ইসলামিক টিভি - Islamic TV

ইসলামিক টিভি - Islamic TV ইসলাম প্রচার এবং ইসলাম প্রসার করাই একমাত্র উদ্দেশ্য।
(1)

26/10/2024
20/10/2024

অহংকার মানুষের সাজে না।
#মিজানুর_রহমান_আযাহারী

18/10/2024

শুক্রবার হলো দরুদ পাঠ করার দিন।
তাই বেশি বেশি দরুদ পাঠ করুন।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

14/10/2024

'হিংসে' মদ খাওয়ার মত হারাম কাজ।
#খন্দকার_আব্দুলাহ_জাহাঙ্গীর

08/10/2024

নিশ্চয় আযান পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি।

🐝মৌমাছির Stomach এবং মধু তৈরির রহস্য 🐝🍯মৌমাছির শরীরে দুটি বিশেষ ধরনের stomach থাকে। এর মধ্যে একটি নিজে খাবার হজমের জন্য,...
17/09/2024

🐝মৌমাছির Stomach এবং মধু তৈরির রহস্য 🐝🍯

মৌমাছির শরীরে দুটি বিশেষ ধরনের stomach থাকে। এর মধ্যে একটি নিজে খাবার হজমের জন্য, আর অন্যটি ফুল থেকে সংগৃহীত নেকটার সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, যেটি honey stomach নামে পরিচিত। এই মধু সংরক্ষণের থলিতে মৌমাছি নেকটার জমা করে এবং hive-এ নিয়ে এসে অন্য মৌমাছিদের সাথে শেয়ার করে। এরপর এই নেকটারকে তারা মধুতে রূপান্তরিত করে।

একটি মৌমাছি তার জীবদ্দশায় মাত্র এক চামচেরও কম মধু তৈরি করতে সক্ষম হয়। হাজারেরও বেশি ফুল পরিদর্শন করে সংগ্রহ করা নেকটারই শেষ পর্যন্ত আমাদের মিষ্টি মধু হয়ে ওঠে। আমাদের জন্য এটি একটি চামচ মধু হলেও, মৌমাছির জন্য এটি তার গোটা জীবনের কঠোর পরিশ্রমের ফল।

আল্লাহর অপরুপ সৃষ্টি প্রকৃতির এই বিস্ময়কর কাজের জন্য মৌমাছিদের প্রতি ও তাদের স্রষ্টা আমাদের রবের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ প্রতিটি ফোঁটা মধুতে লুকিয়ে আছে তাদের জীবনের গল্প এবং রবের মহান কুদরত ও মহাপরিকল্পনা। 🌸🐝
আল্লাহু আকবর।

15/09/2024

যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবন যাপন করবে,
সুন্নাত অনুসারে আমল করবে এবং কোন মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে।

(তিরমিযি ৪/৬৬৯)

12/09/2024

যে ব্যক্তি বেশি বেশি দরজায় করাঘাত করে, তার জন্য দরজা খোলার সম্ভাবনা বেশি থাকে। তেমনি যে ব্যক্তি বেশি বেশি দুআ করে, তার দুআ কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।🤲

- সাহাবী আবু দারদা (রা.)
[শুয়াবুল ঈমান, বাইহাকি : ২/১১৪২]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক টিভি - Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক টিভি - Islamic TV:

Videos

Share

Category