারীরা কখনই গ্রহন করেনা।এমন যদি হত রোজা কিংবা কুরবানিতে হিন্দুরাও অংশ নিত।আমরা বাস্তবে এমনটা কখনো হতে দেখিনা।
শুধু মুসলিমদেরকে অন্য ধর্মের উৎসবে অংশ নিতে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এমন বক্তব্য ব্যবহার করা হয়। কিন্তু মুসলিমদের উৎসবে অংশ নিতে এই সস্তা প্রবাদটি ব্যবহার করা হয়না। এ বিষয়টি থেকে প্রমাণিত হয় মুসলিমদের ধর্ম থেকে বিচ্যুত করাতেই এক শ্রেনীর মানুষ এই প্রবাদটি ব্যবহার করে।
চিত্র নায়ক আলমগীর আরো লেখেন সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছে,যার যার ধর্ম সে পালন করবে,কা্রো ধর্ম পালনে বাধা দেয়ার অধিকার কারো নেয়। তাই বলে আমরা নিজেদের ধর্ম বিসর্জন দিয়ে অন্যদের ধর্মীয় উৎসবে অংশ নিতে পারিনা। নায়ক আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে এসব কথা লেখেন। তার ঐ লেখাটি অনলাইনে ভাইরাল হয়েছে গতকাল এবং অনেক মানুষ তাকে সমর্থন করেছেন।

02/10/2020

হাটহাজারীতে গাউছিয়া ক্রোকারিজের শুভ উদ্বোধন

22/09/2020

#রুহী কি বলে দেখুন

20/09/2020

চিরনিদ্রায় শায়িত হলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহম্মদ শফি

17/09/2020

হাটহাজারী মাদ্রাসার সর্বশেষ আপডেট।

৯ দফা দাবীতে ছাত্রদের কঠোর আন্দোলনে উত্তাল হাটহাজারী মাদ্রাসা=================হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ই...
16/09/2020

৯ দফা দাবীতে ছাত্রদের কঠোর আন্দোলনে উত্তাল হাটহাজারী মাদ্রাসা
=================
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাটহাজারী। বুধবার (১৬ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর পরই মাদ্রাসার শত শত ছাত্র মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে আনাস মাদানীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে বহিষ্কারের দাবি জানাতে থাকে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে; ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সবধরনের হয়রানি বন্ধ করতে হবে; আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে; উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শূরার কাছে পূর্ণ ন্যস্ত করতে হবে; বিগত শূরার হক্কানি আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।
আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আনাস মাদানীর রুমে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় আনাস মাদানী মাদ্রাসার বাইরে ছিলেন বলে জানা গেছে।
আবু নাঈম নামে বিক্ষোভকারীদের একজন মাদ্রাসা ছাত্র জানান, আল্লামা শফী পুত্র আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে মাদ্রাসার শত শত ছাত্র এখন মাঠে নেমেছে। সাধারণ ছাত্রদের হয়রানি, মাদ্রাসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই আন্দোলন চলবে।

12/09/2020
27/08/2020

ভূমিকম্পের ফলে চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের পার্বত্যাঞ্চল ও পূর্বভাগের কিছু এলাকা মৃদু কেঁপেছে।তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল=================নিজস্ব প্রতিবেদকঃহাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন...
22/08/2020

নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল
=================

নিজস্ব প্রতিবেদকঃ

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে।

এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, নাঙ্গলমোড়া যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাবেদ আলম, যুবনেতা মারুফ চৌধুরী,ইমরান চৌধুরী, মাসুদ চৌধুরী, মোহাম্মদ মিজান, আলী আকবর দুলু, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আবু নঈম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল আমিন চৌধুরীসহ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন
আশরাফ আলী সওদাগরের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু নাসের। আলোচনা শেষে সভায় নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলের উপস্থিতিতে সকল শহীদের স্মরণে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

18/08/2020

সময় টিভির ক্যামরা দেখে শুয়ে পড়লেন বাংলাদেশের প্রখ্যাত নাটকবাঁজ সাহেদ।
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

16/08/2020
16/08/2020

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়াম....

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে ধূমপান না করার হুশিয়ারি দিলেন উপজেলা প্রশাসনযেখানে সিগারেটের গায়ে লিখা আছ...
16/08/2020

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে ধূমপান না করার হুশিয়ারি দিলেন উপজেলা প্রশাসন

যেখানে সিগারেটের গায়ে লিখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়,ধূমপান করলে ক্যান্সারজনিত রোগ হয় ইত্যাদি।সেখানে সারা দেশে অবাধে চলছে মাদকের শুরু সিগারেট মতো মৃত্যুর সনদপ্রাপ্ত বাণিজ্য।আর সরকার পাচ্ছে মোটা অংঙ্কের রেমিটেন্স।এ নিয়ে সারা দেশে মাদকের বিরুদ্ধে বহুবার সমাজকর্মীরা মানববন্ধন করলেও কর্ণপাত হচ্ছে না সরকারের ।সরকার দেশের প্রত্যেকটা থানায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করলেও কমছে না মাদক সম্রাজ্ঞীদের বিস্তার বাণিজ্য।থেমে নেই মাদকের প্রথম ছোঁয়া সিগারেট বাণিজ্য।

সুস্থ থাকা ব্যক্তি কখনো স্বাস্থ্য কমপ্লেক্স সেবা গ্রহণ করতে আসে না।বরঞ্চ কাঙ্খিত সেবা গ্রহণের লক্ষে অসুস্থ রোগীদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছুটতে থাকে দিকবেদিক।নিজের কাপড়-চোপড়
ঘর,বাসা-বাড়ি পরিষ্কার পরিছন্নতা যেমনটা দায়-দায়িত্ব। তেমনটা করে, আমাদের চারপাশের পরিবেশসহ অফিস আদালত,শিক্ষা-প্রতিষ্ঠান,
স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিছন্নতা রাখা বাঞ্ছনীয়।করোনা ও শ্বাসকষ্ট রোগীকে অক্সিজেন সেবা দেয়ার লক্ষে
স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অক্সিজেন সেবা,অপরদিকে কান্ড-জ্ঞানহীন ধূমপায়ী ব্যক্তির সিগারেট শেষাংশ আগুনের ফুলকা হাসপাতালের চারপাশে ফেলানোর কারণে যে কোন সময় সৃষ্টি হতে পারে বিপদজনক ঘটনা।সাধারণত ময়লা অবর্জনা স্তূপে পরিণত-পরিবেশ আমাদেরকে রোগব্যাধি বাড়াতে সহায়তা করে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্মকর্তা ডাক্তার ইমতিয়াজ শামীমের সাথে কথা বললে তিনি জানান,টুকেন নিতে দাঁড়িয়ে রোগীরা হাসপাতালের ভিতরে সরাসরি ধূমপান করে।আমরা নিষেধ করলে,ঝগড়া সৃষ্টি করে।আমি এ বিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করলে, তিনি মোবাইল কোডের মাধ্যমে আইনী সহায়তা প্রদান করবে বলে জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে ধূমপান না করার হুশিয়ারি দিয়ে গণমাধ্যম (ফেইসবুক)এ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রুহুল বলেন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে।আপনারা সেই অক্সিজেন সিলিন্ডারের রুমের (সিঁড়ি ঘরের আশেপাশে) আশেপাশে বিড়ি খাচ্ছেন,চিকিৎসকগণ নিষেধ করলে আপনারা উলটো তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন।দূর্ঘটনা কখন কিভাবে ঘটবে বলা যায় না।হাসপাতাল এলাকায় ধুমপান থেকে বিরত থাকুন, হাসপাতাল কর্তৃপক্ষকে সহায়তা করুন।ভ্রাম্যমাণ আদালত এ বিষয়ে কাজ করবে।

https://www.jamunaprotidin.com/?p=74069

যেখানে সিগারেটের গায়ে লিখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়,ধূমপান করলে ক্যান্সারজনিত রোগ হয় ইত্যাদি।সেখানে সারা দেশে অব....

হাটহাজারীতে কোকোর জন্মাদিন উপলক্ষে দোয়া মাহফিলশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেজ প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ...
13/08/2020

হাটহাজারীতে কোকোর জন্মাদিন উপলক্ষে দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেজ প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ট পূত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক,মরহুম আরাফাত রহমান কোকো'র ৫১ তম জন্মদিন উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ,চট্টগ্রাম উত্তরজেলা শাখার কতৃক দোয়া মাহফিল ১২আগষ্ট(বুধবার)অনুষ্টিত হয়।

এতে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ সাফায়াতুল ইসলাম সাবাল,ইলিয়াস চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোঃ আওরঙ্গজেব খান সম্রাট, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ রহিম উদ্দীন রাজু,স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মুহাম্মদ বাচা,আজিজ, দেলোয়ার, সিরাজ, ছাত্রদলনেতা কাজী এরশাদ, রায়হান উদ্দীন, জিয়া উদ্দীন,হাফেজ হেলাল,সাজ্জাদ, মামুন,রাসেল, পিয়াল,সাহাবউদ্দীন প্রমূখ।

11/08/2020

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না। একই সঙ্গে বাতিল করা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। করোনা পরিস্থিতির কারণে এই দুই পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুম শফিউল বারী বাবুর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত==========================বাংলাদেশ...
08/08/2020

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুম শফিউল বারী বাবুর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

==========================
বাংলাদেশ জাতীয়তাবাদীস্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু'র রুহের মাগফেরাত কামনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

৭আগষ্ট(শুক্রবার) বাদে আছর উপজেলার স্থানীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিতি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এসে এম ফজলুল হক,হাটহাজারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, বিএনপি নেতা মাওলানা মীর কাশেম, ইউসুফ, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, শফিজ্জামান, একরাম হোসেন সেলিম,এম ইলিয়াস আলী, উওর জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি সাফায়েতুল ইসলাম সাবাল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদার, নাজিম উদ্দীন উওর জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক রাসেদ, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রহিম উদ্দীন রাজু, হাটহাজারী পৌরসভার সভাপতি এয়ার মুহাম্মদ বাচা,হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দীন,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক কফিলউদ্দিন,সাইফুল তালুকদার, আলমগীর,টিকলু,লোকমান,জাহেদ,দিদার,সালেহ,আজিজ,দেলোয়ার সিরাজ, নুরউদ্দীন,সাইদুল,ছাত্রদল নেতা আজম,রায়হান, হোসেন,জিয়া,মনছুর,রহমত সাজিম, তারেক সাদী,রহিম, জুয়েল,হেলাল, সাজ্জাদ, মামুন,রাসেল, পিয়াল,আবু হানি।

08/08/2020

মেজর রাশেদ হত্যার ফোন আলাপ ফাঁস,সত্য প্রকাশ পাচ্ছে।

Address

Hathazari
Chittagong

Telephone

+8801843144243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Arfatul Islam Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category